Blog

  • ৪৮ কিলোমিটার সড়কই বে-হাল দশা নির্মাণ প্রকল্পে ধী-রগতি

    ৪৮ কিলোমিটার সড়কই বে-হাল দশা নির্মাণ প্রকল্পে ধী-রগতি

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ৪ হাজার ৮০০ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ডিসেম্বরে। সময়মতো কাজ শেষ করতে না পারায় প্রথম দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়। সালে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। এরপর আরো ছয় মাস মেয়াদ বাড়িয়ে সংশোধন প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে জমি অধিগ্রহণ ব্যয় তিন গুণ বাড়িয়ে ২ হাজার ৬৫০ কোটি টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। ঝিনাইদহ-যশোর মহাসড়কের ৪৮ কিলোমিটার ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটি ২০২১ সালের। তবে গতকাল রবিবার (১৭ আগস্ট) পর্যন্ত একটি উপজেলারও ভূমি অধিগ্রহণ শেষ করতে পারেনি ঝিনাইদহ ও যশোরের জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা। অধিগ্রহণের তালিকাভুক্তদের নানা অভিযোগ ও আপত্তি উপেক্ষা করেই গত ৮ আগস্ট ভূমির দাম নির্ধারণ করে নোটিশ দেওয়া হয়েছে। তবে ভুক্তভোগীরা তা প্রত্যাখ্যান করে মানববন্ধন করেছে। গত ১০ আগস্ট সকালে জেলার কালীগঞ্জ বাসস্ট্যান্ডে তারা মানববন্ধন করেন। মানববন্ধন থেকে জমির সঠিক মূল্য দাবিসহ ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার রিয়াজুল ইসলামের বিরুদ্ধে অনৈতিক টাকা দাবি, হয়রানি ও বিস্তর অনিয়মের অভিযোগ তোলা হয়।

    এ মহাসড়ক ধরে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার পণ্য ও যাত্রীবাহী যান বেনাপোল, দর্শনা ও মোংলা সমুদ্রবন্দরসহ দক্ষিণের বিভিন্ন জেলায় যাতায়াত করে। খুলনার সঙ্গে রাজশাহীর যোগাযোগের একমাত্র সড়কপথও এটি। মহাসড়কটির যশোর অংশে ২০ কিলোমিটারজুড়ে তৈরি হয়েছে গর্ত। ঝিনাইদহ অংশের ২৮ কিলোমিটারের অধিকাংশ স্থানেও পিচ উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব স্থানে ইটের সলিং দিয়ে কোনো রকমে যানবাহন চলাচলের উপযোগী করে রাখা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের মোট বরাদ্দের অর্ধেক জমিই অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে। তবে সরকার পরিবর্তনের কারণে সময়মতো কাজ শুরু করা যায়নি।

    এ ব্যাপারে প্রকল্পের ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৪ হাজার ৮০০ কোটি টাকা। যার অর্ধেকই ছিল জমি অধিগ্রহণ ব্যয়। তবে সরকার পরিবর্তন হওয়ার কারণে আমরা সময়মতো কাজ শুরু করতে পারিনি। আবার জমিও ঠিকমতো অধিগ্রহণ করা যায়নি। এ কারণে প্রকল্পটি পুনর্মূল্যায়ন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। কেননা নির্মাণসামগ্রীর দাম বাড়ার কারণে প্রকল্পের ব্যয়ও বেড়ে যাবে। সেখান থেকে সাড়া পেলে সড়কটির কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে।’ সওজ বিভাগ সূত্রে জানা গেছে, উইকেয়ার প্রকল্পের আওতায় ছয় লেন প্রকল্পে সড়কটি তিন ভাগে ভাগ করা হয়েছে। ঝিনাইদহ সড়ক বিভাগ থেকে সড়ক প্রশস্তকরণ প্রকল্প উইকেয়ারের কাছে হস্তান্তর করা হয়েছে। সওজের ঝিনাইদহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ‘গত বছর বর্ষায় রাস্তার ক্ষতি হয়েছে। এখন মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ঢালাই শুরু হয়েছে। সড়কটি এখন প্রকল্পের আওতায় চলে গেছে। এখানে আমাদের পক্ষ থেকে নতুন করে কিছু করার নেই।’

    সরজমিন দেখা গেছে, যশোরের পালবাড়ি থেকে চুড়ামনকাটি পর্যন্ত আট কিলোমিটার পুরোটাই ভাঙ্গ। ঝিনাইদহের অংশে বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থান ভেঙ্গে গেছে। বিষয়খালী এলাকার প্রায় এক কিলোমিটার সড়কে ইটের সলিং দেয়া রয়েছে। বাকি সড়কের বেশির ভাগ স্থানে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। স্থানীয়রা বলছেন, এক বছর সড়কটির এ অবস্থা। ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু স্থানে ইট বিছিয়ে দিয়েছে। তবুও চলাচলের উপযোগী হচ্ছে না। বড় গাড়িগুলো সড়কে চলাচল করলেও গর্তে পড়ে মাঝেমধ্যেই বিকল হয়ে যাচ্ছে। পালবাড়ি থেকে চুড়ামনকাটি পর্যন্ত সড়কের একাধিক স্থানে ইট বিছানো হয়। কিন্তু বেশিদিন স্থায়ী হয় না।

    এ ব্যাপারে যশোর-ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের উইকেয়ার ফেজ-১-এর উপপ্রকল্প ব্যবস্থাপক-১ নিলন আলী বলেন, ‘পানির সংস্পর্শে এলে বিটুমিনাস সারফেস (বিটুমিন বা অ্যাসফল্ট দিয়ে তৈরি রাস্তার পৃষ্ঠ) নষ্ট হয়ে যায়। এ কারণে বর্ষায় রাস্তা সংস্কার করা সম্ভব হয়নি। যেখানে বেশি সমস্যা ছিল, সেখানে ইট বিছিয়ে দেয়া হয়েছে। এখন বৃষ্টি কমছে। অল্প কিছুদিনের মধ্যেই রাস্তার সংস্কারকাজ শুরু হবে। তাছাড়া রাস্তার পাশের জমি এখনো অধিগ্রহণ শেষ হয়নি। ছয় লেন সড়কের জন্য আমরা এখনো জমি পুরোপুরি বুঝে পাইনি। এজন্য কাজে ধীরগতি রয়েছে।’

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • সুজানগর বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের ব-হিষ্কারাদেশ প্র-ত্যাহারের দাবিতে বিশাল গ-ণমিছিল

    সুজানগর বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের ব-হিষ্কারাদেশ প্র-ত্যাহারের দাবিতে বিশাল গ-ণমিছিল

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে সুজানগরে বিশাল গণ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ব্যানারে সর্বস্তরের অসংখ্য নারী-পুরুষ ও দলীয় নেতাকর্মীর অংশগ্রহণে বের হওয়া গণমিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্সিণ করে পোড়াডাঙ্গা বাজার চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় গণমিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে শেখ আব্দুর রউফ ভাইয়ের বহিষ্কার নয়, স্বীকৃতি চাই’, ‘আমরা রউফ ভাইয়ের পাশে, সত্যের পাশে’, ‘রউফ ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘রউফ ভাই দলের পরীক্ষিত নেতা, তার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই’এমন লেখা সম্বলিত প্লেকার্ড দেখা যায়।
    পরে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন শফিউল্লাহ মণি, খন্দকার গোলাম আযম, গোলাম মোর্তজা, ইয়াকুব আলী, হাবিবুর রহমান হাবিব,মাহমুদুর রহমান,কামরুল ইসলাম, মজিবর ,আলাউদ্দিন আলাল,আবুল কালাম, সাফা,আলী আকবর ,মণিরুজ্জামান মান্নান, আব্দুল মালেক,মুক্তার শেখ,শরিফুল ইসলাম,তোরাপ আলী, আব্দুল মজিদ মন্ডল, আব্দুর রাজ্জাক রাজা , এস এম রাজা,মানিক,আসলাম সরদার,আলামিন শেখ ও পিকে সাব্বির প্রমুখ ।
    সমাবেশে নেতাকর্মীরা দাবি করেন, কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে দলের ত্যাগী ও পরীক্ষিত এবং জনপ্রিয় নেতা সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখআব্দুর রউফকে বহিষ্কার করা হয়েছে। তারা বলেন, শেখ আব্দুর রউফ আন্দোলন-সংগ্রামে বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের সুসংগঠিত করে দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নেতাকর্মীরা তার বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান এবং এ দাবি না মানা হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন।
    এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরো বলেন, ষড়যন্ত্র করে কখনো নেতৃত্বকে মুছে ফেলা যায় না। বিএনপি নেতা শেখ আব্দুর রউফ রাজপথের লড়াকু সৈনিক, দুঃসময়ের পরীক্ষিত জাতীয়তাবাদী নেতা, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত নিবেদিতপ্রাণ একজন জননেতা। শেখ আব্দুর রউফ তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালে তাঁতীবন্দ ইউনিয়ন ছাত্রদলের সদস্য,১৯৯০ সালে সুজানগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও এরপর উপজেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক, ১৯৯৪ সালে উপজেলা ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যতম সদস্য, ১৯৯৬ সালে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে একই বছরের মে মাসে পুলিশের হাতে গ্রেফতার হয়ে ৫৭ মাস কারাগারে বন্দি থাকেন। এরপর ২০০৫ সালে উপজেলার তাঁতিবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন, ২০০৯ সালে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এবং পরে সাংগঠনিক সম্পাদক, ২০১১ সালে পূণরায় বিপুল ভোটে তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন, ২০১২ সালে জেলা বিএনপির অন্যতম সদস্য, ২০১৬ সালে সুজানগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ২০২২ সালে উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে শেখ আব্দুর রউফ সফলতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন। শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ বলবৎ রাখলে দলটির কার্যক্রম স্থবির হয়ে পড়বে। তাই তারা বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে পুনর্বিবেচনা করে শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার বিনীত অনুরোধ জানান।
    প্রসঙ্গত, গত ৯ জুলাই সুজানগর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অপর পক্ষের লোকজন শেখ আব্দুর রউফকে কুপিয়ে জখম করে। এরপরদিন আবার শেখ আব্দুর রউফকেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর পাবনা

  • বানারীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উৎযা-পন

    বানারীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উৎযা-পন

    “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বরিশালের বানারীপাড়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।
    জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে বানারীপাড়া উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সোমবার (১৮ আগষ্ট) উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১টায় র‍্যালি,উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়জিদুর রহমান।উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী’র সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফার প্রতিনিধি,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মোকাম্মেল হোসেন, উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পলাশ, ছাত্রনেতা মোঃ সাব্বির হোসেন,সাংবাদিক আমিনুল ইসলাম সাগরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় জেলেরা।

    সভায় বক্তারা দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়জিদুর রহমান বলেন“মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করতে হবে। অভয়াশ্রম গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশীয় মাছের স্বাদ পায়। একইসাথে সুষ্ঠুভাবে সংরক্ষণ ও বাজারজাতকরণ নিশ্চিত করতে হবে।”

    সভার শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শেষে দেশীয় মাছ অবমুক্ত করা হয় এবং জেলেদের মাঝে ক্রেস্ট বিতরণ ও আনন্দদানে খেলাধুলা অনুষ্ঠিত হয়।

  • তানোরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আ-লোচনা সভা

    তানোরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আ-লোচনা সভা

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠান শেষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট সোমবার সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক লিয়াকাত সালমান।
    উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল) জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদা, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, উপজেলা প্রকৌশলী নুরনাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, খাদ্য নিয়ন্ত্রক শেখ মলিউজ্জামান সজীব, সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, ইউডিএফ (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ মফিজুল ইসলাম মুন্নাপ্রমুখ।
    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লিয়াকাত সালমান বলেন, মৎস্য সম্পদের উৎপাদন বাড়াতে হলে শুধু সরকার নয়, জনগণকেও সচেতন হতে হবে। প্রকৃতি ও জলজ সম্পদ সংরক্ষণে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
    আলোচনা শেষে তানোর উপজেলার মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় মৃদুল হোসেন, মনিরুল ইসলাম ও সহিদুল ইসলাম নামে তিন সফল মৎস্যচাষীকে এবং নারীর আত্মকর্মসংস্থান তৈরিতে অবদান হিসেবে এফএইচ এসোসিয়েশন তানোর এরিয়া প্রোগ্রাম কার্যালয়কে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।#

  • চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদ-যাপন

    চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদ-যাপন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “অভায়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫
    (১৮-২৪ আগস্ট) উদযাপন উপলক্ষে র‍্যালী, মাছে পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৮ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এর পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন এর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, দৈনিক সমকালের চারঘাট প্রতিনিধি সনি আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় মাছ চাষিরা।

    সবশেষে, উপজেলার সফল মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

    মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী ।।

  • পঞ্চগড়ে সেনা অভি-যানে ১২ জু-য়াড়ি আ-টক

    পঞ্চগড়ে সেনা অভি-যানে ১২ জু-য়াড়ি আ-টক

    পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড়ের পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১২ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ টাকা ও ১৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রবিবার রাতে পৌরসভার ডোকরো পাড়া এলাকায় অভিযানের নেতৃত্বে দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক। পরে আটক জুয়ারিদের সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করে সেনাবাহিনী।

    সোমবার (১৮ আগস্ট) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

    অভিযান সূত্রে জানা যায়, পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় দুই লাখ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়। 

    মামুন নিজেকে বিএনপি নেতা দাবি করে জুয়ার আসর প্রতিদিন বাসায় চালাতেন বলে জানা গেছে।

  • হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের বর্ষপূর্তি : গুণীজন সংবর্ধনা স-ম্পন্ন

    হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের বর্ষপূর্তি : গুণীজন সংবর্ধনা স-ম্পন্ন

    বিশেষ প্রতিনিধিঃ

    সাংবাদিকতা কোনো সহজ পেশা নয়, বরং এটি এক চ্যালেঞ্জময় পথচলা। সত্য সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের নানান বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়। তবু বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ছাড়া সমাজের প্রকৃত চিত্র ফুটে ওঠে না। হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

    হাটহাজারী পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসলাম পারভেজ। প্রধান অতিথি ছিলেন রুরাল জার্নালিস্ট
    ফাউন্ডেশন( আরজেএফ)”এর চেয়ারম্যান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এস এম জহিরুল ইসলাম।

    অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু নোমান ও দপ্তর সম্পাদক এইচ এম এরশাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন, দৈনিক নয়া বাংলার সম্পাদক এনায়েত উল্লাহ, হাটহাজারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন, বর্তমান সিনিয়র সহ সভাপতি শিমুল মহাজন, চবি সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. শিপক নাথসহ বিশিষ্টজনেরা।

    এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল দিদারুল আলম (অবঃ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, জামায়াতের পৌর আমীর মাস্টার মাহমুদুল করিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির, গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি মোঃ শোয়েব প্রমুখ।

    অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়। পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং ‘ঐক্য’ নামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

    সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, কৃষি ও মানবসেবাসহ ১৭টি ক্যাটাগরিতে গুণীজন সংবর্ধনা। এ ছাড়া হাটহাজারীর দশজন সাংবাদিককে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান চলাকালে নবতরুণ ব্লাড ব্যাংকের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়।

    বক্তারা বলেন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ শুধু সংবাদ পরিবেশনেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছে—যা প্রশংসনীয়। যে কোনো প্রয়োজনে এই সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন অতিথিরা।

    শেষে অতিথিরা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) সংগঠনের নেতৃবৃন্দদের উত্তরীয় ও ক্রেস্ট পরিয়ে সম্মানিত করেন।

  • বরগুনার তালতলীতে ৪ ইউনিয়নে শ্রমি-ক দলের কমিটি গঠন

    বরগুনার তালতলীতে ৪ ইউনিয়নে শ্রমি-ক দলের কমিটি গঠন

    তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
    বরগুনার তালতলী উপজেলার ৪ ইউনিয়নে শ্রমিক দলের নতুন কমিটি গঠন করা হয়েছে।

    রবিবার (১৭ আগষ্ট) উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আল আমিন হাওলাদার ও সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন স্বাক্ষরিত
    প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটিগুলোর অনুমোদন দেয়া হয়। সবগুলো কমিটি ৫১ সদস্যের।

    ৪ টি ইউনিয়নে শ্রমিক দলের কমিটি হলো- ছোটবগী ইউনিয়নে সভাপতি আল-আমীন মাতুব্বর ও সাধারণ সম্পাদক রবিউল প্যাদা।
    কড়ইবাড়িয়া ইউনিয়নে সভাপতি রাসেল ওসমান ও সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার। নিশানবাড়িয়া ইউনিয়নে
    সভাপতি হেলাল হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান আকন। সোনাকাটা ইউনিয়নে সভাপতি লিটন হাওলাদার ও সাধারণ সম্পাদক রেজাউল ফরাজি।

    উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন বলেন, যাঁরা এই কমিটিতে স্থান পেয়েছেন তাঁদের প্রত্যেকের কাঁধে এখন একটি গুরুদায়িত্ব—বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে আবারও জনগণের শক্তিতে ক্ষমতায় নিয়ে আসা এবং দেশনেতা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে আরও সুদৃঢ় করবেন।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • ‌কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শু-রু

    ‌কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শু-রু

    গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    “অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮ — ২৪ আগস্ট) শুরু হয়েছে।

    এ উপলক্ষে আজ সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন পুকুরে দেশীয় প্রজাতির পোনা অবমুক্তকরণের পর উপজেলা পরিষদের হলরুম লাল শাপলায় আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।

    উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মাসুম বিল্লাহ। এ সময়- উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, প্রাণী সম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোতাহার হোসেন সরদার, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ফায়েকুজ্জামান শেখ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মাসুদ, এনপিপির নেতা তৌহিদুল ইসলাম, মৎস্যজীবী- তোতা মিয়া হাওলাদার, ফরিদ শেখ, মিতু হালদার, সাংবাদিক মিজানুর রহমান বুলু সহ অনেকে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে প্রকৌশলী সফিউল আজম, যুবউন্নয়ন কর্মকর্তা শাজাহান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার, আবুল কালাম দাড়িয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্যজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। সব শেষে মাছ চাষে বিশেষ অবদান রাখার জন্য দুই জন মৎস্যজীবীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

  • নলছিটিতে কোরআনের হাফেজ নি-খোঁজ ইমরানের ম-রদেহ পুকুর থেকে উ-দ্ধার

    নলছিটিতে কোরআনের হাফেজ নি-খোঁজ ইমরানের ম-রদেহ পুকুর থেকে উ-দ্ধার

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে  কোরআনের হাফেজ নিখোঁজ মো. ইমরানের সিকদারের(৩০) মরদেহ   একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর ১৮ আগস্ট সোমবার সকাল ৮টার দিকে উপজেলার  কুশঙ্গল ইউনিয়ন পরিষদ সংলগ্ন  একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন এলাকাবাসী। মৃত মো.ইমরান হোসেন উপজেলার মানপাশা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইউনুচ আলী সিকদারের ছেলে।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,  ইমরান সিকদার গত রোববার সকালে (১৭ আগষ্ট) নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে  আসেননি। অনেক খোঁজাখুঁজি করে ওদিন তাকে আর পাওয়া যায়নি। পরে সোমবার সকালে ইমরানের লাশ কুশঙ্গল ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। তারা আরও জানান,  ইমরান বিগত কয়েক বছর ধরে মানুসিক সমস্যায় ভুগছিলেন। তিনি বিবাহিত এবং এক( ১) বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে তার।
    নলছিটি থানার ওসি মো.আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।