Blog

  • খুলনার পাইকগাছায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অ-নুষ্ঠিত

    খুলনার পাইকগাছায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অ-নুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:।।

    পাইকগাছায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (সফল-IWRM) প্রকল্পের উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, সলিডারিডাড-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ এস এম ফেরদৌস এবং উত্তরণ-এর প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোহাম্মদ ইকবাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল।

    সলিডারিডাড প্রোগ্রাম অফিসার সুব্রত রায়ের সঞ্চালনা উপস্থিত ছিলেন উত্তরণের ওয়াটার ক্লাস্টার অফিসার মোঃ আব্দুস সাত্তার, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক আবুল হাশেম, এম জালাল উদ্দীন, কপিলমুনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী, মোঃ জাহাঙ্গীর আলম সানা, পীযুষ মণ্ডল, মোঃ আব্দুল্লাহ সরদার, মোঃ খোরশেদুজ্জামান, ইউপি সচিব মিরাজ আহমেদ, ইউপি সদস্য টিএম হাসানুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

    সভায় পানি সম্পদ ব্যবস্থাপনার টেকসই উন্নয়ন, খাল ও জলাশয় পুনঃখনন, এবং পানি ব্যবহারের সমন্বিত পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করা হয়।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা।।

  • পাইকগাছায় কড়ুলিয়া সেতু’র কাজ প্রায় ৬০ ভাগ স-ম্পন্ন

    পাইকগাছায় কড়ুলিয়া সেতু’র কাজ প্রায় ৬০ ভাগ স-ম্পন্ন

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    খুলনার পাইকগাছার লস্করে কড়ুলিয়া নদীর উপর ১২০ কোটি টাকা ব্যয়ে ৭৪৮.৯ মিঃ দৈর্ঘ্য সেতু’র নির্মান প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে।সংঅশ্লিষ্টরা বলছেন, প্রকল্পে’র নির্মান কাজ ইতোমধ্যে প্রায় ৬০ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। কোন প্রতিবন্ধকতা না হলে নিদিষ্ট মেয়াদে ২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে নির্মান কাজ শেষ হলে সেতুর উপর দিয়ে যাতায়াত শুরু হলে উপকূলীয় অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানাগেছে, সুন্দরবন ঘেষা দু’উপজেলা কয়রা-পাইকগাছা’র সাথে অল্প সময়ে জেলা সদর খুলনায় যোগাযোগের জন্য পাইকগাছার লস্কর ইউপি’র বাইনতলায় কড়ুলিয়া নদীর উপর একটি ব্রীজ নির্মান প্রকল্প গ্রহন করা হয়। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয় বিগত ২০২৩ সালের ১৩ নভেম্বর। এলজিইডি’র তত্ত্বাবধানে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মান প্রকল্প-১পাট এর আওতায় ১শ২০ কোটি টাকা ব্যয়ে-৭৪৮ মিঃ দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্ত প্রকল্পটি বাস্তবায়ন করছেন এনডিই কোম্পানী লিঃ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর( এলজিইডি) এর উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, নির্মান প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগুচ্ছে এবং সেতুর দু’পারে লস্কর ও খড়িযায় ৩শ মিঃ সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহনের কাজ প্রক্রিয়াধীন।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব জানান, এ সেতুটি’তে ২৪০ পাইলের মধ্যে এরই মধ্যে ২৩২টির কাজ সম্পন্ন হয়েছে। আরসিসি স্প্যান থাকবে-২৫ টি ও নদীর মাঝখানে থাকবে ৭৫ মিটারের একটি স্টীলের স্প্যান।ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই’র প্রকল্প ম্যানেজার মোঃ সাহেব আলী জানান, আমরা সিডিউল মতে নদী শাসনসহ প্রকল্পের এ পর্যন্ত ৬০ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। কোন প্রতিবন্ধকতা না হলে তিনি নিদিষ্ট সময়ের মধ্যে সেতুর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন।স্থানীয়রা জানান,কড়ুলিয়া নদীর উপর ব্রীজটি নির্মিত হলে নদী পারাপারে আর নৌকা থাকবেনা অন্যদিকে ভোগান্তিও দুর হবে । এতে উপকূলের মানুষের অর্থনীতি ও পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।এলাকার মানুষের আয়ের উৎস্য বিশেষ করে মৎস্য সম্পদ ও কৃষি পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহনে সহজ হবে। জেলা-উপজেলা সদরের অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালে চিকিৎসা সেবা ও যে কোন দুর্যোগকালে নিরাপদে যাতায়াত সহজ হবে। অন্যদিকে মানুষের জীবনমান উন্নয়ন ও ভবিষ্যতে সেতু এলাকায় পর্যটন শিল্প প্রকল্পের সম্ভাবনা রয়েছে।

  • বাবুগঞ্জে মাধবপাশায় পূর্ব রহমতপুর শুরু হচ্ছে শর্টপিচ T-10 ক্রিকেট টুর্নামেন্ট 🏏

    বাবুগঞ্জে মাধবপাশায় পূর্ব রহমতপুর শুরু হচ্ছে শর্টপিচ T-10 ক্রিকেট টুর্নামেন্ট 🏏

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা>>>

    বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পূর্ব রহমতপুর ৯নং ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে জমকালো শর্টপিচ T-10 ক্রিকেট টুর্নামেন্ট। খেলোয়াড়দের নিবন্ধন ফি ধরা হয়েছে ১০০ টাকা, যা জমা দেওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর।
    উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে পূর্ব রহমতপুর গোডাউন বাবুলের মাঠে।
    বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও ট্রফি।
    এই টুর্নামেন্টে মাধবপাশা ইউনিয়নের পূর্ব রহমতপুর ৯নং ওয়ার্ডের খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবেন।
    আয়োজনে সহযোগিতা করছে — ৯নং ওয়ার্ড যুব সমাজ, ৯নং ওয়ার্ড গণ্যমান্য ব্যক্তিরা।
    যোগাযোগ: মোঃ শাহজাহান হোসেন বাদশা (মেম্বার ৯নং ওয়ার্ড), ০১৭৩৬-৬৬৬৫৩
    মোঃ সাখাওয়াত হোসেন (অবঃ সার্জেন্ট বাংলাদেশ সেনাবাহিনী), ০১৭১০-১৪৮৬৬৯
    মোঃ জাহিদুল ইসলাম নান্টু (সাবেক ক্রিকেটার ৯নং ওয়ার্ড), ০১৪০৯-০১৭৩১৩

  • পাইকগাছায় নদী থেকে অ-জ্ঞাত পুরুষের ম-রদেহ উদ্ধার

    পাইকগাছায় নদী থেকে অ-জ্ঞাত পুরুষের ম-রদেহ উদ্ধার

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গাছুয়া খালের দক্ষিণ মাথায় গেটসংলগ্ন বড় নদী থেকে এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পাইকগাছা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাইকগাছা থানার নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

    এলাকাবাসীর ধারণা, ঘের সংক্রান্ত কোনো বিরোধের জের ধরে এমন ঘটনার সূত্রপাত হতে পারে। তবে পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করছে।

    নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর আব্দুস সবুর জানান,মৃত্যু ব্যক্তির শরীরের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ফোনটির সিম খুলে দেখা যায় ‘ভাইয়া’ নামে একটি নাম্বার সেভ করা ছিল। ওই নাম্বারে যোগাযোগ করলে অপরপ্রান্ত থেকে জানানো হয়, মৃত ব্যক্তি খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা এবং তিনি ২-৩ দিন ধরে নিখোঁজ ছিলেন।”

    পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ সেই ব্যক্তির হতে পারে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে ।

    এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা

  • গোবিপ্রবি’তে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উ-ন্মোচন

    গোবিপ্রবি’তে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উ-ন্মোচন

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর ট্রফি উন্মোচন করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার দুপুর ১২:৩০টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ অফিস কক্ষে ট্রফি উন্মোচন করেন।
    এ সময় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার চাইতে অংশগ্রহণ করাই বড়ো বিষয়। তারপরও খেলাকে কেন্দ্র করে নানা রকম বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা থাকে। আশা করছি, শিক্ষার্থীরা সেটি মাথায় রেখে সৃশুঙ্খলভাবে টুর্নামেন্ট শেষ করবে। তবে খেলাকে কেন্দ্র করে শিক্ষার পরিবেশ বিঘ্ন হলে বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।

    অনুষ্ঠানে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ ৩৩টি দলের খেলোয়াড় প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    আগামীকাল শুক্রবার শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর ২০২৫।

  • গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব হাতধোয়া দিবস উদ-যাপন

    গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব হাতধোয়া দিবস উদ-যাপন

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিবেদকঃ

    গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব হাতধোয়া দিবস -২০২৫ পালিত হয়েছে।

    গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে
    বুধবার (১৫ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি সংক্ষিপ্ত র‍্যালী বের হয়। “হাত ধোয়ার নায়ক হোন” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বের হওয়া র‍্যালীটি জেলা প্রশাসন ভবনের সামনে সুশাসন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনীর ব্যবস্থা রাখেন আয়োজক কর্তৃপক্ষ।

    এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদ।

    এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, এনডিসি অনিরুদ্ধ দেব রায়, গোপালগঞ্জ সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রতন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বালা, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জামাল হোসেন, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সিরাজুম মণি প্রমুখ বক্তব্য রাখেন।

  • গোদাগাড়ীতে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়নে বিশেষ অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়নে বিশেষ অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত

    রাজশাহী থেকেঃ মোঃ হায়দার আলীঃ রাজশাহী গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়ন ও তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ। সভায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, শামসুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি), উপজেলা অফিসারগণ আদিবাসী নেতৃবৃন্দ, এনজিও কর্মীরা এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।

    সভায় মূল আলোচ্যসূচি ছিল ৯টি জনজাতির জন্য ৯টি আদর্শ গ্রাম প্রতিষ্ঠা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক মেলার আয়োজন এবং তাদের ঐতিহ্যবাহী ও ব্যবহারিক জিনিসপত্র সংগ্রহ ও সংরক্ষণ, যা জাতির পরিচয় বহন করে।

    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানান হয়, গোদাগাড়ীর ১৪টি জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনযাত্রার উন্নয়ন এবং ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া আদিবাসীদের জন্য সাংস্কৃতিক মেলা ও সংগ্রহশালা স্থাপনের মাধ্যমে তাদের সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ ও পরিচয় করিয়ে দেওয়া হবে।
    উপজেলা প্রশাসন এ কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের সহযোগিতা কামনা করেছে। দেশের সার্বিক উন্নয়ন কোন গোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভাব নয়। ১৪টি জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনযাত্রার মান উন্নয়ন অবশ্যই করতে হবে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • ভাতার কার্ড না পেয়ে টাকা ফেরত চাওয়ায় মা-রধরের অ-ভিযোগ চেয়ারম্যানের বিরু-দ্ধে

    ভাতার কার্ড না পেয়ে টাকা ফেরত চাওয়ায় মা-রধরের অ-ভিযোগ চেয়ারম্যানের বিরু-দ্ধে

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি :
    স্ত্রীর মাতৃত্বকালীন ভাতার কার্ডের আশায় দেড় বছর আগে ইউনিয়নের চেয়ারম্যানকে ৮ হাজার টাকা দিয়েছিলেন এক অটোচালক। দীর্ঘদিনেও কার্ড না হওয়ায় সেই টাকা ফেরত চাইতেই তিনি মারধরের শিকার হয়ে এখন হাসপাতালে ভর্তি। এ ঘটনায় আজ বৃহস্পতিবার চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়ন পরিষদের। এ ঘটনায় আহত ভুক্তভোগী মো. রশিদুল কাজী (৩৭) ওই ইউপির চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর সরকারপাড়ার অটোচালক মো. রশিদুল কাজী তাঁর স্ত্রী রাবেয়া বেগমের মাতৃত্বকালীন ভাতার কার্ড করার জন্য দেড় বছর আগে সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটকে ৮ হাজার টাকা দেন। তবে দীর্ঘদিনেও ভাতার কার্ড না করায় রশিদুল টাকা ফেরত চাইলে চেয়ারম্যান নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।

    রশিদুল কাজীর অভিযোগ, গত ১৪ অক্টোবর বিকেল ৪টার দিকে চেয়ারম্যান টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে ইউনিয়ন পরিষদে ডেকে নেন। সেখানে উপস্থিত হলে চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট, আকবার হোসেন ও সাদেকুল মিলে ইউনিয়ন পরিষদের কক্ষে তাঁকে বেদম মারধর করেন। অভিযোগে বলা হয়েছে, চেয়ারম্যান রশিদুলের পেটে লাথি মারেন, অন্যরা ঘুষি ও কিলঘুষিতে তাঁর নাক-মুখ ফাটিয়ে রক্তাক্ত জখম করেন। এসময় ইউনিয়ন পরিষদের কিছু চৌকিদারও মারধরে অংশ নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    ভুক্তভোগী মো. রশিদুল কাজী বলেন, “আমি একজন অটোচালক। স্ত্রীর জন্য মাতৃত্বকালীন ভাতার কার্ড করতে গেলে ৮ হাজার টাকা নেয় চেয়ারম্যান। কিন্তু দীর্ঘদিনেও কার্ড করে দেয়নি। টাকা চাইতে যাওয়া আমাকে মারধর করা করেছে। প্রাণনাশের হুমকি দিয়েছে। বলেছে-আর যদি টাকা চাইতে যাই, হাত-পা ভেঙে পঙ্গু করে দেব, এমনকি খুন করে লাশ গুম করে ফেলব।”

    এ বিষয়ে জানতে সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটের মুঠোফোন একাধিকবার ফোন দিল তিনি ফোন রিসিভ করেননি ।

    ইউএনও রুবেল রানা বলেন, “অভিযোগ পেয়েছি। চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। ভুক্তভোগীরা চাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে।”

    তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, “ওই চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ ডিউটি অফিসারে কাছে এনেছিল। সেটি ইউএনও বরাবর হওয়ায় তাদের সেটি ইউএনওকে দিতে বলা হয়। থানায় অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

  • কুমিল্লা স্টেডিয়ামে Meat N Bite রেস্টুরেন্টে হঠাৎ পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতা হাজি ইয়াসিন

    কুমিল্লা স্টেডিয়ামে Meat N Bite রেস্টুরেন্টে হঠাৎ পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতা হাজি ইয়াসিন

    তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে, 

    কুমিল্লা দীরেন্দ্র নাথ স্টেডিয়ামের উত্তর পূর্ব প্রান্তে  অবস্থিত  জনপ্রিয় রেস্টুরেন্ট Meat N Bite-এ গতকাল রাতে হঠাৎ করে উপস্থিত হয়ে পরিদর্শন করেন  কুমিল্লার বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক বিএনপির কেন্দ্রীয় নেতা হাজি আমিনুর রশিদ  ইয়াসিন। 

    কুমিল্লা নগরীর স্থানীয় তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে গড়ে ওঠা এই রেস্টুরেন্টে তিনি পরিদর্শন শেষে 

    খাবারের মান ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

    তিনি বলেন, “কুমিল্লার তরুণরা এখন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসছে, এটা আমাদের জেলার জন্য গর্বের বিষয়। ভালো খাবার ও পরিষ্কার পরিবেশের মাধ্যমে Meat N Bite কুমিল্লার খাবার সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।”

    রেস্টুরেন্টের উদ্যোক্তারা জানান  হাজি আমিনুর রশিদ ইয়াসিনের  আগমনে তাদের অনুপ্রেরণা জুগিয়েছে। ভবিষ্যতে তারা আরও নতুন খাবার ও মানসম্মত সেবা নিয়ে আসার পরিকল্পনা করছেন। স্থানীয় রাজনীতিবিদদের পৃষ্ঠপোষকতায় এখন কুমিল্লার তরুণদের উদ্যোক্তা চেতনা জেগে উঠছে—আর “Meat N Bite” তারই এক উজ্জ্বল উদাহরণ।এবিষয়ে আরো জানা যায় সরকারের জেলা প্রশাসন, জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ইসলামী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা রেষ্টুরেন্ট গুলো  বৈধ পন্থায় চালিয়ে যাচ্ছে। তারা আরো বলেন এই স্থানটি একসময় মাদকের আখড়া ছিলো, ময়লা আর্বজনায় পরিত্যাক্ত ছিল। তরুন দের উদ্যােগে আজ স্থান টি নগরীর একটি পরিচ্ছন্ন বিনোদনের স্থান লাভ করে।

  • ময়মনসিংহে হারুন টাওয়ারের দোকানের লু-ন্ঠিত  আংশিক মালামাল উ-দ্ধার

    ময়মনসিংহে হারুন টাওয়ারের দোকানের লু-ন্ঠিত আংশিক মালামাল উ-দ্ধার

    আরিফ রব্বানী।।
    নিজস্ব প্রতিবেদকঃ

    ময়মনসিংহ শহরের হারুন টাওয়ার মার্কেটের সাইম টেলিকম মোবাইল দোকানেরথ সারে ৮৬ লক্ষ টাকার লুন্ঠিত মালামালের মধ্যে আংশিক মালামাল উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার ১৫ অক্টোবর ২০২৫ তারিখে ভোর রাতে হারুনের নিজস্ব বাসার বান্ডারীর ভেতরে অব্যবহৃত কক্ষ থেকে ছবির তথ্যচিত্রের মালামাল উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী মডেল থানার ওসি অপারেশন সজিব বারই এবং তদন্তকারী কর্মকর্তা ১নং পুলিশ ফাড়ীর এসআই মাজহারুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স।

    জানা যায় সাইম টেলিকম পজিশন ক্রয় করা দোকানে গত ২০ জুন মালামাল লুটের ঘটনায় দোকান মালিক আতিকুর রহমান খানের দায়েরকৃত অভিযোগে কোতোয়ালী থানার মামলা নং ৭৯(৬)২০২৫ রুজু হয়। এ ঘটনায় প্রধান আসামী গোলাম আম্বিয়া হারুন এর ম্যানেজার তাপস সাহাকে ৬ জুলাই গ্রেপ্তার করা হয়। ৮ জুলাই তার স্বীকারোক্তি মূলক তথ্যের ভিত্তিতে আবু রায়হান জহির ও সাব্বির দুজনের নামের সংশ্লিষ্টতা প্রকাশ পায়। ৯ অক্টোবর উক্ত আসামীদ্বয়ের মধ্যে আবু রায়হান জহিরকে গ্রেপ্তার করা হলে রিমান্ডে এসে তার দেওয়া তথ্যমতে ১৫ অক্টোবর ভোর রাতে আংশিক লুন্ঠিত মালামাল ফার্নিচার আনুসাঙ্গিক অনুমান ৫০ হাজার টাকার জিনিসপত্র উদ্ধার করা হয়।

    এব্যাপারে ভূক্তভোগী বাদী আতিকুর রহমান খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিবাদী হারুনের ছেলেদের যোগসাজসে লুন্ঠিত মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রী বিভিন্ন স্থানে হস্তান্তর করেছে। তাঁর দাবী জামিনে থাকা প্রধান আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করিলে লুণ্ঠিত ও মোবাইল সহ সমুদয় মালামালের সন্ধান উদ্ধার হওয়া সম্ভব। দোকানে থাকা (আটষট্টি হাজার তিনশত তিপান্ন) টাকার মালামাল দোকান ভাড়া পরিশোধের রশিদ ফাইল, বিদ্যুৎ বিল ফাইল, ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক এর তিনটি চেক বাদীর ব্যক্তিগত ফাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র বিবাদীরা নিয়ে যায়। লুষ্ঠিত মালামালের মধ্যে রয়েছে সিম্ফোনি বাটন ফোন, বই বিভিন্ন মোবাইল কোম্পানীর সাথে ব্যবসায়িক চুক্তিপত্র ফাইল সহ মার্সেল বাটন ফোন, জিডিএল বাটন ফোন, নকিয়া বাটন ফোন, আইটেল বাটন ফোন, বেঙ্গল বাটন ফোন, আইটেল স্মার্ট ফোন, ইনফিনিক্স স্মার্ট ফোন, ওয়ো স্মার্ট ফোন, সিফোনি স্মার্ট ফোন, টেকনো স্মার্ট ফোন, ওয়ান প্লাস স্মার্ট ফোন, শান্ডাম (শ্যামসং) স্মার্ট ফোন, ভিভো স্মার্ট ফোন, কম্পিউটার আইপিএস, সিসি ক্যামেরা, ফ্যান, ডেকোরেশন সহ আসবাবপত্র উদ্ধার হওয়ার প্রয়োজনীয়তা বাদী করেন।

    এঘটনায় অভিযুক্ত হারুন এর মুঠো ফোনে এ প্রতিবেরক লুন্ঠিত মালামালের বিষয়ে প্রশ্ন করলে তিনি জামিনে আছেন, মামলার ঘটনা সত্য নয়, তার মার্কেটের সকল দোকান আদালতের আদেশে ১৩টি দোকানে অভিযান পরিচালনাকালে সকল দোকান তাকে বুঝিয়ে দেওয়া হয়। দোকানের মালামাল বাদী আগেই সরিয়ে নেয়ে যায়। পুলিশ আমার বাসায় অভিযান কালে মালামাল উদ্ধারে নামে লুটপাট করে।

    কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন অনেক লোকজনের উপস্থিতিতে তদন্তের প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ উদ্ধার অভিযানে আইনের সঠিক প্রয়োগ করছে।

    মামলার তদন্ত তদারকী অফিসার সদর সার্কেল অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ সোহরাওয়ার্দী হোসেন বলেন পুলিশের তদন্তে স্বচ্ছতা ফিরিয়ে আনতে সার্বক্ষণিক নজরদারি তদারকি করা হয়। পুলিশের কার্যক্রমের সফলতাকে প্রশ্নবিদ্ধ করতে অনৈতিক সুবিধা পেতে একটি শ্রেণী কাজ করে থাকে। এ ঘটনার তদন্ত চলছে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে কিছু লুন্ঠিত জিনিস উদ্ধার করা হয়েছে। অন্যান্য মালামালের অনুসন্ধান কার্যক্রম চলছে।