Blog

  • যুগ পর পঞ্চগড়ে তারেক রহমানের আগমন ব্যাপক প্রস্তুতি বিএনপির

    যুগ পর পঞ্চগড়ে তারেক রহমানের আগমন ব্যাপক প্রস্তুতি বিএনপির

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :
    দীর্ঘ ২৪ বছর পর পঞ্চগড়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জানুয়ারি দুপুর দেড়টায় তিনি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ এলাকায় বিএনপি নেতা শহীদ আরেফিনের কবর জিয়ারত করবেন।

    এরপর বিকেলে তিনি পঞ্চগড় চিনিকল মাঠে জেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দেবেন।
    দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে পঞ্চগড় জেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখা গেছে। দোয়া মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে চিনিকল মাঠজুড়ে।

    বৃহস্পতিবার দুপুরে মাঠ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড় ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদসহ জেলা বিএনপির অন্যান্য নেতারা।

    এদিকে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে বিএনপি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

  • সলঙ্গায় সাংবাদিকদের সাথে ওসির ম/তবিনিময়

    সলঙ্গায় সাংবাদিকদের সাথে ওসির ম/তবিনিময়

    জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
    সিরাজগঞ্জের সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।আজ শুক্রবার সকাল ১০ টায় রিপোর্টার্স ইউনিটিতে উপস্থিত সাংবাদিকবৃন্দ ওসি ইমাম জাফরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের পরিচয় পর্ব শেষ করে আলোচনা সভা শুরু হয়।সংগঠনের সভাপতি সাহেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকরা সলঙ্গায় অপরাধ দমনে পুলিশের ভূমিকা ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিভিন্ন তথ্য উপাত্তের সত্যতা যাচাইয়ের জন্য থানা পুলিশের বক্তব্য,সাক্ষাৎকার ও সহযোগীতা আশা করেন।মত বিনিময় সভায় ওসি ইমাম জাফর তার বক্তব্যে সলঙ্গার আইন শৃঙ্খলার উন্নয়নে সততা ও নিষ্ঠার মাধ্যমে সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন বলে জানান।এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।তিনি আরও বলেন,পুলিশ ও গণমাধ্যম কর্মীরা একে অপরের পরিপূরক।উভয়ে মিলে কাজ করলে সমাজের অপরাধ দমন ও জন সচেতনতা বৃদ্ধি করা সহজ হয়।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ,সলঙ্গার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সমাজ থেকে অপরাধ দমনে তিনি আবারো সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,ওসি (তদন্ত) মনোজিত কুমার নন্দী,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ আলী (দৈনিক তৃতীয় মাত্রা ও নিউজ বাংলা টোয়েন্টিফোর ফোর),সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু (দৈনিক জনতা),সাংগঠনিক সম্পাদক কে.এম আল আমিন (দৈনিক বাংলাদেশ সমাচার ও চলনবিলের আলো), সহ-সভাপতি আনিসুর রহমান (দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন),সহ-সাধারণ সম্পাদক হোসেন আলী (দৈনিক ভোরের দর্পণ),মহিলা বিষয়ক সম্পাদিকা জি.এম স্বপ্না (দৈনিক রূপালী বাংলাদেশ ও দৈনিক যমুনা প্রবাহ),কার্যকরী সদস্য এম.কারিকুল ইসলাম সুমন (দৈনিক মানবজমিন ও দৈনিক যমুনা প্রবাহ),কার্যকরী সদস্য সোহেল রানা (দৈনিক নয়া দিগন্ত ও স্বদেশের খবর),সদস্য আখতার হোসেন হিরন (দৈনিক মুক্ত খবর ও দৈনিক শ্যামল বাংলা),সদস্য আব্দুর রহিম (দৈনিক কলম সৈনিক) ও সদস্য সুলতান মাহমুদ (রাজধানী টিভি)।

  • সতর্কীকরণ বিজ্ঞপ্তি

    সতর্কীকরণ বিজ্ঞপ্তি

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সম্মানিত ইট ভাটার মালিক,
    কিছু অসাধু মাটি ব্যবসায়ী সরকারি খাস জমি হতে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এই ধরনের সরকারি খাস জমির মাটি কোন ইট ভাটায় না নেয়ার জন্য ইটভাটা মালিকদেরকে বিশেষভাবে অনুরোধ করছি।
    সেই সাথে সরকারি খাস জমির মাটি যারা কাটছে এবং বিক্রি করছে তাদের তথ্য স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করেছেন,
    রায়গঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও
    রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক খান জুবায়ের।

  • নলডাঙ্গায় ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সপ্তাহ উ/দযাপন

    নলডাঙ্গায় ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সপ্তাহ উ/দযাপন

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি

    নাটোরের নলডাঙ্গায় ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ।
    সকাল থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকাল ৩টায় নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন। তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ ও মননশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান এবং নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরে আলম।
    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রিয়া শিক্ষকবৃন্দ, সকল ছাএ-ছাএী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    আলোচনা পর্ব শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং তাদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করতেই এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
    উল্লেখ্য, নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, নাটোরের আয়োজনে এবারের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায়, শিক্ষা সপ্তাহ উদযাপনের লক্ষ্যে রচনা প্রতিযোগিতা বাংলা ইংরেজি, হাম, নাত, কেরাত, নৃত্য, উপস্থিত বক্তৃতা সহ আরও অনেক ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

  • পঞ্চগড়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আ/টক ১ জন

    পঞ্চগড়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আ/টক ১ জন

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস সহ এক নারী পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

    শুক্রবার ৯ জানুয়ারি বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে ড. আবিদা হাফিজ গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এক নারী পরীক্ষার্থীর কানে ডিভাইস পাওয়া গেলে কক্ষ পরিদর্শক তাকে আটক করেন। পরে কেন্দ্র সচিব পুলিশের সহায়তায় দায়িত্বরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে ঐ পরীক্ষার্থীকে সোপর্দ করা হয়। আটক কৃত নারী পরীক্ষার্থী রুবিনা খাতুন পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা রোল নম্বর ৩৯২০৬৭৮।

    তথ্যমতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ উপলক্ষে পঞ্চগড়ের ২০ টি পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় পঞ্চগড় জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০,৮১০ জন, অংশগ্রহণ কারী ছিলেন ৮৭৮১ জন। ৮১.২৩% উপস্থিতি সহ অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা বলা হয়েছে ২০২৯ জন।

    পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, অনৈতিক ভাবে কানে ডিভাইস ব্যবহার করায় কক্ষ পরিদর্শক একজন নারী পরীক্ষার্থীকে আটক করে নিয়মিত মামলায় অভিযোগ দায়েরের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ধৃত মহিলার এক বছরের একটি শিশু সন্তান রয়েছে। সে স্বামীর সহযোগিতায় এ ধরনের ডিভাইস ব্যবহারের চেষ্টা করেছিলো। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ছাড়া সার্বিক সন্তোষজনক ভাবে পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

  • মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করলেন প্রফেসর ড এ আর খান

    মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করলেন প্রফেসর ড এ আর খান

    স্টাফ রিপোর্টারঃ
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৯ আসনে মনোনয়নপত্র বাতিলের পর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিধ ও সমাজ সেবক প্রফেসর ড এ আর খান ।

    বুধবার (৭জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রের ঢাকা অঞ্চলের ৫নম্বর বুথে তিনি এ আপিল করেন।

    আপিল জমা দেয়ার পর প্রফেসর ড এ আর খান সাংবাদিকদের বলেন, বিগত প্রায় ৩ মাস আগে থেকে নির্বাচন করার ইচ্ছা নিয়ে মাত্র প্রায় ৫ হাজার মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থনে তাদের স্বাক্ষর নেওয়া হয়েছে। সাধারন ভোটার আমার প্রার্থীতায় উচ্ছ্বাসিত হয়ে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন।তারা নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। যারা স্বাক্ষর দিয়েছেন, তারা চান আমি নির্বাচনে অংশ নিই। তাদের প্রতি সম্মান জানিয়েই আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।’

    এসময় তার পক্ষে সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট রাফশান মালিক জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর অনুচ্ছেদ ১৪ (৫) এবং নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৫ অনুযায়ী প্রফেসর ড এ আর খান এ আপিল দায়ের করেছেন।

    প্রফেসর ড এ আর খান নান্দাইল আসনে একজন জনবান্ধব ও জনপ্রিয় প্রার্থী এবং তার বিজয় প্রায় নিশ্চিত, ক্ষমতাসীনেরা এটা বুঝেই, শুধু ষড়যন্ত্র করেই তাঁর মনোনয়নপত্র বাতিল করেছে বলে আলোচনা চলছে বিভিন্ন মহলে। প্রফেসর ড এ আর খান নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের আচারগাঁও গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আজিজের ছেলে। পেশাগত ভাবে তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন।

    দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় নান্দাইলে একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব শিক্ষিত ব্যক্তিত্ব হিসেবে সকলের কাছে পরিচিত মুখ। বিশেষ করে প্রবীণ ও তরুণ সমাজের কাছে তার গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো।

    ছাত্র জীবন থেকে সব সময় পাশে থেকেছেন অসহায় ও মেধাবী ছাত্রদের। গরীব মেধাবীদের স্কুল কলেজে শিক্ষায় সহায়তা ও গরীব অসহায় মানুষকে সহযোগীতাসহ বিভিন্ন জনবান্ধব কাজের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত তাকে নেতৃত্ব স্থানে নিয়ে আসে। তার মনোনয়ন পত্র বাতিলের সংবাদে এলাকায় সাধারণ ভোটারদের মাঝে হতাশার সৃষ্টি হলেও আপিল করার খবরে নান্দাইলবাসীর মাঝে উৎসাহ উদ্দীপনার দেখা দিয়েছে। আপিল বিভাগ প্রফেসর ড এ আর খানকে প্রার্থীতার বৈধতা দিয়ে নির্বাচনী মাঠে লড়াই করার সুযোগ দিবেন এমনটাই প্রত্যাশা করছেন নান্দাইলের সর্বস্তরের ভোটাররা।

  • সলঙ্গার সাবেক এমপি আব্দুল হামিদের ই/ন্তেকাল

    সলঙ্গার সাবেক এমপি আব্দুল হামিদের ই/ন্তেকাল

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরী গ্রামের কৃতি সন্তান ও উল্লাপাড়া সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব এ্যাড. আব্দুল হামিদ তালুকদার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ১০ টায় ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
    মরহুম আব্দুল হামিদ তালুকদার ১৯৫১ সালের ২৫ এপ্রিল উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন সাতটিকরী গ্রামে জন্ম গ্রহণ করেন।তিনি ১৯৮৪ সাল থেকে সিরাজগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
    মরহুম আব্দুল হামিদ তালুকদার হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৭ সালে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
    মরহুমের জানাযা নামায আগামীকাল শনিবার সকাল ১০ টায় নাইমুড়ী-রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে।তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
    মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের জিন্দেগীর সমস্ত গুণাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

  • লক্ষ্মীপুরে ম/ব সৃষ্টি করে  সাংবাদিকের ওপর হা/মলা: সাংবাদিকদের মাঝে ক্ষো/ভ আ/টক দুই

    লক্ষ্মীপুরে ম/ব সৃষ্টি করে সাংবাদিকের ওপর হা/মলা: সাংবাদিকদের মাঝে ক্ষো/ভ আ/টক দুই

    নাজিম উদ্দিন রানা,লক্ষ্মীপুর:
    লক্ষ্মীপুরে তরুণ সংবাদকর্মী তারেক মাহমুদের ওপর মব সৃষ্টি করে একদল দুষ্কৃতকারী মামলা করে। পুলিশ অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত থাকায় কিরন ও শাহীন নামে দুই ব্যক্তিকে আটক করে।

    শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী আটক দুই ব্যক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

    এর-আগে, বেলা ১১ টার দিকে পৌর সভার (৪নং ওয়ার্ড) জেলা মৎস্য প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে এ হামলার শিকার হন সংবাদকর্মী তারেক মাহমুদ।

    তারেক দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রির্পোটার ও স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমসের স্টাফ রির্পোটার এবং যমুনা টিভির ক্যামেরা পার্সন হিসেবে কাজ করছেন। তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    হাসপাতালে চিকিৎসাধীন তারেক সহকর্মীদের জানান, লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছেন। হঠাৎ অপরিচিত এক ব্যক্তি তার মোটরসাইকেল গতিরোধ করেন। কিছু বুঝবার উঠার আগেই অখ্যাত ভাষায় গালমন্দ করে। এরমধ্যেই দুইটি রিকশা যোগে আরো কয়েকজন লোক এসে মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় তার ওপর হামলা করে। ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে হামলাকারীরা আমাকে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে আশপাশ থেকে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে।

    এলাকাবাসীর সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপিকর্মী কিরন ও ওয়াহিদ এই হামলার নেতৃত্বে দিয়েছে সরাসরি। আমি এই হামলার উপযুক্ত বিচার চাই।

    তরুণ সংবাদকর্মী তারেক মাহমুদ হামলার ঘটনায় ইতিমধ্যে জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা ফুঁসিয়ে উঠছে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি তুলছেন।

    আহত তারেক মাহমুদকে হাসপাতালে দেখতে এসেছেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি আ.হ.ম মোস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সহ কমিটির নেতৃবৃন্দ।

    হামলার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • প্র/হসনের নির্বাচন বা/তিলের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাব তালাবদ্ধ, সাংবাদিকদের প্রতীকী প্র/তিবাদ

    প্র/হসনের নির্বাচন বা/তিলের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাব তালাবদ্ধ, সাংবাদিকদের প্রতীকী প্র/তিবাদ

    স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
    ময়মনসিংহ প্রেসক্লাবের তথাকথিত প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে প্রেসক্লাবে তালা ঝুলিয়ে প্রতীকী ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে নগরীর ৪৭ কাচারি রোডে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

    প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে দীর্ঘ আলোচনা ও মতবিনিময় করেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য ময়মনসিংহ প্রেসক্লাবের বিতর্কিত ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ প্রতীকী কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।

    সিদ্ধান্ত অনুযায়ী রাত আনুমানিক ১০টায় সাংবাদিকরা ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়ে নির্বাচন বন্ধের দাবিতে প্রেসক্লাবের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

    সাংবাদিকরা জানান, নির্বাচন বাতিল কিংবা স্থগিত করার দাবিতে প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসককে একাধিকবার আহ্বান জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

    এ সময় ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির সদস্য সচিব শিবলী সাদিক খান প্রেস ব্রিফিংয়ে বলেন, আজ রাতের মধ্যেই প্রহসনের নির্বাচন স্থগিত করতে হবে। জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, অতীতের মতো এবারও শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধানে উদ্যোগী ভূমিকা পালন করুন।

    তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন ভুলে দ্রুততম সময়ে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ও জাতি গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার বিকল্প নেই।

    এ সময় উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক জহর লাল দে, মো. আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জ্বল, গোলাম কিবরিয়া পলাশ, সজিব রাজভর বিপিন, সুমন ভট্টাচার্য্য, এ.জি. জাফর গিফারী, সাদেকুর রহমান, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, এসকে মিজান, জামাল উদ্দিন, শিউলি রেখা, মোমেনা আক্তার, সেলিম সাজ্জাদ, মাখছুদুল হুদা, মো. আবু হান্নান সরকারসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • সং/স্কার ছাড়া প্র/হসনের নির্বাচন বাতিলের দাবিতে সাংবাদিকদের কঠোর কর্মসূচি,প্রেসক্লাবে তালা

    সং/স্কার ছাড়া প্র/হসনের নির্বাচন বাতিলের দাবিতে সাংবাদিকদের কঠোর কর্মসূচি,প্রেসক্লাবে তালা

    স্টাফ রিপোর্টারঃ
    সংস্কার ছাড়া ময়মনসিংহ প্রেসক্লাবের প্রহসনের নির্বাচন বাতিলের দাবীতে প্রেসক্লাবের মুল ফটকে তালা লাগিয়ে দিয়েছেন প্রেসক্লাব সংস্কার কমিটির সাংবাদিকরা। প্রেসক্লাব সংস্কার ও তথাকথিত প্রহসনের নির্বাচন বাতিলসহ একাধিক দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

    বৃহস্পতিবার (৮জানুয়ারী) রাত সারে ১১টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাব চত্বরে জড়ো হয়ে সংস্কার কমিটির নেতৃত্ব বঞ্চিত সাংবাদিকরা তালা ঝুলিয়ে দেন।

    সংস্কার কমিটির সদস্য সচিব শিবলী সাদিক খান জানান, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ প্রেসক্লাব একটি মহলের নিয়ন্ত্রণে থেকে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। সদস্য তালিকা হালনাগাদ না করেই নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে, যা সাংবাদিক সমাজের বৃহত্তর অংশের মতামত ও স্বার্থকে উপেক্ষা করে করা হচ্ছে।

    তাদের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে জেলা প্রশাসক একাধারে প্রশাসনিক দায়িত্ব পালন করেও প্রেসক্লাবের সভাপতির পদে থেকে প্রভাব বিস্তার করছেন, যা স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি করছে। অবিলম্বে জেলা প্রশাসককে প্রেসক্লাবের সভাপতির পদ থেকে সরে যাওয়ার দাবি জানান তারা। তারা জানান-ময়মনসিংহ ছাড়া দেশের কোথাও জেলা প্রশাসক প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে নেই, তাহলে ময়মনসিংহ প্রেসক্লাবে কেন থাকবে এমনটাও প্রশ্ন উঠেছে।

    সংস্কার কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, ময়মনসিংহ প্রেসক্লাবকে ‘‘প্রেসক্লাব ফর প্রেসম্যান’’ করার প্রয়োজনে কর্মরত সাংবাদিকদের নামের তালিকা নির্ধারন, গঠনতন্ত্রের খসড়া প্রণয়ন, সাধারণ সভায় অনুমোদনের ব্যবস্থা গ্রহণ, চুড়ান্ত ভোটার তালিকা নির্ণয় করার মধ্য দিয়ে নির্বাচনের দাবী করা হয়। এতে বলা হয় পেশাজীবী সাংবাদিক সংগঠন/ক্লাবে শুধুমাত্র সাংবাদিকরাই থাকবে।
    অপরদিকে অসাংবাদিক, আমলা, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ীরা প্রেসক্লাবের সদস্য থাকতে পারবে না বলেও দাবী জানান তারা। অবিলম্বে ময়মনসিংহ প্রেসক্লাবের আসন্ন প্রহসনের নির্বাচন বন্ধ করে এর সুষ্ঠ সমাধান করার জন্য (সভাপতি) জেলা প্রশাসকের নিকট দাবী করেন সংস্কার কমিটি।

    কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেওয়া হবে। এ সময় তারা প্রেসক্লাবকে প্রকৃত সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানান।

    এই রিপোর্ট লেখা পর্যন্ত সংস্কারপন্থী কমিটির সাংবাদিক নেতা সুমন ভট্টাচার্যকে পুলিশি হেফাজতে নেওয়া হলে এই ঘটনায় শহর জুরে সাংবাদিক ও সাধারণ মানুষের মাঝে তীব্র নিন্দার ঝর উঠে।

    বিশ্লেষকদের মতে- প্রেসক্লাব সাংবাদিকদের সংগঠন, এতে সাংবাদিকরা থাকবে এটা তাদের অধিকার, এখানে জেলা প্রশাসক প্রশাসক কোন ক্ষমতাবলে সভাপতি হন,এখানে আমলা,শিক্ষক, আইনজীবীরা কিভাবে সদস্য হন, তাদেরতো সংগঠন আছে। তাদের প্রশ্ন তাহলে আমলা,আইনজীবী ও শিক্ষকদের যে কমিটি রয়েছে সেখানে কি সাংবাদিকদের সদস্য করবে তারা?

    সামাজিক বিশ্লেষকদের মতে-প্রেসক্লাব কোনো ব্যক্তির নয়, এটি সাংবাদিক সমাজের একটি সম্মিলিত প্রতিষ্ঠান। মতবিরোধ বা অভ্যন্তরীণ বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা ছিল। সেখানে হঠাৎ করে একজন পরিচিত মুখ, একজন সাংবাদিককে আটক করায় প্রশ্নের জন্ম দিয়েছে।
    সাংবাদিকদের কণ্ঠরোধ, ভয় দেখানো বা একতরফা ব্যবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের পদক্ষেপ সাংবাদিক সমাজের স্বাধীনতা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত করে বলেও তাদের অভিমত।

    সংস্কার কমিটির সদস্য সচিব শিবলী সাদিক খান আরও জানান- অতীতের মতো এবারও শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধানে উদ্যোগী ভূমিকা পালন করা হয়েছে।
    তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন ভুলে দ্রুততম সময়ে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ও জাতি গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার বিকল্প নেই।

    এ সময় উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক জহর লাল দে, মো. আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জ্বল, গোলাম কিবরিয়া পলাশ, সজিব রাজভর বিপিন, সুমন ভট্টাচার্য্য, এ.জি. জাফর গিফারী, সাদেকুর রহমান, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, এসকে মিজান, জামাল উদ্দিন, শিউলি রেখা, মোমেনা আক্তার, সেলিম সাজ্জাদ, মাখছুদুল হুদা, মো. আবু হান্নান সরকারসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।