Blog

  • ধর্মীয় স-ম্প্রীতিই দেশের শক্তি – সারজিস আলম

    ধর্মীয় স-ম্প্রীতিই দেশের শক্তি – সারজিস আলম

    পঞ্চগড় প্রতিনিধি :

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য। প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় রীতি মেনে চললেও অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি। কারণ পারস্পরিক সম্পর্ক যত দৃঢ় হবে, দেশ ততই নিরাপদ ও শক্তিশালীভাবে এগিয়ে যাবে।

    রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দুর্গামন্দিরগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন।

    সারজিস আলম আরও বলেন, আমাদের সনাতন ধর্মালম্বী ভাইবোনেরা তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপন করছেন। তাদের খোঁজখবর নেওয়া, শুভেচ্ছা জানানো এবং যৌক্তিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করাই আমাদের দায়িত্ব। আমরা চাই বৈষম্যহীন সম্পর্ক গড়ে উঠুক-যেখানে কারও প্রাপ্য বঞ্চিত না হয় এবং কেউ অতিরিক্ত সুবিধাও না পায়। বৈষম্য হলেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব দূর করতে এনসিপি সবসময় কাজ করবে।

    তিনি আরও জানান, অনেক জায়গায় সনাতন ধর্মালম্বীদের স্থায়ী মন্দির নেই বা অস্থায়ীভাবে পূজা অনুষ্ঠিত হয়, এ বিষয়গুলো জানার চেষ্টা করা হচ্ছে। এনসিপি ছোট পরিসরে হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও কাজ করবে।

    সারজিস আলমের মতে, উদার মানসিকতা নিয়ে এগোতে পারলে শুধু পঞ্চগড় নয়, গোটা বাংলাদেশ প্রত্যাশার চেয়েও দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে।

  • চারঘাটে বিভিন্ন পূজা মন্দির পরিদ-র্শন করেন পুলিশ সুপার

    চারঘাটে বিভিন্ন পূজা মন্দির পরিদ-র্শন করেন পুলিশ সুপার

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেছে রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) দুর্গাপূজা মহা সপ্তমীর দিন বিকেলে রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন, সরদহ ইউনিয়ন ও চারঘাট পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন।

    পরিদর্শন কালে সাথে ছিলেন, চারঘাট সার্কেলের এ এস পি খালেদ হোসেন, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান ও এস আই বজলুর রহমান।

    পূজা মন্দির পরিদর্শন কালে পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রত্যেকটি পূজা মন্দির কমিটির সদস্যদের সাথে কথা বলে তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং শান্তি পূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হবে আশা প্রকাশ করেন।

    এদিকে, চারঘাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে দুর্গাপূজা পরিদর্শন করেন সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাস ও সদস্য এম এম জিয়াউল হক জুয়েল।

    পরিদর্শন কালে, খোর্দ্দগোবিন্দপুর কালী মন্দিরে এসে রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম এর সাথে মতবিনিময় হয়। এ সময় তিনি দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী ।

  • নলডাঙ্গায় ৫৭ টি পূজা মন্ডপে বিএনপির আর্থিক অনু-দান প্রদান

    নলডাঙ্গায় ৫৭ টি পূজা মন্ডপে বিএনপির আর্থিক অনু-দান প্রদান

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি:

    নাটোরে নলডাঙ্গা উপজেলায় ৫৭ পূজা মন্ডপে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপির নেতা সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
    সোমবার দুপুরে নলডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কেন্দ্রীয় বিএনপির নেতা ও সাবেক উপমন্ত্রী দুলুর উদ্যোগে উপজেলা বিএনপির মাছ বাজার অস্থায়ী কার্যালয় এই উপহার বিতরণ করা হয়। দুলু পক্ষে নলডাঙ্গা উপজেলা বিএনপির মাছ বাজার অস্থায়ী কার্যালয় এই নগদ অনুদান গুলো পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি ও সেক্রেটারির হাতে নগদ পাঁচ হাজার করে টাকা তুলে দেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, জেলা বিএনপির সদস্য ও নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্বাস আলী নান্নু,
    হিন্দু পরিষদের নেতা সুধীর মাস্টার ও অনুপ দেবনাথ মিঠুন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, নলডাঙ্গা উপজেলা যুবদলের দলের সভাপতি মামুনুর রশিদ খান,পৌর যুবদলের সভাপতি রূপচাঁদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর মাষ্টার, পৌর বিএনপির সহ-সভাপতি এসএম সান্টু, ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিক মাষ্টার,ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুজ্জামান হুমায়ুন শিকদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুঞ্জুরুল হক সবুজ , সমাজ সেবাক ও উদ্যোক্তা অনিক তালুকদার, উপজেলা ছাত্রদলের নির্যাতিত নেতা শাকিব আহমেদসহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এসময় বক্তারা বলেন, কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী
    এ্যডভকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু কানাডায় থাকায় আমরা আপনাদের মাঝে এই উপহারগুলো তুলে দিচ্ছি। বক্তারা বলেন,দেশের সনাতন ধর্ম্ববলীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দূর্গাপূজায় পরাজিত কোন শক্তি যেন কোন ধরনের নাশকতা ঘটনাতে না পারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যখনই হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজা আসে, তখনই একটি মহল ভীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরী করে। সকল সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করতে হবে। বিএনপি নেতা কর্মী বলেন সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম আছি ও থাকব। দুলু কানাডায় অবস্থান করায় তার পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ এই উপহার তুলে দেন।

  • থানচিতে ৩৮ বিজিবির বি-নামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন

    থানচিতে ৩৮ বিজিবির বি-নামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন

    থানচি (বান্দরবান) প্রতিনিধি:মথি ত্রিপুরা।
    বান্দরবানের থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন স্থানে স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য সেবায় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে।
    সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে বলিপাড়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম এর সার্বিক তত্ত্বাবধানে মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুদ, এএমসি কর্তৃক এ সেবা প্রদান করা হয়।
    এ মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে থানচি উপজেলাস্থ বিভিন্ন পাড়ার স্থানীয় গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধাসহ তাদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে। থানচি উপজেলাসহ সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা গুলো এখনও উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত। এমন পরিস্থিতিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকাতেও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
    উল্লেখ্য, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে গরীব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এ ধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানানো হয়।

  • রংপুরে সাং-বাদিক নি-র্যাতন মা-মলার আ-সামীদের গ্রে-ফতারের দাবিতে ‘মিট দ্যা পুলিশ কমিশনার’ কর্মসূচি

    রংপুরে সাং-বাদিক নি-র্যাতন মা-মলার আ-সামীদের গ্রে-ফতারের দাবিতে ‘মিট দ্যা পুলিশ কমিশনার’ কর্মসূচি

    খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি:

    সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ, নির্যাতন ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রংপুরে গণমাধ্যমকর্মীরা ‘মিট দ্যা পুলিশ কমিশনার’ কর্মসূচি পালন করেছেন।

    রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পুলিশ কমিশনার কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সাংবাদিক নেতারা অভিযোগ করেন, ঘটনার আট দিন অতিবাহিত হলেও মাত্র দুইজনকে গ্রেফতার করা হয়েছে। চারজনকে সাময়িক বদলি করা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা ৭ দিনের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    কর্মসূচিতে রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর সিটি প্রেসক্লাব, রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

    এসময় পুলিশ কমিশনার মো. মজিদ আলী সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, “সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলের সাথে যা ঘটেছে তা মোটেও কাম্য নয়। জড়িতদের গ্রেফতারের পাশাপাশি অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতে যেন কেউ সাংবাদিকদের উপর এ ধরনের ধৃষ্টতা দেখাতে না পারে, সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে।”

    প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে রংপুর সিটি করপোরেশনে নিয়ে নির্যাতন করা হয়। পরে সাংবাদিকদের উপস্থিতিতে সিটি করপোরেশনের একদল কর্মকর্তা-কর্মচারী সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বাদলসহ সাংবাদিক সমাজ মামলা দায়ের করে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

  • সাভারে ২ জনের লা-শ উ-দ্ধার ও আশুলিয়ায় গু-লি করে আ-তঙ্ক সৃ-ষ্টি

    সাভারে ২ জনের লা-শ উ-দ্ধার ও আশুলিয়ায় গু-লি করে আ-তঙ্ক সৃ-ষ্টি

    হেলাল শেখঃ ঢাকার সাভার হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক ও বেড়িবাঁধ পৃথক এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ‍্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবু হানিফ। তিনি বরিশাল জেলার নাজিরপুর থানার মুলাদী গ্রামের মৃত হারুন শেখের ছেলে। এদিকে রাত ১১টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় গুলি করে আতঙ্ক সৃষ্টি করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরা।

    রবিবার (২৮ সেপ্টেম্বর২০২৫ইং) দুপুরে সাভার হাইওয়ে থানা এলাকা ও সকালে বিরুলিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দুজনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হাইওয়ে থানার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে থানায় খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে ওই বস্তা খুলে ২১বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ দেখতে পায়। সেটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

    অপরদিকে, গতকাল দুপুরে আবু হানিফ নামের ওই ব‍্যক্তি মোহাম্মদপুরের নিজ ভাড়া বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। রবিবার সকালে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

    সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা হবে। অন্যদিকে রাত ১১ টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় কয়েক রাউন্ড গুলি করে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরা এমনটি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উক্ত বিষয়ে তদন্ত করছেন।

  • খাগড়াছড়ি ও গুইমারায় সা-ম্প্রদায়িক স-হিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বি-বৃতি

    খাগড়াছড়ি ও গুইমারায় সা-ম্প্রদায়িক স-হিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বি-বৃতি

    সংবাদ বিজ্ঞপ্তি।।

    ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার): গত ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মূল এবং অঙ্গসংগঠন সমূহ দীঘিনালা ও রাঙামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলশ্রুতিতে তিন জন নিহত সহ বেশ কিছু এলাকাবাসী আহত হয়। গত বছরের ১৯ সেপ্টেম্বর এর ঘটনার এক বছর পূর্তি হিসাবে এই বছর ইউপিডিএফ এবং এর সহযোগী সংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল এর আয়োজন করে এবং অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করে।

    গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীর ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে ইউপিডিএফ (মূল) এর দাবিকৃত সন্দেহভাজন শয়ন শীলকে সেনাবাহিনীর সহযোগিতায় গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ হেফাজতে রিমান্ডে নেয়া হয়। ঘটনাটির সত্যতা বিচারে আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। শয়ন শীলকে গ্রেফতার করা সত্ত্বেও ইউপিডিএফ এর অঙ্গসংগঠন পিসিপি এর নেতা উখ্যানু মারমা ‘জুম্ম ছাত্র জনতার’ ব্যানারে গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী মানববন্ধনের ডাক দেয়। এর ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইউপিডিএফ এর আহ্বানে খাগড়াছড়িতে অর্ধবেলা হরতাল পালিত হয়। একই সময় দেশে বিদেশে অবস্থানরত ব্লগার এবং পার্বত্য অঞ্চলের কিছু দায়িত্বশীল ব্যাক্তিবর্গ কর্তৃক অনলাইনে বাঙালিদের উদ্দেশ্য করে বিভিন্ন রকম অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য দেয়া হয়।

    গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইউপিডিএফ এর কর্মী উখ্যানু মারমার নেতৃত্বে এবং সামাজিক মাধ্যমে দেশী ও প্রবাসী ব্লগারসহ পার্বত্য জেলার কিছু দায়িত্বশীল ব্যক্তির উস্কানিমূলক প্রচারণার প্রভাবে সমগ্র খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধ চলাকালে এক পর্যায়ে ইউপিডিএফ এর প্ররোচনায় উশৃঙ্খল এলাকাবাসী টহলরত সেনাদলের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। ফলশ্রুতিতে তিনজন সেনা সদস্য আহত হয়। সার্বিক পরিস্থিতি এবং উসকানির বিষয়টি বিবেচনায় নিয়ে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য্য, সংযম ও মানবিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে এবং বল প্রয়োগ থেকে বিরত থাকে।

    গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইউপিডিএফ এবং অঙ্গ সংগঠনের কর্মীরা আবারো দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির চেষ্টা চালায় এবং বিভিন্ন স্থানে বাঙালি সহ সাধারণ মানুষের উপর গুলি, ভাঙচুর, অ্যাম্বুলেন্সে আক্রমণ এবং রাস্তা অবরোধসহ নাশকতা করে সমগ্র খাগড়াছড়ি পৌরসভা এলাকার আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটায়। উক্ত দিন দুপুর নাগাদ সামগ্রিক বিষয়টি পাহাড়ি-বাঙালির একটি সাম্প্রদায়িক দাঙ্গার রূপ নেয়। অবস্থা বিচারে জেলা প্রশাসন কর্তৃপক্ষ কর্তৃক খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এমতাবস্থায়, সেনাবাহিনী, বিজিবি এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী চরম ধৈর্য্যের সাথে সারা রাত অক্লান্ত পরিশ্রম করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং একটি অবশ্যম্ভাবী সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিহত করা সম্ভবপর হয়।

    খাগড়াছড়ি পৌরসভা এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা ব্যর্থ হবার পর ইউপিডিএফ ও এর অঙ্গসংগঠন সমূহ আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল থেকে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে সাধারণ জনগণকে উস্কে দিয়ে রাস্তা অবরোধ করে গুইমারা-খাগড়াছড়ি রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। আজ সকাল ১০.৩০ ঘটিকায় ইউপিডিএফ কর্মী এবং সন্ত্রাসীরা এলাকার বাঙালি জনগোষ্ঠীর সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া তে লিপ্ত হয়। এই পর্যায়ে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র, ইট-পাটকেল, গুলতি ও লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধভাবে সেনাবাহিনীর উপর হামলা চালায়। এতে সেনাবাহিনীর ০৩ জন অফিসারসহ ১০ জন সদস্য আহত হয়। একই সময় তারা রামগড় এলাকায় বিজিবির গাড়ি ভাঙচুর করে এবং বিজিবি সদস্যদের আহত করে। সংঘর্ষ চলাকালীন আনুমানিক ১১.৩০ ঘটিকার দিকে রামসু বাজারের পশ্চিম দিকে অবস্থিত উঁচু পাহাড় থেকে ইউপিডিএফ (মূল) সশস্ত্র দলের সদস্যরা ৪/৫ বার অটোমেটিক অস্ত্র দিয়ে সংঘর্ষে লিপ্ত পাহাড়ি, বাঙালি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত সেনাসদস্যদের লক্ষ্য করে আনুমানিক ১০০-১৫০ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে, ঘটনাস্থলে সংঘর্ষে লিপ্ত এলাকাবাসীর মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়। এমতাবস্থায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর টহল দল দ্রুত সশস্ত্র সন্ত্রাসীদের ধাওয়া করার লক্ষ্যে উক্ত এলাকায় গমন করে। সেনাবাহিনীর তৎপরতায় উক্ত সশস্ত্র দলটি দ্রুত এলাকা ত্যাগ করে।

    সমসাময়িক সময়ে রামসু বাজার এবং ঘরবাড়িতে ইউপিডিএফ (মূল) এর বহিরাগত দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে এবং বাঙালিদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রামসু বাজার এবং গুইমারা এলাকায় অতিরিক্ত সেনাদল নিয়োগ করা হয় এবং বিকাল ৪.৩০ মিনিটের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    বিগত কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ইউপিডিএফ এবং তার অঙ্গসংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার মহিলা এবং স্কুলগামী কোমলমতি শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকান্ডে অংশগ্রহণে বাধ্য করছে। একই সাথে পার্বত্যাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের লক্ষ্যে বহিরাগত সন্ত্রাসীদের বিভিন্ন দেশীয় অস্ত্রসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আজ (২৮ সেপ্টেম্বর ২০২৫) বিকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক স্থাপিত চেকপোস্টে ইউপিডিএফ এর সন্ত্রাসী সংগঠন কর্তৃক পরিবহনকৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র যাত্রীবাহী বাস হতে জব্দ করা হয়।

    বিগত ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত খাগড়াছড়ি এবং গুইমারা এলাকায় বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে প্রতীয়মান হয়। এই বিষয়ে বিভিন্ন প্রমাণাদি আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সংরক্ষিত আছে। বিগত কয়েকদিনের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনসাধারণকে সংযত আচরণ করার জন্য আহবান জানাচ্ছে। পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেনাবাহিনীসহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সকল ধরণের অপপ্রচার, মিথ্যা প্রচারণা, উস্কানিমূলক কর্মকান্ড সত্ত্বেও সেনাবাহিনী বাংলাদেশের অবিচ্ছেদ্য এই অংশের অখন্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যে কোন ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

  • বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফ উদ্দিনের পুজা মন্ডপ পরি-দর্শন

    বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফ উদ্দিনের পুজা মন্ডপ পরি-দর্শন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, আর্থিক অনুদান এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি
    চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (শারদীয় দুর্গোৎসব)
    দুর্গাপূজা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে সনাতনধর্মালম্বীরা উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয়-মোঙ্গলীক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। এ উপলক্ষে তিনি জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত
    চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।
    জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর রোববার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন দিনব্যাপী উপজেলার বাঁধাইড় ইউনিয়ন (ইউপি), মুন্ডুমালা পৌরসভা, পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) তালন্দ ইউনিয়ন (ইউপি) ও চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি)
    বিভিন্ন এলাকার পুজা মন্ডপ পরিদর্শন ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় উপস্থিত উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,বিএনপি নেতা
    নুরুল ইসলাম,বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন,পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, চাঁন্দুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল, ডাঃ মিজানুর রহমান,যুবদল নেতা রায়হানুল হক রায়হান, সুলতান আহম্মেদ, রবিউল ইসলাম, আব্দুর রশিদ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন,আনারুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিম প্রমুখ।
    এছাড়াও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
    এ সময় শরিফ উদ্দিন বলেন, সবার আগে দেশ, আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের মানুষ বাধাহীন ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করেন। তিনি বলেন, বিএনপি সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ধর্ম যার যার দেশ সবার। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সকলকে বিএনপির ছায়াতলে আসার উদাত্ত আহবান জানান।#

  • আব্দুর রউফের ব-হিষ্কারাদেশ প্র-ত্যাহারের দা-বিতে  বিএনপির নেতাকর্মীদের মা-নববন্ধন

    আব্দুর রউফের ব-হিষ্কারাদেশ প্র-ত্যাহারের দা-বিতে বিএনপির নেতাকর্মীদের মা-নববন্ধন

    এম এ আলিম রিপন,সুজানগর: পাবনার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। উপজেলার ভঁায়না ও সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে রবিবার বিকাল ৪টায় সুজানগর-নাজিরগঞ্জ আঞ্চলিক সড়কের কুড়িপাড়া মোড় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম ওবায়দুল, সাধারন সম্পাদক আবুল কালাম, ভায়না ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিশ্বাস, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ন সাধারন সম্পাদক উজ্জল হোসেন প্রামানিক, ভঁায়না ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান, মোকাদ্দেস আলী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক কানু, সহ সাংগঠনিক সম্পাদক এখলাস, বিএনপি নেতা রহমত আলী মোল্লা, আব্দুল মতিন, রবিউল ইসলাম রবি, মফিজ সরদার, ভঁায়না ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক সেলিম, ছাত্রদল নেতা আলামিন প্রামানিক, শাকিল, ভঁায়না শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল প্রমুখ। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন , কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও জনবান্ধব নেতা শেখ আব্দুর রউফকে বহিষ্কার করা হয়েছে, যা বিক্ষুব্ধ করেছে নেতাকর্মীদের। শিগগির এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে ঘোষণা দেন তারা । এ সময় বক্তারা আরো বলেন, শেখ আব্দুর রউফ আন্দোলন-সংগ্রামে বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন। শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ বলবৎ রাখলে দলটির কার্যক্রম স্থবির হয়ে পড়বে। তাই তারা বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে পুনর্বিবেচনা করে শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার বিনীত অনুরোধ জানান।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • মুরাদনগরে ভ্রাম্যমাণ আ-দালতের অভি-যান তিন প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জ-রিমানা

    মুরাদনগরে ভ্রাম্যমাণ আ-দালতের অভি-যান তিন প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জ-রিমানা

    মোঃতরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে প্রিন্স কাচ্চি ডাইন-কে লাইসেন্স না থাকার কারণে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৪ অনুযায়ী ১,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি মিষ্টির দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও প্যাকেটের ওজন কম/বেশি দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
    অপরদিকে, জননী এয়ারন ট্রাভেলস লাইসেন্স ছাড়া ট্রাভেল এজেন্সি পরিচালনা ও সেবার মূল্য তালিকা না রাখার অপরাধে ২০,০০০ টাকা জরিমানা গুণতে হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।