Blog

  • আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা হ-ত্যা মা-মলার আ-সামি যুবলীগ নেতা সুমন গ্রে-ফতার

    আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা হ-ত্যা মা-মলার আ-সামি যুবলীগ নেতা সুমন গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের নেতৃত্বে (এসআই) হারুনুর রশিদের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যা মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা সুমন মনা’কে গ্রেফতার করেছেন।

    মঙ্গলবার (১৯ আগস্ট২০২৫ইং) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ। এরআগে গত সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত যুবলীগ নেতা সুমন মনা (৪০) আশুলিয়ার ডেন্ডাবর পূর্বপাড়া এলাকার আব্দুল হকের ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানা যায়।

    পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে সুমন মনা নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিলো।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে আজ (মঙ্গলবার) সকালে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে, অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।

  • আশুলিয়ায় পাঁচ বছরের শিশু ধ-র্ষণের অ-ভিযোগে ইয়ায়াছিন নামের এক ধ-র্ষণকারী গ্রেফ-তার

    আশুলিয়ায় পাঁচ বছরের শিশু ধ-র্ষণের অ-ভিযোগে ইয়ায়াছিন নামের এক ধ-র্ষণকারী গ্রেফ-তার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ অভিযান চালিয়ে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ইয়াছিন আরাফাত (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছেন।

    মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫ইং) তারিখে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে সোমবার দিবাগত ভোররাতে আশুলিয়ার গেরুয়া পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইয়াছিন আরাফাত আশুলিয়ার গেরুয়া এলাকার আবুল হাসেমের ছেলে।

    পুলিশ জানায়,গত ১৫ আগস্ট ২০২৫ইং বিকেলে ভুক্তভোগী শিশুটি তার মাকে খুঁজতে পাশের তাদের কক্ষে যায়, এ সময় ওই কক্ষে শুয়ে থাকা যুবক ইয়াছিন আরাফাত তার কক্ষের দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে। পরে মান-সম্মানের ভয়ে শিশুটির পরিবার বিষয়টি গোপন রাখেন। গতকাল সোমবার শিশুর পরিবার থানা পুলিশ বরাবর একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করেন।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইয়াছিন নামের যুবককে গ্রেফতার করা হয়। তিনি বলেন, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দয়ের করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

  • কাশিয়ানীতে ২১ কেজি গাঁ-জাসহ দুই মা-দক ব্যবসায়ী আ-টক করেছে র‌্যা-ব

    কাশিয়ানীতে ২১ কেজি গাঁ-জাসহ দুই মা-দক ব্যবসায়ী আ-টক করেছে র‌্যা-ব

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

    গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি ৮০০ গ্রাম (প্রায় ২১ কেজি) গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

    জানাগেছে, আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র‍্যাব-১০ ফরিদপুরের একটি বিশেষ দল স্কোয়াড্রন লিডার মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

    ঢাকা থেকে পিরোজপুর গামী দোলা পরিবহনের একটি বাসকে ফরিদপুর এলাকা থেকে পিছু নিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এসে আটক করে। পরবর্তীতে বাস তল্লাশী করে মনির (৫৫) এবং ওয়াসিম সিদ্দিকী (৪৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের কাছ থেকে ২০ কেজি ৮শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনের বাড়ি ঢাকায়।

    আটককৃত আসামিদের ভাটিয়াপাড়া র‍্যাব-৬ ক্যাম্পে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন স-ম্পন্ন

    গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন স-ম্পন্ন

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানে সোমবার (১৮ আগস্ট) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

    শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৭.০০ ঘটিকা হতে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ-আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পরীক্ষা সম্পন্ন হয়।

    পরীক্ষা বোর্ডের সভাপতি গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের চাকরি হবে। অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পন্থায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যে সকল পরীক্ষার্থী শারীরিক সক্ষমতায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভালো করবে, শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবে।

    তিনি চাকরি প্রার্থীদের দালাল কিংবা কোনরূপ প্রতারক থেকে সতর্ক থাকতে আহ্বান জানান। সেইসাথে পরবর্তী ইভেন্ট এর প্রস্তুতিসহ আজ সকাল ৭.০০ ঘটিকায় গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে প্রার্থীদের উপস্থিত হওয়ার জন্য বলেন।

    উক্ত পরীক্ষায় গোপালগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, নিয়োগ বোর্ডের সদস্যগণ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • চুয়াডাঙ্গায় প্র-শাসনের হ-স্তক্ষেপে মারুফদাহ বাঁওড় ই-জারাদারের নিকট হ-স্তান্তর

    চুয়াডাঙ্গায় প্র-শাসনের হ-স্তক্ষেপে মারুফদাহ বাঁওড় ই-জারাদারের নিকট হ-স্তান্তর

    আল আমিন মোল্লা,
    চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মারুফদাহ বাঁওড় অবশেষে ইজারাদার নিমাই হালদারের ছেলে নিতাই হলদারের কাছে বুঝিয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (১৮ আগস্ট) বিকেলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখসহ প্রশাসনের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বাঁওড়টি হস্তান্তর করেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে রায়পুর ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী জোরপূর্বক বাঁওড় দখলে নেয়। এসময় তারা মারুফদাহ মৎস্যবীজী সমবায় সমিতির কাছ থেকে প্রায় ১৫-১৬ লাখ টাকার মাছ লুট করে নেয় বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তারা বাঁওড়টি দখলে রেখেছিল।

    এরপর চলতি বছরের ১৩ জুলাই বাঁওড়ের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ইজারার মাধ্যমে বাঁওড়টি পান নিতাই হলদার। তবে হস্তান্তর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয় এবং দখলদাররা বাঁওড় ছাড়তে অনাগ্রহ প্রকাশ করে। অবশেষে সোমবার বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে বাঁওড় ইজারাদারের নিকট বুঝিয়ে দেওয়া হয়।

    এ বিষয়ে নিতাই হলদার বলেন, “অনেকদিন ধরে তারা বাঁওড় দখল করে রেখেছিল। ইজারা পাওয়ার পরও আমাদের কাছে হস্তান্তর করছিল না। তবে প্রশাসনের হস্তক্ষেপে আজ আমরা বাঁওড় বুঝে পেয়েছি।”

    তিনি আরও জানান, বাঁওড় হস্তান্তরের দিন দখলদাররা দেশীয় অস্ত্র নিয়ে একত্রিত হয়েছিল। তবে প্রশাসন ও পুলিশের উপস্থিতির কারণে তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেনি। এসময় পুলিশ সদস্যরা দখলদারদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে।

  • বাগেরহাটে সাংবাদিক তুহিন হ-ত্যার প্র-তিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

    বাগেরহাটে সাংবাদিক তুহিন হ-ত্যার প্র-তিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:গাজীপুরে সাংবাদিক অআসাদুজ্জামান তুহিনের হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও গ্রেফতারকৃত সকল আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৯ আগস্ট )সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার আহবায়ক এম হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি এস এম রাজ, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাবেক সহ-সভাপতি নকিব সিরাজুল হক, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর সম্পাদক এস এম শামসুর রহমান, প্রেসক্লাবের সদস্য অলিপ ঘটক ,সাংবাদিক মোঃ কামরুজ্জামান শিমুল, শেখ মিরানুজ্জামান মিরন ,চুলকাটি প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার মোড়ল, জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য নকীব মিজানুর রহমান প্রমুখ।#

  • জীবননগরের সব স্কুল-কলেজে মোবাইল নি-ষিদ্ধের সি-দ্ধান্ত

    জীবননগরের সব স্কুল-কলেজে মোবাইল নি-ষিদ্ধের সি-দ্ধান্ত

    আল আমিন মোল্লা,
    চুয়াডাঙ্গা প্রতিনিধি।
    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সকল স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মোবাইল ফোন নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করেন। পরে উপস্থিত সদস্যরা বিষয়টি নিয়ে মতামত দেন এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, “সম্প্রতি পাশ্ববর্তী মহেশপুর উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন আগে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আজকের সভায় সকলের মতামতের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সিদ্ধান্তের রেজুলেশন সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে এবং পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে বৈঠক করা হবে। সকলে এগিয়ে এলে বিদ্যালয় ও কলেজে মোবাইল নিষিদ্ধ করা সম্ভব হবে।”

    এছাড়া সভায় টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, মৌসুমি সারের সংকট নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিংসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।

    সভায় ইউএনও মো. আল আমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, বিজিবি প্রতিনিধি মোস্তাফিজুর, প্রেসক্লাব আহ্বায়ক রিপন হোসেন, সাংবাদিক আল আমীন মোল্লা, ওমর ফারুক প্রমুখ।

  • নে-শার টাকা না দেওয়ায় নলছিটিতে মা-দকাসক্ত ছেলে কু-পিয়েছে বাবাকে

    নে-শার টাকা না দেওয়ায় নলছিটিতে মা-দকাসক্ত ছেলে কু-পিয়েছে বাবাকে

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে নেশা করার টাকা না দেওয়ায় আব্দুস সোবাহান(৬৫) নামের এক ব্যবসায়ীকে  তার মাদকাসক্ত  বখাটে  ছেলে জুয়েল (২৫)কুপিয়ে জখম  করেছে। ১৯ আগস্ট  মঙ্গলবার ভোররাত সোয়া ৪( চার)টার দিকে উপজেলার বৈশাখিয়া চৌমাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত   ব্যবসায়ী আবদুস সোবাহানকে  বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী আব্দুস সোবাহান বৈশাখিয়া বাজারে ব্যবসা ( রেস্টুরেন্ট)করেন। দোকান সংলগ্ন এলাকায় তার বাড়ি।

    অভিযুক্ত জুয়েল ঘটনার পরপরই পালিয়ে যায়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বখাটে জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই সে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার  করত। এরই ধারাবাহিকতায়  সোমবার সন্ধ্যায়  জুয়েল তার বাবাকে টাকার জন্য চাপ দেয়। কিন্তু তিনি টাকা দিতে রাজি হননি।  এ নিয়ে বাবা- ছেলের  মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল ঘর থেকে চলে যায়। এবং সারারাত বাইরে কাটায়।  মঙ্গলবার ভোর রাতে ফজরের নামাজের জন্য ওঠেন ওই ব্যবসায়ী। এবং অজু করতে বাইরে যাওয়ার জন্য ঘরের  দরজা খুলেন।  এ সময় জুয়েল ঘরে ঢুকে তার বাবার কাছে ফের  টাকা চায় । টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে তার বাবাকে কুপিয়ে জখম করে । এতে তিনি গুরুতর আহত হন।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে যান।

    বৈশাখিয়া চৌমাথা বাজার কমিটির সভাপতি মো.  খোকন খন্দকার এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকাসক্ত জুয়েল ইতোপূর্বে কয়েকবার নেশা করার জন্য টাকা না দেওয়ায় তার বাবাকে মারধর করেছে। জুয়েলের বাবা ব্যবসায়ী আব্দুস সোবাহান তার কাছে (নালিশ)অভিযোগও করেছিলেন। অভিযোগ পেয়ে তিনি জুয়েলকে শাসিয়ে ছিলেন। এমনকি পুলিশ দিয়ে ভয় ভীতি  দেখিয়েছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি।
    নলছিটি থানার ওসি মো.  আব্দুস সালাম বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • জামালপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশসহ ইউএনও’র বিভিন্ন কর্ম-সূচি

    জামালপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশসহ ইউএনও’র বিভিন্ন কর্ম-সূচি

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জামালপুর সদরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে
    শিশুদের মাঝে শিক্ষামূলক বই বিতরণ, লাইব্রেরি উদ্বোধন ও অভিভাবক সমাবেশসহ নানা কর্মসূচি হাতে নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। কর্মসূচির অংশ হিসাবে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাসিল গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ সহ শিক্ষার্থীদের মাঝে শিক্ষামূলক বই ও খেলাধুলার উপকরণ বিতরণ, লাইব্রেরি উদ্বোধন করেন তিনি।

    মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আছাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি জামালপুরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম।

    এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা, মেষ্টা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে আজাদ মুক্তা, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    শিক্ষা শুধু পরীক্ষার ফল নয়, এটি একটি প্রজন্ম গঠনের নির্মাণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে শুদ্ধ ও গুণগত করতে হলে প্রতিটি স্তরে আমাদের একসাথে কাজ করতে হবে”—এমন দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি।

    উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি বলেন, “গুণগত শিক্ষা মানে শুধু পাসের হার নয়, বরং তা একজন শিক্ষার্থীর মূল্যবোধ, দক্ষতা ও ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখে।”তিনি তার বক্তব্যে শিক্ষার মৌলিক দিক, সামাজিক চ্যালেঞ্জ এবং করণীয় তুলে ধরেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও প্রশাসনকে একযোগে দায়িত্ব পালন করতে হবে।”

    প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আছাদ জানান, ইউএনও জিন্নাত শহীদ পিংকি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষামূলক বই ও খেলাধুলার উপকরণ তুলে দেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপন করেন এবং সব শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়া শিক্ষার আওতায় আনতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

  • ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতি-ষ্ঠা বার্ষিকী পালন

    ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতি-ষ্ঠা বার্ষিকী পালন

    মো:মনসুর আলী,ঠাকুরগাঁও প্রতিনিধি, ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
    বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়। সেখানে দলটির পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
    ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুল ইসলাম মুন্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির সহাসচীব মির্জা ফখরুল এর ছোট ভাই মির্জা ফয়সল আমিন। গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, যুগ্ম সম্পাদক পয়গাম আলী।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাসান মাহামুদ মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামুর সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। এসময় দলটির সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।