Blog

  • স্বরূপকাঠিতে ফেসবুক স্ট্যা-টাস নিয়ে ভু-ল বোঝা-বুঝি কৃষ্ণকান্ত দাসের সং-বাদ সম্মেলন

    স্বরূপকাঠিতে ফেসবুক স্ট্যা-টাস নিয়ে ভু-ল বোঝা-বুঝি কৃষ্ণকান্ত দাসের সং-বাদ সম্মেলন

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমবায় সমিতির পরিচালক কৃষ্ণকান্ত দাসের দেয়া ফেসবুক স্ট্যাটাস নিয়ে ভুলবোঝাবুঝির অবসানে সমবায় সমিতির পরিচালক কৃষ্ণকান্ত দাসের সংবাদ সম্মেলন করেছে।

    শনিবার সকাল ১২টায় স্বরূপকাঠি ক্লাবে সাংবাদিকের নিয়ে সংবাদ সম্মেলন করে ঐ ফেইসবুকে দেয়া স্ট্যাটাস প্রত্যাহার করেন।

    সংবাদ সম্মেলনে কৃষ্ণকান্ত দাস জানান, আমার পরিচালিত সমিতিতে সদস্যদের টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে নিয়ে একটু সমস্যার কারনে ৪শতাংশ জমি বিক্রি করি। সেটা নিয়ে ক্রেতার সাথে একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় আমি ফেইসবুকে জমি দখল ও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছিলাম যেটি নিয়ে একটি নিউজ প্রকাশ হয়েছিলো।

    তিনি আরও বলেন, বর্তমানে তাদের মধ্যে কোনো বিরোধ নেই এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। সেইজবুকে দেয়া অভিযোগগুলো প্রত্যাহার করে নিয়েছি।

    কৃষ্ণকান্ত দাস সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক গন্যমান্য ব্যাক্তিবর্গের কাছে উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়িয়ে চলার আশ্বাস দেন।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।।

  • তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসনের অ-ভিযানে অ-বৈধ ড্রে-জার মেশিনসহ মা-লামাল জ-ব্দ

    তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসনের অ-ভিযানে অ-বৈধ ড্রে-জার মেশিনসহ মা-লামাল জ-ব্দ

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার করতোয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভজনপুর গনাগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গনাগছ এলাকার করতোয়া নদীতে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

    এসময় তেঁতুলিয়া মডেল থানার পুলিশ, বিজিবি সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

    জানা যায়, অভিযান পরিচালনাকালীন সময়ে পরিবেশ বিধ্বংসী পাঁচটি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, চারটি পাম্প ও ৩২০ ফুট অনুমানের পাইপসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। এ সময় উপস্থিত স্থানীয় জনসাধারণকে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয়।

    আরও জানা যায়, অভিযানের খবর পেয়ে ড্রেজার চালনাকারী অসাধু চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে।
    পরে মেশিনসহ জব্দকৃত মালামালগুলো তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয় এবং এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানা যায়।

    এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই একটি অসাধু চক্র করতোয়া নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছে। এতে নদীর পরিবেশ ও আশেপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ছে।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকা সংলগ্ন করতোয়া নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পাঁচটি অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট অবৈধ ড্রেজার মেশিন মালিকগণ উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • আশুলিয়ায় ৬ লা-শ পো-ড়ানো মা-মলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ আ-সামির বি-চার শুরু

    আশুলিয়ায় ৬ লা-শ পো-ড়ানো মা-মলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ আ-সামির বি-চার শুরু

    হেলাল শেখঃ ঢাকা-১৯ সাভার আশুলিয়ার সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। জুলাই- আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

    বৃহস্পতিবার (২১ আগস্ট২০২৫ইং) বেলা সোয়া ১১টায় ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    এদিন বিচারকার্যের শুরুতেই এ মামলা থেকে আসামিদের অব্যাহতি চেয়ে করা আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এরপর উপস্থিত আট আসামিদের আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনানো হয়।

    মা বলেন সন্তান হারিয়েছি, আর কী জিজ্ঞেস করবেন: হাসিনার আইনজীবীকে শহীদ হাসানের মা
    জুলাই গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২০ আগস্ট এর আগে, ১৩ আগস্ট স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ৭ আগস্ট অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন। সেদিন শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

    ওই দিন মামলার আট আসামিকে হাজির করেছে পুলিশ। একইসঙ্গে পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজনকেও হাজিরের কথা ছিলো। তবে হাজির না হওয়ায় তাদের পক্ষে সরকারি খরচে দুজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

    এদিকে আজ সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে এ মামলার আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করেছে পুলিশ। তারা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন ও কনস্টেবল মুকুল।

    এর আগে, এ মামলায় সাবেক এমপি সাইফুলসহ পলাতক আট আসামিকে গ্রেফতারসহ ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশ দেওয়া হয়। ১৬ জুলাই এ আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

    গত ২ জুলাই এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, সাক্ষী ৬২, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা ও দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়েছে। পরে এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

    গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এ হত্যা ও লাশ পোড়ানোর ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় ১১সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। তবে এসব ঘটনায় ভুয়া বাদী সায়েব আলী জলিলসহ একাধিক ভুয়া বাদীদের আটক করে আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল। এসব ঘটনায় আশুলিয়া থানায় মামলা বাণিজ্য জমজমাট ভাবে চলছিলো, এক এক করে ৫ জন ওসি ক্লোজ বা বদলির ঘটনা ঘটেছে, বর্তমানে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান কর্মরত রয়েছেন।

  • সাভারে হাসপাতালে ভু-ল চিকিৎসায় রোগীর মৃ-ত্যু, দুই চিকিৎসকসহ ৫ জনের বি-রুদ্ধে মা-মলা

    সাভারে হাসপাতালে ভু-ল চিকিৎসায় রোগীর মৃ-ত্যু, দুই চিকিৎসকসহ ৫ জনের বি-রুদ্ধে মা-মলা

    হেলাল শেখঃ ঢাকার সাভারে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রাতুল (১৩) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকসহ ৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

    বুধবার (২০ আগস্ট ২০২৫ইং) রাতে ঢাকার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে নিহত রাতুলের বাবা জাহিদুল ইসলাম সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত রাতুল মানিকগঞ্জ জেলার সদর থানার কার্টিগ্রাম এলাকার জাহিদুর রহমানের ছেলে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ আগস্ট) দুপুরে নিহত রাতুলের গলায় টনসিলের সমস্যা নিয়ে সাভারের থানা বাসস্ট্যান্ডের ‘সাভার স্পেশালাইজড হাপাতালে’ নিয়ে আসে স্বজনরা। এসময় ডাক্তার তার সমস্যার কথা শুনে অপারেশন করতে বলেন, ডাক্তারের কথা অনুযায়ী সেদিন রাতে সাভার স্পেশালাইজড হাসপাতালে রাতুলের অপারেশন করানো হয়। কিন্তু অপারেশন শেষে রাতুলকে একটি কেবিনে নিয়ে আসা হয়, সে সময় রাতুলের নাক দিয়ে রক্ত পড়তে দেখে স্বজনরা এবং অক্সিজেন বন্ধ অবস্থায় দেখতে পান। তখন হাপাতালের নার্স ও স্টাফদের একাধিক বার জানালেও তারা এগিয়ে আসেনি। তার কিছু সময় পর চিকিৎসকরা পুনরায় রাতুলকে অপারেশন কক্ষে নিয়ে যান। পরে অপারেশন কক্ষ থেকে ডাক্তার বের হয়ে এসে বলেন, রাতুলকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। পরে রোগীর স্বজনরা এনাম মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। সাভার আশুলিয়ায় এরকম ভুল চিকিৎসায় রোগীদের মৃত্যু নতুন ঘটনা নয়, ভুয়া ডাক্তার আর ভেজাল ওষুধের ছড়াছড়ি, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।

    সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, অবহেলাজনিত কারণে রোগীর মৃত্যুর ঘটনায় নিহতের বাবা ৫জন চিকিৎসকের নামে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

  • ভালুকায় উপজেলা প্রশা-সনের সহা-য়তায় নি-রাপদ খাদ্য বিষয়ক জনস-চেতনতামূলক ক-র্মশালা অনুষ্ঠিত

    ভালুকায় উপজেলা প্রশা-সনের সহা-য়তায় নি-রাপদ খাদ্য বিষয়ক জনস-চেতনতামূলক ক-র্মশালা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের ভালুকায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২০আগস্ট) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সরকারী দপ্তর প্রধান, হোটেল-রেস্তোরাঁ মালিক, রিসোর্ট মালিক, স্থানীয় খাবার মুংডি ব্যবসায়ী, সাংবাদিক, সুশীলসমাজ এবং জনপ্রতিনিধিদের অংশগ্রহণে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভালুকা উপজেলা প্রশাসনের সহযোগিতায়, খাদ্যের নিরাপত্ত্বা বিষয়ক সচেতনতামূলক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

    ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য (যুগ্মসচিব) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক আ.ন.ম. নাজিম উদ্দিন। কর্মশালায় নিরাপদ খাদ্য কর্মকর্তাগণ নিরাপদ খাদ্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।

    প্রধান অতিথি দৈনন্দিন জীবনে মানসম্মত খাবারের প্রতি গুরুত্ব ও দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, সুস্থ সবল মেধাবী জাতি গঠনের জন্য নিরাপদ খাবারের বিকল্প নেই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে, আপনারা যারা খাদ্যব্যবসায়ী আছেন তাদের সবাইকেও সচেতন ও আন্তরিক হতে হবে, নিরাপদ খাবার তৈরী ও পরিবেশন করতে হবে। অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধান ও নিজ নিজ ক্ষেত্রে সবার সম্মিলিত অবদানে বাংলাদেশে নিরাপদ খাবার নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে

    এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরাইন হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শামসুল ইসলাম রমিজ, পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহাব উদ্দিন সহ আরও অনেকে।

  • মা-দক সেব-নের দায়  ৩ যুবক আট-ক – ভ্রাম্যমাণ আদালতে জে-ল জ-রিমানা

    মা-দক সেব-নের দায় ৩ যুবক আট-ক – ভ্রাম্যমাণ আদালতে জে-ল জ-রিমানা

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি বাজার সংলগ্ন তিস্তা ক্যানেলের তীরে গাঁজা সেবনরত অবস্থায় ৩ যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল।

    আজ দুপুর ২ টায় ওই অভিযানে আটককৃতরা হলেন- জীবন চন্দ্র রায় (২৫), পিতা আইনাল চন্দ্র রায়, বগুলাগারি বাবুপাড়া; সুজন রবি দাশ (২২), পিতা কালী চরণ, কেল্লাবাড়ি; এবং নবাব (২৪), পিতা রমজান আলী, কাঠগাড়ি পাইকারপাড়া।

    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন যুবককে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

    ঘটনাস্থলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড এবং দ৫০০ টাকা করে মোট ১৫০০ টাকা জরিমানা প্রদান করেন।

    স্থানীয়রা জানান, তিস্তা ক্যানেলের তীরে মাদক সেবনের ঘটনা বেড়ে চলেছে, যা তরুণ প্রজন্মের জন্য উদ্বেগজনক। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে আরও কঠোর পদক্ষেপ এবং সচেতনতামূলক প্রচারণার দাবি জানিয়েছেন।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

  • বিএনপি স্বাধীন নির্বাচন পেলে নি-রঙ্কুশভাবে বিজয়ী হবে: শরীফ উদ্দিন

    বিএনপি স্বাধীন নির্বাচন পেলে নি-রঙ্কুশভাবে বিজয়ী হবে: শরীফ উদ্দিন

    আলিফ হোসেন,তানোরঃ
    বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব(সাবেক)মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দিন বলেছেন, জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি নিরঙ্কুশভাবে বিজয়ী হবে।
    জানা গেছে,২০ আগস্ট বুধবার বিকেলে গোদাগাড়ী উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব(সাবেক)মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দিন।
    এদিন আলোচনা সভায় গোদাগাড়ী পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক কুরবান আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ না থাকলে সাধারণ মানুষই বিএনপিকে ক্ষমতায় আনবে। ইতোমধ্যে ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে ৬৪ দফা বৈঠক করেছে ঐক্যমত কমিশন। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী ২০২৬ সালের সাধারণ নির্বাচনের প্রস্তুতি এগোচ্ছে।
    তিনি আরও বলেন, আজকে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, বিএনপি সংসদে যাবে। বিএনপি সংসদে গেলে জুলাই সনদের জন্য কাজ করবে। দুই বছরের মধ্যে রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসবে। ৩৮টি রাজনৈতিক দল একদিকে হলেও, বিএনপি একাই বিপরীত দিকে থাকলেও বিএনপি পাল্লা ভারী থাকবে।
    তিনি আরও বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ পরিবর্তন চায়। তারা ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপিকেই বেছে নেবে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সেই ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে।
    মুলতাসির আহম্মেদ ও নাসির আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী জেলার আহবায়ক মাসুদুর রহমান লিটন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও গোদাগাড়ী উপজেলা বিএনপি সাবেক যুগ্ন-আহবায়ক সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মালেক, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম, আজিমুসসান উজ্জ্বল , গোদাগাড়ী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আয়োনারুল ইসলাম , গোদাগাড়ী পৌর বিএনপি’র সাবেক সভাপতি মেসের আলী মাস্টার ,পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়ার রুলু, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব, ও গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনপ্রমুখ।এছাড়াও গোদাগাড়ী উপজেলা বিএনপি , যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।#

  • লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কো-র্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জ-রিমানা

    লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কো-র্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জ-রিমানা

    প্রেস বিজ্ঞপ্তি।

    অদ্য ২০.০৮.২০২৫খ্রি. তারিখে জেলা প্রশাসন, লালমনিরহাট এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সমন্বয়ে লালমনিরহাটের সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
    উক্ত মোবাইল কোর্টে- ১) মেসার্স হটফুডল্যান্ড বেকারী, বিডিআর হাট, সদর, লালমনিরহাট প্রতিষ্ঠানকে বিস্কুট পণ্যের লেবেলে নিট ওজন উল্লেখ না করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮” এর ২৪(২)/৪১ ধারায় ৫,০০০/- (পঁাচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়; ২) মেসার্স প্রদীপ মিষ্টান্ন ভাণ্ডার, গোশালা রোড, পৌরমার্কেট, সদর, লালমনিরহাট প্রতিষ্ঠানকে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের বিএসটিআই মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয় ও বিপণনের অপরাধে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮” এর ২৪(১)/৪১ ধারায় ৫,০০০/- (পঁাচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়; ৩) মেসার্স পদ্মকলি সুইটস, আইনজীবী সমিতি মার্কেট, বিডিআর রোড, সদর, লালমনিরহাট প্রতিষ্ঠানকে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের বিএসটিআই মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয় ও বিপণনের অপরাধে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮” এর ২৪(১)/৪১ ধারায় ৩,০০০/- (তিন হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

    উক্ত মোবাইল কোর্টটি মোঃ মোস্তাক আহমেদ কপোত, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাট এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা প্রকৌশলী মোঃ তাওহিদ আল-আমিন, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ নাসির উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সুজানগর উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সেলিম রেজার বি-দায় সংবর্ধনা প্র-দান

    সুজানগর উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সেলিম রেজার বি-দায় সংবর্ধনা প্র-দান

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলা প্রকল্প কর্মকতৃা (পজীপ) সেলিম রেজাকে বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বুধবার বিকাল ৪টায় এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, বিদায়ী উপজেলা প্রকল্প কর্মকর্তা(পজীপ) সেলিম রেজা, উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সেলিম রেজা সুজানগর উপজেলায় চাকরি করাকালীন সময়কালে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেন এবং সরকারের নির্দেশনা পালনে ছিলেন একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ। তিনি শুধু জনপ্রতিনিধি নন, সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচারণ করতেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধা করতেন। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে একজন সজ্জন,পরোপকারি ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন। বিদায়ী বক্তব্যে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সেলিম রেজা বলেন, আমার কর্মজীবনে সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি এই সুজানগর উপজেলার মানুষের ভালবাসা। সুজানগর উপজেলার মানুষ খুবই আন্তরিক। ফলে উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ কাজ করতে পেরেছি। কতুটুকু পেরেছি বলতে পারব না,তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন, সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন তিনি। বিদায় অনুষ্ঠানের শেষাংশে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সেলিম রেজাকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, সুজানগর উপজেলা থেকে রাজবাড়ী সদর উপজেলার প্রকল্প কর্মকর্তা (পজীপ) হিসেবে বদলি হয়েছেন সেলিম রেজা।

  • নিশ্চিন্তপুর কবরস্থানে চি-রনিদ্রায় শা-য়িত হলেন ব্যাংক কর্মকর্তা ইসমাইল হোসেন

    নিশ্চিন্তপুর কবরস্থানে চি-রনিদ্রায় শা-য়িত হলেন ব্যাংক কর্মকর্তা ইসমাইল হোসেন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ অগ্রণী ব্যাংক লিমিটেড এর জিএম(অবসরপ্রাপ্ত) ও পাবনার সুজানগর উপজেলার কৃতি সন্তান এস এম ইসমাইল হোসেন আর নেই। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে আত্মীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এবং তার মরদেহ ঢাকা থেকে নিজ বাড়ি সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া পৌঁছালে এক নজর দেখার জন্য ভিড় জমায় অসংখ্য মানুষ।
    অগ্রণী ব্যাংক লিমিটেড এর জিএম(অবসরপ্রাপ্ত) এস এম ইসমাইল হোসেন দৈনিক যুগান্তরের সার্কুলেশন ম্যানেজার সাইদুল হকের আপন বড় ভাই।
    এদিকে বুধবার সকাল ১০টায় সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া দাখিল মাদ্রাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
    নামাজে জানাজায় সাতবাড়িয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শওকত আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী টুকু,উপজেলা পাওয়ারলুম মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রোকন, জামায়াত নেতা তবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রকিবুল ইসলাম জনি, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, তথা সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
    এর আগে ইসমাইল হোসেনের বর্ণাঢ্য জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন স্থানীয় ব্যক্তিবর্গ ।
    বক্তারা স্মৃতিচারণ ছাড়াও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
    জানাজা নামাজের ইমামতি করেন নিশ্চিন্তিপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুজ্জামান। পরে স্থানীয় নিশ্চিন্তপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর উপজেলা প্রতিনিধি।।