Blog

  • তেঁতুলিয়ায় শিয়ালের সাথে ধা-ক্কা খেয়ে মোটরসাইকেল আরোহীর মৃ-ত্যু

    তেঁতুলিয়ায় শিয়ালের সাথে ধা-ক্কা খেয়ে মোটরসাইকেল আরোহীর মৃ-ত্যু

    পঞ্চগড় প্রতিনিধি:

    পঞ্চগড় জেলার  তেঁতুলিয়ায় বোয়ালমারী মহাসড়কে শিয়াল সাথে ধাক্কা খেয়ে  মোঃ তৌসিফ খান মুসা নামে 

    (২২) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে।

    শাহারিয়ার (২০) মনির হোসেন( ২১) ২ জন গুরুতর ভাবে আহত হয়েছে। তারা তেতুলিয়া হাসপাতালে চিকিৎসা ধীন রয়েছে।

     

     সোমবার (২০ অক্টোবর  ) মধ্যে  রাতে তেতুলিয়া বাংলা বান্দা মহাসড়কের  বোয়ালমারী এলাকায় এ ঘটনাটি ঘটে।

    নিহত হলেন-তেঁতুলিয়া তিরনইহাট খয়খাটপাড়া দরগাসিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে তৌসিফ খান মুসা(২২)।

    এব্যাপারে সোমবার ২০ অক্টোবর 

    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    পুলিশ এলাকাবাসা স্থানীয় সূত্রে 

    জানাযায় তেতুলিয়া ,বুড়াবুড়িতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শালবাহান ইউপির  বোয়ালমারী নামকস্থানে মহাসড়কের উপর শেয়ালের সাথে মটরসাইকেলের ধাক্কালেগে ৩ জন গুরুতর ভাবে আহত হয়।তাদের উদ্ধার করে এলাকাবাসী 

    তেতুলিয়া হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন।

    সে সমযে ১ জনকে মৃত্যু ঘোষণ করেন চিকিৎসক।

     

    এ ব্যাপারে সোমবার ২০ অক্টোবর সকালে তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেষাশীষ রায় বলেন,ঘটনার খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষ করে মরদেহ হস্তান্তর করা করা হয়েছে। এ বিষয়ে সোমবার সকালে  তিরনই হাট ইউপি চেয়ারম্যান মো; আলমগির হোসাইন জানান,তেতুলিয়া মডেল থানাকে সড়ক দুর্ঘটনা খবরটি জানানো হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই এলাকাজুড়ে  শোকের ছায়া পড়েছে।  মরদেহ খযখাট পাড়া স্কুল মাঠে জানাজা প্রস্তুতি চলছে 

  • আশুলিয়ায় ডে-ঙ্গুজ্বর প্র-তিরোধ র‍্যালীতে ওষুধের ২৫% কমিশন বৃ-দ্ধির দাবি

    আশুলিয়ায় ডে-ঙ্গুজ্বর প্র-তিরোধ র‍্যালীতে ওষুধের ২৫% কমিশন বৃ-দ্ধির দাবি

    হেলাল শেখঃ আর কোনো আতঙ্ক নয়,”সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়” এই স্লোগানে সাভারে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ডেঙ্গুজ্বর প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালিতে ঔষধের ২৫% কমিশন বৃদ্ধির দাবি জানানো হয়।

    সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকার আশুলিয়ার বাইপাইল- আবদুল্লাহপুর মহাসড়কের জামগড়া এলাকায় রূপায়ণ ভূইয়া এম্পোরিয়াম শপিং মলের সামনে ইয়ারপুর ইউনিয়নের ২,৩ ও ৪ নং জোন কমিটির আয়োজনে এই সচেতনতা মূলক র‍্যালি করা হয়। এসময় জামগড়ার বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা ও পানি জমে থাকা স্থানে মশা নিধন স্প্রে করা হয়।

    র‍্যালিতে বক্তব্য রাখেন,আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সভাপতি মো.জহিরুল ইসলাম খাঁন লিটন ও পরিবেশবাদী সংগঠন কাশফুল এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আকাশ মীর।

    এসময় আরও উপস্থিত ছিলেন,,আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলী খান পাপ্পু,যুগ্ন সাধারন সম্পাদক শাহাবুদ্দিন রাজা,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পাঠান,কোষাধ্যক্ষ মো.কামরুজ্জামান,প্রচার বিষয়ক সম্পাদক নুরুজ্জামান,তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক মাসুদুর রহমান রুবেল।

    এছাড়াও উপস্থিত ছিলেন,ইয়ারপুর ২নং মডেল জোনের সভাপতি সার্জেন্ট অবঃ তৌহিদুল ইসলাম,৩নং জোনের সভাপতি সাইফুল ইসলাম রুমি, ৪নং জোনের সভাপতি মোখলেছুর রহমানসহ অত্র জোন নেতৃবৃন্দ।

  • পঞ্চগড়ে বা-য়ুদূষণ ও শ-ব্দদূষণ নি-য়ন্ত্রণে অ-ভিযান

    পঞ্চগড়ে বা-য়ুদূষণ ও শ-ব্দদূষণ নি-য়ন্ত্রণে অ-ভিযান

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    ১৯ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডস্থ পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩(তিন) টি ট্রাক এর ড্রাইভারকে মোট ১,১০০/-(এক হাজার একশত) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ০৫(পাঁচ) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া নির্মাণ সামগ্রী পরিবহণে ব্যবহৃত গাড়ির বডি(কাঠামো) ও চাকা অপরিচ্ছন্ন অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ০১(এক) টি ট্রাক এর ড্রাইভারকে ১,৫০০/-(এক হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।

  • থানচিতে বিজিবি’র যৌ-থ অভি-যানে অ-স্ত্র ও গো-লাবারুদসহ আটক দুই

    থানচিতে বিজিবি’র যৌ-থ অভি-যানে অ-স্ত্র ও গো-লাবারুদসহ আটক দুই

    থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

    বান্দরবানের থানচিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র পাচার রোধকল্পে জোন কমান্ডার,বলিপাড়া জোন এর নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন পূর্বক অভিযান চালানো হয়েছে।
    জানা যায়, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে উক্ত টাস্কফোর্স দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রমের মাধ্যমে গত ১৭ অক্টোবর শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩) কে আটক করা হয়।
    রবিবার (১৯ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বলিপাড়া জোন উপ-অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম জানান, ওয়েবার ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে বলিপাড়া জোন উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ অপারেশনের মাধ্যমে জোনের অধীনস্থ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরার সহযোগী অবৈধ অস্ত্র চোরাচালানকারী রুইহং ম্রো (৬০) সহ এ্যামুনিশন- ৩০ রাউন্ড, গ্রেনেড- ১টি, ম্যাগাজিন- ১টি, দেশীয় পিস্তল- ১টি, মর্টারের গোলার বক্স-০১ টি, গাদা বন্দুক ০২ টি, মোবাইল- ২টি এবং চেক বই (কৃষি ব্যাংক)- ১টি উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে থানচি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
    তিনি আরো বলেন, বলিপাড়া জোন পাবর্ত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আপোষহীন ভাবে দায়িত্ব পালন করছে। বর্তমানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ত্ব ও নিরাপত্তার সার্থে ভবিষ্যতেও তা চলমান থাকবে।

  • সিরাজগঞ্জে বাসের ধা-ক্কায় যুবক নিহ-ত  

    সিরাজগঞ্জে বাসের ধা-ক্কায় যুবক নিহ-ত  

    সিরাজগঞ্জ প্রতিনিধি : 
    সিরাজগঞ্জের সলঙ্গা ঢাকা-বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ এলাকায় বাসের ধাক্কায় রবিউল ইসলাম (রবিন)ম নামে এক যুবক নিহত হয়েছেন।

    নিহত যুবক বগুড়ার শাহজাহানপুর উপজেলা এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলী ও সলঙ্গা থানার নলকা ইউনিয়নের দত্তকুশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

    স্থানীয়রা জানায় , রবিবার সন্ধ্যা ৭টার দিকে রবিউল ইসলাম কাজ শেষ করে বাড়িতে আসছিলেন এবং সাহেবগঞ্জ এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

    এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান,কোন অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ৫ হাজার টাকা চা-দাঁ না দেওয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হা-মলা ও লু-ঠপাট  থানায় মা-মলা দায়ের

    ৫ হাজার টাকা চা-দাঁ না দেওয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হা-মলা ও লু-ঠপাট  থানায় মা-মলা দায়ের

    কে এম শহিদুল্লাহ,
    ‎সুনামগঞ্জ প্রতিনিধি :
    ‎সুনামগঞ্জ সদর উপজেলার মহনপুর ইউনিয়নের নতুন পৈন্দা গ্রামে  এক সন্ত্রাসীকে ৫ হাজার টাকা চাঁদা না দেওয়া  সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুঠপাট হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৭ই অক্টোবর শুক্রবার রাত ১০ টায়।  এঘটনায় সুনামগঞ্জ সদর থানায় হামলাকারীদের নামে ভুক্তভোগী গোপেশ চন্দ্র দাস বাদী হয়ে  অভিযোগ দায়ের করেন। ভূক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায় সুনামগঞ্জ শহরের আলোচিত হত্যা মামলার আসামি সালমান দীর্ঘ বছর কারাগারে থেকে জেল কেটে জামিনে মুক্তি লাভ করে কয়েক বছর আগে।  সন্ত্রাসী সালমানের  ভয়ে এলাকার লোকজন  মুখ খুলতে সাহস পায়না? গত ১সপ্তাহ  আগে একই এলাকার বাসিন্দা  সৌরভ দাসের কাছে অহেতুক ৫ হাজার টাকা চাদাঁ দাবী করে সালমান, টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে মারধর করে শরীরে বিভিন্ন স্থানে নীলা ফুলা জকম করে এবং টাকা না দিলে প্রাণে হত্যার হুমকি দেয় সন্ত্রাসী সালমান। চাদাঁর টাকা না পেয়ে ঘটনার দিন বিকেলে সৌরভ দাসের বাড়িতে এসে গালিগালাজ শুরু করে সালমান ও তার সঙ্গীরা। রাত ১০ টার দিকে সালমান সহ ২০/২৫ মিলে পৈন্দা গ্রামে অতর্কিত ভাবে ৫ টি  হিন্দু পরিবারের বাড়িঘরে  হামলা চালায়। তাদের  বাড়িঘর ভাংচুর করে, ঘরের ভিতরের আসবাবপত্র ভাংচুর করে নগদ ৯৫ হাজার টাকা ৩ ভড়ি স্বর্ন,  অলংকার লুঠকরে। শুধু তাই নয় সৌরভের চাচাতো ভাই গোপেশ চন্দ্র দাসের অটো রাইস মিলের তালা ভেঙ্গে ২৪ বস্তা চাউল লুঠকরে নিয়ে যায়। পরে ৯৯৯- এ বার বার ফোন করা হলে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় হামলাকারীরা পালিয়ে যায়।
    ‎এই ঘটনায় গোপেশ চন্দ্র দাস বাদী হয়ে সদর মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং ২০/২৫ জন অজ্ঞাতনামার নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হামলাকারীরা হল একই গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে সালমান ইসলাম (৩৫), মৃত: সুন্দর আলীর পুত্র ফয়জুল হক, নুরুল হকের ছেলে জিল্লুর, তার সহোদর তফাজ্জুল হক , লিমন , মিলন, মান্না, মৃত:  আব্দুস সামাদের পুত্র নুরুল হক । এই ৮ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন গোপেশ চন্দ্র দাস। আরও জানা যায় ৫ টি হিন্দু পরিবারে বাড়িঘর ভাংচুর করে সালমান ও তার স্বজনরা। বর্তমানে নিরাপত্তাহীনতা ভূগছেন অসহায় হিন্দু ৫ টি পরিবারের লোকজনেরা। এব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।###

  • রামগড়ে খুচরা সার ব্যবসায়ীদের মান-ববন্ধন অনুষ্ঠিত

    রামগড়ে খুচরা সার ব্যবসায়ীদের মান-ববন্ধন অনুষ্ঠিত

    এমদাদ খান রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

    ২০০৯ সালের সারডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা বহাল রাখার দাবিতে খাগড়াছড়ি,র রামগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উপজেলা শাখা।

    সোমবার (২০ অক্টোবর) সকালে রামগড় প্রেস ক্লাব ভবন প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ১০০ জন খুচরা সার বিক্রেতা ও কৃষক অংশ নেয়। মানববন্ধন শেষে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কৃষি সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কৃষি উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং ‘খুচরা সার বিক্রেতা’ নামে কোনো মহলকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। এই সিদ্ধান্ত কার্যকর হলে দীর্ঘদিন ধরে দেশে সেবাদানকারী প্রায় ৪৪ হাজার খুচরা বিক্রেতা জীবিকার সংকটে পড়বে এবং ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।

    তারা আরো বলেন, আমরাই কৃষকের সবচেয়ে কাছাকাছি থেকে সার সরবরাহ করি, দরকারে বাকিতেও দেই, কৃষকদের নানা পরামর্শ ও সহায়তা প্রদান করি। নতুন নীতিমালায় আমাদের বাদ দিলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।

    বক্তারা দাবি জানান, ২০০৯ সালের বিদ্যমান নীতিমালার আওতায় দীর্ঘদিন ধরে খুচরা পর্যায়ে সার বিক্রির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। সেই নীতিমালা বহাল থাকলে কৃষক সহজে সার পাবে, আর বিক্রেতারাও ন্যায্যভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন। বক্তাদের মতে, কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা রক্ষায় ২০০৯ সনের নীতিমালা বহাল রাখা এখন সময়ের দাবি।

    মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো আবুল কাশেম , মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুচরা সার ব্যাবসায়ী অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা শাখার সাবেক আহব্বায়ক মোশাররফ হোসেন।
    মানববন্ধনে আরও বক্তব্য রাখে রামগড় উপজেলা শাখার সহ-সভাপতি মো: হানিফ, সদস্য বেলাল হোসেন, কৃষকদের পক্ষে ওমর ফারুক প্রমুখ।

    এবিষয়ে রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ শামীম বলেন স্মারকলিপিটি পেয়েছি, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।

  • দু-র্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কামরুজ্জামানকে জ-বাই করার হু-মকি, থানায় জি-ডি

    দু-র্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কামরুজ্জামানকে জ-বাই করার হু-মকি, থানায় জি-ডি

    রিপোর্ট : ইমাম বিমান

    ঝালকাঠির জেলার নলছিটি উপজেলাধীন নাচনমহল ইউনিয়নের ডেবরা খালে পাইলিং স্থাপন কাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কামরুজ্জামান সুইটকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে ডেবরা গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র নাঈম হোসেন (৩৫)।

    আইনী আশ্রয় পেতে সুইট ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ৯০১, তারিখ-২০-১০-২০২৫খ্রি.) দায়ের করেছেন। কামরুজ্জামান সুইট জাতীয় দৈনিক খবরেরকাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চল, দৈনিক দূরযাত্রা ও দৈনিক খবর ডটকম’র নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

    সাংবাদিক কামরুজ্জামানের সাধারণ ডায়রী সূত্রে জানাযায় , নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র নাঈম হোসেন(৩৫) ও নাইমের মা নিলুফা বেগম(৫০) ওই এলাকার প্রেসিডেন্ট বাড়ির খলিল হাওলাদারের ঘরের সামনের খাল পাড়ের ৫০০ফুট পাইলিং এর কাজ করে। উক্ত কাজের অনিয়ম হওয়ায় ভিডিওসহ দৈনিক খবর ডটকম পোর্টালে গত ১৬ অক্টোবর নিউজ করি। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (২০অক্টোবর) ১০টা ৩৬মিনিটে প্রতিবেদকের ব্যবহৃত ০১৯৩৬-১১২৭০৭ নম্বরে ০১৩০৪-৮৫৭৩৫০ থেকে ফোন করে নাইম অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন সুইট তাকে গালিগালাজ করতে নিষেধ করলে নাঈম ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ জবাই করে খুন করবে বলে হুমকি দেয়। এসময় হুমকির ভাষ্য মোবাইল ফোনের লাউড স্পিকারে দিলে পাশে থাকা বাবুল মিনা, সাইফুল ইসলাম বাবু কতা গুলো শুনতে পায়। এ ঘটনায় সাংবাদিক সুইট নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    এ বিষয় ঝালকাঠি সাংবাদিকদের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে হুমকি দাতাকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

    এ বিষয় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, সাংবাদিককে হুমকির ঘটনায় জিডি করা হয়েছে। তদন্ত করে পরবর্তি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • রামগ‌ড়ে ভোট ফর ধা‌নের শীষ ক‌্যা‌ম্পেইন

    রামগ‌ড়ে ভোট ফর ধা‌নের শীষ ক‌্যা‌ম্পেইন

    আগামী ত্র‌য়োদশ জা‌তীয় সংসদ নির্বাচ‌নকে সামনে রেখে ধা‌নের শী‌ষের প‌ক্ষে জনমত গঠন কর‌তে উপজেলা জু‌ড়ে ব‌্যাপক গণসং‌যোগ চা‌লি‌য়ে যা‌চ্ছে বিএন‌পি।‌ বিএন‌পির ভারপ্রাপ্ত‌ চেয়ারম‌্যান তা‌রেক রহমানের নি‌র্দে‌শিত ৩১ দফার বাস্তবায়ন এবং খাগড়াছ‌ড়ি আস‌নের এম‌পি প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী কর‌তে “ভোট ফর ধা‌নের শীষ , ভোট ফর ওয়াদুদ ভূইয়া ” ক‌্যা‌ম্পেইন ক‌র‌ে চল‌ছে বিএন‌পি ,যুবদল ,ছাত্রদল ও সকল সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা।‌
    উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি জসীম উ‌দ্দিন ব‌লেন, দলীয় নেতাকর্মীরা দিনরাত অক্লান্ত প‌রিশ্রম ক‌রে গ্রা‌মে গ‌ঞ্জে‌ পাড়া মহল্লা,হাট বাজার সর্বত্র ধা‌নের শী‌ষের ভোট দি‌তে গণসং‌যোগ চা‌লি‌য়ে যা‌চ্ছেন।এ‌তে জনগ‌ণের ব‌্যাপক সাড়া মিল‌ছে।
    সাধারণ সম্পাদক সাফা‌য়েত মো‌র্শেদ মিঠু ব‌লেন, নির্বাচ‌নের প্রাক প্রচারনার জন‌্য চার‌টি ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। এ ক‌মি‌টিগু‌লো কেন্দ্র  ভি‌ত্তিক দ্বায়িত্ব প্রাপ্ত‌দের ম‌নিট‌রিং ও প্র‌য়োজনীয় দিক‌নি‌র্দেশনা দি‌চ্ছেন এবং নি‌জেরাও প্রচারণায় অংশ নি‌চ্ছেন। রামগড় পৌর বিএন‌পির সভাপ‌তি বাহার উ‌দ্দিন ব‌লেন,আমা‌দের দ‌লের চেয়ারম‌্যান তা‌রেক রহমা‌নের নি‌র্দেশনায় ধা‌নের শী‌ষের প্রার্থী
    জনন‌ন্দিত নেতা পাহা‌ড়ের উন্নয়‌নের রুপকার ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী কর‌তে আমরা ঐক‌্যবদ্ধ।‌ বিএন‌পির প‌ক্ষে জনমত গঠন কর‌তে দ‌লের প্র‌ত্যেক‌টি ক‌মিটি‌কে ওয়ার্ড ভি‌ত্তিক কা‌জের দায়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে। নেতাকর্মীরা প্র‌তি‌টি  ঘ‌রে ঘ‌রে গি‌য়ে সাধারন মানু‌ষের খোঁজ খবর নি‌চ্ছেন এবং ধা‌নের শ‌ী‌ষে ভোট দি‌তে উৎসাহ যোগা‌চ্ছেন।
    দলীয় সূ‌ত্রে জানা যায়, বিএন‌পির রামগড় উপ‌জেলা ও পৌর ক‌মি‌টি অনু‌মোদ‌নের পর থে‌কেই সাংগঠ‌নিক গ‌তিশীলতা ফি‌রে আ‌সে।‌ নেতাকর্মী‌দের মা‌ঝে ব‌্যাপক উৎসাহ উ‌দ্দীপনা দেখা যায়। অ‌নে‌কেই নতুন নেতৃত্ব‌কে সম‌য়োপ‌যোগী হি‌সে‌বে মন্তব‌্যও ক‌রেন।ক‌মি‌টি গঠনের পর থে‌কে প্র‌ত্যেক‌টি ওয়ার্ড, ইউ‌নিয়ন, পেশাজী‌বি সংগঠন,ব‌্যবসায়ী,বি‌ভিন্ন সম্প্রদা‌য়ের প্র‌তি‌নি‌ধিদের সা‌থে মত‌বি‌নিময় সভা ক‌রে‌ছেন।এছাড়াও জনদূ‌র্ভোগ লাগব কর‌তে রাস্তা মেরামত ,জলাশয় প‌রিস্কার ,গরীব অসহায় শিক্ষার্থী‌দের সহায়তা প্রদানসহ জনবান্ধব সামা‌জিক কাজ অব‌্যাহত রে‌খে‌ছেন দল‌টির নেতাকর্মীরা।সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ ব‌লেন,রামগড়ে ওয়াদুদ ভুইয়ার পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে। একই চিত্র সমগ্র খাগড়াছড়িতে। নির্বাচনী প্রাক প্রচারণা ভোটারদের মাঝে দারুণ সাড়া জাগিয়েছে।

  • থানচিতে বিএনকেএস এনজিও আয়োজনে শিশু অধিকার সপ্তাহ পা-লিত

    থানচিতে বিএনকেএস এনজিও আয়োজনে শিশু অধিকার সপ্তাহ পা-লিত

    থানচি (বান্দরবান) প্রতিনিধি:মথি ত্রিপুরা।

    বান্দরবানের থানচিতে “শিশুরা নিরাপদ, আমাদের শপথ” শিরোনামের বিএনকেএস আয়োজনে শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে।

    সোমবার বিকেলে মিনি স্টেডিয়ামের শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিএনকেএস আয়োজনে, একশন এ্যাইড বাংলাদেশ অর্থায়নে, নাটিকা, মেয়েদের ফুটবল প্রতিযোগিতা, মোরগ লড়াই, হাঁড়ি ভাঙা খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানা এস আই মোঃ রুহুল আমিন, বিএনকেএস প্রোগ্রাম ম্যানেজার উবা রেখাইন, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, বিএনকেএস এনজিও ফোকাল পার্সন ও প্যারামেডিক উবাথোয়াই মারমা, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, বিএনকেএস এনজিও মংক্য ওয়াং মারমা প্রমুখ।

    ফুটবল প্রতিযোগিতায় নাফাখুম নারী দলকে হারিয়ে তমা তঙ্গী নারী দল বিজয় অর্জন করে। অন্যান্য খেলায় যারা বিজয়ী হয়েছেন তাদের পুরুস্কার বিতরণ করা হয়।