Blog

  • বিএনপির চেয়ারম্যানের দ্বায়িত্বে তারেক রহমান

    বিএনপির চেয়ারম্যানের দ্বায়িত্বে তারেক রহমান

    নিজস্ব প্রতিবেদক।।

    বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে দলের স্থায়ী কমিটির কমিটির সভা শেষে এ কথা জানানো হয়।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেয়া হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

  • র‌্যাব-১২ ও র‌্যাব-১ এর যৌথ অ/ভিযানে হ/ত্যা মা/মলার ১০নং প/লাতক আ/সামী গ্রে/ফতার

    র‌্যাব-১২ ও র‌্যাব-১ এর যৌথ অ/ভিযানে হ/ত্যা মা/মলার ১০নং প/লাতক আ/সামী গ্রে/ফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-০১, সিপিএসসি গাজীপুর এর যৌথ অভিযানে সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা মামলার ১০নং পলাতক আসামী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

    ১। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদী মোঃ রেজাউল করিম (৪৩), পিতা-মৃত ময়দান আলী, সাং-সয়াধানগড়া খাঁনপাড়া, থানা-সিরাজগঞ্জ, জেলা-সিরাজগঞ্জ এর ছেলে ভিকটিম আব্দুর রহমান রিয়াদ (১৭), ১নং আসামী মোঃ সাকিন ও ১০নং আসামী মোঃ হৃদয় (১৯) সহ ১১ জন এবং অজ্ঞাতনামা ২০/২৫ জন, গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় ভিকটিম সিরাজগঞ্জ থানাধীন চৌরাস্তায় দশতলা- বিল্ডিং এর পার্শ্বে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ী হইতে বাহির হইয়া যায়। একই তারিখ বিকাল অনুমান ০৪.৩০ – ঘটিকার সময় ভিকটিম আব্দুর রহমান রিয়াদ সহ তার তিন বন্ধু সিরাজগঞ্জ পৌরসভাধীন নাজমুল চত্বর হতে বাহিরগোলাগামী ক্রিয়েটিভ স্কুলের সামনে পাকা রাস্তার উপর সিএনজির ভিতরে বসে ছিল। অতপর পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে সকল আসামীগণ একই তারিখ বিকাল অনুমান ০৪.৪০ ঘটিকার সময় হাতে বারমিচ চাইনিজ টিপ চাকু, চাইনিজ কুড়াল, রাম দা, চাপাতি, ছুরি ইত্যাদি নিয়ে ভিকটিমের সামনে আসিয়া ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালজ করে ও ০৫ নং আসামী ভিকটিমকে দেখে দিয়ে বলে এটাই রিয়াদ বলার পরে তার হুকুমে ০১ নং আসামীর হাতে থাকা বারমিচ চাইনিজ টিপ চাকু দ্বারা ভিকটিমকে এলোপাথারী ভাবে কোপ মারিলে বাম কাধে ও ডান কাধে একাধিক গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। ০২ নং আসামীর হাতে থাকা চাইনিজ কুড়াল দ্বারা ভিকটিমকে কোপ মারিলে বুকের বাম পার্শ্বে লাগিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। ০৪ ও ০৫ নং আসামীর হাতে থাকা বারমিচ চাইনিজ টিপ চাকু দ্বারা ভিকটিমকে কোপ মারিলে ডান বাহুর উপরের অংশে লাগিয়া রক্তাক্ত জখম করে আসামীরা দ্রæত পালিয়ে যায় ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গত ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রাত্রি ১৯.৩০ ঘটিকার সময় কর্তব্যরত ডাক্তার ভিকটিম আব্দুর রহমান রিয়াদকে মৃত বলিয়া ঘোষনা করে। উক্ত হত্যার ঘটনার প্রেক্ষিতে বাদী সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-৪০, তারিখ-২৯/১২/২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার প্রেক্ষিতে সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়। মামলা রুজু হওয়ার পর থেকে র‌্যাব-১২ ছায়াতদন্ত শুরু করে ও আসামি গ্রেফতারের তৎপর হয়। গত ০৬ জানুয়ারি উক্ত মামলার প্রধান আসামী মোঃ সাকিনকে গ্রেফতার করা হয়।

    ২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ০৮ জানুয়ারী ২০২৬ খ্রিঃ, রাত ২১.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানি এবং র‌্যাব-০১, সিপিএসসি গাজীপুর এর যৌথ আভিযানিক দল ‘‘গাজীপুর মেট্রোপলিটন গাছা থানাধীন মালেকেরবাড়ী এলাকা’’ হতে হত্যা মামলার ১০নং পলাতক আসামী মোঃ হৃদয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ৩। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ হৃদয় (১৯), পিতা- মোঃ জাহাঙ্গীর, সাং- ধানবান্ধি, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা সিরাজগঞ্জ।

    ৪। গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

  • রাজশাহীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁ/সের আশ্বাসে প্র/তারণা, গ্রে/প্তার ৬

    রাজশাহীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁ/সের আশ্বাসে প্র/তারণা, গ্রে/প্তার ৬

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে একটি অসাধু চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে বোয়ালিয়া থানা পুলিশ ও আরএমপি ডিবি পুলিশের যৌথ অভিযানে নগরীর উপশহর সৃজনী সেন্ট্রাল স্কুলের সামনে এবং মালোপাড়া কমিউনিটি ব্যাংকের বুথের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আল মামুন (৪২), মো. মাহবুব আলম (৪৬), মোছা. আনজুয়ারা খাতুন (২৫), মো. জুলফিকার আলী (৪০), মো. নয়ন আলী (২৭) এবং রায়হান কবির (৩০)। তবে অসুস্থতার কারণে রায়হান কবির বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

    পুলিশ জানায়, ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তরা নিজেদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয় দেন। এভাবে একাধিক পরীক্ষার্থীর কাছ থেকে তারা স্বাক্ষরিত ব্যাংকের ব্ল্যাংক চেক, স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, এডমিট কার্ড ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করেন।

    গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১২টি ব্ল্যাংক চেক, ২১টি স্ট্যাম্প এবং ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা নম্বর-১২ (তারিখ: ৯/১/২০২৬) দণ্ডবিধির ১৭০/৪০৬/৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও অজ্ঞাতনামা সদস্য জড়িত থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

    গ্রেপ্তারকৃতদের আজ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • বিএনপি ক্ষ/মতায় না আসলে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা নিয়েই বিদায় নিলেন নিজাম উদ্দিন মন্ডল

    বিএনপি ক্ষ/মতায় না আসলে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা নিয়েই বিদায় নিলেন নিজাম উদ্দিন মন্ডল

    শহিদিল ইসলাম।
    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

    ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন মন্ডল (৭০) আমাদের মাঝে আর বেঁচে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার প্রতিজ্ঞা ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবে না, এই প্রতিজ্ঞায় দীর্ঘ ১২ বছর ভাত না খেয়েই জীবনটা অতিবাহিত করলেও শেষ মুহূর্ত পর্যন্ত অটুট রেখেই মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে বিএনপি দলের রাজনৈতিক ভাবে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
    স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহেশপুরে কাঙালীভোজের আয়োজন করেছিলেন নিজাম উদ্দিন। ততকালীন ফ্যাসিট আওয়ামী দলের কতিপয় উগ্রবাদী ওই অনুষ্ঠানে হামলা ও রান্না করা খাবার নষ্ট করে দেয়। সেই ঘটনার উপর ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে তিনি ঘোষণা দেন বিএনপি যতদিন রাষ্ট্র ক্ষমতায় না আসে ততদিন পর্যন্ত তিনি ভাত খাবেন না। এরপর থেকে প্রায় ১২ বছর ধরে তিনি ভাত পরিহার করে রুটি ও কলা খেয়ে জীবনযাপন করছিলেন।
    গত ঈদুল ফিতরের পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয় ।এলাকাবাসী জানান, রাজনৈতিক বিশ্বাস ও প্রতিজ্ঞার প্রশ্নে নিজাম উদ্দিন ছিলেন আপসহীন। সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের কাছে তিনি দৃঢ়তার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। বিকাল ৩ ঘটিকায় মরহুমের নিজ গ্রামে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। তাহার নামাজে জানাজায় মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি / সাধারণ সম্পাদক / সাংগঠনিক সম্পাদক সহ দলীয় নেতা কর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত লোকজন উপস্থিত ছিলেন।

  • রাজশাহী ১ আসনে বি/ভেদ ভুলে একাট্টা বিএনপির নেতাকর্মীরা

    রাজশাহী ১ আসনে বি/ভেদ ভুলে একাট্টা বিএনপির নেতাকর্মীরা

    গোদাগাড়ী ( রাজশাহী ) উপজেলা সংবাদাদাতাঃ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে দলীয় সাংগঠনিক শক্তি কয়েকগুণ বৃদ্ধি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জেতাতে বিএনপির সাবেক ও বর্তমান নেতারা ঐকবদ্ধ হচ্ছেন। বিভেদ ভুলে রাজশাহী ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিনর সঙ্গে তৃণমূলের সব নেতা জোট বেঁধে রেকর্ড গড়েছেন। তারেক রহমানের কঠোর বার্তায় নেতাদের একাট্টা হওয়ার বিষয়টি ভোটের সমীকরণ বদলে দিতেছে।
    গোদাগাড়ী উপজেলা সদরে এলাকার দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ মতবিনিময় সভায় জোট বেঁধে উপস্থিত হন জনপ্রিয় নেতারা। শুক্রবার সাকালে ব্যারিঃ মাহাফুজুর রহমান মিলনের নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। ব্যারিষ্টার মিলন নিজে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি নিজেই সাবেক ও বর্তমান নেতাদের নিয়ে ধানের শীষের প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

    রাজশাহী ১ আসনের প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য বিএনপির ধানের শীষ প্রতীককে জেতাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।
    দলের প্রার্থীকে সমর্থন দিয়ে জোট বাঁধেন রাজশাহী জেলা বিএনপির ও উপজেলা, গোদাগাড়ী পৌরসভার বিএনপির নেতৃবৃন্দ।

    বিএনপির নেতা সাবেক প্যানেল মেয়র মোঃ মাহাবুবুর রহমান বিপ্লব বলেন, গোদাগাড়ী তানোরের উন্নযন মূলত ব্যারিষ্টার আমিনুল হক ভাইয়ের হাত ধরে শুরু হয়। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রায়ত ব্যারি. মোঃ আমিনুল হকের ব্যাপক জনপ্রিয়তা, ধানের শীষ এবং প্রার্থীর ক্লিন ইমেজে রাজশাহী ১ আসনেই বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ । বিপুল পরিমাণ ভোটে রেকর্ড গড়বেন তারেক রহমান। তিনিই হবেন দেশের প্রধানমন্ত্রী।

    রাজশাহী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিন বলেন, গোদাগাড়ী – তানোরের মাটি বিএনপি, ধানের শীষ তথা ব্যারিষ্টার আমিনুল হকের শক্তিশালী ঘাঁটি। আমরা সবাই এক থাকলে আমাদের তথা ধানের শীষের বিজয় নিশ্চিত।

    এ দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন (ইউপি) বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

    ৯ জানুয়ারি শুক্রবার মাটিকাটা
    ইউনিয়ন (ইউপি) বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।

    অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
    সিনিয়র এডভোকেট, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক
    ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন
    গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, উপজেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন বাবু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিলিপ, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক অরণ্য কুসুম, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্তিন বিদ্যুৎ প্রমূখ।
    এদিন কর্মসূচিতে উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকগণ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে অতীতের সকল ভেদাভেদ ও মতপার্থক্যের অবসান ঘটিয়ে
    সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী,রাজশাহী।

  • আশুলিয়ায় সরকারি আইন অ/মান্য করে প্রকাশ্যে গরু জবাই ও মাংস বিক্রি-নিরব ভুমিকায় প্রশাসন

    আশুলিয়ায় সরকারি আইন অ/মান্য করে প্রকাশ্যে গরু জবাই ও মাংস বিক্রি-নিরব ভুমিকায় প্রশাসন

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় সরকারি আইন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাট-বাজার ছাড়াও বিভিন্ন স্থানে প্রকাশ্যে গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। একই সঙ্গে কিছু কসাইয়ের বিরুদ্ধে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগও পাওয়া গেছে।

    শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬ ইং) সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, আশুলিয়ার জামগড়া, কাঠগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে গরু জবাই করে মাংস বিক্রি করছেন এক শ্রেণীর কসাই। অভিযোগ রয়েছে, এসব কসাই কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই এবং নির্ধারিত কসাইখানা ব্যবহার না করে যেখানে-সেখানে পশু জবাই করছেন।

    স্থানীয়দের অভিযোগ, জবাইকৃত মাংস প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। অপরদিকে বাজারের দোকানগুলোতে একই মাংস ৭৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। এতে ভোক্তারা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি জনস্বাস্থ্যও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে বলে মনে করছেন সচেতন মহল।

    অভিযোগ উঠেছে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরব ভূমিকা পালন করছেন। নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা না করায় কসাইরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে দাবি স্থানীয়দের।

    এ বিষয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, অবৈধ জবাই বন্ধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  • জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আজমল হোসেন।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ এ মতবিনিময় সভায় গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোঃ আশ্রাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আফতাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রূলী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, সহকারী রিটার্নিং অফিসার ও কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মিয়া, সহকারী রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, সহকারী রিটার্নিং অফিসার ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সহকারী রিটার্নিং অফিসার ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, সহকারী রিটার্নিং অফিসার ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম, কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, মুকসুদপুর উপজেলা (ভূমি) সহকারী কমিশনার মোহাম্মদ আবুল হাছনাত, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) অনিরুদ্ধ দেব রায়, সহকারী কমিশনার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, ইশতিয়াক মাহমুদ, ফারদী খান প্রিন্স, এ, কে, এম, ফয়েজুল বারী, মোহাম্মদ নাজমুল হক স্বপন সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা – কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নৌকার ঘাঁটি খ্যাত গোপালগঞ্জ – ২ আসন দখলে নিতে গনফোরামের প্রার্থী ভোটারদের মন জয়ে ব্যস্ত

    নৌকার ঘাঁটি খ্যাত গোপালগঞ্জ – ২ আসন দখলে নিতে গনফোরামের প্রার্থী ভোটারদের মন জয়ে ব্যস্ত

    গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজ-খবর নেওয়া ও কুশলাদি বিনিময় করছেন গোপালগঞ্জ-২ আসন থেকে গণফোরাম মনোনীত উদীয়মান সূর্য প্রতীকের কান্ডারী এমপি
    প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজ।

    নৌকার ঘাঁটি খ্যাত গোপালগঞ্জ- ২ আসন দখলে মরিয়া গণফোরাম মনোনীত প্রার্থী শাহ মফিজ।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই গোপালগঞ্জ-২ আসনের পৌরসভার বেশ কয়েকটি মহল্লা, নিচুপাড়া, আমেনা স্কুল, কমিশনার রোড হয়ে মোহাম্মদপাড়া বাগচী বাড়ি মোড় হয়ে পাচুরিয়া নিউ মার্কেট পর্যন্ত কয়েক শত ভোটারের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে ভোটারদের খোঁজখবর নিচ্ছেন। এ সময় ভোটারদের মন জয় করতে ব্যস্ত থাকতে দেখা যায় এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজকে।

    এ সময় তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনর্গঠনের জন্য গনফোরামের সাথে থাকা দেশের সকল নাগরিকের দায়িত্ব। গণফোরাম মনোনীত প্রার্থী শাহ মফিজ ক্ষমতায় গেলে, এই আসনটির মানুষ তাদের মৌলিক অধিকার থেকে আর বঞ্চিত হবেন না। অন্যায় থাকবে না। মানুষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে আর পহয়রানি করতে পারবে না বলেও কথা দেন এই প্রার্থী।

    এমপি প্রার্থীর সাথে থাকা কর্মী ও সমর্থকেরা আশাবাদ ব্যক্ত করেন, দেশের এই সংকটাপন্ন অবস্থায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় গণকফোরাম মনোনীত উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজকে বিজয়ী করার লক্ষ্যে সবাই একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে প্রতীক বরাদ্দের পর জনগণকে সাথে নিয়ে গণফোরাম ঘোষিত নির্বাচনী ইশতেহার জনগণের মাঝে তুলে ধরে উদীয়মান সূর্য মার্কার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চালাবেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজ।

  • গোপালগঞ্জে জীবিত মা’কে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ সন্তানের বিরু/দ্ধে

    গোপালগঞ্জে জীবিত মা’কে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ সন্তানের বিরু/দ্ধে

    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে বৃদ্ধ মা গান্ধারী মন্ডল (৭০) মৃত দেখিয়ে ওয়ারিশন সনদ তৈরি করে জমি বিক্রি করে দিলো কুলাঙ্গার সন্তান নির্মল মন্ডল৷ এ জাল জালিয়াতির মুল হোতা তার সহযোগি ১৩৩ নং দীঘারকুল দক্ষিণ ঘোষগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিত বিশ্বাস।

    এ ঘটনায় গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে নিজের সন্তান নির্মল মন্ডল ও তার সহযোগী অমিত বিশ্বাসকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী মা গান্ধারী মন্ডল। নিজেকে জীবিত দেখাতে অসহায়ের মত আদালত পাড়ায় ঘুরছে ওই বৃদ্ধ মা।

    রঘুনাথপুর এলাকার একাধিক ব্যাক্তি নাম না প্রকাশের শর্তে বলেন, শিক্ষক অমিত বিশ্বাস একজন ধুরন্ধর ব্যক্তি। সে জমিজমার কাগজপত্র জাল জালিয়াতির মাস্টার। ওই মাস্টারই নির্মলের মা’কে মৃত দেখিয়ে ওয়ারিশন সনদ তৈরি করে জমিজমা লিখে নিয়েছে।

    অসহায় বৃদ্ধ মা গান্ধারী মন্ডল বলেন, আমার স্বামী নিমাই মন্ডল মারা যাওয়ার পর থেকে ওই শিক্ষক অমিত বিশ্বাসের নজর পরে আমার স্বামীর রেখে যাওয়ার ভিটা ও জায়গা জমির উপর। তারপর থেকেই আমার কুলাঙ্গার ছেলে নির্মল মন্ডলকে নানা কুপরামর্শ দিতে থাকে ওয়ারিশন সনদ তৈরি করে আমার ছেলের নামে জমি নামজারি করে সকল জমি বাড়ি র বসতভিটা দলিল করে নেয় ওই শিক্ষক অমিত বিশ্বাস। এবং আমার স্বামীর বসত ভিটা থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। তারপর থেকে আমার উপর নানা নির্যাতন করছে আমার ছেলে নির্মল মন্ডল ও ওই শিক্ষক অমিত বিশ্বাস। তাই এখন আমি ঠেলা গুতা খেয়ে অন্যের বাড়িতে দিন কাটাচ্ছিন।এ ঘটনার পর নিজেকে জীবিত প্রমান করতে বিজ্ঞ আদালতে মামলা করেছি।

    মায়ের মামলার পর অভিযুক্ত সন্তান নির্মল মন্ডল পালিয়ে থাকার কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার সহযোগী ঘটনার মুলহোতা শিক্ষক অমিত বিশ্বাস বলেন, এই জমি বিক্রির টাকা মা ছেলের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হচ্ছে। তার জন্যই নির্মলের মা এই মামলা করছে।কালই নির্মল তার মা’কে টাকা দিলে সব ঝামেলা মিমাংসা হয়ে যাবে।

  • পঞ্চগড়ে চেয়ারম্যানের উপস্থিতিতেই দফাদারের বিরুদ্ধে চা কারখানার জমি দখ/লের অ/ভিযোগ

    পঞ্চগড়ে চেয়ারম্যানের উপস্থিতিতেই দফাদারের বিরুদ্ধে চা কারখানার জমি দখ/লের অ/ভিযোগ

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে সরকারি দায়িত্বে নিয়োজিত দফাদারের বিরুদ্ধে চা কারখানার জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ভজনপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দফাদার সেকেন্দার আলী।

    পঞ্চবর্ণ টি কোম্পানির পরিচালক নবির উদ্দিন ও স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার (০৭ জানুয়ারি) পঞ্চবর্ণ চা কোম্পানির জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দিন ইউনিয়ন পরিষদে একটি শালিস বৈঠকের আয়োজন করেন। ওই বৈঠকে গ্রাম পুলিশ দফাদার সেকেন্দার আলী এবং তিনজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

    শালিস বৈঠকে চেয়ারম্যান দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। বৈঠক শেষে তিনি ঘোষণা দেন আপাতত কয়েকদিনের জন্য উক্ত জমিতে পঞ্চবর্ণ চা কোম্পানি কর্তৃপক্ষ এবং সেকেন্দার আলীর পরিবার কেউই প্রবেশ করতে পারবে না। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বিষয়টির স্থায়ী সমাধান করা হবে বলে জানান তিনি।

    তবে অভিযোগ রয়েছে, চেয়ারম্যানের এই ঘোষণার পরপরই গ্রাম পুলিশ দফাদার সেকেন্দার আলী সরকারি পোশাক পরিহিত অবস্থায় তার পরিবারের সদস্যসহ প্রায় ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে হাতে লাঠি, সোঁটা ও দেশীয় অস্ত্রসহ চা কারখানায় হামলা চালান। তারা কারখানা কর্তৃপক্ষকে ভয়ভীতি ও হুমকি দিয়ে সরিয়ে দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং কারখানার প্রায় ১০ শতক জমিতে টিনের বেড়া দিয়ে জোরপূর্বক দখল নেন।

    এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দিন উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এলাকাবাসীর অভিযোগ, পুলিশ আসার আগেই গ্রাম পুলিশ দফাদার সেকেন্দার আলী সরকারি পোশাক পরিহিত অবস্থায় টিনের বেড়া দিয়ে জমিটি নিজের দাবি করে দখলে নেন। বর্তমানে ওই জমি তার ও তার পরিবারের দখলে রয়েছে বলে স্থানীয়রা জানান।

    ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা অভিযুক্ত দফাদারের বক্তব্য নিতে ভজনপুর ইউনিয়ন পরিষদে গেলে তিনি কোনো মন্তব্য না করে প্রশ্নের মুখোমুখি না হয়ে তাৎক্ষণিকভাবে পরিষদ ত্যাগ করে পালিয়ে যান।

    এ বিষয়ে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দিনের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

    সরকারি দায়িত্বে থেকে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড জনস্বার্থ ও আইনের প্রতি চরম অবজ্ঞা বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্য আইনের ঊর্ধ্বে কেউ নয়, সরকারি পরিচয় ব্যবহার করে জমি দখলের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।