Blog

  • বরিশালে আলোচিত লিটু সিকদার হ-ত্যা মাম-লার আ-সামি মিলন গাজী গ্রে-ফতার

    বরিশালে আলোচিত লিটু সিকদার হ-ত্যা মাম-লার আ-সামি মিলন গাজী গ্রে-ফতার

    বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

    বরিশালের আলোচিত লিটু সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মিলন গাজী (৩২) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে।

    শুক্রবার (২৩ আগস্ট) ডিএমপি ঢাকার উত্তরখান থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ।
    গ্রেফতারকৃত মিলন গাজী বরিশালের এয়ারপোর্ট থানাধীন পূর্ব বিল্ববাড়ী গ্রামের মৃত আয়নাল গাজীর ছেলে।
    উল্লেখ্য, গত ৩১ জুলাই (২০২৫) পূর্ববিরোধের জেরে মোঃ লিটন সিকদার লিটুকে প্রকাশ্য দিবালোকে অসংখ্য সাক্ষীর সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় মিলন গাজীকে ২ নম্বর আসামি করা হয়।
    এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির সিকদার জানান, “ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
    ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং নিহত লিটু সিকদারের পরিবার দ্রুত বিচার দাবি করে আসছে।

  • রাজনীতি হলো দেয়ার জন্য পা-ওয়ার জন্য নয়- আহম্মদ সোহেল মনজুর সুমন

    রাজনীতি হলো দেয়ার জন্য পা-ওয়ার জন্য নয়- আহম্মদ সোহেল মনজুর সুমন

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    আমাদের কোন কিছু পাওয়ার নাই। আলহামদুলিল্লাহ এই দল করে আমাদের কোন কিছু পাওয়া লাগবে না। আমরা আপনাদের দোয়ায় শূপ্রতিষ্ঠিত আমরা বিভিন্ন ব্যাবসার সাথে জড়িত একটা স্বনামধন্য প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানে হাজার হাজার লোক কাজ করছে সুতারং এখান থেকে আমাদের পাওয়ার কিছু নাই। আমার বাবা বলতেন রাজনীতি হলো দেয়ার জন্য পাওয়ার জন্য নয়। এখানে অতীতে যারা দায়িত্বে ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু সাহেব ছিলেন। সে এখানে কোন উন্নয়ন করতে পারেনায়। তিনি ক্ষমতায় যাওয়ার জন্য বারবার মার্কা পরিবর্তন করেছেন। যে লোক আদর্শ ধরে রাখতে পারেনায় ক্ষমতার যাওয়ার জন্য রাজনীতি করেছে সে আপনাদের কি দিবে বলেন। তিনি চারবার মন্ত্রী ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন যে কারণে মহারাজের সৃষ্টি হয়েছে। আর মহারাজ কি করেছেন ভান্ডারিয়া কাউখালী স্বরূপকাঠি থেকে যত রকম উন্নয়ন প্রকল্প ছিলো সেখান থেকে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে।

    আসন্ন জাতীর সাংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর ঢাকাস্থ নেছারাবাদ উপজেলার সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    গতকাল ২২ আগস্ট শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় KIB Complex, Level-4, খামারবাড়ী, ফার্মগেট এর অডিটোরিয়ামে স্বরূপকাঠি পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ কাজি কামাল এর সভাপতিত্বে ঐ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ঢাকাস্থ নেছারাবাদে সম্মানিত ব্যাক্তিবর্গ, বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ,নেছারাবাদ উপজেলার ইউনিয়ন বিএনপি,ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দর বক্তব্য রাখেন।

    এ সময় প্রধান অতিথি আরো বলেন, সবার আগে দল, দলের সিদ্ধান্তই আসল। এখানে আমার মতো অনেক যোগ্য নেতা থাকবে তারাও নির্বাচন করার মতো ক্ষমতা রাখে। ২০১৮ সালে তারেক রহমান সাহেব এবং দেশনেত্রী খালেদা জিয়া আমাকে নমিনেশন দিয়েছিলো। এজন্য আমি দলের প্রতি কৃতজ্ঞ, যে দল আমাকে মূল্যায়ন করেছিলো। আবার জোটের কারনে আমাকে তারেক রহমান সাহেব মনোনয়ন প্রত্যাহার করতে বলেছিলো আমি করেছি সুতারং দলের সিদ্ধান্ত চুড়ান্ত। আগামী নির্বাচনে বিএনপি থেকে যাকেই প্রার্থী দেয়া হোক, আমি আহম্মদ সোহেল মনজুর সুমন এবং আমার পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ভান্ডারিয়া থেকে সর্বোচ্চ ভোট প্রদান করতে।নেছারাবাদ থেকে আপনারাও সর্বোচ্চ ভোট প্রদান করবেন। তবে আমাদের একটাই দাবি এই আসন থেকে ধানের শীষের প্রার্থী চাই অন্য কোন জোটের প্রার্থী আমরা চাই না।

    আনোয়ার হোসেন ।।

  • লালমনিরহাটে ফে-ন্সিডিলসহ নারী মা-দক কা-রবারি গ্রে-ফতার

    লালমনিরহাটে ফে-ন্সিডিলসহ নারী মা-দক কা-রবারি গ্রে-ফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের হাতীবান্ধায় বিশেষ অভিযান ৪৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল’সহ ০২ জন নারী মাদক কারবারি গ্রেফতার করেন পুলিশ।
    জেলার পুলিশ সুপার তরিকুল ইসলামের, সার্বিক দিক নির্দেশনায় হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদ নবীর,নেতৃত্ব থানাধীন ১০নং ভেলাগুড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভেলাগুড়ি মৌজাস্থ জনৈক মানিক মেম্বার এর বাড়ির সামনে পাকা রাস্তার উপরে বিশেষ অভিযান চালিয়ে ৪৯বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ বন্যা আক্তার মিম (২০), ও শুখু মনি (২২)-কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।

    হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদ নবীর, জানান গোপন সংবাদের ভিত্তিতে জেলার হাতীবান্ধা থানাধীন ১০নং ভেলাগুড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিশেষ অভিযান চালিয়ে ৪৯বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার করেন পুলিশ।

    হাসমত উল্লাহ ।।

  • খাগড়াছড়িতে ‘এ জে একাডেমী’র শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভি-ভাবক সমাবেশ

    খাগড়াছড়িতে ‘এ জে একাডেমী’র শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভি-ভাবক সমাবেশ

    মিঠুন সাহা, বিশেষ প্রতিনিধি।

    খাগড়াছড়ি সদরস্থ তালুকদার পাড়া অবস্থিত সুনামধন্য ‘এজে একাডেমীর’ এসএসসির পরীক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার(২৩ আগস্ট) সকালে একাডেমী’র কক্ষে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাংবাদিক রহিম হৃদয় ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক এলপন চাকমা।

    অতিথিরা অভিভাবক সমাবেশে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্র ছাত্রীদের পড়া লেখার কৌশলগত দিক নিয়ে বক্তব্য রাখেন।

    একাডেমীর পরিচালক ও শিক্ষক নাসির আহম্মদ স্বাগত বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শিক্ষার কাঙ্ক্ষিত
    লক্ষ্যে পৌঁছতে শিক্ষক অভিভাবকদের নিয়মিত কন্ট্রিবিউশন,তাদের সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখা, একাডেমীতে পাটানো সহ সার্বিক সহযোগিতা কামনা করেন।

    এতে আরো উপস্থিত ছিলেন,শিক্ষক আনোয়ার হোসেন রাকিব, আব্দুল মমিন,আব্দুল গণি,জসিম উদ্দিন প্রমুখ।
    পরে আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া ৩৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

  • সৈ-রাচারমুক্ত সুবিদাবাদ বি-রোধী এক্সপ্রেসের অ-বৈধ অ-পপ্রচারে অ-তিষ্ঠ জনগণ-প্র-শাসনের হ-স্তক্ষেপ কা-মনা

    সৈ-রাচারমুক্ত সুবিদাবাদ বি-রোধী এক্সপ্রেসের অ-বৈধ অ-পপ্রচারে অ-তিষ্ঠ জনগণ-প্র-শাসনের হ-স্তক্ষেপ কা-মনা

    হেলাল শেখঃসৈরাচারমুক্ত সুবিদাবাদ বিরোধী এক্সপ্রেসের অপপ্রচার ও শীর্ষ সন্ত্রাসী সায়েব আলী জলিলের অত্যাচারে রাজনৈতিক নেতাকর্মী এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৈষম্যবিরোধী আন্দোলনে (২০২৪ ইং) ৫ আগষ্ট ছাত্র-জনতার উপর গুলি করে মানুষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে নিজে এসব মামলা থেকে কৌশলে বাঁচতে উল্টো ভুয়া বাদী সেজে অনেক সাধারণ মানুষের নামে মিথ্যা অভিযোগ এনে মিথ্যা মামলা করে সায়েব আলী জলিলসহ অনেকেই মামলা বাণিজ্য করছে। এসব ঘটনায় কয়েকজন আটক হলেও জলিলের লিডার রাজু আহমেদকে এখনো আটক করা হয়নি। জলিল আদালত থেকে জামিনে এসে এলাকার মানুষকে বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সেই সাথে ফেসবুক ফেইক আইডি এবং ঈেনৎ তৈরি করে সম্মানিত ব্যক্তিদের ভিডিও বা ছবি এডিট করে নানারকম ভাবে অবাধে অপপ্রচার চালিযে যাচ্ছে।
    জানা গেছে, ঢাকার আশুলিয়ার আওয়ামী লীগ নেতা রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদের বাহিনীর সদস্য শীর্ষ সন্ত্রাসী সায়েব আলী জলিল অস্ত্রসহ একাধিকবার পুলিশ ও র‍্যাব গ্রেফতার করেন তাদেরকে। কেরানীগঞ্জ কারাগারে জেলখেটে আদালত থেকে জামিনে এসে তারা সাধারণ মানুষকে নানারকম ভাবে জিম্মি করে হয়রানি করছে, এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। সায়েব আলী জলিল মিয়া ও রাজু আহমেদকে আবারও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরাসহ সচেতন মহল। এই সায়েব আলী জলিল ও রাজু সিন্ডিকেট সৈরাচারমুক্ত সুবিদাবাদ বিরোধী এক্সপ্রেস নামে ফেসবুক উেনশ আইডি পেইজ তৈরি করে সাংবাদিকসহ সম্মানিত ব্যক্তিদের ভিডিও এবং ছবি এডিট করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে,এই সিন্ডিকেটের একজন সন্ত্রাসী সাব্বির আহমেদ ওরফে সাইকো সাব্বিরকে সাভার মডেল থানা পুলিশ গত শুক্রবার (২২ আগষ্ট ২০২৫ইং) ভোরে মানিকগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছেন। পুলিশ জানায়, বিএনপি নেতা ঢাকা-১৯ আসনের সাবেক দুইবারের এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর ছবি দিয়ে অপপ্রচার চালায় এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও নিউজ ২৪ এর সাংবাদিক এবং সাভার প্রেসক্লাবের সম্মানিত সভাপতি নাজমুল হুদাকে অপহরণের চেষ্টাসহ মোটা অংকের চাঁদা দাবির মামলায় সাব্বিরকে গ্রেফতার করা হয়।
    জানা গেছে, মোঃ আঃ জলিল, পিতা: মোঃ আঃ খলিল, মাতা: মোসাঃ কুলসুম বিবি, তার বর্তমান ঠিকানাঃ চারাবাগ,ডাকঘরঃ আশুলিয়া, বাসাইদ, ৪ নং ওয়ার্ড, আশুলিয়া ঢাকা। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার পৌরসভা’র ৭নং ওয়ার্ড রঙ্গার চর দর্পগ্রামে জলিল এর গ্রামের বাড়ি। সে কখনো আওয়ামীলীগ, কখনো বিএনপি, কখনো জামায়াত, কখনো আওয়ামীলীগ নেতা রাজু আহমেদ এর বাহিনীর লিডার, এছাড়া আরো অনেক পরিচয়ে বহুরূপী এই জলিল তার অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে দীর্ঘদিন ধরে।
    সূত্র জানায়-আশুলিয়া থানার মামলা নং ১৫, তারিখ ০৮/০৯/২০২৪ইং এই মামলার ভুয়া বাদী মোঃ সায়েব আলী জলিল মামলাবাজ প্রতারণা করে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এরকম ৫ আগষ্ট ছাত্র-জনতা হত্যার ঘটনাকে জিম্মি করে অনেক মামলার ভুয়া বাদী সেজে তারা সাধারণ মানুষের নাম দিয়ে মামলায় অর্থনৈতিক ক্ষয়ক্ষতিসহ হয়রানি করার একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এই সাহেব আলী জলিল ভুয়া বাদীর বিস্তারিত নিউজ দেশ টিভি’র প্রায় ৫ মিনিট ও যমুনা টিভি’র ৩৮ মিনিটের সংবাদ প্রকাশ হয়েছে। সেই সাথে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। জানা গেছে, এই সায়েব আলী জলিল এর বিরুদ্ধে অস্ত্র মামলা, ৫ আগষ্টের আন্দোলনে গুলি করা ও হত্যাচেষ্টা এবং হত্যা মামলাসহ ৫-৬টি মামলা রয়েছে। মোঃ আঃ জলিল অস্ত্র মামলায় হাজিরা দিতে গেলে ঢাকায় আদালত তাকে কারাগারে প্রেরণ করেন, কিছুদিন কারাগারে বন্দী থেকে গত কয়েকদিন আগে আদালত থেকে জামিনে এসেই আবারও সক্রিয়ভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করছে।
    উক্ত জলিল ৫ আগষ্টে গুলি করে সাধারণ ছাত্র-জনতাকে হত্যা কেন করেছে? আর এই ঘটনা আড়াল করতে সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীকে হয়রানি করছে কেন? হত্যাচেষ্টা ও হত্যা মামলা এবং অস্ত্র মামলার আসামী উক্ত জলিল একজন ভয়ংকর সন্ত্রাসী। সূত্র জানায়, সায়েব আলী জলিল ও রাজু আহমেদ বিভিন্ন অস্ত্র ব্যবসার সাথে জড়িত। অনেকেই ধারণা করছেন যে, ৫ আগষ্ট থানার অস্ত্র লুট ও অগ্নিসংযোগের সাথে এই সায়েব আলী জলিল ও রাজু জড়িত থাকতে পারে। উক্ত ব্যাপারে সঠিকভাবে তদন্ত করে দোষীদেরকে আটকের পর আইনের আওতায় আনার দাবী জানান ভুক্তভোগী পরিবারসহ ও সচেতন মহল।
    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ ও সায়েব আলী জলিলকে এর আগে আশুলিয়া থানা পুলিশ ও র‍্যাব-৪ একাধিকবার দেশি-বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। তারা আদালত থেকে জামিনে এসে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করছে বলে জানা গেছে, সেই সাথে ফেসবুক ও পেইজ তৈরি করে সাভার আশুলিয়ায় বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের ভিডিও এবং ছবি এডিট করে অপপ্রচার চালাচ্ছে। এই সিন্ডিকেট চক্রের সদস্য সন্ত্রাসী সাব্বির আহমেদ ওরফে সাইকো সাব্বিরকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। আশুলিয়া থানা পুলিশও এসব অপরাধীদেরকে গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছি আমরা। অপরাধী যেইহোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। ##

  • সুজানগর পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের নতুন ক-মিটি গঠন

    সুজানগর পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের নতুন ক-মিটি গঠন

    এম এ আলিম রিপন,সুজানগর : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সুজানগর পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে। পৌরসভার ৮ নং ওয়ার্ডের টিপু প্রামাণিককে সভাপতি ও সলিম প্রামাণিক কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এবং পৌরসভার ৯ নং ওয়ার্ডের হবিবর মোল্লাকে সভাপতি ও মাসুদ প্রামাণিককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সুজানগর পৌর শাখার সভাপতি নুর ইসলাম শেখ ও সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ বিশ্বাস ।
    অনুমোদিত নতুন এ কমিটি হস্তান্তর উপলক্ষ্যে শুক্রবার পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
    বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সুজানগর পৌর শাখার সভাপতি নুর ইসলাম শেখ(দ্বীন ইসলামের) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস।
    বিশেষ অতিথি ছিলেন সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির প্রচার সম্পাদক হাবিবুর রহমান রব ও দপ্তর সম্পাদক হযরত আলী।
    অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ শেখ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বন্দর আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার, শ্রমিক দল নেতা বিস্কুট,শামসুল, কৃষক দলনেতা ইয়ার আলী ও খাইরুল ইসলাম প্রমূখ।
    সভায় বক্তারা আগামী ত্রুয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করবেন বলে শ্রমিক দলের নবগঠিত কমিটির সদস্যর কাছে প্রত্যাশা রাখেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরের গাজনার বিলে নৌকা ভ্রমণের নামে প্র-কাশ্যে চলছে অ-শ্লীলতা

    সুজানগরের গাজনার বিলে নৌকা ভ্রমণের নামে প্র-কাশ্যে চলছে অ-শ্লীলতা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী বিস্তীর্ণ গাজনার বিলে বর্তমানে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে প্রকাশ্যে চলছে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ। এতে ক্ষুব্ধ বিলপাড়সহ গাজনার বিলে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষেরা।
    শনিবার গাজনার বিলের খয়রান ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায় বেশিরভাগ ভ্রমণ ও বনভোজনের নৌকার সামনে অশ্লীল পোশাকে নাচছেন নর্তকীসহ হিজড়ারা। আর এদের সঙ্গে নৌকায় নেশাজাতীয় দ্রব্য পান করে ড্যান্স দিচ্ছেন তরুণ-যুবকরা।
    খেঁাজ নিয়ে জানা যায়, এসব নর্তকী ও হিজড়াদের অন্য জায়গা থেকে টাকা দিয়ে এনে অবৈধ এমন কর্মকাণ্ড চালায় ভ্রমণে ও পিকনিকে আসা যুবকরা। আর দিনে নাচের মাধ্যমে আনন্দ দিলেও রাতে ঘটছে অসামাজিক কার্যকলাপ।

    এদিকে নর্তকী ও হিজড়া থাকা নৌকাগুলোর বেশিরভাগ অংশই ছাউনি দেওয়া। বিলের খয়রান ব্রিজ এলাকায় পরিবার নিয়ে ঘুরতে আসা বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ রানা বলেন, ঐতিহ্যবাহী এ গাজনার বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে খয়রান ব্রিজ এলাকায় এ সময়ে প্রায় প্রতিদিন পাবনা শহরসহ অন্যান্য জেলা থেকেও শত শত মানুষ আসেন। কিন্তু নৌকায় আনন্দ ভ্রমণ ও পিকনিকের নামে চলা অশ্লীল কর্মকাণ্ডে সাধারণত পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

    সুজানগর মহিলা কলেজের অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন বলেন, গাজনার বিলে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে চলা অশ্লীলতায় ডুবছে যুব সমাজ। ফলে অভিভাবকরা উঠতি বয়সের সন্তানদের ভবিষ্যৎ ও ক্রমবর্ধমান নৈতিক অবক্ষয় নিয়ে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছেন। তারা যুব সমাজকে রক্ষায় বিলে চলাচলকারী নৌকা বঁাশের ছই তোলা ও শামিয়ানা টাঙানো শ্যালোইঞ্জিন চালিত ভাসমান বনভোজনের এসব নৌকাতে গান-বাজনা নাচানাচি ও বিনোদনের অন্তরালে চলমান অশ্লীল কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান শনিবার জানান, গাজনার বিলে নৌকা ভ্রমণের নামে চলা অশ্লীল কর্মকাণ্ড বন্ধে পুলিশ দ্রুতই অভিযান পরিচালনা করবে।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ জানান,গাজনার বিল ভ্রমণে স্বাস্থ্যবিধি অনুসরণ করা, শব্দদূষণ হয় এমন উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার ব্যবহার না করা, অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ পরিহার করাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে অতি দ্রুতই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হবে। যদি কোনো ব্যক্তি জারিকৃত নির্দেশনা অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অ-ভিযানে  ১০৫ গ্রাম হে-রোইনসহ ১ জন নারী মা-দক ব্যব-সায়ী গ্রে-ফতার

    র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অ-ভিযানে ১০৫ গ্রাম হে-রোইনসহ ১ জন নারী মা-দক ব্যব-সায়ী গ্রে-ফতার

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সলংগা থানা এলাকা হতে ১০৫ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ২৩ আগস্ট ২০২৫ খ্রিঃ রাত ০২.১০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে নুর জাহান হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ ৭০০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ০১। মোছাঃ রেকশোনা বেগম (৩২), পিতা- মোঃ উলাল উদ্দিন, সাং-বালুর চর, ইউনিয়ন-১৪নং কানসাট, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে ময়মনসিংহ জেলা ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • নড়াইলে অ-সুস্থ হয়ে কা-রাগারে হা-জতীর মৃ-ত্যু

    নড়াইলে অ-সুস্থ হয়ে কা-রাগারে হা-জতীর মৃ-ত্যু

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে অসুস্থ হয়ে হত্যা মামলার হাজতীর কারাগারে মৃত্যু। নড়াইলে অসুস্থ হয়ে হত্যা মামলায় কারাগারে থাকা আসামি হুমায়ুন শেখ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
    মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল জেলা কারাগারে থাকা হুমায়ুন শেখ নামে ওই ব্যক্তি কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি। তিনি গত ২ মাস যাবৎ জেলা কারাগারে ছিলেন। সেখানে গত ৪/৫ দিন যাবৎ জ্বরে ভুগছিলেন। শুক্রবার মধ্যরাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।
    এ বিষয়ে নড়াইল জেলা কারাগারের জেলার মো.আমিরুল ইসলাম বলেন, গত ৪/৫ দিন যাবৎ ওই ব্যক্তি জ্বরে ভুগছিলেন, শুক্রবার রাতে বেশি অসুস্থ হন, পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • ঝিনাইদহে হো-য়াটসঅ্যাপ ব্য-বহারকারীরা আ-তংকে প্র-তারকচক্রের ভ-য়ংকর মিশন

    ঝিনাইদহে হো-য়াটসঅ্যাপ ব্য-বহারকারীরা আ-তংকে প্র-তারকচক্রের ভ-য়ংকর মিশন

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    “আমি ডিএমপি কমিশানার ঢাকা অফিস থেকে বলছি। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে একটি গ্রুপ খোলা হয়েছে। সেই গ্রুপ থেকে পুলিশের আইজিপি ও ডিআইজিসহ পুলিশ বিভাগের কর্মকর্তাদের গালিগালাজ করা হচ্ছে আপনি কি জানেন ? যদি না জেনে থাকেন তবে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ সেটআপ করে দিচ্ছি” এমন ভীতিকর কথা বলে ঝিনাইদহের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন করা হচ্ছে।

    শুক্রবার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের কাছে ০১৩৪৩-৮৫৪৪৪৬ নাম্বারের হোয়াটসঅ্যাপ থেকে পুলিশ হেডকোয়াটার থেকে কথিত সোহায়েল পরিচয় দিয়ে ফোন করে। প্রতারক চক্রের কথায় বিচলিত হয়ে সাংবাদিক আসিফ কাজল ঝিনাইদহ ডিবি পুলিশের সাইবার সেলের এক কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

    ডিবি পুলিশের সাইবার সেলের ওই কর্মকর্তা জানান, এরা প্রতারকচক্র এবং তাদের অবস্থান রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামে। তিনি আরো জানান, ঝিনাইদহসহ সারা দেশে এই প্রতারক চক্রটি প্রতারণার জাল বিস্তার করে টাকা হাতিয়ে নিচ্ছে।

    তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সরকারী কেসি কলেজের সাবেক এক অধ্যক্ষ ও শহরের এক কাপড় ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ফোন করে প্রথমে ভীতি সৃষ্টি করে মোবাইল এক্সেজ হাতিয়ে নিয়েছে। অনেকে প্রতারণার খপ্পরে পড়ে টাকাও দিয়েছেন বলে জানা গেছে।

    এদিকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথিত পুলিশ পরিচয়ে প্রতারক চক্রের এই ফোন পেয়ে অনেকেই আতংকিত হয়ে পড়ছেন। প্রথমে তারা কি করবেন ভেবে পাচ্ছেন না। এক সময় প্রতারক চক্রের খপ্পরে পড়ে অসহায় হয়ে পড়ছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

    এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্তি পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, প্রযুক্তির প্রসারে প্রতারক চক্রও সক্রিয়। তারা সুবিধা নিয়ে মানুষকে ক্ষতি করছে। তিনি বলেন, প্রতারকদের হাত থেকে বাঁচতে হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অধিক সচেতন হতে হবে। তাছাড়া প্রতারকদের ধরতে প্রতিনিয়ত ঝিনাইদহ জেলা পুলিশ ও সাইবার সেল নিয়মিত অভিযান পরিচালনা করছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।