Blog

  • কুড়িগ্রাম ১ আসনে তারেক রহমানের সবুজ সং-কেত পেলেন সাইফুর রহমান রানা

    কুড়িগ্রাম ১ আসনে তারেক রহমানের সবুজ সং-কেত পেলেন সাইফুর রহমান রানা

     কুড়িগ্রাম প্রতিনিধি:

    ২৫ কুড়িগ্রাম ১ আসনে তারেক রহমানের সবুজ সংকেত পেলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় গুলশানে কার্যালয়ে গত রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিতভাবে এক ভিডিও কনফারেন্সের সিদ্ধান্ত ঘোষণামতে ২৫ কুড়িগ্রাম ১ আসনে তারেক রহমানের সবুজ সংকেত পেলেন আলহাজ্ব সাইফুর রহমান রানা। ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের নির্বাচনী মাঠে সংগঠিতভাবে জনগনের দ্বারে-দ্বারে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি সকল নেতাকর্মীকে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিতে এবং বিএনপির প্রার্থীর পক্ষে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান। ভিডিও কনফারেন্সে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, কুড়িগ্রাম-১ আসনে আলহাজ্ব সাইফুর রহমান রানার নেতৃত্বে দল এখন আগের চেয়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী।

    কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবল দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো। জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির বিজয় নিশ্চিত করাই এখন আমাদের লক্ষ্য।

    তিনি আরো বলেন, দেশ নায়ক ও তারুণ্যের অহংকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দল থেকে সবুজ সংকেত তো আমাকে আগেই দেয়া হয়েছে। আজ সকল নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে কনফারেন্সের মাধ্যমে সবাইকে অবগত করেনন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সকলে মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে পারি। আমি বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে আগামী নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারবো ।

    তিনি সর্বশেষ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনী এলাকায় গনসংযোগ চলছে। আমার সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা যা বাস্তবায়িত হলে কুড়িগ্রাম ১আসন হবে নদী ভাঙন মুক্ত, কৃষিবান্ধব, শিক্ষাবান্ধব, কর্মসংস্থান ও মাদকমুক্ত কুড়িগ্রাম ১আসন। সরকার গঠনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভালোবাসা ও আস্থা আমাূের মূল-শক্তি। আমি এই জনপদের সন্তান হিসেবে সবসময় আপনাদের পাশে ছিলাম ও আছি এবং থাকব ইনশাআল্লাহ।

  • শের- ই- বাংলার ১৫২ তম শুভ জন্মদিন উদযাপন

    শের- ই- বাংলার ১৫২ তম শুভ জন্মদিন উদযাপন

    সুমন খান:

    বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ও ঢাকায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৫২ তম শুভ জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে শের -ই- বাংলার ঢাকায় মাযার (সমাধী) প্রাঙ্গণে তার জীবন ও কর্মের ওপর এক প্রানবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শের- ই- বাংলা ফাউন্ডেশন এর চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু ‘র সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান সৈয়দ নূর নবীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত
    আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব মারগুব মুরশিদ, সাবেক সচিব সিরাজুদ্দীন আহমেদ, শের- ই- বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: এমডি আবদুল লতিফ প্রমুখ। আলোচনা সভায় বক্তাগন নতুন প্রজন্মকে শের ই বাংলা একে ফজলুল হক এর মৌলিক চিন্তা, তার আদর্শ ধারণ করে একটি সুখী সমৃদ্ধ স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।
    সভায় আরও বক্তব্য রাখেন
    শের ই বাংলা ফাউন্ডেশন এর অন্যতম সদস্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক সৈয়দ আতিকুল ইসলাম, এডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের কিবরিয়া, মাজাহারুল ইসলাম রিপন প্রমুখ
    । আলোচনা সভার আগে তার সমাধীতে পুষ্পার্ঘ অর্পণ, জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়।এদিকে শের-ই-বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে চাখারের কৃতি সন্তান মহান এ নেতার শুভ জন্মদিন উপলক্ষে রোববার সকালে চাখার ফজলুল হক ইনস্টিটিউট ও ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর আত্মজীবনীর ওপর রচনা প্রতিযোগিতা,আলোচনাসভা ও দোয়া-মিলাদ এবং বাদ আসর বিভিন্ন মসজিদ ও এতিমখানায় তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • আন-নাফি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় না-রীদের মাঝে  ছাগল বিতরণ

    আন-নাফি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় না-রীদের মাঝে ছাগল বিতরণ

    এম এ আলিম রিপনঃ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল,স্বাবলম্বী ও হালাল পথে উপার্জন করার জন্য উদ্বুদ্ধ করতে অসহায়, দরিদ্র ও বিধবা নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। পাবনা সদর উপজেলার দুবলিয়া, টাটিপাড়া সহ স্থানীয় কয়েকটি গ্রামের যুব সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত আন-নাফি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দরিদ্র ও বিধবা নারীদের মাঝে সম্প্রতি এ ছাগল বিতরণ করা হয়। ঐতিহ্যবাহী দুবলিয়া হাজী জসিমউদ্দিন ডিগ্রি অনার্স কলেজ মাঠে আন-নাফি ফাউন্ডেশনের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও আন নাফি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিপুলের সঞ্চালনায় ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফজিলাতুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক বিশ্বাস। তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ টিপু বিশ্বাস এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ফাউন্ডেশনের সহ কোষাধ্যক্ষ মো: রবিউল ইসলাম । অনুষ্ঠানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম রহমত (কোষাধ্যক্ষ, আন-নাফি ফাউন্ডেশন), ইকরামুল হক ও সম্রাট বিশ্বাস সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত ফাউন্ডেশনের প্রধান অর্থ পৃষ্ঠপোষক আনসার আলী প্রমানিক। অসহায়, দরিদ্র ও বিধবা নারীদের মাঝে বিনামূল্যে এ ছাগল বিতরণ ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দঁাড়ানোর গুরুত্ব তুলে আন- নাফি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিপুল জানান, বিগত কয়েক বছর যাবত দুবলিয়া, টাটি পাড়াসহ আশে পাশের এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী (বিশেষত রমজান মাসে) বিতরণ করে আসছে। আজকের এ ছাগল বিতরণ কার্যক্রমটি প্রত্যক্ষভাবে আন- নাফি ফাউন্ডেশন সম্পূর্ণভাবে চ্যারিটি কার্যক্রম পরিচালনা করে আসছে । এই ধরনের চ্যারিটি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে । ইসলামের মূল শিক্ষা মানুষের কল্যাণে কাজ করা এবং দারিদ্র‍্য দূরীকরণে ভূমিকা রাখা। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আন নাফি ফাউন্ডেশন। অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও অসহায় মানুষদের কল্যাণে কাজ করে যাবে আন- রাফি ফাউন্ডেশন বলেও জানান তিনি। বিতরণকৃত ছাগল পালনের মাধ্যমে এসকল অসহায় পরিবার স্বাবলম্বী হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর পাবনা।।

  • প্রিন্টারের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হে-রোইনসহ ২ জনকে আ-টক করে র‌্যাব-৫

    প্রিন্টারের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হে-রোইনসহ ২ জনকে আ-টক করে র‌্যাব-৫

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: গোদাগাড়ীর দিয়ার মানিকচক এলাকার মাদক ব্যবসায়ী আনসারুল রনি কম্পিউটারের প্রিন্টারের মধ্যে অভিনব কায়দায় হেরোইন নিয়ে যাওয়ার সময় র‌্যাব-৫ এর হতে গ্রেফতার হয়েছেন।

    গত শনিবার (২৫ অক্টোবর) দুপুর- সোয়া ১২ সময় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গোদাগাড়ী থানার দিয়ারমানিকচক মধ্যপাড়া গ্রামের মোঃ শামসুল আলীর ছেলে মোঃ আসারুল রনি (২১) ও সিরাজগঞ্জ রেলকলোনীর গ্রামের হযরত আলী শেখের মেয়ে মোছাঃ জাহানারা (৫০) কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত হেরোইন-৬৪০ গ্রাম, প্রিন্টার-০১টি, মোবাইল-০২টি উদ্ধার করে।

    জানা যায় ২নং আসামি জাহানারা বেগম (৫০) সিরাজগঞ্জ জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও ইতিপূর্বে বেশ কয়েকবার ট্রেন/বাস যোগে রাজশাহীতে এসে অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করতঃ সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট ডেলিভারি করে আসছিলো। এছাড়া ধৃত ১নং আসামি মোঃ আসারুল রনি’র বাড়ী গোদাগাড়ীর দূর্গম চরে হওয়ায় সে সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে জাহানারা বেগম সহ অনেকের কাছে হেরোইন সাপ্লাই দিত।
    রনি গ্রেফতারের বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • নেছারাবাদের সাগরকান্দা নাথপুর খালের পোল যেন মৃ-ত্যুফাঁদ ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিক্ষার্থীরা

    নেছারাবাদের সাগরকান্দা নাথপুর খালের পোল যেন মৃ-ত্যুফাঁদ ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিক্ষার্থীরা

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদের সমুদয়কাঠি ইউনিয়নের সাগরকান্দা বাজার হয়ে নাথপুর খালের উপর লোহার ভিমের স্লিপার পুলগুলো এখন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। ঝুঁকিপূর্ণ এই সেতুর উপর সুপারি গাছ ও বাঁশের হাতল দিয়ে কোনোভাবে পারাপার হচ্ছেন শিক্ষার্থী সহ স্থানীয়রা। প্রতিদিন প্রাণ হাতে নিয়ে চলছে তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দেড়যুগ আগে এলজিইডি কর্তৃক নির্মিত এই সেতুটি সাগরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের তিন গ্রামের প্রধান যোগাযোগ মাধ্যম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুগুলো নড়বড়ে হয়ে পড়ে। কয়েক বছর আগে বন্যায় গাছ পড়ে সেতুগুলো আরও ক্ষতিগ্রস্ত হয়। পরে সাবেক ইউপি চেয়ারম্যান এম.কে. সবুর তালুকদার সেতু মেরামতের কথা বলে ভিম, অ্যাঙ্গেল ও স্লিপার খুলে নেন। কিন্তু এরপর থেকে আর মেরামতের কোনো উদ্যোগ দেখা যায়নি।

    স্থানীয় বাসিন্দা মো. মজিবুর রহমান মৃধা বলেন, এই রাস্তার সবচেয়ে ভয়াবহ পুল নাথপুর গ্রামের তিনটি পুলটি “পুলের অবস্থা এত খারাপ যে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, অসুস্থ মানুষ হাসপাতালে নিতে পারি না। চেয়ারম্যানরা মেরামতের নামে লোহার ভিম খুলে নিয়ে গেছে, তারপর আর কেউ খোঁজ নেয়নি।”

    আরেক বাসিন্দা মো. জিয়া উদ্দিন তৌহিদ জানান, “এই রাস্তাটি তিন গ্রামের মানুষের একমাত্র যোগাযোগ পথ। এখানে তিনটি মন্দির ও একটি স্কুল আছে। পুল না থাকায় আমরা প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে চলাফেরা করি।”

    উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, সাগরকান্দা বাজার থেকে এক কিলোমিটার কার্পেটিং সড়ক ও তিনটি ব্রীজ নির্মাণের জন্য ১ কোটি ৩০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছিল। কাজটি মেসার্স ইফতি ইটিসিএল নামের প্রতিষ্ঠানের নামে টেন্ডার হয়, যার মালিক সাবেক সংসদ সদস্যের ভাই মহিউদ্দীন মিরাজ। কিন্তু দুর্নীতির মামলায় প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়।

    ইউপি চেয়ারম্যান হুমায়ুন বেপারী বলেন, “টেন্ডার হয়েছিল ঠিকই, কিন্তু মামলার কারণে কাজ হয়নি। পুলের লোহার ভিম ও অ্যাঙ্গেল কারা খুলে নিয়ে গেছে, তা আমার জানা নেই।”

    সাবেক চেয়ারম্যান এম.কে. সবুর তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

    উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী বিকাশ চন্দ বলেন, “টেন্ডার হয়েছিল প্রায় কোটি টাকার উপরে। পরে ঠিকাদারি লাইসেন্সের মালিকের বিরুদ্ধে মামলা হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পুনরায় বিবেচনা করা হবে।”

    স্থানীয়দের দাবি, দ্রুত সেতুটি পুনর্নির্মাণ না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এতে তিনটি গ্রামের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।।

  • পাইকগাছার একমাত্র সরকারি পাঠাগারটি এখন ধ্বং-সের দ্বার-প্রান্তে

    পাইকগাছার একমাত্র সরকারি পাঠাগারটি এখন ধ্বং-সের দ্বার-প্রান্তে

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।
    পাইকগাছা উপজেলার একমাত্র সরকারি পাঠাগারের অবস্থা এখন জরাজীর্ন।বেহাল অবস্থার কারনে এখন পাঠকরাও কম আসেন। প্রতিদিন পত্রিকাও রাখা হয় না। অব্যবস্থাপনা ও তদারকির অভাব, পর্যাপ্ত নিরাপত্তার অভাব এবং কর্তৃপক্ষের অনাগ্রহের কারণেই পাঠাগারের পরিবেশ নষ্ট হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
    সরেজমিনে ঘুরে দেখা গেছে, পাঠাগারে হাতে গোনা কয়েকটি টেবিল—চেয়ার ও আলমারি ছাড়া বাকি সব আসবাবপত্রের অবস্থা ভঙ্গুর। নতুন কোন বই নেই। ধুলোবালি আর অযত্ন অবহেলায় রয়েছে পাঠাগার। দেয়ালের রঙ চটা অবস্থা আর বিভিন্ন স্থানে ধরেছে ফাটল। পাঠাগারের ভবন ফেটে পানি পড়ে এবং জানালা—দরজাও প্রায় সব ভাঙ্গা অবস্থায় রয়েছে।
    খোজ নিয়ে জানা গেছে, এক সময় উপজেলার এই পাঠাগারে বই পড়তে ভিড় জমাতেন ছাত্র—ছাত্রী, চাকরিপ্রার্থী ও সাধারণ পাঠকরা। এখন মাত্র হাতে গোনা ৫—৬ জন চাকরি প্রত্যাশীরা এই লাইব্রেরীতে আসেন। পূর্বে স্থানীয় এবং জাতীয় অনেক পত্রিকা রাখা হতো। কিন্তু এখন পত্রিকাও আসে না। শিক্ষার্থীদের আনা গোনাও অনেকটা কমে গেছে।
    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে পাঠাগারটি অকেজো হয়ে পড়ে আছে। একসময়ের পাইকাগাছা উপজেলার জ্ঞান চর্চার কেন্দ্র এখন কেবল মাত্র নামেই টিকে আছে। কিন্তু এমন বেহাল অবস্থায় থাকলে আর কিছুদিন পর পাঠাগারের নাম মানুষ ভুলে যাবে। প্রত্যেক বছর এই পাঠাগারের জন্য সরকার কর্তৃক একটি বাজেট দেওয়ার কথা থাকলেও আদৌ কাজ হয় না।
    স্থানীয় বাসিন্দা বিজয় সানা জানান, কয়েকবছর আগেও এই লাইব্রেরীতে বহু ছাত্র—ছাত্রী পড়াশোনা করার জন্য আসতো। এখন উন্নত প্রযুক্তির ব্যবহার, স্যোশাল মিডিয়া, নতুন বইয়ের কালেকশন, প্রচার প্রচারণা এই লাইব্রেরীতে না থাকার কারণে হারিয়ে যেতে বসেছে পাঠাগারের গুরুত্ব। তিনি আরও বলেন, পাঠাগারকে সচল করতে হলে অবিলম্বে ভবন সংস্কার, নতুন বই সংযোজন আধুনিক সুযোগ—সুবিধা চালু করতে হবে নইলে তরুণ প্রজন্ম বই থেকে আরও দূরে সরে যাবে।
    শিক্ষার্থী জোবায়ের ইসলাম বলেন, বর্তমানে তরুণ প্রজন্ম ডিজিটাল মাধ্যমে তথ্য সংগ্রহের বেশি আগ্রহী। ফলে প্রযুক্তিহীন লাইব্রেরীর কদর কমে গেছে। ডিজিটাল লাইব্রেরী থাকলে পাঠক সহজেই ই—বুক প্রবন্ধ ও গবেষণা ডাটাবেজ ব্যবহার করতে পারতো। এছাড়াও তথ্য সংগ্রহের অনেক সময় নষ্ট করতে হয়। কিন্তু ডিজিটাল প্রযুক্তি থাকলে সময় কম লাগে। তিনি আরো বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার একটি আধুনিক লাইব্রেরীর অপরিহার্য অংশ। শিক্ষা গবেষণায় সবার অংশগ্রহণ নিশ্চিত করতে অবিলম্বে লাইব্রেরির ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ জরুরি। একই সাথে বই সংরক্ষনেরও প্রয়োজন রয়েছে। বই পড়লে মানষিক সক্ষমতা বৃদ্ধি পায়।
    চাকরি প্রত্যাশী শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, একটি উপজেলায় লাইব্রেরী থাকলে অনেক গরিব শিক্ষার্থী লাইব্রেরী থেকে পড়াশোনা করতে পারেন। অনেকের বই ক্রয়ের সামর্থ্য নেই, যার কারণে অনেক সময় তাঁদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। তবে উপজেলার লাইব্রেরীতে নতুন নতুন বইয়ের সংগ্রহ থাকলে সকলে সুবিধা পাবেন।
    পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব বলেন, উপজেলার এই পাঠাগারটি এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সর্বপ্রথম পাঠাগার সংস্কার করতে হবে। পাঠাগারে বর্তমানে পাঠকের সংখ্যা নেই বললে চলে। একটা সময় দেখেছি এই পাঠাগারে পাঠকরা ভিড় জমাতেন। তিনি আরো বলেন, উন্নত প্রযুক্তির যুগে এখন সকলের কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকায় পাঠাগারে আসার আগ্রহ অনেকের নেই বললেই চলে। ইচ্ছা করলে ফোনের মাধ্যমে সব দেখতে পায়। তবে পাঠাগার সংস্কার এবং আধুনিকায়ন করলে পাঠকরা আকৃষ্ট হবে। একটা সময় দেখেছি সেখানে অনেক পত্রিকা পাওয়া যেতো। পাঠকরা পত্রিকা এবং চাকরি প্রত্যাশীরা বিভিন্ন পত্রপত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেন পাঠাগারে এসে। কিন্তু এখন বন্ধ রয়েছে সব। দুই একটা পত্রিকা নেওয়া হয় লাইব্রেরীতে। তিনি উল্লেখ করে বলেন, সব ধরনের পত্রিকার ব্যবস্থা করতে হবে এবং নতুন নতুন বই যোগ করতে হবে। তাহলে আস্তে আস্তে আবারো পাঠকরা এই লাইব্রেরীতে আসবেন।
    এ বিষয়ে কথা হয় উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহার সাথে। তিনি বলেন, আমি অনেক আগে দেখেছি এই লাইব্রেরীতে অনেক পাঠক আসতো কিন্তু এখন মাত্র কয়েকজন পাঠক আসেন। এখন কেন পাঠকরা এই লাইব্রেরীতে কম আসেন, তা আমাদের আগে খুঁজে বের করতে হবে। এছাড়াও পাঠকের চাহিদা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন উন্নত প্রযুক্তির যুগে সব কিছু মানুষ খুব সহজেই মোবাইল, কম্পিউটারে দেখতে পাচ্ছেন। পাঠকরা চাইলে তারা মূহুর্তের মধ্যে গুগলের মাধ্যমে সার্চ করে পড়তে পারেন। তিনি বলেন, এই লাইব্রেরীতে যদি ডিজিটাল সিস্টেমের ব্যবস্থা করা হয় তাহলে নতুন প্রজন্মের জন্য সুবিধা হবে। তিনি আরো বলেন ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি নতুন নতুন বইয়ের সাথে পাঠকের পরিচয় করানোর ব্যবস্থা করতে হবে।
    পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, আমরা পাঠাগারের কার্যক্রম পুনর্জীবিত করার পরিকল্পনা নিচ্ছি। পাঠাগার কেবল বই রাখার স্থান নয়, এটি মানুষের চিন্তা চেতনা ও মানবিকতার বিকাশের জায়গা। উপজেলার পাঠাগারের অবস্থা উন্নয়নের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নতুন বই, আসবাবপত্র, ডিজিটাল সুবিধার সংযোজন এর উদ্যোগ নেওয়া হবে। যাতে তরুণরা বইয়ের গন্ধে ফিরে আসে। পাশাপাশি পাঠাগারটি সিসি ক্যামেরার আওয়াতায় এনে নিরাপত্তার ব্যবস্থাও করা হবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • কোটালীপাড়ায় ৪টি বিদ্যালয়ের ভবনের নিলাম নিয়ে তোল-পাড় নিলাম বাতি-লের দাবীতে বি-ক্ষোভ ও অভিযোগ

    কোটালীপাড়ায় ৪টি বিদ্যালয়ের ভবনের নিলাম নিয়ে তোল-পাড় নিলাম বাতি-লের দাবীতে বি-ক্ষোভ ও অভিযোগ

    কে এম সাইফূর রহমান।।

    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪টি প্রাথমিক বিদ্যালয়ের অকেজো ভবন নিলাম নিয়ে চলছে তোলপাড়। নেগোসিয়েশনের মাধ্যমে নিলাম সম্পন্ন হওয়ায় ও দরপত্র শিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন ঠিকাদারেরা। নিলাম বাতিল চেয়ে ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও নিলাম বাতিলের কোন উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষুদ্ধরা।

    এদিকে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নিলাম হলেও কোন তথ্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট না থাকায় বিষয়টি হাস্যকর এ পরিণত হয়েছে।
    উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, তারাকান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামিলা সরকারি প্রাথামিক বিদ্যালয়, সোনাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪টি পুরাতন ভবন ও পুরাতন ভবনের পরিত্যক্ত মালামাল নিলাম দেওয়ার জন্য গত ০৭ অক্টোবর দরপত্র আহ্বান করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত। এ উপলক্ষে ১২ ও ১৩ অক্টোবর প্রতিটি ভবনের জন্য আলাদা আলাদা নিলাম মূল্য নির্ধারণ করে অফেরৎ যোগ্য ১ হাজার টাকার বিনিময়ে নিলাম শিডিউল বিক্রি করা হয় উপজেলা প্রকৌশলীর দপ্তরে।
    উপজেলা প্রকৌশল দপ্তরের অফিস সহায়ক তাওহিদুল ইসলামের কাছ থেকে জামিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ১শত ১টি প্রতিষ্ঠান, সোনাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ১শত ১টি প্রতিষ্ঠান, আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যায়লয়ের বিপরীতে ৯৬টি প্রতিষ্ঠান ও তারাকান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ৯১টি প্রতিষ্ঠান দরপত্রের সিডিউল ক্রয় করেন।
    শিডিউল বিক্রি সংক্রান্ত কোন তথ্য দিতে পারেননি উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত। তার কাছে শিডিউল বিক্রির তথ্য চাওয়া হলে তিনি জানান বিষয়টি উপজেলা প্রকৌশল দপ্তরের অফিস সহায়ক তাওহিদুল ইসলাম জানেন। অন্যদিকে তাওহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন শিক্ষা অফিসার জানেন। বিষয়টি এখন হাস্যকর -এ পরিণত হয়েছে।
    প্রতিটি বিদ্যালয়ের জন্য ৩০ হাজার টাকার পে-অর্ডার সহ ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে সংরক্ষিত বাক্সে দরপত্র জমা নেওয়া হয় এবং ৪ ঘটিকায় উপজেলা প্রকৌশলীর উপস্থিথিতে টেন্ডার বাক্স ওপেন করেন নিলাম কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত।
    টেন্ডার বাক্স ওপেন করলে দেখা যায় ৩৮৯টি দরপত্র শিডিউলের মধ্যে ৬টি প্রতিষ্ঠানের নামে মাত্র ১৮ টি দরপত্র জমা হয়।
    টেন্ডার বাক্সে নিজেদের দরপত্র না পেয়ে বিক্ষুদ্ধ হয়ে দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে বিক্ষোভ করেন কয়েকজন ঠিকাদার। এ সময় তারা নিলাম বাতিলের দাবী জানান।
    সাবেক ইউপি সদস্য সবুর শেখ বলেন বিএনপির কয়েকজন নেতা আমাদের কাছ থেকে শিডিউল নিয়ে যায়। তারা বলেন বেশি ভিড় করা যাবে না। আমরা শিডিউল জমা দিয়ে দিবো। পরে তারা আর আমাদের শিডিউল জমা দেয় নাই। নিলাম হওয়ার পরে উপজেলা পরিষদ ভবনের পাশে একটি কালো ব্যাগে আমাদের সকলের শিডিউল ফেলে রেখে যায় তারা।
    কোটালীপাড়া উপজেলা নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক নাজমুল দাড়ীয়া বলেন, আমি দরপত্র জমা দিতে গেলে আমার হাত থেকে দরপত্র জমা দেওয়ার কথা বলে নিয়ে যায় বিএনপির এক নেতা। পরে যখন বাক্স ওপেন করা হয় তখন বাক্সের ভিতর আমার দরপত্র না দেখে আমি অবাক হই। কিছু ব্যক্তি এই নিলামকে সিন্ডিকেট করেছে।
    বিক্ষুদ্ধরা অভিযোগ করেন, কিছু ব্যক্তি নামমাত্র মুল্য দেখিয়ে সিডিউল জমা দিয়েছেন। পরে কয়েকগুন বেশি দামে বিক্রি করে দেওয়ার পায়তারা চলছে। এভাবে সরকারি ভবন নামমাত্র টাকায় নিলামে বিক্রি করায় সিন্ডিকেটধারীরা হচ্ছে আঙ্গুল ফুলে কলাগাছ। আর সরকার হারাচ্ছে কাঙ্খিত রাজস্ব। আমরা এই নিলাম বাতিলের জন্য বিক্ষোভ করেছি এবং ইউএনও স্যারের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি।

    নিলামসূত্রে জানাযায়, জামিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের জন্য ক্রয়কৃত ১০১টি শিডিউলের মধ্যে জমা পড়ে ৫টি। শিডিউল। এর মধ্যে ২ টি শিডিউলে কোন দর উল্লেখ করা হয়নি। সোনাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শত ১টি বিক্রিত শিডিউলের মধ্যে জমা পড়ে ৬টি শিডিউল। এর মধ্যে ১টি শিডিউলে কোন দর উল্লেখ করা হয়নি। আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যায়লয়ের ৯৬টি বিক্রিত শিডিউলের মধ্যে জমা পড়ে ৫টি শিডিউল। এর মধ্যে ১টি শিডিউলে কোন দর উল্লেখ করা হয়নি। তারাকান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯১টি বিক্রিত শিডিউলের মধ্যে জমা পড়ে ২টি শিডিউল। এর মধ্যে ১টি শিডিউলে কোন দর উল্লেখ করা হয়নি। অন্য শিডিউলে সরাকরি মূল্যের চেয়ে দর কম থাকায় তারাকান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিলাম বাতিল করা হয়। অন্য ৩টি বিদ্যালয়ে সর্ব্বোচ দরদাতাকে নিলাম প্রাপ্ত হিসেবে ঘোষণা করা হয়। এরপরই উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দরপত্র নিলাম বাক্সে জমা না দিতে পারা ব্যক্তিরা।

    অনুসন্ধানে জানা গেছে, বিএনপির কয়েকজন ব্যক্তি সিন্ডিকেট করে ৩৮৯টি শিডিউলের মধ্যে ৬টি প্রতিষ্ঠানের নামে মাত্র ১৬টি শিডিউল জমা দেয়। এর মধ্যে ৪টি সিডিউলে কোন দর দেওয়া হয়নি। তারা ইচ্ছেমত দর দেন। সরকারি মূল্যের সঙ্গে নামমাত্র মূল্য যোগ করে তাদের নামে টেন্ডার বের করেন। পরে নিজেদের মধ্যে ও নেগোসিয়েশন করে উচ্চমূল্যে বিক্রি করেন।
    গোপনসূত্রে জানাযায়, নিলামের পরদিন ২০ অক্টোবর বিকালে জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা পরিষদের কোটালীপাড়ার সদস্যের কক্ষে বসে উচ্চমূল্যে ভবনগুলো বিক্রি হয়।
    নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, শিক্ষা অফিসার বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ও মালামাল বিক্রিতে ধোঁয়াশার মধ্যে রেখেছেন। এটা উন্মুক্ত নিলাম নাকি দরপত্র তা স্পষ্ট নয়। নিলামে সাধারণত মাইকিং করাসহ প্রচার-প্রচারণা চালানো হয়। এখানে যেহেতু এসব করা হয়নি বরং প্রতিটি সিডিউল এক হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে, তাই এটাকে নিলাম বলা যাচ্ছে না। আবার, যেহেতু পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, পিপিআর নিয়ম মানা হয়নি, কাজেই এটি দরপত্রও বলা যাবে না। এটি মূলত শিক্ষা অফিসার ব্যক্তিগত সুবিধা নিয়ে নির্দিষ্ট কাউকে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন। শুধুমাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দেয়ালে নামসর্বস্ব একটি নোটিস দেওয়া হয়। নির্দিষ্ট ব্যক্তিদের সুবিধা দিতে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে বিংবা উপজেলা শিক্ষা অফিসের ও উপজেলা প্রকৌশল দপ্তরের ওয়েবসাইটে এ ব্যাপারে কোন কিছু প্রকাশ করা হয়নি। ফলে অনেক ব্যবসায়ী ‍নিলামে অংশ নিতে পারেনি। অন্যদিকে আগে এসব দরপত্র মূল্য ২০০ থেকে ৩০০ টাকা অফেরতযোগ্য রাখা হলেও এবার দরপত্র মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা। হঠাৎ করে দরপত্র মূল্য বৃদ্ধি করায় ব্যবসায়ীরা হতবাক হয়েছেন।
    অন্যদিকে উপজেলা শিক্ষা দপ্তরের নিলামের সিডিউল উপজেলা প্রকৌশল দপ্তরের একজন অস্থায়ী নিয়োগপ্রাপ্ত অফিস সহায়ক তাওহিদুল ইসলাম কিভাবে বিক্রি করেন এবং আর্থিক বিষয় দেখভাল করেন এ নিয়েও ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত ও উপজেলা প্রকৌশল দপ্তরের অফিস সহায়ক (অস্থায়ী) তাওহিদুল ইসলাম ব্যক্তিগত সুবিধা নিয়েই অতি গোপনে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলে জানান তারা। অতি দ্রুত এ অবৈধ নিলাম বাতিলের দাবিও জানান তারা।

    উপজেল শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত বলেন, আমরা নিয়মমাফিকভাবেই নিলাম আহ্বান ও নিলাম কার্যক্রম পরিচালনা করি। তবে বাহির থেকে কেউ কোন অনিয়ম করছে কিনা তা আমাদের জানা নেই।

    উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, নিলামের বিষয়ে অনিয়মের অভিযোগ এনে কয়েকজন আমার নিকট দরখাস্ত করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • মহাসড়ক এখন মৃ-ত্যুফাঁদ! রায়গঞ্জে ৬ মাসে প্রাণ গেল ৯ জনের, আ-তঙ্কে এলাকাবাসী

    মহাসড়ক এখন মৃ-ত্যুফাঁদ! রায়গঞ্জে ৬ মাসে প্রাণ গেল ৯ জনের, আ-তঙ্কে এলাকাবাসী

    অভিজিৎ কুমার দাস
    সিরাজগঞ্জ প্রতিনিধি : উত্তরবঙ্গ ফোরলেনের রায়গঞ্জের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। গত ছয় মাসে এখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৯ জনের। আহত হয়েছেন ১৫ জনেরও বেশি।
    স্থানীয়রা বলছেন, মহাসড়কে এই রাস্তায় কোনো ডিভাইডার না থাকায় দুই দিকের গাড়ি মুখোমুখি চলে আসে। তার ওপর পার্শ্বরাস্তা বন্ধ করে দেওয়ায় দক্ষিণ দিক থেকে আসা গাড়িগুলোকে হঠাৎ মাঝরাস্তায় ঘুরতে হয়। ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
    প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টসূত্র মতে গত মে মাস থেকে অক্টোবর পর্যন্ত এই এলাকায় সংঘটিত সাতটি বড় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নয়জন। এদের মধ্যে রয়েছেন কলেজছাত্র, মোটরসাইকেল আরোহী, ইজিবাইক চালক, ভ্যানচালক ও পথচারী। এছাড়াও আহত অন্তত ১৫ জনের মধ্যে পঙ্গু হয়ে গেছন ৬ জন। ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থাকা পার্শ্বরাস্তা বন্ধ হওয়ার পর থেকেই দুর্ঘটনার হার বেড়েছে বলে জানান এলাকাবাসী।
    ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, “এই এলাকায় এখন গাড়ি চালাতে ভয় লাগে। কখন কে ধাক্কা খাবে বলা যায় না। রোড ডিভাইডার না থাকা মানে প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করা।”
    প্রফেসর শংকর কুমার দাস বলেন, “আমরা রোড ডিভাইডার স্থাপন ও পার্শ্বরাস্তা খুলে দেওয়ার বহুবার দাবি জানিয়েছি।
    রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মাসুদ রানা, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন কবির হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “ভূঁইয়াগাঁতী এলাকা এখন দুর্ঘটনাপ্রবণ জায়গা হিসেবে চিহ্নিত। আমরা সড়ক ও জনপথ বিভাগকে লিখিতভাবে জানিয়েছি। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক টহলও বাড়ানো হয়েছে।”
    সাসেক প্রকল্প-২ এর উপ-প্রকল্প ব্যবস্থাপক মো: সরফরাজ হোসাইন বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই স্থানে স্থায়ী রোড ডিভাইডার স্থাপন ও বন্ধ পার্শ্বরাস্তা চালুর কাজ প্রক্রিয়াধীন।
    সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজন ও এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একাধিকবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
    কলেজে ছাত্র ইকরামুল হক বলেন, “আমরা প্রতিদিন এই রাস্তায় চলি। রাস্তা পার হতে গেলেই মনে হয় প্রাণটা হাতের মুঠোয়।
    রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পার্শ্ব রাস্তার সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় জায়গাটুকু অধিগ্রহণ করতে হবে। এব্যাপারে ইতোমধ্যেই সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশাকরি অতিদ্রুত সমস্যার সমাধান হবে।#

  • সেনাবাহিনীর উদ্যোগে আশুলিয়ায় বি-নামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ২৯ অক্টোবর

    সেনাবাহিনীর উদ্যোগে আশুলিয়ায় বি-নামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ২৯ অক্টোবর

    হেলাল শেখঃ ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় আগামী ২৯ অক্টোবর, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আশুলিয়ার সামাজিক কনভেনশন হলে একটি বিনামূল্যের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

    এই কর্মসূচিটি বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ক্যাম্পে আশুলিয়া এলাকার বাইপাইল, ভাদাইল, নরসিংহপুর, জিরাবো, ইয়ারপুর, বাগবাড়ি, তৈয়বপুর, ইউসুফ মার্কেট ও কাশিমপুর এলাকার দুস্থ ও অসহায় জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হবে।

    চিকিৎসা সেবায় থাকবেন মেডিসিন, শিশু, চক্ষু, চর্ম ও যৌন, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা, নাক, কান ও গলার বিশেষজ্ঞ চিকিৎসকগণ। প্রতি ঘণ্টায় ৭০জন করে সর্বোচ্চ ৫০০ জন রোগীকে সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী।

    যাদের চিকিৎসা সেবার প্রয়োজন, তাদেরকে জামগড়া আর্মি ক্যাম্পের মোবাইল নম্বর ০১৭৬৯-০৯৫৩৪৯-এ ফোন করে বা এসএমএসের মাধ্যমে (রোগীর নাম, বয়স, পেশা, মাসিক আয় ও রোগের সংক্ষিপ্ত বিবরণ) পাঠিয়ে ২৮ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

    চিকিৎসা সেবায় অংশ নিতে আগ্রহী এলাকাবাসীকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জামগড়া আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ।
    যোগাযোগ: জামগড়া আর্মি ক্যাম্প
    মোবাইল: ০১৭৬৯-০৯৫৩৪৯।

  • বলি বাজারে ভ-য়াবহ অ-গ্নিকাণ্ডের ১১টি দোকান পু-ড়ে ছাই

    বলি বাজারে ভ-য়াবহ অ-গ্নিকাণ্ডের ১১টি দোকান পু-ড়ে ছাই

    থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

    বান্দরবানের থানচিতে শনিবার রাত আনুমানিক ১:৪৫ নাগাদ বলি বাজারে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ এক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আগুন আশে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

    ফায়ার সার্ভিসের আসার আগেই প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। স্থানীয় লোকজন বালতি ও টিউবওয়েলের পানি দিয়ে আগুন নেভাতে সাহায্য করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

    এই দুর্ঘটনায় ১১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমান এই মুহূর্তে জানা যায়নি। যদিও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবুও কয়েকজন দোকানদার পায়ের পেরেক ঠুকে আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।