Blog

  • তারাগঞ্জে ভূ-ল চিকিৎসায় গরুর মৃ-ত্যু- বি-চার চায় খা-মারী

    তারাগঞ্জে ভূ-ল চিকিৎসায় গরুর মৃ-ত্যু- বি-চার চায় খা-মারী

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভিএফএ মো. ফিরোজ হোসেন এর ভুল চিকিৎসায় একটি গর্ভবতী গাভীর বাছুরের মৃত্যু ঘটে এবং গাভীটি আশঙ্কাজনক রয়েছে। বুধবার (২৭ আগস্ট)২০২৫ইং উপজেলার দোলাপাড়া গ্রামের আল-আমিন ইসলাম নামের খামারীর বাড়ীতে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের খামারী আল আমিনের ৪ মাসের গর্ভবতী গাভীটিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভিএফএ ভুল চিকিৎসার মাধ্যমে পূনঃকৃত্রিম প্রজনন করেন। ফলে ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট (ভিএফএ) ফিরোজ হোসেন ও বিলোজিক এ্যাগ্রোভেট ঔষধ কোম্পানির সেলস্ কর্মী ফারুক হোসেন(এআই কর্মী) কর্তৃক এ ঘটনার শিকার হয় খামারী আল-আমিন।

    খামারী আল-আমিন বলেন, গত ৪ মাস আগে তার গাভীকে কৃত্রিম প্রজনন করান। আজ (১৫ আগস্ট) হঠাৎ গাভীটির প্রসাবের রাস্তা দিয়ে লালা বের হতে দেখলে উপজেলা প্রাণিসম্পদ অফিসের ফিরোজ (ভিএফএ)কে মোবাইল ফোনে জানাই। পরে ভিএফএ ফিরোজ ও প্রাণিসম্পদ দপ্তর সম্পৃক্ত নয় (ভেটেরিনারি ঔষধ কোম্পানির কর্মী) ফারুক হোসেন নামের এমন একজন সহযোগীকে (এআই কর্মী) সাজিয়ে ঘটনাস্থলে নিয়ে গাভিটিকে ভুল চিকিৎসার মাধ্যমে (গাভীটি হিটে এসেছে বলে) একই সময়ে পরপর দুটো বীজ (পূণঃ কৃত্রিম প্রজনন) দেন। উল্লেখ্য যে- প্রতিটি পশু হাসপাতালে সরকারি ভাবে কৃত্রিম প্রজনন কর্মী (এআই কর্মী) নিযুক্ত রয়েছে।

    এ ঘটনার পরপরই গাভীটির যৌন পথ দিয়ে চারদিন ধরে রক্ত পড়তে থাকে এবং পেটে থাকা বাছুরটি মৃত. অবস্থায় ১৩ দিনে বেরিয়ে আসে। বর্তমান গাভীটির অবস্থাও আশঙ্কাজনক। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছি এবং উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। ভুল চিকিৎসায় বাছুরের মৃত্যু এবং গাভীটির আশঙ্কাজনক হওয়ায় এর ক্ষতিপূরণ ও দৃষ্টান্তমুলক বিচার চাই।

    ভুল চিকিৎসার বিষয়ে অভিযুক্ত ফিরোজ (ভিএফএ) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্যারের কাছে (উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা) খামারী আল-আমিন অভিযোগ দিয়েছে। তিনি তদন্ত করে যা ব্যবস্থা নেওয়ার নেবে।

    এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কেএম ইফতেখারুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে কল করলেও তিনি ফোন রিসিভি করেননি। ফলে ভুক্তভোগীর করা অভিযোগের বিষয়ে দাপ্তরিক ব্যবস্থার কোন তথ্য পাওয়া সম্ভব হয়নি।

  • চট্টগ্রামএ আঞ্চলিক টি ২০ টুর্নামেন্ট  উ-দ্বোধনী  ম্যাচে ফরটিস কুমিল্লা জে-লা দলের জয়

    চট্টগ্রামএ আঞ্চলিক টি ২০ টুর্নামেন্ট উ-দ্বোধনী ম্যাচে ফরটিস কুমিল্লা জে-লা দলের জয়

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    চট্টগ্রাম এ অনুষ্ঠিত আঞ্চলিক টি২০ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফরটিস কুমিল্লা জেলা দল ৩৬ রানে জয় দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে।
    খেলাটি উদ্ভোধন করেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। আরো উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ আকরাম খান, হাবিবুল বাশার সুমন ও জনাব নাজমুল আবেদীন ফাহিম।
    প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৩ রান সংগ্রহ করে।
    দলের পক্ষে শাহপরান ১৮ বলে ২৫ রান ১২ বলে ১৪ রান,
    সাইফুল ইসলাম ২৯ বলে ২৯ রান,ইয়াসিন আরাফাত ৩৪ বলে ৪২ রান,
    স্বপন দে ১৪ রান করেন।জবাবে ব্যাট করতে নেমে এবি ব্যাংক নোয়াখালী জেলা দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয় ১১৭ রান সংগ্রহ করে। ফরটিস কুমিল্লা দলের আশরাফুল হাসান রোহান ২২ রানের বিনিময়ে ৫ উইকেট লাভ করেন। ফরটিস কুমিল্লা ৩৬ রান এ জয় লাভ করে।
    এ ব্যাপারে দলীয় ম্যানেজার ফখরুল আলম উল্লাস জানান ২৮ শে অগাস্ট সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং ডিরেক্টর আকরাম খান মঞ্জুর আলম সহ আরো অনেক বিসিবি কর্তাব্যক্তিদের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান ফরটিস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ শাহাদাত হোসেন এবং ফরটিস গ্রুপের হেড অফ স্পোর্টস র্ম্যানেজমেন্ট আব্দুল আহাদ রিপন।দলের ম্যানেজার ফখরুল আলম উল্লাস আরও জানান এই টুর্নামেন্টে কুমিল্লা জেলা দলের নাম ফরটিস কুমিল্লা জেলা ক্রিকেট দল।

  • স্কুল শিক্ষকের ওপর হা-মলার প্র-তিবাদে রাঙ্গাবালীতে সব স্কুল-কলেজের ক্লাস ব-র্জন করে মা-নববন্ধন

    স্কুল শিক্ষকের ওপর হা-মলার প্র-তিবাদে রাঙ্গাবালীতে সব স্কুল-কলেজের ক্লাস ব-র্জন করে মা-নববন্ধন

    রফিকুল ইসলাম,
    স্কুল শিক্ষকের ওপর বিএনপি নেতার হামলার ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সদরের বাহেরচর বাজারে কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।

    এর আগে টানা তিনদিন ধরে শুধু চরমোন্তাজ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন কর্মসূচি পালিত হলেও আজ থেকে তা ছড়িয়ে পড়ে গোটা উপজেলায়। সকাল থেকে সব স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

    সমাবেশে বক্তারা বলেন, চরমোন্তাজ লক্ষ্মী বেষ্টিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু হানিফের ওপর স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল প্যাদা ও তার সহযোগীরা প্রকাশ্যে হামলা চালায়। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

    উল্লেখ্য, গত রোববার (২৪ আগস্ট) রাতে চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন গ্রামে মসজিদের খুতবায় মসজিদের খুতবায় চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আবু হানিফের ওপর দুই দফায় হামলা চালায় বিএনপি নেতা মোজাম্মেল প্যাদা ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় গুরুতর আহত শিক্ষককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • যে বয়সে বই-খাতা হাতে স্কুলে থাকার কথা, সেই বয়সে অটো-রিকশার স্টি-য়ারিং হাতে শি-শুদের

    যে বয়সে বই-খাতা হাতে স্কুলে থাকার কথা, সেই বয়সে অটো-রিকশার স্টি-য়ারিং হাতে শি-শুদের

    কুমিল্লা জেলা প্রতিনিধি দঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা অঞ্চলে ট্রাফিক পুলিশ লাইন দূর্বল হওয়ার কারনে প্রাইমারী শিক্ষা ঝড়ে যাচ্ছে।
    যে বয়সে বই-খাতা হাতে নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে ব্যাটারি চালিত অটোরিকশার স্টিয়ারিং ধরে রাস্তায় নামছে শিশুরা। মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় এখন প্রায়শই দেখা যায়, কোমলমতি স্কুলগামী শিশুদের একাংশ জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ যানবাহন চালাচ্ছে।

    শিশু শ্রমিকের সংখ্যা বেড়ে যাওয়ায় অভিভাবক, শিক্ষক ও সমাজ সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এভাবে শিশুদের শিক্ষা জীবন ব্যাহত হলে ভবিষ্যতে তারা হয়ে পড়বে অশিক্ষিত ও দক্ষতাহীন প্রজন্ম।

    সংশ্লিষ্টরা জানান, এসব ব্যাটারি চালিত অটোরিকশা চালাতে শিশুদের কোনো প্রশিক্ষণ নেই বা ট্রাফিক পুলিশ আইন সম্পর্কে ধারনা নেই। ফলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। একই সঙ্গে শিশুরা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যা সমাজ ও দেশের জন্য বড় হুমকি।

    উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদ থেকে এসব ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের কোনো লাইসেন্স প্রদান করা হয়নি। তবুও অবাধে রাস্তায় চলছে হাজারো ব্যাটারি চালিত রিকশা। শিশু চালকদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফলে তারা নিজেরা যেমন ঝুঁকির মধ্যে থাকছে, তেমনি যাত্রী ও পথচারীর জন্যও দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। নবীপুরের হানিফ, সাইফুল বলেন, পরিবার চালাতে হিমশিম খাচ্ছি। তাই ছেলে রিকশা চালায়, না হলে সংসার চলবে না। তবে এভাবে শিশুদের কাজে লাগানোকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন অনেকেই।

    এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা শিশু শ্রম ও অবৈধ যান চলাচল রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। তারা দ্রুত অভিযান চালিয়ে শিশু শ্রম বন্ধ এবং এসব শিশুদের বিদ্যালয়ে ফেরানোর উদ্যোগ চান।

    শিক্ষকরা বলছেন, শিশুদের স্কুল থেকে ঝরে পড়া শিক্ষাব্যবস্থার জন্য বড় ক্ষতি। তাই তাদের আবারো বিদ্যালয়ে ফিরিয়ে আনতে সরকার ও সমাজের সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

  • পঞ্চগড়ে বাড়ির পাশে যুব-কের মর-দেহ উ-দ্ধার

    পঞ্চগড়ে বাড়ির পাশে যুব-কের মর-দেহ উ-দ্ধার

    মোঃ বাবুর হোসেন. পঞ্চগড় জেলা প্রতিনিধি:
    পঞ্চগড়ের বোদায় পুকুর থেকে সোয়েল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়ায় বাড়ির পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

    প্রাথমিক সুরতহালে নিহতের গলায় শ্বাসরোধের মতো চিহ্ন দেখা গেছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় নিহতের বড় ভাই সুলতান আলী (৩৬) ও স্থানীয় সাইদার রহমানকে (৪৩) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সোয়েল ওই গ্রামের সাবিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

    স্থানীয়দের বরাতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, নিহত সোয়েলের পরিবারের সাথে তার চাচা এনামুল হকের বিরোধ ছিল। দুদিন আগে চাচার সাথে মঙ্গলবার জমির আইল কাটা ও মাছ ধরা নিয়ে মারামারির ঘটনা ঘটে। বুধবার রাতে ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সোহেল। বৃহস্পতিবার সকালে তার মরদেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা।এদিকে ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ বাড়িতে গেল এ রিপোর্ট লেখা পর্যন্ত

  • ময়মনসিংহ সদরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা অ-ন্বেষণ ও অব-কাঠামো উন্নয়নে মতবিনিময় সভা

    ময়মনসিংহ সদরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা অ-ন্বেষণ ও অব-কাঠামো উন্নয়নে মতবিনিময় সভা

    আরিফ রববানী ময়মনসিংহ।।

    ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে মেধা অন্বেষণ (ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব এবং যুক্তি ও গণিত মঞ্চ) প্রতিযোগিতা অবকাঠামোগত উন্নয়ন ও বৃত্তি পরীক্ষা-২০২৫ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৮আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন-ময়মনসিংহ সদরে প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়নে মেধা অন্বেষণ ও অবকাঠামোগত উন্নয়নের উপর জোর দিতে হলে শিক্ষক-অভিভাবক-প্রশাসন সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার প্রয়োজন হলে তাই করা হবে, এসময় তিনি মেধা অন্বেষণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং শিক্ষক-অভিভাবক কমিটির মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করারও আহবান জানান। তিনি প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে, মেধা অন্বেষণে শিক্ষার্থীদের মধ্যে থাকা মেধা খুঁজে বের করে এবং তাদের বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন এবং একই সাথে অবকাঠামোগত উন্নয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোর ভৌত অবকাঠামোগত মান উন্নয়ন করা, যেমন নতুন ভবন নির্মাণ, পুরোনো ভবন সংস্কার, এবং শ্রেণিকক্ষ ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর আহবান জানান। বিদ্যালয়গুলোর অবকাঠামোর বর্তমান অবস্থা মূল্যায়ন এবং উন্নয়নের জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

    উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন এর সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা পারভীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য- সহকারী শিক্ষা অফিসার মোজাহিদুল ইসলাম।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স আরো বলেন- মানসম্মত শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য শিশুদের সক্ষম করে তোলা। শিক্ষকরা শিশুদেরকে মুখস্ত না করিয়ে তারা যেন মাতৃভাষায় বলতে, পড়তে, লিখতে ও গণিত করতে সে বিষয়টি নিশ্চিত করবেন। যদি শিশুরা পারে তাহলে বুঝবেন আপনি সর্বোচ্চ করে দিয়েছেন। এরপর সে নিজে নিজেই সর্বোচ্চ পর্যায়ে লেখাপড়া করতে পারবে। প্রধান শিক্ষক তার স্কুলের শিক্ষার মানোন্নয়নে টার্গেট ঠিক করবেন। শিশুদের টার্গেট সে যেন মাতৃভাষায় লিখতে পড়তে বলতে পারে, গণিত করতে পারে, কিছুটা ইংরেজি পারে। আমরা সহায়তা করব।মাতৃভাষায় দক্ষ হলে সহজেই ইংরেজিসহ বিদেশি ভাষা শিখতে পারবে। শিক্ষকের দায়িত্ব পড়াশোনার মান বৃদ্ধি করা, তাহলে অনেক সমস্যা কেটে যাবে। সকলে নিজ নিজ ক্ষেত্রে উদ্যোগী হলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করতে পারব।

    সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন-আগামী দিনে মেধাবী জাতি তৈরী করতে প্রাথমিক শিক্ষার গুণগত মানকে বৃদ্ধি করার লক্ষে ময়মনসিংহ সদরে যেখানে যা কিছু প্রয়োজন তাই করা হচ্ছে। যে স্কুলের ভবন নাই সেখানে ভবন করা হচ্ছে, যে স্কুলের রাস্তা নাই সেখানে রাস্তা করা হচ্ছে। উপজেলা পর্যায়ে মেধা অন্বেষণ প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করা হবে। যে কারণে ক্লাব করা হয়েছে। ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব এবং যুক্তি ও গণিত মঞ্চ নামে দুটি ক্লাব করা হয়েছে। যেখানে ইংরেজীতে ৩ জন অংকে ৩ জন মোট ৬ জন করে মেধাবীরা তালিকাভূক্ত হবেন। এভাবে উপজেলা পর্যায়ে মেধা অন্বেষণ করা হবে।

    এসময় তিনি বলেন-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমস্যা কোথায়? কিভাবে উন্নয়ন করা যায় -সে বিষয়ে তিনি প্রধান শিক্ষকদের সুনির্দিষ্ট মতামত দেওয়ার আহবান জানান। এসময় তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়নের প্রয়োজনে শিক্ষককে তালিকা পাঠানোর আহবান জানান।

    সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা হুসনে আরা, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সপেক্টর হায়দার জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাঃ তাজরিন আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম,হার্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম,খাগডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাত মহল,নামা কাতলাসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম,

    এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মেরিনা সুলতানা,মো: হারুন সিকদার,রুবি খান,আশীষ কুমার তরফদার,মিতালী বণিক,মো: সাদ্দাম হোসেনসহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

  • চারঘাটে হুইল চেয়ার ও এককালীন অ-নুদান বি-তরণ

    চারঘাটে হুইল চেয়ার ও এককালীন অ-নুদান বি-তরণ

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক প্রাপ্ত প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও আদিবাসী বিভিন্ন শিক্ষার্থীদের এককালীন অনুদান বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২৩ টি হুইল চেয়ার ও আদিবাসী বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে এককালীন অনুদান বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শলুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লালন আলী, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সেচ্ছাসেবী সংগঠনের প্রধান গন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতা-য়েন প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তি

    আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতা-য়েন প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তি

    ঢাকা, ২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার): সম্প্রতি, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিবিধ সংবাদ প্রচারিত হচ্ছে যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে।

    এ বিষয়ে জানানো যাচ্ছে যে, সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ সকল নির্বাচন সমূহে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হবার সুযোগ নেই।

    বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সমূহ একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা রইল।

  • পানছড়িতে আ-ত্মসামাজিক উন্নয়নে সহা-য়তায় প্রদান করলো  ৩ বিজিবি

    পানছড়িতে আ-ত্মসামাজিক উন্নয়নে সহা-য়তায় প্রদান করলো ৩ বিজিবি

    বিশেষ প্রতিনিধি ।।

    আত্মসামাজিক উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে লোগাং জোন (৩ বিজিবি) কর্তৃক পাহাড়ী, বাঙ্গালি, দুঃস্থ নারী পুরুষেও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

    বুধবার (২৭ আগস্ট) সকাল এগারোটার দিকে লোগাং জোনের সদর দপ্তর কার্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।
    ৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকার দরিদ্র পরিবারকে নগদ আর্থিক সহায়তা , এবং নারীদের স্বাবলম্বী করতে দেওয়া হয়েছে সেলাই মেশিন, ও অসহায় ব্যক্তিকে ঘর তৈরি করতে দেওয়া হয়েছে ঢেউটিন, শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে চেয়ার এবং টেবিল।

    এসব সামগ্রী বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম। আর্থিক অনুদান প্রদান শেষে এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

  • সুজানগরে আ-শ্রয়ণ প্রকল্পের জ-রাজীর্ণ ঘরে হ-তদরিদ্র মানুষদের ক-ষ্টের জীবন

    সুজানগরে আ-শ্রয়ণ প্রকল্পের জ-রাজীর্ণ ঘরে হ-তদরিদ্র মানুষদের ক-ষ্টের জীবন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমন্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা-ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হওয়া দিলেই ঘর নড়বড় করে, তারি তলে আসমানীরা থাকে বছর ভরে। পল্লী কবি জসিম উদ্দিনের এই বিখ্যাত আসমানী কবিতার সাথে তাল মিলিয়ে বলা যেতেই পারে অসহায় দরিদ্র মানুষদের দেখতে যদি তোমরা সবে চাও, সুজানগরের ভঁায়নার আশ্রয়ণ প্রকল্পে যাও। বাড়ি তো নয় পাখির বাসা-ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হওয়া দিলেই ঘর নড়বড় করে, তারি তলে অসহায় মানুষগুলো থাকে বছর ভরে।
    বুধবার সরেজমিন গিয়ে দেখা যায়, পাবনার সুজানগর উপজেলার ভঁায়না সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো এখন পলিথিন ও পাটখড়ির আদলে আবদ্ধ। ইট-বালু খুঁটির ওপর লোহার সঙ্গে থাকা টিন মরিচা ধরে খসে পড়ায় ঘর থেকেই আকাশ দেখা যায়। কোনো মতে পাটখড়ি ও পলিথিনের জোড়াতালি দিয়ে থাকছেন বসবাসকারীর। মেঝের পলেস্তারা উঠে মাটি বের হয়ে গেছে। ছাউনির টিন ক্ষয়ে আকাশ দেখা যায়। ভেঙে গেছে চারপাশের বেড়া ও সিমেন্টের খুঁটি। বৃষ্টির পানি ঠেকাতে দেওয়া হয়েছে পলিথিনের ছাউনি। এমনই জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী আশ্রয়ণ (ব্যারাক) প্রকল্পের ঘর।
    প্রকল্পের বাসিন্দা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৮ সালে ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের জন্য ভঁায়না আশ্রয়ণ প্রকল্পটি (ব্যারাক) তৈরি করা হয়। উপজেলার ভঁায়না ইউনিয়নে রাস্তার পাশে নির্মিত সরকারি এ আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে মাথা গেঁাজার ঠঁাই মেলে দরিদ্র কিছু পরিবারের। নির্মাণের পর আর কোনো মেরামত করা হয়নি। ফলে দিনে দিনে নষ্ট হতে থাকে ঘরগুলো। মরিচা পড়ে ক্ষয়ে যায় টিন। ভাঙতে থাকে সিমেন্টের খুঁটিগুলো। বসবাসের অনুপযোগী হয়ে পড়লেও বিকল্প কোনো আশ্রয় না থাকায় দরিদ্র পরিবারগুলো বাধ্য হয়েই এখানে বসবাস করছেন।
    বর্তমানে একটু বৃষ্টি হলেই ফুটো চাল দিয়ে পানি পড়ে। তাই বৃষ্টির দিনে নির্ঘুম রাত কাটাতে হয় তাদের।
    এমন কোন ঘর নেই যে, বৃষ্টি হলে ঘরে পানি না পড়ে। তাই কেউ কেউ ঘরের চালার সাথে পলিথিন দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থাও করেছে।
    সংস্কারের অভাবে এ ঘরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নানা সমস্যায় জর্জরিত হলেও এসব ঘর মেরামতের কোনো উদ্যোগ নেই। ফলে আতঙ্কে দিন কাটছে বসবাসকারী দরিদ্র অসহায় পরিবারগুলোর। তাদের দাবি, ভাঙাচোরা ঘরের চালায় পলিথিন দিয়ে ফুটো বন্ধ করে কোনো রকম বসবাস করে আসছেন। অন্যত্র সরে যাওয়ার কোনো সুযোগ না থাকায় বাধ্য হয়েই পরিত্যক্ত ভাঙাচোরা ও অস্বাস্থ্যকর এ ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছে এসব পরিবার।
    তৎকালীন সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস জানান, আমি সে সময় ইউনিয়ন চেয়ারম্যান থাকা অবস্থায় ঘরগুলো নির্মাণ করা হলেও বিগত প্রায় ২৬ বছরেও এখানকার কোনো ঘর সংস্কার করা হয়নি। যদি সংস্কার করে না দেয়া হয়, তাহলে সরকার যে উদ্দেশ্য নিয়ে গরিব মানুষদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেই উদ্দেশ্য ব্যাহত হবে।
    এ বিষয়ে আর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, অর্থ বরাদ্দ পেলে সংস্কার করা হবে জরাজীর্ণ ঘরগুলো।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।