Blog

  • সরকারি টিউবওয়েল দেওয়ার কথা বলে টাকা আ-ত্মসাতের অভিযোগ পাইলট চেয়ারম্যানের ভাইয়ের বিরু-দ্ধে

    সরকারি টিউবওয়েল দেওয়ার কথা বলে টাকা আ-ত্মসাতের অভিযোগ পাইলট চেয়ারম্যানের ভাইয়ের বিরু-দ্ধে

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

    রংপুরের তারাগঞ্জে সরকারি টিউবওয়েল দেওয়ার কথা বলে সাদেকুল ইসলাম নামের এক ব্যক্তির মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ৫নং সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটের ছোট ভাই ডলারের বিরুদ্ধে। রবিবার (২৬ অক্টোবর) রাতে বুড়িরহাট বাজারে সেই টাকা ফেরত চাওয়ায় নাজমা বেগমের সাথে হাতাহাতি হয় সাদেকুল ইসলামের। উক্ত ঘটনায় ভুক্তভোগী নাজমা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। নাজমা বেগম উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর নয়াপাড়া গ্রামের সাদিনুর ইসলামের স্ত্রী।

    অভিযোগে বলেন, দেড় বছর পূর্বে সরকারি টিউবওয়েল দেওয়ার জন্য সাদিকুল ইসলামের মাধ্যমে ৫ হাজার টাকা নেন চেয়ারম্যানের ছোট ভাই ডলার। দীর্ঘদিন পর সেই টাকা ফেরত চাওয়ায় সাদিকুল ইসলামের সাথে বুড়িরহাট বাজারে নাজমা বেগমের হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণ পরে নাজমা বেগম বাড়ি ফেরার সময় রাস্তায় আটক করে তাকে বেধড়ক মারধর করেন সাদেকুল ও তার পরিবারের লোকজন। নাজমা বেগম ঘটনাস্থলে গুরুতর অসুস্থ হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। বর্তমানে নাজমা বেগম তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তিনি আরো বলেন, চেয়ারম্যানের বড় ভাই সাজু বকসী জমি মাপার কথা বলে ২ হাজার ৫শত টাকা নিয়েছেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন। এ বিষয়ে সাদেকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমার মাধ্যমে চেয়ারম্যানের ছোট ভাই ডলার ৫শত টাকা নিয়েছেন বলে সত্যতা স্বীকার করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • নলছিটিতে মাইক্রোবাস নিয়-ন্ত্রণ হা-রিয়ে খাদে আহ-ত ১০

    নলছিটিতে মাইক্রোবাস নিয়-ন্ত্রণ হা-রিয়ে খাদে আহ-ত ১০

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পাশের খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকালে বরিশাল-পটুয়াখালি-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে আসা একটি মাইক্রোবাস বাখেরগঞ্জের দিকে যাচ্ছিল। দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে সড়কের পাশে চায়ের দোকানে বসা কয়েকজনকে চাপা দিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। এ সময় দোকানের ক্রেতা ও মাইক্রোবাসের যাত্রীসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হন।

    আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে দুর্ঘটনাটি ঘটে।

    নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

  • নাগেশ্বরীতে পশ্চিম সাপখাওয়া ভোটকেন্দ্র ব-হির্ভূতভাবে অ-পসারণের চেষ্টা উপজেলা নির্বাচন অফিসারের

    নাগেশ্বরীতে পশ্চিম সাপখাওয়া ভোটকেন্দ্র ব-হির্ভূতভাবে অ-পসারণের চেষ্টা উপজেলা নির্বাচন অফিসারের

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরী উপজেলা নির্বাচন অফিসার নির্বাচনী বিধিমালা অমান্য করে অতি-গোপনে নাগেশ্বরী পৌরসভারর ৩নং ওয়ার্ডের পশ্চিম সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র (২৫শতাধিক ভোটার) স্থানান্তর বন্ধে উপজেলা নির্বাচন অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেছে স্থানীয় ভোটার ও এলাকাবাসী।

    নির্বাচনী পরিপত্র-মতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ (পরবর্তী সময়ে সংশোধিত) আইনে উল্লেখ জনগণকে অবগত না করে ভোট কেন্দ্র স্থানান্তর করা নির্বাচনী আইনের একটি গুরুতর লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।

    সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট এলাকার আওয়ামী লীগ পরিবারের সন্তান, আওয়ামী লীগ সমর্থনকারী ও নাগেশ্বরী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল লতিফ নির্বাচনী বিধিমালা লংঘন করে তার নিকট আত্মীয় নাগেশ্বরী উপজেলার ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজের নবাগত এমপিওভুক্ত মধুরহাল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অতি-গোপনে স্থানান্তর করার পায়তারা করে আসছেন। নাগেশ্বরী উপজেলা নির্বাচন অফিসার অতি-কৌশলে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসারের সহায়তায় পশ্চিম সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে না গিয়ে এবং জনগণকে অবগত না করে নির্বাচনী আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ভোটকেন্দ্র স্থানান্তর করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। নাগেশ্বরী পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে “পশ্চিম সাপখাওয়া, মন্দিসেরখামার, সাপখাওয়া, সরকারটারী ও মধুরহাল্লা” মহল্লার ২৫শতাধিক ভোটার দেশ স্বাধীনতার পর থেকে অবাধ ও সুষ্ঠু পরিবেশে তাদের ভোট প্রদান করে আসছিলো।

    সম্প্রতি, নাগেশ্বরী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল লতিফ ভোটারদের বিশৃঙ্খলা তৈরি করাসহ আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পশ্চিম সাপখাওয়া ভোট কেন্দ্র পরিবর্তন করে প্রায় ৩কিলোমিটার দূরে প্রধান শিক্ষক ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের নবাগত এমপিওভুক্ত মধুরহাল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তর করার পায়তারা চলছে। এ নিয়ে চলছে পশ্চিম সাপখাওয়াসহ ৫ মহল্লার নারী ও পুরুষ ভোটারদের মাঝে চরম উত্তেজনা। এলাকার ভোটারের দাবি পূর্বের ন্যায় পশ্চিম সাপখাওয়া ভোট কেন্দ্র বহাল রাখার দাবি।

    স্থানীয় ভোটার ও অভিযোগকারী প্রভাষক এস এম হাবিবুর রহমান, জসিম উদ্দিন চৌধুরী, আঃ কাদের, রফিকুল ইসলাম, ইউনুছ আলী, হাবিবুর রহমান সরকার, খায়রুল ইসলাম সরকার বলেন, স্বাধীনতার পর থেকে আমরা এই ৫ গ্রামের বাসিন্দারা পশ্চিম সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে আসছি। নাগেশ্বরী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল লতিফ এর ঘনিষ্ঠ আত্মীয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের মাস্টার প্লানে পশ্চিম সাপখাওয়া ভোটকেন্দ্রে না আসে এবং জনগণকে অবগত না করে নির্বাচনী বিধিবালা লঙ্ঘন করে ভোটকেন্দ্র স্থানান্তরের পায়তারা করছে। প্রায় ৩কিলোমিটার দূরে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের শক্তিশালী ঘাটি” মধুরহাল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র নির্ধারণের ষড়যন্ত্র চলছে এবং ৩কিলোমিটার দূরত্বর কারণে বৃদ্ধ ও মহিলাদের ঐ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়া একেবারে অসম্ভব। এছাড়াও এই এলাকা আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমে সুপরিচিত। নাগেশ্বরী উপজেলা নির্বাচন অফিসার নির্বাচনী বিধিবালা অমান্য করে নিজ স্বার্থ হাসিলে ভোট কেন্দ্রটি স্থানান্তরের পায়তারা করছেন। আমাদের দাবি ভোট কেন্দ্রটি পূর্ণবহাল রাখতে হবে। অন্যথায় আমরা ৫গ্রামের মানুষ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো এবং উপজেলা ও জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি গ্রহণ করবো। তারা আরো বলেন, গত-২২অক্টোবর ২০২৫ তারিখে নাগেশ্বরী উপজেলা নির্বাচন অফিসার, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ও কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক লিখিতভাবে কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তাকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়ার কথা বললেও এখনো পর্যন্ত সুস্থ সমাধান হয়নি।

    নাগেশ্বরী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল লতিফ বলেন, উপজেলা নির্বাহী অফিসারের সিদ্ধান্ত মোতাবেক পশ্চিম সাপখাওয়া ভোটকেন্দ্র স্থানান্তর প্রক্রিয়াধীন। ভোটকেন্দ্রে উপস্থিতি ও জনগণকে অবগত করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভোটকেন্দ্র পরিবর্তন করতে জনগণের মতামতের প্রয়োজন নেই। নাগেশ্বরী ইউএনও এবং জেলা প্রশাসক বিষয়টি ব্যবস্থা নিতে বলেছেন। আপাতত কোন ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

    নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, ৬/৭জন রাজনৈতিক নেতাদের সাথে এ বিষয়ে বৈঠক হয়েছে। নির্বাচন অফিসার ভোটকেন্দ্রে না গিয়ে এবং ভোটারদের কোন অবগত না করে ভোট কেন্দ্র স্থানান্তরের অভিযোগ পেয়েছি। জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

    এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

    নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য আজিজুল হক বলেন, ইউএনও অফিসে ভোট কেন্দ্র বিষয়ে কোন আলোচনার বিষয়ে আমি জানিনা। বাংলাদেশ জামাত ইসলামী নাগেশ্বরী উপজেলা আমির আব্দুল মান্নান বলেন, ভোটকেন্দ্র নিয়ে আলোচনা হয়েছে কিন্তু স্থানান্তরের বিষয়ে কোন আলোচনা হয়নি। ইসলামী আন্দোলনের কুড়িগ্রাম ১ আসনের প্রার্থী আলহাজ্ব আরিছুল বারী রনি বলেন, ভোট কেন্দ্র বিষয়ে আমার সঙ্গে কোন আলোচনা হয়নি।

    কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, অভিযোগ হওয়ার পরে জেলা নির্বাচন কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে লিখিতভাবে নির্দেশ দেয়া হয়েছে। জনগণকে অবগত না করে ভোট সেন্টার স্থানান্তরের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, অভিযোগ শুনলাম। জেলা প্রশাসকের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

  • হেব্রোণ খ্রীষ্টিয়ান স্কুলে বিজ্ঞান মেলা অ-নুষ্ঠিত

    হেব্রোণ খ্রীষ্টিয়ান স্কুলে বিজ্ঞান মেলা অ-নুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক:

    কক্সবাজার জেলা বমুবিলছড়ি চকরিয়া উপজেলার  হেব্রোণ খ্রীষ্টিয়ান স্কুলে আজ দু’ দিন ব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক দেওয়ালিকা  বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৫। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ মেলায় শিক্ষার্থীরা নানা উদ্ভাবনী প্রকল্প ও মডেল প্রদর্শন করেন।

    বুধবার (২৯ অক্টোবর) সকালে সমাপনী দিনে মোট ১৫টি প্রকল্প স্থান পায়, যার মধ্যে সৌরশক্তিচালিত ঘর, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা, ভূমিকম্প-নিরোধক স্থাপনা, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–নির্ভর স্মার্ট হেলথ সিস্টেম, পরিকল্পিত স্কুল, স্টার ওয়াটার সাপ্লাই ও পরিকল্পিত সেমিনার ঘর অন্যতম স্থল দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
    অনুষ্ঠানের উদ্বোধন করেন, মেমোরিয়াল খ্রিস্টান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সচিব এবং ট্রান্সপেরেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি-চকরিয়া) সহ সভাপতি রুনেন্দু বিকাশ দে। বিজ্ঞান মেলা অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, হেব্রোণ খ্রিষ্টিয়ান স্কুলের প্রধান শিক্ষক স্মিতা ত্রিপুরা। স্হানীয়  বিশিষ্ট শিক্ষক ও বিজ্ঞান অনুরাগীরা।
    মেলায় শিক্ষার্থীরা রোবটিকস, নবায়নযোগ্য শক্তি, পরিবেশ সংরক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং মহাকাশ বিজ্ঞানের উপর তৈরি বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে।

    সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রাইব্যাল এসোসিয়েশন অফ ব্যাপ্টিস্ট চার্চের চেয়ারম্যান মনতাজন ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস-চেয়ারম্যান ক্যজহা ত্রিপুরা, বিটিএবিসি মিনিস্ট্রি সহকারী পরিচালক লূক মিলন ত্রিপুরা, হেব্রোণ খ্রীষ্টিয়ান স্কুলে এস এম সি কমিটির সভাপতি সুভাষ ত্রিপুরা ও এস এম সি কমিটির সদস্য শ্যামাচরণ ত্রিপুরা প্রমুখ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
     প্রধান অতিথির উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন। শিক্ষার্থীরা সৌরশক্তি চালিত গাড়ি, স্বয়ংক্রিয় সেচযন্ত্র, প্লাস্টিক পুনর্ব্যবহার প্রকল্পসহ নানা উদ্ভাবনী প্রদর্শনী উপস্থাপন “সোলার চালিত সেচযন্ত্র” এবং “বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন” প্রকল্প ১৫ টি স্হল দর্শনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।

    প্রধান অতিথি বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিপ্রীতি ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।” শেষে সফল অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং বিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী বছর আরও বৃহত্তর পরিসরে মেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

    মেলা শেষে বিচারকমণ্ডলীর শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে দশম দল প্রথম, সপ্তম দল দ্বিতীয়, ও পঞ্চম দল তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের, পরিকল্পিত স্কুল, স্টার ওয়াটার সাপ্লাই, পরিকল্পিত সেমিনার ঘর প্রকল্পকে পুরস্কৃত করেন। দেয়ালিকার শ্রেষ্ঠ হিসেবে, গল্প অষ্টম শ্রেণীর শান্ত ত্রিপুরা, কবিতা ৫ম শ্রেণির নভজিৎ মার্ক দাশ, অংকন নবম শ্রেণির সুবল ত্রিপুরা। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্ট এ বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

    দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলায় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল। পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত।

  • বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মা-রার ফাঁ-দে শিশুর মৃ-ত্যু

    বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মা-রার ফাঁ-দে শিশুর মৃ-ত্যু

    মংচিন থান,
    তালতলী (বরগুনা)প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে বৈদ্যুতিক ইঁদুর দমন ফাঁদে জড়িয়ে ইমরান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    বুধবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার বড়ভাইজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ওই গ্রামের রিপা বেগমের ছেলে এবং হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকায় সকালে ইমরান তার মায়ের সঙ্গে ধানক্ষেতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় স্থানীয় আবু সালেহ ইঁদুর দমনের উদ্দেশ্যে অবৈধভাবে মসজিদের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ধানক্ষেতে ওই ফাঁদের কোনো সতর্কবার্তা বা চিহ্ন দেওয়া ছিল না। অসাবধানতাবশত ইমরান সেই ফাঁদে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা বলেন, কৃষিক্ষেতে এভাবে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা মারাত্মক অপরাধ। প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এমন দুর্ঘটনা রোধ সম্ভব নয়। ঘটনার পর অভিযুক্ত আবু সালেহ পলাতক রয়েছে বলে জানিয়েছেন তারা।

    নিহতের মা রিপা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি বুঝতেই পারিনি ওখানে বিদ্যুৎ ছিল। সেই ফাঁদে জড়িয়ে মুহূর্তেই আমার ছেলেটা চোখের সামনে নিথর হয়ে গেল।

    এ বিষয়ে তালতলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. ইমরান শেখ বলেন,মসজিদের সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বিদ্যুৎ নেওয়া সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি।

  • চারঘাটে আ-ইন শৃ-ঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    চারঘাটে আ-ইন শৃ-ঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

    চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা তৌফিক রেজা, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সোলাইমান, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শলুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লালন আলী, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।

    সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, ইফটিজিং রোধ, মোবাইল কোর্ট পরিচালনা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
    সভায় সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন দৌড় শ-ক্তি প্রদর্শনে ব্যস্ত ছয় প্রার্থী-তৃণমূলে দ্বি-ধা ও বি-ভক্তি

    জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন দৌড় শ-ক্তি প্রদর্শনে ব্যস্ত ছয় প্রার্থী-তৃণমূলে দ্বি-ধা ও বি-ভক্তি

    দেলোয়ার হোসেন বাবু স্টাফ রিপোর্টার জয়পুরহাট।

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জয়পুরহাট-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র নড়াচড়া।
    এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব পর্যন্ত সমানভাবে নজর রাখছেন কমপক্ষে ছয়জন প্রভাবশালী নেতা। প্রত্যেকেই নিজ নিজ শক্তিমত্তা, প্রভাব ও জনসম্পৃক্ততা তুলে ধরে দলের মনোনয়ন পাওয়ার জন্য সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন।
    তবে এখানেই শুরু হয়েছে মূল সংকট।
    দলের ভেতর এই অতিরিক্ত যোগ্য ও প্রভাবশালী প্রার্থী সংখ্যা মনোনয়ন প্রক্রিয়াকে যেমন প্রতিযোগিতাপূর্ণ করে তুলেছে, তেমনি তৃণমূল পর্যায়ে তৈরি করেছে দ্বিধা, বিভক্তি ও অভ্যন্তরীণ চাপের নতুন মাত্রা।

    যদিও প্রকাশ্যে কেউ কারো বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন না, তথাপি মাঠের বাস্তবতায় দেখা যাচ্ছে এক ধরনের অঘোষিত প্রতিযোগিতা।
    প্রত্যেক প্রার্থী নিজস্ব সমর্থক গোষ্ঠী নিয়ে উঠান বৈঠক, জনসংযোগ, সামাজিক কার্যক্রম, এমনকি মসজিদ-মন্দির থেকে হাট-বাজার পর্যন্ত নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।
    ফলে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের বড় অংশ পড়েছেন চরম দোটানায়—
    কাকে সমর্থন করবেন? কে হলে দলে ঐক্য ফিরে আসবে?

    দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এখন প্রার্থীদের অনুসারীরা সক্রিয়। কেউ কেউ স্থানীয়ভাবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে নানামুখী সামাজিক ও সাংগঠনিক উদ্যোগ নিচ্ছেন। এতে একদিকে যেমন দলের কর্মকাণ্ডে প্রাণচাঞ্চল্য বেড়েছে, অন্যদিকে অভ্যন্তরীণ গ্রুপিং ও বিভাজনের আশঙ্কাও স্পষ্ট হচ্ছে।

    রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জয়পুরহাট-২ আসন দীর্ঘদিন ধরেই বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
    তবে গত এক দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে সংগঠনটি এখানে নানান প্রতিকূলতার মুখোমুখি হয়েছে।
    বিশ্লেষকদের মতে, যদি এবার বিএনপি এমন একজন প্রার্থীকে মনোনয়ন দিতে পারে, যিনি তৃণমূলে গ্রহণযোগ্য, সংগঠিত ও গ্রুপিংবিহীন, তবে এই আসনে দলটির পুনর্দখলের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।

    অন্যদিকে, যদি দল অভ্যন্তরীণ ঐক্য প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, কিংবা একাধিক মনোনয়ন প্রত্যাশীর মধ্যে কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, তাহলে পুরো নির্বাচনী ফলাফল প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে।

    তৃণমূল কর্মীদের প্রত্যাশা—দল এবার এমন একজনকে বেছে নেবে, যিনি শুধু দলের নয়, পুরো এলাকার মানুষের আস্থা অর্জন করতে পারেন।
    একজন স্থানীয় নেতা বলেন, আমরা এমন প্রার্থী চাই,যিনি দলে ঐক্য ফিরিয়ে আনতে পারবেন, জনগণের পাশে থাকবেন। ব্যক্তিগত স্বার্থ নয়, দলের স্বার্থই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

    সবমিলিয়ে জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে।
    একদিকে সম্ভাবনাময় ছয় প্রার্থীর সক্রিয়তা, অন্যদিকে তৃণমূলের বিভক্তি—
    এই দুই বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ।

    রাজনৈতিক মহল মনে করছে, সময় এখন ঐক্যের।
    যদি বিএনপি সময়োপযোগী, প্রজ্ঞাপূর্ণ ও ঐক্যনির্ভর সিদ্ধান্ত নিতে পারে, তবে জয়পুরহাট-২ আসনে তাদের বিজয়ের সম্ভাবনা অস্বীকার করার উপায় থাকবে না।

  • আশুলিয়ায় র‌্যাব ও ঔষধ প্র-শাসনের পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা জ-রিমানা

    আশুলিয়ায় র‌্যাব ও ঔষধ প্র-শাসনের পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা জ-রিমানা

    বুধবার (২৯ অক্টোবর ২০২৫ইং) এ ব্যাপারে নিশ্চিত করেন র‍্যাব-৪ ও বাংলাদেশ ওষুধ প্রশাসন।

    “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

    ২। এরই ধারাবাহিকতায়, ২৮ অক্টোবর ২০২৫ তারিখ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল, গৌরিপুর এলাকায় বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা এর উপ-পরিচালক এবং র‌্যাব সদর দপ্তর এর সহযোগিতায় র‌্যাব-৪ এর যৌথ আভিযানিক দল এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান, র‌্যাব সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এবং স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, র‌্যাব-৪ এর নেতৃত্বে গাজী মেডিসিন পয়েন্ট ও অস্ট্রা বায়োফার্মাসিটিকালস প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল যৌন উত্তেজক ঔষধ ও হরমোন জাতীয় সরকারী ঔষধ উদ্ধার করে এবং উক্ত প্রতিষ্ঠানের মালিকদের নকল যৌন উত্তেজক ঔষধ উৎপাদন, মজুদ ও বিপণন এর অপরাধে মামলা দায়েরসহ ০৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও আশুলিয়া থানাধীন কোন্ডা এলাকায় নাম বিহীন একটি প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান, র‌্যাব সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এবং স্কোয়াড্রন লিডার মোঃ নাজমুল ইসলাম, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, র‌্যাব-৪ এর নেতৃত্বে পৃথক একটি অভিযান পরিচালনা করে লাইসেন্স বিহীন ও নিম্নমানের বিপুল পরিমান কয়েল উদ্ধার করে এবং প্রতিষ্ঠানের মালিককে লাইসেন্স বিহীন ও নিম্নমানের কয়েল উৎপাদন, মজুদ ও বিপণন এর অপরাধে মামলা দায়েরসহ ০১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

    ৩। পরবর্তীতে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা এর উপ পরিচালক, র‌্যাব সদর দপ্তর এর এক্সিকিউটিভ মেজিস্ট্রেট এবং কোম্পানী কোমান্ডার র‌্যাব-৪, সিপিসি-২ এর উপস্থিতিতে উদ্ধারকৃত নকল যৌন উত্তেজক ঔষধ, হরমোন জাতীয় ঔষধ ও নিম্নমানের কয়েল ধ্বংস করা হয়। অদূর ভবিষ্যতে এরূপ অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে বলে র‍্যাব জানান।

    বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

  • আশুলিয়ায় জামগড়া সেনা ক্যাম্পের সেনাবাহিনীর আয়োজনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

    আশুলিয়ায় জামগড়া সেনা ক্যাম্পের সেনাবাহিনীর আয়োজনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

    হেলাল শেখঃ বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম।

    বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার জামগড়া সামাজিক কনভেনশন হলে এই ক্যাম্পের আয়োজন করে জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায়, ৮১ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে।

    দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে সাভার সেনানিবাসের ৬ জন চিকিৎসক অংশ নেন। এর মধ্যে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক—চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিন বিভাগের—তারা ৫০০-রও বেশি দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ সজিবুল ইসলাম, মেজর মোঃ শোভন কবির, ক্যাপ্টেন মোহাম্মদ সোহাগসহ সেনাবাহিনীর আরও কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    জামগড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক বলেন,
    বাংলাদেশ সেনাবাহিনী শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, সাধারণ মানুষের কল্যাণেও নিবেদিত। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতেই এই চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

    স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এই উদ্যোগে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন। এলাকার অনেক দরিদ্র পরিবার যাদের পক্ষে চিকিৎসার খরচ বহন করা কঠিন, তারা এই ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

    চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, আমরা সাধারণ মানুষ, অনেক সময় চিকিৎসা করাতে পারি না টাকার অভাবে। সেনাবাহিনী আজ আমাদের পাশে দাঁড়িয়েছে—এটা সত্যিই প্রশংসনীয়।”

    স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

  • তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃ-তি ২৫ তম ফুটবল টুর্নামেন্ট

    তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃ-তি ২৫ তম ফুটবল টুর্নামেন্ট

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস-চেয়ারম্যান ও সাবেক ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৫তম ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, তানোরের আমশো, মথুরাপুর ও তাঁতিয়ারপাড়ার সমন্বয়ে গঠিত আমশো সোনালী সংঘের উদ্যোগে ঐতিহ্যবাহী আমটিয়ারা মাঠে দুই দিনব্যাপী উত্তরাঞ্চলের সর্ববৃহত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৫তম ফুটবল টুর্নামেন্ট-২০২৫
    ২৯ অক্টোবর বুধবার ও ৩০ অক্টোবর বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, ২৯ অক্টোবর বুধবার
    বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মসলেম উদ্দিন মোল্লার সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাঃ মিজানুর রহমান মিজান,তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন,৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর মোল্লা।
    এদিকে ৩০ অক্টোবর পরদিন বৃহস্পতিবার খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।
    প্রসঙ্গত, দু”দিনব্যাপী আয়োজিত প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৫তম ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। বুধবার উদ্বোধনী দিনে ৮টি দলের এবং বৃহস্পতিবার সমাপনী দিনে ৮টি দলের খেলা অনুষ্টিত হবে। এছাড়াও ফুটবল টুর্নামেন্টে আয়োজনে সার্বিক সহযোগীতায় রয়েছেন মাজহারুল ইসলাম রনি ও আশরাফুল ইসলাম।#