Blog

  • চলনবিল সিএনজি মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা: সোহেল সভাপতি আয়নাল সম্পাদক 

    চলনবিল সিএনজি মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা: সোহেল সভাপতি আয়নাল সম্পাদক 

    পাবনা প্রতিনিধিঃ

    পাবনার চাটমোহরে চলনবিল সিএনজি অটোরিক্সা মালিক সমিতির ত্রী-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধায় পৌরসদরের বাসস্ট্যান্ডে চলনবিল সিএনজি মালিক সমিতির নিজস্ব অফিসে নির্বাচন অনুষ্ঠিত হয়।

    সিএনজি অটোরিক্সা মালিকদের কমিটি সুসংগঠিত করার উদ্দেশ্যে ত্রী-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়।

    চলনবিল সিএনজি, অটোরিকশা মালিক সমিতির সাধারণ সভায় বক্তব্য রাখেন- চাটমোহর বাসস্ট্যান্ড দোকান মালিক সমিতির সভাপতি ও পৌরসদরের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাহাদৎ হোসেন। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, চাটমোহর বাসস্ট্যান্ড দোকান মালিক সমিতির সদস্য তোফাজ্জল হোসেন বাবু, পাবনা জজকোর্টের আইনজীবী সহকারী মোঃ পলিসুর রহমান পলাশ।

    সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন চলনবিল সিএনজি মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাহাদত হোসেন, লিটন হোসেন, জাহাঙ্গীর আলম (আয়নাল), ছকির উদ্দিন, সজল, বিল্লাল হোসেন, ফজের আলী ও হাসিনুর রহমান প্রমুখ।

    সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সোহেল রানাকে সভাপতি ও জাহাঙ্গীর আলম (আয়নালকে) সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ৩ বছর মেয়াদি সিএনজি মালিক সমিতি গঠন করা হয়।

    সাধারণ সদস্যরা নবগঠিত কমিটিকে আগামী দিনে পাবনা জেলার চাটমোহর উপজেলার চলনবিল সিএনজি, অটো রিক্সা মালিক সমিতির সুন্দর পরিবেশ শৃংখলা ফিরিয়ে আনার আহ্বান জানান।

    তোফাজ্জল হোসেন বাবু, পাবনা।।

  • ‎সুনামগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অ-নুষ্ঠিত

    ‎সুনামগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অ-নুষ্ঠিত


    ‎কেনএম শহীদুল সুনামগঞ্জ  :

    ‎” সাম্য ও সমতায়, দেশ গরবে সমবায়” এই পতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে  ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায় বিভাগ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১ নভেম্বর২০২৫ ইং তারিখ  রোজ শনিবার সকাল ১১ ঘটিকায়  সুনামগঞ্জ জগৎজ্যোতি পাঠাগার হল রুলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    ‎আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত এর সভাপতিত্বে এবং জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক মাসুদ আহমদের সঞ্চালনায়, কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ আতাউর রহমান, শ্রী গীতা পাঠ করেন উপজেলা সমবায় কার্যালয় সুনামগঞ্জ সদরের সহকাকারী পরিদর্শক জিতেন্দ্র সূএধর।
    ‎আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  সুনামগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সমর কুমার পাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন  অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল। এছাড়ও আরও বক্তব্য রাখেন সাংবাদিক তাজুল ইসলাম তারেক, জানিগাঁও মৎসজীবি সমবায় সমিতির সদস্য মোঃ ফারুক মিয়া, সুনামগঞ্জ হকার্স সমবায় সমিতির সভাপতি মোঃ শাহীন আহমদ খোকন,  ইকবাল নগর মৎসজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান, জালালপুর পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোছাঃ রওশন আরা বেগম, সুনামগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ আলী প্রমূখ।
    ‎বক্তরা বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশ গঠন ও অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে সমবায় ভিত্তিক গ্রামীন অর্থনৈতিক ব্যবস্থা প্রচলনের পদক্ষেপ  গ্রহন করেছিলেন। প্রান্তিক জনগোষ্ঠি ও গ্রামীন উন্নয়নে সুনামগঞ্জ জেলাধীন কেন্দ্রীয় সমবায় সমিতিগুলো বিশেষ ভূমিকা পালন করছে। মৎসজীবী  সমবায় সমিতির সদস্যদের জীবন মান উন্নয়নে  জাল যার জলা তার নীতি করায় প্রকৃত মৎসজীবী সদস্যদের ব্যপক আর্থিক উন্নয়ন সাধিত হচ্ছে।
    ‎ সমবায় সমিতির মাধ্যমে জেলা উপজেলা ইজারা বন্দোবস্ত গ্রহন করে সমিতির সদস্যদের মাঝে আর্থ সামাজিক উন্নয়নসহ একই সাথে বেকারত্ব দুরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া বর্তমানে  আমিষ জাতীয় খাদ্যের অভাব পূরণের পর পার্শ্ববর্তী জেলা সিলেট শহরে, ঢাকায় এবং দেশের বাহিরে মৎস রপ্তানি করা হয়। গত ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ১০ লাখ মেট্রিক টন দেশীয় মাছ উৎপাদন ও বিপণন করা হয়েছে। এছাড়াও মহিলা সমবায় সমিতি গঠন করায় সমিতির সদস্যদের মাঝে উৎপাদনমুখী কার্যক্রম সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। শুধু তাই নয় সমিতির মাধ্যমে ঋণ নিয়ে সমিতির সদস্যদের ভাগ্যের পরিবর্তন ঘটছে।  সকল সমবায় সমিতির সদস্যদের জীবন মান উন্নয়নে সর্বদায় কাজ করার জন্য  সকল সমবায় সমিতির সদস্যদের পরামর্শ দেওয়াসহ বিভিন্ন উদ্যোগ  গ্রহন করা হয়েছে। আগামীতে সকল সমবায় সমিতির সদস্যরা তাদের জীবন মানউন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবেন  এমনটাই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।


  • ময়মনসিংহে নদীতে  লা-শ, ৮দিনে রহস্য উদঘাটনসহ ২ আ-সামী গ্রে-ফতার করলো কোতোয়ালি পুলিশ

    ময়মনসিংহে নদীতে লা-শ, ৮দিনে রহস্য উদঘাটনসহ ২ আ-সামী গ্রে-ফতার করলো কোতোয়ালি পুলিশ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    মাত্র আট দিনের মাঝে নিখুত তদন্তের মাধ্যমে ময়মনসিংহে নদীতে ভাসমান লাশের পরিচর সনাক্ত করে এই হত্যা মামলার রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িত দুই আসামিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। নিহত আবু সাঈদ কোতোয়ালি মডেল থানা এলাকার অষ্টধার ইউনিয়নের বাসিন্দা। এর আগে ২২ অক্টোবর সকালে উপজেলার মন্নাছের গুদারাঘাটের পাশে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পাওনা টাকা চাওয়াতে একই এলাকার মোঃ আবু রায়হান (২৮) ও মোহাম্মদ ইয়াসিন (২৫) নামক দুই হত্যাকারী তাকে পেটের ভুড়ি বের করে ব্রহ্মপুত্র নদীতে ভাসিয়ে দেয়। পরে তাদের কে কেরানীগঞ্জ থেকে পুলিশ গ্রেফতার করে।

    পুলিশ জানায়- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক পৈশাচিকভাবে হত্যা করা হয় আবু সাঈদকে। নৃশংসতার চূড়ান্ত রূপে তার পেট চিরে ভুঁড়ি বের করে ব্রহ্মপুত্র নদীতে ফেলে দেয়া হয় লাশটি। চাঞ্চল্যকর এ ঘটনায় জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুললাহ্ আল মামুন এর তত্তাবধানে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এর নেতৃত্বে, পুলিশের নিরলস তৎপরতায় অবশেষে রহস্যের জট খুলে এবং কোতোয়ালি মডেল থানার এস আই মোঃ মাহবুব ফকির ও এ এস আই মোঃ হুমায়ন কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে মূল দুই আসামি — মোঃ আবু রায়হান (২৮) ও মোহাম্মদ ইয়াসিন (২৫),তারা উভয়েই সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের নিমতলা গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের পর তারা আদালতে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ জানায়, পাওনা টাকা চাওয়া নিয়েই আবু সাঈদের সঙ্গে রায়হান ও ইয়াসিনের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তারা আবু সাঈদকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে, তারপর পেট চিরে ভুঁড়ি বের করে নদীতে ভাসিয়ে দেয়, যাতে লাশ দ্রুত নষ্ট হয়ে যায় এবং শনাক্ত করা না যায়। পরে মন্নাছ এর গুদারাঘাটের পাশে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসীর ৯৯৯ কল এর মাধ্যম কোতোয়ালী মডেল থানা পুলিশ জানতে পারেন চর দড়িকুষ্টিয়া নামাপাড়া অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় নদীতে পড়ে রয়েছে । পুলিশ সেখান থেকে আবু সাঈদ এর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য
    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে সিআইডি ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করতে সক্ষম হযে ৩০ শে অক্টোবর দুপুর সাড়ে বারোটায় ঢাকা কেরানীগঞ্জ থেকে ১ নং আসামি মোঃ আবু রায়হান ও ইয়াসিন কে গ্রেফতার করে পুলিশ। এব্যাপারে নিহতের ভাই জসিম উদ্দিন কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে যার থানার সিসি নং- ১০৪৭- জিডি নং ২৫৭০। পুলিশ জানায় গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে, এবং তারা হত্যার কথা অকপটে স্বীকার করেছে।

    কোতোয়ালী ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, আমরা জনগনের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতেই রাত-দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছি, অপরাধ দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সবসময় সজাগ রয়েছে, আমি চাই জনগণ যেনো পুলিশকে বন্ধু ও নিরাপত্তার প্রতীক হিসেবে দেখে। তিনি আরও জানিয়েছেন-এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।

    তবে এই নৃশংস ঘটনায় এলাকাজুড়ে শোক, ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি—এদের সর্বোচ্চ শাস্তি হোক,ভবিষ্যতে আর কেউ যেনো এমন অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে না পারে।

  • সুন্দরগঞ্জে চোর স-ন্দেহে পাগলকে পি-টিয়ে হ-ত্যা

    সুন্দরগঞ্জে চোর স-ন্দেহে পাগলকে পি-টিয়ে হ-ত্যা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক পাগলকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার তিস্তার চরাঞ্চল বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে আব্দুল গনি মিয়ার গোয়াল ঘরে একই ইউনিয়নের রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে  ভারসাম্যহীন সালাম পাগল শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে আব্দুল গনি মিয়ার স্ত্রী দুলালী বেগম আশেপাশের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে লোকজন ছুটে এসে সালাম পাগলকে গাছের সাথে বেঁধে মারধর শুরু করে। এক পর্যায়ে ভারসাম্যহীন সালাম পাগল অসুস্থ হয়ে পড়লে তাকে পুকুরের পানিতে বেঁধে রাখে। পরে সকাল বেলা তাকে পুনরায় পানি থেকে তুলে মাইরধর করার সময় সে মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি আব্দুল গনি মিয়ার স্ত্রী দুলালী বেগমকে পুলিশ ধরে নিয়ে যায়। বর্তমানে লাশ থানা হেফাজতে আছে।

    এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, এ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

  • কালাই চান্দার দাখিল মাদ্রাসায় ল্যাব সহকারী নিয়োগে অ-নিয়মের অ-ভিযোগ

    কালাই চান্দার দাখিল মাদ্রাসায় ল্যাব সহকারী নিয়োগে অ-নিয়মের অ-ভিযোগ

    দেলোয়ার হোসেন বাবু স্টাফ রিপোর্টার জয়পুরহাট।

    জয়পুরহাটের কালাই উপজেলার চান্দার দাখিল মাদ্রাসায় ল্যাব সহকারী পদে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে।

    শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ২১ জন প্রার্থী অংশগ্রহণ করলেও সন্ধ্যা পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশীরা।

    অভিযোগকারীরা বলেন, বিগত আমলেও এ প্রতিষ্ঠানে অনিয়মের মাধ্যমে নিয়োগ হয়েছে। এবারও একই প্রক্রিয়ায় ফলাফল বিলম্বিত করে মনোনীত ব্যক্তিকে সুযোগ দেওয়ার চেষ্টা চলছে।”

    মাদ্রাসা সূত্রে জানা যায়, মৌখিক পরীক্ষা শেষ হলেও কর্তৃপক্ষ ফলাফল স্থগিত রেখে আগামী রবিবার প্রকাশের ঘোষণা দিয়েছে। এতে প্রার্থীদের মধ্যে সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    স্থানীয়দের প্রশ্ন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা কেন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে পারছেন না?

    এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো মন্তব্য জানা যায়নি।

  • রংপুর জমিদার বাড়িতে সা-ফল্য সাহিত্য  সংস্কৃতি পরিবারের লেখক পাঠক মিলন মেলা

    রংপুর জমিদার বাড়িতে সা-ফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের লেখক পাঠক মিলন মেলা

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন

    সমাজ প্রগতির জন্য শিল্প – সাহিত্য এই স্লোগানকে সামনে রেখে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের ১০ ম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান রংপুরের ঐতিহাসিক তাজ হাট জমিদার বাড়িতে গতকাল ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়।
    দিনব্যাপী দুই পর্বের উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশবরেণ্য কবি লেখক গবেষক দৈনিক দেশ জগত পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নেজামী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গীতিকার, সংগঠক এডভোকেট মাজহারুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক গবেষক ডা. মফিজুল ইসলাম মান্টু, লেখক গবেষক এমদাদুল হক চৌধুরী, লেখক সংগঠক মোজহারুল ইসলাম মাজহার লেখক সংগঠক আব্দুল হাদী বাংলাদেশ কবি লেখক ফোরাম এর নির্বাহী সভাপতি লেখক গবেষক স্বদেশ কবি লেখক এস কে মহসিন আলী লেখক সংগঠক আহসান হাবীব রবু, লেখক সংগঠক ধ্রুবক রাজ, লেখক সংগঠক অহিদুল ইসলাম, লেখক সংগঠক নূর ই এলাহী উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া কলেজের ভূতপূর্ব অধ্যাপক প্রফেসর মোঃ শাহ আলম।
    প্রথম পর্বের সভাপতি করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী।
    দ্বিতীয় পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর উপদেষ্টা ফখরুল আনাম বেঞ্জু, সৈয়দা রোকসানা জামান শানু,জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আশরাফ খান কিরণ, সাতক্ষীরা থেকে আগত কবি লেখক সংগঠক ওসমান গনি বাবলা অভিযাত্রিক সভাপতি তৈয়বুর রহমান বাবু নওগাঁ থেকে আগত কবি সংগঠক খেয়ালী মোস্তফা সাফল্য সাহিত্য ও সংস্কৃতি পরিবার বাংলাদেশ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি আব্দুল কাদের সাধারণ সম্পাদক আহসানুল হাবিব মন্ডল সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান সুলতান ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ফজলে এলাহী পার্বতীপুর উপজেলা কমিটির সভাপতি বদরুদ্দোজা বুলু ঘোড়াঘাট দিনাজপুর কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ কবির লেখক সংগঠক ফাহমিদা আফরোজ দ্বিতীয় পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের নির্বাহী সভাপতি নাজিরা পারভীন উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ।
    দিন ব্যাপী এ আয়োজনে সকল লেখক কবিতা পাঠ করেন, উপস্থিত ছিলেন দেশের ৩০ জেলা থেকে আগত ৪ শতাধিক লেখক পাঠক ।

  • বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে গোপালগঞ্জে জাতীয় সমবায় দিবস উ-দযাপন

    বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে গোপালগঞ্জে জাতীয় সমবায় দিবস উ-দযাপন

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

    “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (১ নভেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসের শুভ সূচনা অনুষ্ঠিত হয়।

    জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে শনিবার সকালে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।

    এরপর গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস।

    আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ মাসুদুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা জীবন্নেছা খানম।

    বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বনির্ভরতার অন্যতম ভিত্তি। জনগণের অংশগ্রহণের মাধ্যমে সমবায়ের চেতনা বাস্তবায়িত হলে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

    অনুষ্ঠান শেষে জেলা প মুহম্মদ কামরুজ্জামান আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে জেলার সফল সমবায় সংগঠন ও প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।

    এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি ও জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আশুলিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও উঠান বৈঠক অ-নুষ্ঠিত

    আশুলিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও উঠান বৈঠক অ-নুষ্ঠিত

    হেলাল শেখঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলার আয়োজনে ঢাকার আশুলিয়ার জামগড়া সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত।

    শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫ইং) বিকেল ৪টায় আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন জনাব আসাদুজ্জামান মোহন, সদস্য সচিব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল, প্রধান বক্তা ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ দেলোয়ার হোসেন সরকার, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর কবির মুন্সী, এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হোসাইন মোল্লা। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম।

    আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসান উল্লাহ ভুঁইয়া, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন বিএনপি মোঃ দুলাল মীর, সাধারণ সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দল মোঃ আব্দুস সাত্তার, ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হান্নান, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সেলিম মীর, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ ফারুক হাসান, মাজাহারুল ইসলাম মুন্সী, আজাহারুল ইসলাম মোল্লা, মোঃ নুরে আলম ফরাজী, আমান শেখ, জাকির হোসেন, শামীম সরকার সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন, এই উঠান বৈঠকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের এক হাজারের বেশি লোকজন উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত আমন্ত্রিত অতিথি বৃন্দদের খাবারের আয়োজন করা হয়।

  • তানোরে জামায়াতের নির্বাচনী কর্মী ও সুধী স-মাবেশ

    তানোরে জামায়াতের নির্বাচনী কর্মী ও সুধী স-মাবেশ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী সাবেক এমপি ও জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের বিজয় নিশ্চিত ও তার পক্ষে জনমত সৃষ্টির লক্ষে পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড জামায়াত কর্মী ও সুধী সমাবেশ করেছেন।
    জানা গেছে,শুক্রবার (৩১ অক্টোবর)
    উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ওয়ার্ড সভাপতি আব্দুল খালেকের সঞ্চালনায় ও ইউপি আমির মাওলানা জুয়েল রানার সভাপতিত্বে কৃষ্ণপুর মাদরাসা চত্ত্বরে আয়োজিত নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য জেলা কৃষি বিষয়ক সম্পাদক এবং পাকড়ি ইউনিয়নের (ইউপি) সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, উপজেলা সম্পাদক ডিএম আক্কাস আলী,
    উপজেলা সহকারী সম্পাদক হাফেজ সৈয়দ আলী, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা কাজী মিজানুর রহমান ও ইউপি সম্পাদক মাওলানা সেলিম উদ্দিনপ্রমুখ।এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

  • বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দু-র্ঘটনায় ম-র্মান্তিক মৃ-ত্যু

    বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দু-র্ঘটনায় ম-র্মান্তিক মৃ-ত্যু

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ।।

    জীবনের শেষ প্রান্তে এসে প্রতিদিনের মতো ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বেরিয়েছিলেন তিনি। কিন্তু সেই যাত্রা ছিল তার জীবনের শেষ যাত্রা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো বয়োবৃদ্ধ ভিক্ষুক মো. সোহরাব আলী সরদার (৭০)-কে।শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে খুলনার পাইকগাছা পৌরসভার কালীবাড়ি এলাকায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে ভিক্ষা করছিলেন সোহরাব আলী। ঠিক সে সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে লুটিয়ে পড়েন।

    স্থানীয় যুবক আলিমুল মানবিক দায়িত্ববোধ থেকে আহত অবস্থায় তাকে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি তাকে। দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মাথার পিছনে ফেটে রক্তাক্ত হয়।

    পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু লোকটিকে বাঁচাতে পারিনি।

    নিহত সোহরাব আলী সরদার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম সোবহান আলী শেখ। অভাবের তাড়নায় প্রতিদিনই জীবিকার সন্ধানে বের হতেন তিনি। কিন্তু আজ সেই পথেই চিরতরে থেমে গেল তার জীবনযাত্রা।

    এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে যায়।

    এদিকে অসহায় এ বৃদ্ধের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এক টুকরো ভাতের আশায় পথে বের হওয়া মানুষটির জীবন থেমে গেল ব্যস্ত নগরীর এক নির্জীব দুপুরে।

    প্রেরক,
    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা