Blog

  • লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ

    লাখো ভক্তের সমাগমে আটরশিতে শুরু বিশ্ব উরস শরীফ

    মাদারীপুর প্রতিনিধি /নিজস্ব প্রতিনিধি :
    বিশ্ব জাকের মঞ্জিলের মহামহিম প্রতিষ্ঠতা বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরিফ শুরু হয়েছে।

    সাম্য, শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছরের মত এবারও লাখো মুসল্লির অংশগ্রহণে শুক্রবার জুমার বিশাল জামাতের পর বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে উরস শরীফ শুরু হয়।

    ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরশি গ্রামে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী এই উরস শরীফ ১০, ১১, ১২ ও ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। উরস শরীফ উৎযাপনের লক্ষ্যে ইতিমধ্যেই লক্ষ ভক্তবৃন্দ সমবেত হয়েছেন। মঙ্গলবার ১৩ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব উরস শরীফ।

    মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। দেশ-বিদেশের লক্ষ লক্ষ আশেকান, জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ও ভক্তবৃন্দ সমবেত হচ্ছেন বিশ্ব জাকের মঞ্জিলে। ইবাদত-বন্দেগি, জিকির-আজকার, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতসহ নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিদিন রাত ৩টায় রহমতের সময় থেকে শুরু করে এশার নামাজের পর দয়াল নবীকে ৫০০ বার দূরুদ শরীফ নজরানা দিয়ে কর্যক্রম শেষ হয় বিশ্ব জাকের মঞ্জিলের। দিনব্যাপি চলতে থাকে ধর্মীয় আলোচনা ও বিশেষ মোনাজাত।

    বিশ্ব জাকের মঞ্জিলের সুমহান প্রতিষ্ঠতা বিশ্ব ওলী হয়রত খাজাবাবা ফরিদপুরী ১৩৫৪ বাংলায় ফরিদপুরের সদরপুরে আটরশি গ্রামে আসেন।

    আটরশির নিভৃত পল্লীতে জাকের ক্যাম্প স্থাপনের মাধ্যমে তিনি রাসুল (সাঃ) এর সত্য তরিকা প্রচার শুরু করেন। খাজাবাবা প্রথমে যেদিন আটরশিতে আসেন সেইদিন ছিল কোরবানীর ঈদের দিন। তিনি দেখলেন সেই ঈদের দিনে লোকজন লাঙ্গল-জোয়াল নিয়ে মাঠে যাচ্ছে। এই অঞ্চলে নামাজ ছিল না-সমাজ ছিল না। ধনী, মানী, জ্ঞানী, গুণী লোক ছিল না। গরু কোরবানী হতো না। গরুর গোস্তকে এই এলাকার মোসলমানেরা অস্পৃশ্য মনে করত। ইসলাম কি-তারা জানত না। পার্শ্বেই ছিল হিন্দু জমিদারের বাড়ী। এই এলাকার মোসলমানগণ জমিদার বাড়ীর পূজায় অংশ গ্রহণ করত; পূজার প্রসাদ খাইত। তারা হিন্দুয়ানী রীতিকে ভালবাসিত। হিন্দুয়ানী রীতিতেই চলিত। ইসলামী আদর্শ ও মূল্যবোধ তাদের কাছে অপরিচিত ছিল। আটরশির মত এত নিকৃষ্ট গ্রাম বাংলাদেশে আর দ্বিতীয়টি ছিল না। সেই ঈদের দিনে তিনজন নিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করলেন খাজাবাবা। খোদাতায়ালার নিকট এই দু’আ করলেন, ‘‘হে খোদাতায়ালা!
    এই যে তিন/চার জন আমরা ঈদের নামাজ পড়িলাম। দয়া করিয়া তুমি এখানে বিশাল ঈদের জামাত কায়েম কর।”
    মহান খোদাতায়ালার দয়ায় আজ এখানে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ মানুষ একসাথে নাজাম আদায় করে।

    এই ফরিদপুর জেলার গেরদা ইউনিয়নে জন্মগ্রহণ করেছিলেন হযরত ফরিদপুরী (কুঃ) ছাহেবের দাদাপীর হযরত সৈয়দ ওয়াজেদ আলী (রহঃ)। তিনি সেখানে সত্য ইসলামের হিদায়াত করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছিলেন এবং মনে কষ্ট নিয়ে কলকাতা চলে গিয়েছিলেন ফরিদপুর ছেড়ে।

    তবে কলকাতা যাবার প্রাক্কালে তিনি ভবিষৎবাণী করে গিয়েছিলেন, “এখানে আমার গোলামের গোলাম আসবে যার সামনে কোন অপশক্তিই টিকবেনা।” সেই মহান বুযুর্গের গোলাম হযরত এনায়েতপুরী (কুঃ) এবং উনার গোলাম খাজাবাবা ফরিদপুরী (কুঃ) সাহেব যিনি স্বীয় দাদাপীরের ভবিষ্যত বাণী অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত করেছেন এবং হিদায়েতের বাণী প্রচারে, ইসলামের সত্য প্রচারে প্রতিষ্ঠা করেছেন বিশাল পুণ্য ভুমি “বিশ্ব জাকের মঞ্জিল”। তিনি রাসুল (সাঃ) এর আদর্শে আদর্শবান হয়ে গড়েছিলেন নিজের জীবনকে, নিজের পীরের সংস্পর্শে সুদীর্ঘ ৪০ বছর সাধনা করেন। তিনি ছিলেন রাসুল (সাঃ) এর সুন্নতের পরিপূর্ণ অনুসারী, জীবনযাত্রা ছিল রাসুল (সাঃ) এর চরিত্রের বাস্তব চিত্র।

    আরিফুর রহমান মাদারীপুর।।

  • রুমায় এরিয়া খ্রিষ্টিয়ান বিশ্বাসীদের দু’দিনব্যাপী ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত

    রুমায় এরিয়া খ্রিষ্টিয়ান বিশ্বাসীদের দু’দিনব্যাপী ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : মথি ত্রিপুরা।

    বান্দরবান জেলার রুমা উপজেলায় দুই দিনব্যাপী খ্রিষ্টান বিশ্বাসীদের ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    স্থানীয় একটি বিশ্বাসী  সংস্হার বাংলাদেশ ট্রাইব্যাল এসোসিয়েশন অফ ব্যাপ্টিষ্ট চার্চ্ ( বিটিএবিসি)এর উদ্যোগে শনিবার ও রবিবার  এই সম্মেলন আয়োজন করা হয়।
    সম্মেলনে বিভিন্ন গ্রাম এলাকা থেকে  আসা পুরুষ, মহিলা, যুব/যুবতি ও শিশু আগত ৩৬৭ জন শতাধিক বিশ্বাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা,পবিত্র বাইবেল পাঠ ব্যাখা, প্রার্থনা,আত্মীক উদ্দীপনা, গ্রাম পর্যায়ে নিজস্ব ভাষায় নিজস্ব পোশাক পরিধান  ধর্মীয় গান প্রতিযোগিতা ও নৈতিক শিক্ষামূলক বক্তব্য প্রদান করা হয়।
    এইসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,  আওয়ানা বাংলাদেশ উপদেষ্টা  রেভা: প্রদীপ কর্মকার, আরও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, (বিটিএবিসি)শিক্ষা বিভাগে পরিচালক  বীরবাহাদুর ত্রিপুরা,(বিটিএবিসি)মিনিস্ট্রি সহকারী পরিচালক লুক মিলন ত্রিপুরা, আওয়ানা বাংলাদেশ মিনিস্ট্রি সহকারী যাকোব ত্রিপুরা,বিটিএবিসি বোর্ড মহিলা সদস্যা  শ্রীমতি ত্রিপুরা,বিটিএবিসি শাখা কেন্দ্রীয় যুব সংগঠনে সা-সম্পাদক লেবীয় ত্রিপুরা, বিটিএবিসি শাখায় শিশু মিনিস্ট্রি পরিচালক হেমা মালিনী ত্রিপুরা, চারটি উপজেলা এরিয়া স্হানীয় ধর্মীয় পাষ্টর, শিক্ষক ও কারবারি নেতৃত্বেবৃন্দ উপস্থিত ছিলেন।
    সম্মেলনে মুলসুর,তোমরা জাগিয়া থাক,বিশ্বাসে দাঁড়াইয়া থাক,বীরত্ব দেখাও,বলবান হও।
    আয়োজক কমিটি সভাপতি ও বিভিন্ন গ্রাম থেকে আসা স্হানীয়রা জানান, সমাজে শান্তি,মণ্ডলীর শক্তিশালী, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আত্মীক জাগ্রত স্বর্গের বিস্তার করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার দাবি জানান।।

  • তেঁতুলিয়ায়  অ/বৈধ মোডিফাইড ড্রেজার মেশিন জ/ব্দ

    তেঁতুলিয়ায় অ/বৈধ মোডিফাইড ড্রেজার মেশিন জ/ব্দ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায়
    (১০ জানুয়ারি) সন্ধ্যায় সমতল ভূমি (ফসলি কৃষি জমি) হতে অবৈধভাবে মোডিফাইড ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
    উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু এ অভিযান পরিচালনা করেন।
    এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম আকাশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

    অভিযান পরিচালনাকালীন সময়ে পরিবেশ বিধ্বংসী ০১টি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, ১টি পাম্প ও পাইপসহ আনুসঙ্গিক মালামাল (যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা) জব্দ করা হয়।
    এ সময় উপস্থিত স্থানীয় জনসাধারণকে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয় ।

    ঘটনাস্থলে সংশ্লিষ্ট অবৈধ মেশিনের মালিক অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়।

    এছাড়াও, উক্ত অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রামপুলিশ এবং ময়নাগুড়ি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্য সহযোগিতা করেন।

    জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান।

  • পুঠিয়ায় মাদকবি/রোধী বিরো/ধী অ/ভিযানে আ/টক ৩

    পুঠিয়ায় মাদকবি/রোধী বিরো/ধী অ/ভিযানে আ/টক ৩

    আলিফ হোসেন,তানোরঃ
    ‘যে মুখে ডাকি মা,সে মুখে মাদক না’
    প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
    জানা গেছে,১০ জানুয়ারি শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের সার্বিক সহযোগীতায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ পুঠিয়া উপজেলার উজালপুর, নন্দনপুর ইকোপার্ক, কৃষ্ণপুর আদিবাসী পাড়া, বানেশ্বরের সোনার বাংলা হোটেলসহ বিভিন্ন এলাকার কয়েকটি স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
    এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।
    এদিকে মাদক বিরোধী অভিযানকে সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছেন। তারা এমন অভিযান চলমান রাখার আহবান জানান।

  • তানোরে বিএনপির উদ্যোগে স্বরণকালের স-র্ববৃহৎ  আলোচনা সভা ও দোয়া মাহফিল

    তানোরে বিএনপির উদ্যোগে স্বরণকালের স-র্ববৃহৎ আলোচনা সভা ও দোয়া মাহফিল

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।এদিকে দলীয় নেতা ও কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বরণকালের সর্ববৃহৎ আলোচনা সভা ও দোয়া মাহফিলে পরিণত হয়।
    জানা গেছে, ১০ জানুয়ারি শনিবার তানোর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে তানোর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা,তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান,ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন,চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,মুন্ডুমালা পৌর বিএনপির নেতা অধ্যাপক নুরুল ইসলাম, তৌহিদুর রহমান, ফিরোজ কবির, ডাঃ মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,
    তোফাজ্জুল হোসেন তোফা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেনপ্রমুখ।এছাড়াও তানোরের ৭টি ইউনিয়ন (ইউপি) ও ২টি পৌরসভার সকল ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
    অন্যদিকে আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল মালেক , সহসভাপতি নাসির উদ্দিন বাবু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিলিপ, সম্পাদক হেনা, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ,
    জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক অরণ্য কুসুম,উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক পাইলট, সদস্য টনি জীবন, নাসিম, রবিউল,কাশেম
    গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ ও সদস্য সচিব কাওসার, গোগ্রাম ইউনিয়ন (ইউপি) ছাত্রদলের সভাপতি হিমেল ও সাম্পাদক নাসিমপ্রমুখ।#

  • পোড়াডাঙ্গায় বিএনপির অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দো-য়া

    পোড়াডাঙ্গায় বিএনপির অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দো-য়া

    সুজানগর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তঁাতীবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গায় স্থানীয় বিএানপির অফিস ঘর উদ্বোধন করা হয়েছে । সুজানগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বাবুল হোসেন সরদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সুজানগর পৌর বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন,উপজেলা বিএনপির নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাকির হোসেন, স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বাকীবিল্লাহ, শহিদুর রহমান,আলিম মোল্লা,আব্দুর রহমান মোল্লা, হাফিজুর রহমান, হাতেম আলী, মুক্তার হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক, বদাশা, আলামিন মুন্সী,বাদশা মৃধা ও লোকমান হোসেনসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।খালেদা জিয়ার দেশপ্রেম ও সততা অনুকরণীয় হয়ে থাকবে উল্লেখ করে দোয়া মাহফিলের পূর্বে বিএনপির নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তার অকৃত্রিম দেশপ্রেম এবং সততা আমাদের সকলের জন্য আদর্শ ও অনুকরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক।বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহর নিকট তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসিব করার জন্য কায়মনোবাক্যে প্রার্থনা করা হয়।

    সুজানগর প্রতিনিধি।।

  • সুজানগরে আরাফাত রহমান কোকো স্মৃ-তি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

    সুজানগরে আরাফাত রহমান কোকো স্মৃ-তি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

    সুজানগর প্রতিনিধিঃ সুজানগরে আরাফাত রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সুজানগর পৌরসভার কাচারীপাড়া স্টেডিয়াম মাঠে শুরু হওয়া এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন।কাচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শান্ত,বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ রানা, মিন্টু, ছাত্রনেতা আব্দুস সবুর জয়, নাবিল হোসেন, ক্রিড়া সংগঠনের সদস্য চঞ্চল, আমির হামজা, সাহাব, প্রিয় দাস, ইরফান ও সেজান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।প্রধান অতিথি অধ্যক্ষ নাদের হোসেন তার বক্তব্যে বলেন মরহুম আরাফাত রহমান কোকো শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, তিনি ছিলেন ক্রীড়া ও যুবসমাজের একজন অকৃত্রিম অভিভাবক। তঁার নামে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।খেলাধুলা যুবসমাজকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিকভাবে দৃঢ় ও নৈতিকভাবে শক্তিশালী করে তোলে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

    সুজানগর প্রতিনিধি।।

  • ঝিনাইদহের কালীগঞ্জে গলাই ফাঁ/স দেওয়া অ/জ্ঞাত এক তরুণের ঝুলন্ত ম/রদেহ উ/দ্ধার করেছে পুলিশ

    ঝিনাইদহের কালীগঞ্জে গলাই ফাঁ/স দেওয়া অ/জ্ঞাত এক তরুণের ঝুলন্ত ম/রদেহ উ/দ্ধার করেছে পুলিশ

    ঝিনাইদহ প্রতিনিধি।।
    ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা এলাকায় একটি লিচু বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের গুঞ্জননগর মাঠের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, শনিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান তার মরদেহ গাছে ঝুলছে। পরে পুলিশে খবর দিলে তারা তার মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে কয়েকদিন ধরেই তার মরদেহ গাছে ঝুলছে। মাঠের ওই লিচু বাগানটি লোকালয় থেকে একটু দুরে হওয়ায় এতোদিন কারো নজরে আসেনি। ঝুলন্ত ওই তরুণের পরণে কালো জিন্সের প্যান্ট ও গায়ে লাল-কালো সুয়েটার পরিহিত ছিল। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে অজ্ঞাত ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, সে আত্মহত্যা করেছে না কেউ তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখেছে তা ময়না তদন্তের পর জানা যাবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • রাজশাহীর পুঠিয়ায় আবারো ভে/কু নিস্ক্রীয়

    রাজশাহীর পুঠিয়ায় আবারো ভে/কু নিস্ক্রীয়

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার অপরাধে
    উপজেলার সেনবাগে অভিযান চালিয়ে আবারো স্কেভেটর (ভেকু) মেশিন নিস্ক্রীয় করা হয়েছে।
    জানা গেছে,গত ৯ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলার সেনবাগে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একটি এক্সেভেটর (ভেকু) মেশিন নিস্ক্রীয় করেছেন।
    এদিকে অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। গভীর রাতে প্রত্যন্ত বিলের মাঝখানে পরিবহনের সুযোগ না থাকায় এস্কেভেটরটি (ভেকু) অকেজো করে দিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন,অবৈধ পুকুর খনন ও ফসলী জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে।
    এদিকে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন। #

  • নড়াইলে অতিরিক্ত শীত ও ঘন কুয়াশার কারণে ম/ধুচাষিরা লোকসানের মুখে

    নড়াইলে অতিরিক্ত শীত ও ঘন কুয়াশার কারণে ম/ধুচাষিরা লোকসানের মুখে

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের মধুচাষিরা লোকসানের মুখে। নড়াইলে অতিরিক্ত শীত ও ঘন কুয়াশার কারণে মধু উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তীব্র ঠান্ডায় দিনের বেলাতেও মৌমাছি বাক্স থেকে বের হতে পারছে না। ফলে বাইরে থেকে মধু সংগ্রহ কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গত কয়েক দিন ধরে নড়াইলে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি হিমেল হাওয়া ও ঘন কুয়াশা দেখা দিয়েছে। এর প্রভাবে শুধু জনজীবনই নয়, স্থবির হয়ে পড়েছে কৃষি উৎপাদনও। খামারিরা জানান, মৌমাছিরা বাইরে গিয়ে মধু সংগ্রহ করতে না পেরে উল্টো আগে থেকে জমিয়ে রাখা মধু খেয়ে ফেলছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছেন চাষিরা। আবহাওয়া এমন থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।
    সরেজমিনে নড়াইল সদর উপজেলার বিভিন্ন বিল এলাকায় গিয়ে দেখা যায়, সরিষা ফুল থেকে মধু সংগ্রহের জন্য শত শত বাক্স বসানো হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে বাক্সগুলোর বাইরে মৌমাছির আনাগোনা নেই বললেই চলে।
    মধুচাষি মো. শম্পি সরদার বলেন, ‘সারাদিন কুয়াশা থাকায় মৌমাছি বাক্স থেকে বের হচ্ছে না। অধিক পরিমাণে মধু সংগ্রহের জন্য রোদ ও কুয়াশার সামঞ্জস্য থাকা জরুরি। সাধারণত রাতে কুয়াশা আর দিনে রোদ থাকলে মধু সংগ্রহ বেশি হয়।’
    আরেক চাষি মো. শহিদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে এ বছর মধু উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। সামনের দিনগুলোতে আবহাওয়া অনুকূলে না এলে এই সংকট আরও ঘনীভূত হবে।
    খামারি মো. ইনামুল হক বলেন, ‘ঘন কুয়াশায় মৌমাছি অলস হয়ে বাক্সে বসে থাকে। বের হলেও সংখ্যায় তা খুবই সামান্য। ফলে জীবন বাঁচাতে মৌমাছিরা জমানো মধু খেয়ে ফেলছে। এছাড়া অতিরিক্ত ঠান্ডায় অনেক মৌমাছি মারাও যাচ্ছে।’
    নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে মধু উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমরা আশা করছি এ বছর জেলায় ১০ মেট্রিক টন বা তার বেশি মধু উৎপাদিত হবে। আমরা চাষিদের খাঁটি মধু উৎপাদনে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।