Blog

  • গোদাগাড়ীর প্রেমতলীতে মিথেন গ্যাসের উপস্থিতি শ-নাক্ত

    গোদাগাড়ীর প্রেমতলীতে মিথেন গ্যাসের উপস্থিতি শ-নাক্ত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। কয়েকদিন ধরে স্থানীয়রা নদীর পানিতে ও তীরবর্তী বালুতে বুদবুদের মাধ্যমে গ্যাসের উপস্থিতি লক্ষ্য করছেন।

    মঙ্গলবার পানি কমার পর স্থানীয়রা বুদবুদের স্থানে দিয়াশলাই জ্বালিয়ে দেখেন, বালুর ওপর আগুন জ্বলছে। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং পরদিন অনেক মানুষ গ্যাসের উৎস দেখতে ভিড় করেছেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এ খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল পাঠান। তারা নদীর তীরে বুদবুদের সত্যতা নিশ্চিত করেন। পরে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সকে জানানো হয়।

    শনিবার বাপেক্সের ব্যবস্থাপক (জিওলজি) এসএম নাফিফুন আরহাম, উপ-ব্যবস্থাপক ইমামুল ইসলাম ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক রাসেল কবীর প্রেমতলীতে যান। তাদের সঙ্গে ছিলেন, ইউএনও ফয়সাল আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।

    বাপেক্সের দল নদীপাড়ের গ্যাস ডিটেক্টর ব্যবহার করে মিথেন গ্যাসের উপস্থিতি শনাক্ত করেন এবং বুদবুদের স্থানগুলো থেকে তিন বোতল গ্যাস সংগ্রহ করেন। তারা অন্তত অর্ধশত স্থান থেকে বুদবুদের উৎপত্তি লক্ষ্য করেন। নদীর অপার তীরে নৌকায় গিয়ে আরও কয়েকটি স্থান থেকে গ্যাসের বুদবুদের উপস্থিতি দেখেন।

    ইউএনও ফয়সাল আহমেদ জানান, গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর জায়গাটি সংরক্ষিত ঘোষণা করা হয়েছে এবং সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাপেক্স পরবর্তী কার্যক্রম শুরু করবে।

    বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপের দলপ্রধান এসএম নাফিফুন আরহাম বলেন, ‘আমরা ডিটেক্টরের মাধ্যমে মিথেন গ্যাসের উপস্থিতি শনাক্ত করেছি। সংগ্রহ করা গ্যাস ল্যাবে পরীক্ষা করা হবে, যেটি নিশ্চিত করবে এটি খনিজ গ্যাস নাকি উদ্ভিদ ও মাটির পচন থেকে উৎপন্ন অল্প পরিমাণ গ্যাস।’

    তিনি আরও বলেন, ‘অতীতে এই এলাকায় সার্ভে হয়েছে কি না তা যাচাই করা হবে। পর্যাপ্ত গ্যাস মজুদ থাকলে তা ভবিষ্যতে উত্তোলন করা সম্ভব।’

    স্থানীয়দের মধ্যে এ নিয়ে উচ্ছ্বাস থাকলেও প্রশাসন ও বাপেক্স সতর্ক অবস্থান নিয়েছে। গ্যাস শনাক্ত হওয়া এলাকার নিরাপত্তা এবং ভবিষ্যৎ গবেষণা ও সম্ভাব্য উত্তোলন কার্যক্রম পরিকল্পিতভাবে পরিচালিত হবে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবদক,
    রাজশাহী।।

  • পাইকগাছায় নদীর চর থেকে হাত-পা বাঁ-ধা অবস্থায় যুবককে উ-দ্ধার

    পাইকগাছায় নদীর চর থেকে হাত-পা বাঁ-ধা অবস্থায় যুবককে উ-দ্ধার

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

    পাইকগাছায় হাত-পা বাঁধা এক যুবককে শিবসা নদীর চর থেকে উদ্ধার করেছে পুলিশ। নদীর চরে লাশের মত পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিপনকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

    ২ নভেম্বর রোববার সকালে পাইকগাছা থানার পাশে পানি উন্নয় বোর্ডের অফিসের গোলবাগানের সামনের চর থেকে তাকে উদ্ধার করা হয়। সে পৌর সদরের খৃষ্টান পাড়ার মিখায়েল মাখালের ছেলে রিপোন মাখাল (৩৫)। যুবকের পিতা মিখায়েল মাখাল জানান, আমাদের ভাইদের মধ্যো জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। গত ১৮ অক্টোবর ভাইদের মধ্যো জমি সংক্রান্ত বিরোধ হয়। তখন আমার ছেলেকে আমার ভাই ও ভাইপোরা বসত ঘরে আটকে রাখে। তখন আমার ছেল রিপন ৯৯৯ কল করলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে থানা থেকে নিয়ে আসি। তার পিতা মিখায়েল মাখাল আরও জানায়, ছেলেকে মারপিট করতে পারে বিধায় তাকে অন্য জায়গায় যেতে বলি। সে থেকে আমার ছেলে বাড়ি আসেনা। রোববার সকালে পাইকগাছা থানার পাশে পানি উন্নয় বোর্ডের অফিসের গোলবাগানের সামনে শিবসার চর থেকে হাত পা বাঁধা অবস্তায় রিপোনকে উদ্ধার করেছে পুলিশ। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, হাত-পা বাঁধা অবস্থায় যুবকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

    ইমদাদুল হক
    পাইকগাছা খুলনা।

  • আজ থেকে সুন্দরবনের দুব-লার চরে রাস উৎসব শুরু

    আজ থেকে সুন্দরবনের দুব-লার চরে রাস উৎসব শুরু

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    সুন্দরবনের দুবলার চরে ৩দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব ৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৫ নভেম্বর শেষ হবে। পূণ্যার্থী ও দর্শনার্থীরা উৎসবে অংশ নিতে রওনা দিয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী পূণ্যস্নান ও পূজা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিগত বছরের মতো এবারও বনবিভাগসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়েছেন নানা পদক্ষেপ।
    বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীন সমুদ্র রাস উৎসব সুন্দরবনের সাগরদুহিতা দুবলারচরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে রাস উৎসবে পুর্ণিমা তিথিতে চরে নির্মিত মন্দিরে নামযজ্ঞ, রাধাকৃষ্ণ, কমল কামিনি ও বনবিবির পূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছর কার্তিক বা অগ্রহায়ন মাসের পূর্ণিমা তিথিতে জোয়ারের লোনা পানিতে স্নানে পাপ মোচন হয়ে মনের বাসনা পূর্ণ হবে এমন আশা নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এ মেলায় যোগ দেয়। এ ছাড়া কেউ আসে সস্তান কামনায়, কেউ আসেন রোগ মুক্তির কামনায়। আগামী ৫ নভেম্বর পূর্ণিমার জোয়ারের লোনা পানিতে পূণ্য স্নানের মধ্য দিয়ে এ পূজার সমাপ্তি হবে।

    পূজা সুষ্ঠভাবে সম্পন্ন ও দর্শনার্থীদের চলাচলে নিরাপত্তার জন্য বনবিভাগ পূর্বের ৫টি রুট বহাল রেখেছেন। রুটগুলো হলো ঢাংমারী ও চাঁদপাই স্টেশন তিনকোনা আইল্যান্ড হয়ে দুবলারচর আলোরকোল, বগী-বলেশ্বর সুপতি স্টেশন নকচিখালী শেলারচর হয়ে দুবলারচর আলোরকোল, বুড়ি গোয়ালিনী ও কোবাদক বাটুলা নদী বল নদী-পাটকোস্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর আলোরকোল, কয়রা কাশিয়াবাদ খাসিটানা বজবজা হয়ে আড়ুয়া শিবসা-শিবসা নদী মরজাত নদী হয়ে দুবলারচর আলোরকোল, নলিয়ান স্টেশন হয়ে শিবসা মরজাত হয়ে দুবলারচর আলোরকোল।

    সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, প্রতি বছরের মতো এবারও তীর্থ যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের নির্ধারিত রুটগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর র‌্যাব, কোষ্টগার্ড, পুলিশ, বনকর্মীরা ও নৌবাহিনীর বেশ কয়েকটি টিমের টহল জোরদার থাকবে। অনুষ্ঠানে শুধু মাত্র সনাতন ধর্মাবলম্বীরাই যেতে পারবে। অন্য কোন ধর্মের লোক যেতে পারবে না। পূণ্যার্থীদের অবশ্যই নিজ নিজ জাতীয় পরিচয় পত্রের মূল ও ফটোকপি সাথে রাখতে হবে এবং বনে প্রবেশের সময়ে বন বিভাগের অফিসে ফটোকপি জমা দিতে হবে। পূণ্যস্নান উপলক্ষে পূণ্যার্থীদের আগামী ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ৩দিনের জন্য সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে ৩ নভেম্বর সকাল ৮টার থেকে বর্নিত রুটসমূহ হতে পূণ্যার্থীদের ট্রলার ছেড়ে যাবে। এর আগে কেউ যেতে পারবে না। দুবলায় অবস্থিত বন বিভাগের কন্ট্রোল রুমে অবশ্যই রিপোর্ট করতে হবে। আর পূণ্যার্থীদের প্রবেশের সময়ে প্রতিটি এন্ট্রি পয়েন্ট যথা ঢাংমারি, চাঁদপাই ও শরণখোলা স্টেশন। এসব স্থান থেকে লঞ্চ, ট্রলার ও নৌকার প্রবেশের মূল্য, অবস্থান ফি, ক্যামেরা এবং লোকের সংখ্যানুযায়ী বিধি মোতাবেক রাজস্ব দাখিল করে পারমিট ও প্রবেশ কুপন নিতে হবে। তবে কোন জলযানে ৫০ জনের বেশি যাত্রী নিতে পারবে না। পারমিট ছাড়া কেউ বনে প্রবেশ করতে পারবে না। পূণ্যার্থীদের স্নান শেষে একই রুট দিয়ে ফিরতে হবে এবং পূর্বের স্টেশনে পাশ সমার্পন করে বের হয়ে যাওয়ার সনদপত্র নিতে হবে। অসাধু দর্শনার্থীরা কেউ যাতে বনে প্রবেশ করে হরিণ শিকার করতে না পারে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মা-রধরের শিকার কিশোরের মৃ-ত্যু, মা-মলা হলেও গ্রে-ফতার হয়নি কেউ

    প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মা-রধরের শিকার কিশোরের মৃ-ত্যু, মা-মলা হলেও গ্রে-ফতার হয়নি কেউ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
    রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার এক কিশোর ১২ দিন পর মারা গেছে। নিহত কিশোরের নাম মো. শিহাব (১৭)। সে উপজেলার বসন্তপুর গ্রামের মিজানুর রহমান রিপনের ছেলে। চলতি বছর এসএসসি পাস করে সে।

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিল শিহাব। শনিবার (১ নভেম্বর) সকালে সে মারা যায়। এর আগে গত ২০ আগস্ট রাত আটটার দিকে তাকে নির্মম নির্যাতন করা হয়। রিপনের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে শিহাব ছিল সবার বড়। প্রচণ্ড মারধরের পর থেকেই সে অচেতন অবস্থায় ছিল।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিহাব গত ২০ অক্টোবর পার্শ্ববর্তী বান্দুড়িয়া এলাকায় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। সে তেতুলতলা বাকের কাছে গেলে তার প্রেমিকার আত্মীয়-স্বজনেরা তাকে তাড়া দেয়। শিহাব নিজেকে রক্ষা করতে রাতের অন্ধকারে মাঠের মধ্যে দৌড় দেয়। একপর্যায়ে শিহাব দিক হারিয়ে অন্ধকারের মধ্যে পুকুরে ঝাঁপ দেয়। এ সময় কিছু ব্যক্তিও পুকুরে নেমে শিহাবকে মারধর শুরু করেন। এরপর তাকে পুকুর থেকে তুলে লাঠি দিয়ে বেধড়ক পেটান।

    একপর্যায়ে শিহাব জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়ে। এরপর লাঠি দিয়ে শিহাবকে আরও পেটানো হয়। পরে তাকে ফেলে রেখে যাওয়া হয়। তারপর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। মাথায় গুরুত্বর আঘাত থাকায় তার জ্ঞান ফেরেনি। তাই তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই সে মারা গেল।

    শিহাবকে নির্যাতনের ঘটনায় তার বাবা রিপন গত ২৪ অক্টোবর রাতে রতন আলী (৩২), মো. কানন (২২), সুজন আলী (৩২), ইয়ার উদ্দীন (৩২), মো. শরীফ (৩৫), মো. রাব্বি (২৫), মো. হালিম (৩০) এবং মো. কলিম (৩২) নামের নয়জনের নাম উল্লেখ করে এবং আরও আট থেকে নয়জনকে অজ্ঞাত আসামি করে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন। তবে শনিবার দুপুর পর্যন্ত এদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি থানা-পুলিশ।

    গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে শিহাব হামলার শিকার হয়েছিল। তিনি তার মৃত্যুর খবর শুনেছেন। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর হামলার ঘটনায় আগেই করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিদের গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা চলছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।।

  • বর্তমান সরকার নারীর ক্ষম-তায়নে নিরলসভাবে কাজ করছে-ময়মনসিংহে ডিসি মুফিদুল আলম

    বর্তমান সরকার নারীর ক্ষম-তায়নে নিরলসভাবে কাজ করছে-ময়মনসিংহে ডিসি মুফিদুল আলম

    আরিফ রববানী ময়মনসিংহ
    ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেছেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করছে। তৃণমূল পর্যায়ের এসব প্রশিক্ষণ নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে। আপনারা যে দক্ষতা অর্জন করেছেন, তা কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হবেন এবং অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দেবেন।

    রোববার (২ নভেম্বর) দুপুরে শহরের বাঘমারা এলাকায় অবস্থিত তৃণমূল প্রশিক্ষণ অফিসে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’–এর আওতায় এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ ভাতার চেক প্রদান করা হয়েছে।

    জেলা প্রশাসক ও যুগ্ম-সচিব মুফিদুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের মেট্রোপলিটন এলাকা ময়মনসিংহের প্রশিক্ষণ কর্মকর্তা মিলি রেজা।

    তৃণমূল প্রশিক্ষণ কেন্দ্রের হাউস কিপিং ট্রেইনার মোঃ রাসেল মিয়া এবং বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কমার্স ট্রেইনার মোঃ নূরুল হুদার সহযোগিতায় বাস্তবায়িত অনুষ্ঠানে তিনটি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেক ট্রেড থেকে ৫০ জন করে মোট ১৫০ জন নারীকে ৫ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। এতে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

    প্রশিক্ষণ কর্মকর্তা মিলি রেজা বলেন, নারীর অর্থনৈতিক উন্নয়নই সমাজের টেকসই উন্নয়নের চাবিকাঠি। আমরা চাই, এই প্রশিক্ষণ শেষে প্রতিটি নারী নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করুন।

    আলোচনা সভা শেষে জেলা প্রশাসক উপস্থিত ১৫০ জন নারী প্রশিক্ষণার্থীর প্রত্যেকের হাতে প্রশিক্ষণ ভাতার ৫ হাজার টাকার চেক তুলে দেন।

  • গোবিন্দগঞ্জে ৩ গরু চো-রকে পিটিয়ে হ-ত্যায় ২০০ জনের বি-রুদ্ধে মা-মলা

    গোবিন্দগঞ্জে ৩ গরু চো-রকে পিটিয়ে হ-ত্যায় ২০০ জনের বি-রুদ্ধে মা-মলা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরির ঘটনায় গণপিটুনিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জন এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করেছে।

    রবিবার শেষ রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকার হেলালীপাড়ায় জনৈক আব্দুস সালামের বসতবাড়ির পার্শ্বে পাকা গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে ৩টি গরু চুরি করে পিকআপ যোগে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। তারপর সবাই লাঠিসোঁটা নিয়ে পিকআপটিকে ধাওয়া করলে তারা পার্শ্ববর্তী নাসিরাবাদ গ্রামের দিকে পালিয়ে যায়। সেখানেও স্থানীয়দের বাঁধার সম্মুখীন হলে পিকআপ থেকে ৩জন রাস্তার পাশের পুকুরে ঝাঁপ দেয়। চালক গরুসহ পিকআপটি নিয়ে পালিয়ে যায়। এদিকে জনতা ইট পাটকেল ছুড়ে তাদের পুকুর থেকে টেনে তুলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই ২ চোর মারা যায়। অপরজন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ২জনের লাশসহ আহত ১জনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।

     নিহত ৩জনের মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপাড়া গ্রামের মালিব্বর মিয়ার ছেলে কাউসার আলী (৩৩) এর পরিচয় পাওয়া যায়। বাকি ২জনের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে রংপুর রেঞ্জের সিআইডির ক্রাইম সিনের একটি দল।

    এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) বুলবুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • তৃণমূল বিএনপি থেকে সংসদে যাওয়ার ল-ড়াই—কুমিল্লা-৫ আসনে আলোচনায় চেয়ারম্যান মোঃ সামসুল আলম

    তৃণমূল বিএনপি থেকে সংসদে যাওয়ার ল-ড়াই—কুমিল্লা-৫ আসনে আলোচনায় চেয়ারম্যান মোঃ সামসুল আলম

    তরিকুল ইসলাম তরুণ, কুমিল্লা:
    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির তৃণমূলের নেতা মো. সামসুল আলম এখন নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছেন। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারের বার্তা পৌছে দিচ্ছেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আশা প্রকাশ করেছেন।
    দুইবারের নির্বাচিত হয়েছেন সতন্ত্র প্রার্থী হয়ে, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান সামসুল আলম। দীর্ঘদিন বিএনপির তৃণমূল রাজনীতিতে সক্রিয়। তিনি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের সময় পাশে থেকে সহযোগিতা করেছেন। গত ১৭ বছরে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। স্বৈরাচার হাসিনা কে নামাতে ২০১৩,থেকে ২০২৪ সালের ৫ ই অগাষ্ট পর্যন্ত আন্দোলন করেছেন।এসব আন্দোলনে সিলেট টু কুমিল্লা সড়কের মিরপুর, মাধবপুর এলাকায় ছাত্র জনতা নিয়ে রাস্তা বেরি কেট দেন।এছাড়া
    রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি এলাকায় উন্নয়ন ও শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার উদ্যোগে ব্রাহ্মণপাড়া উপজেলায় রাস্তাঘাট, সেতু, স্কুল, মাদ্রাসা ও মসজিদের ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি মাধবপুর উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
    ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক ছিলেন এবং পরে ঢাকার তিতুমীর কলেজের ছাত্র রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন; সে সময় পাক সেনারা তার বাড়িঘর পুড়িয়ে দেয়।
    উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আধুনিক উপজেলা বিনির্মানের জন্য সরকারি ভাবে বিদেশ সফরেও অংশ নেন। ১৯৮৮ সালে সরকারি পর্যবেক্ষণ সফরে চট্টগ্রাম বিভাগ থেকে প্রতিনিধি হিসেবে ১ মাশের জন্য ইন্দোনেশিয়া গমন করেন,পরে থাইল্যান্ড ও সিঙ্গাপুর সফর করেন।
    রাজনৈতিক জীবনের সূচনায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে ১৯৭৮ সালে জাতীয়তাবাদী দলে যোগ দেন। পরবর্তীতে ইউনিয়ন, উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন।
    মোঃসামসুল আলম বলেন, “জনগণের ভালোবাসাই আমার শক্তি। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির নীতি-আদর্শ প্রতিষ্ঠা ও বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা আমার অঙ্গীকার।”

  • পঞ্চগড় হাসপাতালের নতুন ভবন চালু করতে জামায়াতের ১০ লাখ টাকা অ-নুদান

    পঞ্চগড় হাসপাতালের নতুন ভবন চালু করতে জামায়াতের ১০ লাখ টাকা অ-নুদান

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে নির্মিত বহুতল ভবন বরাদ্দের অভাবে দীর্ঘদিনেও চালু না হওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে তহবিল গঠণ করে স্বাস্থ্য বিভাগ। এবার সেই তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
    রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক সাবেত আলীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
    এ সময় বক্তব্যে তিনি বলেন, খাদ্য সমস্যা সমাধানে, শিক্ষা এবং দেশের স্বার্থে দলমত দেখা ঠিক নয়। হাসপাতাল চালু করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসার দাবিদার। আমাদের এই অনুদান শুধু দলের পরিচিতির জন্য না, এটা মানবিক কাজ।
    তিনি আরো বলেন, বাংলাদেশ আমাদের গর্বের প্রিয় দেশ। এই দেশ গড়ার জন্য আমরা দল-ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে কাজ করবো। আর চিকিৎসা, শিক্ষা, দেশের সার্বভৌমত্ব- এসব ক্ষেত্রে আমরা দল এবং ধর্মের পরিচয়ে কাজ করবো না। আমরা দেশের নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবো। আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা সবাই বনি আদম- ভালো কাজ করার জন্যই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। সে হিসেবে সকল মানুষের কল্যাণে কাজ করা আমাদের অন্যতম দায়িত্ব।
    পরে মাওলানা আব্দুল হালিম দলের নেতৃবৃন্দকে নিয়ে হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এর কোন মূল্য নেই। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্যই আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের কথা বলছি। গণভোট এবং নির্বাচন দুটোই হতে হবে। একটি হবে একটি হবেনা এটা আমরা মানবোনা।
    মাওলানা আব্দুল হলিম আরো বলেন, কোন রাজনৈতিক দলের সাথে আমাদের বিরোধ নেই। যে যার মত রাজনৈতিক মতামত পেশ করবে এটাই স্বাভাবিক। আমরা ৮টি দল মিলে গণভোট সহ বিভিন্ন দাবি আদায়ে এক হয়ে আন্দোলন করে যাচ্ছি।
    এ সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, গণ অধিকার পরিষদের জেলা শাখার আহ্বায়ক মাহফুজার রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালীন সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।

  • পটিয়ায় ইজারা বিহীন বালু উ-ত্তোলন যুবদল নেতার

    পটিয়ায় ইজারা বিহীন বালু উ-ত্তোলন যুবদল নেতার

    মহিউদ্দিন চৌধুরী।।
    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শ্রীমাই খালে স্থানীয় এক যুবদল নেতার নেতৃত্বে ইজারা বিহীন অবৈধ বালু উত্তোলন চলছে। এতে একদিকে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব, অন্যদিকে খালের তীর ভাঙ্গন ও কৃষিজমি চরম ক্ষতির মুখে পড়ছে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসদরের ৭নং ওয়ার্ডের বাহুলী এলাকায় প্রতিদিন গভীর দিনরাত সমান রাতে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। প্রশাসনের নিরব ভূমিকার সুযোগে তারা দিন-রাত ডজনখানেক ট্রাকে বালি পরিবহন করছে। এতে দৈনিক প্রায় এক থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বালু সিন্ডিকেট। তাছাড়া বালুর পিকআপ চলাচলের কারণে সড়কের বেহাল দশা তৈরি হয়েছে, আর স্থানীয়দের নিরাপত্তাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

    স্থানীয়দের অভিযোগ, যুবদল নেতা এস. এম. রেজা রিপন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এনামুল হক এনামের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের তৎপরতা না থাকায় প্রতিদিন খালের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।
    খালে বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মিত হচ্ছে আধুনিক প্রযুক্তির হাইড্রোলিক অ্যালিভেটর ড্যাম। পাশাপাশি খালের দুই তীরের ভাঙ্গন রোধে ৪.৪ কিলোমিটার এলাকায় ব্লক বাঁধ নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় প্রায় ১৩৩ কোটি টাকা এবং ইতোমধ্যে প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
    প্রকল্প বাস্তবায়ন হলে পটিয়া পৌরসভা ও হাইদগাঁও, কেলিশহর ও কচুয়াই ইউনিয়নের প্রায় ১,১০৮ হেক্টর জমিতে সেচ সুবিধা পাওয়া যাবে। ২০২৩ সালের ১৭ জানুয়ারি একনেক সভায় অনুমোদন পাওয়া এই প্রকল্পটি ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা। সম্পন্ন হলে শুষ্ক মৌসুমে এটি ৩৭ কোটি লিটার পানি ধারণক্ষমতা সম্পন্ন হবে, যা এলাকার কৃষি উৎপাদনে বিপ্লব ঘটাতে পারে।
    কিন্তু অবৈধ বালু উত্তোলনের কারণে খালের দুই তীর ভেঙ্গে পড়ছে, পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে এবং পুরো প্রকল্পের কাঠামো হুমকির মুখে পড়েছে।
    উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘ইজারাবিহীনভাবে বালু উত্তোলনের ফলে হাইদগাঁও এলাকার কৃষকরা বিপাকে পড়েছেন। সরকার যেখানে শত কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ করছে, সেখানে অসাধু সিন্ডিকেট খাল ভেঙে কৃষিজমি ধ্বংস করছে।’
    পৌর যুবদলের আহ্বায়ক আবসার উদ্দিন সোহেল বলেন, ‘এস. এম. রেজা রিপন বর্তমান যুবদলের কমিটির কেউ নন। তবে তিনি ব্যক্তিগতভাবে যুবদলের নাম ব্যবহার করতে পারেন।’
    রফিক নামের এক কৃষক জানান, ‘দীর্ঘদিন ধরে এই অসাধু চক্র আমাদের জমি নষ্ট করছে। প্রশাসন জানলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দ্রুত প্রতিকার চাই।’
    বিএনপি মনোনয়ন প্রত্যাশী এনামুল হক এনাম অভিযোগের বিষয়ে বলেন, ‘কোনো চোর-ডাকাত বা সন্ত্রাসীর স্থান আমার দলে নেই। রিপন অপরাধে জড়িত থাকলে প্রশাসন আইনগত ব্যবস্থা নিক। আমার নাম বা দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার দায় আমি বা দল নেবে না।’

    পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, ‘ওই খালে কাউকে ইজারা দেওয়া হয়নি। কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
    উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জানান, ‘কয়েকদিন আগেও আমরা অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করেছিলাম। যদি পুনরায় এমন কাজ হয়, তবে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

  • ময়মনসিংহে পরিবারতন্ত্রে জিম্মি ময়মনসিংহ বড় মসজিদ-মাদ্রাসা

    ময়মনসিংহে পরিবারতন্ত্রে জিম্মি ময়মনসিংহ বড় মসজিদ-মাদ্রাসা

    আরিফ রব্বানী।।

    স্টাফ রিপোর্টারঃ
    দীর্ঘদিন ধরে চলে আসা মাওলানা আব্দুল হকের আধিপত্যবাদ এবং পরিবারতন্ত্রে জিম্মি হয়ে পড়েছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদ ও মাদরাসা। এনিয়ে বিভিন্ন সময়ে প্রতিবাদ করায় মাদ্রাসা শিক্ষার্থীদের দিয়ে হামলা, অবরুদ্ধ করে শিক্ষককের উপর আঘাত, জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা, প্রশাসন নিয়ে কটুক্তিসহ নানা বিতর্কিত কর্মকান্ডে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় বিব্রত জেলা প্রশাসনসহ বিভিন্ন দলের রাজনীতিকরা। ঘটনার নিন্দা জানিয়ে কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন সকলেই।জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদ ও মাদরাসার প্রধান মাওলানা আব্দুল হক এর এসব আধিপত্যবাদ এবং পরিবারতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাদ্রাসা শিক্ষকরা জেলা প্রশাসক ও চক বাজার জামে মসজিদ ওয়াকফ এস্টেট কমিটির সভাপতির বরাবরে অভিযোগ করলে কমিটির সদস্যরা তদন্ত পুর্বক ব্যবস্থা হিসাবে স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে এসব সিদ্ধান্ত আব্দুল হক এর স্বেচ্ছাচারীতা অনিয়মের বিরুদ্ধে হওয়ায় মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় আন্দোলনে নামিয়ে দেন।

    ময়মনসিংহ জেলা প্রশাসন সুত্রে জানা যায়-গত ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর-২৪ সালে চক বাজার জামে মসজিদ ওয়াকফ এস্টেট কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব নেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। দায়িত্ব পালন কালে কমিটির যেকোন সিদ্ধান্ত প্রায়শই অমান্য করে প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হক। কমিটির সিদ্ধান্তকে অমান্য করে তার পক্ষে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় আন্দোলনে নামিয়ে নাজুক পরিস্থিতি সৃষ্টি করে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে। গত ২৪ সালের ১৯শে নভেম্বর মাদ্রাসার লাঞ্ছিত শিক্ষক আজিজুল হক এর একটি অভিযোগের প্রেক্ষিতে ওয়াকফ্ কমিটি সিদ্ধান্ত মোতাবেক আজিজুল হকের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা হিসাবে ইসলামিক ফাউণ্ডেশনকে নিয়োগ করা হলে তদন্তকারী কর্মকর্তা আজিজুল হকের বিরুদ্ধে আনিত অভিযোগের কোন প্রমাণ না পেয়ে তাকে দায়িত্ব পুনর্বহালের সিদ্ধান্ত নিলে মাওলানা আবদুল হক এর পক্ষ থেকে পরে এই সিদ্ধান্তের বিরোধিতা করে বরং মাওলানা আজিজুল হককে বহিষ্কার করতে ষড়যন্ত্র করে ছাত্রদের আন্দোলনে নামানো হয়। এসব ষড়যন্ত্রের সাথে জড়িত মাওলানা আব্দুল হক এর জামাতা মুফতি সারোয়ার হুসাইন,আরো দুই মেয়ের জামাতা, এক ছেলে ও এক নাতি। তৎপ্রেক্ষিতে ওয়াকফ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজিজুল হককে পুনর্বহাল ও মেয়ের জামাতা সারোয়ার হুসাইনকে প্রধান শিক্ষক পদসহ কমিটির সকল পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কমিটি। একই সাথে মাদ্রাসার প্রধান আব্দুল হক সাহেবের আরেক মেয়ের জামাতা মাওলানা তফাজ্জল হোসেন একই সাথে ত্রিশাল ও নিজস্ব মসজিদ পরিচালনা করেন বিদায় বড় মসজিদ মাদ্রাসার খন্ডকালীন শিক্ষকতার দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়ে মাদ্রাসার দ্বিতীয় সিনিয়র আলেম মাওলানা রইসুল ইসলামকে নায়েবে মুহতামিম এর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিটি। এসব সিদ্ধান্ত মিটিং চলাকালে মাওলানা আব্দুল হক সাহেব মেনে নিলেও পরবর্তীতে মিটিং থেকে বেরিয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের প্ররোচনা করে সিদ্ধান্ত মানা হয়নি জানিয়ে আন্দোলনে নামার উৎসাহিত করে ধ্বংসাত্মক আন্দোলন কার্যক্রম চালায় শিক্ষার্থীরা । এসব বিষয়ে আরো একাধিক বার ওয়াকফ্ কমিটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কমিটির মিটিং চলাকালে আব্দুল হক সাহেব সব মেনে নিলেও মিটিং থেকে মাদ্রাসা গিয়েই কোমলমতি শিক্ষার্থীদের প্ররোচনায় ফেলে আন্দোলনে নামিয়ে নগরীর শান্ত পরিবেশকে অশান্ত করে তুলেন। কমিটির সিদ্ধান্ত মাদ্রাসা বড় হুজুর আব্দুল হক সাহেবের স্বার্থের বাইরে গেলেই কমিটির সভাপতি ডিসির প্রত্যাহারে ছাত্রদের উস্কানি দিয়ে আন্দোলন করতে উৎসাহিত করা হয় এমন দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে।

    গত ২৭ অক্টোবর রাতে স্থানীয় প্রশাসনের সঙ্গে মাদরাসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুইটি পক্ষের বৈঠকের পর হঠাৎ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় মাওলানা আব্দুল হকের অনুসারিদের হামলায় শিক্ষক হাফেজ মো. শহীদুল্লাহ (৫৫) আহত হন। এ ঘটনায় পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে উঠলে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের হস্থক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

    জেলা প্রশাসক মুফিদুল আলম বিগত প্রায় এক বছর ধরে চলা জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদ ও মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল হকের আধিপত্যবাদসহ চলমান সকল ঘটনার বিষয়ে ওয়াকফ্ কমিটির সভায় পর্যায়ক্রমে বিস্তারিত তুলে ধরেন। সেই সাথে শান্তি বজায়ে রেখে উদ্ভুত পরিস্থিতি নিরসনে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

    কিন্তু বিষয়টি র্স্পশকাতর ধর্মীয় স্থান হওয়ায় এবং ঘটনার সঙ্গে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা জড়িত থাকায় বিষয়টি নিয়ে বিব্রতবোধ করছেন অনেকেই।
    বড় মসজিদের এই আলোচিত ঘটনাটি নিয়ে নগরীর বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা বিব্রত। বারবার চেষ্টা করেও ঘটনার সামাধান করা যাচ্ছে না, এটা তারা মেনে নিতে পারছেন না। তারা আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয় পর্যায়ের শীর্ষ আলেমগনের পরামর্শে বড় মসজিদ ও মাদরাসার এই অস্থিতিশীল পরিস্থিতির স্থায়ী সামাধান হবে।