Blog

  • পঞ্চগড়ে চিকিৎসকের উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন

    পঞ্চগড়ে চিকিৎসকের উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন

    মোঃ বাবুল হোসেন , পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফজলে হাসান সিদ্দিকী নাঈম এর উপর অর্তকিত হামলার প্রতিবাদে কালোব্যাচ ধারণ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার হাসপাতালগুলোতে কর্মরত চিৎিসকেরা।

    বৃহস্পতিবার (১৭অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখার আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘন্টব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

    গত বুধবার দুপুরে মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ও ল্যাবরেটরি ইনচার্জ ডাঃ ফজলে হাসান সিদ্দিকী নাঈম। এসময় তার উপর জাকির হোসেন রাজু নামে এক ব্যাক্তি হামলা করেন। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করেছেন ওই চিকিৎসক।

    মামলা সূত্রে জানাযায়, রাজনগর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে হোটেল কারিগর জাকির হোসেন রাজু চিকিৎসা নিতে গত ১২ অক্টোবর চিকিৎসক নাঈমের সাথে সাক্ষাৎ করেন। চিকিৎসক তাকে রোগের ওষুধের জন্য প্রেসক্রিপসনও দেন। ঘটনার দিন হঠাৎ রাজু হাসপাতালের চিকিৎসকের চেম্বারে গিয়ে বলেন তাঁকে ঘুমের ওষুধ দেয়া হয়নি কেন। গত তিনদিন থেকে তিনি ঘুমাতে পারেন না। এসব বলার পরে কিছু বুঝে ওঠার আগেই ডাক্তারের গালে থাপ্পর মারেন রাজু।

    এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন পঞ্চগড়ের নেতৃবৃন্দ, জেলা মেডিক্যাল টেকনোলজিষ্ট ক্লাবের সদস্য, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) পঞ্চগড়ের নেতাকর্মী এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. আদম সুফি, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখার সহ সভাপতি ডা. বাহারাম আলী,পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসআইএম রাজিউল করীম রাজু, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেম, ডা. আমির হোসেন (সার্জারী), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) পঞ্চগড়ের সাধারণ সম্পাদক ও সদর আধুনিক হাসপাতালের ডা. মনসুর আলম (এনেস্থেশিয়া), ডা.এমআর রাজু (গাইনী) প্রমুখ বক্তব্য রাখেন।

    এসময় বক্তারা বলেন, সারা দেশেই একটি প্রথা চালু হয়েছে স্বাস্থ্য সেবা মনমত না হলে চিকিৎসকেরা উপর হামলা করার। যা সত্যিই লজ্জাজনক। একজন চিকিৎসক সর্বদা নিজের সেরাটা দিয়ে রোগীর সেবা ও চিকিৎসা দেন। যেমন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে বর্হিবিভাগে সহস্রাধিক ও অভ্যন্তরীণ বিভাগে প্রায় তিনশত রোগীকে চিকিৎসা দেন মাত্র ১০ জন চিকিৎসক। অথচ আমাদের বিরুদ্ধে অভিযোগ আমরা নাকি বাইরে থেকে চিকিৎসক আসতে দেইনা। এটা ভিত্তিহীন কথা।

  • পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা

    পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা

    মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টে অনুমোদিত শব্দের অতিরিক্ত মাত্রার হর্ণ ব্যবহারে জরিমানা করা হয়েছে।

    বুধবার (১৬ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্প” এর আওতায় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, পঞ্চগড়ের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা করা হয়।

    জানা যায়, পরিবেশ অধিদপ্তর অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহারের অভিযোগে ৫টি ট্রাক ড্রাইভারকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা ধায্যর্পূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১০টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

    উক্ত অভিযানে জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, সুবীর সাহা, আমিনুল হক তারেক ও রিফা তামান্নার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এতে পুলিশ বিভাগ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

    পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।

    মুহম্মদ তরিকুল সাংবাদিক।।

  • সুজানগরে ছেলের সঙ্গে এইচএসসি পাশ করলেন বাবা-মা

    সুজানগরে ছেলের সঙ্গে এইচএসসি পাশ করলেন বাবা-মা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে মা,বাবা ও ছেলে একইসঙ্গে এবারে এইচএসসি পাস করেছেন। বাবা বিএম ফারুক হোসেন জিপিএ-৪.৭১, মা মোছা.জাকিয়া সুলতানা জিপিএ-৪.২৫ এবং ছেলে বিএম হুজ্জাতুল ইসলাম ফাহিম জিপিএ- ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
    মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসির ফল প্রকাশের পর এমন সাফল্যে পরিবার-পরিজনসহ এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন বাবা-মা ও ছেলে।
    কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের বিএম শাখা থেকে বাবা ও মা এবং ছেলে উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ(ইংলিশ ভার্ষন) থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফলে দেখাযায়, বাবা বিএম ফারুক হোসেন ৪.৭১,মা মোছা.জাকিয়া সুলতানা ৪.২৫ এবং ছেলে ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হন।
    সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু জানান, বিএম ফারুক ও তার স্ত্রী জাকিয়া তার প্রতিষ্ঠান থেকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উর্ত্তীর্ণ হয়েছেন। এবং ছেলে সহ একই সঙ্গে বাবা-মা পাশ করার এই সাফল্য সমাজের অনেককে অনুপ্রাণিত করবে।
    বাবা-মার সঙ্গে এইচ এসএসসি (সমমান) পরীক্ষায় পাশ করে উচ্ছ্বসিত ছেলে বিএম হুজ্জাতুল ইসলাম ফাহিম । সে জানায়, একই বছর আমার সঙ্গে আমার বাবা ও মা এইচএসসি পাশ করায় সত্যিই আমি অনেক খুশি। মা জাকিয়া সুলতানা বলেন, আমার খুব ইচ্ছা ছিল এইচএসএসসি পাশ করার। কিন্ত মা-বাবার সংসারে সেই ইচ্ছা পূরণ হয়নি। পরে আমি আমার স্বামী ও ছেলের পরামর্শে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য আমি এবং আমার স্বামী সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের বিএম শাখায় ভর্তি হই। এবং এইচএসসি (সমমান) পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছি, তাই আমি আন্দদিত।
    বাবা বিএম ফারুক হোসেন বলেন, অল্প বয়সে ২০০২ সালে আমার বিয়ে হয়। এরপর সংসারের হাল ধরার কারনে ব্যবসা করায় তখন আর লেখাপড়া হয়ে উঠেনি। আমার ২ ছেলে ও এক মেয়ে । স্ত্রী ও আমি একই সঙ্গে কলেজে ভর্তি হই। এবং এক সঙ্গে স্ত্রী ও বড় ছেলের সঙ্গে একই বছর পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করে আমি অনেক খুশি। তিনি আরো বলেন, সমাজে চলতে অনেক সময় শিক্ষাগত যোগ্যতার জন্য বিড়ম্বনায় পড়তে হতো। সত্যি কথা বলতে লেখাপড়ার কোনো বিকল্প নেই। পাশ করার ফলে আমাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। আমি এবং আমার স্ত্রী উচ্চতর ডিগ্রি অর্জন করতে পড়ালেখা চালিয়ে যাব ইনশআল্লাহ।
    এ বিষয়ে সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শুকুর বলেন, শিক্ষার ক্ষেত্রে বয়স কোন বাধা নয়। এমনকি বিয়ে-সংসার কিংবা সন্তান লেখাপড়ায় অন্তরায় হতে পারে না। এমনটাই করে দেখালেন ফারুক-জাকিয়া দম্পতি।
    সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বুধবার বলেন, একই সঙ্গে বাবা-মা ও ছেলে এইচ এসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আমাদের সামনে তারা একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের এমন কৃতিত্বকে সবার সম্মান করা উচিত। এবং তাদের দেখে অন্যরাও উচ্চ শিক্ষায় অগ্রসর হবেন বলে প্রত্যাশা করি। উল্লেখ্য,পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামের মৃত জানু বিশ্বাসের ছেলে বিএম ফারুক হোসেন ২০০২ সালে ১০ শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় বিয়ে করেন উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামের ময়েন উদ্দিন মোল্লার কন্যা মোছা.জাকিয়া সুলতানাকে । ২০০৩ সালে তাদের দুইজনেরই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও সন্তান গর্ভে আসায় এবং সাংসারিক চাপে শেষ পর্যন্ত আর পরীক্ষা দেওয়া সম্ভব হয়ে উঠেনি তাদের। পরে ২০২২ সালে খয়রান লুকমান হাকিম টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পাশ করেন এই দম্পতি।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • তারাগঞ্জে কালবেলার ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

    তারাগঞ্জে কালবেলার ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি
    রংপুরের তারাগঞ্জে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালবেলার ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে “বাংলাদেশ প্রেসক্লাব” তারাগঞ্জ উপজেলা শাখার হলরুমে আয়োজিত অনুষ্ঠানটি সামিউল আলিম নিরাপদের কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর তারগঞ্জ উপজেলা শাখার আমীর মাও. মো. আলমঙ্গীর হোসেন, আলহাজ্ব মমতাজ উদ্দিন অটো রাইস মিলস্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হাকিম সরকার।
    অনুষ্ঠানে শুভেচ্ছা রাখেন, জামায়েতে ইসলামী বাংলাদেশ এর অঙ্গ সংগঠণ যুব বিভাগ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু হানিফ ও জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সয়ার ইউপি’র সভাপতি এ্যাড. ছামছুল হুদা।
    বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাও. মো. আলমঙ্গীর হোসেন বলেন, দৈনিক কালবেলা ও কালবেলার মাল্টিমিডিয়া বিভাগ মাত্র দুই বছরে দেশের জনমনে স্থান করে নিয়েছেন। তাদের সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, সাহসীকতা এবং সবার আগে পাঠকের কাছে পৌঁছানোর যে অগ্রগতি তা আমার কাছে অতি প্রশংসিত। আমি কালবেলা পত্রিকার বিগত দুই বছরের অগ্রণী ভূমিকার চেয়ে আরো উন্নতি সাধনে, দেশের কল্যানে নিবেদিত থাকার আশা ব্যক্ত করে পত্রিকা সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।
    আব্দুল হাকিম সরকার তার বক্তব্যে বলেন, কালবেলা এমন একটি সাহসী পত্রিকা, জুলাই-আগস্ট বিপ্লবে সংঘঠিত সহিংসতা ও হত্যাকান্ডের ঘটনা মূহুর্তে মূহুর্তে দেশবাসীর কাছে তুলে ধরেছে। দেশের প্রথম সারির গণমাধ্যম হিসেবে কালবেলা কর্তৃপক্ষের কাছে আমার প্রত্যাশা, কালবেলার প্রিন্ট, অনলাইন মাল্টিমিডিয়াসহ ফেসববুক পেজ জাতির স্বচ্ছ দর্পণ হিসেবে দুর্বার গতিতে এগিয়ে যাবে।
    প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা রংপুর জেলা প্রশাসনের সেমিনারে দাপ্তরিক দ্বায়িত্বে ব্যস্ততায় থাকায় উপস্থিত প্রধান অতিথির দ্বায়িত্ব পালন করেন কালবেলার তারাগঞ্জ উপজেলা প্রতিনিধির পিতা বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন সরকার। তিনি তার বক্তব্যে বলেন, কালবেলা সত্যি একটি দুর্বার সাহসী পত্রিকা। এ পত্রিকায় দেশব্যাপী কর্মরত সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্তপক্ষ রাষ্ট্রীয় মূল্যবোধ সম্পন্ন, পরিশ্রমী ও বিশেষ বুদ্ধিমত্তা সম্পন্ন। সাফল্যের দুই বছর পেরিয়ে বিপ্লবোত্তর তারুণ্যের স্বপ্ন পূরণে যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার যে বার্তা জাতিকে দিয়েছে তা বাস্তবায়নের আশা করি।
    কালবেলার তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি লাতিফুল সাফির সঞ্চালনায় কালবেলার সাফল্যের ২ বছর ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে ৫ম শ্রেণি পড়ুয়া তাসমিয়া তাবাচ্ছুম আস্থার দেশাত্ববোধক গানের নৃত্য পরিবেশনার পর সম্মিলিত ভাবে কেক কাটার মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
    দৈনিক ভোরের দর্পণের সাংবাদিক মো. আরিফ শেখের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের কাগজ এর প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম বিজয়, দৈনিক সকালের সময় এর তাপস রায়, ডেলি ট্রাইবুনালের তারাগঞ্জ প্রতিনিধি খলিলুর রহমান, আলোকিত প্রতিদিনের মো. ওমর ফারুক, দৈনিক জবাব দিহির ময়েন উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

  • মাদারীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

    মাদারীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

    আরিফুর রহমান,
    মাদারীপুর :

    জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে মাদারীপুরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১০টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী সরদার শামসুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসাঃ ইয়াসমিন আক্তার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ মনির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী (শিবচর) শামিমা নাসরিন, সহকারী প্রকৌশলী (কালকিনি) আমিনুল ইসলাম, এবং উপসহকারী প্রকৌশলী মোঃ লিমন হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ তুহিন হোসেন, গোলাম মোরশেদ, মামুনুর রহমান সুমন। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

    আলোচনা সভায় স্বাগত বক্তব্য দিয়ে জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়ার বিভিন্ন কার্যকারিতা দিক তুলে ধরেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী সরদার শামসুল আলম। বিশেষ অতিথি বক্তব্যে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনির আহমেদ খান বলেন, ডায়রিয়াসহ নানা প্রকার রোগ থেকে বাঁচতে আমাদের হাত ধোঁয়ার প্রয়োজনীয়তা অপরিসীম।

    প্রধান অতিথি জেলা প্রশাসক মোসাঃ ইয়াসমিন আক্তার বলেন, আমাদের শিক্ষার্থীদের ও গ্রামের সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক করতে হবে। না হলে আমাদের লক্ষ পূরণ হবে না। কারণ আমাদের শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ স্যানেটারি বিষয়ে কম জানেন। তাই প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয় গুলতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাত ধোঁয়ার উপকারিতার তুলে ধরা উচিত। সকলকে সতর্ক করাই আমাদের মূল লক্ষ্য।

    আরিফুর রহমান মাদারীপুর।।

  • বরগুনার তালতলীতে নতুন ইউএনও’র পরিচিতি সভা

    বরগুনার তালতলীতে নতুন ইউএনও’র পরিচিতি সভা

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে নতুন যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা’র সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার(১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘পায়রা’ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত’র সঞ্চালনায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ইমাম-পুরোহিত, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন ইউএনও উম্মে সালমা।

    এ সময় বক্তব্য রাখেন, তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কালাম খান,উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক ,যুগ্ন আহবায়ক ও তালতলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন, বিএনপির সাবেক আহবায়ক ফরহাদ হোসেন আক্কাস,উপজেলা জামায়াতের আমির মাওলানা মান্নান ,তালতলী প্রেসক্লাবে সভাপতি মো.খাইরুল ইসলাম,সম্পাদক আবু বকর ছিদ্দিক,সাংবাদিক ফোরামে সভাপতি নসির উদ্দিন,সম্পাদক হাইরাজ মাঝি প্রমূখ।

    পরে ইউএনও উম্মে সালমা তার বক্তব্যে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • কুমিল্লাতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানের লক্ষে যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদলের যৌথ কর্মী সম্মেলন

    কুমিল্লাতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানের লক্ষে যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদলের যৌথ কর্মী সম্মেলন

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লাতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দলের যৌথ উদ্যাগে
    গতকাল ১৬ ই আক্টোবর বিকেলে শিল্প কলা একাডেমির হল রোমে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে

    প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজিব হাসান,অনুষ্ঠানে
    সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল কবির পল,বিশেষ অতিথি ছিলেন
    কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব,
    কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান,
    কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আনোয়ারুল হক।

    এসময় উপস্থিত ছিলেন
    সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম,
    সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ, কুমিল্লা জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন।, সেন্ট্রাল ছাত্রদলের নেতৃবৃন্দ।

  • শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

    শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

    গাজীপুর প্রতিনিধিঃ
    গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী ও দপ্তর সম্পাদক সায়েম মোল্লার বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত শ্রমিকদের অর্থ আত্মসাতের
    সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে গাজীপুর সদর উপজেলা বিএনপি।

    বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    তাদের দাবি, একটি পোশাক কারখানার শ্রমিকদের প্রাপ্য অর্থ প্রদানে অংশগ্রহণ করায় তাদের উদ্দেশ্য রাজনৈতিক প্রতি হিংসাপরায়ণ হয়ে মিথ্যাচার ও অপ-প্রচার করার চেষ্টা করা হচ্ছে।

    সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন রিজভী লিখিত বক্তব্যে জানান, “গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখে পলমল সাফা সোয়েটারস লিমিটেড-২ এর শ্রমিক ছাটাইয়ের পর শ্রমিকদের সকল ন্যায্য অর্থ প্রদান করা হয়। কারখানা কর্তৃপক্ষের অনুরোধে আমি সেখানে উপস্থিত ছিলাম এবং শ্রমিকদের সকল প্রাপ্য অর্থ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে বুঝিয়ে দেওয়া হয়।”

    তিনি আরও বলেন, শ্রমিকদের অর্থ প্রদানের পর কিছু প্রতারক চক্র শ্রমিক নেতা সেজে জোরপূর্বক টাকা নিয়ে যায়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে।

    বিএনপি’র আদর্শ নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকনির্দেশনায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় অবিচল থেকে কাজ করার অঙ্গীকার করেন জয়নাল আবেদীন রিজভী। তিনি বলেন, “আমি সবসময় বিএনপি’র আদর্শ বাস্তবায়নে রাজপথে ছিলাম, আছি, থাকবো।

    সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। আমি বিশ্বাস করি, তারা প্রকৃত সত্য উদঘাটন করবেন এবং যথাযথ সংবাদ প্রকাশ করবেন।

    রাসেল শেখ
    গাজীপুর প্রতিনিধি।।

  • উজিরপুরে মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

    উজিরপুরে মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

    জুনায়েদ খান সিয়াম,
    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে অবৈধ ভাবে মাছ ধরার সময় মাছ ধরার ট্রলার থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    উজিরপুর মডেল থানার এ এসআই মোঃ বেল্লাল হোসেন জানান, বুধবার ১৬ অক্টোবর বিকালে উজিরপুরের সন্ধা নদীতে মাছ ধরা অবস্থায় একটি ইঞ্জিন চালিত ট্রলারকে টহলরত অবস্থায় আমরা ধাওয়া করে ধরলে ট্রলারে তল্লাশি চালিয়ে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান মা ইলিশ সংরক্ষণ অভিযানে আমরা কঠোর অবস্থানে আছি। জেলেদের কাছে মাদক দ্রব্য থাকতে পারে তা কখনো ভাবিনি।একটি ইঞ্জিন চালিত নৌকা আটকের পর জাল মাছ ও ১৭৫ পিস ইয়াবা উদ্ধার একটি নতুন অভিজ্ঞতা।

    উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান জানান একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ১৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার।

  • বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এ কর্মকতাদের মধ্যে কর্পোরেট মোবাইল সিম বিতরণ

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এ কর্মকতাদের মধ্যে কর্পোরেট মোবাইল সিম বিতরণ

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এ কর্মকতাদের মধ্যে কর্পোরেট মোবাইল সিম বিতরণ এবং কর্মকর্তা/কর্মচারীর কাজের উৎসাহ প্রদানে স্মারক পুরস্কার বিতরণ

    অদ্য ১৬.১০.২০২৪ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের কনফারেন্স রুমে উপপরিচালক (পদার্থ) ও অফিস প্রধান প্রকৌশলী মুবিন-উল-ইসলাম এর সভাপতিত্বে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫ অনুযায়ী নৈতিকতা এবং শুদ্ধাচারের সভা অনুষ্ঠিত হয়। বিএসটিআই’র বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে কতিপয় অসাধু চক্র বিভিন্ন নিয়মিত কার্যক্রমের কথা বলে অর্থ দাবীর অভিযোগ পাওয়া গেছে। সে মোতাবেক প্রধান কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ১৪ জন কর্মকর্তাকে কর্পোরেট সিম প্রদান করা হয়। সিম গুলোর নম্বর ০১৩৩২৮২৫৩৪৬-৫৯ পর্যন্ত। এছাড়া বিএসটিআই’র হটলাইন নম্বর ১৬১১৯ সর্বদাই চালু আছে। এমতবস্থায় বিএসটিআই’র ওয়েবসাইটে প্রদর্শিত কর্পোরেট মোবাইল/ফোন নম্বর ব্যতীত অন্য কোনো নম্বর হতে কোন পরামর্শ/সুবিধা প্রদানের প্রলোভন দেখালে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগপূর্বক নিশ্চিত হয়ে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া কর্মকর্তা এবং কর্মচারীদের অফিসের দাপ্তরিক দায়িত্ব সুচারুরুপে সম্পন্ন করার উৎসাহ প্রদান হিসাবে স্মারক পুরস্কার প্রদান করা হয়। বিএসটিআই, রংপুরকে আরও গতিশীল, কার্যক্ষম এবং অর্থবহ করতে দৃঢ় অংগীকারবদ্ধ। এ ব্যাপারে সকল সরকারী, বেসরকারী ও স্টেক হোল্ডারগণের আন্তরিক সহযোগীতা কামনা করি।