Blog

  • মোরলগঞ্জের সাবেক ছাত্রদল নেতাপ্রবাসী মিজানকে  বরণ করতে নেতা কর্মীদের মটর শোভাযাত্রা

    মোরলগঞ্জের সাবেক ছাত্রদল নেতাপ্রবাসী মিজানকে বরণ করতে নেতা কর্মীদের মটর শোভাযাত্রা

    শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক ছাত্রদলের সভাপতি, সমাজসেবক, রেমিটেন্স যোদ্ধা ও ক্রীড়া ব্যক্তিত্ব মো. বখতিয়ার হোসেন মিজান সৌদি আরব থেকে দেশে ফেরায় শুক্রবার সকাল ১১ টায় দলীয বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা বাগেরহাট থেকে মোরেলগঞ্জ পর্যন্ত এক বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে বরণ করে নেয়।

    মোরেলগঞ্জ পৌরসভার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো. ফখরুজ্জামান খানের বড় ছেলে ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপির একনিষ্ঠ কর্মী। আওয়ামী দুঃশাসনে হামলা , মামলায় নিষ্পেষিত হয়ে এক যুগ আগে সৌদি আরব- পাড়ি জমান। সেখান থেকে দলীয় নেতাকর্মীদের মামলা পরিচালনা, অসহায় ও আহত দলীয় কর্মীদের বিভিন্ন সময় নানারকম আর্থিক সহযোগিতা অব্যাহত রাখেন। তিনি মাদক ও অনলাইনের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষার জন্য গড়ে তোলেন মিজান খান ক্রিড়া একাডেমী নামে একটি সামাজিক প্রতিষ্ঠান।

    এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তালুকদার রনি, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম অনি, যুবনেতা রিয়াজ হাওলাদার, ফয়সাল সুলতান রকি, এস এম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদাত শুভ, মিজান খান ক্রিড়া একাডেমীর প্রধান উপদেষ্টা শিক্ষক মো. শাহজাহান খানসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ ।

    সাবেক এ ছাত্রদল নেতা বখতিয়ার হোসেন মিজান বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেলাম তা দুর্নীতিমুক্ত ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে তুলতে হবে।

  • ঘাটাইলে মরহুম ইসহাক উদ্দিন মিয়া স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

    ঘাটাইলে মরহুম ইসহাক উদ্দিন মিয়া স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

    ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া ।।

    টাঙ্গাইলের ঘাটাইলে মরহুম ইসহাক উদ্দিন মিয়া স্মৃতি ফাউন্ডেশন ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

    ১৮অক্টোবর বিকাল ৪টায় ঘাটাইল সরকারি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ্যাড. কাদের স্পোটিং ক্লাব একাদশকে ২-৩গোলে পরাজিত করে ঘাটাইল স্পোর্টস ক্লাব একাদশ চ্যাম্পিয়ন হয়।

    ঘাটাইল উপজেলা রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সামছুল আলম সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির। 

    বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, শ্রমিকদলের আহবায়ক  সুফি সিদ্দীকি,  যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপি মোহাম্মদ আলী,পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু,মাহমুদুল হাসান উপলসহ আরো অনেকে।

  • নওগাঁয় ছোটযমুনা নদী থেকে কৃষকদল নেতার মরদেহ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হ*ত্যা

    নওগাঁয় ছোটযমুনা নদী থেকে কৃষকদল নেতার মরদেহ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হ*ত্যা

    আব্দুল মজিদ মল্লিক,
    নিজস্ব প্রতিবেদক নওগাঁ:
    নওগাঁ শহরের ছোট যমুনা নদী থেকে এক কৃষকদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, হত্যার পর লাশ নদীতে ফেলে গেছে দুর্বৃত্তরা। মরদেহটির সনাক্তের পর শুক্রবার বাদ জুম্মা নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    এর আগে বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। ওই বিএনপি নেতার নাম মৃত আব্দুল রাজ্জাক। নওগাঁ পৌরসভার ৬ নং ওয়ার্ডের চকপ্রসাদ শাহাপাড়া মহল্লার মৃত আব্দুল জব্বারের ছেলে এবং ওয়ার্ড কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক। গত মঙ্গলবার থেকে সে নিখোঁজ ছিল।

    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়। রাতে শাশুরি ফোন দিয়ে জানান রাজ্জাক বাড়িতে নেই রাতেও আসে নাই। বুধবার সকাল সাড়ে ১১ টায় কাজের উদেশ্য বাড়ি থেকে বাহির হয়। বুধবার রাত ফোন দিলে ফোন বন্ধ পান। তারপর থেকে নিখোঁজ ছিলো সে সময় মেয়ের বাড়ি সাতক্ষীরায় ছিলেন রাজ্জাক এর স্ত্রী। বৃহস্পতিবার দুপুরের দিকে জানতে পারেন তার স্বামীর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

    নিহত বিএনপি নেতা আব্দুল রাজ্জাক এর স্ত্রী শাহিদা আক্তার বলেন, ‘আমার সাথে শেষবারের মত কথা হয় মঙ্গলবার দুপুরে। তার পর থেকে আর কথা হয়নি। বুধবার থেকে থেকে আমার স্বামীর মোবাইল ফোন বন্ধ পাই। আমার স্বামী পেশায় একজন কাঁঠমিস্ত্রী এবং পাশাপাশি বিএনপির রাজনীতির সাথেও জড়িত। একজন সুস্থ্য -সবল মানুষ বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে ফিরবে তার কল্পনার বাহিরে। আমাদের পারিবারিক কোন ঝামেলা নাই। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমরা থানায় হত্যা মামলা করবো। যারাই এ হত্যাকান্ডের সাথে জড়িত তাদের কঠিন শাস্তি চাই।

    আব্দুল রাজ্জাক এর মেয়ে সাথী আক্তার বলেন, ‘বাবার সাথে যখন শেষ বারের মত কথা হয় তখন বাবা খুব হাঁসিখুশি ছিল। তার কথায় কোন রকম হতাশা ও চিন্তা লক্ষ্য করিনি। আমাদের ধারনা বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা করে বস্তাবন্দী করে নদীতে ফেলে দেয়া হয়েছে। যদি ছিনতাইকারীদের আক্রমনে পড়তো তাহলে বাবার গলায় সোনার চেইন ও হাতে আংটি ছিল সেগুলো নিয়ে ছেড়ে দিতো। বাবার মাথায় কুড়াল বা ভাড়ি কিছু দিয়ে আঘাত করে মেরে নদীতে ফেলে দিয়েছে। এটা হত্যাকান্ড। আমরা এর সুষ্ট বিচার চাই। যারা আমাকে বাবা হারা করেছে তাদের দ্রুত আইন এর আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।’

    নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) নুরে আলম সিদ্দিকী বলেন, উদ্ধারকৃত মরদেহ সনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের এর প্রস্ততি চলছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।#

    আব্দুল মজিদ মল্লিক
    নওগাঁ।

  • নাগেশ্বরীতে জমি বিক্রির নামে ১৩ লাখ টাকা আত্মসাত

    নাগেশ্বরীতে জমি বিক্রির নামে ১৩ লাখ টাকা আত্মসাত

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরীর হাসনাবাদ ইউনিয়নের চিন্তারখামার গ্রামের হরিদাস চন্দ্র দাসের ছেলে সাধন চন্দ্র দাস তার দোকানঘর ও জমি বিক্রির নামে জনসম্মুখে ১৩লাখ টাকা দীর্ঘ দুই বছর আগে হাতিয়ে নেয় হাসনাবাদ ইউনিয়নের বেতবাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে ভুক্তভোগী তাজুল ইসলামের কাছে। সাধন চন্দ্র টাকা নেয়ার দীর্ঘ দুই বছর অতিবাহিত হলেও টাকা দিতে বিভিন্ন টালবাহনা করে আসছেন।
    সরেজমিনে গিয়ে জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের স্কুলেরহাট বাজারে ২টি দোকানঘর ও জমি বিক্রয় করতে চাইলে আলোচনা সাপেক্ষে ভুক্তভোগী তাজুল ইসলাম স্থানীয় লোকজনের সামনে তাকে ১৩লাখ টাকা দেন কিন্তু দীর্ঘ দুই বছর অতিবাহিত হলেও সাধন চন্দ্র জমি রেজিস্টার না করে দিয়েই গোপনে অন্যত্র জমি বিক্রি করেন। পরবর্তীতে তাজুল ইসলাম তার পাওনা টাকা সাধন চন্দ্র দাসের নিকট ফেরত চাইলে তিনি বিভিন্ন তালবাহানা ও হুমকি প্রদান করেন। পরে স্থানীয় পর্যায়ে সালিশ বৈঠকে সাধন চন্দ্র দাস টাকা ফেরত না দিয়ে অগ্রণী ব্যাংক ভিতরবন্দ শাখার একটি চেক তাজুল ইসলাম কে প্রদান করেন। ভুক্তভোগী তাজুল পরদিন অগ্রণী ব্যাংক ভিতরবন্দ শাখায় টাকা তুলতে গিয়ে জানতে পারে চেকের সাক্ষর ভুয়া এবং তার ব্যাংক একাউন্টে টাকা নেই। পরে ভুক্তভোগী তাজুল আদালতের দারস্থ হলেও এখনো বহাল তবিয়তে সাধন চন্দ্র দাস।

    অভিযুক্ত সাধন চন্দ্র দাস ১৩লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমার সময় মতো আমি তাজুল ইসলাম কে টাকা দিবো। ছাত্রলীগ করেছি বলে আমি কিন্তু ভয় পাই না।

    ভুক্তভোগী তাজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার অনেক কষ্টের টাকা সাধন চন্দ্র দাস ফেরত দিচ্ছেন না। তিনি ব্যাংকের চেক জালিয়াতি করেন যা বড় ধরনের একটা অপরাধ। তাই The Negotiable instruments act. ১৮৮১ এর ১৩৮ধারায় আমি তার বিরুদ্ধে মামল দায়ের করেছি। প্রশাসনের কাছে আমার অনুরোধ সত্যতা যাচাই করে আমার টাকা ফেরতের ব্যবস্থা করলে কৃতজ্ঞ থাকবো।

  • রামগড় উপজেলা “পৌর “বিএনপি আংশিক কমিটি গঠন 

    রামগড় উপজেলা “পৌর “বিএনপি আংশিক কমিটি গঠন 

    মোহাম্মদ এমদাদুল হক রামগড় প্রতিনিধি ।।

    খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ” পৌর” বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে, 

    ১৭অক্টোবর বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক নিপুন আহমেদ এর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি জানা যায় ১৪ অক্টোবর জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

    সভার সিদ্ধান্ত মতে বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ  হয়ে যাওয়ায় নতুন আংশিক কমিটি রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ মিঠু, যুগ্ম সম্পাদক ইলিয়াছ হোসেন , সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্লাহ ভুঁইয়া, ও পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, যুগ্ম সম্পাদক এড, করিম উল্লাহ,  মোহাম্মদ  ইলিয়াছ কে সাংগঠনিক সম্পাদক করে অনুমোদন দিয়েছে জেলা বিএনপি। 

    আগামী ৩০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি প্রস্তাব করবে, বর্তমানে এ কমিটি দায়িত্ব পালন করবে বলে জানান। 

    জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া বর্তমান কমিটির সমন্নয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

  • বরগুনায় ১ ঘন্টার প্রতীকী ইউএনও‘র কলেজ ছাত্রী জীম

    বরগুনায় ১ ঘন্টার প্রতীকী ইউএনও‘র কলেজ ছাত্রী জীম

    খাইরুল ইসলাম মুন্না ।।

    বরগুনায় এক ঘন্টার জন্য প্রতীকী উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন এনসিটিএফ বরগুনা জেলার সহ সভাপতি জীম।
    ইয়েস বাংলাদেশ বরগুনা জেলার উদ্যোগে অন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বরগুনা জেলায় এক ঘণ্টার জন্য প্রতীকি উপজেলা নির্বাহী অফিসার বরগুনা সদর এর দায়িত্ব পালন করেন জীম।
    উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে বরগুনা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা প্রতীকি দায়িত্ব তুলে দেন বরগুনা জেলা এনসিটিএফ এর সহ-সভাপতি জীম এর কাছে। অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করার পর প্রতীকি উপজেলা নির্বাহী অফিসার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: শামীম মিঞা।
    প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায়, ইয়েস বাংলাদেশ বরগুনা এর আয়োজনে ‘গার্লস টেকওভার’ শীর্ষক কর্মসূচির আওতায় কন্যা শিশু ও যুব নারীদেরকে নেতৃত্বে উদ্বুদ্ধকরণ, মেয়েদের আত্মবিশ্বাস তৈরীর সুযোগ বৃদ্ধির জন্য এ আয়োজন করা হয়।
    বরগুনা জেলা এনসিটিএফ এর সভাপতি মো: আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও ইয়েস বাংলাদেশ জেলা ভলান্টিয়ার মো: জাহিদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম সহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইয়েস বাংলাদেশ বরগুনার জেলা ভলান্টিয়ার মুক্তা রানী সিকদার সহ বরগুনা জেলা এনসিটিএফ এর কর্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।
    দায়িত্বভার গ্রহনের পরে প্রতীকি উপজেলা নির্বাহী অফিসার জানান আজকের এই আয়োজন তার ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং তার স্বপ্ন বাস্তবায়নে অগ্রনী ভূমিকা রাখবে। তিনি আয়োজকেদের ধন্যবাদ জানিয়ে বলেন এমন কর্মসূচি যাতে প্রতি বছর ধারাবাহিকভাবে আয়োজন করা হয় এতে করে নারীরা তাদের সক্ষমতা জানান দেয়ার সুয়োগ পাবে।
    অনুষ্ঠানে এনসিটিএফ এর শিশুরা প্রতীকি উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সুপারিশমালা তুলে ধরেন এবং প্রতীকি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে সেই সকল সমস্যার সুন্দর সমাধান দেন ।
    বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শামীম মিঞা বলেন আজকের এই আয়োজনের জন্য তার অফিস কে নির্বাচিত করার জন্য তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও যাতে এই ধরনের আয়োজন অব্যাহত থাকে। প্রতীকি উপজেলা নির্বাহী অফিসারের থেকে উত্থাপিত সুপারিশগুলো তিনি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন এবং শিশুদের স্বার্থে যে কোন ধরনের ভালো কাজের সাথে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।

  • উজিরপুরে মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসার উদ্যোগে সীরাতুন্নবী সাঃ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    উজিরপুরে মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসার উদ্যোগে সীরাতুন্নবী সাঃ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা শিকারপুর মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসার উদ্যোগে সীরাতুন্নবী সাঃ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার গৌরনদী, আগৈলঝাড়া,বাবুগঞ্জ, উজিরপুর উপজেলার ৪০ টি কাওমি মাদ্রাসার ৪ শত শিক্ষার্থীদের অংশগ্রহণে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাম, নাতে রাসূল সাঃ, ক্বেরাত,গজল প্রবন্ধ ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মীর সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের উপ-পরিচালক এ বি এম আব্দুর রহীম ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়শ্রী মুণ্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল বাশার, আরজগুজার করেন কাওমি মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মুফতি সানাউল্লাহ সাহেব। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এই সময়ে অংশগ্রহণকারী শিক্ষার্থী সহ ১২শত শিক্ষক অভিভাবক উপস্থিত ছিলেন। স্থানীয়রা সাংবাদিকদের কে জানান এ অনুষ্ঠানকে ঘিরে ছাত্র-শিক্ষক ও অভিভাবক মিলনমেলা পরিণত হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মীর সোহরাব হোসেন  বলেন, প্রত্যেক বছর অত্র মাদ্রাসার উদ্যোগে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক ছাত্র ও অভিভাবকের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি আধুনিক কাওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু রাখা হবে।

  • সুজানগর পৌরসভার ১৩০ জেলে পরিবার পেলো খাদ্য সহায়তা

    সুজানগর পৌরসভার ১৩০ জেলে পরিবার পেলো খাদ্য সহায়তা

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ আহরণে বিরত থাকা সুজানগর পৌরসভার দুঃস্থ ও প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে খাদ্যশস্য হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সুজানগর পৌর কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সুজানগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আমিরুল ইসলাম,কঞ্জারভেন্সি ইন্সপেক্টর হাসান উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবী জানান, সুজানগর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ স্যারের নির্দেশনায় সুজানগর পৌরসভার অন্তর্গত ১৩০জন জেলের প্রত্যেকের মাঝে ২৫ কেজি করে সরকারি এ চাল বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, এবারে সুজানগর পৌরসভা সহ সুজানগর উপজেলার পদ্মা নদী তীরবর্তী ভাঁয়না, মানিকহাট,সাতবাড়িয়া,নাজিরগঞ্জ ও সাগরকান্দি ইউনিয়নের সর্বমোট ১২৫০ জন জেলের মধ্যে এ খাদ্যশস্য বিতরণ করা হবে।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • ইলিশ ধরায় সুজানগরে ২ জেলের কারাদন্ড

    ইলিশ ধরায় সুজানগরে ২ জেলের কারাদন্ড

    এম এ আলিম রিপন ঃ নিষেধাজ্ঞা অমান্য করে পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে ২ জেলেকে ১ বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার সাতবাড়ীয়া নতুনপাড়া গ্রামের জনাব আলী মন্ডলের ছেলে মো. আকাশ মন্ডল ও একই এলাকার তৈয়জ উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল হালিম। সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার বিকালে উপজেলার সাতবাড়ীয়া এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ওই ২ জেলেকে আটক করে। এ সময় তাদের থেকে প্রায় ৭০ কেজি জব্দকৃত ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সোনার বাংলা গড়ার কথা বলে আ’লীগ বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে- জামায়াত আমীর

    সোনার বাংলা গড়ার কথা বলে আ’লীগ বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে- জামায়াত আমীর

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    বাংলাদেশ জামায়াতে ইমলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ দেশকে সোনার বাংলা গড়ার কথা বলে শ্মশানে পরিণত করেছে। একমাত্র আল্লাহ পাকই জালিমদের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন। বর্তমান অন্তর্বতীকালীন সরকার আল্লাহ পাকের নিয়ামত। তারা ভুল করলে ধরিয়ে দেব।
    কিন্তু একগুয়েমি বরদাশত করবো না। শুরু থেকেই এই সরকারকে আমরা সহায়তা করছি। আমাদের নেতাকর্মীরা দেশে শৃংখলা বজায় রাখছে। তিনি বলেন, ছাত্র জনতার গনআন্দোলনে হাসিনা ও তার দোসররা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। পর্দার আড়াল থেকে হাসিনা ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। জামায়াত আমীর বলেন, যে আল্লাহ জনগনের বুক থেকে ফ্যাসিষ্ট হাসিনাকে সরিয়ে দিয়েছে, সেই আল্লাহই তাদের ষড়যন্ত্র রুখে দেবে। জামায়াত আমীর বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে এক বিরাট কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, আমাদের ১১জন দায়িত্বশীল নেতাকে বানানো সাক্ষি ও ক্যাঙ্গারুকোর্ট বসিয়ে পাতানো রায়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচারের জন্য জামায়াত লড়াই করে যাবে। জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবু বকরের সভাপতিত্বে সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখনে কেন্দ্রীয় নেতা মোবারক হুসাইন, মাওলানা আজিজুর রহমান, ড. মাওলানা মুজাম্মেল হক, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, আব্দুল আলীম, আবু তালিব, ড. মাওলানা হাবিবুর রহমান, ছাত্র শিবিরের ঝিনাইদহ জেলা সভাপতি মনিরুজ্জামান, মেহেদী হাসান রাজু ও এইচ এম আবু মুসাসহ জেলা উপজেলার জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, সাড়ে ১৫টি বছর আমরা দুঃশাসনের যাতাকলে পিষ্ট হয়ে বাসায় ঘুমাতে পারিনি, অফিসে বসতে পারিনি, আদালতে ন্যায়ের কথা বলতে পারিনি, খুন গুমের শিকার হয়েছি। কখনো মাঠে কখনো খালে বিলে নদীতে ঘুমাতে হয়েছে। আর ফ্যাসিষ্ট সরকারের জুলুমের পানি এক হয়ে এক একটা বঙ্গপোসাগরে পরিণত হয়েছে। তিনি বলেন, হাসিনার মন্ত্রী এমপিরা বলেছিল তাদের সরকারের পতন হলে দেশে ৫ লাখ মানুষ মারা যাবে। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, দেশে কি ৫ লাখ মানুষ মারা গেছে ? ৫ হাজার, পাঁচ’শ, পঞ্চাশ বা ৫ জনও মানুষ মারা যায়নি। তিনি বলেন, আলহামদুলিল্লাহ! বাংলাদেশের মানুষ ফ্যাসিষ্ট না তা দায়িত্বশীল ও শান্তিকামী। প্রকৃতপক্ষে আ’লীগই ফ্যাসিষ্ট ও ষড়যন্ত্রকারী। তারা ক্ষমতায় এসে বার বার ষড়যন্ত্র করে। মানুষকে ধোকা দিয়েছে। যারা পালাবো না বলে দম্ভ করেছিল তারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করেতা না। এ জন্য তারা অপকর্ম করে দেশ ছেড়ে পালিয়ে গেছে।

    তিনি বলেন আমাদের বার্তা স্পষ্ট। আমরা এমন এক সমাজ চাই, যে সমাজে কোন বৈষম্য থাকবে না। তিনি বলেন আমাদের সন্তানরা রাস্তায় নেমেছিল। তারা বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। আল্লাহ পাক যদি আমাদের দায়িত্ব দেন, তবে আমরা তাদের কথা রাখবো। আমরা ন্যায়ভিত্তিক সমাজ গড়বো, যেখানে কোন যুবকের হাত খালি থাকবে না। সবাই পড়ালেখা শেষ করে চাকরী পাবেন। নৈতিক শিক্ষা বিস্তারে ব্যাপক উদ্যোগ গ্রহন করা হবে। আমরা তরুণদের হাতেই বাংলাদেশকে তুলে দেব। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের গৃহবন্দি করা হবে বলে যে মিথ্যা অপপ্রচার রয়েছে তার জবাবে জামায়াত আমীর বলেন, দেশে যদি ইনসাফ ও মর্যাদাশীল রাষ্ট্র কায়েম হয়, তবে নারীদের সমাজ উন্নয়নে ভুমিকা রাখার সুযোগ করে দেবে।
    তারা কখনোই ঘরবন্দি থাকবেন না। তিনি অভিযোগ করে বলেন, জালেম আ’লীগ সরকারের সিন্ডিকেটই এখন বাজারদর নিয়ন্ত্রন করছে। এই সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। জামায়াতের আমীর দুপুরে ২টা ৪০ মিনিটে মঞ্চে আসন গ্রহন করেন এবং ৩.১৮টায় বক্তব্য দিতে শুরু করেন। জামায়াতের এই কর্মী সমাবেশ উপলক্ষ্যে ঝিনাইদহ শহর লোকে লোকারণ্য হয়ে পড়ে। সারা শহরে কোন তিল ধারণের ঠাই ছিল না। মানুষ দালান কোঠা, বাড়ির ছাদ ও আশপাশের গাছে উঠে জামায়ত আমীরের বক্তব্য শোনেন। সমাবেশে তিনি এক শহীদ পরিবারের শিশু সন্তানকে কোলে তুলে চিুম্বনে চুম্বনে ভরে দেন এবং কান্নায় ভেঙ্গে পড়েন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।