Blog

  • বানারীপাড়ায় ভূমি কর্মকর্তার উপর হাম*লাকারী মোজাম্মেল গ্রেফতার

    বানারীপাড়ায় ভূমি কর্মকর্তার উপর হাম*লাকারী মোজাম্মেল গ্রেফতার

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় ভূমি কর্মকর্তার উপর হামলাকারী ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী মোজাম্মেলকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। ১৮ অক্টোবর শুক্রবার দুপুর দুই’টার সময় উপজেলার রাজ্জাকপুরের খালাসী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উল্লেক্ষ্য যে,গত ১৪ অক্টোবর সকালে বানারীপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবু বিমল চন্দ্র’র কাছে শ্মশানের জমি বাগান বাড়ি দেখিয়ে দাখিলা কাটতে আসলে শ্মশানের জমি হওয়ায তিনি দাখিলা কাটতে অপারগতার কথা জানালে মোজাম্মেল তার সাথে থাকা লোকজন নিয়ে ওই ভূমির কর্মকর্তার ওপর হামলা করে ও খুন-জখমের ভয় ভীতি দেখায়।১৫ অক্টোবর ওই ভুমি কর্মকর্তা বিমল চন্দ্র বাদী হয়ে মোজাম্মেলকে নামধারী ও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। এছাড়াও মোজাম্মেলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি(তদন্ত)মোঃ মমিনুল ইসলাম মুঠোফোনে বলেন ভূমি কর্মকর্তা বিমল চন্দ্রের দায়েরকৃত মামলায় আসামি মোজাম্মেলকে গ্রেফতার করে কোটে প্রেরণ করা হয়েছে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • মান্নার গও ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির মত বিনিময় সভা 

    মান্নার গও ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির মত বিনিময় সভা 

    জহিরুল ইসলাম জয়,
    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

     দোয়ারাবাজার উপজেলার আজমপুর ফেরিঘাট সংলগ্ন সুনামগঞ্জ সড়কে সভায়, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিমউদ্দিন আহমেদ মিলন ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ বারীর হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

    শুক্রবার বেলা ২ ঘটিকার সময় মান্নার গাও ইউনিয়নের ২ নং ওয়াড আজমপুর গ্রামের বিএনপি নেতা মোহাম্মদ আঙ্গুর মিয়ার সার্বিক সহযোগিতায়,  বিএনপি নেতা বদর উদ্দিন এর সভাপতিত্বে ও আলী রাজের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক  লায়েক হোসেন , সেচ্ছা সেবক দলের সদস্য বাহার উদ্দিন, রিয়াজ উদ্দিন  মান্নার গাও ইউনিয়ন কৃষক দলের সভাপতি খোকন আহমদ, মান্নার গাও ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি আব্দুল সালাম, দোয়ারাবাজার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য, বিএনপি নেতা সেজুল আহমদ, ছাত্র দলের সদস্য তারেক আহমদ, সফিক মিয়া, রাহমিন মিয়া, আব্দুল কায়ুম, আবুল কালাম, মোহাম্মদ আলী, মান্নার গাও ইউনিয়ন সাবেক ছাত্র দল নেতা মাসুক মিয়া,  সফিকুল ইসলাম,  আব্দুল মছব্বির,মনছুর আলী সহ মান্নার গাও ইউনিয়নের ২ নংওয়াডের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

  • ভারতে অনুপ্রবেশের সময় পঞ্চগড়ে শিশুসহ আটক ৬

    ভারতে অনুপ্রবেশের সময় পঞ্চগড়ে শিশুসহ আটক ৬

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা ও ১০ আনা স্বর্ণের বিভিন্ন গহনা জব্দ করা হয়েছে। 

    বৃহস্পতিবার রাতে বিজিবির ৫৬ নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আগে, রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দোয়ালপাড়া এলাকার সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাধীন ডাবরী জিনেস্বরী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে গনেশ রায় (৪৩), গনেশ রায়ের স্ত্রী  ববিতা রায় (৩৬), তাদের ছেলে দৃশ্য রায় (১০), মাহানপুর গ্রামের ভুট্ট রায়ের ছেলে দেবেন্দ্র রায় (২২), জতমুকুন্দুপর গ্রামের ফনি রায়ের ছেলে জয়ন্ত রায় (১৯) এবং মাহানপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে রিপন রায় (১৯)।

    বিজিবি জানায়, পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া বিওপি সীমান্ত পিলার ৭৪৯/২০-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ালপাড়া নামক স্থান দিয়ে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা৷ পরে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জন পুরুষ, ১ জন নারী ও  একজন শিশুাসহ মোট ৬ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের কার্যক্রম অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদে আটকরা জানান তারা ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে দিনাজপুর জেলার দালাল চক্রকে ১ লক্ষ টাকার বিনিময়ে ওই দালাল চক্রের মাধ্যমে তারা সীমান্তবর্তী এলাকায় আসেন।

  • সমন্বয়ককে হুমকি, সাবেক এমপি মুক্তার বিরুদ্ধে জিডি

    সমন্বয়ককে হুমকি, সাবেক এমপি মুক্তার বিরুদ্ধে জিডি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে অডিও কলে হুমকির অভিযোগে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

    দুপুরে পঞ্চগড় সদর থানায় এই জিডি করেন পঞ্চগড় এম. আর সরকারি কলেজের শিক্ষার্থী ও পঞ্চগড়ের ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী।

    জিডিতে তিনি উল্লেখ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা তার ফেসবুক আইডিতে উস্কানিমূলক এবং আক্রমণাত্মক পোস্ট করে আসছে শুরু থেকেই। শেখ হাসিনা সরকার পতনের পরও তিনি বর্তমান সরকার ও ছাত্রজনতার বিরুদ্ধে স্ট্যাটাস অব্যাহত রেখেছেন। তার একটি স্ট্যাটাসে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে গত ১৩ অক্টোবর ম্যাসেঞ্জারে অডিও কল দিয়ে উচ্চস্বরে ধমক ও হুমকি দেন।

    অডিও কলের আংশিক রেকর্ড হাতে এসেছে প্রতিবেদকের। রেকর্ডটিতে নাঈমুজ্জামানকে বলতে শোনা যায়, ‘আমার ফেসবুকের ওয়ালে এসে তোমার বাহাদুরি কেন করতে হবে? আমি পঞ্চগড়েই আছি বেয়াদবি করবানা, আমার সাধারণ সৌজন্য শিষ্টাচার আছে বলেই মনোনয়ন পাবার পর আমাদের এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জমির উদ্দীন সরকারের (বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার) দোয়া নিতে গিয়েছিলাম। সাধারণ সৌজন্যতা বজায় রাখবা। রাজনীতি করতে চাও, রাজনীতিকে রাজনীতিকভাবে মোকাবেলা করবা, বেয়াদবি করবানা। বেয়াদবি করে কোনদিন রাজনীতিতে বড় হওয়া যায় না। 

    ম্যাসেঞ্জার কলে তিনি ফজলে রাব্বীকে আরও বলেন, আমার শিক্ষা, আমার রুচি, আমার ব্যাকগ্রাউন্ড এবং পঞ্চগড় নিয়ে কাজের অভিজ্ঞতা- সেটা অর্জন করতে তোমার বহু বছর লাগবে। আমি যতটুকু করছি জীবনে সেটুকু অর্জন করতে তোমার বহু বছর লাগবে। তোমরা মনে করো আমি লুকিয়ে আছি? তোমরা কি শুরু করছো?

    ফজলে রাব্বী বলেন, গত রোববার (১৩ সেপ্টেম্বর) আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ ম্যাসেঞ্জারে সাবেক এমপির কল দেখে কিছুটা অবাক হয়েই রিসিভ করলাম। কিন্তু তিনি যেভাবে কথা বলছিলেন, এরজন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তাই পুরো ফোন কলটি রেকর্ড করা সম্ভব হয়নি। আমাকে দেখে নিতে পারার ক্ষমতাও তার আছে- বলেছেন।

    ফজলে রাব্বী আরও বলেন, এমপি নাঈমুজ্জামান আন্দোলনের সময় থেকেই শিক্ষার্থীদের ওপর চড়াও ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের আগের দিনও একটি স্ট্যাটাসে- রক্ত স্নানে শুদ্ধ হবার ঘোষণা দিয়েছিলেন। আমরা এসব পরোয়া না করে জীবন বাজি রেখে আন্দোলন করেছি, এখন তাকে ছাড় দিয়ে কথা বলবো কেন? তার হুমকির পরিপ্রেক্ষিতে আইনি সহায়তার জন্য জিডি করেছি, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবেন।

    পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জু আহম্মেদ সাধারণ ডায়েরি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • মোরলগঞ্জের সাবেক ছাত্রদল নেতাপ্রবাসী মিজানকে  বরণ করতে নেতা কর্মীদের মটর শোভাযাত্রা

    মোরলগঞ্জের সাবেক ছাত্রদল নেতাপ্রবাসী মিজানকে বরণ করতে নেতা কর্মীদের মটর শোভাযাত্রা

    শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক ছাত্রদলের সভাপতি, সমাজসেবক, রেমিটেন্স যোদ্ধা ও ক্রীড়া ব্যক্তিত্ব মো. বখতিয়ার হোসেন মিজান সৌদি আরব থেকে দেশে ফেরায় শুক্রবার সকাল ১১ টায় দলীয বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা বাগেরহাট থেকে মোরেলগঞ্জ পর্যন্ত এক বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে বরণ করে নেয়।

    মোরেলগঞ্জ পৌরসভার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো. ফখরুজ্জামান খানের বড় ছেলে ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপির একনিষ্ঠ কর্মী। আওয়ামী দুঃশাসনে হামলা , মামলায় নিষ্পেষিত হয়ে এক যুগ আগে সৌদি আরব- পাড়ি জমান। সেখান থেকে দলীয় নেতাকর্মীদের মামলা পরিচালনা, অসহায় ও আহত দলীয় কর্মীদের বিভিন্ন সময় নানারকম আর্থিক সহযোগিতা অব্যাহত রাখেন। তিনি মাদক ও অনলাইনের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষার জন্য গড়ে তোলেন মিজান খান ক্রিড়া একাডেমী নামে একটি সামাজিক প্রতিষ্ঠান।

    এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তালুকদার রনি, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম অনি, যুবনেতা রিয়াজ হাওলাদার, ফয়সাল সুলতান রকি, এস এম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদাত শুভ, মিজান খান ক্রিড়া একাডেমীর প্রধান উপদেষ্টা শিক্ষক মো. শাহজাহান খানসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ ।

    সাবেক এ ছাত্রদল নেতা বখতিয়ার হোসেন মিজান বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেলাম তা দুর্নীতিমুক্ত ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে তুলতে হবে।

  • ঘাটাইলে মরহুম ইসহাক উদ্দিন মিয়া স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

    ঘাটাইলে মরহুম ইসহাক উদ্দিন মিয়া স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

    ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া ।।

    টাঙ্গাইলের ঘাটাইলে মরহুম ইসহাক উদ্দিন মিয়া স্মৃতি ফাউন্ডেশন ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

    ১৮অক্টোবর বিকাল ৪টায় ঘাটাইল সরকারি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ্যাড. কাদের স্পোটিং ক্লাব একাদশকে ২-৩গোলে পরাজিত করে ঘাটাইল স্পোর্টস ক্লাব একাদশ চ্যাম্পিয়ন হয়।

    ঘাটাইল উপজেলা রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সামছুল আলম সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির। 

    বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, শ্রমিকদলের আহবায়ক  সুফি সিদ্দীকি,  যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপি মোহাম্মদ আলী,পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু,মাহমুদুল হাসান উপলসহ আরো অনেকে।

  • নওগাঁয় ছোটযমুনা নদী থেকে কৃষকদল নেতার মরদেহ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হ*ত্যা

    নওগাঁয় ছোটযমুনা নদী থেকে কৃষকদল নেতার মরদেহ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হ*ত্যা

    আব্দুল মজিদ মল্লিক,
    নিজস্ব প্রতিবেদক নওগাঁ:
    নওগাঁ শহরের ছোট যমুনা নদী থেকে এক কৃষকদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, হত্যার পর লাশ নদীতে ফেলে গেছে দুর্বৃত্তরা। মরদেহটির সনাক্তের পর শুক্রবার বাদ জুম্মা নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    এর আগে বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। ওই বিএনপি নেতার নাম মৃত আব্দুল রাজ্জাক। নওগাঁ পৌরসভার ৬ নং ওয়ার্ডের চকপ্রসাদ শাহাপাড়া মহল্লার মৃত আব্দুল জব্বারের ছেলে এবং ওয়ার্ড কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক। গত মঙ্গলবার থেকে সে নিখোঁজ ছিল।

    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়। রাতে শাশুরি ফোন দিয়ে জানান রাজ্জাক বাড়িতে নেই রাতেও আসে নাই। বুধবার সকাল সাড়ে ১১ টায় কাজের উদেশ্য বাড়ি থেকে বাহির হয়। বুধবার রাত ফোন দিলে ফোন বন্ধ পান। তারপর থেকে নিখোঁজ ছিলো সে সময় মেয়ের বাড়ি সাতক্ষীরায় ছিলেন রাজ্জাক এর স্ত্রী। বৃহস্পতিবার দুপুরের দিকে জানতে পারেন তার স্বামীর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

    নিহত বিএনপি নেতা আব্দুল রাজ্জাক এর স্ত্রী শাহিদা আক্তার বলেন, ‘আমার সাথে শেষবারের মত কথা হয় মঙ্গলবার দুপুরে। তার পর থেকে আর কথা হয়নি। বুধবার থেকে থেকে আমার স্বামীর মোবাইল ফোন বন্ধ পাই। আমার স্বামী পেশায় একজন কাঁঠমিস্ত্রী এবং পাশাপাশি বিএনপির রাজনীতির সাথেও জড়িত। একজন সুস্থ্য -সবল মানুষ বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে ফিরবে তার কল্পনার বাহিরে। আমাদের পারিবারিক কোন ঝামেলা নাই। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমরা থানায় হত্যা মামলা করবো। যারাই এ হত্যাকান্ডের সাথে জড়িত তাদের কঠিন শাস্তি চাই।

    আব্দুল রাজ্জাক এর মেয়ে সাথী আক্তার বলেন, ‘বাবার সাথে যখন শেষ বারের মত কথা হয় তখন বাবা খুব হাঁসিখুশি ছিল। তার কথায় কোন রকম হতাশা ও চিন্তা লক্ষ্য করিনি। আমাদের ধারনা বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা করে বস্তাবন্দী করে নদীতে ফেলে দেয়া হয়েছে। যদি ছিনতাইকারীদের আক্রমনে পড়তো তাহলে বাবার গলায় সোনার চেইন ও হাতে আংটি ছিল সেগুলো নিয়ে ছেড়ে দিতো। বাবার মাথায় কুড়াল বা ভাড়ি কিছু দিয়ে আঘাত করে মেরে নদীতে ফেলে দিয়েছে। এটা হত্যাকান্ড। আমরা এর সুষ্ট বিচার চাই। যারা আমাকে বাবা হারা করেছে তাদের দ্রুত আইন এর আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।’

    নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) নুরে আলম সিদ্দিকী বলেন, উদ্ধারকৃত মরদেহ সনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের এর প্রস্ততি চলছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।#

    আব্দুল মজিদ মল্লিক
    নওগাঁ।

  • নাগেশ্বরীতে জমি বিক্রির নামে ১৩ লাখ টাকা আত্মসাত

    নাগেশ্বরীতে জমি বিক্রির নামে ১৩ লাখ টাকা আত্মসাত

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরীর হাসনাবাদ ইউনিয়নের চিন্তারখামার গ্রামের হরিদাস চন্দ্র দাসের ছেলে সাধন চন্দ্র দাস তার দোকানঘর ও জমি বিক্রির নামে জনসম্মুখে ১৩লাখ টাকা দীর্ঘ দুই বছর আগে হাতিয়ে নেয় হাসনাবাদ ইউনিয়নের বেতবাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে ভুক্তভোগী তাজুল ইসলামের কাছে। সাধন চন্দ্র টাকা নেয়ার দীর্ঘ দুই বছর অতিবাহিত হলেও টাকা দিতে বিভিন্ন টালবাহনা করে আসছেন।
    সরেজমিনে গিয়ে জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের স্কুলেরহাট বাজারে ২টি দোকানঘর ও জমি বিক্রয় করতে চাইলে আলোচনা সাপেক্ষে ভুক্তভোগী তাজুল ইসলাম স্থানীয় লোকজনের সামনে তাকে ১৩লাখ টাকা দেন কিন্তু দীর্ঘ দুই বছর অতিবাহিত হলেও সাধন চন্দ্র জমি রেজিস্টার না করে দিয়েই গোপনে অন্যত্র জমি বিক্রি করেন। পরবর্তীতে তাজুল ইসলাম তার পাওনা টাকা সাধন চন্দ্র দাসের নিকট ফেরত চাইলে তিনি বিভিন্ন তালবাহানা ও হুমকি প্রদান করেন। পরে স্থানীয় পর্যায়ে সালিশ বৈঠকে সাধন চন্দ্র দাস টাকা ফেরত না দিয়ে অগ্রণী ব্যাংক ভিতরবন্দ শাখার একটি চেক তাজুল ইসলাম কে প্রদান করেন। ভুক্তভোগী তাজুল পরদিন অগ্রণী ব্যাংক ভিতরবন্দ শাখায় টাকা তুলতে গিয়ে জানতে পারে চেকের সাক্ষর ভুয়া এবং তার ব্যাংক একাউন্টে টাকা নেই। পরে ভুক্তভোগী তাজুল আদালতের দারস্থ হলেও এখনো বহাল তবিয়তে সাধন চন্দ্র দাস।

    অভিযুক্ত সাধন চন্দ্র দাস ১৩লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমার সময় মতো আমি তাজুল ইসলাম কে টাকা দিবো। ছাত্রলীগ করেছি বলে আমি কিন্তু ভয় পাই না।

    ভুক্তভোগী তাজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার অনেক কষ্টের টাকা সাধন চন্দ্র দাস ফেরত দিচ্ছেন না। তিনি ব্যাংকের চেক জালিয়াতি করেন যা বড় ধরনের একটা অপরাধ। তাই The Negotiable instruments act. ১৮৮১ এর ১৩৮ধারায় আমি তার বিরুদ্ধে মামল দায়ের করেছি। প্রশাসনের কাছে আমার অনুরোধ সত্যতা যাচাই করে আমার টাকা ফেরতের ব্যবস্থা করলে কৃতজ্ঞ থাকবো।

  • রামগড় উপজেলা “পৌর “বিএনপি আংশিক কমিটি গঠন 

    রামগড় উপজেলা “পৌর “বিএনপি আংশিক কমিটি গঠন 

    মোহাম্মদ এমদাদুল হক রামগড় প্রতিনিধি ।।

    খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ” পৌর” বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে, 

    ১৭অক্টোবর বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক নিপুন আহমেদ এর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি জানা যায় ১৪ অক্টোবর জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

    সভার সিদ্ধান্ত মতে বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ  হয়ে যাওয়ায় নতুন আংশিক কমিটি রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ মিঠু, যুগ্ম সম্পাদক ইলিয়াছ হোসেন , সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্লাহ ভুঁইয়া, ও পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, যুগ্ম সম্পাদক এড, করিম উল্লাহ,  মোহাম্মদ  ইলিয়াছ কে সাংগঠনিক সম্পাদক করে অনুমোদন দিয়েছে জেলা বিএনপি। 

    আগামী ৩০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি প্রস্তাব করবে, বর্তমানে এ কমিটি দায়িত্ব পালন করবে বলে জানান। 

    জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া বর্তমান কমিটির সমন্নয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

  • বরগুনায় ১ ঘন্টার প্রতীকী ইউএনও‘র কলেজ ছাত্রী জীম

    বরগুনায় ১ ঘন্টার প্রতীকী ইউএনও‘র কলেজ ছাত্রী জীম

    খাইরুল ইসলাম মুন্না ।।

    বরগুনায় এক ঘন্টার জন্য প্রতীকী উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন এনসিটিএফ বরগুনা জেলার সহ সভাপতি জীম।
    ইয়েস বাংলাদেশ বরগুনা জেলার উদ্যোগে অন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বরগুনা জেলায় এক ঘণ্টার জন্য প্রতীকি উপজেলা নির্বাহী অফিসার বরগুনা সদর এর দায়িত্ব পালন করেন জীম।
    উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে বরগুনা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা প্রতীকি দায়িত্ব তুলে দেন বরগুনা জেলা এনসিটিএফ এর সহ-সভাপতি জীম এর কাছে। অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করার পর প্রতীকি উপজেলা নির্বাহী অফিসার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: শামীম মিঞা।
    প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায়, ইয়েস বাংলাদেশ বরগুনা এর আয়োজনে ‘গার্লস টেকওভার’ শীর্ষক কর্মসূচির আওতায় কন্যা শিশু ও যুব নারীদেরকে নেতৃত্বে উদ্বুদ্ধকরণ, মেয়েদের আত্মবিশ্বাস তৈরীর সুযোগ বৃদ্ধির জন্য এ আয়োজন করা হয়।
    বরগুনা জেলা এনসিটিএফ এর সভাপতি মো: আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও ইয়েস বাংলাদেশ জেলা ভলান্টিয়ার মো: জাহিদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম সহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইয়েস বাংলাদেশ বরগুনার জেলা ভলান্টিয়ার মুক্তা রানী সিকদার সহ বরগুনা জেলা এনসিটিএফ এর কর্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।
    দায়িত্বভার গ্রহনের পরে প্রতীকি উপজেলা নির্বাহী অফিসার জানান আজকের এই আয়োজন তার ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং তার স্বপ্ন বাস্তবায়নে অগ্রনী ভূমিকা রাখবে। তিনি আয়োজকেদের ধন্যবাদ জানিয়ে বলেন এমন কর্মসূচি যাতে প্রতি বছর ধারাবাহিকভাবে আয়োজন করা হয় এতে করে নারীরা তাদের সক্ষমতা জানান দেয়ার সুয়োগ পাবে।
    অনুষ্ঠানে এনসিটিএফ এর শিশুরা প্রতীকি উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সুপারিশমালা তুলে ধরেন এবং প্রতীকি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে সেই সকল সমস্যার সুন্দর সমাধান দেন ।
    বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শামীম মিঞা বলেন আজকের এই আয়োজনের জন্য তার অফিস কে নির্বাচিত করার জন্য তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও যাতে এই ধরনের আয়োজন অব্যাহত থাকে। প্রতীকি উপজেলা নির্বাহী অফিসারের থেকে উত্থাপিত সুপারিশগুলো তিনি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন এবং শিশুদের স্বার্থে যে কোন ধরনের ভালো কাজের সাথে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।