Blog

  • নেছারাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ-যাপন

    নেছারাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ-যাপন

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিএনপি’র সাবেক আহ্বায়ক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

    মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলার মিয়ারহাট ফজিলা রহমান মহিলা কলেজের সামনে দলীয় নেতা-কর্মীদের সংগঠনে একটি বৃহৎ সভার আয়োজন করা হয়।

    সভায় নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে শ্রদ্ধার সহিত তুলে ধরেন এবং কাজের মধ্যে ঐক্য গড়ে তুলতে ও দলের শক্তি বৃদ্ধির আহ্বান জানান। নেতৃবৃন্দ উল্লেখ করেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।”

    এ উপলক্ষে সাবেক আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ তার বক্তব্যে বলেন, “আজকের এই দিনে আমরা একত্রিত হয়েছি আমাদের প্রতিষ্ঠার আদর্শ ও দলীয় ঐতিহ্য স্মরণ করার জন্য। বিএনপি কেবল রাজনৈতিক দল নয়, বরং এটি দেশের গণতন্ত্র এবং মানুষের স্বার্থের প্রতীক। সকল নেতাকর্মীকে বলব, একসাথে কাজ করতে এবং আমাদের মূলনীতিগুলি প্রতিষ্ঠার জন্য আরও সক্রিয় হতে হবে।”

    তিনি আরও বলেন, “বিএনপি সব সময় সাধারণ মানুষের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের উদ্দেশ্য হল দেশের উন্নতি ও গণতন্ত্রের সুরক্ষা করা। আসুন আমরা একত্রিত হয়ে কাজ করি যাতে দেশের জনগণের স্বার্থে আমাদের উদ্যোগগুলো বাস্তবায়ন করতে পারি।”

    অথবা, ওয়াহিদ তার বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শের প্রতি মর্যাদা প্রদানের গুরুত্বও আলোচনা করেন এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও নৈতিকতা গড়ে তোলার আহ্বান জানান।

    সভা শেষ হলে একটি আনন্দ র‍্যালির আয়োজন করা হয়, যা মিয়ারহাট-ইন্দুরহাট বাজারের প্রধান সড়ক ধরে বের হয়ে যায়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন এবং তারা দলের স্বার্থে নানা স্লোগান ও প্ল্যাকার্ড বহন করে।

    এছাড়া, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা স্পষ্ট দেখা যায়।

  • বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুঠিয়ায় বর্ণা-ঢ্য র‍্যালি ও আলো-চনা সভা

    বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুঠিয়ায় বর্ণা-ঢ্য র‍্যালি ও আলো-চনা সভা

    পুঠিয়া   (রাজশাহী) প্রতিনিধিঃ

    বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আয়োজনে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার (৩ সেপ্টেম্বর ) বিকালে পুঠিয়া উপজেলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক। পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

    সভা শেষে একটি বিশাল র‍্যালি বের করা হয়, যা পুঠিয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ত্রিমোহনী বাজার ঘুরে কাঁঠালবাড়িয়া মোড়ে নজরুল ইসলাম মন্ডলের ডাল মিলের সামনে গিয়ে শেষ হয়। 

    উক্ত আলোচনা সভা ও র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী জেলা বিএনপি সদস্য মোঃ নজরুল ইসলাম মন্ডল, 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেল সদস্য মোছাঃ মাহমুদা হাবিবা, পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে এমপি প‌দে ম‌নোনয়ন প্রত‌্যাশী ও রাজশাহী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল, সভাপতি মোঃ রুকুনুজ্জামান আলম, পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে এমপি প‌দে ম‌নোনয়ন প্রত‌্যাশী ও  মোঃ ইসফা খায়রুল হক শিমুল, পু‌ঠিয়া উপ‌জেলা বিএন‌পি ও  পু‌ঠিয়া পৌরসভা সা‌বেক‌ মেয়র মোঃ আল মামুন খান প্রমুখ্যা

    আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মী অংশগ্রহণ করেন। #

    মাজেদুর রহমান( মাজদার) 

    পুঠিয়া, রাজশাহী 

  • ৫০ বছর পর বেদ-খলে থাকা ৪ একর জমি বুঝে পেল কোটালীপাড়া থানা পুলিশ 

    ৫০ বছর পর বেদ-খলে থাকা ৪ একর জমি বুঝে পেল কোটালীপাড়া থানা পুলিশ 

    কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

    দীর্ঘ প্রায় ৫০ বছরেরও অধিক সময় ধরে বেদখল থাকা গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ৪ একর ৭ শতাংশ জমি অবশেষে বুঝে পেয়েছে পুলিশ। 

    গত শনিবার (৩০ আগস্ট) থানার জমি অবৈধভাবে দখল করে থাকা ১৩টি পরিবার জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কোটালীপাড়া থানা তাদের জমি বুঝে পায়। 

    জানা গেছে, স্বাধীনতার পর থেকে কোটালীপাড়া থানা ভবনের পাশের পরিত্যক্ত জমিতে আশ্রয় নিয়ে বসতবাড়ি গড়ে তোলে স্থানীয় কয়েকটি পরিবার। আশ্রয়কৃত পরিবারগুলো তখন থানার  বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দিনমজুরিতে কাজ করতেন। আশ্রয় নেওয়ার কয়েকবছর  পর থেকে তাদের আত্মীয় স্বজনেরাও থানার জমি দখল করে বসতবাড়ি গড় তোলে। বেশ কয়েক বছর আগে থেকে থানা কর্তৃপক্ষ কয়েকবার তাদের নোটিশ করে জমি ছেড়ে দিতে। কিন্তু বিগত দিনে তারা জমি না ছাড়তে গড়িমসি করে। কিছুদিন আগে কোটালীপাড়া থানা পুলিশ তাদের সঙ্গে আলোচনা করে জমি ছেড়ে দিতে বললে তারা গত শনিবার দখল করা জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে মঙ্গলবার কোটালীপাড়া থানা পুলিশ তাদের বেদখল থাকা ৪ একর ৭ শতাংশ জমি বুঝে পায়। 

    এবিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, আমরা আমাদের জমি দীর্ঘদিন পরে বুঝে পেয়েছি। এতে করে আমাদের থানার আরও ৪ একর জমি আমাদের কাছে ফিরে এলো। আমাদের ফোর্সের আবাসন সংকট রয়েছে। যার ফলে আমাদের পুলিশ সদস্যরা মানবেতর দিনপার করছে। জমি সংকট ও বেদখল থাকায় আমরা ভবন তৈরি করতে পারছি না। এখন জমি যেহেতু আমরা বুঝে পেয়েছি আমাদের সদস্যদের জন্য আবাসস্থল সহ প্রয়োজনীয় কাজে জমি ব্যবহার করতে পারবো।

  • মুকসুদপুরে প্রেমিকের সাথে পা-লিয়েছেন স্ত্রী, বিচা-রের দাবি-তে ভুক্ত-ভোগী স্বামীর সংবাদ সম্মেলন

    মুকসুদপুরে প্রেমিকের সাথে পা-লিয়েছেন স্ত্রী, বিচা-রের দাবি-তে ভুক্ত-ভোগী স্বামীর সংবাদ সম্মেলন

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    সিঙ্গাপুর প্রবাসী শেখ ফরিদ ইকরামের নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগে প্রতারক স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধে ভুক্তভোগী স্বামী সংবাদ সম্মেলন করেছেন।

    আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চলীয় প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্বামী (সিঙ্গাপুর প্রবাসী) শেখ ফরিদ ইকরাম বলেন, আমি একজন প্রবাসী। দীর্ঘ ১৭ বছর যাবত সিঙ্গাপুরের একটি কোম্পানিতে কর্মরত রয়েছি। আমি সিঙ্গাপুরে কর্মরত থাকাকালীন অবস্থায় বাংলাদেশে এসে গত ১৭/১২/২০১৮ ইং তারিখে আমার স্ত্রীর আপন মামাতো ভাই মোঃ আরিফুল ইসলামের মাধ্যমে পারিবারিক ও সামাজিক ভাবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঝুটিগ্রাম নিবাসী মৃত আবুল বাসার মুন্সি ও রেশমা বেগমের সেজ মেয়ে ফাতেমা আক্তার (৩২) এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমি সিঙ্গাপুরে থাকাকালীন প্রতারক ফাতেমা আক্তার বাংলাদেশের মাসুদ রানা (৩৮), পিতা মাহবুব, সাং- রহমান ভিলা, গ্রেটওয়াল সিটি গাজীপুর চৌরাস্তা এর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পরেন। আমি সিঙ্গাপুর থেকে গত ০৬/০৮/ ২০২৪ ইং তারিখে বাংলাদেশে ছুটিতে আসি। দেশে আসার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশ্চিম নওখন্ডা গ্রামে আমার নিজ বাড়িতে বসে আমার শালা, শালি, ভাইরা এবং আমার বৌয়ের বড় বোন রিমা আক্তারের কাছে গাজীপুরে থাকা আমার শ্বশুরের বাড়ির পাশে ৩ কাঠা জমি ক্রয়ের জন্য নগদ ২০ লক্ষ টাকা অগ্রিম বায়না দেই। তারা জমি না কিনে আমার কষ্টার্জিত পুরো টাকাই আত্মসাৎ করেছেন। পরবর্তীতে, আমি জমির বিষয়ে মীমাংসা করার জন্য গাজীপুরে শ্বশুরবাড়িতে যাই। এ সময় আমার স্ত্রী আমার গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। আমি বাড়ি থেকে যাওয়ার পরে সে তার পরকীয়া প্রেমিক মাসুদ রানার সঙ্গে পালিয়ে যায়। এ সময় সে আমার ঘরে থাকা নগদ এক লাখ চল্লিশ হাজার টাকা সহ প্রায় আনুমানিক ৫ লক্ষ ৯৫ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ সময় আমার মায়ের চিৎকারে অন্যান্য সাক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার স্ত্রীকে বাড়ির বাহিরে না যাওয়ার অনুরোধ করে তাকে বাঁধা দিয়ে ব্যর্থ হন। পরে সে সকলের বাঁধা অমান্য করে পরকীয়া প্রেমিক মাসুদ রানার সাথে পালিয়ে যায় বলে নিশ্চিত হয়েছি।

    একজন প্রবাসী হিসাবে সরকারের নিকট আমার আকুল আবেদন আমার কষ্টার্জিত খোয়া যাওয়া নগদ টাকা, স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল যেন দ্রুত ফেরত পাওয়া সহ অভিযুক্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

    এ সংক্রান্তে ভুক্তভোগী মুকসুদপুর আমলী আদালতে দুইটি পিটিশন মামলা দায়ের করেছেন। যা বর্তমানে বিচারাধীন রয়েছে বলে জানান ভুক্তভোগী।

  • কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরি-দর্শন শেষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলেন ইউএনও মাসুম বিল্লাহ

    কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরি-দর্শন শেষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলেন ইউএনও মাসুম বিল্লাহ

    কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

    কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ (অঃ দাঃ) গতকাল মুক্তিযোদ্ধা সংসদ ভবন পরিদর্শনের পর প্রাণ ফিরে পেয়েছে ভবনটিতে।

    আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পূনরায় তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে বীর সন্তানদের ব্যাবহার অনুপোযোগী আসবাবপত্র গুলোর সংস্কার পরিবর্তন পরিবর্ধন সংক্রান্ত বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

    এ সময় বীর মুক্তিযোদ্ধা – সেখ আঃ মান্নান, মোদাচ্ছের হোসেন ঠাকুর, তৈয়াবুর রহমান সরদার, আবুল কালাম আজাদ, আলাউদ্দিন তালুকদার, দুলাল চন্দ্র বিশ্বাস সহ অন্যান্য বীর সৈনিকেরা উপস্থিত ছিলেন।

  • গোপালগঞ্জ জেলা পুলিশের প্রেস ব্রিফিং 

    গোপালগঞ্জ জেলা পুলিশের প্রেস ব্রিফিং 

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ 

    ‘‘সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন- ২০২৫ এর লিখিত পরীক্ষা উপলক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

    আজ বুধবার (০৩ সেপ্টেম্বর)
    জেলা পুলিশ, গোপালগঞ্জ এর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন- ২০২৫ এর লিখিত পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতি  হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ, নিয়োগ বোর্ডের অন্যান্য অফিসার এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ।

    এ সময় পুলিশ সুপার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন- ২০২৫ এর কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন ।

  • ট্যুরিস্ট পুলিশ–টিডিএবি ঐক্য: পর্যটনশিল্পে বিশ্বমান অর্জনের প-থচলা শুরু

    ট্যুরিস্ট পুলিশ–টিডিএবি ঐক্য: পর্যটনশিল্পে বিশ্বমান অর্জনের প-থচলা শুরু

    বিশেষ প্রতিনিধিঃ

    বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে ট্যুরিস্ট পুলিশ ও ট্যুরিজম ডেভেলপারস এসোসিয়েশন অব বাংলাদেশ (টিডিএবি) যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। রাজধানীর ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে এক সৌজন্য সাক্ষাতে এ প্রতিশ্রুতি ঘোষণা করা হয়।

    সভায় ট্যুরিস্ট পুলিশ প্রধান মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি’র সঙ্গে মতবিনিময় করেন টিডিএবি চেয়ারম্যান আসলাম খান নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। এ সময় পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার নানা দিক নিয়ে আলোচনা হয়।

    ট্যুরিস্ট পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন, বিপিএম, ডিআইজি (হেডকোয়ার্টার্স, ঢাকা); জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, অতিরিক্ত ডিআইজি (ঢাকা-সিলেট-ময়মনসিংহ ডিভিশন, অতিরিক্ত দায়িত্বে খুলনা-বরিশাল ডিভিশন); এবং বিধান ত্রিপুরা, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (চট্টগ্রাম বিভাগ)।

    টিডিএবি চেয়ারম্যান আসলাম খান ট্যুরিস্ট পুলিশ প্রধানের হাতে একটি সৌজন্য স্মারক তুলে দেন। তিনি বলেন, “বাংলাদেশের পর্যটন শিল্প শুধু অর্থনীতির চাকা ঘোরাবে না, বরং বিশ্বে আমাদের দেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করবে। এজন্য নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    ট্যুরিস্ট পুলিশ প্রধান মোঃ মাইনুল হাসানও ট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সমন্বিত কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “দেশি-বিদেশি পর্যটকরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাংলাদেশ ভ্রমণ করতে পারেন, সেজন্য ট্যুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করছে। ট্যুরিজম খাতকে আরও শক্তিশালী করতে টিডিএবি’র সঙ্গে সমন্বিত উদ্যোগ একটি মাইলফলক হবে।”

    বাংলাদেশ প্রতিবছর প্রায় ২৫ থেকে ৩০ লাখ পর্যটক গ্রহণ করে থাকে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার ও বেসরকারি উদ্যোগ একসাথে কাজ করলে এই সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পাওয়া সম্ভব। নিরাপত্তা, আধুনিক অবকাঠামো, পর্যটন স্পটের উন্নয়ন ও আন্তর্জাতিক প্রচারণা—এসবই এখন সময়ের দাবি।

    এই সাক্ষাত বৈঠকের মধ্য দিয়ে দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের নতুন দিগন্ত উন্মোচিত হলো।

  • তারেক রহমান বাংলাদেশে কোন বৈষ-ম্য দেখতে চায় না-আনিসুর রহমান তালুকদার খোকন

    তারেক রহমান বাংলাদেশে কোন বৈষ-ম্য দেখতে চায় না-আনিসুর রহমান তালুকদার খোকন

    মো:মিজানুর রহমান,কালকিনি,ডাসার,প্রতিনিধি ঃ
    কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে কোন বৈষম্য দেখতে চায় না। তিনি আরো বলেন, আমরা দিনের ভোট রাতে চাইনা। তাই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদের মা-বোনদেরকে সাথে নিয়ে প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমানের সালাম দিবেন ও ধানের শীষ মার্কায় ভোট চাইবেন। আমরা ফেব্রুয়ারিতেই শান্তিপূর্ণ একটি নির্বাচন দেখতে চাই। আজ বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই উপজেলার প্রান কেন্দ্র ভূরঘাটায় একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে ভূরঘাটা নতুন বাসষ্ট্যান্ডে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি যুদ্ধ করেছি কিন্তু পালিয়ে যাইনি। আমরা অনেক সমাবেশের বক্তব্যে বলেছি হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হবে। হাসিনা কিন্তু সত্যিই দেশ থেকে পালিয়েছে। এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা আব্দুস সালাম খাঁন, মো. ইসমাইল হাওলাদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সুবর্ণচরে গাঁ-জা সেব-নকে কেন্দ্র করে ঝগ-ড়ায় নিহ-ত ১

    সুবর্ণচরে গাঁ-জা সেব-নকে কেন্দ্র করে ঝগ-ড়ায় নিহ-ত ১

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর সুবর্ণচরে গাঁজা সেবন করে দুই বন্ধুর ঝগড়ায় পুকুরের পানিতে ডুবে একজনের মৃত্যু। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডালিম চন্দ্র মজুমদার (৪০) নামে একজনকে আটক করেছে। তবে পুলিশ মৃত্যুর সুনির্দিষ্ট কোন কারণ জানাতে পারেনি। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুমোদ মজুমদারের বাড়ির পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

    নিহত যুবকের নাম তপন চন্দ্র মজুমদার (৪২)। তিনি একই ইউনিয়নের চরবাটা গ্রামের মৃত ননী গোপাল মজুমদারের ছেলে। অপরদিকে, আটক ডালিম একই গ্রামের ভবতোষের বাড়ির ভবতোষ চন্দ্র মজুমদারের ছেলে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডালিম ও তপন দুই বন্ধু প্রায় একসঙ্গে গাঁজা সেবন করত। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তপনকে একই এলাকার তার বন্ধু ডালিমের সাথে রাস্তায় হাঁটতে দেখে স্থানীয় লোকজন। গাঁজা সেবন করার কিছুক্ষণ পর উভয়ের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপযায়ে ডালিম তপনকে পুকুরের পানিতে ফেলে দেয়। পুকুরে পড়ার সময় তপন ডালিমকে সাথে নিয়ে পড়ে। তাদের শৌরচিৎকার শুনে স্থানীয় ডেকোরেশন মিস্ত্রি মো.মনসুর (৪৫) ও অটোরিকশা চালক নারায়ণ মজুমদার (৪৭) ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা কুমোদ মজুমদারের পুকুরের পানি থেকে আওয়াজ শুনতে পায়। তাৎক্ষণিক তারা ডালিমকে ওই পুকুরের পানি থেকে উদ্ধার করে। তপনকে পুকুরের পানিতে খোজাঁখুজি করে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে রাত সোয়া ২টার দিকে তপনের লাশ পুকুরে ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার। ডালিমের হাতে আঘাতের চিহৃ রয়েছে। তবে নিহত তপনের শরীরে কোন আঘাতের চিহৃ নেই।

    চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। অসুস্থ থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

  • সত্যের পথে সা-হসী কলম—সাংবাদিক এইচএম শহি-দুল ইসলাম

    সত্যের পথে সা-হসী কলম—সাংবাদিক এইচএম শহি-দুল ইসলাম

    ✍️ শেখ সাইফুল ইসলাম কবির

    “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি দায়িত্ব, নৈতিকতা ও সমাজ পরিবর্তনের হাতিয়ার” — এই দর্শনেই বিশ্বাসী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচএম শহিদুল ইসলাম।
    সত্য ও ন্যায়ের খোঁজে তাঁর নিরন্তর ছুটে চলা তাঁকে আজকে মোড়েলগঞ্জের একজন সম্মানিত, নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত করেছে।

    📍 শুরুটা কেমন ছিল

    এইচএম শহিদুল ইসলামের সাংবাদিকতার পথচলা শুরু হয়েছিল খুব সাধারণভাবে, কিন্তু তাঁর চিন্তা ছিল অসাধারণ। ছোট একটি কলম হাতে নিয়ে তিনি নেমে পড়েছিলেন অন্যায়, দুর্নীতি আর সামাজিক অবিচারের বিরুদ্ধে। শুরু থেকেই তিনি বিশ্বাস করতেন, “একজন সত্যনিষ্ঠ সাংবাদিক সমাজের চোখ খুলে দিতে পারে।”

    🧭 সাংবাদিকতার নীতিতে অবিচল

    বর্তমান মিডিয়ার যুগে যেখানে অনেকেই আপোষ করে নিচ্ছেন স্বার্থের কাছে, সেখানে এইচএম শহিদুল ইসলাম এক ব্যতিক্রমী নাম।
    তিনি কখনোই সংবাদের বাণিজ্যিকীকরণে অংশ নেননি। তাঁর লেখনীতে উঠে আসে সাধারণ মানুষের কথা, অবহেলিতদের কণ্ঠস্বর এবং প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ার মতো বাস্তব সমস্যা।

    🌿 জনপ্রিয়তার পেছনের কারণ

    তাঁর ব্যতিক্রমী সাহস, স্পষ্টভাষী মনোভাব ও বাস্তবভিত্তিক প্রতিবেদন শুধু সাংবাদিক সমাজে নয়, সাধারণ মানুষের মধ্যেও তাঁকে জনপ্রিয় করে তুলেছে।
    তিনি এমন একজন ব্যক্তি, যিনি সহজেই রাজনীতিবিদ থেকে শুরু করে দিনমজুর—সব শ্রেণির মানুষের সাথেই সহজভাবে মিশে যেতে পারেন।

    মোড়েলগঞ্জ উপজেলার সর্বমহলে তাঁর গ্রহণযোগ্যতা প্রমাণ করে যে, সততা আর নির্ভীকতা আজও মানুষের মন জয় করতে পারে।

    🔎 সমস্যার মুখোমুখি হয়েও অটল

    সাংবাদিকতা পেশায় নানা বাধা আসে—কখনো রাজনৈতিক চাপ, কখনো হুমকি, আবার কখনো একাকীত্ব।
    কিন্তু এইচএম শহিদুল ইসলাম কখনোই সেই চাপের কাছে মাথা নত করেননি। বরং প্রতিবন্ধকতাগুলোকে তিনি শক্তিতে পরিণত করেছেন।

    🕯️ সাংবাদিকতা তাঁর কাছে কী?

    তাঁর নিজের কথায়,

    > “সাংবাদিকতা আমার কাছে শুধু খবর লেখা নয়, এটি হল সমাজের পাশে দাঁড়ানো, নির্ভীকভাবে সত্য বলা এবং মানুষের ন্যায্য অধিকার রক্ষা করার লড়াই।”

    🌟 উপসংহার: প্রেরণার নাম শহিদুল ইসলাম

    এইচএম শহিদুল ইসলাম শুধু একজন সাংবাদিক নন—তিনি একজন পথপ্রদর্শক, যিনি দেখিয়ে দিয়েছেন কলমের শক্তি কতটা গভীর হতে পারে।
    বর্তমান প্রজন্মের সাংবাদিকদের কাছে তিনি অনুপ্রেরণা, আর সমাজের কাছে একজন আস্থার প্রতীক।

    ✒️ লেখক: শেখ সাইফুল ইসলাম কবির চেয়ারম্যান জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রিয় কমিটি ঢাকা।
    সভাপতি বাগেরহাট রিপোর্টা্র্স ইউনিটি।
    সহ সভাপতি মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব।