Blog

  • সিংড়ায় গণ অধিকার পরিষদের প্রতিনিধি সভায় ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন

    সিংড়ায় গণ অধিকার পরিষদের প্রতিনিধি সভায় ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন

    মোঃএমরান আলী রানা নাটোর প্রতিনিধি

    গতকাল  ১৮ অক্টবর বিকালে সিংড়া গণ অধিকার পরিষদ উপজেলা শাখার   উদ্যোগে প্রতিনিধি সভায়   ছাত্র অধিকার পরিষদ সিংড়া  উপজেলা শাখার কমিটি গঠন ও আনন্দ মিছিল  অনুষ্ঠিত হয়েছে।

    সিংড়া উপজেলা চত্বর মুক্ত মঞ্চে গণ অধিকার পরিষদ নাটোর জেলা শাখা যুগ্ম সদস্যচিব প্রকৌশলী মেহেদী হাসান মামুনের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন
    গণ অধিকার পরিষদ নাটোর জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট হারুনুর রশিদ বুলবুল
    সিংড়া উপজেলার সমন্বয়ক সাজিদুল বাসার, ছাত্র অধিকার পরিষদ নাটোর জেলা শাখা সাবেক সভাপতি ইফতেখার শাওন,
    বাংলাদেশ ছাত্র অধিকার  পরিষদ নাটোর জেলা সোহেল রানা সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার  পরিষদ নাটোর জেলা শাখা,ফরহাদ হোসেন যুব অধিকার  পরিষদ নাটোর  জেলা শাখা,
    আহসান হাবিব  সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদ   নাটোর জেলা শাখা আনান্দ মিছিল ও আলোচনা সভা শেষে সিংড়ায় ছাত্র অধিকার পরিষদের  জন্য আলিফ রানা কে সভাপতি  সাগর হোসেন কে সাধারণ সম্পাদক ও আরমান সরদার কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সিংড়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। 

    মোঃ এমরান আলী রানা
    নাটোর প্রতিনিধি

  • নাগরিক টিভির প্রতিনিধির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

    নাগরিক টিভির প্রতিনিধির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

    কে এম শহিদুল্লাহ।
    সুনামগঞ্জ প্রতিনিধি

    সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউপির শিলডোয়ার গ্রামের তাজ্জুদ আলী খানের ছেলে আওয়ামীলীগ নেতা চিনাকান্দি সীমান্ত এলাকার ইয়াবা ব্যবসায়ী মোঃ ইয়াকুল ইসলাম কর্তৃক স্থানীয় এক কিশোরকে পিঠিয়ে আহত করার ঘটনার সংবাদ প্রকাশ করায় নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবুকে বিভিন্নভাবে হত্যার হুমকিসহ তার নামে দুটি মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহারসহ দোষী ব্যাক্তিকে গ্রেপ্তারের দাবীতে সাংবাদিকদের মান্ববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জের সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সাংবাদিক ফোরামের সহ সভাপতি ও দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার,একুশে টিভির প্রতিনিধি মোঃ আব্দুস সালাম,দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল,দৈনিক খবরের স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান স্বপন, দৈনিক আমার বার্তার প্রতিনিধি গাজী আফজাল হোসেন,দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি মোঃ বাবুল মিয়া,মাই টিভির জেলা প্রতিনিধি মোঃ আবু হানিফ,দৈনিক আই বার্তার প্রতিনিধি মোশাহিদ আহমদ,তাজুল ইসলাম তারেক,দৈনিক বর্তমানের প্রতিনিধি মাহফুজুর রহমান সজীব,গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান,বিজয় টিভির প্রতিনিধি আলাউর রহমান,এশিয়ান টিভির প্রতিনিধি এনামূল কবীর মুন্না,নাগরিক টিভির জেলাপ্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু,জাগরণি টিভির প্রতিনিধি মোঃ আফতাব উদ্দিন,দৈনিক শ্যামল সিলেটের বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি শফিউল আলম,দৈনিক সুনামগঞ্জ সময়ের বিশেষ প্রতিনিধি মোঃ নুর আহমদ,একুশে টিভির ক্যামেরাপার্সন হৃদয় হোসেন প্রমুখ।

    সাংবাদিক নেতারা বলেন, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউপির শিলডোয়ার গ্রামের তাজ্জুদ আলী খানের ছেলে আওয়ামীলীগ নেতা চিনাকান্দি সীমান্ত এলাকার ইয়াবা ব্যবসায়ী মোঃ ইয়াকুল ইসলামের এক সময় নুন আনতে পানতা পুড়াত। কিন্তু তিনি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে পদপদবী ব্যবহার করে চিনাকান্দি সীমান্ত এলাকা দিয়ে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে এলাকার কিছু গরীব ছেলেদের ব্যবহার করে রাতের আধাঁরে অবৈধভাবে সীমান্তের ওপাড়ে ভারতে পাঠিয়ে মরণ নাশক ইয়াকা ট্যাবলটে,বিদেশী মদ এবং মাঝে মাঝে আগ্নেয়াস্ত্র দেশের ভেতরে এনে বিভিন্ন জায়গাতে সাপ্লাই দিয়ে তিনি ইতিমধ্যে অর্ধশত কোটির টাকার মালিক বনেছেন্ । ইয়াকুল ইতিমধ্যে তার গ্রামের বাড়ি শিলডোয়ারে দুইকোটি টাকা দিয়ে একটি বিশাল বহুল বাড়ি নিমার্ণ করেছেন এবং ৫০ লাখ টাকা দিয়ে একটি বিলাশ বহুল গাড়ি খরিদ করেছেন। পাশাপাশি স্থানীয় ক্যাম্পের বাজারে স্বর্ণা ফার্মেসী খুলে এই ফার্মেসী ব্যবসার আড়ালে প্রতিরাতে ঐ সমস্ত যুবকদের কম মুজুরী দিয়ে সীমান্তের ওপাড়ে ভারতে পাঠিয়ে বিভিন্ন ভ্যান্ডের বিদেশী মদ ও ইয়াবার কারবার করেই যাচ্ছেন। তার এই স্বর্ণ ফার্মেসীর কোন বৈধ লাইন্সেস ও নাই। গত ১৭ই সেপ্টেম্বর ইয়াবা ব্যবসায়ী ইয়াকুল ইসলাম চিনাকান্দি গ্রামের দিনমুজুর আলতাব মিয়ার ছেলে ১৪ বছরের কিশোর রুমান মিয়াকে চোরাইপথে ইয়াবা আনার জন্য ভারতে পাঠানোর প্রস্তাব করেন। এতে ঐ কিশোর যেতে পারবে না বলে জানালে ইয়াকুল ঐ কিশোরটি পিঠিয়ে রক্তাক্ত জখম করেন। খবর পেয়ে কিশোরের পিতা দিনমুজুর আলতাফ ঘটনাস্থলে গিয়ে তার ছেলেকে পিঠিয়ে আহত করার ঘটনা জানতে চাইলে ইয়াকুল আলতাব মিয়াকে ও অকথ্য ভাষায় গালাগালির এক পর্যায়ে মারতে উদ্যোগী হন্, পরে স্থানীয় লোকজন এসে দিনমুজুর আলতাব মিয়াকে সরিয়ে নেন। এ ঘটনায় আহত কিশোরের পিতা আলতাব মিয়া নিজে বাদি হয়ে গত ২৩ সেপ্টেম্বর হামলাকারী ইয়াবা স¤্রাট ইয়াকুল ইসলামকে অভিযুক্ত করে সুনামগঞ্জের পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাৎক্ষণিক পুলিশ সুপার ডিবির অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামকে দায়িত্ব প্রদান করেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। এই অভিযোগের প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা নাগরিক টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবুসহ আরো বেশ কয়েকজন সাংবাদিক ইয়াবা ব্যবসায়ী ইয়াকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ প্রিন্ট ও অনলাইন পোার্টলে সংবাদ প্রকাশ করেন। সেই আলোকেই ইয়াবা সম্রাট ইয়াকুল ইসলাম তার অপকর্ম ধামাচাপা দিতে বিশ্বনাথের মৃত সুধীর দেবের ছেলে গাড়ি চালক শিন্টু দেবকে বাদি বানিয়ে ধনপুর ইউপি চেয়ারম্যান মিলন মিয়া ও নাগরিক টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবুসহ ৪ জনকে আসামী বানিয়ে আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিশ্বম্ভরপুর জোনে একটি মামলা দায়ের করেন। অথচ এই বিশ^নাথের বাদিকে আসামীদ্বয় কোনদিন দেখেননি কিংবা চিনেন ও নি। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত ৪ মার্চ ইং তারিখে এই বাদি গাড়ি চালক তার গাড়ি নিয়ে রাতে বিশ^ম্ভরপুরের সোনাতলা গ্রামে আসেন এ সময় নাকি আসামীদ্বয় তার গাড়ি আটকিয়ে তাকে মারপিঠ করে আহত করেন এবং তার গাড়ি ভাংচুর করা হয়। অথচ ঘটনার সময় ও তারিখে নাগরিক টিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গত ২রা মার্চ রওয়ানা দেন এবং ৩ মার্চ ঢাকা বিমানবন্দনে আসেন এবং ৫ মার্চ তিনি তার গ্রামের বাড়ি চিনাকান্দিতে আসেন। এর পরপরই ইয়াবা স¤্রাট মোঃ ইয়াকুল ইসলাম নিজে বাদি হয়ে সাংবাদিক মোস্তাফিজুর রহমানসহ ৪জনকে আসামীকে করে গত ৭ অক্টোবর আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিশ^ম্ভরপুর জোনে আরো একটি মিথ্যা মামলা দায়ের করেন। যার সিআর মামলা নং-২৭৩/২০২৪ইং। মামলার এজাহাওে উল্লেখ করা হয়েছে আসামী নাগরিক টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু নাকি বাদি ইয়াকুলের নিকট একলাখ টাকা চাঁদা দাবী করেছেন। চাদাঁ না দিলে নাকি বাদিকে বিভিন্নভাবে দেখে নেওয়ার হুমকি দেয়া হয়েছে। ক্যাম্পেরবাজারের ইয়াবা সম্রাট মোঃ ইয়াকুল ইসলাম এতই দাপটের লোক তার কথার অবাধ্য কেহ গেলে তাকে পিঠাতে সময় কালক্ষেপন করেন না। এই ব্যাক্তির নিকট কোন সাংবাদিক বিষয়ই না। ইয়াবা ব্যবসায়ী ইতিমধ্যে বেশ কয়েকজন সাংবাদিককে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ পর্যন্ত করেছেন। নেতৃবৃন্দরা দাবী করেন এই ইয়াবা ব্যবসায়ী ইয়াকুল তার অপকর্ম ধামাচাপা দিতে গিয়ে এবং সংবাদকর্মীদের কলমকে রুদ্ধ করে দিতেই তিনি নাগরিক টিভির সাংবাদিকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন। তিনি মামলায় শিলডোয়ার গ্রামের মৃত আব্দুস ছোবানের ছেলে আসাম(আলম) মিয়াকে যে স্বাক্ষী করেছেন তার মুখোমুখি হলে তিনি মামলার স্বাক্ষীর বিষয়ে কিছুই জানেন না বলে ভিডিও ফুটেজে প্রমান রয়েছে। ইয়াবা ও ভারতীয় মাদকের চালান দেশের মেধ্য প্রবেশ করায় একদিকে এলাকার যুবসমাজ মাদকাসক্ত হয়ে বিপদগামী হচ্ছেন অন্যদিকে সীমান্ত দিয়ে প্রতিরাতে আসা মাদক ও ইয়াবা নিয়মিত আসায় সীমান্ত অরক্ষিত বলে মনে করছেন উপস্থিত সাংবাদিকরা। অবিলম্বে এই ইয়াবা ব্যবসায়ীর দায়েরকৃত মামলাটি সঠিক তদন্তের দাবী জানান এবং এই ইয়াবা সম্রাট মোঃ ইয়াকুল ইসলামকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। অন্যতায় ঐ সমস্ত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজপথে থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। ##

  • মাদক বিরোধী আলোচনা সভা

    মাদক বিরোধী আলোচনা সভা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    অদ্য  ৩.০০ ঘটিকায় রামেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রামেরডাঙ্গা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ।

    পুলিশ সুপার বলেন, পঞ্চগড় জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করবে জেলা পুলিশ,  এক্ষেত্রে তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাবেত আলী, জেলা প্রশাসক, পঞ্চগড়। 

    এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সাংবাদিকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

  • মাদক বিরোধী আলোচনা সভা

    মাদক বিরোধী আলোচনা সভা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    অদ্য  ৩.০০ ঘটিকায় রামেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রামেরডাঙ্গা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ।

    পুলিশ সুপার বলেন, পঞ্চগড় জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করবে জেলা পুলিশ,  এক্ষেত্রে তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাবেত আলী, জেলা প্রশাসক, পঞ্চগড়। 

    এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সাংবাদিকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

  • পঞ্চগড়ে নির্ধারিত সময়ের আগেই মাদ্রাসা ছুটি

    পঞ্চগড়ে নির্ধারিত সময়ের আগেই মাদ্রাসা ছুটি

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভুটুজোত পাঠানপাড়া দাখিল মাদ্রাসা সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের আগেই মাদ্রাসায় তালা দিয়ে চলে গেছেন শিক্ষক ও কর্মচারী। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ৯মিনিটে সরেজমিনে দেখা যায়, ভুটুজোত পাঠানপাড়া দাখিল মাদ্রাসায় কোনো শিক্ষক ও শিক্ষার্থী নেই। বিদ্যালয়ের পাঠদান ও অফিস কক্ষ তালাবদ্ধ।

    উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসাগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাশ চলবে। এর মধ্যে শুধুমাত্র দুপুরে খাওয়ার জন্য আধা ঘণ্টা সময় বিরতী দেওয়ার সরকারি বিধান রয়েছে।

    স্থানীয় এক ব্যক্তি জানান, সরকার পতনের পর থেকেই বৃহস্পতিবার এ সময়ে ছুটি হয়ে থাকে, কমবেশি অন্যান্য প্রতিষ্ঠান গুলোও এভাবে ছুটি দিয়ে আসছে।

    ওই মাদ্রাসার সহকারী সুপার(ভারপ্রাপ্ত সুপার) মো. জিয়াউর রহমান বলেন, মাদ্রাসায় শিক্ষক কম ছিল এর মধ্যে ৩জন শিক্ষক ছুটি নিয়েছেন এবং তিনিও নির্বাচনী প্রশ্নপত্র নেওয়ার জন্য বোদায় যান। এ জন্য নির্ধারিত সময়ের আগেই তিনি মাদ্রাসা ছুটি দিয়েছেন। তবে তিনি বিষয়টি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করেন। এরপর কিছুক্ষণ পরেই তিনি বলেন, বর্তমান সুপারের দায়িত্ব হিসেবে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার ক্ষমতা তার রয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বি বলেন, সরকার কর্তৃক নির্ধারিত সময়ের আগে মাদ্রাসা ছুটি দেওয়ার কোন বিধান নেই। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা

    তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের তানোর উপজেলা সাতটি ইউনিয়ন (ইউপি) ও দুটি পৌরসভা নিয়ে গঠিত।এই উপজেলা কৃষির নির্ভর। সবচেয়ে বেশি চাষ হয় রোপা-আমণ। এবার প্রতিটি মাঠে শোভা পাচ্ছে রোপা-আমণের শীষ।মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম এক কথায় পুরো উপজেলা জুড়ে হিমেল হওয়ায় দোল খাচ্ছে হাজারো কৃষকের স্বপ্ন। প্রতিটি শীষে যেন কৃষকের জীবনের স্বপ্ন ভবিষৎ নির্ভর করছে।বরেন্দ্র অঞ্চলের কৃষি ভান্ডার তানোর।অনেক এলাকায় ধানে পাক ধরেছে। দু’এক জায়গায় দু’এক বিঘা করে
    ধান কাটাও শুরু হয়েছে।অল্প কিছু দিনের মধ্যেই পুরোদমে আমণ কাটা-মাড়াই শুরু হবে
    উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে আমণের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৬৩৫ হেক্টর। এর মধ্য হাইব্রিড ২৮ হেক্টর, উফশী জাত ২২ হাজার ১১৭ হেক্টর এবং স্থানীয় জাতের চাষ হয়েছে ৫৫০ হেক্টর। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০ হাজার ২৯৮ মেট্রিক টন। উপজেলার স্বর্ণপদক প্রাপ্ত স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নুর মোহাম্মাদ জানান, রোপা-আমণ রোপণের শুরুর দিকে কৃষকদের প্রচুর বেগ পেতে হয়েছে। বৃষ্টির পানি সময় মত পায়নি। সার নিয়ে ছিল অসহীয় সিন্ডিকেট। তবে আশার কথা রোপণের পর বৃষ্টি হওয়ার কারনে রোগ-বালাই অনেক কম। এবার কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে তৎপরতা ছিল চোখে পড়ার মত। বরাবরের মত এবারো ফলন ভালো হবে বলে আশাবাদি তিনি।
    উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ জানান, রোপনের সময় বৃষ্টির দেখা না পাওয়ায় কিছুটা দেরিতে হয়েছে রোপনের কাজ। অবশ্য রোপণের পরপরই বৃষ্টি হয় যা কৃষকদের মনে স্বস্তি এনে দেয়। এবারে ধানখেতে রোগ বালা কম। যেখানেই রোগের কথা শোনা গেছে সেখানেই দ্রুত পরামর্শ প্রদান করা হয়েছে। একাধিক মাঠ দিবস এবং অভিযোগ আশার সঙ্গে সঙ্গে প্রতিকারের সুব্যবস্থা করা হয়েছে। এজন্য ফলন ভালো হবে। তিনি বলেন, হেক্টর প্রতি ৫ দশমিক ৫০ মে:টন ফলন ধরা হয়েছে। এর চেয়ে বেশি হবে কিন্তু কমবে না। উপজেলায় ধানের চাহিদা প্রায় ২০৫ মে:টন এবং উদ্বৃত্ত থাকবে প্রায় ৪৬ হাজার ৬৭৫ মে:টন। তিনি আরো বলেন,অনুকুল আবহাওয়া ও সময়োপযোগী বৃষ্টি হওয়ায় এবার অনেক জমিতে আমণ চাষ হচ্ছে। এছাড়াও সরকারীভাবে বীজ সারসহ বেশ কিছু সহায়তা দেয়া হয়েছে।#

  • নড়াইলের ইছামতি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে কাইজা গ্রেফতার ১১

    নড়াইলের ইছামতি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে কাইজা গ্রেফতার ১১

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলের নলদী ইছামতি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে গ্রাম্য কাইজা এগার জন। গ্রেফতার লোহাগড়া থানাধীন এক নং নলদী ইউনিয়নের চর বালিদিয়া সাকিনস্থ চরবালিদিয়া বাজারের রেজাউলের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ইছামতির বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যার মধ্যে একটি গ্রুপের নেতৃত্ব দেয় লিটন মোল্যা (৪০), পিতা-মৃত লুৎফর মোল্যা এবং অপর পক্ষের নেতৃত্ব দেয় রাজু মুন্সী (৩৮), পিতা-ইলিয়াস মুন্সী, উভয় সাং-চরবালিদিয়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল। দীর্ঘদিন যাবৎ উভয় পক্ষের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক দলাদলি বিদ্যমান আছে। ইছামতির বিলের মধ্যে রাজু মুন্সীর লোক শাহাবুর মোল্যা, পিতা-মোবারক ওরফে রিকু মোল্যা, সাং-চর বালিদিয়া, ভেসাল জাল দিয়ে মাছ ধরার জন্য দেয়। পরবর্তীতে ইছামতির বিলের মধ্যে লিটন গ্রুপের আলমগীর মুন্সী(৪৫), পিতা-নূর মিয়া মুন্সী, সাং-চর বালিদিয়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল মাছ ধরার জন্য শাহাবুর মোল্যার ভেসালের (জাল) সামনে কারেন্ট জাল দিয়ে বাধ দেয়। পরবর্তীতে রাজু মুন্সীর লোকজন নেট দিতে বাধা দেয় ও নিষেধ করে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, উক্ত ঘটনাকে কেন্দ্র করে শুরুবার (১৮) তারিখ সকালে মধ্যে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চর বালিদিয়া সাকিনস্থ চরবালিদিয়া বাজারের রেজাউলের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর একত্রিত হয়ে উভয়পক্ষ মারামারিতে লিপ্ত হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশে নলদী পুলিশ ক্যাম্প ও লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে নলদী পুলিশ ক্যাম্পের আইসি এসআই (নিঃ) মোরছালিন সঙ্গীয় ফোর্সসহ কাইজাস্থল হতে লিটন মোল্যার গ্রুপের মোঃ রউফ(৫৮), পিতা-মৃত আমির মোল্যা, বশির মোল্যা (৬৫), পিতা-আইন উদ্দিন মোল্যা, ছবেদ আলী (৬২), পিতা-মৃত মোকলেছুর রহমান, ৪। মোঃ শফিকুল(৪০).পিতা-মধু শেখ, সর্ব সাং-চর বালিদিয়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, মোঃ সুমন মিয়া(৩৫), পিতা-হাবিবর মোল্যা, সাং-লাহুড়িয়া দিননাথপাড়া, সর্ব থানা-লোহাগড়া, জেলা-নড়াইল।
    এবং রাজু মুন্সী গ্রুপের মোঃ ইউনুস মোল্যা (৬০), পিতা-মৃত রফিউদ্দিন মোল্যা, আলাউদ্দিন(৩৮), পিতা-মোঃ খলিলুর রহমান, মোঃ আশিক মোল্যা (২৫), পিতা-মোঃ বাবর মোল্যা, ৪। জাফর শেখ (৬৫), পিতা-মৃত এলেম শেখ, সর্ব সাং-চর বালিদিয়া, মোঃ সজল মোল্যা (৩০), পিতা-মোঃ জাহাঙ্গীর রহমান, সাং-লাহুড়িয়া দিননাথপাড়া, সর্ব থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, মোঃ জিল্লুর রহমান(৪১), পিতা-মৃত ইমান উদ্দিন,সাং-সালদা,থানা-মহম্মদপুর, জেলা-মাগুরা সর্বমোট ১১ এগার জন আসামি গ্রেফতার করে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • কাজ না করেই তিন অর্থবছরে বরাদ্দ উত্তোলন

    কাজ না করেই তিন অর্থবছরে বরাদ্দ উত্তোলন

     

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:

    কোনো কাজ না করেই গত তিন অর্থবছরে দেওয়া বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়েছে পঞ্চগড় জেলা পরিষদে। যদিও কর্তৃপক্ষের দাবি, অর্থ উত্তোলন করে পরিষদের হিসাব নম্বরে রাখা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক প্রাধান্য, দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতি, প্রকল্প বাস্তবায়নে জনসম্পৃক্ততা না থাকা, সম্ভাব্যতা যাচাই না করে প্রকল্প প্রণয়নসহ নান অনিয়ম রয়েছে এ পরিষদের। স্থানীয়রা পুনরায় প্রকল্পের স্ক্রীম নেওয়ার দাবি জানিয়েছেন।

    জানা যায়, ২০২২ সালে জেলা পরিষদের নির্বাচনে এ জেলায় আব্দুল হান্নান শেখ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২১-২০২২ অর্থবছরে ৬ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দে ৩৯১টি স্ক্রীম, ২০২২-২০২৩ অর্থবছরে ৪ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দে ৩৩৩টি স্ক্রীম গ্রহণ করে অর্ধেক দরপত্রের মাধ্যমে অর্ধেক পিআইসি কমিটির নামে বরাদ্দ দিয়ে অনুমোদিত হয়। বিভিন্ন অনিয়মের কারণে গত অক্টোবর মাস পর্যন্ত কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী কাজ হয়েছে পঞ্চাশ শতাংশের কম। এদিকে ২০২৩-২০২৪ অর্থবছরের এডিপি সাধারণ বরাদ্দের ছয় কোটি ২৫ লাখ টাকার বিপরীতে ৪১০টি  প্রকল্পের স্ক্রীম অনুমোদন হয়েছে চলতি বছরের জুলাই মাসে। কাজ এ পর্যন্ত শুরু করতে পারেনি দপ্তরটি।

    বৈষম্যবিরোধী নাগরিক সমাজ কমিটির যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম জুয়েল জানান,গত অর্থবছরের এডিপি বরাদ্দের প্রকল্প রাজনৈতিক বিবেচনায় স্ক্রীম নিয়ে অনুমোদন হয়েছে। কিন্তু বাস্তবায়ন শুরু হয়নি। এজন্য এ প্রকল্পের স্ক্রীম বাতিল করে পুনরায় স্ক্রীম গ্রহনের দাবি জানান তিনি।

    নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষদের এক কর্মচারি জানান, আব্দুল হান্নান শেখ চেয়ারম্যান থাকাকালে নিজের নামের স্কুলে বার বার বরাদ্দ নিয়েছেন। জেলা পরিষদের সদস্য আখতারুন নাহার সাকীর নিজস্ব তিনটি প্রতিষ্ঠানে দিয়েছেন ৮ লাখ টাকা বরাদ্দ।

    কহরুহাট বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল মোমিন বলেন, এক লাখ টাকার প্রকল্প দিয়েছে। পঞ্চাশ হাজার টাকা অনেক আগে তুলে কাজ করেছি। তারপর থেকে বার বার গিয়েছি পরিষদে। কিন্তু বাকী টাকা দিবে দিবে করছে, এখনো দিচ্ছে না।

    অপসারিত জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ জানান, প্রকল্পের অর্ধেক টাকা নিয়ে কাজ করার পর বাকী বিল তোলার নিয়ম। হয়ত কাজ করতে পারেনি, টাকা নেয়নি। নামে-বেনামে প্রকল্প দেওয়ার বিষয়ে তিনি বলেন- আমি শুধু একটা স্বাক্ষর করি। এর থেকে বেশী কিছু জানি না।

  • গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

    গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রাম হতে ভোর ৪ টার দিকে মাদককারবারিকে ৩ কেজি হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

    গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোছা: সিমা বেগম (৩৫)। মোছা: সিমা বেগম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের মো: মতিউর রহমানের স্ত্রী।

    বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

    ঘটনা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার ডিবি’র এসআই মো: আব্দুর রহিম ও ডিবি পুলিশের একটি টিম (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

    এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর কানাপাড়া গ্রামস্থ মো: মতিউর রহমান, পিতা: মো: আনেস উদ্দিনের বসতবাড়ির চারকক্ষ বিশিষ্ট টিনের সাফড়া ঘরের দক্ষিণপার্শ্বের শয়ন কক্ষের ভিতর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে, ওসি ডিবির নেতৃত্বে এসআই আব্দুর রহিম ও ফোর্সসহ রাতে অভিযান পরিচালনা করে।

    এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ অভিযুক্ত মোছা: সিমা বেগম-এর স্বীকারোক্তি মতে, তার শয়ন কক্ষে থাকা স্টিলের বাক্সের মধ্য হতে ৩টি বড় স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ৩ কেজি হেরোইনসহ তাকে গ্রেফতার করে।

    অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মো: মতিউর রহমান (৩৮),কৌশলে ঘরের ছাউনির টিন ফাঁকা করে উপর দিয়ে পালিয়ে যায়।
    তার পিতার নাম মো: আনেস উদ্দিন, বাড়ী উপজেলার চর কানাপাড়া গ্রামে।

    হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা। হয়েছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস-চেয়ারম্যান ও সাবেক ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি দু”দিনব্যাপী
    ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
    জানা গেছে, গত ১৮ অক্টোবর শুক্রবার মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর স্কুল মাঠে
    স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুণ্ডমালা পৌর বিএনপির সভাপতি আজাহার আলী মাষ্টার, মুণ্ডমালা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম রেজা, মুণ্ডমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক ও আগামি মুন্ডুমালা পৌর নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ফিরোজ কবির, মুণ্ডমালা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামূল হক, আব্দুর রহিম, জেলা যুবদল সদস্য বদিউজ্জামাল জুয়েল, বাধাইড় ইউপির সাবেক সদস্য আলহাজ মফিজ উদ্দিন, মুণ্ডমালা পৌর যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম মাষ্টার, সদস্য সচিব আবু বাক্কার, মুণ্ডমালা পৌর ছাত্রদল আহবায়ক আজিম উদ্দীনপ্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামিউর রহমান (পপেল), রেজাউল করিম রুবেল, শরিফ, এমরান, টুটিুল ও জিযাউর রহমান। এদিকে দু”দিনব্যাপী আয়োজিত প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। শুক্রবার উদ্বোধনী দিনে ৮টি দলের খেলা অনুষ্ঠিত হয়। এবং শনিবার সমাপনী দিনে ৮টি দলের খেলা অনুষ্টিত হবে। এদিন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করবেন বলে জানা গেছে।