Blog

  • সুন্দরগঞ্জে গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান

    সুন্দরগঞ্জে গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।

    শনিবার বিকেলে সুন্দরগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন প্লান’র আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট শাওন আজমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক প্রফেসর এসএম আব্দুল মতিন লস্কর।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম সরকার, বেলকা মসজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, রংপুর মেট্রো নার্সিং কলেজের পরিচালক ইমরুল সাহেদ তন্ময়, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এসএম নাহিদ আলম, সাহিত্যিক কঙ্কণ সরকার প্রমূখ।

    সংবর্ধিত গুণী শিক্ষকগণ হচ্ছেন,সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম সাইফুল ইসলাম মণ্ডল শাহজাহান, রসায়ন বিভাগের শিক্ষক আব্দুর রব্বানী, 

    শিক্ষক কান্তি ভূষণ, আবু রায়হান প্রমূখ।

    পরে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ। প্রথমে গুণী শিক্ষক ও অতিথিবৃন্দকে ফুলেল শুভেচছা জানান, সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আলম ও যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা কেয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠাতা মহোদয়।

  • গোদাগাড়ীতে বিএনপি নেতা তারেকের মতবিনিময় সভায় মানুষের ঢল

    গোদাগাড়ীতে বিএনপি নেতা তারেকের মতবিনিময় সভায় মানুষের ঢল

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেক বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। এদিন তার মতবিনিময় সভার দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের ঢল নামে যা ছিল চোখে পড়ার মত।
    জানা গেছে, গত ১৯ অক্টোবর শনিবার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের (ইউপি) সাগুয়ান ঘুন্টির মোড়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জননেতা এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেক। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব অধ্যক্ষ বিপ্লব, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ,গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপির সম্পাদক গোলাম কিবরিয়া রুলু,গোদাগাড়ী পৌর বিএনপির সিনিয়র
    সহ-সভাপতি আব্দুল ওহাব ,গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম ফটিক সহ-সভাপতি তাজমিলুর রহমান সেলি, পাকড়ী ইউপি বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ,
    মোহনপুর ইউপি বিএনপির সভাপতি হেনা,
    গোদাগাড়ী উপজেলা ও গোদাগাড়ী ইউপি বিএনপির সহ- সভাপতি এনামুল হক চয়ন,
    গোদাগাড়ী উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মালেক, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, রাজশাহী জেলা যুবদলের সদস্য নুর আলম ,গোদাগাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুদ্দীন বাবু যুবনেতা ,মিল্টন ,নাহিদ মাসুদ , রাসেল ,মনির ,রানা মিটন ,কাশেম মুসফিক আরিফ ও ছাত্রনেতা মোমিন জনিপ্রমুখ।
    প্রধান অতিথির বক্তব্য সুলতানুল ইসলাম তারেক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশ নায়ক বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক জিয়ার আদর্শ বুকে ধারণ করে আমাদের সকলকে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশ পরিচালনায় বিএনপি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেমন কোনো বিকল্প নাই, তেমনি রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছাতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নাই। তিনি বলেন, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের অস্থিত্ব রক্ষায় যেমন ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রয়োজন: তেমনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের ধারক-বাহক বিএনপিকেও ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় বিএনপির পক্ষে তার রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছা ও শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হবে। তিনি বলেন, বিএনপি’র রাজনতিক দর্শন, শহীদ জিয়ার আদর্শ এবং ১৯ দফার কথা কেবল মুখে বললই দায়িত্ব শেষ হয়ে যায় না। বিএনপি’র রাজনৈতিক দর্শন কি, অর্থনৈতিক কর্মসূচী তথা উৎপাদন, উনয়ন, বিনিয়াগ-কর্মসংস্থান আধিপত্যবাদ-সামরাজ্যবাদ কি ও তার ক্ষতির দিকগুলো সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে ক্ষমতাচ্যুৎ ফ্যসিবাদ আওয়ামী লীগ দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। তারা লুটপাট ও জ্বালাও-পোড়াও করে বিএনপির ওপর দোষ চাপিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেস্টা করছে। তিনি বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধ ও তাদের রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, আপোষহীন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ বিএনপিকে নিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি বিএনপিকে জ্ঞানভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে এজন্য ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নাই। তিনি বলেন, তৃণমুল নেতাকর্মীদের মাঝে পৌচ্ছে দিতে হাবে বিএনপি তথা শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন। তার মতে মূখে কেবল শহীদ জিয়ার স্বপ্নের কথা বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বিএনপির রাজনৈতিক দর্শন কি, অর্থনৈতিক কর্মসূচী তথা উৎপাদন, উন্নয়ন, বিনিয়োগ-কর্মসংস্থান এবং আধিপত্যবাদ-সম্প্রসারণবাদ কি ও তার ক্ষতির দিকগুলো সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা যে স্বাধীনতা-সার্বভৌমত্বের নেই প্রশ্নে আপোষহীণ সে বিষয়টি সকল নেতাকর্মীদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে। তা ছড়িয়ে দিতে হবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে আমরা কি পেয়েছি। তিনি বলেন, আমরা কেনো বিএনপি করি, অন্যদলের সঙ্গে বিএনপির পার্থক্য কি, মানুষ কেনো বিএনপিকে ভালোবাসে ও সমর্থন করে-এসব বিষয়ে তৃণমুল পর্যায় থেকে শুরু করে সকল নেতাকর্মীদের মাঝে সুস্পষ্ট ধারণা তথা দিকনির্দেশনা থাকতে হবে। তাহলে তারা দলের প্রতি আরও বেশী নিবেদিত হয়ে কাজ করতে পারবেন। তিনি বলেন, আগামীতে ঐক্যবদ্ধ বিএনপিকে নিয়ে এলাকায় বিএনপিকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী, বেগবান ও সু-প্রতিষ্ঠিত করা হবে। পাশাপাশি এই অঞ্চলে বিএনপির রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। বিএনপি হলো অসাম্প্রদায়িক, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। মানুষ তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতেই বিএনপিকে বার বার রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার রক্ষায় বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আগামীতেও যাবে। তিনি বলেন, ক্ষমতাচ্যুৎ আওয়ামী লীগ দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃস্টির পাঁয়তারা শুরু করেছে। এর বিচার তিনি জনগণের উপর ছেড়ে দিয়ে বলেন, আগামিতে দেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষ আওয়ামী লীগের বিচার করবে ইনশাল্লাহ।

  • সুজানগরে একরাতে ৩ দোকানে দুর্ধর্ষ চুরি,আটক-১

    সুজানগরে একরাতে ৩ দোকানে দুর্ধর্ষ চুরি,আটক-১

    ্এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর পৌর বাজারে একরাতে ৩টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে পৌর বাজারের হাসান আলী, আহম্মদ আলী ও আবুল হোসেনের ৩টি দোকান থেকে শনিবার ভোর রাতের কোন এক সময় নগদ প্রায় দেড় লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুটে নিয়েছে চোর চক্র। এ ঘটনায় ব্যবসায়ী হাসান আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই পৌর বাজারে টহলরত থানা পুলিশের এসআই নূরে আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে নগদ প্রায় ২৭ হাজার টাকা চুরি যাওয়া বেশকিছু মালামালসহ আলামিন উরফে মুন্না নামক এক চোরকে আটক করেছে। আটককৃত ব্যক্তি আমিনপুর থানার ঘোপসিলন্দা এলাকার মো.লিয়াকত মিয়ার ছেলে। সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, চোর চক্রের অন্য সদস্যদেরকে গ্রেফতার ও চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

  • নড়াইলের নবগঙ্গা নদীর অব্যাহত ভাঙ্গনে আতংকে এলাকাবাসী

    নড়াইলের নবগঙ্গা নদীর অব্যাহত ভাঙ্গনে আতংকে এলাকাবাসী

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের ভাঙ্গতে শুরু করেছে নবগঙ্গা নদী । ভাঙনের ঝুকিতে সড়ক, বাজার শতাধিক পরিবারের ঘরবাড়ি মসজিদ কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা নবগঙ্গা নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছেন নড়াইলের কালিয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গত ১৫ দিনের অব্যাহত ভাঙ্গনে নদীগর্ভে চলে গেছে বসতভিটা, ফসলী জমি, কাঁচাপাকা ঘর, গাছপালাসহ বিভিন্ন স্থাপনা। আর ভাঙ্গনের ঝুকিতে রয়েছে কালিয়া উপজেলা গুরুত্বপূর্ণ বারইপাড়া মাহাজন সড়ক,বসত বাড়ি, বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনা। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। তবে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত পদক্ষেপে কিছুটা স্বস্তি ফিরেছে এলাকায়।

    কালিয়া উপজেলার নদীপাড়ের বিভিন্ন ইউনিয়নের হাজারো বাসিন্দাদের কাছে নদী ভাঙ্গন একটি চিরচেনা বিষয়। প্রতি বছর বর্ষা মৌসুমে বসতীরা তীব্র ভাঙ্গনের কবলে পড়ে। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। কয়েক সপ্তাহের তীব্র ভাঙ্গনে নদীগর্ভে চলে যাচ্ছে নদী তীরবর্তী বিভিন্ন স্থাপনা।

    সরজমিনে পরিদর্শন শেষে জানা যায়, কয়েক সপ্তাহ ধরে কালিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকায় শুরু হয়েছে নবগঙ্গা নদীর তীব্র ভাঙ্গন। নদীগর্ভে চলে গেছে ঘরবাড়ি, গাছপাড়াসহ বিভিন্ন স্থাপনা। ভাঙ্গনের ঝুকিতে রয়েছে বারইপাড়া মাহাজন সড়ক, মানুষের বসতভিটা, কবরস্থান, মসজিদ, পাকা রাস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এই সড়কটি নদী গর্ভে বিলীন হলে তলিয়ে যাবে হাজার হাজার একর ফসলী জমি, ভেসে যাবে শত শত মাছের ঘের।

    কাঞ্চনপুর এলাকার বাসিন্দা মোঃ আলেক শেখ বলেন, আমাদের বাড়ি ঘর সব নদীতে চলে গেছে। আমাদের মাথা গোজার মত এই বাড়িটাই শুধু ছিল তাও চলে গেল । এখন আমার ছেলে মেয়েদের নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি ।

    একই গ্রামের বাসিন্দা আশরাফ মুক্তার বলেন, আমরা খুবই আতংকে দিন পার করছি ,আমাদের এই রাস্তা যদি ভেঙ্গে যায় তাহলে আমাদের বাড়িসহ বাকি সব গুলো বাড়ি নদীতে চলে যাবে । সেই সাথে আমাদের এলাকার সব পুকুর ঘের সহ ফসলি জমি নদীতে চলে যাবে । আমাদের এলাকার প্রায় সবাই এই কৃষিকাজ করে জীবিকা নিব্র্হা করে।

    নদী ভাঙ্গনে বসতবাড়ি হারিয়েূ সর্বশান্ত ফুলি বিবি বলেন ,আমার বাড়ি নদীতে চলে গেছে, এখন আমি আমার বসতবাড়ি হারিয়ে সর্বশান্ত হয়ে গিছি । কোথায় থাকবো কি করবো কিছুই বুৃঝতে পারছি না । এই বাড়িটুকু ছাড়া আমার আর কোনো জায়গা জমিও নেই যে সেখানে একটু মাথ্ াগোজার মত জায়গা পাবো। এখন আমার ছেলে মেয়েদের নিয়ে কোথায় থাকবো। আকাশের নিচে ছাড়া আমার থাকার কোনো জায়গা নেই।

    বসতবাড়ি হারিয়ে দিশেহারা তবিবুর শেখ আবেগঘন হয়ে বলেন, আমার সারাজীনের কষ্টের ফসল আমার এই বাড়ি টুকু তাও নদীতে চলে গেলে । অনেক কষ্টে আমি বাড়িটা করেছিলাম আমার আর কিছুই থাকলো না । জানিনা এখন পরিবার নিয়ে কোথায় থাকবো ।

    আঙ্গিনার সবজি ক্ষেত ও বসতবাড়ি হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন পথে আশ্রয় নেওয়া হাসি বেগম বলেন, আমার আার কিছুই নেই সব নদীতে চলে চলে গেছে । আশ্রয় নেওয়ার মত এখন আমার রাস্তা ছাড়া আর কোথাও জায়গা নেই, রাতে ঘুম নেই ঠিকমত খাবার নেই, কিভাবে রাত দিন পার করছি আল্লাহ ছাড়া আর কেউ জানেনা ।

    ক্ষতিগ্রস্থ এলাকায় ভাঙ্গন রোধে অতীতে জরুরী ভিত্তিতে জিয়ো ব্যাগ ফেলে নদী ভাঙ্গন রোধের প্রাথমিক চেষ্টা করা হয়। ভাঙ্গন কবলিত এলাকায় জরুরীভিত্তিতে স্থায়ীভাবে বাধ নির্মানের দাবী জানিয়েছেন নদীপাড়ের বসতীরা।

    নদী ভাঙ্গনের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারবৃন্দ। দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করেছেন।

    নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

    উধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জরুরী ভাবে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া হচ্ছে। আশা করছি দ্রুতই কাজ শুরু করা সম্ভব হবে।

    পানি উন্নয়ন বোর্ডের খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা বলেন, স্থায়ীভাবে ভাঙ্গনরোধের জন্য সার্ভে করে প্রকল্প গ্রহনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। একই সাথে জরুরীভাবে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া হয়েছে।

  • মহেশপুরের বাঘাডাঙ্গায় এক কৃষককে  পিটিয়ে হত্যার অভিযোগ

    মহেশপুরের বাঘাডাঙ্গায় এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে ইসরাফিল (২৫) নামে এক কৃষককে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে মুছা নামে এক ব্যক্তি ইসরাফিলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর গ্রামের একটি জামগাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এতে পরিবারের সন্দেহ তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। নিহত ইসরাফিল বাঘাডাঙ্গা গ্রামের আমিন উদ্দীনের ছেলে। শনিবার বিকালে পুলিশ নিহত’র লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয় ইউপি মেম্বর ওবাইদুর রহমান জানান, শুক্রবার রাত ১১টার দিকে ইসরাফিলের ফুপাতো ভাই মুছা ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার সকালে গ্রামের একটি মাঠে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত’র প্রতিবেশি দাউদ হোসেন জানান, রাস্তা নিয়ে তার ফুপাতো ভাইদের সঙ্গে দ্বন্দ ছিল। এ কারণে এই হত্যাকন্ড ঘটতে পারে। নিহত’র স্ত্রী চম্পা খাতুন জানান, মুছার স্ত্রী তাদের যাতায়াতের রাস্তায় প্রতিদিন গোবর ফেলে পথ বন্ধ করে দিত। এর প্রতিবাদ করায় তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার ঘটনার সঙ্গে আব্দুল হামিদ, মুছা, কামাল ও আল আমিন জড়িত বলেও চম্পা খাতুন অভিযোগ করেন। বিষয়টি নিয়ে মহেশপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, নিহত ইসরাফিলের শরীরে আঘাতের সাধারণ চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হতে পারে এমন প্রশ্ন ওঠায় মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে লাশ ময়না তদন্ত করতে ঝিনাইদহে পাঠানো হয়েছে। তিনি বলেন, এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থানায় দেওয়া হয়নি।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সভাপতি জুয়েল, সম্পাদক রকি, সাংগঠনিক বাতেন

    সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সভাপতি জুয়েল, সম্পাদক রকি, সাংগঠনিক বাতেন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে চলে ভোটগ্রহণ। পরে গণনা শেষে ফল ঘোষণা করা হয়।

    দ্বি-বার্ষিক নির্বাচনে ২৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছে গুলবার আলী জুয়েল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন ওয়াহিদ হিরো পেয়েছেন ১৯ ভোট ও মীর তোফায়েল হোসেন পেয়েছেন ৪ ভোট। নির্বাচনে সর্বোচ্চ ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান (রকি)। তার প্রতিদ্বন্দী প্রার্থী হাফিজুর রহমান পান্না পেয়েছেন ৩ ভোট।

    সহ-সভাপতি পদে নির্বাচিত হাসান আল মবিন (মামুন) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ.এইচ.এম.ডি জামিউল্লাহ অমিও পেয়েছেন ৬ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বারিউল আলম শান্ত, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহানুর রহমান রানা পেয়েছেন ১৮ ভোট।

    এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে আব্দুল বাতেন, অর্থ সম্পাদক পদে আরিফুল হক রনি, দপ্তর-পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক জাহিদ হাসান সাব্বির, সমাজকল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রনজু আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোনিয়া খাতুন, জনকল্যাণ ও মানবাধিকার সম্পাদক ওয়াহিদ মুরাদ, নির্বাহী সদস্য পদে সামিউল ইসলাম, সামিউল ইসলাম শামীম ও রাশেদুর রহমান রাশেল।

    বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন শফিউদ্দিন আহমেদ, নির্বাচন কমিশন সচিব ছিলেন এ্যাড : মমিনুল ইসলাম বাবু ও নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন গোলাম মোস্তফা মামুন।

    উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সদস্য সংখ্যা ৪৯। কমিটিতে মোট ১৩টি সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ টি পদে প্রতিদ্বন্দীতা হয় ও ৯ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • যারা নিরীহ ব্যক্তির নামে  কেস করবে তাদের বিরুদ্ধে  অ্যাকশন নেওয়া হবে- রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

    যারা নিরীহ ব্যক্তির নামে কেস করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে- রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের এখন পর্যন্ত ১৮৭ জন যোগদান করেনি। তারা আর পুলিশ বাহিনীর সদস্য না। আমি ধরে নিচ্ছি তারা সন্ত্রাসী। তাদের দেখা গেলে সাথে সাথে অ্যারেস্ট করা হবে।

    ক্রিমিনালের ক্ষেত্রে যে ধরনের আইন, তাদের ক্ষেত্রেও একই আইন প্রয়োগ করা হবে। ৫ আগস্টের পর পুলিশে যে একটা অবস্থা ছিল। ওই অবস্থান থেকে অনেকটাই উত্তোরণ হয়েছে। ইমপ্রুভ তো করছি। আজ শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় রাজশাহীতে বিজিবির দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আস্তে আস্তে উন্নতি হচ্ছে। এটা আস্তে আস্তে আরও উন্নতি হবে। কিন্তু আমাদের আরও হয় তো সময় দিতে হবে। সক্ষমতার কোনো ব্যাপার নেই। আগে আমাদের পুলিশ বাদী হয়ে ২৫ জনের নাম দিত। অজ্ঞাত আরও ২০০-৩০০ জন দিত। আপনারা বলছেন পুলিশ বাণিজ্য করার জন্য দিয়েছে। এখন কিন্তু এই নামগুলো পাবলিকে দিচ্ছে। ১০-১৫ জনের যদি নাম দেয় আর কতগুলো দিয়ে দেয় অজ্ঞাত।

    জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্ট সরকারের নিয়োগ কিন্তু গত ১৫ বছর যাবত হচ্ছে। এটার ক্ষেত্রে একটি সিদ্ধান্তে আসতে হবে। কিছু সংখ্যক মেরিটে গেছে। এর বাইরে যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সমন্বিত ডিসিশন আসতে হবে।

    তিনি বলেন, আমরা রিসেন্টলি একটা ইনস্ট্রাকশন দিয়েছি- এই রকম যারা কেস করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন (ব্যবস্থা) নেওয়া হবে। এগুলো না হলে তারা কিন্তু কিছু কিছু নিরীহ লোকের বিরুদ্ধে মামলা করছে। অনেক নিরীহ লোকের বিরুদ্ধে মামলা করছে। আপানারা এটাও জানেন তারা (মামলাকারীরা) থ্রেট করে এই তুমি যদি টাকা না দাও তোমার নাম দিয়ে দেব। এটা কিন্তু হচ্ছে আপনারা (সাংবাদিক) রিপোর্ট করেছেন। এজন্যে কিছু কিছু সমস্যা হচ্ছে।

    কৃষির সারের ক্ষেত্রে বিরাট ধরনের দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আমরা দুই-একজনকে অলরেডি কাস্টডিতে নিয়ে নিয়েছি। ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে। আমরা এই চুক্তিটা অবশ্যই ফলো করব।

    এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়াসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • সিরাজগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন :  সভাপতি হাসান,সম্পাদক ইন্না

    সিরাজগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি হাসান,সম্পাদক ইন্না

    জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ :
    ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক দিনকালের নিজস্ব প্রতিবেদক হারুন অর রশিদ খান হাসান সভাপতি এবং এনটিভি ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না সাধারণ সম্পাদক ও আরটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের আহ্বায়ক শরীফুল ইসলাম ইন্না’র সভাপতিত্বে ও সাংবাদিক এনামুল হকের সঞ্চালনায় সভায় সদস্যদের কণ্ঠ ভোটে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
    প্রেসক্লাবের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কমিটি গঠনের আগে সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি ১৩ সদস্য থেকে বাড়িয়ে ২১ সদস্য করা হয়। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্যদের সম্মতিতে ৫ সদস্য বিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়।
    প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সিরাজগঞ্জের সম্পাদক ও যুগান্তরের জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম এবং চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার হীরক গুন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক গোলাম মোস্তফা রুবেল ও দৈনিক কলম সৈনিকের নির্বাহী সম্পাদক এবং আরটিভি ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক হয়েছেন এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি রহমত আলী।

    এছাড়াও অন্যান্যরা হলেন- দপ্তর সম্পাদক আমাদের বাংলার ব্যুরো চিফ এনামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি এইচ এম মোকাদ্দেস, ক্রীড়া সম্পাদক গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌড়, সমাজ কল্যান সম্পাদক দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মিলন শেখ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহম্মেদ নওশাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেজাউল করিম খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এইচ এম আলমগীর।
    কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক বাবু ইসলাম, ডেইলি ট্রাইব্যুনালের নিজস্ব প্রতিবেদক হেলাল আহমেদ, দৈনিক আজকের সিরাজগঞ্জের প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠের সম্পাদক শফিক মোহাম্মদ রুমন ও আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়।
    এর আগে সকাল ১১টায় শুরু হওয়া ১৯৭৮ই সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের সাধারণ সভায় তাদের সময়ের সাংগঠনিক কার্যক্রমের বিবরণ ও আয় ব্যায়ের হিসাব দেন আহ্বায়ক কমিটি।

  • পটিয়ায় রসিদাবাদ মাদ্রাসা কমিটি নিয়ে  ষড়যন্ত্রের অভিযোগ 

    পটিয়ায় রসিদাবাদ মাদ্রাসা কমিটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ 

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    পটিয়ায় রশিদাবাদ মোহাম্মদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। 

    এর প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর রসিদাবাদ গ্রামের সকল দলমতের মুসল্লীগন মিছিল ও সমাবেশ করেছেন। এসময় বক্তব্য রাখেন, আশরাফ আলী, ব্যবসায়ী বেলাল উদ্দীন ,  তোফাজ্জল হোসেন টিপু, মোহাম্মদ জাগির হোসেন , মিজানুর রহমান,ব্যাংকার পারভেজ, ব্যবসায়ী মোক্তার আহম্মদ,ব্যাংকার রিদুয়ান হাসান, মোহম্মদ সিহাব উদ্দীন স্বাধীন ,বাবুল চৌধুরী, মোহাম্মদ খাঁ, মোহাম্মদ কামাল, জসিম উদ্দিন, মফিজুর রহমান, আবদুর রাজ্জাক, মোহাম্মদ রাসেদ,মোজাম্মেল হক প্রমূখ। 

    সমাবেশে বক্তারা বলেন, বর্ষিয়ান সমাজকর্মী ও তামাকুন্ডি লাইন বনিক সমিতির সাবেক সভাপতি,মেট্রো এসেটস এর চেয়ারম্যান আবদুল মোতালেব চৌধুরী বিগত ৫০ বছর ধরে অত্র মাদ্রাসার খেদমত ও মাদ্রাসার নানান সমস্যা সমাধান সহ সব ধরনের আর্থিক সহযোগিতা করে আসছেন। তিনি তিলে তিলে এই মাদ্রাসাকে আজকের এই অবস্থানে আনতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কিন্তু একটি চিহ্নিত মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে যারা বিগত ১৫ বছর সাবেক হুইপ ও এমপির সুবিধাভোগী এখন নতুন পরিচয়ে মাঠে নেমেছেন। দানবীয় মোতালেব চৌধুরী এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গকে সাথে নিয়ে মাদ্রাসার এমপিও ভূক্তি, ভবন অনুমোদন,  নিজস্ব তহবিল হতে গরীব ছাত্রদের বৃত্তি প্রদান,একাডেমিক ভবন নির্মান ও মাদ্রাসার সম্পদ রক্ষণাবেক্ষণে নিজ সন্তানের মত মাদ্রাসাটিকে তিল তিলে গড়ে তোলেছেন। তাকে কমিটি থেকে বাদ দেওয়ার জন্য কিছু স্বার্থান্বেষী মহল চক্রান্ত শুরু করেছেন। আবদুল মোতালেব চৌধুরীর বিচারিক গুন ও দানশীলতা  দলমত নির্বিশেষে রশীদাবাদ শোভনদন্ডীতে সর্বজন স্বীকৃত। সমাদৃত একজন সামাজিক ব্যাক্তি। তিনি যুবক বান্ধব সমাজ কর্মী। যুবকদের দ্বীনি ও সামাজিক কাজে সম্পৃক্ত করতে তিনি নিরলসভাবে কাজ করছেন। মাদ্রাসা কমিটিতে সৎ ও যোগ্য ব্যাক্তি বর্গ সংযুক্ত করা উচিত। রাতের আঁধারে প্রশাসনকে মিথ্যা,কাল্পনিক ও দৃষ্টিকটু তথ্য দিয়ে চেয়ার দখল করে নয়।

  • উদ্ভাবনী প্রতিভা বিকাশে নলছিটিতে স্টেম প্রদর্শনী অনুষ্ঠিত

    উদ্ভাবনী প্রতিভা বিকাশে নলছিটিতে স্টেম প্রদর্শনী অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি উপজেলার শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভা বিকাশ করতে তাদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি উৎসাহিত করতে আজ নলছিটি উপজেলা পরিষদ মডেল মসজিদ অডিটোরিয়ামে STEM (Science, Technology, Engineering, and Mathematics) প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

    আয়োজনে নলছিটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। এ অনুষ্ঠানটি Save the Children এর জাতীয় পর্যায়ে ‘Invest in Women Idea Challenge ২০২৪’ বিজয়ী TEAM STEM এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। স্টেম শিক্ষার ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও দক্ষতাকে কাজে লাগানোর লক্ষ্যে এই বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

    প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম। তিনি স্টেম শিক্ষার গুরুত্ব এবং তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি বিকাশের উপর জোর দেন। এ অসাধারণ আয়োজনের জন্য টিম স্টেম ও তারুণ্যের নলছিটির ভলান্টিয়ারদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

    আয়োজনে স্থানীয় যুব সংগঠন তারুণ্যের নলছিটি এর ভলান্টিয়াররা প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ে সহযোগিতা করেছেন। প্রদর্শনীতে সাতটি উদ্ভাবনী টিম অংশগ্রহণ করে, যারা তাদের উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে স্টেম শিক্ষার বিভিন্ন প্রয়োগ তুলে ধরে।

    উল্লেখযোগ্য প্রকল্পসমূহের মধ্যে ছিল: “Practical Innovators” এর গ্যাস লিকেজ ডিটেক্টর।“Team Robot” এর কথা বলা রোবট৷ “Team Summit” এর স্বয়ংক্রিয় পানি সঞ্চয় যন্ত্র। “The Experimenters” এর বিদ্যুৎ সাশ্রয়ী পরিবহন। “ক্ষুদে বিজ্ঞানী” এর ভূমিকম্প এলার্ম যন্ত্র।“Unique Group” এর এয়ার কুলার এবং ওয়াটার হিটার। “Team Innovators” এর স্মার্ট ফার্মিং সিস্টেম।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যাম্পেইন কো-অর্ডিনেটর মোঃ খালেদ সাইফুল্লাহ। সঞ্চালনায় ছিলেন সানজিদা আক্তার, এবং স্টেম এর ইভেন্ট কো-অর্ডিনেটর মেহেরাব হোসেন রিফাত। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রযুক্তি উদ্যোক্তা মোঃ আসাদুল্লাহ আল মাহমুদ ও মাহফুজুর রহমান তাহমিদ।

    এই উদ্ভাবনী প্রদর্শনী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রতি আরও উৎসাহী করে তুলবে এবং তাদের সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে আয়োজন সংশ্লিষ্ট যুব নেতৃবৃন্দ।