Blog

  • বাগেরহাটের বাহিরদিয়া-মানসা সড়কটি ভেঙ্গেচুরে তা এখন চলাচলের অযোগ্য  সীমাহীন জনদুর্ভোগ

    বাগেরহাটের বাহিরদিয়া-মানসা সড়কটি ভেঙ্গেচুরে তা এখন চলাচলের অযোগ্য সীমাহীন জনদুর্ভোগ

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ সাধুর সাধের বটতলা ভায়া বাহিরদিয়া-মানসা পিচঢালা সড়কটি ভেঙ্গেচুরে তা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বছরের পর বছর জনবহুল ও গুরুত্বপূর্ণ এই সড়কটি পূণঃ সংস্কার না করায় হাজার হাজার পথচারী ও যানবাহন চালককে পোহাতে হচ্ছে সিমাহীন জনদুর্ভোগ। অতিদ্রুত সড়কটি মেরামত করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

    জানা গেছে, উপজেলার সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়ক হিসাবে এই পিলজংগ সাধুর সাধের বটতলা ভায়া বাহিরদিয়া-মানসা পিচঢালা সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ণ সড়ক হিসাবে পরিচিতি রয়েছে। এই সড়কটি দিয়ে খুলনা জেলার রুপসা তেরখাদা কাজদিয়া সামন্তসেনা হয়ে বাহিরদিয়ার মধ্যদিয়ে বিশেষ করে ঐতিহ্যবাহী বৃহৎ পান বাজার টাউন নওয়াপাড়া (ঘোষের হাট) বাজার, বেতাগা পশুরহাট ও চুলকাটি বাজারে হাজার হাজার ক্রেতা-বিক্রেতাদের আগমন ঘটে। সাপ্তাহিক হাটের দিনে অর্থাৎ রবিবার-বৃহস্পতিবার ও শুক্রবার-সোমবার হাটের দিনে পান ক্রেতা-বিক্রেতা ও পশুর ক্রেতা- বিক্রেতাদের আগমন ঘটে। শুধু তাই নয়, সড়কটি অত্যান্ত নিরাপদ হওয়ায় ক্রেতা-বিক্রেতারা এই রুটটি বেশি ব্যবহার করে থাকেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে বেশ কয়েক বছর ধরে পিচঢালা এই রাস্তাটি ভেঙ্গেচুরে একাকার হয়ে পড়েছে। পিচ উঠে কোন কোন স্থানে বড়বড় গর্তের সৃস্টি হওয়ায় মরণ ফাঁদে পরিনত হয়েছে।

    স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, টাউন নওয়াপাড়া পান বাজার হতে পান ক্রয় বা বিক্রেয় করতে আসা হাজার হাজার জনগন ভাঙ্গাচোরা রাস্তার কারনে নানাবিধ বিপদের সম্মুখীন হচ্ছেন অহরহ। তাছাড়া পিলজংগ ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে যে সড়কটি কাঠালতলা মোড় হয়ে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সামনে গিয়ে মিশেছে সেই জনবহুল সড়কটির মাঝপথে অর্থাৎ সাবেক ইউপি সদস্য সাধন কুমার দে’র বাড়ির সামনে একটি পুকুরের ভিতর ভেঙ্গে চলে গেছে। আর এই পুকুরের মধ্যে চলে যাওয়ায় সাধারন যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আবার অনেকে জীবনের ঝুকি নিয়েও চলাচল করতে বাধ্য হচ্ছেন।

    বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাতবাড়িয়া-গাবখালী গ্রামের একাধিক ব্যক্তিরা জানান, পিলজংগ সাধুর সাধের বটতলা ভায়া বাহিরদিয়া-মানসা পিচঢালা সড়কটির বৈলতলী অংশে অর্থাৎ গাবখালী ব্রীজ পর্যন্ত ভেঙ্গেচুরে একাকার। এছাড়া সাতবাড়িয়া বিল্লালের দোকান (তেমাথা মোড়) হতে বাহিরদিয়া পুরাতন রেল ষ্টেশন সড়ক পর্যন্ত আরও ভয়াবহ অবস্থার সৃস্টি হয়েছে। পিচ উঠে বড়বড় গর্তের সৃস্টি হয়ে তা যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এ অবস্থায় জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কটি পূণঃ সংস্কার করার জন্য স্থানীয় এলাকাবাসি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। #

  • নলছিটিতে দিঘীর ভাঙনে সরু হওয়া সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন

    নলছিটিতে দিঘীর ভাঙনে সরু হওয়া সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে দিঘীর ভাঙনে সরু হয়ে যাওয়া সড়কের দ্রুত সংষ্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। রবিবার (২০ অক্টোবর) বিকেলে স্থানীয়দের আয়োজনে কুশঙ্গল ইউনিয়নের পূর্ব বাউমহল গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধন বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা হাফেজ মোঃ কাওছার আহমেদ, মোঃ সুলতান হাওলাদার, মিন্টু হাওলাদার, মনির হোসেন হাওলাদার প্রমুখ।

    এসময় তারা বলেন, এই সড়ক দিয়েই স্থানীয় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করেন। কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য এই সড়কটি একসময় ১৫ ফুট চওড়া ছিল। সেটা দিঘির ভাঙনে কমতে কমতে তিন ফুটে এসে পৌছেছে। এখন পাশাপাশি দুইজন লোকের চলতে কষ্ট হয়।

    তারা আরও বলেন, অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে দুঃচিন্তায় থাকেন। বর্ষার সময় পা পিছলে দিঘিতে পরে যাওয়ার অহরহ ঘটনা ঘটেছে। কোন যানবাহন চলাচল করতে না পারায় স্থানীয়দের নিত্য দিনের জিনিসপত্র নিজেদের কাধে বহন করতে হয়। কেউ অসুস্থ হলে দিঘির এই অংশের সড়ক তাদের জন্য সীমাহীন কষ্টের কারণ হয়। তাই আমরা অতিদ্রুত সড়ক সংষ্কার ও দিঘির অংশের সড়কে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের আবেদন জানাচ্ছি।

    প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

  • দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন গ্রেফতার

    দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন গ্রেফতার

    জহিরুল ইসলাম জয়,
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও নরসিংপুর ইউপি বর্তমান চেয়ারম্যান নুর উদ্দিনকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।রবিবার (২০ অক্টোবর) সকালে দোয়ারাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নরসিংপুর ইউনিয়নের কালাপশী গ্রামের জমির আলীর পুত্র।

    দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

    গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই। ওই মামলায় সাবেক এমপি মুহিবুর রহমান মানিক  জেলহাজতে রয়েছেন।

  • সুজানগরে ছাত্রদল নেতা শাকিল খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    সুজানগরে ছাত্রদল নেতা শাকিল খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    ্এম,এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর এন এ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো.শাকিল খানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা ছাত্রদলের ব্যানারে অত্র কলেজের সামনে সুজানগর-পাবনা সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর যুবদল নেতা ওবাইদুর সুমন, শেখ শামীম, বাকি বিল্লাহ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা শান্ত সাহা, তানভির তারেক, পরশ চৌধুরী, ইনামুল, মুজাহিদ, আসাদ রাব্বী খান, এন এ কলেজের শিক্ষার্থী সাদিয়া ও ফারহানা প্রমুখ। বক্তারা অতিদ্রুত ছাত্রদল নেতা মো.শাকিল খানের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন। পরে ছাত্রদল, এন এ কলেজ ও সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বের হওয়া বিক্ষোভ মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা গেটের সামনে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, গত ১২ অক্টোবর জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পৌর বাজারে সংঘর্ষের ঘটনায় সুজানগর থানায় প্রতিপক্ষের দায়েরকৃত মামলায় ছাত্রদল নেতা শাকিল খানসহ ২৫ জনকে আসামী করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • ভারতে পালানোর নিরাপদ রুট মহেশপুর সীমান্ত

    ভারতে পালানোর নিরাপদ রুট মহেশপুর সীমান্ত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালানোর নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত। ফলে সীমান্তের বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে একাধিক মানব পাচারকারী সিন্ডিকেট। এই সিন্ডিকেটে প্রায় দুই’শ সদস্য সক্রিয় রয়েছে। লাখ লাখ টাকা নিয়ে সিন্ডিকেটের সদস্যরা আ’লীগের প্রভাবশালী নেতাকর্মী, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীসহ হাসিনা সরকারের ঘনিষ্টদের পার করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় বিজিবির হাতে হাসিনা সরকারের সাবেক ভুমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, অতিরিক্ত এটর্নি জেনারেল, কেন্দ্রীয় যুবলীগ নেতা, রোহিঙ্গা নারী ও রাজশাহী সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তাসহ ৩২৬ জন আটক হয়েছেন। আটক হয়েছেন ১৪ মানব পাচারকারী। তবে সীমান্তের মানুষরা বলছেন, মহেশপুর ৫৮ বিজিবি’র হাতে আটক হওয়া ব্যক্তিদের চেয়েও কয়েক গুণ বেশি মানুষ পার হয়ে যাচ্ছে ভারতে। গ্রামবাসির বক্তব্য মহেশপুরের যাদবপুর, মাটিলা, সামন্তা, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, খোশালপুর, শ্যামকুড়, শ্রীনাথপুর, কুসুমপুর ও লড়াইঘাট এলাকা দিয়ে মানবপাচার বৃদ্ধি পাচ্ছে। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুরের ওপারে ভারতের নদীয়া জেলার হাসখালী ও উত্তর চব্বিশপরগার বাগদা থানা রয়েছে। আর বাংলাদেশের অংশ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা। ভারতে সঙ্গে ঝিনাইদহের ৭৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এরমধ্যে ৬৮ কিলোমিটার জুড়ে ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে। বাকি ১০ কিলোমিটার বাংলাদেশের অংশ পুরোটাই অরক্ষিত। মাঠ-ঘাট, নদী-নালা থাকায় মানব পাচারকারীরা এই অংশ নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে। বিজিবির টহল থাকার পরও স্থানীয় দালাল সিন্ডিকেট নতুন নতুন কৌশল আবিস্কার করে অপরাধীসহ নানা পেশার মানুষ ভারতে পাচার করে দিচ্ছেন বলে অভিযোগ। ঝিনাইদহের আইনজীবী এ্যাড জাকারিয়া মিলন জানান, বাংলাদেশীরা পাসপোর্টবিহীন কেউ সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় আটক হলে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট অধ্যদেশ আইনে মামলা হয়। আর এই মামলার সাজা ৩ মাস কারাদন্ড অথবা ৫০০ শত টাকা জরিমানা। ফলে আটক আসামীরা সহজেই আদালত থেকে জামিন পেয়ে যায়। আইন ও শাস্তির কঠোরতা না থাকায় অবৈধ পথে ভারতে আসা যাওয়া বৃদ্ধি পাচ্ছে। আইনজীবী শেখ আব্দুল্লাহ মিন্টু জানান, ভারত বা অন্য দেশের নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে আটক এক বছরের কারাদন্ড ও জরিমানা বিধান আছে। তাই এ দুটি মামলাই জামিনযোগ্য। দুই আইনেই অপরাধীর সাজা ও জরিমানা কম এবং জমিনযোগ্য হওয়ায় ধরা পড়লেও আসামি জামিনে বেরিয়ে আসে। অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের ধরতে নিরুৎসাহিত হয়ে থাকেন। তাই আইন সংশোধন করে জরিমানা ও সাজার মেয়াদ বাড়ানো জরুরি হয়ে পড়েছে। মহেশপুর খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধিনায়ক লে কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত নজরদারী করছে। মহেশপুরের সঙ্গে ভারতের ৭৮ কিলোমিটার সীমান্ত এলাকার ৬৮ কিলোমিটার রয়েছে তারকাটার বেড়া। আর বাকি ১০ কিলোমিটার বাংলাদেশের অংশ পুরোটাই অরক্ষিত। তিনি জানান, এখন বিজিবি’র নজরদারি পদ্ধতি বদল করা হয়েছে। যার সফলতাও ইতিমধ্যে পেয়েছি। মানব পাচার রোধে আমরাও সক্রিয় রয়েছি।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • নড়াইলে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৬

    নড়াইলে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৬

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে পুলিশের পৃথক অভিযানে ছয়জন গ্রেফতার। নড়াইলের কালিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সাংবাদিকের উপর হামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    শনিবার বিকালে নড়াগাতী থানার এস,আই দিবাকর ও এস,আই নয়ন বিশ্বাস সহ সঙ্গীফোর্স উপজেলার চাপাইল থেকে বল্লাহাটি গ্রামের জাফর হাওলাদারের ছেলে মিলন হাওলাদার (৩২) গ্রেফতার করে। গত ৯/৯/২৪ তারিখে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্ব উপজেলার বল্লাহাটি গ্রামে জোর করে ভূমি দখল ও অবৈধ স্থাপনা অপসরণের অভিযানে যায়। এ সময় সাংবাদিকরা তথ্য সংগ্রহ কালে উপজেলা বল্লাহাটি গ্রামের মিলন হাওলাদারসহ অন্তত ২০/৩০ জন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লা আল মামুন সহ সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলায় সহকারী কমিশনার ভূমি সার্ভেয়ার বাবুল সহ প্রেসক্লাব কালিয়ার সভাপতি দৈনিক খবরের নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক শেখ ফসিয়ার রহমান গুরুতর আহত হন।
    আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদানের ব্যবস্তা করে। এবিষয়ে পহরডাঙ্গা ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা ( চঃ দাঃ)মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গত ২/১০/২৪ একটি মামলা করেন মামলা নাম্বার ০৪ সাংবাদিকদের উপর হামলা ও মোটরসাইকেল ভাঙ্গচুরসহ ক্যামেরা, মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেয়ায় অভিযোগে সাংবাদিকদের পক্ষে গত ১১/৯/২৪ একটি মামলার দায়ের করা হয় মামলা নাম্বার ০৪, নড়াগাতী থানার পুলিশ সূত্রে জানা যায় আসামি কে নড়াইল আদালতে প্রেরণ করা হয়েছে। সাংবাদিক দের উপর হামলার ঘটনায় আসামি গ্রেফতার করায় নড়াইল জেলার সিনিয়র সাংবাদিক উজ্জ্বল রায়, হাফিজুর রহমান নিলু, কার্তিক দাস,জহিরুল হক জহুর ঠাকুর, ইমরান হোসেন,ফরাদ খান,আব্দুস সাত্তার সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানান। অপরদিকে
    নড়াইল সদর থানা পুলিশের হাতে একই মামলার পাঁচজন আসামি গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ ফারুক হোসেন (৫৩), পিতা-মৃত: আব্দুল আজিজ মোল্যা, মাতা-মৃত: জরিনা বেগম, মোঃ এজাহার ৥ ইজাজ আকুঞ্জী (৫০), পিতা-মৃত: আহম্মদ আলী আকুঞ্জী, মাতা-মোসাঃ কমলা বেগম, উভয় সাং-শেখপাড়া, মোঃ খবির উদ্দিন শেখ (৫৬), পিতা-মৃত: রুপাই শেখ, মাতা-মোসাঃ জহুরা বেগম, সাং-শেখহাটি, মোঃ মহিদুল গাজী (৩৩), পিতা-মৃত: রহমান গাজী, মাতা-মৃত: সায়রা বেগম, ৫। মোঃ মোহর আলী মোল্যা (৫০), পিতা-মৃত: মজিদ মোল্যা, মাতা-মৃত: তারা বিবি, উভয় সাং-আফরা, সর্ব থানা ও জেলা-নড়াইল। শনিবার (১৯ অক্টোবর) রাতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) শোভন কুমার নাগ, এসআই (নিঃ) শফিকুল ইসলাম, এএসআই (নিঃ) আসলাম মোল্লা, এএসআই (নিঃ) ফিরোজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামীদের নিজ নিজ বাড়ী হতে তাদের গ্রেফতার করে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • ১১ দিন ছুটি শেষে রাজশাহীতে  খুলেছে স্কুল, কলেজ শিক্ষার্থীদের উপস্থিতি কম

    ১১ দিন ছুটি শেষে রাজশাহীতে খুলেছে স্কুল, কলেজ শিক্ষার্থীদের উপস্থিতি কম

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ সারা দেশের মত রাজশাহী মহানগর জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভায় টানা ১১ দিনের ছুটি শেষে আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা এগারো দিনের ছুটিতে ছিল স্কুল কলেজ।

    শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় গত ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ।

    রাজশাহী কোট একাডেমির প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম বলেন, ছুটি শেষে প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।
    এছাড়াও ডেঙ্গু মৌসুম হওয়ায় সবাইকে সতর্ক সচেতন থাকতে বলা হয়েছে। স্কুল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছি বলেও জানান তিনি। স্কুল ছুটি থাকলে শিক্ষার্থীরা স্কুলে কম উপস্থিত হয়। ২/১ দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।

    এ বিষয়ে বিশ্বনাথপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, ১১ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল। সব শিক্ষার্থী-অভিভাবকে তাদের সন্তানকে স্কুলে পাঠানোর জন্য বার্তা দেওয়া হয়েছে। তবে আজকে শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম। আগামীকাল থেকে স্বাভাবিক হয়ে যাবে ইনসাল্লাহ। এছাড়াও ডেঙ্গু মৌসুম হওয়ায় সবাইকে সতর্ক সচেতন থাকতে বলা হয়েছে। স্কুল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছি বলেও জানান তিনি।

    গোগ্রাম আদর্শ বহুমূখি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, আমি ছুটি সেভাবে ভোগ করতে পারিনি। বিদ্যালয়ের নির্মান কাজ চলছে এবং পূজায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত মহোদয় আমাকে একটি পূজা মন্ডপের দায়িত্ব দেয়ায় প্রতিদিনই বিদ্যালয়ে আসতে হয়েছে। বিদ্যালয় পুরস্কার পরিচ্ছন্ন করে ভাল পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আদিবাসী মেয়েরা এখানে বেশী লেখাপড়া করে, দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সংসার চলাতে হিমসিম খাচ্ছে পরিবারগুলি তাই ছাত্রীরা মাঠে কাজ করছেন। শিক্ষার্থীদের উপস্থিতি কম।

    রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান বলেন, বাজাবাড়ী এলাকায় পূজামন্ডপের দায়িত্ব দেয়ায় ছুটিতে সেভাবে বাইরে যেতে পারিনি। প্রায় প্রতিদিনই স্কুলে যেতে হয়েছে। বিদ্যালয়ে উপস্থিত হতে হয়েছে। আজকে স্কুল খুললেও শিক্ষার্থীদের উপস্থিত কম।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী,রাজশাহী।

  • জেলা পুলিশ নীলফামারীর মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    জেলা পুলিশ নীলফামারীর মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ

    রোববার ২০ অক্টোবর ১০ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোর্শেদ আলম,।

    পুলিশ সুপার  পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

    কল্যাণ সভা সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) নীলফামারী।

    মাসিক কল্যান সভা শেষে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়, কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোর্শেদ আলম।

    আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার সেপ্টেম্বর/২০২৪ মাসের থানা ভিত্তিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়।

    উক্ত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; এ এইচ এম মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি, নীলফামারী; আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নীলফামারী; সজীব কুমার বর্মন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, নীলফামারী; ডিআইও-১ নীলফামারী, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট পুলিশ পরিদর্শক, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ, নীলফামারীর বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

  • সাভারে মামা জাকির হোসেনকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ

    সাভারে মামা জাকির হোসেনকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ

    হেলাল শেখঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যা মামলাসহ ৭টি মামলার আসামি ঢাকার সাভারের জাকির হোসেন ওরফে মামা জাকিরকে গ্রেফতার করেছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

    ২০ অক্টোবর ২০২৪ইং বেলা ১২টায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল মিঞা প্রেস ব্রিফিং সাংবাদিকদেরকে জাকির হোসেন গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন।

    এরআগে (১৯ অক্টোবর ২০২৪ইং) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশ ডিবি জাকিরকে গ্রেফতার করে।

    গ্রেপ্তারকৃত জাকির হোসেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের কথিত ভাগ্নে ও রাজনৈতিক উপদেষ্টা। এছাড়াও তিনি রাজ গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক।

    সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল মিঞা বলেন, গোয়েন্দা পুলিশ জাকিরকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ আমাদের কাছে জাকিরকে হস্তান্তর করেন।

    গ্রেপ্তারকৃত জাকিরকে হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যার কাজে ব্যাবহৃত অস্ত্র উদ্ধারের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

  • সাংবাদিকদের মিলনমেলায় নতুন সংগঠন  বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)

    সাংবাদিকদের মিলনমেলায় নতুন সংগঠন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:মিনি কক্সবাজার খ্যাত দোহারের (ঢাকা) মৈনটে দুদিন ব্যাপী সাংবাদিক মিলনমেলায় অধিকার রক্ষা, নির্যাতন-নীপিড়ন প্রতিরোধ, দলীয় লেজুরবৃত্তিহীন পেশাদারিত্ব নিশ্চিত করতে সাংবাদিকদের নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির নাম বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)। একুশে টিভি ও জনকন্ঠ প্রতিনিধি এম এ রায়হানকে আহবায়ক ও সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আলপনা বেগমকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
    এ কমিটির ৯ যুগ্ম আহবায়করা হচ্ছেন, আফজাল হোসেন (এনটিভি), শাহআলম শাহী (চ্যানেল আই), গৌরাঙ্গ দেবনাথ অপু (প্রতিদিনের বাংলাদেশ), হাবিব সরোয়ার আজাদ (যুগান্তর), আজহারুল হক (প্রথমআলো), মোঃ কামাল উদ্দিন (বৈশাখী টেলিভিশন), হায়দার হোসাইন (বাসস), এম এ আকরাম (নয়াদিগন্ত) ও সোহাগ আরেফিন (দৈনিক দেশবাংলা)। সংগঠনের উপদেষ্টা হিসেবে অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন, প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী ও কাজী মিরাজ এর নাম ঘোষণা করা হয়। এ আহবায়ক কমিটি আগামি তিন মাসে বৃহত্তর ১৯ জেলায় আঞ্চলিক কমিটি গঠন করাসহ নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব পালন করবে।
    আহবায়ক কমিটি গঠনের প্রাক্কালে দুই শতাধিক সাংবাদিককে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ পাঠ করিয়েছেন, প্রথম আলো বন্ধু সভা জাতীয় কমিটির চেয়ারম্যান সাইদুজ্জামান রওশন। তাকে নবগঠিত বাংলাদেশ সাংবাদিক কম্যুনিটি (বিএসসি)‘র ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছে।
    মিনি কক্সবাজার খ্যাত দোহারের (ঢাকা) মৈনট ঘাটে আয়োজিত সাংবাদিকদের মিলনমেলায় দলবাজিমুক্ত, সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতার কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, একশ্রেণীর দলবাজ সাংবাদিকের কারণে গোটা সাংবাদিকতা আজ চরম সংকটাপন্ন্ পরিস্থিতির মুখে পড়েছে। শোচনীয় এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হিসেবে শুদ্ধ সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করে বলা হয়, গণমাধ্যমের প্রতি শতভাগ আস্থা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা নিতে হবে। গতকাল দুপুর ১২ টায় সাধারণ সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত সাংবাদিক মিলনমেলায় উপস্থাপিত মূল নিবন্ধে এ কথা প্রকাশ করা হয়।
    সারাদেশে কর্মরত প্রধান প্রধান গণমাধ্যমের দেড় শতাধিক সংবাদকর্মি নিয়ে আনন্দঘন পরিবেশে দুদিন ব্যাপী এ মিলনমেলা শুরু হয়েছে।
    অনুষ্ঠানে নৌভ্রমণ, আত্মকথা, সাংস্কৃতিক অনুষ্ঠানাদি ছাড়াও সাংবাদিকদের অস্তিত্ব রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ সমূহের ব্যাপারে বিশেষ সুপারিশমালা প্রনয়ণের সিদ্ধান্ত রয়েছে। কক্সবাজারের ৫৩ বছরের পেশাদার সাংবাদিক দৈনিক রুপালী সৈকত সম্পাদক-প্রকাশক ফজলুল কাদের চৌধুরী এ মিলনমেলার উদ্বোধন করেন। এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য পেশ করেন দৈনিক দেশবাংলা সম্পাদক সাঈদুর রহমান রিমন। বক্তব্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সুনির্দ্দিষ্ট কিছু পরিকল্পনা উপস্থাপন করা হয়। একইসাথে দলবাজিমুক্ত সাংবাদিকতা নিশ্চিতকরণ, মাঠ পর্যায়ের সাংবাদিকদের বিপন্নদশা দূর করা, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাসহ নানা প্রস্তাব তুলে ধরা হয়।