Blog

  • ঝিকরগাছায় সেবা সংগঠনের উদ্যোগে স্বল্প মূল্যে ডিম বিক্রি শুরু

    ঝিকরগাছায় সেবা সংগঠনের উদ্যোগে স্বল্প মূল্যে ডিম বিক্রি শুরু

    আজিজুল ইসলামঃ গরীবের আমিষের অন্যতম জোগানদাতা ডিমের বাজার গত কয়েকদিন ধরেই অস্থির হয়ে আছে। সিন্ডিকেট এর কবলে পড়ে প্রতি পিস ডিমের দাম ১৫ টাকা পর্যন্ত হলে সেটা গরীব আর মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায়। এই অবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে ঝিকরগাছার স্বনামধন্য ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন “সেবা” স্বল্প মূল্যে ডিম বিক্রয় কার্যক্রম শুরু করেছে। 

    আজ সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় সেবা সংগঠনের অফিসের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু। বাজার দরের চেয়ে কমে ডিম কিনতে পারায় ক্রেতা সাধারণও যারপরনাই খুশি।

    সেবা সংগঠনের সভাপতি মাস্টার  আশরাফুজ্জামান বাবু বলেন, ‘ব্যবসায়ীরা সরকারের নির্দেশনা না মেনে বেশি দামে ডিম বিক্রি করছে। এর থেকে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য আমরা সংগঠন এর উদ্যোগে স্বল্প মূল্যে ডিম বিক্রির উদ্যোগ নিয়েছি। আশা করছি আমাদের দেখাদেখি অন্যরাও সাধারণ ভোক্তাদের পাশে দাঁড়িয়ে ডিম বিক্রির উদ্যোগ নেবেন। এতে করে সিন্ডিকেট প্রথা ভেঙে সহনীয় দামে পণ্য বিক্রি করতে বাধ্য হবেন দোকানিরা।

    তিনি আরও বলেন, প্রথম দিন তিন হাজার ডিম সরাসরি খামার থেকে কিনে আমরা ১১টাকা ৭৩ পয়সা করে ক্রেতার কাছে বিক্রি করেছি। শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিনই এই কার্যক্রম চালু থাকবে।

    সরকার ঘোষিত ডিমের দাম খুচরায় ১১ টাকা ৮৭ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১০ পয়সা এবং উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৮০ পয়সা করে বিক্রির কথা রয়েছে। তবে এ দামে ঝিকরগাছার কোথাও ডিম বিক্রি হচ্ছে না। বেশিরভাগ এলাকায় এখনও প্রতিডজন ডিম ১৭০ টাকা করে বিক্রি হচ্ছে।

  • সুনামগঞ্জে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার

    সুনামগঞ্জে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    সুনামগঞ্জে র‌্যাব-৯,সিলেট ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলা সদর থানাধীন রাধানগর পয়েন্ট বাজার হতে ০৭ টি Neogel 90 Explosive উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি -৩ সুনামগঞ্জ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল ২১ অক্টোবর সুনামগঞ্জ জেলা সদর থানাধীন রাধানগর পয়েন্ট অভিযান পরিচালনা করে ৭টি বিস্ফোরক (NEOGEL,90)SBL ENERGY LIMITED EXPLOSIVE (Class-2)125gms, Village YENVERA, DIST-NAGPUR 441502(MS.INDlA) উদ্ধার করতে সক্ষম হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অজ্ঞাত নামা বিস্ফোরক দ্রব্য আইনে এজাহার দায়ের পূর্বক জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়াও র‌্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয় বিস্ফোরকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

  • বিভাগীয় শিল্পী কল্যাণ সংস্থা খুলনা এর আহবায়ক কমিটি গঠন

    বিভাগীয় শিল্পী কল্যাণ সংস্থা খুলনা এর আহবায়ক কমিটি গঠন

    শেখ তৈয়ব আলী (পর্বত) খুলনা।

    ২০ অক্টোবর ২০২৪ রবিবার রাত ৮ টায় খুলনার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্য নিকেতনে খুলনা বিভাগীয় শিল্পী কল্যাণ সংস্থার আয়োজনে খুলনার বিভিন্ন শ্রেণির শিল্পী বৃন্দ একত্রিত হয়ে সকলের সম্মতিতে সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন হয়। ১/ অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান (উপদেষ্টা) ২/ মোহাম্মদ মোখলেসুর রহমান বাবলু (উপদেষ্টা ) ৩/ শেখ সিরাজুল ইসলাম (উপদেষ্টা ) ৪/ মোল্লা আলী আহমেদ (উপদেষ্টা ) ৫/ বাবু অশোক কুমার মন্ডল (উপদেষ্টা ) ৬/ মোঃ শফিকুল ইসলাম তোজু (উপদেষ্টা ) ৭/ মোহাম্মদ ইলিয়াস হোসেন সরদার (উপদেষ্টা ) এই সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর মতামতের ভিত্তিতে তেরো সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়। আহবায়ক, এম রোমানিয়া, সদস্য সচিব কিশোর কুমার সরকার , সদস্য মোঃ মিশারুল ইসলাম , সদস্য সুমন কুমার মন্ডল , সদস্য আনিসা ন্যান্সি , সদস্য নজরুল ইসলাম , সদস্য নন্দিনী রুমা , সদস্য সঞ্জয় কুমার মল্লিক , সদস্য দীপ্তি মন্ডল , সদস্য মুন্নি আক্তার , সদস্য এইচএম আলমগীর , সদস্য তৈয়ব আলী পর্বত। খুলনার অসহায় দরিদ্র ও সকল শ্রেণীর শিল্পীদের পাশে দাঁড়িয়ে শিল্পীদের সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় নিয়ে পদযাত্রা শুরু হলো খুলনা শিল্পী কল্যাণ সংস্থা।

  • সুন্দরগঞ্জে নাতি ও নাত বউয়ের লাঠির আঘাতে মৃ*ত্যুর ঘটনায় গ্রেফতার-২

    সুন্দরগঞ্জে নাতি ও নাত বউয়ের লাঠির আঘাতে মৃ*ত্যুর ঘটনায় গ্রেফতার-২

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে নাতি ও নাত বউয়ের লাঠির আঘাত দাদা মৃত্যুর ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    রবিবার রাত ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ (কাঠগড়াহাট) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ওরফে ভোলা (৭০) ওই গ্রামের মৃত- আছর প্রামাণিকের ছেলে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে নাতি ও দাদার মধ্যে বিরোধ চলে আসছিল।এক পর্যায় ঘটনার দিন রাতে নাতবউ রেখা বেগমের সাথে বাচ্চা নিয়ে দাদা খালেকের বাকবিতণ্ডার তৈরি হয়। স্ত্রীর সাথে দাদার বাকবিতণ্ডায় ক্ষিপ্ত হয়ে ওঠে ঘাতক আলম মিয়ার দাদা সাথে ধস্তাধস্তি শুরু হয়। পরে সে ও তার স্ত্রী রেখা বেগম দুজনেই দাদা আব্দুল খালেককে লাঠি দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুইজনকে আটক করে। আটক আলম মিয়া (৩৫) একই গ্রামের মৃত- হবিবুর ছেলে ও তার স্ত্রী রেখা বেগম (৩০)।

    বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) সেলিম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • বেনাপোলে সাংগঠনিক সফরে  কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না

    বেনাপোলে সাংগঠনিক সফরে  কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না

    আজিজুল ইসলাম,  বেনাপোল প্রতিনিধি: জাতীয়তাবাদি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না  সাংগঠনিক কাজে  বেনাপোলে বন্দর এলাকা  সফর করেছেন। এসময় তিনি  শার্শা উপজেলা  যুবদলের নেতৃবেন্দের সাথে কয়েকটি স্থানে মত বিনিময় সভা করেন। 

    সোমবার বিকাল ৩ টায় বেনাপোল পৌছে প্রথমে তিনি বেনাপোল বলফিল্ডের সামনে পথ সভায়  দলীয় নেতা,কর্মীদের উদ্দেশ্য সাংগঠনিক বক্তব্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন। 

    পরে বিকাল ৪ টায় তিনি বেনাপোল সীমান্তে যান। এসময়  শার্শা উপজেলা যুবদলের আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিমকে সাথে নিয়ে সেখানে  অবস্থানরত উপজেলা  যুবদলের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় সেখানে উপজেলার ১১ টি ইউনিয়নের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন। 

    পথসভায় বক্তব্যে যুবদল কেন্দ্রীয় সভাপতি বলেন, স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বাংলার ছাত্র,জনতা নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। আজ নতুন করে দেশ স্বাধীনতা পেয়েছে। এ স্বাধীনতা আমাদের যে কোন মুল্যে রক্ষা করতে হবে। কোন নেতা কর্মী অনৈতিক কর্মকান্ড কিংবা অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় অনেক অনৈতিক কাজের সুযোগ রয়েছে সেই সুযোগ কাজে লাগিয়ে যেন কেউ দলের সুনাম ক্ষুন্ন না করে সেদিকে সকল নেতা কর্মীকে সজাগ থাকতে আহবান জানান। এসময় তিনি আরো বলেন,  জিয়া পরিবার কখনো অন্যায়ের সাথে আপস করেনি। আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি। ছাত্র জনতার অভ্যত্থানে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার ও তাদের দোসররা  এত পরিমান অপরাধ করেছে গ্রেফতার আতঙ্কে তারা আগেই দেশ থেকে পালিয়েছে।  তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ উদারতা দিয়ে মানুষের মন জয় করুন এবং তাদের ভালবাসা অর্জন করুন।

    পথসভায় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সভাপতি এস এম তমাল,সাধারন সম্পাদক আনসারুল হক রানা, পৌর যুবদলের আহবাহক মোস্তাফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু প্রমুখ।

  • মধুপুরে সালাম পিন্টুুর মুক্তির দাবিতে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    মধুপুরে সালাম পিন্টুুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এড. আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের মধুপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
    মধুপুরের আব্দুস সালাম পিন্টু মুক্তি পরিষদের আয়োজনে সোমবার ২১ অক্টোবর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী’র মধুপুর দলীয় কার্যালয় হতে তার সমর্থিত নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়ে। মিছিলে নেতৃত্ব দেন সাবেক উপজেলা যুবদলের আহবায়ক আঃ মান্নান, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন মনি সরকার, সাবেক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আঃ রহমান, সাবেক পৌর মহিলা দলের সভাপতি সোনিয়া আকন্দ। এসময় বিএনপি, যুবদল,মহিলা দল,ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • রংপুর এর পরীক্ষাগার আন্তর্জাতিক মানে    উন্নীতকল্পে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

    রংপুর এর পরীক্ষাগার আন্তর্জাতিক মানে উন্নীতকল্পে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর কনফারেন্স রুমে ১৯.১০.২০২৪ ও ২০.১০.২০২৪ দুইদিন ব্যাপী ওঝঙ/ওঊঈ ১৭০২৫ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন জনাব গাজী মোঃ নুরুল ইসলাম, পরিচালক (রসায়ন) ও কোয়ালিটি ম্যানেজার, বিএসটিআই, ঢাকা। প্রশিক্ষণে আরো রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শরীফ মোহাম্মদ সৈয়দুজ্জামান, উপপরিচালক (রসায়ন) ও ডেপুটি কোয়ালিটি ম্যানেজার এবং ডঃ শাহেদ রেজা, সহকারী পরিচালক (রসায়ন)। এই প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করে। প্রশিক্ষণের সাথে সাথে বর্তমান খধনড়ৎধঃড়ৎু’র ওহঃবৎহধষ অঁফরঃ সম্পন্ন করে আন্তর্জাতিক মানে উন্নতী করণে প্রয়োজনীয় সকল পরামর্শ প্রদান করেন।
    প্রকৌঃ মুবিন-উল-ইসলাম, উপপরিচালক (পদার্থ) ও অফিস প্রধান, বিএসটিআই, রংপুর খধনড়ৎধঃড়ৎু’র অপপৎবফরঃধঃরড়হ সনদ অর্জনে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং পরিচালক (রসায়ন) মহোদয়কে বিএসটিআই, রংপুর এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।

  • যশোরের শার্শা উপজেলার  মৌতা বাওড়ের ওপর ব্রীজ নির্মানের দাবী

    যশোরের শার্শা উপজেলার  মৌতা বাওড়ের ওপর ব্রীজ নির্মানের দাবী

    আজিজুল ইসলামঃ যশোরের  শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের মৌতা বাওড়ের ওপর নির্মিত কাঠ ও বাঁশের তৈরী  স্যাকোটি অতি বৃষ্টির কারণে ভেঙ্গে গেছে। ফলে শত শত লোকের যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে। 

    মৌতা বাওড়ের এপারে বেলতা ও ওপারে পন্ডিত পুর। এই মৌতা বাওড়ের ওপর দিয়ে শার্শা, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার শত শত মানুষ যাতায়াত করে থাকে।

    বেলতা ঘাট এখন জনশুন্য।  এখানে কাঠ-ঁবাশ দিয়ে  নির্মিত ঁশাকোর উপর দিয়ে প্রতি দিন  চলাচল করত শত শত মোটর সাইকেল, বাই সাইকেল , রিক্সা-ভ্যান, অজস্র নারী-পুরুষ ও শিশু-কিশোর  এবং  স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। –   আজ সেখানে জনশুন্য। চলতি বর্ষা মৌসুমে অধিক বৃষ্টি পাত হওয়ার কারনে পানির স্রোতে শাকোটি ভেঙে গেছে। ফলে স্থানটি সম্পূর্ণ যাতায়াতের অনুপোযুক্ত হয়ে পড়েছে। তার পর ও অতি বিশেষ প্রয়োজনের তাগিদে  একমাত্র কলা গাছের ভেলা দিয়েই মানুষ জন পারাপার হচ্ছে। ইতিপূর্বে  অনেক বারই বেলতা ঘাটের ব্রিজ নির্মাণ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে কিন্তু অদ্যাবধি ব্রিজটি নির্মিত হইনি। জন গুরুত্বপূর্ণ বেলতা ঘাটে স্থায়ী ভাবে ব্রিজ নির্মাণ  একান্তই  জরুরী। সে মর্ম্মে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। 

    উল্লেখ্য – স্থানীয় উদ্যোগে নির্মিত ঁশাকোটি দীর্ঘদিন বজায় ছিল। এখন ওটি নষ্ট  হয়ে যাওয়াতে স্থানীয় ওকজন নিরাশ হয়ে পড়েছেন। অনেক পথ ঘুরে মানুষজন যাতায়াত করছেন।

    এখানে ব্রীজ নির্মান সময়ের দাবী।

    এলাকাবাসী জরুরী ভিত্তিতে মৌতাত বাওড়ের ওপর ব্রীজ নির্মানের জন্য শার্শা উপজেলা প্রশাসন সহ উর্ধতন  কর্তৃ পক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

  • গৌরনদীর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রে ডাক্তার না থাকায় ভোগান্তিতে মা ও শিশুরা

    গৌরনদীর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রে ডাক্তার না থাকায় ভোগান্তিতে মা ও শিশুরা

    কে এম সোহেব জুয়েল ঃ বরিশালে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রে ডাক্তার না থাকায় ভোগান্তিতে পরছেন এলাকার গর্ভজনিত রুগি ও শিশুরা।

    ২০ অক্টোবর রবিবার বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত মিয়ারচর গ্রামে কোটি কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রে মেডিকেল অফিসার ও প্রয়োজন মাফিক অফিস স্টাফ না থাকায় ভোগান্তিতে পরতে হচ্ছে এলাকার গর্ভ জনিত মা ও শিশুদের। সরজমিনে ঘুরে এমনটিই লক্ষ করা গেছে।

    স্হানীয় গর্ভজনিত অনেকের মধ্যে খাদিজা বেগম বলেন, সেবা কেন্দ্রটিতে মেডিকেল অফিসার ও পর্যাপ্ত পরিমান লোকবল না থাকায় স্হানীয় গর্ভজনিত মা ও শিশুদের শহর এলাকায় চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে যোগাযোগের দুরাবস্থার কারনে কাউকে আবার মৃত্যুর কোলে ঢলে পরতেও দেখা গেছে। সেকমো মোঃ আবির হোসেন (অতিরিক্ত) কে দিয়ে প্রতি বৃহস্পতিবার দায়সারা কাজ করানো হচ্ছে বলে এমন মন্তব্য করেন এলাকার সাধারণ মানুষ।

    অপরদিকে মা ও শিশু কল্যান কেন্দ্রের একাধিক কর্মরতদের মধ্যে পরিবার কল্যান কেন্দ্রের পরিদর্শক এফ ডব্লিউ ভি ঝুমকা বলেন, গর্ভ জনিত রুগিদের সঠিক সেবা ও চিকিৎসা দেয়ার ইচ্ছে থাকলেও মেডিকেল অফিসার নিয়োগ না থাকার কারনে সঠিক ভাবে চিকিৎসা দিতে পারছেননা তিনি। তাই অতি দ্রুত মেডিকেল অফিসার নিয়োগের মাধ্যমে সঠিক চিকিৎসা ফিরে দিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনাও করছেন তিনি। অপর দিকে জমি দাতা বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মোঃ শাহালম হাওলাদার বলেন, বর্তমান বাজার দরে অর্ধ র্কোটি টাকার জমি দান করেও আশানুরূপ সুফল দেখতে পাচ্ছেননা তিনি, মেডিকেল অফিসার না থাকার করনে রুগিদের সমাগম শুন্যতায়। ভিন্ন দিকে ভবন গুলিও জরাজীর্ণতায় ধংশের দার প্রান্তে পৌছেছে প্রায়। তাই এই মা ও শিশু কল্যান কেন্দ্রে অতি দ্রুত মেডিকেল অফিসার নিয়োগ করে কেন্দ্রের জৌলুস ফিরে আনতে কর্তৃ পক্ষের হস্তক্ষেপ কামনা করছেন জমি দাতা মোঃ শাহালম হাওলাদার।

    অপর দিকে, ওই স্বাস্থ্য কেন্দ্রের ওয়ার্ড বয় মোঃ সাইফুল ইসলাম, এম এল এস এস রবিন, আয়া হসিনা আক্তার, ক্লিনার নিরাঞ্জন ঘোষ, সহকারী নার্স তানজিলা আক্তার বলেন, ৫/৬ মাসের বেতন ভাতা না পাওয়ায় স্ত্রী পরিজন নিয়ে নিদারুন দিন কাটাতে হচ্ছে তাদের। এবং আউট সোর্সসিং থেকে মুখ ঘুরিয়ে সরকারী করন করে যথা নিয়মে বেতন ভাতা পেতে স্বাস্থ্য অধিদপ্তর সহ সরকারের সর্ব মহলে হস্তক্ষেপ কামনা করছেন ওই কেন্দ্রের ভুক্তভোগী ৪ র্থ শ্রেনীির কর্মচারিরা।

  • রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে অনিবার্য কারনে এএসপিদের কুচকাওয়াজ স্থগিত

    রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে অনিবার্য কারনে এএসপিদের কুচকাওয়াজ স্থগিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর সারদায় ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগ পাওয়া সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষ মুহূর্তে এসে স্থগিত করা হয়েছে। নির্ধারিত সময়ের একদিন আগেই রাজশাহীতে পৌঁছান অর্ন্তবতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে শেষ পর্যন্ত কুচকাওয়াজ হয়নি। এ বিষয়ে কোনো কথাও বলেননি উপদেষ্টা।

    রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বাজারদর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিতের বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে বলেন, ‘ওটা ক্লিয়ার করা হইছে। অনিবার্য কারনে স্থগিত করা হয়েছে। ভাল থাকেন। এই বলেই ব্রিফিং শেষ করে চলে যান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলামসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
    বাংলাদেশ পুলিশ একাডেমিতে এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণসহ কয়েকটি সফরসূচি নিয়ে রাজশাহী এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকাল শনিবার রাতেই তিনি পুলিশ একাডেমি পৌঁছান এবং সেখানে রাত্রিযাপন করেন। হঠাৎ রাতেই রোববার সকালের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করার কথা জানানো হয়। ‘অনিবার্য কারণবশত’ কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। অনিবার্য কারণ কী তা স্পষ্ট করা হয়নি। সাংবাদিকদের প্রশ্নও এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    সাধারণত বিসিএসের মাধ্যমে নিয়োগ পেয়ে পুলিশ ক্যাডারের কর্মকর্তারা সারদায় পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাঁদের প্রশিক্ষণ শেষ হয়। এরপর তাঁরা মাঠপর্যায়ে কাজের সুযোগ পান।
    আওয়ামী লীগ সরকারের আমলে ৪০ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ব্যাচে অন্তত ৬২ জন ছাত্রলীগ নেতা নিয়োগ পান বলে অভিযোগ উঠেছে।
    তাঁদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অতিথি হতে পুলিশ একাডেমির পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গতকাল শনিবার রাতে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে ফেসবুকে পোস্ট দেন তিনি।

    আমন্ত্রণপত্রের ছবিতে লাল ক্রস এঁকে ক্যাপশনে তিনি লেখেন, ‘দাওয়াতটা স্বজ্ঞানে প্রত্যাখ্যান করছি! কারণ, এক. এই ৬২ জন এএসপি হাসিনার আমলে নির্বাচিত হইছে। আর কত চুলচেরা বিশ্রেষণ করে বিসিএস (পুলিশ)এ নিয়োগ হতো তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যক্তি আমার জায়গা থেকে তাই উক্ত প্রোগ্রামে অংশ নেওয়ার পক্ষপাতী নই। তাদের ব্যাপারে তদন্ত হয়েছে কি না!’
    তিনি লেখেন, ‘কোনোরকম তদন্ত ছাড়াই আওয়ামী লীগের দোসরদের এএসপি পদে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের ভাইদের মৃত্যুর মিছিল এখনো চলছেই। এমতাবস্থায় এই দোসরদের নিয়োগ এবং প্রশিক্ষণ দেওয়া মানে শহীদদের রক্তের সাথে বেঈমানী করা। তাই আমি উক্ত অনুষ্ঠানের একজন আমন্ত্রিত অতিথি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে এই অনুষ্ঠান প্রত্যাখ্যান করলাম।

    আমন্ত্রণপত্র বিতরণের পরও রাতেই কুচকাওয়াজ স্থগিতের বিষয়টি জানতে পেরে ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন সালাউদ্দিন আম্মার। তিনি লেখেন, ‘প্রোগ্রাম ক্যান্সেল করেছে পুলিশ একাডেমি সারদা। গত কিছুদিন ধরে চলা অনুষ্ঠান, স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল থেকেই রাজশাহীতে থাকার পরও মাত্র জানালো ক্যান্সেল করা হয়েছে। কিছু বুঝলেন? আওয়ামী ফ্যাসিস্টদের আমরা কখনো গ্রহণ করবো না। তদন্ত হোক পরে যোগ্য ব্যক্তি নিয়োগ পাক।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।