Blog

  • শীতের আগমনী বার্তায় খেজুর গাছ পরিচর্চায় ব্যস্ত চারঘাটের গাছিরা

    শীতের আগমনী বার্তায় খেজুর গাছ পরিচর্চায় ব্যস্ত চারঘাটের গাছিরা

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    শীত আসতে না আসতে রাজশাহীর চারঘাটে  আগাম খেজুর গাছ পরিচর্চায় ব্যস্ত সময় পার করছে গাছিরা। দিনে কিছুটা গরম হলেও সন্ধ্যা হলেই শীতের আগমন বার্তা চলে এসেছে। সকালেও শিশির ভেজার পথ। যা শীতের আগমনের বার্তা জানান দিচ্ছে। এরই মধ্যে উপজেলার গাছিরা আগাম খেজুর গাছ ঝুড়তে শুরু করেছে।

    আগাম রস পাবার আশায় কিছু গাছি গাছের পরিচর্যা শুরু করেছে। শীতের মৌসুম শুরু হতে না হতেই খেজুরের রস আহরণের জন্য গাছিরা খেজুর গাছ প্রস্তত করতে শুরু করেছে। গাছিরা হাতে দা নিয়ে ও কোমরে ডোঙ্গা বেঁধে নিপুণ হাতে গাছ চাছাছোলা করছে।

    এ মৌসুমে খেজুরের রস দিয়ে গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। শীত যত বাড়বে খেজুরের রসের স্বাদ তত বাড়বে। সুস্বাদু পিঠা ও পায়েস তৈরিতে আবহমান কাল থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে খেজুরের গুড় ওতপ্রোতভাবে জড়িত। এখানকার কারিগরদের দানা গুড়, পাটালি গুড় তৈরিতে ব্যাপক সুনাম থাকায় খেজুরের গুড় পাটালির ব্যাপক চাহিদা রয়েছে।

    উপজেলার কেজিপুর গ্রামের গুড় উৎপাদন কারী ইমাজ উদ্দিন  বলেন, হালকা হালকা শীতের আভাস পেতেই আগেই খেজুর গাছ থেকে রস আহরণের জন্য গাছকে আগাম প্রস্তত করে রাখছি। তিনি আরও বলেন, আমরা কোন কেমিক্যাল ছাড়াই ভেজাল মুক্ত স্বাস্থ্য সম্মত গুড় উৎপাদন করে থাকি।

    চারঘাট উপজেলায় মোট ১ লক্ষ ৮০ হাজার ৫৯০ টি খেজুরের গাছ আছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মামুন হাসান।

    তিনি বলেন, আসন্ন শীত মৌসুমে ২ হাজার ১৬৭ টি মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    মামুন হাসান বলেন, উপজেলায় ভেজাল মুক্ত খেজুরের গুড় উৎপাদনের লক্ষে ইতি মধ্যে গুড় উৎপাদনকারীদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষে প্রতিটি গ্রামে গ্রামে ব্যাপক ভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, কেউ ভেজাল গুড় তৈরি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। 

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • উজিরপুরে সেনাবাহিনীর হাতে গ্রেফতার ২ 

    উজিরপুরে সেনাবাহিনীর হাতে গ্রেফতার ২ 

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায়  মামলা -২ আসামীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। 

    উজিরপুর সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর  বুধবার দুপুর ১ টার উজিরপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট  মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম  ২ জনকে আটক করেন। আটক কৃতরা  হলেন মশাং ইউনিয়নের মোঃ রিয়াজ খান(৩০) ও ইয়ার হোসেন(৩৬) আটক কৃতদের উজিরপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

    উজিরপুর মডেল থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় একটি নিয়মিত মামলার আসামী ছিলেন এ দুজন। সেনাবাহিনী গ্রেফতার করে আমাদের কাছে সোপর্দ করেছে। আসামীদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • রোমান ভুঁইয়া ঢাকা জেলায় আবারও শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা পাওয়ার সম্ভাবনা

    রোমান ভুঁইয়া ঢাকা জেলায় আবারও শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা পাওয়ার সম্ভাবনা

    হেলাল শেখঃ ঢাকা জেলার ৮ম বারের শ্রেষ্ঠ করদাতা হিসেবে পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া আবারও জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    জানা গেছে, গত বছরের (২০ ডিসেম্বর ২০২৩ইং) বিকেলে ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা পুরস্কার পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া। তিনি বলেন, আমার বার্তা হলো, ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের বিজয় হয়ে নতুন সরকার দেশ পরিচালনা করছেন খুব ভালো লাগছে আলহাদুলিল্লাহ। আমি ৮ম বার সেরা করদাতা হিসেবে (ঢাকা জেলা) শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার পেয়েছি তাই শুকরিয়া মহান আল্লাহর কাছে, আমার বিশ্বাস আবারও ঢাকা জেলা শ্রেষ্ঠ পুরস্কার পাবো ইনশাআল্লাহ। সেই সাথে আমার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শুভাকাংক্ষী প্রিয় ভাই বন্ধুসহ সবাই আমাকে ব্যবসার কাজে সহযোগিতা করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার প্রতি দোয়া ও শুভকামনা রইলো। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করেন মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া। তিনি ব্যবসার ব্যাপারে আমাদের প্রতিবেদককে বলেন, আমি ব্যবসায়ী হিসেবে সরকারকে কখনো করফাঁকি দেইনি, আমি সততার সাথে ব্যবসা করি, আমার ব্যবসার শুরু থেকে পর্যায়ক্রমে ব্যবসা যখন বড় হচ্ছে-সেই থেকে কখনো করফাঁকি দেওয়ার চিন্তা মাথায় ঢোকেনি, ব্যবসা শুরু করার পরের বছর থেকেই আমি নিজে আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। তিনি আরো বলেন, আমার ব্যবসা যতো এগিয়েছে, কর দেওয়া ততটাই বাড়িয়েছি।

    আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া আরো বলেন, আমি ২০১৬ সালে প্রথমবার ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক পাই, এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সাল এবং বর্তমান ২০২৩ সালে ডিসেম্বর মাসে আবারও ৮ম বারের মতো ঢাকা জেলা সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সম্মান অর্জন করেছি, এই সম্মান আল্লাহর দান ও মানুষের দোয়ায় আজ আমি সম্মানিত হতে পেরে আনন্দ উপভোগ করছি। আমি মনে করি আমাদের কাউকে কখনোই রাষ্ট্রের সঙ্গে বেঈমানি করা উচিৎ না।

    অনেকেই অভিমত প্রকাশ করেন, তানভীর আহমেদ রোমান ভুঁইয়া একজন ভালো মানুষ, তিনি সবার সাথে হাসিমুখে কথা বলেন, তাঁর ভেতরে কোনো অহংকার নাই। এই মানুষটি অনেক কষ্টে সততার সাথে ব্যবসা করে এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছেন। (বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী) আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া। তিনি ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষের অনেক প্রিয়। তাঁর দুই মেয়ে, এক ছেলে ও পরিবারের সকলের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

  • পলাশবাড়ী প্রেসক্লাবের নির্বাচনে  সভাপতি- শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক- পাপুল সরকার

    পলাশবাড়ী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি- শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক- পাপুল সরকার

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পুলিশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে শান্তি শৃঙ্খলার মাধ্যমে পলাশবাড়ী প্রেসক্লাবের ৪২ বছরের ইতিহাসে এই প্রথম গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রেসক্লাবের ত্রি বার্ষিক নির্বাচনে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সাবেক বিএনপির সভাপতি,সাপ্তাহিক অনড় পত্রিকা সম্পাদক আলহাজ্ব শাহ আলম সরকার ও সাধারণ সম্পাদক হিসাবে পাপুল সরকার,সাংগঠনিক সম্পাদক হিসাবে আব্দুল মতিন মোহাম্মাদসহ কার্য নির্বাহী কমিটির ১১ জন নির্বাচিত হয়েছেন।

    পলাশবাড়ী প্রেসক্লাবের গঠিত নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ২১ অক্টোবর সোমবার ত্রি বার্ষিক নির্বাচন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফলে ১১টি পদের মধ্যে ২টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় ২ জন নির্বাচিত হন,তারা হলেন অর্থ সম্পাদক হামিদুল হক মন্ডল ও সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহিন। এরপর সভাপতি,সাধারণ সম্পাদক,সহ সভাপতি,সহ সাধারণ সম্পাদক ৯ টি পদে নির্বাচনের সিদ্ধান্তে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    নির্বাচনের ফলাফলে মোট ২৫টি ভোটের মধ্যে সর্বোচ্চ ১৭টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ আলম সরকার তার নিকটতম প্রতিদ্বন্দি হিসাবে মশফিকুর রহমান মিল্টন পেয়েছেন ৮ভোট। সাধারণ সম্পাদক পদে পাপুল সরকার ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি হিসাবে ফেরদাউস মিয়া পেয়েছেন ৮ ভোট,এ পদে ৫ ভোট পেয়েছেন শাহ আলম সরকার (২)। সহ-সভাপতি পদে ১৩ ভোট পেয়ে আশরাফুজ্জামান সরকার ও সহ – সাধারণ সম্পাদক পদে ১৮ ভোট পেয়ে হাসিবুর রহমান স্বপন নির্বাচিত হয়েছেন। এছাড়াও ১৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মতিন মোহাম্মাদ, প্রচার ও প্রকাশনা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক -বিদূষ রায়,দপ্তর সম্পাদক,মিলন মন্ডল, কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মতিয়ার রহমান লাভলু,এ্যাড. আবেদুর রহমান সবুজ।

    বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক নবীউল ইসলাম’কে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিতে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আর্দশ কলেজের প্রভাষক হামিদুল হক,রিপোর্টাস ইউনিটির সভাপতি শেখ রানা,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা ইউসুফ উদ্দিন মন্ডল উল্লাস । সাধারণ সভা ও ত্রি -বার্ষিক নির্বাচন পরিচালনায় পর্যবেক্ষক হিসাবে সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন স্থানীয় ও জেলার গণমাধ্যমকর্মীরা। এছাড়াও আইন শৃংখলা বজায় রাখতে ও নির্বাচন পরিচালনায় সহযোগীতা করেন পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম এবং সেনাবাহিনীর একটি টিম। এদিকে নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,গণমাধ্যম কর্মী,পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।।

  • হাটিকুমরুলে নিরাপদ সড়ক দিবস পালিত

    হাটিকুমরুলে নিরাপদ সড়ক দিবস পালিত

    জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
    একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। “ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ পালিত হয়েচছে।হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের দিক নির্দেশনায় হাটিকুমরুল হাইওয়ে থানার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় হাটিকুমরুল রোড গোল চত্বরে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়।হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জাকির হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম হেলাল,সলঙ্গা থানা মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম,হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারন সম্পাদক রুহুল আমিন,মেম্বর শাহ আলী, সার্জেন্ট দুলাল উদ্দিন আহমেদ,এএসআই শরিফুল ইসলামসহ অনেকে

  • তেঁতুলিয়ায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা অনুষ্ঠিত

    তেঁতুলিয়ায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা অনুষ্ঠিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বির সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এস.এম রুহুল আমিন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. রাজিনুল হক, উপজেরা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী, উপজেলা শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. আফিফা জিন্নাত আফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক মো. শাহজাহান আলী, তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মানিক চন্দ্র রায়, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সহকারী ফিল্ড সুপারভাইজার আবু তাহের আনসারী, সাংবাদিক মো. আব্দুল বাসেত, সাংবাদিক মো. জাবেদুর রহমান, সাংবাদিক মো. এসকে দোয়েল ও সাংবাদিক তরিকুল ইসলাম প্রমূখ।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এস.এম রুহুল আমিন বলেন, এইচপিভি ক্যাম্পেইন রেজিস্ট্রেশন অনুযায়ী উপজেলায় ৭ হাজার ৮২৯ জন কিশোরীকে এই টিকা দেওয়া হবে। দেশব্যাপীর ন্যায় উপজেলাতেও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে মোট ১৮দিন টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও ইপিআই স্থায়ী কেন্দ্রসমূহে এ কার্যক্রম চলবে। শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম-৯ম শ্রেণীর ছাত্রীরা টিকা পাবে। কেউ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা নিতে অসমর্থ হলে তারা স্থায়ী কেন্দ্রে টিকা নিতে পারবে। এছাড়া স্থায়ী কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরাও টিকা গ্রহন করতে পারবে। ১৬৮টি স্থায়ী টিকাদান কেন্দ্রসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি চলবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।।

  • কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে বিশ হাজার টাকা জরিমানা

    কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে বিশ হাজার টাকা জরিমানা

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং নাগেশ্বরী উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ২২.১০.২০২৪ ইং তারিখে নাগেশ্বরী উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার কাজী মার্কেটে মোসার্স গ্লামার্স কর্ণার ও মেসার্স জননী স্টোরে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির জন্য ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উভয়কেই ১০০০/- জরিমানা করা হয় এবং নিষিদ্ধ কসমেটিকস জব্দ করা হয়। এছাড়া খুশি কসমেটিকস নামক প্রতিষ্ঠানে ক্ষতিকর নিষিদ্ধ ক্রিম না থাকায় ধন্যবাদ প্রদান করা হয়। এছাড়াও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় বগুড়া দই ঘর নামক প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ে মধ্যে দই, মিষ্টি ও ঘি পণ্যের লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করেন।

    উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন নাগেশ্বরী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) জনাব সন্দীপ দাস।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

  • দোয়ারাবাজারে আওয়ামিলীগ নেতা অসিত কুমার দাস গ্রেফতার

    দোয়ারাবাজারে আওয়ামিলীগ নেতা অসিত কুমার দাস গ্রেফতার

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ২০২১ সালের মান্নারগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অসিত কুমার দাসকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
    সোমবার (২১ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার মান্নারগাও ইউনিয়নের কাটাখালী বাজার থেকে সুনামগঞ্জ সদর মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার করা হয়েছে।
    তিনি মান্নারগাও ইউনিয়নের কামারগাও গ্রামের মৃত অতুল চন্দ্র দাসের পুত্র। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই।

  • দোয়ারাবাজারে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

    দোয়ারাবাজারে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

    হারুন অর রশিদ,

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: দোয়ারাবাজারে বরইউড়ি বহুমুখী আলিম মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে মাদ্রাসা ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এতে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, ‘ অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবিরের বিরুদ্ধে আনিত সবগুলো অভিযোগ প্রমাণিত হয়েছে। অধ্যক্ষ ২০১৫ সালে দৈনিক ইনকিলাব পত্রিকায় ভুয়া বিজ্ঞাপ্তি প্রকাশ দেখিয়ে অর্থের বিনিময়ে ৪ জন প্রভাষক নিয়োগ দিয়েছেন। এছাড়াও ২০২০ সালে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ, মাদ্রাসা গেইট নির্মাণে অনিয়ম, শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন এবং মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগসমূহ নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হয়েছে। অবিলম্বে দূর্ণীতিবাজ অধ্যক্ষের অপসারণ করা না হলে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনে আন্দোলনের ডাক দিবে। তিনি যেন প্রতিষ্ঠান ক্যাম্পাসে আর ডুকতে না পারেন সে দাবি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। ‘

    মানববন্ধনে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সচেতন এলাকাবাসী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • তানোরে এলজিইডি’র উন্নয়ন চিত্র

    তানোরে এলজিইডি’র উন্নয়ন চিত্র

    আলিফ হোসেন, তানোরঃ
    রাজশাহীর তানোরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় সড়ক-সেতুর উন্নয়নে আর্থসামাজিক ও জীবনযাত্রার মান বেড়েছে। সংশ্লিষ্ট এলাকার মানুষ আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুফল পাচ্ছেন। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমানের কঠোর দেখভালের কারণে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান এসব উন্নয়ন কাজে কোনো আনিয়ম-দূর্নীতির সুযোগ পাচ্ছেন না বলে অভিমত এলাকাবাসীর।এতে উপজেলা প্রকৌশলীর প্রচেষ্টায় প্রায় স্বচ্ছতার সঙ্গে এসব উন্নয়ন কাজের বাস্তবায়ন সম্পন্ন করা হয়েছে। এবং এখানো অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেঠোপথ পাকাকরণ, সংস্কার, সেতু-কালভ্রাট নির্মাণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আধূনিক ও দৃষ্টিনন্দন একাডেমিক ভবন নির্মাণ এবং সংস্কার,হাট-বাজার ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হয়েছে।
    জানা গেছে, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে (আর,ডি,আর,আই,ডিপি) প্রকল্পের আওতায় উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েের কানেক্টিং রাস্তা পাকাকরণ। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। হাতিনান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। কামারগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং
    রাস্তা পাকাকরণ। কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা ও কচুযা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং
    রাস্তা পাকাকরণ। পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) যোগীশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। দেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
    কানেক্টিং রাস্তা পাকাকরণ। কলমা
    ইউনিয়নের (ইউপি) শংকরপুর প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। দরগাডাঙা সাধুরহাট কানেক্টিং রাস্তা এবং
    তালন্দ ইউনিয়নের (ইউপি) কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) রাতৈল-সুন্দপুর-কাঠালপাড়া কানেক্টিং রাস্তা পাকাকরণ। বাধাইড় ইউনিয়নের (ইউপি) প্রকাশনগর-বৈদ্যপুর-দরিয়া কানেক্টিং রাস্তা পাকাকরণ করা হয়েছে। এবং ধামধুম-মোহাম্মদপুর খাল পুনঃখনন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এছাড়াও (ভি,আর,আরপি) প্রকল্পের আওতায় তানোর-আমনুরা রাস্তা থেকে আড়াদিঘী গ্রামের কানেন্টিং রাস্তা পাকাকরণ করা হয়েছে। এদিকে (এডিপি) প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় ৫টি রাস্তা ড্রেনসহ এইচবিবিকরণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
    খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মুন্ডুমালা-সাতপুকুরিয়া প্রায় সাড়ে ৪ কিলোমিটার, মালশিরা মাদরাসা মোড়-কামারগাঁ প্রায় ৫ কিলোমিটার, চন্দনকৌঠা-হাতিনান্দা প্রায় ৪ কিলোমিটার, হরিপুর প্রায় ৫০০মিটার,, হরিশপুর প্রায় ৩ কিলোমিটার, কোয়েল-বানিয়াল প্রায় দেড় কিলোমিটার,গোয়ালপাড়া প্রায় এক কিলোমিটার, দেউলা তিন কিলোমিটার
    রাস্তা ইউড্রেন ও কালভ্রাটসহ পাকাকরণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও তানোর-চৌবাড়িয়া সড়কের চাপড়া ও হাতিশাইল দুটি সেতুর নির্মান করা হচ্ছে। চন্দনকৌঠা-মালার মোড় রাস্তার চন্দনকৌঠা মাঠে দৃষ্টিনন্দন ব্রীজ নির্মাণ করা হয়েছে। অন্যদিকে তানোর-সইপাড়া রাস্তার প্রায় এক কিলোমিটার এইচবিবিকরণ করা হয়েছে। এছাড়াও কলমা-বনগাঁ প্রায় আড়াই কিলোমিটার ও দরগাডাঙ্গা-নড়িয়াল প্রায় তিন কিলোমিটার দৃষ্টিনন্দন ইউ ব্লক রাস্তা নির্মাণ করা হয়েছে।
    এদিকে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট (আরসিআইপি) প্রকল্পের
    অর্থায়নে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১০০;কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ করা হয়েছে। তানোর-আমনুরা প্রায় ২০ কিলোমিটার,তানোর-চৌবাড়িয়া প্রায় ১৫ কিলোমিটার,তানোর-বাগধানী প্রায় ১৫ কিলোমিটার,তানোর-বিল্লী প্রায় ২০ কিলোমিটার,সরনজাই-কাঁকনহাট রাস্তার ৫ কিলোমিটার,আয়ড়া-বিল্লী প্রায় ১৫ কিলোমিটার, কামারগাঁ ইউপির কচুয়া- হাতিশাইল, মুন্ডুমালা পৌর এলাকার আয়ড়া-বিল্লী,সরনজাই-দেবিপুর-লালপুর- নারায়নপুর, ইলামদহীহাট হয়ে প্রকাশনগর রাস্তাসহ বিভিন্ন রাস্তার উন্নয়ন করা হয়েছে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজগুলো জলবায়ৃ পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখে বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, চলমান উন্নয়ন কাজ সম্পন্ন হলে উপজেলায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে।#