Blog

  • উজিরপুরে জামায়াতে ইসলামীর কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত

    উজিরপুরে জামায়াতে ইসলামীর কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা জামায়েত ইসলামীর উদ্যোগে ব্যাপক আয়োজনে দিন ব্যাপি কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৬ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মোঃ কাওছার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক এ্যাডভোকেট মুয়াযযাম হোসাইন হেলাল।

    বক্তৃতা করেন জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান,মুহতারাম জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন,জেলা কমিটির নেতা সাইয়েদ আহম্মেদ খান,মাষ্টার আঃ মান্নান,উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,বরিশাল জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আব্দুল কাদির,উজিরপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া টিপু, জামায়াতে ইসলামীর উজিরপুর পৌর আমীর মোঃ আলামিন সরদার, ইউনিয়ন আমীর মোঃ আনোয়ার হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উজিরপুর উপজেলায় জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে উদ্বোধন করা হয়।

    দিনব্যাপী কর্মী শিক্ষা সেমিনারে জামায়াতে ইসলামীকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

  • নলছিটিতে শ্রমিকদলের সমাবেশ অনুষ্ঠিত

    নলছিটিতে শ্রমিকদলের সমাবেশ অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে উপজেলা শ্রমিকদল ও পৌর শ্রমিকদলের আয়োজনে এক সমাবেশের আয়োজনে করা হয়েছে। শনিবার(২৬ অক্টোবর) বিকেলে নলছিটি পৌর ভবন সম্মুখে এ সমাবেশের আয়োজন করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

    উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন,অ্যাডভোকেট মাহেব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান হেলাল,সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক(সাবেক) মো. শাফায়ত হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল খান প্রমুখ।

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাকির গাজী ও পৌর শ্রমিকদলের সভাপতি সেলিম হাওলাদার। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিকদলের নেতৃবৃন্দ অংশ নেন।

  • কুমিল্লায় অবৈধ  সিটি কর্পোরেশনের রশিদ দিয়ে চাঁদা আদায় কালে আটক-১

    কুমিল্লায় অবৈধ সিটি কর্পোরেশনের রশিদ দিয়ে চাঁদা আদায় কালে আটক-১

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা জেলা প্রতিনিধি,

    ভূয়া রশিদ দিয়ে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে সিটি করপোরেশনের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায়ের সময় ১ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা অঞ্চল দায়দায়িত্ব রত সেনাবাহিনীর টিম।
    কুমিল্লা নগরীর সিটি কর্পোরেশনের নামে অবৈধ রশিদ দিয়ে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে নগদ অর্থ , সিটি কর্পোরেশন অনুমোদিত অবৈধ ভুয়া রসিদ বহি জব্দ করা হয়। শনিবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ২৩ বীর সেনাবাহিনী ক্যাপ্টেন রাকিন।

    সেনাবাহিনী জানায়- কুমিল্লা নগরীর চকবাজার থেকে তেলিকোনা ও জাঙ্গালিয়া বাসট্যান্ড থেকে টমছমব্রীজ সড়কের উপর অবস্থান করে বাস,মিনিবাস,মিনি ট্রাক, ইজিবাইক, মিশুকসহ যাত্রীবাহী বিভিন্ন যানবাহন চালকদের হত্যার ভয়ভীতি দেখিয়ে গতিরোধ করে অবৈধ রশিদের মাধ্যমে চাঁদা আদায় করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় জাঙ্গালিয়া বাসট্যান্ড সড়কে চাঁদা নেয়ার সময় ১জন চাঁদাবাজকে গ্রেপ্তার করে সেনাবাহিনী টহল দল।

    গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা সদর দৌলতপুর গ্রামের মান্নান এর পুত্র মোঃ জুলহাস (২৪) । এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ২/৩ জন চাঁদাবাজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেনাবাহিনী গ্রেপ্তার কৃতদের কাছ থেকে নগদ টাকা, ‍মোবাইল ফোন ৩টি,সীল প্যাড ২টি, গোলাপি ও হলুদ রঙের চাঁদা আদায়ের ভুয়া ৩৫ টি রসিদ বই জব্দ করে। পরবর্তীতে চাঁদাবাজকে সদর দক্ষিণ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
    গ্রেপ্তার কৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লা মহানগরীর বিভিন্ন পয়েন্টে সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে অবৈধ চাঁদা উত্তোলন করে আসছে।

  • বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির মিজান গ্রুপের জনসভা অনুষ্ঠিত

    বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির মিজান গ্রুপের জনসভা অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির একাংশ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান গ্রুপের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৫অক্টোবর) বাদ আছর পীরযাত্রাপুর হাইস্কুল মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের  চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান।
    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর  ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিএম আলাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন সভাপতি ময়নামতি ইউনিয়ন বিএনপি
    , মোঃ মজিবুর রহমান সভাপতি ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপি। উক্ত কর্মী সভার সভাপতিত্ব করেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,  সঞ্চালনায় ছিলেন,অ্যাডভোকেট ময়নাল হোসেন। এসময় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাহের শিপু সাবেক সদস্য দক্ষিণ জেলা যুবদল,ইন্জিনিয়ার আবদুল জলিল ভূইয়া সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক বুড়িচং উপজেলা বিএনপি,সাইফ উদ্দিন সবুজ সভাপতি থানা ছাত্র দল,জামিলুর রহমান তানিম ছাত্র সমন্বয়ক,মাসুদ পারভেজ সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবদল, সিরাজুল ইসলাম মেম্বার,তারেক মাহমুদ,তাজুল ইসলাম মেম্বার,সেফাউল মেম্বার, সুলতান আহমদ মাষ্টারসহ বিপুলসংখ্যক নেতকর্মী।

  • নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দ্বায়ে এক জেলের কারাদণ্ড

    নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দ্বায়ে এক জেলের কারাদণ্ড

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দ্বায়ে এক জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
    ২৫ অক্টোবর শুক্রবার সন্ধায় নলছিটি ফেরিঘাট সংলগ্ন সুগন্ধা নদী থেকে তাকে আটক করা হয়।
    এসময় তাদের কাছ থেকে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা বিনস্ট করা হয় এবং একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরন করা হয়।
    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি এবং নলছিটি থানা পুলিশের একটি টিম।
    ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারায় আটককৃত জেলেকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
    দণ্ডপ্রাপ্ত জেলে বরিশাল রুপাতলি বটতলা এলাকার মুজাহার খলিফার ছেলে রবিউল।
    ১৩ অক্টোবর থেকে ২২ দিনের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন নলছিটি উপজেলা সংলগ্ন সুগন্ধা নদীতে উপজেলা মৎস দপ্তরের অভিযানে নিয়মিত টহল চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি।

  • বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন আমাদের জন্য দেশ গড়ার এক নতুন সুযোগ তৈরি করেছে-আইজিপি 

    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন আমাদের জন্য দেশ গড়ার এক নতুন সুযোগ তৈরি করেছে-আইজিপি 

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;

    প্রথমবারের মত নিজ জেলা পঞ্চগড়ে অদ্য ২৫-১০-২০২৪খ্রিঃ রোজ শুক্রবার দুপুর ১২.০০ ঘটিকায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি পঞ্চগড় সার্কিট হাউজ এ পৌছালে ফুলেল শুভেচ্ছা জানান পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ  সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

     ফুলেল শুভেচ্ছা শেষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল মহোদয়কে Gard of Honour প্রদান করেন। Gard of Honour শেষে উপস্থিত অফিসারদের সাথে কুশলাদি বিনিময় করেন।

    বিকাল ৩.০০ ঘটিকায় মাননীয় আইজিপি মহোদয় প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিলসেডে পঞ্চগড় জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সমন্বয়ে বিশেষ কল্যাণ সভায় যোগদান করেন। 

    বিশেষ কল্যাণ সভায় মাননীয় আইজিপি জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।

    বিশেষ কল্যাণ সভায় আইজিপি তাঁর বক্তব্যে পুলিশি কার্যক্রম আরও বেগবান করার জন্য পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ প্রদান করেন।

    আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন আমাদের জন্য দেশ গড়ার এক নতুন সুযোগ তৈরি করেছে। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি; নতুন সমাজ বিনির্মাণের সুযোগ পেয়েছি। তিনি বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশ পুলিশকেও গড়ে তুলতে চাই। আমরা নিজেরা অন্যায় করবো না; অন্যকেও অন্যায় করার সুযোগ দিবো না।

    তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি টিম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পুলিশ বাহিনীকে গড়ে তুলতে হবে।

     

    পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ প্রধান বলেন, জনগণের সাথে পেশাদার আচরণ করতে হবে। তাদের প্রত্যাশিত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করতে হবে।

    আইজিপি ফোর্সের কল্যাণ নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, কল্যাণের পাশাপাশি ফোর্সের শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখতে হবে।

    আইজিপি তাঁর বক্তব্যের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আইজিপি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। 

    কল্যাণ সভায় পুলিশ সুপার মাননীয় আইজিপি মহোদয় সহ আমন্ত্রিত অতিথিদের জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।

    কল্যাণ সভা শেষে মাননীয় আইজিপি বিকাল ৫.০০ ঘটিকায় পঞ্চগড় সদর সার্কেল অফিস কাম বাসভবন এর শুভ উদ্বোধন করেন। সার্কেল অফিসের উদ্বোধন শেষে সার্কেল অফিস চত্বরে বৃক্ষরোপণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর আমিনুল ইসলাম, কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, জনাব মোঃ মজিদ আলী, পুলিশ সুপার, পঞ্চগড় মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পুলিশ সুপার, ঠাকুরগাঁও শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত এস.এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

  • সাংবাদিকরা কোন সরকার বা দলের নয়, তারা রাষ্ট্রের-বিএমএসএফ

    সাংবাদিকরা কোন সরকার বা দলের নয়, তারা রাষ্ট্রের-বিএমএসএফ

    সুমন খান:

    ঢাকা, গতকাল শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ইং তারিখে ,
    সাংবাদিকরা কোন সরকার বা দলের নয় তারা রাষ্ট্রের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। রাষ্ট্রের প্রয়োজনে সাংবাদিকরা কাজ করবে। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ সহ ২৪’র গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ভুমিকা ছিল অবিস্মরণীয়।

    দেশে এমনো কিছু সাংবাদিক আছেন যারা তাদের অবস্থান ভুলে গিয়ে কখনো কোন রাজনৈতিক দলের আবার কখনো কোন সরকারের পক্ষে রাজনৈতিক কর্মীর ভুমিকায় অবস্থান নিয়ে থাকেন। রাজনৈতিক দলের হয়ে কাজ করার কারণে সাংবাদিক নির্যাতনের মাত্রা বাড়ছেই। এদের কারণে সাংবাদিকদের দাবি আদায় করা যাচ্ছে না। তিনি শুক্রবার বিকেলে মিরপুরে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ড. তাওহীদ হাসান, দৈনিক যাায়যায়দিনের হেড অফ মার্কেটিং ইব্রাহিম খলিল স্বপন, কেন্দ্রীয় নেতা আনিস মাহমুদ লিমন, ঢাকা জেলার নেতা ও জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকায় স্টাফ রিপোর্টার সুমন খান, মহানগর শাখার আরিফ খান, বৃহত্তর মিরপুর শাখার আহবায়ক খায়রুল ইসলাম, মো: রায়হান প্রমূখ।

    সভায় আগামী ৩ নভেম্বর ঢাকা মহানগর উত্তর শাখার কাউন্সিলের তারিখ নির্ধারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

  • তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৪তম ফুটবল টুর্নামেন্ট আয়োজন

    তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৪তম ফুটবল টুর্নামেন্ট আয়োজন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস-চেয়ারম্যান ও সাবেক ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক ২৪তম স্মৃতি
    ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করা হয়েছে। জানা গেছে, তানোরের আমশো সোনালী সংঘের উদ্যোগে ঐতিহ্যবাহী আমটিয়ারা মাঠে দুই দিনব্যাপী উত্তরাঞ্চলের সর্ববৃহত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৪তম ফুটবল টুর্নামেন্ট ২৬ অক্টোবর উদ্বোধন করা হবে। এদিন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মসলেম উদ্দিন মোল্লার সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধন করবেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান এবং স্বাগত বক্তব্য রাখবেন আহবায়ক ওবাইদুর মোল্লা মাস্টার। ২৭ অক্টোবর দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করবেন বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম।
    এদিকে দু”দিনব্যাপী আয়োজিত প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৪তম ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। শনিবার উদ্বোধনী দিনে ৮টি দলের খেলা অনুষ্ঠিত হয়। এবং রবিবার সমাপনী দিনে ৮টি দলের খেলা অনুষ্টিত হবে। এছাড়াও ফুটবল টুর্নামেন্টে আয়োজনে সার্বিক সহযোগীতায় রয়েছেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মালেক মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব মোল্লা, মাজহারুল ইসলাম রনি, রাজু ও আশরাফুল ইসলামপ্রমুখ।

  • পাবনায় দুই শিক্ষার্থী হ*ত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

    পাবনায় দুই শিক্ষার্থী হ*ত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

    এম এ আলিম রিপন ঃ পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅবস্থান কর্মসূচিতে গুলি করে ২ শিক্ষার্থী হত্যা মামলায় পাবনার সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও উপজেলার দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তার নিজ বাড়ী উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া থেকে গ্রেফতার করে পুলিশ। পাবনা সদর থানার ওসি আব্দুস ছালাম জানান, গত ৪ আগস্ট পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলামের পিতা মো. দুলাল উদ্দিন মাষ্টারের দায়েরকৃত মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সিরাজুল ইসলাম শাহজাহানকে গ্রেফতার করে শুক্রবার পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।।

  • নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে একান্ন পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ পলাশ মোল্যা (৩০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ পলাশ মোল্যা (৩০) লোহাগড়া থানাধীন রামকান্তপুর গ্রামের কাউসার মোল্যার ছেলে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গতকাল রাতে লোহাগড়া থানাধীন ৩ নং শালনগর ইউনিয়নের রামকান্তপুর মধ্যপাড়া পাখির পুকুর পাড় সংলগ্ন ইটের সলিং তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান, এসআই (নিঃ) মোঃ মাহবুব আলম সিদ্দিক, এএসআই (নিঃ) মোঃ ছদরুল আলম ও এএসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম অভিযান চালিয়ে মোঃ পলাশ মোল্যা (৩০)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে একান্ন পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।