Blog

  • বাবুগঞ্জে যুগ্মসচিব বজলুর রশিদের কাছ থেকে টাকা ছিনতাই অতপর মোটা অংকের চাঁদা দাবি

    বাবুগঞ্জে যুগ্মসচিব বজলুর রশিদের কাছ থেকে টাকা ছিনতাই অতপর মোটা অংকের চাঁদা দাবি

    কে এম সোয়েব জুয়েল।।
    পরিকল্পনা মন্ত্রনালয়ের সদ্য অবসর প্রাপ্ত যুগ্ম সচিব মোঃ বজলুর রশিদের কাছ থে কে টাকা ছিনতাইয়ের পর মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় বরিশাল বিমান বন্দর থানায় অভিযোগ দায়ের করেন পরিকল্পনা মন্ত্রনালয়ের সদ্য (অবঃ) প্রাপ্ত যুগ্ম-সচিব বজলুর রশিদ এমনটি জানিয়েছেন তিনি।

    অভিযোগ সুত্রে যানাগেছে তিনি ( সচিব) গত ১৮ সেপ্টেম্বর নিজ কাজে বরিশালের বিমানবন্দর থানার ধুমচর গ্রামের তাহার পূর্ব পরিচিত হাসেম আলীর পুত্র গহর আইয়ুব আলীর বাড়িতে নিজ ব্যাবহৃত মাইক্রোবাস গাড়ি নিয়ে অবস্থান করিলে কতিপয় অজ্ঞতনামা অস্ত্রধারি সন্ত্রাসীর মধ্যে বরিশাল সদর থানার বাটনা গ্রামের মোঃ মাহাবুব মল্লিকের পুত্র মারুফ মল্লিক – ২৫ বিমান বন্দর থানার ধৃমচর গ্রামের নাগর আলী বয়াতির পুত্র রায়হান ২৩, বিমান বন্দর থানার একই গ্রামের আলিম হাওলাদারের পুত্র বসির হাওলাদার ২১ বিমান বন্দর থানার বায়লাখালি গ্রামের আনোয়ার বেপারীর পুত্র শাহিন বেপারী ২৫ গংরা তাহার (সচিব) উপস্থিত টের পেয়ে ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ টায় বিমানবন্দর থানার রফিয়াদি গ্রামের তাহার কেয়ার টেকার জব্বার বেপারির পুত্র জামাল বেপারীর বাড়িতে পৌছে আমাকে ঘর থেকে বের হতে বলেন, আমি তাদের কথিত মতে নিরুপায় হয়ে ঘড় থেকে বের হলে আমাকে হেয় প্রতিপন্ন সহ রাজনৈতিক ভাবে বিভিন্ন অপ্রসাঙ্গিক দিক তুলে ধরে মারমুখি হয়ে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন উপস্থিত সন্ত্রাসীরা । দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা আমার ব্যাবহৃত মাইক্রোবাসটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার চেষ্টা চালালে আমি ঘর থেকে বের হতেই সন্ত্রাসী চাঁদাবাজ মারুফ ঘরে প্রবেশ করে আমার ব্যাবরিত ব্যাগে রক্ষিত ১ লক্ষ টাকা নিয়ে চলে যাওয়ার সময় চাঁদাবাজরা হুশিয়ারী দিয়ে বলেন, ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে ৫ লক্ষ টাকা চাঁদা দিয়ে দেশ ত্যাগ করবে অন্যথায় চাঁদাবাজ সন্ত্রাসীরা জীবনে মেরে ফেলবেন সচিব মোঃ বজলুর রশিদকে।

    সচিব বজলুর রশিদ এ বিষয় স্হানীয় অনেকের সাথে আলাপ করে কোন উপায়ন্তর না পেয়ে ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং নিজ জীবন নিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের আতন্কে নিজ এলাকা থেকে পালিয়ে ঢাকায় গিয়ে তার এলাকার কলাবাগান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে বিস্তারিত অবগতর পরে তিনি বরিশাল বিমান বন্দর থানার ওসিকে অবগত করার কথা জানিয়েছেন সচিব বজলুর রশিদকে।

    সে মতে বরিশাল বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে পরামর্শ ক্রমে অব্যাহত সন্ত্রাসীদের হাত থেকে জীবন বাঁচাতে বরিশাল বিমান বন্দর থানায় সাধারণ ডায়েরি অন্তভূক্ত করতে দরখাস্ত পাঠিয়েছেন (অবঃ) পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোঃ বজলুর রশিদ।

  • মোরেলগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    মোরেলগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:নানা আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে রবিবার সকালে হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে দলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। বেলা ১১টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশবাসীর জন্য পৌরপার্কে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
    দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহসান টিটু। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগ।
    বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন সামাদ, মাওলানা আব্দুল খালেক, মতিউর রহমান বাচ্চু, শামীম আহসান ফকির, আসাদুজ্জামান মিলন, মুক্তা খানম মাহমুদা, পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান রুবেল, শ্রমিকদল নেতা মাসুদ খান চুন্নু, মশিউর রহমান জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ ও সদস্য সচিব মিঠু হাওলাদার,ডা: এস এম মারুফ হোসাইন প্রতিস্ঠাতা সভাপতি বাংলাদেশ জাতীয়তা বাদি পল্লী চিকিৎসক এশোসিয়ন কেন্দ্রীয় কমিটি। ডা: রমিজ উদ্দিন শেখ
    সভাপতি উপজেলা পল্লী চিকিৎসক এশোসিয়ন , ডা: মিরাজ. ডা: আবুবকর ., মামুন বেপারী পলাশ খান.বহরবুনিয়া ইউনিয়ন আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন খান সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।

  • সুন্দরগঞ্জে নয়া দিগন্তের ২০ বছর পূর্তি উৎসব

    সুন্দরগঞ্জে নয়া দিগন্তের ২০ বছর পূর্তি উৎসব

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দৈনিক নয়া দিগন্ত পত্রিকা প্রতিষ্ঠার ২ দশক পূর্তি উৎসব পালন করা হয়েছে।

    রবিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংশ্লিষ্ট পত্রিকার প্রতিনিধি মোঃ রেজাউল ইসলামের আয়োজনে ও উপস্থাপনায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ একরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ মাজেদুর রহমান সরকার,উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি আতাউর রহমান, সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, সাংবাদিক শাহজাহান মিঞা, এ মান্নান আকন্দ, মোশাররফ হোসেন বুলু প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন নবাগত থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ। এর আগে একটি রেলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা শেষে কেক কেটে বর্ষপূর্তি উৎসব পালন করা হয়। এসময় উপজেলায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

  • পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষার্থীর মৃ*ত্যু 

    পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষার্থীর মৃ*ত্যু 

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অন্তর রায় নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলা সদরের মাগুরা সেনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

    নিহত অন্তর মাগুরা ইউনিয়নের ধনীপাড়া এলাকার বীরেন চন্দ্র রায় ছেলে। সে পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    এদিকে ঘটনার পরপরই সদর থানা পুলিশ মরদেহের সুরতহাল করেছে। রেলওয়ে পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

    পরিবার ও সহপাঠীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মোবাইল ব্যবহার নিয়ে পরিবারের আপত্তির কারণে সে আত্মহত্যা করতে পারে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে কাঞ্চন কমিউটার নামে একটি লোকাল ট্রেন পঞ্চগড় রেলওয়ে স্টেশনে আসছিল। এসময় মাগুরা সেনপাড়া এলাকায় স্কুলের পোশাকসহ কাঁধে স্কুল ব্যাগ নিয়ে রেললাইনে দাঁড়িয়ে ছিল অন্তর। ট্রেনের চালক হর্ন বাজালেও সরে যায়নি সে। এক পর্যায়ে ট্রেনের নিচে কাঁটা পড়ে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছে।

    উপজেলা সদরের মাগুড়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য লতিফুল ইসলাম রাজু বলেন, সে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে ৯ম শ্রেণির শিক্ষার্থী। গতকাল (শনিবার) রাতে মোবাইল ব্যবহারের সময় তার বাবা মোবাইল ফোনটি নিয়ে লেখাপড়ার কথা বলেছি। সম্ভবত এজন্য অভিমান করে সে স্কুল যাওয়ার কথা বলে ট্রেনের নিচে আত্মহত্যা করে।

  • পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফ্রি মেডিকেল ক্যাম্প, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

    এ উপলক্ষ্যে রোববার (২৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জেলার দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ফ্রি মেডিকেল ক্যাম্পে এর শুভ উদ্বোধন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন  মাহবুব রহমান সুমন, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস পঞ্চগড়।

    ফ্রি মেডিকেল ক্যাম্পের শেষে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও নুরুজ্জামান বাবু’র নেতৃত্বে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

    বর্ণাঢ্য র‍্যালির শেষে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে  জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বৃন্দ।

    আলোচনা সভা সঞ্চালন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু। 

  • ডাসারে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ও সেচ্ছায় রক্তদান

    ডাসারে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ও সেচ্ছায় রক্তদান

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
    বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের ডাসারে ফ্রী মেডিকেল ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
    আজ(২৭অক্টোবর) ডাসার উপজেলা যুবদলের উদ্যোগে চৌরাস্তা সংলগ্ন বালুর মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা রোগীদের ঔষধ সহ চিকিৎসা সেবা দেন ডাঃ মো: মারুফুর রহমান,নুরজাহান চামেলি।
    ডাসার উপজেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি মোঃ নুরুজ্জামান তালুকদার নুরু সভাপতিত্বে ও বায়জিদ সরদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান,ডাসার উপজেলা বিএনপি নেতা ইব্রাহিম মাতুব্বর, সেলিম চৌধুরী, ডাসার উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আলাউদ্দিন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল খন্দকার, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলিম হাওলাদার,মিলন বেপারী,উপজেলা যুবদল নেতা মোঃ ফেরদৌস, রুবেল তালুকদার, অশ্রু তালুকদার, রুবেল মাতুব্বর,মোঃ মোফাজ্জল সরদার, জুয়েল ফকির, মোঃ আমির হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সুজানগরের পদ্মায় ইলিশ রক্ষায় অভিযান

    সুজানগরের পদ্মায় ইলিশ রক্ষায় অভিযান

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরের পদ্মায় ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ।এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৩ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষ্যে পদ্মা নদীর সুজানগর উপজেলার বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত ৩ কেজি ইলিশ এতিমখানায় দান করা হয়।সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, মা ইলিশ রক্ষায় আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

  • পীরগঞ্জে মোটর শ্রমিকের মৃত্যুর অনুদান বিতরন

    পীরগঞ্জে মোটর শ্রমিকের মৃত্যুর অনুদান বিতরন

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা মোটর শ্রমিক রেজিঃ নং- রাজ-৮৮ স্ট্যান্ড কমিটি পীরগঞ্জ উপজেলা শাখা মৃত তসলিম উদ্দীনের পরিবারের মাঝে এককালীন অনুদান মৃত্যুর অর্থ প্রদান করা হয়েছে।
    গতকাল শনিবার উপজেলা শাখার মোটর শ্রমিক এর আয়োজনে পৌরশহরে মৃত তসলিম উদ্দীনের মুত্যু অনুদানের অর্থ তাঁর সহধর্মনীর হাতে তুলে দেয়া হয়।
    এ সময় উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা শাখার মোটর শ্রমিক স্ট্যান্ড কমিটির সহ সভাপতি দবিরুল ইসলাম, কোষাধক্ষ্য ফরিদুল ইসলাম ও কার্য্যনির্বাহী সদস্য মহিদুল ইসলাম, সাদেকুল ইসলাম, সদস্য হিরোল, সাংবাদিক নুরুন নবী রানা, সাইদুর রহমান মানিক ও মাহফুজুল হক হিরা দেশ প্রমুখ।

  • রাজধানী মিরপুর শাহ আলী থানার চেকপোস্টের উদ্ধার হল তিনটি হনুমান গ্রেফতার এক

    রাজধানী মিরপুর শাহ আলী থানার চেকপোস্টের উদ্ধার হল তিনটি হনুমান গ্রেফতার এক

    সুমন খান:

    রাজধানীর মিরপুর মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে নিয়মিত পুলিশ চেকপোস্ট চলাকালে তিনটি বন্যপ্রাণী হনুমান উদ্ধারসহ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহ আলী থানা পুলিশ।

    গ্রেফতারকৃতের নাম-মোঃ নজরুল (৩৫)। তার বাড়ি বাগেরহাটের শরণখোলায়।

    শাহ আলী থানা সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৪ খ্রি.) থানার একটি টহলটিম মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার উপর নিয়মিত চেকপোস্ট করছিলো। চেকপোস্ট চলাকালে রাত সাড়ে তিনটার দিকে একটি সিলভার রঙের প্রবক্স গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িটি থামিয়ে চেক করলে সেই গাড়ির পেছনের ডালায় দুটি বস্তায় ও একটি লোহার খাঁচায় তিনটি বন্যপ্রাণী হনুমান দেখতে পায় টহল পুলিশ। তখন ওই গাড়ির চালক মোঃ নজরুলকে হনুমান তিনটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে নজরুল এ সম্পর্কে পুলিশকে কোন সন্তোষজনক উত্তর দিতে পারেনি এবং কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ ঘটনায় পুলিশ নজরুলকে গ্রেফতার করে এবং হনুমান তিনটি উদ্ধার করে। সেই সাথে হনুমান বহনে ব্যবহৃত প্রবক্স গাড়িটিও জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত নজরুল মিরপুর-১১ এর মাহিম এ্যাকুরিয়াম বার্ড প্যালেসের মোঃ হাদিছ ওরফে নিরব (৩২) এর নিকট থেকে চুয়াডাঙ্গার অজ্ঞাতনামা এক ব্যক্তির নিকট পৌঁছে দেওয়ার জন্য এ হনুমান তিনটি নিয়ে যাচ্ছিলো। এক্ষেত্রে গ্রেফতারকৃত নজরুল এবং পলাতক মো: হাদিছ ওরফে নিরব ও অজ্ঞাতনামা এক ব্যক্তি পরষ্পর যোগসাজসে বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা/শর্ত অমান্য করে বন্যপ্রাণী তিনটি কালোবাজারীর মাধ্যমে পাচারের উদ্দেশে নিজ হেফাজতে রাখা ও সহায়তা করার অপরাধ করেছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে শাহ আলী থানায় বিশেষ ক্ষমতা আইনসহ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

    উদ্ধারকৃত হনুমান তিনটি যথাযথ প্রক্রিয়ায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর নিকট হস্তান্তর করা হয়েছে।

    গ্রেফতারকৃত নজরুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • শীতের আগমনী বার্তায় সুজানগরে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

    শীতের আগমনী বার্তায় সুজানগরে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

    এম এ আলিম রিপনঃ শীতের আগমনী বার্তায় উত্তরের জেলা পাবনার সুজানগর উপজেলায় লেপ-তোষক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা। শীত নিবারণের আগাম প্রস্তুতি হিসেবে লেপ তোষক বানাতে ক্রেতারাও ভিড় করছে দোকানগুলোতে।অনেকেই আবার ব্যস্ত নিজের পুরোনো লেপ-তোষক মেরামতে।এ উপজেলায় ভোরে ও রাতে বর্তমানে কিছুটা শীত অনুভ‚ত হচ্ছে। ফলে যে যার সাধ্যমতো শীত মোকাবেলার প্রস্ততি নিচ্ছেন। এলাকার লোকজন রাতের বিছানায় টেনে নিতে হচ্ছে কাঁথা বা কম্বল।উপজেলার চরপাড়া এলাকার ৭৮ বছরের বৃদ্ধ নাছিমা খাতুন ও তার ছেলের বউ মর্জিনা খাতুন নিজেদের পুরোনো ব্যবহারি কাঁথা সেলাই করে ব্যবহার উপযোগী করছেন তারা। তারা জানান, আমরা গরিব মানুষ বাবা, নুন আনতে পান্তা ফুরায়আমরা খেটে খাওয়া মানুষ আমাদের ঠাÐা কম লাগে।জানা গেছে, বাজারে প্রতি কেজি শিমুল তুলা প্রায় ৫০০ টাকা ও বিচি ছাড়া শিমুল তুলার কেজি ৬৮০ থেকে ৭৫০ টাকা। এসব তুলায় বালিশ তৈরি করেন সমাজের ধনী লোকেরা। আর গার্মেন্টস তুলায় বালিশ, লেপ ও তোষক বানিয়ে নেন মধ্যবিত্ত ও গ্রামের গরিব মানুষেরা। তবুও বর্তমান বাজারে ৫ হাত বাই ৫ হাত লেপ তৈরি করতে ১১০০ টাকার মতো খরচ হচ্ছে। যা গতবারের চেয়ে ২৫০ থেকে ৩০০ টাকা বেশি।বাজারে কার্পাস তুলা প্রতি কেজি ৩৫০ থেকে ৪৫০ টাকা, প্রতি কেজি কালো হুল ৯০ থেকে ১১০টাকা, কালো রাবিশ তুলা ৫০ থেকে ৭০ টাকা, সাদা তুলা ১২০ টাকা থেকে ২০০ টাকা করে দাম চলছে।সুজানগরের চর ভবানীপুর গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান জানান, বাজারে প্রতিটি জিনিসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এবার লেপ-তোষক তৈরির খরচও বেড়েছে। তাই পুরোনো লেপ খুলে নতুন করে তৈরি করার জন্য দোকানে নিয়ে এসেছি। তুলার খরচ বাদ দিয়ে কাপড় ও মজুরি বাবদ ৯০০ টাকায় বানাতে দিয়েছি। পৌর সদরের ফিরোজ রানা জানান, এবারে বেশি শীত হতে পারে। তাই আগে ভাগে লেপ তৈরির জন্য দোকানে এসে অর্ডার দিচ্ছি। পৌর শহরের এক দোকান মালিক জানান, শীতের শুরুতেই ক্রেতাদের ভিড় বাড়ছে। ক্রেতাদের এ আনাগোনা চলবে পুরো শীতজুড়ে। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় লেপ-তোষকের সব দোকানে ছিল কারিগরদের ব্যস্ততা। দোকানিরাও অর্ডার নিচ্ছেন। ক্রেতাদের বিভিন্ন মানের কাপড় ও তুলা দেখাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।ব্যবসায়ী আলতাব হোসেন জানান, শীতের তীব্রতা বাড়লে লেপ-তোষকের চাহিদা আরও বাড়বে। অনেকে আগেভাগে পুরোনো লেপ-তোষক, বালিশ ঠিকঠাক ও নতুনভাবে তৈরি করার অর্ডার দিচ্ছেন। তিনি আরও বলেন, আকার অনুযায়ী লেপ-তোষক তৈরিতে ২৫০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত মজুরি নেওয়া হচ্ছে।লেপ-তোষকের কারিগর মোতালেব হোসেন বলেন, একটি লেপ তৈরি করতে এখন মজুরি ২৫০ টাকা। এছাড়া তোষক ২২০ টাকা, বালিশ প্রতিটি ৫০ টাকা এবং জাজিম তৈরিতে ৪৫০ টাকা হারে মজুরি নেওয়া হচ্ছে। এই মজুরির হার অন্য সময়ের চাইতে কিছুটা বেশি।কারিগররা জানান শীত মৌসুমে এ ব্যবসা করে তাদের পরিবারের খরচ যোগায়।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।