Blog

  • পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭জন আহত

    পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭জন আহত

    এস মশিউর রহমান,

    স্টাফ রিপোটার।। মাধবপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৬ অক্টোবর শনিবার আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে   উপজেলার৬ নং শাহজানপুর  ইউনিয়নের  নয়াগাঁও  এলাকায় ।

    আহত জামাল  মিয়া জানান গত ১২ অক্টোবর  পুকুর পারে বাস কাটা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় এ সময় ইউনিয়ন চেয়ারম্যান পারভেজ চৌধুরী, ও স্হানীয় মেম্বার জসিম উদ্দিন মুন্সি ঘটনাস্থলে এসে মুরুব্বি ফরাসউদ্দীন মহালদারকে বিষয়টি মিমাংসা করার জন্য শালিস ও বিচারের দ্বায়িত্ব দেন  ,নয়াগাঁও  এলাকার প্রতিপক্ষ আহমদ আলীর  সাথে পূর্ব থেকেই তাদের জায়গা রাস্তা পুকুর নিয়ে  দ্বন্দ ছিল। ওই দ্বন্দকে কেন্দ্র করে ২৬ অক্টোবর  শনিবার দুপুরে শালিস ফরাস উদ্দিন, ও মুরুব্বি আলফাজ মহালদাদ সহ আরও অনেক উপস্থিত ছিলেন   বিচার চলা অবস্তায় বক্তব্য দেওয়ার আগে আপন মিয়া আমার মাও বোনদের গালিগালাজ করে এ সময় আমার ছোট ভাই প্রতিবাদ করলে  আহমদ আলী ও আপন মিয়া  ১৫/২০ জন লোক নিয়ে দেশীয় অস্ত্র দা,লোহার রড নিয়ে আক্রমণ  করে অকথ্যভাষায় গালি-গালাজ করতে থাকে। কামাল মিয়া  এর প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তার বাড়িঘর ভাংচুর করতে থাকে। এ সময় জামাল  মিয়া বাঁধা দিলে তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক-চিৎকার শুনে  ছফু মিয়া, তানবীর মিয়া, সীমা আক্তার, ঝড়না  বেগম, রুকিয়া বেগম  এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায়  জামাল  মিয়া বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। এ দিকে হামরাকারীর সাথে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ন মিথ্যা বলে দাবী করেন।

    এ ব্যপারে মাধবপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

    জানান এ ধরনের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে।

  • পুঠিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    পুঠিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    পুঠিয়া, (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার  দুপুর ১২ টায় উপজেলার সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।

    আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার , উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা ফরিদুল ইসলাম, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডাঃ আল-আমীন সরকার, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, সমাজ সেবা অফিসার রবিউল করিম, পুঠিয়া যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল আমিন, বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালসহ সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ  আর ও অনেকে উপস্থিত ছিলেন।#

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া- রাজশাহী । 

  • বিভিন্ন সেক্টরের অনিয়ম নির্ভীক চিত্র তুলে ধরে আজকের জীবন : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

    বিভিন্ন সেক্টরের অনিয়ম নির্ভীক চিত্র তুলে ধরে আজকের জীবন : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    আগামীর পথ চলায় দৈনিক আজকের জীবন সৎ, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, স্বাধীনতার পক্ষে দেশের কথা, দেশের মানুষের কথা বলবে- এ আশাবাদ ব্যক্ত করে পত্রিকাটির ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে কুমিল্লার অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সত্য প্রকাশে আপোষহীন- এ শ্লোগানকে ধারণ করে দৈনিক আজকের জীবন পত্রিকাটি নিরপেক্ষ খবর পরিবেশনের মাধ্যমে দেশের সচেতন মহলের কাছে একটি গ্রহণযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গত ২৫ বছরে এটি দেশের অবহেলিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বরে পরিণত হয়েছে। বিভিন্ন সেক্টরের অনিয়মকে নির্ভীক চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের সার্বিক এগিয়ে যাওয়ার চিত্রও ব্যাপকভাবে ফুটিয়ে তুলছে দৈনিক আজকের জীবন। পত্রিকাটির সম্পাদক সফিকুর রহমান পত্রিকাটির ২৫বছর পার করে ২৬ বছরে পদার্পণের মাইলফলকে আসতে অনেক সুদূর পথ অতিক্রম করেছেন।
    শুক্রবার (১ নভেম্বর) সকাল দশটায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল ।কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকের জীবন পত্রিকার জেলা প্রতিনিধি নেকবর হোসেন।

    অনুষ্ঠানে দৈনিক আজকের জীবন পত্রিকার সফলতা ও শুভ কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম,দৈনিক জনকণ্ঠ কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম,দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক সাদিক মামুন,সিটিভি নিউজ টুয়েন্টিফোর এর সম্পাদক ওমর ফারুকী তাপস,দৈনিক কালবেলা কুমিল্লা বুড়ো প্রধান দিলীপ মজুমদার, দৈনিক শিরোনাম নিজস্ব প্রতিবেদক মোতাহের হোসেন মাহবুব, দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক, কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বাহার রায়হান, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি আবদুর রহমান,কুমিল্লা শহর সাবেক ছাত্র দল সভাপতি সাজ্জাদুল কবির। অনুষ্ঠান উপস্থাপনা করেন দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ইমজিয়াজ আহমেদ জিতু।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আবদুল আউয়াল সরকার। আলোচনা শেষে অতিথি ও আমন্ত্রিত সাংবাদিকরা মিলে দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শুভকামনা জানায়।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ, কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু, আনন্দ টিভির কুমিল্লা প্রতিনিধি আহসান হাবীব পাখি, জাগরণ টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক ,দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবীর ভূইয়া, জাগো নিউজের কুমিল্লা প্রতিনিধি জাহিদ হাসান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহফুজ হোসেন সৌরভ, ফটোসাংবাদিক এন কে রিপন, সাপ্তাহিক সমতট পত্রিকার সম্পাদক দামাল উদ্দিন, রুপসি বাংলার স্টাফ রিপোর্টার মো ফারুক আজম, দৈনিক পূর্বাশা পত্রিকার সিনিয়র রিপোর্টার মো.হাবিবুর রহমান মুন্না,
    আজকের বিজনেস বাংলাদেশ প্রত্রিকার কুমিল্লা মহানগর প্রতিনিধি আয়েশা আক্তার, একাত্তরের চেতনা সম্পাদক ,মাইনুল হক স্বপন,আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার সোহিবুল ইসলাম সোহাগ, ফটো সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, যুগান্তর পত্রিকার বুড়িচং প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন, পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা, কুমিল্লা নিউ মার্কেট ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া, ফটোসাংবাদিক মোঃ শাফি,কুমিল্লা টুয়েন্টি ফোর এর স্টাফ রিপোর্টার বিপ্লব, দৈনিক পূর্বাশা স্টাফ রিপোর্টার বি এম মন্টি,সামাজিক সংগঠন নবাব ফয়জুন্নেছা,কুমিল্লার প্রবীন কন্ঠ শিল্পী মো আলমগীর, বাংলাদেশ সমাচার পত্রিকার ব্যুরো চীফ এন.সি জুয়েল, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, সাংবাদিক শাহিন আলম, ফটোসাংবাদিক মোতালেব হোসেন, সাংবাদিক আবদুর রহমান সাইদ, দৈনিক আজকের জীবন পত্রিকার মহানগর প্রতিনিধি মজিবুর রহমান ও সমাজ সেবক আনোয়ার হোসেন, সাংবাদিক মো শাহিন,সোনালী সকালের স্টাফ রিপোর্টার মো রাফি, সাংবাদিক ইয়াছিনসহ আগত অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সুনামগঞ্জ শহরে চাঞ্চল্যকর জোড়া খু*নে জড়িত ১জনকে আটক করেছে পুলিশ

    সুনামগঞ্জ শহরে চাঞ্চল্যকর জোড়া খু*নে জড়িত ১জনকে আটক করেছে পুলিশ

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে সুনামগঞ্জ সদর পৌর শহরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর জোড়া খুন মামলায় একজন আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
    গতকাল ৩০ অক্টোবর বুধবার রাত ৮টার দিকে ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শিশুটির বাড়ি বিশ্বম্ভরপুর থানাধীন গনারগাও গ্রামে। সে সদর থানাধীন হাসন নগর হাসপাতাল রোডে ২০২২ সাল থেকে একটি বাসায় বসবাস করছিলেন।
    গত ২৯ অক্টোবর সুনামগঞ্জ সদর হাছননগরে ঘরে ঢুকে মা ও ছেলেকে জবাই করে হত্যা করা হয়। এই ঘটনার সাথে জড়িত একজনকে জেলা পুলিশের ৪৮ ঘণ্টার যৌথ অভিযানে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
    প্রাথমিকভাবে জানা গেছে, পুলিশ হেফাজতে নেওয়া শিশু ও তার এক বন্ধু ১টি আইফোন ও টাকা পয়সা চুরি করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, তারা ২৯ তারিখ রাতে ভিকটিম মিনহাজের ঘরে ঢুকে আইফোনটি চুরির চেষ্টা করে। মিনহাজ টের পেয়ে একজনকে আটক করার চেষ্টা করলে অপরজন বটি দিয়ে কোপ মারে, ফলে মিনহাজ সেখানেই মৃত্যুবরণ করে। শব্দ শোনে মিনহাজের মা অন্য রুম থেকে বের হলে তাকেও বটি দিয়ে কোপ মারে, যার ফলে তিনিও নিহত হন। এই ঘটনায় জড়িত অপর শিশুকে পুলিশ হেফাজতে আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
    এই গ্রেফতার প্রসঙ্গে আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম উপস্থিত সাংবাদিকদের সামনে জোড়া খুনের বিষয়টি তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল হকসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

  • রামপালে সুন্দরবনগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে  শেখ ফরিদুল ইসলাম এর মতবিনিময় সভা

    রামপালে সুন্দরবনগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে শেখ ফরিদুল ইসলাম এর মতবিনিময় সভা

    শেখ সাইফুল ইসলাম কবির
    বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাটের রামপালে সুন্দরবনগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার(৩১ অক্টোবর) বিকেলে সুন্দরবন মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়াম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সুন্দরবন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ মোতাসিন ফারাজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ লিয়াকত আলী।

    এসময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, যুবদল নেতা মোঃ শাহাজালাল গাজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, ছাত্রনেতা মোফাজ্জল হোসাইন বাদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলেরা উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় বিএনপি নেতা ফরিদুল ইসলাম বলেন সুন্দরবন আমাদের দেশের একটি জাতীয় সম্পদ এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের সুন্দরবনের কারণে আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাই এখানে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন আমাদের এই সুন্দরবনের অপরূপ দৃশ্য দেখার জন্য তাই আপনাদের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা এই সম্পদ রক্ষা করবেন। আমি সর্বসময় আপনাদের পাশে ছিলাম আছি এবং যতদিন বেঁচে থাকবো আপনাদের প্রতি আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে ।এবং আপনারা যারা মৎস্য ব্যবসায়ী ও জেলে রয়েছেন যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে পাবেন আমাকে।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান।

  • ৬ষ্ঠ বর্ষে সাপ্তাহিক জাহাজমারা পত্রিকা

    ৬ষ্ঠ বর্ষে সাপ্তাহিক জাহাজমারা পত্রিকা

    ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
    মুক্তিযুদ্ধের আদর্শের মুখপাত্র স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা সাপ্তাহিক জাহাজমারা পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে জমকালো আয়োজনের মধ্যদিয়ে কেক কাটা, আলোচনা সভা ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ঘাটাইল কলেজ মোড় চত্তরে বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উক্ত কেক কাটা, আলোচনা সভা ও কনসার্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    সাপ্তাহিক জাহাজমারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমানের সভাপতিত্বে ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাহাতুজ্জামান সরকারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম মিয়া,ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,পৌর যুগ্ন অসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক আহবায়ক ৩ নং জামুরিয়া ইউনিয়ন যুবদল মোঃ ইয়াসির আরাফাত শাওন,জামুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম সুলতান প্রমুখ।

    এসময় বক্তারা তাদের বক্তব্যে সাপ্তাহিক জাহাজমারা পত্রিকার সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

  • উজিরপুরে জাতীয় যুব দিবস পালিত

    উজিরপুরে জাতীয় যুব দিবস পালিত

    মোঃ জুনায়েদ খান সিয়ামঃ উজিরপুর প্রতিনিধিঃ ” দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদায়
    উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে ।এ উপলক্ষে ১ নভেম্বর শুক্রবার রেলী, আলোচনা সভা, যুব ঋন বিতরন, প্রশিক্ষণ ভাতা ও সনদ পত্র বিতরন করা হয়েছে। সকাল ১০ টায় একটি রেলী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন।উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তৃতা করেন প্রশিক্ষিত যুবক মোঃ মনিরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার , উজিরপুর প্রেসক্লাবের সদস্য মোঃ খলিলুর রহমান ও আহাদ হোসাইন সুমন সহ বিভিন্ন প্রশিক্ষিত যুবক যুবতী এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ । আলোচনা সভা শেষে ১১ জনকে ৬ লক্ষ টাকা যুব ঋন প্রদান করা হয় এবং ৩০ জন প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ ভাতা ও সনদ পত্র বিতরন করা হয়েছে । আলোচনার শুরুতেই শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন।

  • পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান

    পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় জেলা প্রতিনিধি: 

    পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক বিভাগ।

    সদর উপজেলার জগদল বাজার এলাকা থেকে ভূমি অফিস পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। 

    সদর উপজেলার জগদল বাজার এলাকা থেকে ভূমি অফিস পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। 

     সদর উপজেলার জগদল বাজার এলাকায় শুরু হওয়া এ অভিযান পঞ্চগড় শহরে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় মহাসড়কের আশপাশের এলাকায় চালানো হয় এ উচ্ছেদ অভিযান। এ সময় বুলডোজার দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

    জানা যায়, অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি কয়েক শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ।

    পঞ্চগড় জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলীসহ কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ সদস্যরা।

    সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী বলেন, ‘সড়কের পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি কয়েক শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। আর এসব স্থাপনা সরাতে কয়েকদিন ধরে নোটিশসহ মাইকিং করা হয়েছে। এর মাঝে যারা নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

    পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি   বলেন, ‘সকাল থেকে জগদল বাজার ও ব্যারিস্টার বাজারসহ শহরে এ অভিযান পরিচালনা করা হয়।’

  • বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৫৬০ জনের বিরুদ্ধে মামলা

    বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৫৬০ জনের বিরুদ্ধে মামলা

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    বগুড়ার শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ফোরকান আলীকে (৪৭) গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহেনা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৬০ জনের নাম উল্লেখ করে ৫৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

    শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইউনুস আলী হলুদ বুধবার শাজাহানপুর থানা আমলী আদালতে এ মামলা করেন।

    শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, তিনি মামলার কথা শুনেছেন; তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আদালত থেকে এ সংক্রান্ত কোন কাগজ আসেনি।

    মামলার অন্যতম আসামিরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বগুড়া-৭ আসনের সাবেক এমপি রেজাউল করিম বাবলু, সাবেক এমপি ডা. মোস্তফা আলম নান্নু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম আসাদুজ্জামান দুলু, সহ-সভাপতি টি. জামান নিকেতা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন, শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন ছান্নু, সভাপতি দিলীপ কুমার চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ, সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, জেলা মহিলা লীগের সভাপতি হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আতোয়ার ফজু, অর্থ দাতা হোটেল ব্যবসায়ী সাকলাইন বিটুল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলী ইমাম ইনোকী, জেলা যুবলীগ নেতা শেখ শামীম প্রমুখ।

    বাদী এজাহারে উল্লেখ করেছেন, আওয়ামী লীগ সরকার পতনের একদফা দাবিতে গত ২০২৩ সালের ৩ ডিসেম্বর সকাল ৭.২০ মিনিটে শাজাহানপুরের ফুলতলা মাদ্রাসা মাঠ থেকে শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। মিছিল উপজেলার দিকে যাবার সময় খোট্টপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ফোরকান আলীসহ ৪০০/৫০০ নেতাকর্মী মাঠ পেরিয়ে রাস্তায় উঠামাত্র আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের ২০০/৩০০ অজ্ঞাত আসামি একত্রিত হয়। রিভলবার, পিস্তল, দেশি বন্দুক, ককটেল, হাতবোমা, রামদা, চায়নিজ কুড়াল, লোহার রড, লাঠিসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত আসামিরা সরকার বিরোধী আন্দোলন প্রতিহত ও নির্মূল করতে ঢাকার নেতাদের প্রত্যক্ষ উস্কানি ও মদদে শেখ হাসিনাসহ কয়েকজনের পৃষ্ঠপোষকতায় কয়েকটি ট্রাক ভাড়া করে বাদীর দলীয় মিছিলের সামনে এসে পথরোধ করে। এ সময় কয়েকজন আসামির হুকুমে ও নির্দেশে মিছিলের ওপর অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ে। আসামি নুরুজ্জামান, সাজেদুর রহমান শাহিনসহ কয়েকজন পিস্তল দিয়ে মিছিলের নেতাদের উপর গুলিবর্ষন করতে থাকে। অন্যরা ককটেল ফাঁটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। গুলি ও ককটেলের শব্দে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ছোটাছুটি করতে থাকেন। আসামি নুরুজ্জামান গুলি ছুড়লে ফোরকান আলীর বুকে ও পেটে গেলে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর আসামিরা গুলি ও ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি ও ঘটনাস্থল ত্যাগ করে। রক্তাক্ত যুবদল নেতা ফোরকান আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে দাফন করা হয়।

    এসব ঘটনা অনেকে প্রত্যক্ষ করলেও আসামিদের বাধা দিতে সাহস পাননি। এছাড়া ঘটনার পর দেশে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ ও আইন-শৃঙ্খলা চরম অবনতি ঘটে। আওয়ামী লীগ প্রশাসনের ক্ষমতার অপব্যবহারের কারণে মামলা করা সম্ভব হয়নি।

    গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার গদিচ্যুত হওয়ায় দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। থানা পুলিশের কার্যক্রম নতুনভাবে শুরু হওয়ায় নিহতের স্বজনদের সাথে আলোচনা করে ন্যায় বিচারের আশায় আদালতে মামলা করেন।

    তবে আসামিরা দাবি করছেন, বগুড়ার শাজাহানপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে মোটরসাইকেল নিয়ে পালাতে গিয়ে সাজাপুর এলাকায় পড়ে হৃদরোগি যুবদল নেতা ফোরকান আলী (৪৭) মারা যান। সে সময় তার ছোট ভাই ওমর ফারুক ও থানা পুলিশ এ কথা স্বীকার করেছিলেন। অথচ এখন শেখ হাসিনা, তার বোন ও ছেলেসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাদের মিথ্যা এবং হয়রানিমূলক হত্যা মামলা করা হয়েছে। কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত ও প্রকৃত তদন্ত হলে মামলা খারিজ হয়ে যাবে।

  • বাবুগঞ্জের (আগরপুের) কলেজ ছাত্রী লাকি আর নেই

    বাবুগঞ্জের (আগরপুের) কলেজ ছাত্রী লাকি আর নেই

    কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জে জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ও চরউত্তর ভুতের দিয়া গ্রামের বাবুল হাওলাদারের কন্যা লাকি বেগম ২৮ দীর্ঘ ৭ বছর কিডনী জনিত রোগে আক্রন্ত হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে গতকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার বেলা ২ঃ ৩০ মিঃ ঢাকায় এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহে —– রাজেউন। লাকির অকাল মৃত্যুর খবরে পিতা মাতা আত্বিয় স্বজন সহ এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

    গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় জানাজা শেষে নিজ পিত্রালয়ের পারিবারিক কবর স্হানে তাকে (লাকি,) দাফন করা হয়েছে।

    লাকির শোকাহত অসহায় পিতা মোঃ বাবুল হাওলাদার বলেন, আমার কন্যা লাকির অসুস্থতায় যে সকল ভাই ও বন্ধুরা তার কন্যার খোঁজ খবর নিয়ে অর্থ দিয়ে বাঁচিয়ে রাখতে সার্বিক সহোযোগিতার হাত বাড়িয়ে ছিলেন তাদের প্রতি চীর কৃতজ্ঞতা প্রকাশ সহ তাদের সুস্হতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। তারি সাথে তার কন্যা লাকি বেগমের আত্মার চীর শান্তিও কামনা করছেন তিনি।