Blog

  • তেঁতুলিয়ায় চাঁদা তুলে জাতীয় যুব দিবস পালিত

    তেঁতুলিয়ায় চাঁদা তুলে জাতীয় যুব দিবস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চাঁদা তুলে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে।

    জাতীয় যুব দিবস উপলক্ষ্যে এবার উপজেলায় বরাদ্দ ১০ হাজার ভ্যাট বাদ দিয়ে সাড়ে ৯ হাজার টাকা পেয়েছে তাই কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও বিভিন্ন সংগঠনের কাছ থেকে চাঁদা তুলে শুক্রবার (১ নভেম্বর) এই যুব দিবস পালন করেছে যুব উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় যুব দিবস কমিটি।

    উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা নাফিজুল ইসলাম বলেন, এবার তাঁরা বরাদ্দ পেয়েছে ১০ হাজার টাকা। ভ্যাট বাদ দিয়ে টিকেছেন সাড়ে ৯হাজার টাকা। তাদের দিবসে খরচ হয়েছে ১৪হাজারের বেশি। অতিরিক্ত টাকা ব্যয়ের বিষয়ে জানতেই তিনি বলেন, বরাদ্দ কম হওয়ায় এবং এই অতিরিক্ত টাকার জোগান দিতেই কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও বিভিন্ন সংগঠনের কাছ থেকে তাঁরা চাঁদা তুলেন। চাঁদা তুলার কোনো নিয়ম আছেন কিনা? এমন প্রশ্নের জবাবে জানতে পারা যায়, ব্যাংকে তাদের একাউন্ট রয়েছে মর্মে ব্যাংক কর্তৃপক্ষ তাদের এই চাঁদা দিয়ে আসছেন। তবে চাঁদা তুলার নিয়ম রয়েছে কিনা, নির্দিষ্ট কোনো জবাব পাওয়া যায়নি।

    যুব উন্নয়ন অধিদপ্তরের জাতীয় যুবদিবস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা সূত্রে জানা যায়, বিভাগীয় জেলায় ২৫হাজার টাকা এবং অন্যান্য জেলা পর্যায়ে ২০ হাজার টাকা ও উপজেলা পর্যায়ে ১২ হাজার টাকা বাজেট বরাদ্দ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও দিবসের আগের দিন সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে বলা হলেও কোনো কার্যক্রম করেননি যুব উন্নয়ন কর্তৃপক্ষ ও যুব দিবস কমিটি।

    এ ব্যাপারে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আলী বলেন, তিনি অন্য অফিস থেকে এই অফিসে বদলীর মাধ্যমে গত বৃহস্পতিবার বিকেলে দিকে দিবস উপলক্ষ্যে এসেছেন। এ বিষয়ে তেমন অবগত নন। চাঁদার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন

    শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে (ইউপি) বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, রিশিকুল ইউপি যুবদল নেতা শওকত আলী ও ছাত্রদল নেতা মেহেদী হাসান তুষারের উদ্যোগে রিশিকুল মাদরাসা মাঠে দুদিনব্যাপী শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। দুদিনব্যাপী
    টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। গত ১ নভেম্বর শুক্রবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল। প্রথম দিন ৮টি দলের খেলা অনুষ্ঠিত হয়। এদিকে ২ নভেম্বর শনিবার দ্বিতীয় ও সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করবেন রাজশাহী-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, করোনা যোদ্ধা, বার বার নির্যাতিত, বিএনপির আদর্শিক ও পরিক্ষিত নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক এসলা উদ্দিন সরকার টিটু, সহকারী মহাসচিব কেন্দ্রীয় কমিটি, সমস্য সচিব জিয়া পরিষদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটি ও উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব এবং সেলিম রেজাপ্রমুখ।

  • ঈদগাঁওতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    ঈদগাঁওতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ কাউছার উদ্দীন শরীফ ঈদগাঁওঃ
    দক্ষ যুব গড়বে দেশ, বৈশম্যহীন বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    পহেলা নভেম্বর শুক্রবার সকালে উপজেলার ইসলামাবাদে অবস্থিত ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যাললের কক্ষে ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জানা যায়, ঈদগাঁও উপজেলার খোদাই বাড়ী করবস্থান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল রশীদ ফারুকী’র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মছিউর রহমান,ঈদগাঁও উপজেলার আনসার ভিডিপি’র অফিসার ইনচার্জ মোস্তফা গাজী, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যাললের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি’র সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি’র প্রতিনিধি মোঃ ওসমান গণি (ইলি), ডাক্তার তৃণা শাখা,ঈদগাঁও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাবীব আজাদ, শাহীনুল ইসলাম প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা বলেন,যুব উন্নয়ন এর অধিনে ৪১ টি প্রশিক্ষন এর ব্যবস্থা আছে।

    সরকারিভাবে যুব উন্নয়ন কার্যালয়ের যুব কর্মকর্তা এবং ক্যাশিয়ার নিয়োগ করা হলেও কার্যক্রম শুরু হয়নি। দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু হলে উপজেলা’র বেকারত্ব যেমন কমে তেমন অপরাধ ও কমে যাবে বলে মন্তব্য করেন উপস্থিত সংশ্লিষ্টরা।

    যুব উন্নয়ন মন্ত্রণালয় মূলত দেশের বেকার যুবক/যুবতিদের নিয়ে কাজ করেন। বেকার যুবক/যুবতিদের জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও আর্থিক ঋণ প্রদান করা হয়। তারা তাদের এই ঋণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে আশাবাদ করেন।

  • কুমিল্লার বুড়িচংয়ে দুই ডাকাত আটক

    কুমিল্লার বুড়িচংয়ে দুই ডাকাত আটক

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার বুড়িচং থানার পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে দুই ডাকাত কে আটক করেছে। বুড়িচং থানা পুলিশ সূত্রে জানাযায়,

    গত ৩০ অক্টোবর রাত ৩ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপুর গ্রামের চৌধূরী ব্রীজ এলাকায় ১০/১৫ জনের ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন যাত্রী ও ড্রাইভারদের নিকট থেকে নগদ টাকা, মোবাইল সেট এবং মোটর চালিত অটোরিক্সা ছিনিয়ে নিয়ে যায়।
    পরবর্তীতে পুলিশ খবর পেয়ে এস আই নুরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আর্দশ সদর উপজেলার চাঁনপুর ব্রীজ এলাকা থেকে মোটর চালিত অটোরিক্সাসহ ২ জন ডাকাতকে আটক করেছে।
    বুড়িচং থানার এস আই নুূরুল ইসলাম বলেন, অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হকের নির্দেশে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চাঁনপুর ব্রিজ এলাকা থেকে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চেয়ারম্যান ষ্টেশন গ্রামের আবু কালামের ছেলে হযরত আলী এবং কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে জুয়েলকে আটক করেছে।

  • নলছিটিতে উপজেলা প্রশাসনের অভিযান, ১৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ

    নলছিটিতে উপজেলা প্রশাসনের অভিযান, ১৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে শুক্রবার ০১ নভেম্বর বিকেলে নলছিটি উপজেলা প্রশাসনের অভিযানে ১৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

    উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী এলাকার মৃত আ:হাফিজ মিয়ার ছেলে মো:ফরিদ মুন্সির(৬৫) বাড়িতে অভিযান চালিয়ে এই পলিথিন জব্দ করা হয়।
    এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৬ক(খ) এবং ১৫((২) ধারায় ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত এবং অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।
    এসময় নলছিটি থানা পুলিশের উপ পরিদর্শক সঞ্জীব কুমার পালদানের নেতৃত্বে একটি টিম উপস্থিত ছিলো।

  • পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭জন আহত

    পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭জন আহত

    এস মশিউর রহমান,

    স্টাফ রিপোটার।। মাধবপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৬ অক্টোবর শনিবার আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে   উপজেলার৬ নং শাহজানপুর  ইউনিয়নের  নয়াগাঁও  এলাকায় ।

    আহত জামাল  মিয়া জানান গত ১২ অক্টোবর  পুকুর পারে বাস কাটা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় এ সময় ইউনিয়ন চেয়ারম্যান পারভেজ চৌধুরী, ও স্হানীয় মেম্বার জসিম উদ্দিন মুন্সি ঘটনাস্থলে এসে মুরুব্বি ফরাসউদ্দীন মহালদারকে বিষয়টি মিমাংসা করার জন্য শালিস ও বিচারের দ্বায়িত্ব দেন  ,নয়াগাঁও  এলাকার প্রতিপক্ষ আহমদ আলীর  সাথে পূর্ব থেকেই তাদের জায়গা রাস্তা পুকুর নিয়ে  দ্বন্দ ছিল। ওই দ্বন্দকে কেন্দ্র করে ২৬ অক্টোবর  শনিবার দুপুরে শালিস ফরাস উদ্দিন, ও মুরুব্বি আলফাজ মহালদাদ সহ আরও অনেক উপস্থিত ছিলেন   বিচার চলা অবস্তায় বক্তব্য দেওয়ার আগে আপন মিয়া আমার মাও বোনদের গালিগালাজ করে এ সময় আমার ছোট ভাই প্রতিবাদ করলে  আহমদ আলী ও আপন মিয়া  ১৫/২০ জন লোক নিয়ে দেশীয় অস্ত্র দা,লোহার রড নিয়ে আক্রমণ  করে অকথ্যভাষায় গালি-গালাজ করতে থাকে। কামাল মিয়া  এর প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তার বাড়িঘর ভাংচুর করতে থাকে। এ সময় জামাল  মিয়া বাঁধা দিলে তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক-চিৎকার শুনে  ছফু মিয়া, তানবীর মিয়া, সীমা আক্তার, ঝড়না  বেগম, রুকিয়া বেগম  এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায়  জামাল  মিয়া বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। এ দিকে হামরাকারীর সাথে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ন মিথ্যা বলে দাবী করেন।

    এ ব্যপারে মাধবপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

    জানান এ ধরনের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে।

  • পুঠিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    পুঠিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    পুঠিয়া, (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার  দুপুর ১২ টায় উপজেলার সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।

    আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার , উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা ফরিদুল ইসলাম, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডাঃ আল-আমীন সরকার, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, সমাজ সেবা অফিসার রবিউল করিম, পুঠিয়া যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল আমিন, বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালসহ সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ  আর ও অনেকে উপস্থিত ছিলেন।#

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া- রাজশাহী । 

  • বিভিন্ন সেক্টরের অনিয়ম নির্ভীক চিত্র তুলে ধরে আজকের জীবন : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

    বিভিন্ন সেক্টরের অনিয়ম নির্ভীক চিত্র তুলে ধরে আজকের জীবন : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    আগামীর পথ চলায় দৈনিক আজকের জীবন সৎ, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, স্বাধীনতার পক্ষে দেশের কথা, দেশের মানুষের কথা বলবে- এ আশাবাদ ব্যক্ত করে পত্রিকাটির ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে কুমিল্লার অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সত্য প্রকাশে আপোষহীন- এ শ্লোগানকে ধারণ করে দৈনিক আজকের জীবন পত্রিকাটি নিরপেক্ষ খবর পরিবেশনের মাধ্যমে দেশের সচেতন মহলের কাছে একটি গ্রহণযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গত ২৫ বছরে এটি দেশের অবহেলিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বরে পরিণত হয়েছে। বিভিন্ন সেক্টরের অনিয়মকে নির্ভীক চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের সার্বিক এগিয়ে যাওয়ার চিত্রও ব্যাপকভাবে ফুটিয়ে তুলছে দৈনিক আজকের জীবন। পত্রিকাটির সম্পাদক সফিকুর রহমান পত্রিকাটির ২৫বছর পার করে ২৬ বছরে পদার্পণের মাইলফলকে আসতে অনেক সুদূর পথ অতিক্রম করেছেন।
    শুক্রবার (১ নভেম্বর) সকাল দশটায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল ।কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকের জীবন পত্রিকার জেলা প্রতিনিধি নেকবর হোসেন।

    অনুষ্ঠানে দৈনিক আজকের জীবন পত্রিকার সফলতা ও শুভ কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম,দৈনিক জনকণ্ঠ কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম,দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক সাদিক মামুন,সিটিভি নিউজ টুয়েন্টিফোর এর সম্পাদক ওমর ফারুকী তাপস,দৈনিক কালবেলা কুমিল্লা বুড়ো প্রধান দিলীপ মজুমদার, দৈনিক শিরোনাম নিজস্ব প্রতিবেদক মোতাহের হোসেন মাহবুব, দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক, কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বাহার রায়হান, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি আবদুর রহমান,কুমিল্লা শহর সাবেক ছাত্র দল সভাপতি সাজ্জাদুল কবির। অনুষ্ঠান উপস্থাপনা করেন দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ইমজিয়াজ আহমেদ জিতু।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আবদুল আউয়াল সরকার। আলোচনা শেষে অতিথি ও আমন্ত্রিত সাংবাদিকরা মিলে দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শুভকামনা জানায়।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ, কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু, আনন্দ টিভির কুমিল্লা প্রতিনিধি আহসান হাবীব পাখি, জাগরণ টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক ,দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবীর ভূইয়া, জাগো নিউজের কুমিল্লা প্রতিনিধি জাহিদ হাসান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহফুজ হোসেন সৌরভ, ফটোসাংবাদিক এন কে রিপন, সাপ্তাহিক সমতট পত্রিকার সম্পাদক দামাল উদ্দিন, রুপসি বাংলার স্টাফ রিপোর্টার মো ফারুক আজম, দৈনিক পূর্বাশা পত্রিকার সিনিয়র রিপোর্টার মো.হাবিবুর রহমান মুন্না,
    আজকের বিজনেস বাংলাদেশ প্রত্রিকার কুমিল্লা মহানগর প্রতিনিধি আয়েশা আক্তার, একাত্তরের চেতনা সম্পাদক ,মাইনুল হক স্বপন,আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার সোহিবুল ইসলাম সোহাগ, ফটো সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, যুগান্তর পত্রিকার বুড়িচং প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন, পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা, কুমিল্লা নিউ মার্কেট ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া, ফটোসাংবাদিক মোঃ শাফি,কুমিল্লা টুয়েন্টি ফোর এর স্টাফ রিপোর্টার বিপ্লব, দৈনিক পূর্বাশা স্টাফ রিপোর্টার বি এম মন্টি,সামাজিক সংগঠন নবাব ফয়জুন্নেছা,কুমিল্লার প্রবীন কন্ঠ শিল্পী মো আলমগীর, বাংলাদেশ সমাচার পত্রিকার ব্যুরো চীফ এন.সি জুয়েল, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, সাংবাদিক শাহিন আলম, ফটোসাংবাদিক মোতালেব হোসেন, সাংবাদিক আবদুর রহমান সাইদ, দৈনিক আজকের জীবন পত্রিকার মহানগর প্রতিনিধি মজিবুর রহমান ও সমাজ সেবক আনোয়ার হোসেন, সাংবাদিক মো শাহিন,সোনালী সকালের স্টাফ রিপোর্টার মো রাফি, সাংবাদিক ইয়াছিনসহ আগত অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সুনামগঞ্জ শহরে চাঞ্চল্যকর জোড়া খু*নে জড়িত ১জনকে আটক করেছে পুলিশ

    সুনামগঞ্জ শহরে চাঞ্চল্যকর জোড়া খু*নে জড়িত ১জনকে আটক করেছে পুলিশ

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে সুনামগঞ্জ সদর পৌর শহরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর জোড়া খুন মামলায় একজন আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
    গতকাল ৩০ অক্টোবর বুধবার রাত ৮টার দিকে ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শিশুটির বাড়ি বিশ্বম্ভরপুর থানাধীন গনারগাও গ্রামে। সে সদর থানাধীন হাসন নগর হাসপাতাল রোডে ২০২২ সাল থেকে একটি বাসায় বসবাস করছিলেন।
    গত ২৯ অক্টোবর সুনামগঞ্জ সদর হাছননগরে ঘরে ঢুকে মা ও ছেলেকে জবাই করে হত্যা করা হয়। এই ঘটনার সাথে জড়িত একজনকে জেলা পুলিশের ৪৮ ঘণ্টার যৌথ অভিযানে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
    প্রাথমিকভাবে জানা গেছে, পুলিশ হেফাজতে নেওয়া শিশু ও তার এক বন্ধু ১টি আইফোন ও টাকা পয়সা চুরি করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, তারা ২৯ তারিখ রাতে ভিকটিম মিনহাজের ঘরে ঢুকে আইফোনটি চুরির চেষ্টা করে। মিনহাজ টের পেয়ে একজনকে আটক করার চেষ্টা করলে অপরজন বটি দিয়ে কোপ মারে, ফলে মিনহাজ সেখানেই মৃত্যুবরণ করে। শব্দ শোনে মিনহাজের মা অন্য রুম থেকে বের হলে তাকেও বটি দিয়ে কোপ মারে, যার ফলে তিনিও নিহত হন। এই ঘটনায় জড়িত অপর শিশুকে পুলিশ হেফাজতে আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
    এই গ্রেফতার প্রসঙ্গে আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম উপস্থিত সাংবাদিকদের সামনে জোড়া খুনের বিষয়টি তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল হকসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

  • রামপালে সুন্দরবনগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে  শেখ ফরিদুল ইসলাম এর মতবিনিময় সভা

    রামপালে সুন্দরবনগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে শেখ ফরিদুল ইসলাম এর মতবিনিময় সভা

    শেখ সাইফুল ইসলাম কবির
    বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাটের রামপালে সুন্দরবনগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার(৩১ অক্টোবর) বিকেলে সুন্দরবন মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়াম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সুন্দরবন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ মোতাসিন ফারাজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ লিয়াকত আলী।

    এসময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, যুবদল নেতা মোঃ শাহাজালাল গাজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, ছাত্রনেতা মোফাজ্জল হোসাইন বাদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলেরা উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় বিএনপি নেতা ফরিদুল ইসলাম বলেন সুন্দরবন আমাদের দেশের একটি জাতীয় সম্পদ এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের সুন্দরবনের কারণে আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাই এখানে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন আমাদের এই সুন্দরবনের অপরূপ দৃশ্য দেখার জন্য তাই আপনাদের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা এই সম্পদ রক্ষা করবেন। আমি সর্বসময় আপনাদের পাশে ছিলাম আছি এবং যতদিন বেঁচে থাকবো আপনাদের প্রতি আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে ।এবং আপনারা যারা মৎস্য ব্যবসায়ী ও জেলে রয়েছেন যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে পাবেন আমাকে।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান।