Blog

  • মোরেলগঞ্জে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির
    বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)১৫নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২ নভেম্বর ২০২৪) বিকালে ১৫নং সদর ইউনিয়ন পরিষদের সামনে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায় প্রভাষক ফকির রাসেল আল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি’র সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাফফর হোসেন আলম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম খোকন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক সিকদার ফরিদুল ইসলাম,উপজেলা বিএনপির সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন তালুকদার,সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক কাজী,যুগ্ম- আহবায়ক মতিউর রহমান বাচ্চু, মতিউর রহমান বাচ্চু,মোরেলগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিলন,।

    এছাড়াও বক্তব্য রাখেন শাহিনা ফেরদৌসী হ্যাপী, সাবিনা ইয়াসমিনটুলু,শ্যামপুর থানা শ্রমিক দলের আহবায়ক হারুন আর রশিদ, মোরেলগঞ্জ পৌর শ্রমিক দলের আহবায়ক মাসুদ খান চুন্নু,মোরেলগন্জ সদর ইউনিয়ন
    ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম তালুকদার সহ বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
    # ##** ছবি সংযুক্ত আছে ** ## **

  • হ-ত্যা মামলার আসামী সাবিনা এবার আদালতের আদেশ অমান্য করে ইট বিক্রি করছেন

    হ-ত্যা মামলার আসামী সাবিনা এবার আদালতের আদেশ অমান্য করে ইট বিক্রি করছেন

    মোঘল সুমন শাফাকাত,
    বরিশাল প্রতিনিধি।।।

    বানারীপাড়ায় এ বি সি ব্রিক ফিল্ডে আদালতের আদেশ অমান্য করে ইট বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় এবিসি ব্রিক ফিল্ডের সম্পত্তির স্বত্বাধিকারী ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে তার সহধর ভাই মৃত ছালাম গোলন্দাজ এর স্ত্রী সাবিনা ইয়াসমিন সহ চারজনকে বিবাদী করে মামলা দায়ের করেন মামলা নং ৪৭/২০২৪ এর পরিপ্রেক্ষিতে আদালত বানারীপাড়া অধীনে জেল ১২ নং কাজলা হার মৌজায় এস এ ৫৬ / ১০০ / ১৪১ / ৪০ / ৪৩ / ১৩৩ / ১৩৭ / ১৩১ / ১৩১ / ১৩৯ / ১৩৮ / ১৪০সহ আরো তফসিল ভুক্ত সম্পত্তির উপরে বিবাদী সাবিনা ইয়াসমিন সহ মামলার ওপর চার বিবাদী কে উপরোক্ত তফসিলভুক্ত সম্পত্তিতে আদালত বারিদ করে বিবাদীদের বিরোধীয় সম্পত্তিতে প্রবেশে নিষেধ করে সকল কার্যক্রম স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে নোটিশ জারি করেন যা তিনি ৩০/১০/২০২৪ তারিখে নিজ হাতেস্বাক্ষর করে গ্রহণ করেন। কিন্তু আজ ৩১/১০/২০২৪ সাবিনা ইয়াসমিন ব্রিক ফিল্ডে গিয়ে কার্যক্রম পরিচালনা করেন এবং ইট বিক্রি করেন এমন অভিযোগের ভিত্তিতে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন এর লোকজন ব্রিক ফিল্ডে গিয়ে ঘটনা সত্যতা জানতে পেরে তাতে বাঁধা প্রদান করেন এবং উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয় পরবর্তীতে বানারীপাড়া থানার এসআই কমল তার স্বর্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার এবং আদালতের আদেশ মান্য করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন যেহেতু এই সম্পত্তির উপর আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন তা সবাইকে মান্য করতে হবে আইন অমান্য করলে আমরা বিধি অনুযায়ী আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব। এ ব্যাপারে সাবিনা ইয়াসমিনের কাছে জানতে চেয়ে তার মুঠো ফোনে ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন আমরা জানি ব্রিক ফিল্ডের সম্পত্তি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনের এবং তিনি তার নিজ সম্পত্তিতে স্থায়ী নিষেধাজ্ঞ এনেছেন কিন্তু সাবিনা ইয়াসমিন তাতে কোন কর্ণপাত না করে দিনে রাতে এখান থেকে ইট সরিয়ে নিচ্ছেন। এ ব্যাপারে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আদালত ওই জমিতে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আমি আইনের সহযোগিতা নিয়েছি আমি আইনি ভাবেই সমাধান চাই।

    উল্লেখ্য এর পূর্বে সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে হত্যা ও প্রতারনাসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে।

  • এসআই সবুর ও ডিবির এসআই ওয়াসিম কৃর্তক সাংবাদিক সজীবকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

    এসআই সবুর ও ডিবির এসআই ওয়াসিম কৃর্তক সাংবাদিক সজীবকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

    কে এম শহিদুল্লাহ,
    জেলা প্রতিনিধি সুনামগঞ্জ:
    সুনামগঞ্জ সদর থানায় কর্মরত পুলিশের এসআই সবুর ও ডিবির এসআই ওয়াসিম কৃর্তক সাংবাদিক মাহফুজুর রহমান সজীবকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের পৌরমার্কেটের দ্বিতীয়তলার অনলাইন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিক সজীব বলেন, গত ২৬ শে অক্টোবর সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে টাস্কফোর্সের অভিযানে তিনটি ষ্টিলবডি বালুভর্তি নৌকা ও দুইটি ড্রেজার মেশিনের নৌকাসহ ০৩ জন আসামীকে আটক করা হয়। তখন জব্দকৃত এসব বালুভর্তি নৌকা, ড্রেজার মেশিন ও আটক আসামীদের সদর থানার এসআই সবুরের জিম্মায় রেখে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
    এদিকে এসআই সবুর নৌকার মালিক মতিউর রহমানকে মোবাইল ফোনে ৩ লক্ষ টাকা দিলে নৌকা ছেড়ে দিবে বলে জানায়। নৌকার মালিক মতিউর রহমান অনেক কাকুতি মিনতি করে দেড় লক্ষ টাকা দিবেন বলে সমঝোতা করেন। পরবর্তীতে নৌকার মালিক ওইদিন ঘটনাস্থলে না আসতে পারায় এবং আমার বন্ধু হওয়ার সুবাধে আমার কাছ থেকে দেড় লক্ষ টাকা এসআই সবুরকে দিতে অনুরোধ করেন। এবং আমি টাকা নিয়ে গেলে এসআই সবুর জব্দকৃত সব মালামাল ছেড়ে দিবে বলে আমাকে জানান এবং পরবর্তীতে শহরে এসে তিনি আমার টাকা পরিশোধ করবেন বলে জানান। বন্ধুত্বের সম্পর্ক থাকার কারনে আমি এসআই সবুরের সাথে এ বিষয়ে আলাপ করে দেড় লক্ষ টাকা নিয়ে এসআই সবুরকে প্রদান করলে তিনি নৌকা ছেড়ে দেন। সেই সাথে নৌকাগুলো যাতে আর কেউ না আটকাতে পারে তাই নৌকা বাহির হতে সহযোগিতা করেন।
    এদিকে যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আহমেদ বালুভর্তি নৌকাসহ আটক আসামীদের তথ্য জানতে চাইলে তালবাহানা শুরু করেন এসআই সবুর। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আহমেদ আটক নৌকা ও আসামীদের না দেখাতে পারলে উনার চাকরি থাকবে না বলে চাপ প্রয়োগ করলে মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে ফাসাতে উঠেপড়ে লাগে এসআই সবুর।
    এর আগে নদীপথে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে এসআই সবুর ও ডিবিরি এসআই ওয়াসিমের সম্পৃক্ততার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করায় সেই ক্ষোভে মিথ্যে মামলায় আমাকে ফাঁসিয়ে দেয় । টাকা খেয়ে নৌকা ছেড়ে দেয়ার বিষয়টি ধামাচাপা দিতে মিথ্যে মামলায় আমাকে থানায় ডেকে নিয়ে গ্রফতার দেখানো হয়। এসআই সবুর আমার নেতৃত্বে নৌকা ছুরি করে নেয়া হয়েছে বলে বানোয়াট মামলায় আমাকে জড়িয়ে দেয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সঠিক তদন্তের মাধ্যমে যারা আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তাদের কঠোর শাস্তির দাবী জানান সাংবাদিক সজিব। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

    আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

    ঘাটাইল প্রতিনিধি মো রায়হান মিয়া

    টাঙ্গাইলের ঘাটাইলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবারে বিকাল ৩টায় ঘাটাইল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। প্রথমদিনের খেলায় ২টি দল অংশগ্রহণ করেন মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ  টাঙ্গাইল সদর একাদশকে ১-৩গোলে পরাজিত করে এ্যাড. কাদের স্পোটিং ক্লাব দেউলাবাড়ী একাদশ জয় লাভ করেন।

    ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন সরকার শামীম এর সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাইনুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি তোফাজ্জল হক সেন্টু,  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. খ.ম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান, আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোঃ মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, ঘাটাইল বি,আর,ডিবি সাবেক চেয়ারম্যান মোঃ হারুন আর রশিদ, সরকারি জি, বি,জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মনজুর কাদের বকুল। খেলা পরিচালনা করেন ঘাটাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন শুভ, সার্বিক তত্বাবধানে ছিলেন পৌর যুবদলের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদসহ আরো অনেকে।

  • ঐতিহ্য ধরে রেখেছে নাগরপুরের ৪’শ বছর পুরোনো মসজিদ

    ঐতিহ্য ধরে রেখেছে নাগরপুরের ৪’শ বছর পুরোনো মসজিদ

    মো. আমজাদ হোসেন রতন

    নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : রহস্য ঘেরা নাগরপুরের ৪শ বছরের পুরোনো মসজিদটি আজও আপন মহিমায় উদ্ভাসিত হয়ে আছে। ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে রয়েছে। রহস্য ঘেরা এ মসজিদটি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবারিয়া গ্রামে অবস্থিত। এটি স্থানীয় ভাবে তেবাড়িয়া জামে মসজিদ নামেই পরিচিত।

    অনুসন্ধানে জানা যায়, ১৬০১সালে মৃধা বংশোদ্ভূত আব্দুল মালেক খা মৃধা এ মসজিদটি নির্মাণ করেন। লোকমুখে শুনা যায় প্রায় সারে ৪’শ বছর আগে গায়েবি ভাবেই দুটি গম্বুজ উঠেছিল। তারপর এখানে মসজিদ নির্মাণ করা হয়। যদিও এর কোন উপযুক্ত তথ্য উপাত্ত পাওয়া যায়নি।

    সম্পূর্ণ মোঘলি স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটির গা ঘেষেই প্রভাহিত হত যমুনা নদী।

    জনশ্রুত রয়েছে, মসজিদ থেকে যমুনা নদীর বেশ দুরুত্ব ছিল। নদীর পাড় ভাঙ্গতে ভাঙ্গতে মসজিদের পাশেই চলে আসে নদী।মসজিদের পাশে এসেই বন্ধ হয় ভাঙ্গন।স্থানীয়রা জানান, এই মসজিদের জায়গায় একজন কামিল পাগল বাস করতেন। সেই পাগল খরস্রোতা নদীর পানির উপর দিয়ে খড়ম পায়ে অবলীলায় হাঁটতেন। কথিত আছে, যতদূর ওই পাগল পানির উপর দিয়ে হেঁটেছিল ওই অংশটুকু বালির চর হয়ে যায়। এরপর হতে নদীর দিক পরিবর্তন হয়ে যায়।তারপর থেকে মসজিদের দিকে আর নদী আসেনি। সেই থেকে মসজিদের প্রতি মানুষের বিশ্বাস আরো বৃদ্ধি পেতে থাকে। মসজিদটির বয়স ৪’শ বছরের বেশি।মাঝখানে একটি বড় গম্বুজ ও চার পাশে গম্বুজসহ মোট ১২টি গম্বুজ রয়েছে। মুল মসজিদ তার দুপাশে রয়েছে ছনের ঘড় সাদৃশ্য দুটি কক্ষ। সুন্দর নকশায় নির্মিত এই মসজিদটিতে রয়েছে রহস্যে ঘেরা। রহস্য রয়েছে মসজিদ নির্মাণ ও প্রতিষ্ঠাকাল নিয়ে।

    স্থানীয় বয়োবৃদ্ধ একাধিক এলাকাবাসী মসজিদটি নির্মাণ সম্পর্কে বলেছেন, এটি আপনা আপনি তৈরি হয়েছে। কেহ বলছেন মসজিদের নকশাটি ভেসে উঠেছিল ঐ জমিনে, পরে সেই নকশা হিসেবে নির্মান করেন মসজিদটি।

    নাগরপুর উপজেলায় ব্যতিক্রমী দৃষ্টিনন্দন প্রাচীন মসজিদটির নির্মাণকাল ও আসল বয়স জানা যায়নি বা কেহই জানেন না, তবে ১৬০১ খৃষ্টাব্দ প্রতিষ্ঠিত(সম্ভাব্য) দেওয়া হয়েছে। মসজিদটি মোঘলি স্থাপত্য শৈলিতে নির্মিত হওয়ায় ধারণা করা হয় মসজিদটি মোগল সম্রাটের আমলে নির্মাণ করা হয়েছে।

    মসজিদ কমিটির সভাপতি মো. আতিকুর রহমান মন্টু কথা বলতে অনিহা প্রকাশ করলেও দানকৃত জমির পরিমাণ ২৫৩ শতাংশ রয়েছে বলে জানান। জমি দাতার নাম মালেক খান মৃধা। দানকৃত জমি কিছুটা দখলে কম আছে বলেও দাবি করেন তিনি। মসজিদটি গায়েবী নয় তৈরি করা হয়েছিল।

     

    সরেজমিনে গিয়ে দেখা যায়, সলিমাবাদ তেবাড়িয়া পাকা সড়কের রাস্তার পাশেই দৃষ্টি নন্দন মসজিদটি অবস্থিত। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষজন আসছে মসজিদটি দেখতে। উদ্দেশ্য গায়বি মসজিদটি স্বচক্ষে দেখে দু’রাকাত নামাজ পড়ার জন্য। কেউ আসছে বিভিন্ন মানসা (মনোবাঞ্চা) পুরণে নগদ টাকা, স্বর্ণালংকার, ছাগল, হাঁস-মুরগি দান করতে। মসজিদটি খুবই জাগ্রত বলে ধারণা করেন এলাকাবাসী। এলাকাতে মসজিদটির কদর রয়েছে।

    জানা যায়, তেবাড়িয়া গ্রামের ছয়টি মসজিদ থাকলেও শুক্রবার জুম্মার নামাযের জামাত অনুষ্ঠিত হয় শুধুমাত্র এই মোগল আমলে স্থাপত্য/গায়েবী মসজিদে। মুসুল্লিরা এখানে নামাজ আদায় করে একসাথে।

    মো. শরিফ খান তালুকদার জানান, মসজিদটি প্রথমে শুধু সামনের মূল অংশটি ছিল। মসজিদ তৈরীর (সম্ভাব্য) সাল ১৬০১খ্রিষ্টাব্দ মোগল আমলে। এরপর ২০০১ ও ২০১৮ সালে মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ার কারণ ও দিন দিন লোকসমাগম বাড়তে থাকায় দ্বিতীয়, তৃতীয় ধাপে মসজিদটি আরো বাড়ানো হয়। বর্তমানে একসাথে ২২০০ জন মুসল্লী এই মসজিদে নামাজ আদায় করতে পারেন। মূল মসজিদের ডান পাশে সু- উঁচ্চ একটি ১০০ ফুট মিনারের কাজ চলমান রয়েছে। 

    নাগরপুর, টাঙ্গাইল ।

  • উজিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

    উজিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ
    “সমবায়ে গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ নভেম্বর শনিবার রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় একটি রেলী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন।উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • চারঘাটে ৫৩  তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

    চারঘাটে ৫৩  তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও ৫৩ তম জাতীয় সমবায় দিবস- ২০২৪ উদযাপিত হয়েছে।

    উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে শনিবার সকাল ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা সমবায় কর্মকর্তা মহসীন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।

    আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক, স্থানীয় সমবায়ীবৃন্দ ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

    সবশেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট ও চেক  বিতরণ করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • হরিপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

    হরিপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

    আনোয়ার হোসেন  হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শনিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে  র‌্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে পরিষদের সভাকক্ষে সমবায় অফিসার সোহানুজ্জামানের সভাপত্বি এক আলোচণা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, বীরগড় ইউানয়ন বহুমুখি সমবায় সমিতির সভাপতি কুরবান আলী, হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

  • লালমনিরহাটে সীমান্তে ২৯৫ বোতল ফেন্সিডিলসহ পিকআপ আটক

    লালমনিরহাটে সীমান্তে ২৯৫ বোতল ফেন্সিডিলসহ পিকআপ আটক

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের লোহাকুচি বিওপির সীমান্ত এলাকা থেকে ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০১টি পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার কালীগঞ্জ উপজেলার লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ লোহাকুচি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার শফিকুল ইসলাম, এর নেতৃত্বে নায়েক আব্দুল মতিন, লেন্স নায়েক সানোয়ার হোসেন, হাবিলদার শ্রী শ্রী ইতো নিতাশ চাকমা, সঙ্গীয ফোর্সসহ সীমান্তে মালগড়া নামক স্থানে এ অভিযান চালিয়ে ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০১টি পিকআপ আটক করেছেন।

    বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ, এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে লোহাকুচি বিওপির দায়িত্বপূর্ণ মালগাড়া নামক এলাকার সীমান্ত মেইন পিলার ৯১৮ হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচারকারী একটি পিকআপ আটক করা হয়। এতে টহলদলকে দেখতে পেয়ে মাদক চোরাকারবারিরা পিকআপ রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পিকআপটি তল্লাশী করে পিকআপের ভিতর থাকা ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

    এ ঘটনার প্রেক্ষিতে ০৩ জন পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং পিকআপ হস্তান্তরের করা হয়। লোহাকুচি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার শফিকুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে লোহাকুচি বিওপির দায়িত্বপূর্ণ মালগাড়া নামক এলাকার সীমান্ত মেইন পিলার ৯১৮ হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং পিকআপ আটক করা হয়।

    হাসসত উল্লাহ।।

  • সুজানগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

    সুজানগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

    এম এ আলিম রিপন,সুজানগরঃ “দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শপথ পাঠ,আলোচনা সভা, প্রশিক্ষিত যুবক এবং যুব মহিলাদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণের মাধ্যমে পাবনার সুজানগরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৪। শুক্রবার(১ নভেম্বর) সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় যুব দিবসের আলোচনা সভায় বৈষম্যহীন দেশ গড়তে যুব সমাজের দক্ষতার উপর গুরুত্ব আরোপ করে প্রধান অতিথির বক্তব্যে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, যুব সমাজ যে কোন দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তাদের মেধা,সৃজনশীলতা,সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল। তাই দেশের যুবকদের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ পরিহার করে প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে । দেশের উন্নয়নের ধারায় বর্তমান অন্তর্বর্তী সরকার যুব সমাজকে সম্পৃক্ত করেছে ব্যাপকভাবে উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগ গ্রহণ করে নতুন বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজ নিজেদের যোগ্য করে গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে সুজানগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর দেশের যুব সমাজকে দক্ষ মানবসম্পদে উন্নীত করার লক্ষ্যে প্রযুক্তিসহ বিভিন্ন কারিগরি ,বৃত্তিমূলক এবং কৃষিভিত্তিক বহুমুখী প্রশিক্ষণ প্রদান করে আসছে। যুবরাই দেশের প্রাণশক্তি। সবাই যুবদের ক্ষমতায়ন ও তাদের অধিকার রক্ষায় আরো বেশি সচেতন হবে আশাবাদ ব্যক্ত করে যুব উন্নয়ন কর্মকর্তা বলেন,একটি জাতিকে এগিয়ে নিতে সর্বমহল থেকে সবাইকে সচেতন হতে হবে। অবৈধ উপায়ে অর্থ রোজগারের পথ পরিহার করে যুবদের দক্ষতাপূর্ণ আত্মনির্ভরশীল ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে বলে জানান। সুজানগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফজলে রাব্বী, আশিক, শেখ রাফি, রাতুল ও মহিউদ্দিন প্রমুখ বক্তব্য রাাখেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে উপজেলার ১৭ জন যুব প্রশিক্ষণ প্রাপ্ত যুবক এবং যুব মহিলাদের মাঝে ৯ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি।।