Blog

  • সুজানগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

    সুজানগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

    এমএ আলিম রিপন,সুজানগর ঃ “সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সুজানগরে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষ্যে শনিবার(০২ নভেম্বর) সকালে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সুজানগর উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন বিদ্যুৎ এর সভাপতিত্বে ও শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, দেশের কৃষিসহ অন্যান্য উৎপাদনে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বিপণন ও ন্যায্য মূল্য প্রাপ্তি, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠির জীবনমানের উন্নয়নে সমবায় খুবই কার্যকরী পদ্ধতি। উন্নত বাংলাদেশ গঠনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সমবায় আন্দোলনকে বেগবান করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন । সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন বিদ্যুৎ বলেন, সমবায়ীরা দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহণ, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। সরকার স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধি করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এর আগে অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি।।

  • তানোরে হিমাগার থেকে আলু বের না করায় বাড়ছে দাম

    তানোরে হিমাগার থেকে আলু বের না করায় বাড়ছে দাম

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের হিমাগারগুলোয় বিপুল পরিমাণ আলু মজুদ রেখে সিন্ডিকেট করা হচ্ছে। আলুর দাম বাড়ানোর লক্ষ্যে আলু বের করা হ্ছে না। আলুর কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হচ্ছে। সাধারণ মানুষ এসব হিমাগারে দ্রুত ভ্রাম্যমান অভিযান পরিচালনার দাবি করেছেন। এদিকে
    ভারত থেকে আলু আমদানি শুরু হলেও উপজেলায় এখনো এর প্রভাব পড়েনি।
    সম্প্রতি উপজেলার বিভিন্ন হিমাগার ঘুরে ও আলু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনো হিমাগার গুলিতে ৫৩-৫৪ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। অন্যদিকে এ বছর অতিবৃষ্টির কারণে আগাম জাতের আলু কৃষকরা উৎপাদন করতে পারেনি। অপরদিকে দাম বাড়ার কথা শুনে কৃষকদের যতটুকু আলু হিমাগারে আছে তা আর বিক্রি করছে না। যার ফলে বাজারে আলুর দাম বৃদ্ধি পেয়েছে। তানোর উপজেলা আলু উৎপাদন এবং সংরক্ষণে দেশের মধ্যে অন্যতম।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি রবি মৌসুমে প্রায় সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। উপজেলায় ৬টি হিমাগারে ধারণ ক্ষমতা আনুমানিক ৬০ হাজার মেট্রিক টন। তানোর উপজেলা
    হতে প্রতিমাসে বিপুল পরিমাণ খাবার আলু দেশের বিভিন্ন বাজারে সরবরাহ হয়ে থাকে। কিন্ত্ত আলুর দাম আরো বাড়ার আশায় মজুদদারগণ হিমাগার থেকে আলু তেমন বের করছে না।
    অন্যদিকে নতুন জাতের আলু বাজারে আসতে এখনো প্রায় দেড় মাসের মত সময় লাগবে। কৃষকরা জানান, তাদের আলু তেমন হিমাগারগুলোতে নেই। আছে ব্যবসায়ীদের আলু। তারা আরো বেশি দাম পাওয়ার আশায় আলু বাজারে ছাড়ছে না। কৃষকরা আরো জানান, গতবছর এই সময়ে তাদের লাগানো আগাম জাতের আলুর বয়স হয়েছিল ১০ থেকে ১২ দিনের মত। আকাশের অবস্থা ভালো না থাকায় অতি বৃষ্টির কারণে জমির পাকা ধান ঘরে তুলতে পারছেনা। এ কারনে কৃষকরা তাদের জমিতে আগাম জাতের আলু লাগাতে না পারায় এবার নতুন আলু পেতে সময় লাগবে। হিমাগারে যেসব মজুদদার ব্যবসায়ী ও কৃষক আলু রেখেছেন দাম বাড়ার আশায় তারা ধীর গতিতে বাজারে আলু ছাড়ায় দাম বৃদ্ধি পাচ্ছে। যেকারণে ভোক্তাগণ হিমাগারে ভোক্তা অধিকারের ব্রাম্যমান অভিযান পরিচালনার দাবি করেছেন।

  • নেছারাবাদে নানা আয়োজনে সমবায় দিবস পালিত

    নেছারাবাদে নানা আয়োজনে সমবায় দিবস পালিত

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘সমবায়ে গড়ছি দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। পতাকা উত্তলের পর উপজেলা সমবায় কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়। রেলিটি উপজেলার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিন করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

    রেলি শেষে উপজেলা হলরুমে এসে সবাই আলোচনা সভায় মিলিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান।

    উপজেলা সমবায় কর্মকর্তা মো: হাসান রকি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি নেছারাবাদ সহকারি কমিশনার(ভূমি) মো.রায়হান মাহামুদ,স্বরূপকাঠি সেন্টাল কো অপারেটিভ মাল্টি পারপাস সোসাইটি লিমেটেড এর সভাপতি মো: কাজী আনিসুজ্জামান, উপজেলা সেন্টাল কোঅপারেটিভ এ্যাশোসিয়েশন এর সভাপতি মো: বেলায়েত হোসেন প্রমুখ।

  • ঈদগাঁওতে মানুষ-হাতি সংঘা-ত নিরসন ও বন্য প্রাণী রক্ষায় জনসচেতনতা মূলক সভা

    ঈদগাঁওতে মানুষ-হাতি সংঘা-ত নিরসন ও বন্য প্রাণী রক্ষায় জনসচেতনতা মূলক সভা

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

    কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জের উদ্যোগে আয়োজিত মানুষ- হাতি সংঘাত করণীয় শীর্ষক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার ২ নভেম্বর সকালে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকায় রেঞ্জের সদর বিটের মাঠে বন্যহাতি রক্ষাকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক এ সভা অনুষ্ঠিত হয়।

    বন্য হাতি, বন্যপ্রাণী, বনজদ্রব্য, বনভূমি রক্ষার্থে বন বিভাগ সজাগ রয়েছেন। হাতীর নিরাপদ আবাস্থল, তাদের খাদ্য নিরাপত্তা, পশু শিকারীর হাত থেকে হাতী রক্ষা, হাতীর আক্রমণ থেকে জীবন রক্ষা, ফসলের ক্ষতি, বসতবাড়ীর সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক, সদর (এসিএফ) প্রান্তোষ চন্দ্র রায় ।

    মেহেরঘোনা বিট অফিসার কে এম ফিরুজ কবির’র সঞ্চালনায় অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় বক্তারা বলেন, মানুষ হাতি সংঘাত নিরসন এবং বন্য প্রাণী সংরক্ষণে এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বানে করেন।

    বক্তারা আরও বলেন, বনাঞ্চল উজাড় হওয়ায় বুনো হাতির খাবারের উৎস দিন দিন কমছে। এ ছাড়া বনে মানুষের বাস ও আনাগোনা বেড়ে যাওয়ায় হাতির নিজস্ব বিচরণক্ষেত্র কমে গেছে। এ জন্য হাতি খাবার খুঁজতে খুঁজতে পাহাড় ছেড়ে লোকালয়ে নেমে এসে মানুষের বাধার মুখে পড়ে। তারা বাধা পেয়েই তারা ফসলের মাঠ, মানুষের বসতঘরে তাণ্ডব চালায়। একপর্যায়ে হাতির দল বুনো আচরণ শুরু করে। এই প্রেক্ষাপটে টিকে থাকার লড়াইয়ে নিজেদের জান-মাল রক্ষায় বুনো হাতির ওপর হিংস্র হয়ে ওঠে মানুষ। ফলে মানুষের সাথে হাতির দ্বন্দ¦ লেগেই আছে। এজন্য হাতির হাত থেকে নিজেদের ও হাতিকেও রক্ষার জন্যে সচেতনতা জরুরী। যাতে লোকালয়ে এলেও তাদের ওপর কেউ কোনো অত্যাচার না করে। হাতি যাতে নিরাপদে গভীর জঙ্গলে ফিরে যেতে পারে। এতে হাতিও থাকবে, মানুষও থাকবে।

    প্রধান অতিথির বক্তৃতায় কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক সদর (এসিএফ) প্রান্তোষ চন্দ্র রায় বলেন, বন্যপ্রাণী ও বন্যহাতি সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। নির্বিচারে বন্য প্রাণী হত্যা, ধরা এবং শিকার করা যাবে না। বন্য হাতিদের আঘাত করে নিধন করলে প্রকৃতির ভারসাম্যে বিরাট প্রভাব ফেলবে। সামাজিকভাবে সচেতন হয়ে আমাদের মানুষ ও হাতি সংঘাত নিরসন করে বন্য প্রাণী ও হাতিদের বাঁচাতে এগিয়ে এসে বন সম্পদ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

    তিনি আরো বলেন, বন্যহাতি লোকালয়ে চলে আসলে তিনি বন বিভাগকে অবগত করার অনুরোধ জানান। তবুও যেন হাতিকে আক্রমণ করা না হয়। হাতি রক্ষায় আমরা বনের ভেতর সুফল প্রকল্পের মাধ্যমে দেশীয় জাতের বৃক্ষ রোপণ করছি। যাতে খাবারের অভাবে হাতি লোকালয়ে না আসে। যাতে হাতি বনের মধ্যে নিরাপদে সেখানে বিচরণ করতে পারে। ইদানীং বুনো হাতির চলাচলের গতি-প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে বুনো হাতি একত্রে দল বেঁধে চলাফেরা করত। কিন্তু এখন দেখা যাচ্ছে, একটি-দুটি হাতি দলছুট হয়ে চলাফেরা করছে। এতে ঝুঁকি বাড়ছে। ফলে বন্য প্রাণীর আবাসস্থল সেই আগের অবস্থায় ফিরিয়ে আনতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মানুষ ও হাতির সংঘাত নিরসন এবং বনজসম্পদ, বন্যপ্রাণী রক্ষা এবং বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তা ছাড়া সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

  • খাবার না পেয়ে ক্ষোভ তানোরে জাতীয় সমবায় দিবস উদযাপন

    খাবার না পেয়ে ক্ষোভ তানোরে জাতীয় সমবায় দিবস উদযাপন

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর তানোরে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস। গত ২ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিনের সভাপতিত্ব উপজেলা সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মাশতুরা আমিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাকপ্রমুখ।এদিকে সভায় উপস্থিত আমন্ত্রিতরা নাস্তা (খাবার) না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।এসময় খাবার নিয়ে ব্যাপক হৈচৈ হয়েছে। সকাল ১০টা থেকে বারোটা পর্যন্ত উপস্থিত বিভিন্ন সমিতির প্রতিনিধিরা নাস্তা পাইনি। এনিয়ে সমালোচনার ঝড় বইছে। এবিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন বলেন, তারা ৫০ জনের নাস্তার ব্যবস্থা করেছিলেন।কিন্ত্ত বাইরে লোকজন বেশী হওয়ায় নাস্তার সংকট হয়েছে।

  • তেঁতুলিয়ায় জাতীয় সমবায় দিবসে ভাতের প্যাকেটের সঙ্গে জুটেনি পানি

    তেঁতুলিয়ায় জাতীয় সমবায় দিবসে ভাতের প্যাকেটের সঙ্গে জুটেনি পানি

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে এই দিবসটি পালিত হয়।

    দিবসটি উপলক্ষ্যে প্রথমে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করেন। এরপর জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মামুন কবির। এছাড়াও বক্তব্য রাখেন, শালবাহান রোড ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক আজিজুল হক, রংধনু ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন নয়ন, তেঁতুলিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মাসুদ আল করিম, মাঝিপাড়া কৃষি খামার সমবায় সমিতির এক্সিকিউটিভ মেম্বার অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম প্রমূখ।
    অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মো. মহসিন আলী প্রধান।

    এসময় সমাপনী বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি।

    এরপর প্রত্যক্ষভাবে দেখা যায়, অপ্যায়ন মূলক খাবারের প্যাকেট পেতে অপেক্ষা করতে হয় প্রায ২০মিনিটের বেশি। পরে প্যাকেট পেলেও খাবারের সঙ্গে জুটেনি পানির ব্যবস্থা। প্রচলিত যে কোনো মেহমানদারী কিংবা হোটেলে কোন কিছু খাইতে গেলে প্রথমে পানি দেয়া হয় অথচ সমবায় দিবসের এতবড় আয়োজনে খাবারের সঙ্গে একটি পানির বোতলের ব্যবস্থা না থাকায় অবাক করিয়ে দিয়েছেন গণমাধ্যমকর্মীসহ অনেককেই। শুধু কি তাই, অন্যান্য জেলা কিংবা উপজেলায় লক্ষ্য করলে চোখে পড়বে জাতীয় সমবায় দিবস-২০২৪ প্রিন্টের গেঞ্জি পড়িয়ে দিবসটি পালন করা হয়েছে। এদিকে সেই সামর্থ্য জুটেনি তেঁতুলিয়া সমবায় অফিসের।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • গোদাগাড়ীর বসন্তপুর এলাকায় দোকানঘর নিয়ে সংঘ-র্ষে নিহ-ত ১

    গোদাগাড়ীর বসন্তপুর এলাকায় দোকানঘর নিয়ে সংঘ-র্ষে নিহ-ত ১

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী গোদাগাড়ীর বসন্তপুর এলাকায় দোকানঘর কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ জন ও আহত ৩। নিহত ব্যক্তির নাম কবির হোসেন (৬০) তিনি বসন্তপুর তেলিবাড়ি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

    আহতরা হলেন নিহত কবির হোসেন এর ছেলে নূরনবী (২৮) ভাই এজাজুল (৬২) আনারুল (৪৫) আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন কবির হোসেন।
    নিহত কবির হোসেনের ভাতিজা রফিকুল ইসলাম বলেন, বসন্তপুর মোড় এলাকায় প্রায় ৬০ বছর আগে থেকে আমর বাপ দাদারা এই মাটির দোকানটি করে আসছে কিন্তু প্রায় দুই বছর থেকে রহমান হাজির ছেলে কবির, মনিরুল, বাবু, নজরুল, জিয়ারুল, শানু, পিয়ারুল এরা ৬/৭ জন বিভিন্নভাবে হয়রানি করে আসছিল এবং এই দোকানঘরটি নিয়ে প্রথমে ইউনিয়ন পরিষদ পরে পুলিশ ফাঁড়ি এবং সর্বশেষ আদালতের শরণাপন্ন হই আমরা, আদালত যার দখল তার মাটি মর্মে রায় দেয় আমার চাচা কবির হোসেন এর পক্ষে।

    গতকাল ১ নভেম্বর কবির হোসেন ও তার ছেলে নূরনবী দোকান মেরামতের কাজ করতে গেলে রহমান হাজির ছেলেরাসহ সানি, মুরশালিন, রাইহান, শিমুল বদিউজ্জামান সহ হামলা চালায় এবং করিব হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে ভর্তি করা হলে আজ শনিবার সকাল সাড়ে ৮ টায় তিনি মারা যান। ।
    এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, এখনও মামলা হয় নি, হবে প্রক্রিয়া চলছে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান ।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • নেছারাবাদে জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে মা ছেলেকে হাতুড়ি পিটা করল প্রতিপক্ষ

    নেছারাবাদে জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে মা ছেলেকে হাতুড়ি পিটা করল প্রতিপক্ষ

    আনোয়ার হোসেন।।

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উমা রানি ঘোষ(৩২) এবং প্রশান্ত দাস(১৬) নামে মা ছেলেকে হাতুড়ি পিটার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার পরে উপজেলার কৌড়িখাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত মা ও ছেলের মধ্য উমা রানির অবস্থা গুরুতর বুজে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার লিমা আক্তার বলেছেন, উমার অবস্থা অনেকটা গুরুতর। মাথায় বেশ আঘাত দেখা যাচ্ছে।

    উমার ভাই সত্যজিৎ ঘোষের অভিযোগ, প্রতিবেশি ইমরান,হালিম,লোকমান ও আরিফ গংদের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলমান। তিনি বলেন আমাদের পঞ্চাশ বছরের একটি ভোগ দখলিয় জমিতে দখল নেয়ার জন্য কয়েক বছর যাবত পায়তারা চালাচ্ছিল। বিগত দিনে সে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের প্রভাব দেখিয়ে আমাদের অনেক হয়রানি করেছে। ঘটনার দিন শনিবার সন্ধ্যার পরে ইমরান আমাদের জমিতে বেড়া দিয়ে বালু ফালানোর চেষ্টা চালায়। এসময় আমার বোন উমা বাধা দিতে গেলে তারা বেধড়ক মারধর করে পুকুরে ফেলে দিয়ে পানিতে চুবিয়ে ধরে। বোন ডাকচিৎকার দিলে ইমরান হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এসময় তার ছেলে এগিয়ে এসে মাকে রক্ষা করার চেষ্টা করলে ছেলেকে মারধর করে। পরে আমার ভাইয়ের বউ শিবানি এগিয়ে এলে তারা সবাই মিলে বেধড়ক মারধর করে।

    উমার ছেলে প্রশান্ত ঘোষ, অভিযোগ করে বলেন, তারা আমাদের জমিতে দখলপ আসে। এসময় কেউ বাড়ীতে ছিলনা। মা বিষয়টি দেখে বাধা দিতে গেলে তারা আমার মাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পূনরায় পুকুরে ফেলে পানিতে চুবিয়ে ধরে। আমি মাকে বাচাতে আমাকেও অনেক মেরেছে।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরান অভিযোগ অস্বীকার বলেন, বিশ বছর ধরে ওই জায়গা আমাদের দখলে ছিল। শনিবার সন্ধ্যার পরে, আমরা আমাদের জায়গায় বালি ফেলার জন্য বেড়া দিচ্ছিলাম। এমন সময় উমা রানি ও তার ছেলে এসে আমাদের উপর চড়াও হয়। এমন সময় আমার হাতে থাকা হাতুড়ি হয়তো উমার মাথায় লাগতে পারে।

    নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ(ওসি) মো: বনি আমীন জানান, ঘটনা শুনেছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেয়া হবে।

  • শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরুস্কার বিতরণ

    শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরুস্কার বিতরণ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে (ইউপি) বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, রিশিকুল ইউপি যুবদল নেতা শওকত আলী ও ছাত্রদল নেতা মেহেদী হাসান তুষারের উদ্যোগে রিশিকুল মাদরাসা মাঠে দুদিনব্যাপী শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। দুদিনব্যাপী
    টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। গত ১ নভেম্বর শুক্রবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল। প্রথম দিন ৮টি দলের খেলা অনুষ্ঠিত হয়। এদিকে ২ নভেম্বর শনিবার দ্বিতীয় ও সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন রাজশাহী-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, করোনা যোদ্ধা, বার বার নির্যাতিত, বিএনপির আদর্শিক ও পরিক্ষিত নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক এসলা উদ্দিন সরকার টিটু, সহকারী মহাসচিব কেন্দ্রীয় কমিটি, সমস্য সচিব জিয়া পরিষদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটি ও উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব এবং সেলিম রেজাপ্রমুখ। এদিকে ফাইনাল খেলায় বুলেট একাদ্বশ বিজয়ী ও
    ডাইংপাড়া একাদ্বশ রানার আপ হয়েছে।
    এসময় প্রধান অতিথি বলেন, আগামির ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দুরে রাখতে নিয়মিত খেলাধুলার পরিচর্যা ও আয়োজন করতে হবে। এসব কাজে সব সময় তার সার্বিক সহযোগীতা থাকবে। তিনি বলেন,মাদকমুক্ত সুস্থ সমাজ ও জাতি গঠনে নিয়মিত খেলা-ধুলার কোনো বিকল্প নাই।

  • এমপি হয়ে পুর্বধলার মানুষের সেবা করতে চান মাওলানা মিজানুর রহমান ভূগী

    এমপি হয়ে পুর্বধলার মানুষের সেবা করতে চান মাওলানা মিজানুর রহমান ভূগী

    মোঃ আরিফ রববানী ময়মনসিংহ।।
    আগামী ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা জেলার সংসদীয় আসন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে প্রার্থী হিসেবে দোয়া ও সামর্থন চাইলেন উপজেলার ভূগী গ্রামের ভবের বাজার এলাকার মাওলানা মোঃ আব্দুস সালাম এর সন্তান তরুণ সমাজসেবক ও বিশিষ্ট আলেম মাওলানা মিজানুর রহমান। তার উপনাম মিজানুর রহমান ভূগী। কামিল,ফার্স্ট ক্লাস (তাফসির বিভাগ) এ উত্তীর্ণ এই সমাজ সেবক বর্তমানে গাজীপুর জেলায় একটি মাদ্রাসার পরিচালক

    পাশাপাশি সাংবাদিকতায় পেশায় নিয়োজিত থেকে মানবসেবায় নিজেকে উৎসর্গ করছেন। তিনি বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি,কেন্দ্রীয় কমিটির
    সাংগঠনিক সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন।

    তিনি মূলত অতীতের নির্বাচিত প্রতিনিধিদের সাথে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা থেকে দূরত্বের কারনে তাদের পাশে থাকার সুযোগটা কাজে লাগাতে চান। তবে তার এ উদ্দেশ্য বাস্তবায়নে তৃণমূলের জনগোষ্ঠী ভোটারদেসমর্থন পেয়েই সফল হতে চান। পুর্বধলা উপজেলার জনগণের দোয়া ও ভালবাসা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে জনগণের পাশে থেকে সেবা করতে চান।

    তরুণ আলেম মাওলানা মিজানুর রহমান দুঃখ-কষ্ট, হাসি-কান্না সঙ্গে নিয়ে দলমত নির্বিশেষে এগিয়ে চলেছেন দুর্বার। সাধারণ মানুষের ভালবাসা ও দোয়া নিয়ে সর্বদাই অগ্রসর তিনি।তিনি পরিশ্রমী, পরোপকারী, উদ্দোমী যুবক, বিশিষ্ট আলেম ও সমাজসেবক। যাকে একজন আলেম হিসাবে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ চিনে এবং জানে।

    এব্যাপারে তিনি জানান, পুর্বধলা উপজেলার জনগণের দোয়া ও সমর্থন নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। আমার পরিবারের কাছ থেকে শিখে নিয়েছি মানুষের সেবা কি ভাবে করতে হবে। আপনাদের সামর্থন থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়ে সেবা করতে চাই।

    ইতিপূর্বে আমি সব সময় মানবসেবায় আপদে বিপদে সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে থাকার। কোনো নেতা হতে নয় মানুষের সেবক হতে চাই। আশা করি আমাদের এলাকার জনগণ আমাকে শূন্যহাতে ফিরিয়ে দিবেন না। আমার বিশ্বাস আমাকে জনগণ সামর্থন দিবেন। কথা দিচ্ছি আপনাদের পাশে আছি আমৃত আপনাদের পাশে থাকতে চাই। এ সময় মিজানুর রহমান ভূগী সবার দোয়া ও সহযোগিতা চেয়ে আরও বলেন, সেবা ও উন্নয়নের মধ্য দিয়ে মানুুষের মনে স্থান পেতে চাই। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সকল শ্রেণি-পেশার মানুষদের মতামত ও সহযোগিতা নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করব। বৈষম্য নয়, জনকল্যানে হবে কাজ। কোনো এলাকাকে বিশেষভাবে মূল্যায়ন করা হবে না। সমস্যা সমাধানে প্রয়োজনীয় কাজটা আগে হবে।

    তার মতে স্থানীয় সরকারের একজন জনপ্রতিনিধির চেয়ে সংসদ সদস্যের দায়বন্ধতা অনেক বেশি। অবশ্য চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে জনপ্রতিনিধিদেরকে কাছে পায় স্থানীয়রা। তবে এমপি জাতীয় সংসদ থেকে বরাদ্দ করতে না পারলে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি জনগণকে দিবে কোথা থেকে এমন প্রশ্নও রেখেছেন তিনি

    তিনি বিশ্বাস করেন সেবা ও উন্নয়নের মধ্যদিয়ে জনপ্রিয়তা অর্জন করা সম্ভব। প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলে,জনগণ চাইলে আগামী নির্বাচনে প্রার্থী হবেন বলে আশাবাদ ব্যক্ত