Blog

  • মাছের সাথে শ-ত্রুতা, দুই লক্ষাধিক টাকার ক্ষ-তি

    মাছের সাথে শ-ত্রুতা, দুই লক্ষাধিক টাকার ক্ষ-তি

    জিল্লুর রহমান,
    মাগুরা প্রতিনিধি।।

    মাগুরার শ্রীপুরে একটি পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনগত রাতের কোন এক সময় সদর ইউনিয়নের চন্দ্রপাড়া বিলের মাঠের একটি পুকুরের এই ঘটনা ঘটে।

    জানা যায়, কে বা কারা রাতের আধারে শত্রুতা বসত পুকুরের পানিতে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। পরে শুক্রবার সকালে পুকুরের মালিক মিলন মুন্সি পুকুরে গিয়ে পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখে। এতে পুকুরের মালিক মিলন এ ঘটনায় প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে হবে দাবি করেন। এ ব্যাপারে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

    মাছ চাষী মিলন মুন্সি বলেন, ‘ ৭০ শতাংশ পুকুর ও ফসলি জমিতে রুই, কাতলা, মৃগেল, ও সিলভার কার্পসহ বিভিন্ন দেশীয় জাতের মাছ চাষ শুরু করেছিলাম। গত রাতে প্রতিহিংসা করে কে বা কারা আমার পুকুরে গ্যাস ল্যাবলেট প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে। এর আগেও আমার এ পুকুরপাড় থেকে বরশি ও গ্যাস ট্যাবলেটসহ কয়েকজনকে হাতেনাতে ধরেছি। আমার তাদেরকে সন্দেহ হয়। যারাই এ কাজ করুক আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

    এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেও কোন অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • বাবুগঞ্জের কর্মসংস্থান ব্যাংকের স্টাফের উপর হাম-লা- থানায় অভি-যোগ

    বাবুগঞ্জের কর্মসংস্থান ব্যাংকের স্টাফের উপর হাম-লা- থানায় অভি-যোগ

    কে এম সোয়েব জুয়েল,
    বাবুগঞ্জে কর্ম সংস্হান ব্যাংক স্টাফের হামলার স্বীকার হয়ে রক্তাক্ত যখম হয়ে হাসপাতালে ভর্তি ও থানায় অভিযোগ করেছেন চায়ের দোকানদার সাগর।

    ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৫ ইং সন্ধায় বাবুগঞ্জ উপজেলার পাশ্ববর্তী গৌরনদীর থানার সরিকল ইউনিয়নের সাকোকাঠি বাস- স্টান্ডে।

    চায়ের দোকানদার সাগর- ৩৩ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের আলী হোসেন সরদারের পুত্র ।

    সাগর জানায় ২০১৯ সালে করনা কালীন ভয়াবহ দুর্যোগের সময় তার ব্যাবসা টিকিয়ে রাখার জন্য ৪ লক্ষ টাকা লোন গ্রহন করেন বাবুগঞ্জ শাখার আগরপুর কর্ম সংস্হান ব্যাংক থেকে। এবং তার হিসাব মতে এ যাবৎ কাল পর্যন্ত তিনি (সাগর) ৩ লক্ষ ৩০ হাজার টাকা পরিশোধ করেছেন বলে জানিয়েছেন তিনি।

    অপরদিকে আগরপুর কর্ম- সংস্থান ব্যাংক কর্তৃপক্ষের হিসাব মতে সাগর দিয়েছেন ২ লক্ষ ষাট হাজার টাকা। এ নিয়ে ভুল বুঝাবুঝির এক পর্যায় সাগরের একই ইউনিয়নের পাশ্ববর্তী গ্রামের তার সম্পর্কের চাচা সাংবাদিক জুয়েলকে নিয়ে হিসাব বুঝে নিতে ২৫ আগষ্ট ২০২৫ ইং কর্মসংস্হান ব্যাংকে যান চায়ের দোকানদার সাগর।

    তারি ধারাবাহিকতায় সাংবাদিক নিয়ে যাওয়ার প্রশ্ন তুলে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সাকোকাঠি মিশুক স্টান্ডে ক্ষিপ্ত হয়ে তর্ক জড়িয়ে পরেন কর্ম সংস্থান ব্যাংকের ম্যানেজার মোসাম্মৎ মমতাজ বেগম ও তার সহ – কর্মী শুভ্রত। সাংবাদিক নিয়ে অফিসে যাওয়া অপরাধ হয়েছে নাকি এমন প্রশ্ন তুলতে ম্যানেজার মমতাজের উপস্থিতিতে সাগরকে মেরে রক্তাক্ত যখম করেন ম্যানেজারের সহকর্মি শুভ্রত।

    এ ঘটনায় সাগরকে রক্তাক্ত অবস্থায় স্হানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় গৌরনদী থানায় লেখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক সাগর এমনটাই জানিয়েছেন তিনি। এ ঘটনা জানতে পেরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি সাংবাদিকদের বলেন, লোনের টাকা আদায়ের জন্য সরকারের প্রচালিত আইনি ব্যাবস্হা রয়েছে মারধর ও রক্তাক্ত যখম করে টাকা উত্তোলন সুযোগ নাই এটা যদি হয়ে থাকে তা দুঃখ জনক ব্যাপার বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। অপরদিকে গৌরনদী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যাবস্হ্যা নিবেন এমনটি জানিয়েছেন তিনি।

    ভিন্ন দিকে সগরের হাসপাতালে ভর্তির কথা শুনে ঘটনাটি ভিন্নদিকে প্রভাবিত করতে ও নিজদের দায় এড়াতে কর্মসংস্হান ব্যাংকের ম্যানেজার মমতাজ বেগম তার সহকর্মি শুভ্রতকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছেন বলে বিশ্বস্ত সুত্র জানিয়েছেন।

  • গ্রাফিতি মু-ছে ফেলা নিয়ে ব্যাখ্যা দিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

    গ্রাফিতি মু-ছে ফেলা নিয়ে ব্যাখ্যা দিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জুলাই অভ্যুত্থান ঘিরে ময়মনসিংহ নগরীর বিভিন্ন দেয়ালের মতো জেলা প্রশাসকের সরকারি বাসভবনের সীমানা প্রাচীরেও আঁকা হয়েছিল গ্রাফিতি। তবে সীমানা প্রাচীর সংস্কার কাজের সময় সেসব গ্রাফিতি মুছে ফেলা হলে সমালোচনা শুরু হয় এবং অনেকে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মুফিদুল আলম।

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, গত ৫ আগস্ট জেলা প্রশাসকের বাংলো, সীমানা প্রাচীর, বাসভবন, ভবনের গেইট এবং পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া যায়। ওই বরাদ্দের অর্থ দিয়ে ভবন ও দেয়াল মেরামত, চারপাশে কাঁটাতারের বেড়া বসানোসহ নানা সংস্কার কার্যক্রম চলছে।

    তিনি উল্লেখ করেন, ‘এই জীর্ণশীর্ণ দেয়ালের মধ্যে কিছু গ্রাফিতি ছিল। এগুলো রেখে সংস্কার কাজ করা সম্ভব ছিল না। গণপূর্ত অধিদফতর জানিয়েছে, কাজের সময় দেয়ালে সিমেন্টের আঁচড় পড়ায় গ্রাফিতির কিছু অংশ নষ্ট হয়েছে। এতে কিছুটা বেমানান লাগছিল। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই জানিয়ে তিনি পোস্টে আরও বলা হয়, ভবনের নিরাপত্তার স্বার্থে দেয়াল উঁচু করা হয়েছে এবং কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে। কাজ শেষ হওয়ার পর পূর্বের চেয়েও সুন্দরভাবে নতুন গ্রাফিতি আঁকানো হবে বলেও আশ্বস্ত করেন জেলা প্রশাসক।

    তিনি স্পষ্ট করে বলেন, ‘এই নির্মাণ ও সংস্কার কার্যক্রম সম্পূর্ণভাবে পরিচালনা করছে গণপূর্ত অধিদফতর, ময়মনসিংহ। ঠিকাদার নিয়োগও করেছে তারা। এতে জেলা প্রশাসকের কোনো সম্পৃক্ততা নেই।’

    জেলা প্রশাসক আরও বলেন, ‘আমি নিজেও ২৪’কে ধারণ করি ও লালন করি। ২৪-এর আদর্শকে সমুন্নত রাখতে চাই। এর পরিপন্থি কোনো কাজ আমার দ্বারা হবে না এ ব্যাপারে সবাইকে আশ্বস্ত করতে চাই।’

    জেলা প্রশাসন সুত্রে জানা যায়- জেলা প্রশাসনের বাংলোর নিরাপত্তা, সৌন্দর্য, এবং কাঠামোগত অখণ্ডতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়ার অংশ হিসাবে বাংলোর চারপাশের সীমানা প্রাচীর বা দেয়াল মেরামত করা হয় যেখানে ভাঙা অংশ মেরামত করা, ফুটো ভরাট করা, এবং প্রয়োজন হলে পুনরায় প্লাস্টার বা রঙ করার মতো কাজ অন্তর্ভুক্ত থাকে।সংস্কারের প্রক্রিয়া হিসাবে ১. মূল্যায়ন: প্রাচীরের অবস্থা পরীক্ষা করে দেখতে হয় কোথায় কোথায় ফাটল ধরেছে, ভাঙা অংশ আছে, নাকি প্লাস্টার খসে পড়েছে।২. পরিষ্কার করা: দেয়ালের ভাঙা অংশ বা আলগা প্লাস্টার সরিয়ে একটি পরিষ্কার পৃষ্ঠ তৈরি করা হয়।৩. ফাটল ভরাট: ফাটলগুলো সিমেন্টের মর্টার বা উপযুক্ত ফিলার দিয়ে ভরাট করা হয়।৪. প্লাস্টার ও ফিনিশিং: প্রয়োজন হলে নতুন প্লাস্টার করা হয় এবং দেয়াল মসৃণ করার জন্য ফিনিশিং করা হয়। ৫. রঙ করা: সব কাজ শেষে দেয়ালের সৌন্দর্য বাড়াতে এবং সুরক্ষার জন্য রঙ করা হয়।
    এই সংস্কার বাংলোকে আরও মজবুত এবং আকর্ষণীয় করে তোলে। সেই আকর্ষণ বৃদ্ধির লক্ষেই ময়মনসিংহ জেলা প্রশাসকের বাংলোর প্রাচীরে সংস্কারের কাজ চলমান রয়েছে যা নিয়ে জেলা প্রশাসককে নিয়ে অপপ্রচার করা হচ্ছে।

    তবে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তাদের চেতনা আমরা লালন করি। তারা আমাদের জাতীয় সম্পদ। তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন আমরা যেন তাদের সম্মান সমুন্নত রাখতে পারি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আগামীতে করে যাবো।

  • ভালুকায় এসিল্যান্ডের নেতৃ-ত্বে অভি-যানে ব্যাটারি কারখানাকে নয় লাখ টাকা জরি-মানা

    ভালুকায় এসিল্যান্ডের নেতৃ-ত্বে অভি-যানে ব্যাটারি কারখানাকে নয় লাখ টাকা জরি-মানা

    আরিফ রববানী,ময়মনসিংহ:

    ময়মনসিংহের ভালুকায় ওয়াংশিয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেড(এক্সটেনশন)” নামক ব্যাটারি তৈরির কারখানাকে পরিবেশের ছাড়পত্র না থাকা এবং ইটিপি ছাড়া কারখানা পরিচালনার দায়ে নগদ ৯ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

    বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা ও ভালুকা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডোবালিয়াপাড়া সংলগ্ন এলাকায় অবস্থিত কারখানায়
    এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ইকবাল হোসেন।এ সময় পরিবেশ অধিদফতর ময়মনসিংহ জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মাহবুবুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান,দীর্ঘ দিন ধরে কারখানাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পুরাতন ব্যাটারী আ’গু’নে জ্বা’লি’য়ে অ’বৈ’ধ সিসা তৈরি আসছিলো। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫(সংশোধিত ২০১০)’ এবং কঠিন ব্যর্জ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক সর্বমোট ০৯,০০,০০০/-(নয় লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সাথে পরিবেশগত ছাড়পত্রের সকল শর্ত বাস্তবায়নের মাধ্যমে কারখানা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগেও কারখানাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে সাত লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবারেও অভিযানে ওই কারখানাকে ইটিপি এবং পরিবেশ অধিদফতরের ছাড়পত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি।

    তিনি আরো জানান- কারখাটিকে অতিদ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলবে বলেও জানান সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসেন।

  • সুজানগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভা-যাত্রা ও সমা-বেশ অনুষ্ঠিত

    সুজানগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভা-যাত্রা ও সমা-বেশ অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগর : বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সুজানগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সুজানগর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার বিকেল চারটায় অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে বের হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
    পরে সুজানগর পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সুজানগর উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস। প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা ও বর্তমান পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস । অন্যদের মাঝে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইউসুব আলী মোল্লা,উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ওবায়দুল্লাহ। সমাবেশে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জু শেখ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান আলী শেখ, বিএনপি নেতা কামরুল ইসলাম,খন্দকার গোলাম আযম, ইয়াকুব আলী, আলাউদ্দিন আলাল, সাফা, আলী আকবর, পৌর বিএনপি’র প্রচার সম্পাদক হাবিবুর রহমান রব, দপ্তর সম্পাদক হযরত আলী, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রইজ বিশ্বাস, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহিদ বিশ্বাস, যুবনেতা সেলিম, সিদ্দিকুর রহমান, কৃষকদল নেতা বঁাশি, যুবনেতা বাবু খান, রেজা, রবিউল ইসলাম রবি, মালেক, জেলা ছাত্রদল নেতা এস এম পাপ্পু, ছাত্রদল নেতা মেহেদী হাসান, শেখ রুবেল, সৈকত হাসান ফিরোজ ও সিয়াম সরদার প্রমুখ।
    সমাবেশে বক্তারা বলেন, জনগণ বিএনপির আহ্বানে সাড়া দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। কারণ তারা বিশ্বাস করতো একমাত্র বিএনপি পারে নতুন বাংলাদেশ গড়তে এবং তাদের স্বপ্ন পূরণ করতে।

    সেই কারণে ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একমাত্র বিএনপি নেতাকর্মীরা প্রতিদিন প্রতি মুহূর্ত লড়াই করেছে। আর কোনো রাজনৈতিক শক্তি নেই, যারা এ দীর্ঘ সময় ধরে প্রতিদিন প্রতি মুহূর্ত লড়াই করেছে।

    ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে এবং পুলিশের বুলেটকে আলিঙ্গণ করে আমরা দেখিয়ে দিয়েছি গণতন্ত্রের প্রতি আমাদের নিবেদন এবং জনগণের প্রতি দায়বদ্ধতা কতটুকু দৃঢ়। সেই দীর্ঘ লড়াই, সংগ্রামে আমাদের আত্মত্যাগের একটি লক্ষ্য ছিল জনগণের কাঙিক্ষত গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ করা।

  • ঝিনাইদহে ব্যবসায়ীর অ-র্ধগলিত লা-শ উ-দ্ধার

    ঝিনাইদহে ব্যবসায়ীর অ-র্ধগলিত লা-শ উ-দ্ধার

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার তোয়াজ উদ্দীন (৫০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তোয়াজ উদ্দিন শেখ কেশবপুর গ্রামের হারিস আলী শেখের ছেলে। ঝিনাইদহের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বুধবার বিকালে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেন। পরে স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা জানা যায়নি। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বুধবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, তোয়াজ নামে এক ব্যক্তির হাত পা বাধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে আমরা ধারণা করছি। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। তদন্তের পরে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • তানোরে জাতীয়-তাবাদী স্বেচ্ছা-সেবক দলের কর্মীসভা

    তানোরে জাতীয়-তাবাদী স্বেচ্ছা-সেবক দলের কর্মীসভা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ও তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুর মোল্লার সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব মোাহাম্মদ আলী জিন্নাহ’র সঞ্চালনায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক
    মাসুদুর রহমান লিটন, প্রধান বক্তা সদস্য উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফিন কনক।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাফায়েত হোসেন মাবুদ,
    জালাল উদ্দীন, সেলিম উদ্দিন,
    রাফিকুল ইসলাম,আব্দুর রাজ্জাক ও আব্দুল গাফফারপ্রমুখ।এছাড়াও উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।এদিন গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে উপজেলা চত্ত্বরে নেতাকর্মীর ঢল নামে। দুপুরের পর থেকেই নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল উপজেলা চত্ত্বরে সমবেত হয়।#

  • আশুলিয়ায় এক নারী ও দুই পুরুষ মাদ-ক কা-রবারিকে ২৫ কেজি গাঁ-জাসহ গ্রে-ফতার

    আশুলিয়ায় এক নারী ও দুই পুরুষ মাদ-ক কা-রবারিকে ২৫ কেজি গাঁ-জাসহ গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল-জিরাবো সড়কের সামাজিক কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযানে একজন নারী ও দুইজন পুরুষ কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

    পুলিশ ও সেনাবাহিনী যৌথ বাহিনী জানায়, গত রাত আড়াই টার দিকে সামাজিক কনভেনশন সেন্টার সংলগ্ন বাইপাইল-জিরাবো সড়কে পরিচালিত একটি যৌথ চেকপোস্ট অভিযানে সন্দেহভাজন একটি মাইক্রোবাস তল্লাশির সময় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেনাবাহিনী নেতৃত্বাধীন এই যৌথ অভিযানে পুলিশ ও বিজিবিও ছিল।

    মাইক্রোবাসটি থেকে ১ জন নারী -নাজমা (স্থানীয় ডিস্ট্রিবিউটর, আশুলিয়া) এবং ২ জন পুরুষ – রাজন ও ইমান (সরবরাহকারী, সিলেট) কে আটক করা হয়। তারা সকলেই মাদক কারবারীর সাথে জড়িত থাকার ব্যাপারে সীকারোক্তি দিয়েছেন। রাজন ও ইমাম সিলেট থেকে মাদক এনে দিতেন, এবং নাজমা তা জামগড়া এলাকায় নিজে ও অন্যান্য খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করতেন।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, তিনজন মাদক কারবারি কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য যৌথ বাহিনী তাদেরকে থানায় হস্তান্তর করেছেন।

  • আশুলিয়ায় সেনাবাহিনীর যৌথ অভি-যানে ১১জনকে গ্রেফ-তার ও দে-শীয় অ-স্ত্র উ-দ্ধার

    আশুলিয়ায় সেনাবাহিনীর যৌথ অভি-যানে ১১জনকে গ্রেফ-তার ও দে-শীয় অ-স্ত্র উ-দ্ধার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে এক নারীসহ ১১ জনকে গ্রেফতার করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

    জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫ইং) সকাল থেকে একদিকে একটি গার্মেন্টসে ঝুটের গাড়ি বের হওয়ার ঘটনায় দুই গ্রুপ আনাগোনা করতে দেখা যায়, এর ফাঁকে তৃতীয় পক্ষ উপর মহলের হস্তক্ষেপে ঝুট নিয়ে চলে যায়।

    এরপর সেনা (গোয়েন্দা) তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে সকালে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে যান এবং তৎক্ষনিক অভিযান চালিয়ে এক নারীসহ ১১জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, এসময় তল্লাশি করা হয় স্থানীয় বকুল ভুঁইয়ার বাড়িতে।

    আশুলিয়া এলাকায় গত সেপ্টেম্বর, অক্টোবর ২০২৪ এবং ফেব্রুয়ারি ও আগস্ট ২০২৫ইং দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং এতে রাস্তার সাধারন পথচারী এবং এলাকার সাধারন জনগন আহত হয়। তবে এসব ঘটনার পরে শুধু জামগড়া এলাকায় সেনাবাহিনীর যৌথ পৃথক অভিযানে এ পর্যন্ত প্রায় ৩০-৪০ জনকে আটক করেন।

    বাড়িতে তল্লাশির বিষয়ে বকুল ভুঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এবং আমার ছেলের নামে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, আমার ছেলে রনি ভুঁইয়া দীর্ঘদিন যাবত এলাকায় আসে না, চট্টগ্রামে থাকে। উক্ত ঘটনার সাথে আমি বা আমার পরিবার জড়িত না। পুলিশ জানায়, একজন নারীসহ ১১ জনকে যৌথ বাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছেন, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

  • গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তি প্রস্থর স্থা-পন

    গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তি প্রস্থর স্থা-পন

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মুসলিম শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নামাজ আদায়ের সুবিধার্থে পাঞ্জেগানা মসজিদ নির্মাণকাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় নির্মিতব্য এই মসজিদে নারী ও পুরুষ মুসল্লিদের আলাদা ওযুর ও নামাজের ব্যবস্থা থাকবে।

    আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের পিছনে ভিত্তি প্রস্থর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

    এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান, গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মো. কামাল হোসেন, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এস এম এস্কান্দার আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মসজিদ নির্মাণে সহায়তা করায় জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।