Blog

  • ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

    ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

    ঝিনাইদহ প্রতিনিধি-
    ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সুচনা করা হয়। সোমবার সকাল সাড়ে ৭ টায় “স্বাধীনতা স্মৃতিসৌধে” পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ , পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল । পরে জেলা মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তর, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও কুচকাওয়াজ, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। পরে মহান বিজয় দিবসের শোভাযাত্রা করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপি’র আয়োজনে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা স্টান্ডে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পামাল্য অর্পণ করা হয়। এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেয়। এদিকে সকাল ৯টার ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্রিড়া প্রতিযোগিতা ও শিশু একাডেমীতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা । ঝিনাইদহ শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান। এছাড়া দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল, জেলখানা, শিশুকেন্দ্র, এতিমখানা ও ভবঘুরে কেন্দ্রে উন্নত খাবার পরিবেশন করা হয়। জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপসানালয়ে দেশ এবং জাতীর মসৃদ্ধ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • বিরামপুরে নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা, ভ্রাম্যমাণ আদালতে জ/রিমানা

    বিরামপুরে নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা, ভ্রাম্যমাণ আদালতে জ/রিমানা

    জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের বিরামপুর উপজেলায় নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানো ও ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ায় যুবদলের এক সভায় গিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে পলিপ্রয়াগপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মতবিনিময় সভা করে স্থানীয় যুবদল। সভায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতা-কর্মীরা ছিলেন।

    তবে এ সময় তাঁরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে খবর পায় উপজেলা প্রশাসন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন বিরামপুর থানা পুলিশকে সঙ্গে নিয়ে ওই গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মতবিনিময় সভার আয়োজক ও স্থানীয় যুবদল নেতা মানিক হোসেনকে রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচনী আচরণবিধিমালা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সুযোগ নেই। সেখানে ওঠান বৈঠকের নামে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে নির্বাচনীবিধি মেনে প্রচারণা চালানোর জন্য উপস্থিত সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান নাজিয়া নওরীন।

    মো: জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • উজিরপুরে রাষ্ট্রীয় মর্যাদা, শ্রদ্ধা ও উৎসবের আবহে মহান বিজয় দিবস উদযাপন

    উজিরপুরে রাষ্ট্রীয় মর্যাদা, শ্রদ্ধা ও উৎসবের আবহে মহান বিজয় দিবস উদযাপন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের স্মরণে বরিশালের উজিরপুর উপজেলায় যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

    ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৯নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

    পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

    দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

    আলোচনা সভায় বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর কেবল একটি দিবস নয়—এটি বাঙালি জাতির আত্মপরিচয়, গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তব জীবনে প্রয়োগ না হলে বিজয় দিবস উদ্‌যাপনের পূর্ণতা আসে না। তাই দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

    এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের স্বাধীন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফসল। তাঁদের যথাযথ সম্মান ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

    দিবসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ে সর্বত্র। বিজয় অনুষ্ঠানের একটি আকর্ষণীয় বিষয় ছিল বিজয় মেলা ও নাগরদোলা।

    সার্বিকভাবে উজিরপুরে মহান বিজয় দিবসের কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। পুরো কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা প্রশংসিত হয়।

  • ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনে নলডাঙ্গা উপজেলা প্রশাসন

    ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনে নলডাঙ্গা উপজেলা প্রশাসন

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি

    নাটোরের নলডাঙ্গা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে
    নানা আয়োজনে উৎযাপন করা হয়।

    অদ্য ১৬ই ডিসেম্বর ২৫ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ৮:৩০ ঘটিকায় কুচকাওয়াজ,র‍্যালি ও নানা আয়োজনে পুরুষ্কার বিতরন এবং বক্তব্য প্রদান করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান খান।

    মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠিত হয়, উপজেলা প্রশাসন, নলডাঙ্গা, নাটোর।

  • চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচি মোতাবেক সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা শুরু হয়।

    এরপর সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী সহ বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তাগন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

    উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান সহ বীর মুক্তিযোদ্ধারা বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

    বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বি এন সিসি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ডিসপ্লে অংশগ্রহণকারীদের পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি

    হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। –

    লাল-সবুজের বিজয়গাঁথায় উদ্ভাসিত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ পালন উপলক্ষে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করা হয়েছে। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার,টাউন হল চত্বর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
    শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের সিইও মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মানব সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান হিরন, জনসংযোগ কর্মকর্তা আবু নাসের সিদ্দিক তুহিনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    মহান বিজয় দিবস উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান হিরন অভিব্যক্তি প্রকাশ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে বলেন, ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও অগণিত মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার ও প্রেরণার চিরন্তন উৎস। বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুস্থ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

  • থানচিতে বলিপাড়া ৩৮ বিজিবি কতৃক কম্বল ও খেলার সরঞ্জাম বিতরণ

    থানচিতে বলিপাড়া ৩৮ বিজিবি কতৃক কম্বল ও খেলার সরঞ্জাম বিতরণ

    বান্দরবান (থানচি) প্রতিনিধি : মথি ত্রিপুরা।

    মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ।
    মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে আজ ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বান্দরবানের থানচি উপজেলাধীন বলিপাড়া এলাকায় বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    উক্ত কর্মসূচির আওতায় স্থানীয় ৩০০ জন অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ৩০০টি কম্বল বিতরণ করা হয়। শীত মৌসুমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কষ্ট লাঘবের লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি ৷
    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রদান করেন,সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, আর্টিলারি, জোনের অন্যান্য অফিসারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
    শীতবস্ত্র প্রাপ্ত উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে সৌহার্দ্য, আস্থা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

    উক্ত কার্যক্রমের মাধ্যমে বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মানবিক সহায়তা প্রদানে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
    এমতাবস্থায়, বলিপাড়া ৩৮ বিজিবি কর্তৃক কম্বল ও খেলার সরঞ্জাম বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

  • চারঘাটে ৩ দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন

    চারঘাটে ৩ দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে ৩ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কাউটের শিক্ষার্থী।

    উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • তুহিন হ-ত্যার বিচা-র দাবিতে কুমিল্লা প্রেসক্লাবে মান-ববন্ধন

    তুহিন হ-ত্যার বিচা-র দাবিতে কুমিল্লা প্রেসক্লাবে মান-ববন্ধন

    তরিকুল ইসলাম তরুন,
    ঘাতক বাবুর গ্রেফতার দাবি শিক্ষার্থী ও স্বজনদের
    কুমিল্লার বুড়িচং উপজেলার শ্রীপুর গ্রামের মেধাবী ছাত্র মোঃ তুহিন হত্যার বিচারের দাবিতে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

    নিহত তুহিন (১৭) বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র এবং শ্রীপুর গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র।
    গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে পাশের গ্রাম গোবিন্দপুরের বখাটে সন্ত্রাসী সাইফুল ইসলাম বাবু ও তার সহযোগীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুহিনকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে গরুর খামারে বেঁধে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে।

    স্থানীয়রা খবর পেয়ে তুহিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

    ঘটনার পর নিহতের পিতা মোসলেম উদ্দিন ২৩ অক্টোবর বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু প্রধান আসামি সাইফুল ইসলাম বাবু এখনো গ্রেফতার হয়নি।

    এই প্রেক্ষিতে বুধবার কুমিল্লা প্রেসক্লাবের সামনে বুড়িচং এরশাদ কলেজের শিক্ষার্থী, নিহত তুহিনের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধন করেন। পরে তারা কুমিল্লা জেলা পুলিশ সুপারের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

    মানববন্ধনে বক্তারা বলেন,

    “ঘাতক সাইফুল ইসলাম বাবু ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কুমিল্লা থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।এসময় উপস্থিত ছিলেন ইষ্টার্ণ ইয়াকুব প্লাজার সভাপতি মঞ্জুর আলম, সমাজসেবক ইকবাল হোসেন, রাসেদ, তানজিনা, সাব্বির, ফারুকসহ শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

  • কোটালীপাড়ায় জনস্বার্থে প্রশাসনের অ-ভিযানে অ-বৈধভাবে নির্মিত বাঁধ অপ-সারণ কয়ায় জনমনে স্বস্তি

    কোটালীপাড়ায় জনস্বার্থে প্রশাসনের অ-ভিযানে অ-বৈধভাবে নির্মিত বাঁধ অপ-সারণ কয়ায় জনমনে স্বস্তি

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    জনস্বার্থে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহাজাহান সিরাজের যৌথ অভিযানে বুধবার (৫ নভেম্বর) উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের তাড়াইলে ও রাধাগঞ্জ ইউনিয়নের বুজুর্গকোনা মাদারবাড়ীর মৎস্য খামারের সামনে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করা হয়েছে।

    উল্লেখ্য, কতিপয় অসাধু প্রভাবশালী মৎস্য খামারী সরকারি খাল, সরকারি ব্রীজের নিচে অবৈধভাবে বাঁধ দিয়ে এবং সাধারণ জনগণের বসতবাড়ি ও সরকারি রাস্তার পাশে কোন ধরনের স্থায়ী প্রটেকশন না দিয়ে মৎস্য চাষ করার ফলে উক্ত স্থানদ্বয়ের অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করা হয়।

    এসময় কোটালীপাড়ার সকল মৎস্য খামারীদের উদ্দেশ্যে ভবিষ্যতে এহেন সকল প্রকার অবৈধ কর্মকান্ড থেকে বিরত থাকর নির্দেশ প্রদান করা হয়, তা না হলে পরবর্তীতে জরিমানা ও সরকারি বিধি- বিধানের নিয়মের মধ্যে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জনানো হয়।

    এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করায় স্থানীয় কৃষক, জেলে ও এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। এসময় কোটালীপাড়া জুড়ে প্রভাবশালী মৎস্য খামারীদের দ্বারা নির্মিত সকল প্রকার অবৈধ বাঁধ দ্রুত অপসারণের দাবি জানান তারা বিশেষ করে পুনরায় দখল হওয়া কুশলা- রাধাগঞ্জ খালটি তারা দ্রুত অপসারণের দাবি জানান। এ বিষয়টি নিয়ে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলেও এখন পর্যন্ত উপজেলা প্রশাসন খালটি অবমুক্ত না করায় চরম ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।