Blog

  • অধ্যাক্ষের বিরুদ্ধে এমপিও ভুক্তির নামে ১০  লাখ টাকা আ-ত্মসাতের অভিযোগ

    অধ্যাক্ষের বিরুদ্ধে এমপিও ভুক্তির নামে ১০ লাখ টাকা আ-ত্মসাতের অভিযোগ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরুর বিরুদ্ধে এমপিও ভুক্তির কথা বলে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই কলেজের ডিগ্রি শাখার ৬জন শিক্ষক এ ব্যাপারে ঝিনাইদহ জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন, শিক্ষা উপদেষ্টা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঝিনাইদহ প্রেসক্লাবসহ বিভিন্ন দফতরে অভিযোগ পাঠিয়েছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, শহীদ নূর আলী কলেজের ডিগ্রি শাখা এমপিও ভুক্তির প্রলোভন দেখিয়ে অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু তাদের কাছ থেকে ১০ লাখ টাকা গ্রহন করেন। অথচ ডিগ্রি শাখা এমপিও না হলেও শিক্ষকদের টাকা ফেরত দেননি। শিক্ষকদের অভিযোগ ২০১৫ সালে মোটা অংকের টাকা ডোনেশান দিয়ে কলেজের ডিগ্রি পর্যায়ে নিয়োগ পান। ২০১৯ সালে স্নাতক শাখার শিক্ষকদের এমপিও ভুক্তি করে দিবেন বলে অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু শিক্ষকদের প্রতিশ্রæতি প্রদান করেন এবং শিক্ষক কর্মচারী মিলে ২০ লাখ টাকা দিতে বলেন। অধ্যক্ষের চাহিদা মোতাবেক তারা ১০ লাখ টাকা প্রদান করেন। ভুক্তভোগী শিক্ষক রবিউল ইসলাম জানান, তারা কেউ জমি বন্ধক রেখে, কেউ গরু ছাগল বিক্রি করে অধ্যক্ষের নির্দেশনা মতো নুর আলী কলেজের সহকারী অধ্যাপক মাসুদ সাজ্জাদ ও প্রভাষক প্রবীর কুমার বিশ্বাসের হাতে ১০ লাখ টাকা দেন। কিন্তু এমপিও ভুক্তি হয়নি তাদের পদ। আবার টাকাও ফেরৎ দিচ্ছেন না। শিক্ষকরা জানান, অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনারের মদদ পুষ্ট ও ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করেছে। এদিকে ১০ লাখ টাকা গ্রহনের ৬ বছর পার হলেও তাদের টাকা ফেরৎ না দেওয়ায় শিক্ষকরা মানবেতর জীবন কাটাচ্ছেন। শিক্ষকরা জানান, আওয়ামীলীগ সরকারের ১৬ বছরে অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু প্রভাবশালী শিক্ষক সুব্রত নন্দী ও কমিটির সদস্য গোলাম রসুলকে সাথে নিয়ে কলেজে নিয়োগ দিয়ে ১০ কোটি টাকার বানিজ্য করেছেন। আওয়ামী লীগের আমলে বিতর্কিত তিনটি সংসদ নির্বাচনে দলবাজ প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়েও কামিয়েছেন কাড়ি কাড়ি টাকা। এদিকে অধ্যক্ষের ভাই তৌহিদ সাত্তার রাজুকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক পদে মহিলা কোটায় চাকরী দিয়ে চরম অনিয়ম করেছেন। পুরুষ হয়ে তৌহিদ সাত্তার রাজু কি ভাবে মহিলা কোটায় চাকরী করেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু নিজের বিরুদ্ধে অভিযোগ খন্ডন করে বলেন, এমপিওভক্তির জন্য টাকা আমি কোন টাকা গ্রহন করিনি। সাবেক এমপির মাধ্যমে অভিযোগকারী রবিউল ইসলাম নিজের একাউন্ট থেকে কালিগঞ্জ ইসলামী ব্যাংক শাখায় ওই টাকা জমা করেন। তিনি জানান, ২০১৭ সালে নুর আলী কলেজ ডিগ্রী শাখার অনুমোদন লাভ করে। এমপিও ভুক্তির জন্য কিছু নিয়ম কানুন আছে। ডিগ্রি শাখায় কলেজের একটিমাত্র ব্যাচ বের হয়েছে, যে কারণে এমপিও ভুক্ত এখনো হয়নি। তারা যে অভিযোগ দিয়েছে সেটা মোটেও সত্য নয়। আমি ওই ৬ শিক্ষকের কাছ থেকে কোন টাকা গ্রহণ করিনি। অভিযোগের বিষয়ে ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিদর্শক কাউসার আহম্মেদ জানান, দুদকের নিয়মিত মিটিংয়ে দাখিলকৃত অভিযোগগুলো ওপেন করা হয়। আগামী মিটিংয়ে অভিযোগের বিষয়টি

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • ঈদগাঁওতে রাতে যুবক, দিনে শিশু’র মৃ*তদেহ উদ্ধার করেছে পুলিশ

    ঈদগাঁওতে রাতে যুবক, দিনে শিশু’র মৃ*তদেহ উদ্ধার করেছে পুলিশ

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
    মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হেলাল উদ্দিন (২৫) নামের এক যুবকের মৃতদেহ এবং খেলতে গিয়ে জামে মসজিদ পুকুর থেকে শিশু মোঃ ইব্রাহিম (০৭) নামের এক শিশু’র মৃত্যুদেহ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ।

    গত মঙ্গবার রাত ১ টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা সদর ইউনিয়নের কালির ছড়ার গহীন অরণ্যে আসারতলী খাল থেকে হেলালের মৃতদেহ উদ্ধার করা হয়।সে ভূতিয়াপাড়া এলাকার মরহুম জাফর আলমের ছেলে।

    এদিকে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের চুলিবন পাড়ায় পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহিম (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
    শিশু মো. ইব্রাহিম একই এলাকার আজিজুল হকের ছেলে ও স্থানীয় হোসাইনীয়া মাদ্রাসার ছাত্র।

    স্থানীয় সূত্রে জানা যায়,গত সোমবার দুপুরে নিহত হেলাল বনের দুর্গম এলাকায় আসারতলী খালে মাছ ধরতে যান। সন্ধ্যার পর রাত হয়ে গেলেও তিনি ফিরে না এলে এলাকার ১০ থেকে ১২ জন যুবক তাকে খুঁজতে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে খালের পানিতে তার লাশ খুঁজে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

    নিহত শিশু ইব্রাহিমের পরিবার সূত্রে জানা যায়, ইব্রাহিম তার ছোট বোনকে নিয়ে খেলতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী জামে মসজিদ পুকুরে পড়ে যায়। একপর্যায়ে পুকুরের পাশে খেলতে থাকা তার বোন রাহিয়া ভাইকে পানিতে ডুবতে দেখে বাড়ীতে এসে জানায়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ইব্রাহিমকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মতিউর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী পূর্বক পরিবারের আপত্তি না থাকায় দু’জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • রাজশাহীতে মাদরাসার নামে জমি দখলের চেষ্টা

    রাজশাহীতে মাদরাসার নামে জমি দখলের চেষ্টা

    আলিফ হোসেনঃ
    রাজশাহীতে মাদরাসা নির্মাণের নামে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এদিকে ভুক্তভোগী জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। গত ৫ নভেম্বর মঙ্গলবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ওই জমির মালিক উম্মে হানী।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ বছর আগে নতুন বুধপাড়া এলাকায় সোয়া ছয় কাটা জমি কিনেন। গত ২০ অক্টোবর সেই জমিতে তিনি সীমানা প্রাচীর দেয়ার জন্য কাজ শুরু করেন। কিন্ত্ত স্থানীয় বাসিন্দা মোজাম্মেলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন এসে আমাদের প্রাচীর বন্ধের হুমকি দেয়। এরপরও আমরা সীমানা প্রাচীর নির্মাণ করি। তবে গত ২৭ অক্টোবর রাতে মোজাম্মেল নেতৃত্বে বেশ কয়েকজন এসে আমাদের সীমানা প্রাচীরের উত্তর দিকের অংশ ভেঙ্গে দেয়। এ ঘটনায় গত ৩ নভেম্বর মতিহার থানায় সাধারণ ডায়েরি করি। তিনি আরো বলেন, গত ৩ নভেম্বর আবারো ভাঙ্গা অংশের প্রাচীর দেয়ার জন্য কাজ শুরু করলে মোজাম্মেলসহ প্রায় ৩০-৪০ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের সীমানা প্রাচীরের নির্মাণ কাজ বন্ধের হুমকি দেন এবং বলেন, জমির উত্তর দিকে মাদরাসা নির্মাণ করা হবে তাই আপনাদের ২ ফিট জমি দান করতে হবে। এমতাবস্থায় আমরা তাদের ২ ফিট জমি কিনে নেওয়ার প্রস্তাব দেয়। তবে তারা তা কিনতে অস্বীকৃতি জানিয়ে জোরপূর্বক ২ ফিট জমি দখলে নেয়ার হুমকি প্রদান করেন। এসময় রাতেই প্রাচীর ভেঙে ফেলা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরদিন সকালে গিয়ে দেখি তারা উত্তর দিকের প্রাচীর ভেঙ্গে ফেলেছে।
    সংশ্লিষ্ট বিভাাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান মাদরাসা তৈরির কথা বলে ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক আমার জমি দখলের নেয়ার চেষ্টা করছে মোজাম্মেল। এবিষয়ে মতিহার থানায় সাধারণ ডায়েরি করেও প্রশাসনের কোনো সহযোগীতা পায়নি। এমতাবস্থায় পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। আমি চায় এর একটা সুষ্ঠু সমাধান হোক। তারা যদি এই ২ ফিট জমি নিতে চায় তবে তাদের আমার কাছ থেকে কিনে নিতে হবে। এ বিষয়ে জানতে বেশ কয়েকবার মোজাম্মেল হকের মুঠো ফোনে কল দেয়া হলেও তিনি ধরেননি।

  • তানোরের কৃষিবিদ নুর মোহাম্মদের মালয়েশিয়া গমন

    তানোরের কৃষিবিদ নুর মোহাম্মদের মালয়েশিয়া গমন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের স্বশিক্ষিত বরণ্যে কৃষিবিদ নুর মোহাম্মদ আন্তর্জাতিক কৃষক-বিজ্ঞানী সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গমন করেছেন। গত ৪ নভেম্বর সোমবার তিনি মালয়েশিয়ার উদ্যেশ্যো ঢাকা ত্যাগ করেন।তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
    জানা গেছে, রাজশাহীর তানোর পৌর এলাকার গোল্লাপাড়ানামপাড়া মহল্লার বাসিন্দা নুর মোহাম্মদ। শিক্ষাগত যোগ্যতার কোনো সনদ নেই, তবে আছে ধান নিয়ে নতুন নতুন উদ্ভাবন। সংকরায়ণ করে একের পর এক নতুন ধান উদ্ভাবন করছেন তিনি। স্বশিক্ষিত এই বিজ্ঞানীর কাজ আমলে নিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরাও। ধানগুলো জাত হিসেবে স্বীকৃতির অপেক্ষায় রয়েছে। নূর মোহাম্মদ যাচ্ছেন ‘মালয়েশিয়ায় কৃষক-বিজ্ঞানী সম্মেলনে যোগ দিবেন।
    মালয়েশিয়ার পেনাং শহরে পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (প্যানাপ) তাঁকে এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। স্থানীয় একটি হোটেলে ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর এ্রই সম্মেলন অনুিষ্ঠত হচ্ছে। এ জন্য তাঁকে ৫ নভেম্বর পেনাং শহরে পৌঁছাতে হবে এবং ১০ নভেম্বর পর্যন্ত তাকে সেখানে অবস্থান করতে হবে। আয়োজকেরা তাঁর যাতায়াত, থাকা–খাওয়াসহ সকল খরচ বহন করবে। বাংলাদেশ থেকে তিনিই একমাত্র কৃষক–বিজ্ঞানী হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
    স্বশিক্ষিত নূর মোহাম্মদ দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। বরেন্দ্রভূমিতে প্রায় প্রতিবছরই খরায় নষ্ট হয়ে যায় ধান। সেই ধান রক্ষা করতেই কাজে লেগে যান তিনি। নিজের মাটির ঘরটাকে বানিয়ে ফেলেন গবেষণাগার। ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হেলাল উদ্দিনের সাহচর্য পান নূর মোহাম্মদ। সেখানে হাতে-কলমে শেখেন অনেক কিছু। এ পর্যন্ত সংকরায়ণের পর নূর মোহাম্মদের কৌলিক সারির সংখ্যা দাঁড়িয়েছে ২০০। সর্বশেষ তিনি একটি নতুন সারি উদ্ভাবন করেছেন। তাঁর দাবি, দেশে প্রচলিত বোরো ধান বপন থেকে শুরু করে কাটা পর্যন্ত ১৪০ দিন লাগে। তাঁর উদ্ভাবিত এই ধান বোরো মৌসুমে বপন থেকে ১৩০ দিনের মধ্যে কাটা যাবে। তিনি খরাসহিষ্ণু এই ধানের সারির নাম দিয়েছিলেন এনএমকেপি-৫। এনএমকেপির অর্থ হচ্ছে ‘নূর মোহাম্মদ কৃষি পরিষেবা’। প্রথম দিকে তিনি এনএমটি অর্থাৎ নূর মোহাম্মদ তানোর নামে ধানের নামকরণ করতেন।
    এনএমকেপি-৫-এর বিঘাপ্রতি ফলন ২৫ মণ। এই ধানের বিশেষত্ব হচ্ছে, পাকার পরও পাতা সবুজ থাকে। গাছ মজবুত। খরাসহিষ্ণু। পোকামাকড় ও রোগবালাই অনেক কম। এটি রোপা আমন মৌসুমেও হয়। তখন জীবনকাল হয় ১১০ থেকে ১১৫ দিন। এ ধান বোরো মৌসুমে ২৫ মণ ও আমন মৌসুমে ১৮ মণ পর্যন্ত হয়। এই জাতের ধান প্রাকৃতিক দুর্যোগ শুরুর আগেই ঘরে তোলা যাবে। সাধারণত শেষের দিকে সেচের খরচ বেড়ে যায়। পাম্পেও পানি কম মেলে। প্রথম দিকের চেয়ে পানির পরিমাণও বেশি লাগে। ১০ দিন আগে ওঠার কারণে সেচের খরচ কম হবে। আগাম ওঠার কারণে ভালো বাজার মিলবে। চাল চিকন। ভাত খেতে ভালো।
    নূর মোহাম্মদ তাঁর যে পাঁচটি জাত স্বীকৃতি পাওয়ার মতো বলে মনে করেন, সেগুলো হচ্ছে এনএমকেপি-১ থেকে এনএমকেপি-৫ পর্যন্ত। তিনি দেশের প্রচলিত ধানের জাতকে উজ্জীবিত করে তার জীবনকাল কমিয়ে এনেছেন। কোনোটির ফলন বাড়িয়েছেন। খরাসহিষ্ণু জাতের উদ্ভাবন করেছেন। এ ছাড়া আমন মৌসুমের জন্যও তিনি খরাসহিষ্ণু ও স্বল্প জীবনকালের আরও দুই জাতের ধান উদ্ভাবন করেছেন। এর একটির নাম দিয়েছেন এনএমকেপি-৫ ও অপরটির নাম দিয়েছেন এনএমকেপি-১০১। বীজতলায় ফেলা থেকে শুরু করে আমন ১১০ থেকে ১১৫ দিনের মধ্যে কাটা যায়। তবে তিনি জানান, ধান গবেষণা ইনস্টিটিউটও এই জাতের আমন উদ্ভাবন করেছে, কিন্তু তাঁরটা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের। তিনি বরেন্দ্র অঞ্চলের জন্য উপযোগী করে এই ধান উদ্ভাবন করেছেন। এই ধান ১৫ থেকে ২০ দিন পর্যন্ত বৃষ্টি না পেলেও খরা মোকাবিলা করে ভালো ফলন দিতে সক্ষম। এর ফলন বিঘায় ২০ থেকে ২১ মণ। এরপর তিনি সবচেয়ে স্বল্প জীবনকালের খরাসহিষ্ণু বোরো ধান উদ্ভাবন করেছেন বলে দাবি করেছেন। এই ধানের নাম দিয়েছেন এনএমকেপি-১০৩। সুগন্ধি এ ধান আমন মৌসুমেও হয়। কৃষি উৎপাদনে সাফল্যের জন্য নূর মোহাম্মদ ২০০৫ সালে পান রাষ্ট্রপতি স্বর্ণপদক। সেরা কৃষি উদ্ভাবন ক্যাটাগরিতে তীর-প্রথম আলো কৃষি পুরস্কার ২০১৮ পেয়েছেন এই কৃষিবিজ্ঞানী।

  • নড়াইলের চাঁদপুর গ্রামে দুইপক্ষের সংঘ*র্ষে নিহ*ত ১, আহত ৫

    নড়াইলের চাঁদপুর গ্রামে দুইপক্ষের সংঘ*র্ষে নিহ*ত ১, আহত ৫

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে কৃষক সুলতান মোল্যা (৬৫) নিহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পুরুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য চাঁদপুর গ্রামের জামাল এবং শরিফুল পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সুলতানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী ও পুলিশ। নিহত সুলতান মোল্যা শরিফুল পক্ষের সমর্থক।
    এদিকে, হত্যাকান্ডের পর জামাল পক্ষের বাড়ি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, তাদের বাড়ি থেকে গরু, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।
    কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

  • সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

    সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সুনামগঞ্জে পুরাতন কমিটি বাতিল করে ৩২ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। পুরাতন কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনকে নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
    কমিটির অন্যান্য সদস্যরা হলেন মিজানুর রহমান চৌধুরী, অ্যাড. মল্লিক মইন উদ্দিন সোহেল, অ্যাড. শেরে নুর আলী, অ্যাড. নুরুল ইসলাম নুরুল, নাদের আহমেদ, আকবর আলী, অ্যাড. মাসুক আলম, আনিসুল হক, আব্দুল মোতালেব খাঁন, রেজাউল হক, আনসার উদ্দিন, শামসুল হক নমু, আ.ত.ম মিছবাহ, ব্যারিস্টার আবিদুল হক, ফারুক আহমেদ (দক্ষিণ সুনামগঞ্জ), সেলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, ফারুক আহমদ (ছাতক), আব্দুর রহমান, নজরুল ইসলাম (সুনামগঞ্জ), কামরুল ইসলাম কামরুল, নাসিম উদ্দিন লালা, মো. মুনাজ্জির হোসেন সুজন, অ্যাড. জিয়াউল ইসলাম শাহিন, নজরুল ইসলাম (ছাতক), আব্দুল মুকিত, মো. শফিকুল ইসলাম, আলহাজ আব্দুল বারি, সিরাজ মিয়া, নুর আলী, মো: আবুর রশীদ।##

  • পঞ্চগড়ে দুর্নীতির কারণে মাদ্রাসার অধ্যক্ষের এমপিও স্থগিত

    পঞ্চগড়ে দুর্নীতির কারণে মাদ্রাসার অধ্যক্ষের এমপিও স্থগিত

     

    মোহাম্মদ বাবুল হোসেন.  পঞ্চগড় :

    নিয়োগ বাণিজ্য, কাগজপত্রে জালিয়াতি, মাদরাসা ফান্ডের টাকা আত্মসাতসহ নানা দুর্নীতির কারণে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বেতন সংক্রান্ত এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনলাইনে এমপিও সংক্রান্ত নোটিশ থেকে বিষয়টি জানা যায়।

    গত ১ অক্টোবর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ইমন আমির তার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেন। ৫ অক্টোবরের মধ্যে মহাপরিচালকের বরাবর নোটিশের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার গত বছরের ৯ আগস্ট দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অনুযায়ী অধ্যক্ষের বিরুদ্ধে উঠা দুর্নীতি, জাল-জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং শিক্ষক নিয়োগে অনিয়ম প্রমাণিত হয়েছে। এতে তার বেতন-ভাতার এমপিও কেন স্থাগিতসহ ইনডেক্স বাতিল করা হবে না, সেটার সন্তোষজনক জবাব দিতে বলা হয়।

    এ বিষয়ে লক্ষীপুর ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

  • জীবননগর স্পেশাল জেন্টস পার্লার

    জীবননগর স্পেশাল জেন্টস পার্লার

    আল আমিন মোল্লা
    জীবননগর অফিস।

    এই প্রথম ছেলেদের পার্লার জীবননগর স্পেশাল জেন্টস পার্লার।
    মেয়েদের পাশাপাশি ছেলেদের মধ্যেও রূপ সচেতনার বিষয়টি এখন সমানভাবে লক্ষণীয়। রূপসজ্জার বিষয়গুলো আগের মতো আর মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ নেই।

    ছেলেরাও এখন মেয়েদের পাশাপাশি স্বাস্থ্য ও রূপ সচেতন। তাই ছেলেদের চাহিদার কথা মাথায় রেখে গেলো মে-এর ০১ নভেম্বর জীবননগর চ্যাংখালী রোড মহানগর সিনেমা হলের পাশে।

    চালু হলো জীবননগর স্পেশাল জেন্টস পার্লার । এখানে ছেলেদের জন্য জীবননগর স্পেশাল জেন্টস পার্লার-সুবিধা নিয়ে জীবননগর চালু হয়েছে জীবননগর স্পেশাল জেন্টস পার্লার এর নতুন শাখা।

    চুয়াডাঙ্গা জেলা ও ঝিনেদাহ জেলার ভিতরে ছেলেদের জেন্টস পার্লার যে সব গুলো রয়েছে তার মধ্যে নিঃসন্দেহে অন্যতম পারসোনা অ্যাডামস। স্পা ও জিম সুবিধাসহ ছেলেদের অন্যান্য রূপসজ্জার সবধরনের সুবিধা থাকায় ইতিমধ্যেই নতুন হিসেবে গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছে এই পার্লারটি। এই এর ভিতরে রয়েছে নানান সুবিধা ও ভিন্ন ভিন্ন সেবার সুযোগ। এর মধ্যে কয়েকটির বিস্তারিত দেয়া হলোঃ

    চুল কাটা ও ফেসিয়াল
    এই পার্লারে ১০০ টাকায় চুল কাটানো থেকে শুরু করে ৫০০০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মান সম্পন্ন সেবা রয়েছে।

    হেয়ার সেটিং যার মধ্যে-মাউস/জেল/ক্রিম ও স্প্রে রয়েছে, এর জন্য খরচ হবে মাত্র ২০০ টাকা। এবং কেউ যদি হেয়ার স্ট্রেইটেনিং করতে চান তিন মাসের জন্য তাহলে লাগবে ৫০০০ টাকার মতো এবং এক বছরে জন্য রিবন্ডিং করতে চাইলে খরচ হবে প্রায় ৪০০০ টাকা। এছাড়াও স্টাইলিশ হেয়ার কাট করতে চাইলে ২০০ টাকার মতো খরচ হবে।

    স্পা বা বডি ম্যাসাজ
    জীবননগর স্পেশাল জেন্টস পার্লার বিশেষভাবে যেই সুবিধাটি জনপ্রিয় তা হলো এখানে রয়েছে স্পা সার্ভিসের ব্যবস্থা। স্পা সার্ভিস হলো সম্পূর্ন শরীর ম্যাসাজের একটি প্যাকেজ। যেখানে হেয়ার কাট, ফেসিয়াল, বডি, ম্যাসাজ, ফুট ম্যাসাজ, মেনিকিউটর, পেডিকিউটর ইত্যাদি থাকে।

    এখানে সাধারণ বডি ম্যাসাজের ক্ষেত্রে এক ঘন্টার জন্য খরচ হবে ৬০০ টাকা।

    এখানে থাই বডি ম্যাসাজের সুবিধাও রয়েছে, এই ম্যাসাজটির জন্য দেড় ঘন্টায় খরচ হবে ৮০০ টাকা।

    অন্যান্য সুবিধা
    অন্যান্য আরও কিছু সুবিধা যা জীবননগর স্পেশাল জেন্টস পালার দিয়ে থাকে তা হলো-

    গ্রাহকদের সাথে অন্য কেউ আসলে তার সময় কাটানোর জন্য রয়েছে ম্যাগাজিন, পত্রিকা এবং টেলিভিশন।
    কেউ চাইলে আগের থেকেই বুকিং দিয়ে রাখতে পারবেন,এখানে সার্ভিস গ্রহণের জন্য অগ্রিম বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এই সুবিধার জন্য কোন চার্জ বা ফি দিতে হয় না।

    এখানে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে এবং তাই গরমে অস্বস্তিতে পড়তে হবে না।
    এখানে বড়দের পাশাপাশি বাচ্চাদেরও সার্ভিস প্রদান করা হয়।

    খোলা ও বন্ধের সময়
    এই পার্লারটি পাবেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এটি খোলা থাকে।

    ঠিকানা ও যোগাযোগের সুবিধার জন্য
    জীবননগর স্পেশাল জেন্টস পালার শাখা ঠিকানা : জীবননগর বাজার মহানগর সিনেমা হলের পাশে মোবাইল নাম্বার : ০১৯৬১-৫৯০২৪৭

    এছাড়াও আমাদের আরও দুটি শাখা আছে সেইটা হলো : মেয়েদের জন্য রয়েছে বিউটি পার্লার

    জীবননগর স্পেশাল বিউটি পার্লার
    ঠিকানা মহানগর সিনেমা হলের পাশে মোবাইল নাম্বার : ০১৯৬১৫৯০২৪৭

    এবং
    রয়েছে স্টুডিও ভিডিও করা হয়
    জীবননগর স্পেশাল স্টুডিও ভিডিও
    শাখার ঠিকানা : মহানগর সিনেমা হলের পাশে মোবাইল নাম্বার ০১৯৬১৫৯০২৪৭
    প্রো: মো: রাজ মিয়া

  • গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে আর্ন্তজেলার সাত’জন ডাকাত গ্রেফতার

    গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে আর্ন্তজেলার সাত’জন ডাকাত গ্রেফতার

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার:-

    বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে আর্ন্তজেলার সাত জন ডাকাত আটক করেন গৌরনদী মডেল থানা পুলিশ। গৌরনদী মডেল থানার এস আই নজরুল ইসলাম জানান গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ স্যারের দিক নির্দেশনায় রোববার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার পূর্ব গরঙ্গল এলাকার মৃত সোনামদ্দিন খানের ছেলে কালাম খান (৪৫), আনোয়ার বেপারীর ছেলে আকাশ বেপারী (২৫), নাজিরপুর শংকরপাশা গ্রামের সামসুল হক ফকিরের ছেলে উজ্জল ফকির (৩৫), কুতুবপুর গ্রামের মৃত ইউনুস খানের ছেলে ফয়সাল খান (২৭), ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার সেমন্তঘর এলাকার জহর হকের ছেলে রুবেল মিয়া (২৬), উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মৃত শরীফ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫), বরিশাল বিমানবন্দর থানার নথুল্লাবাদ এলাকার মৃত ছলেমান খা’র ছেলে টিপু খা ওরফে টুকু (৪০)।৪ নভেম্বর সোমবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া নতুন বাজার পত্রিকার প্রতিনিধিকে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে থানার এস আই নজরুল ইসলামের নেতৃত্বে টহল পুলিশের একটি দল ডাকাতির সরঞ্জামাদি সহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • মুরাদনগর পূর্বধৈইর পূর্ব ইউনিয়নে স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র ও বিএনপির বিশুদ্ধ পানি বিতরণ

    মুরাদনগর পূর্বধৈইর পূর্ব ইউনিয়নে স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র ও বিএনপির বিশুদ্ধ পানি বিতরণ

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,,

    মুরাদনগর উপজেলার কুরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয় মাঠে ৪ ও ৫ ই নভেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আনন্দমুখর পরিবেশে বিএনপির অঙ্গ সংগঠনের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় পূর্বধৈইর পূর্ব ইউনিয়নে ১০ হাজার ভোটার জনগোষ্ঠীর মাঝে স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্র ও মুরাদনগর উপজেলা বিএনপির কর্ণদার সাবেক মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপির নির্দেশনায় ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেত্রীবৃন্দের উদ্যোগে বিশুদ্ধ বোতলজাত পানি বিতরণ করা হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সহ সভাপতি সাংবাদিক জয়দল হোসেনের সঞ্চালনায় কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জে নাইয়ুম ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি গোলাম মোস্তফা সুমন,জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুন,
    ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান সরকার, ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন বাপ্পী,

    বিএনপি নেতা আবিদ হোসেন আবিদ,,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক খলিল মাস্টার, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, বিএনপি নেতা হাফেজ মিয়া, মুরাদনগর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ ফারুক মিয়া, ছাত্রদল নেতা আমিন উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মামুন ভুইয়া,ইউনিযন যুব দলের সদস্য মামুন সওদাগর,ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোরশেদ মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শামীম মিয়া, বিএনপি নেতা রিপন সাইজী,ইউনিয়ন যুবদলের সদস্য আবুল খায়ের সরকার, মুরাদনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আলম সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল জলিল, ইউনিয়ন যুবদলের সদস্য মো সোহেল,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউল হকসহ প্রমূখ,এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতাদর্শের ছাত্র নেতা ফখরুদ্দিন রিয়াদ, এনামুল হক, এডভোকেট রাজু, মোঃ ইকবাল মিয়া, মোহাম্মদ রাকিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,