মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের কেজিবি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক হয়েছে আন্ত জেলা ট্রান্সফারমার চোর চক্রের তিন সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানর এসআই ওসমান গনি।তিনি জানান ০৭ নভেম্বর রাত ১.৩০ মিনিটের সময় চোর চক্র বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নিয়ে পালানোর সময় স্থানীয়রা টের পেয়ে হাতে নাতে আটক করে থানায় খবর দেয়। এ সময় বরিশাল বিমানবন্দর থানার মাধবপাশা ইউনিয়নের লাফাদি গ্রামের ফারুক হোসেন ভুটু এর পুত্র ফজলে রাব্বি (২৪) বরিশাল সিটি কর্পোরেশনের কাউনিয়া ০১নং ওয়ার্ডের মোঃ মনছুর হাওলাদার এর পুত্র সোহাগ হাওলাদার (৩১) , জানুকি সিংহ রোডের ৭ নং ওয়ার্ড মৃত ইউসুফ হাওলাদারের পুত্র মোঃ স্বপন হাওলাদার (২৮) কে আটক করে স্থানীয়রা। এ সময় চোর চক্রের আরেক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় কাজী মামুন (৪০) জানান ঘটনাস্থল থেকে তার বাড়ি কাছে থাকায় তিনি খুঁটি থেকে ট্রান্সফরমার নামানোর সময় শব্দ পেয়ে চিৎকার করেন এতে এলাকাবাসী ঘটনাস্থলে এসে তাদেরকে(চোর সন্দেহে তিনজনকে) ঘিরে ফেলে আটক করে। থানায় খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে উজিরপুর মডেল থানায় বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর উজিরপুর অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম রেজা শাওন (২৮) চারজনের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানা মামলা দায়ের করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান ট্রান্সফরমার চুরির ঘটনায় একটি মামলা আদায়ের করা হয়েছে, আটক কৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Blog
-

উজিরপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক তিনজন – মামলা দায়ের
-

বিএসকেপির জাতীয় কাউন্সিল ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন করা হচ্ছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত জাতীয় সাংবাদিক সংগঠন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপির) জাতীয় কাউন্সিল ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠিত হচ্ছে শীঘ্রই… দক্ষ ও পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে বাংলদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে চলতি মাসেই ঘোষণা করা হবে
বিএসকেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।
আগ্রহী পেশাদার সাংবাদিকদের যোগাযোগ করার জন্য আহবান জানানো হলো।আহবানে
এম এ মমিন আনসারী
জাতীয় সমন্বয়কারী
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) -

সারজিস-হাসনাতের আকস্মিক সফর
মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় :
শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও অন্যতক সমন্বয়ক সারজিস আলম আকস্মিক সফরে পঞ্চগড় গেছেন। উপজেলার কাজী শাহাবুদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত বলেন, তরুণ আমাদের বিশ্বাস করতে হবে বৃদ্ধ মা-বাবারা অসামর্থ্যের পরিচয় দিয়েছে। এখন পরিস্থিতি তাদের আমাদের কাঁধে ভর দিয়ে চলতে হবে। এ জন্য আমাদে কাঁধকে শক্ত করতে হবে। তরুণ প্রজন্মকে নেতৃত্বের প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় ভোটের বয়স ১৫ বছরে দেওয়া উচিত।’
ক্ষমতার জন্য দেশে গণহত্যা চালানো হয়েছে উল্লেখ করে সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘পুলিশ থেকে মুখোমুখি গুলি করা হয়েছে। ৩০০ থেকে ৩৫০ বুলেট লেগেছিল। সে মাত্র ১৮ বছরের ছেলে। তিন বছরের ছেলেমেয়েকে গুলি করে মারা হয়েছে। কয়েক মাসের বাচ্চাকে গুলি করে মারা হয়েছে। আমাদের কাছে অনেক বাবা কান্নাকাটি করে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দলকানা হওয়া হওয়া যাবে না। যে আপনাদের জন্য কাজ করে, আপনাদের জবাবদিহির জন্য প্রস্তুত থাকে, সে যে-ই হোক না কেন, তাকে আপনার প্রতিনিধি হিসেবে বেছে নেবেন। আমরা যদি এই জায়গায় সচেতন না হই, তাহলে আর কারা হবে।’
‘আমরা যারা নতুন প্রজন্মের প্রতিনিধি, তারা যেন আর দলকানা না হই’ উল্লেখ করে তিনি বলেন, ‘তাহলে অভ্যুত্থানের যে স্পিরিট, কেউ এমন ফ্যাসিস্ট হয়ে যাবে, একনায়ক হয়ে যাবে একেবারে। যারা আমাদের জন্য কাজ করবে, আমরা তাদের জন্য কাজ করব। সবাইকে রাজনীতিবিদ হতে হবে এমন না, তবে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে।’
এর আগে তিনি ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চবিদ্যালয় এবং পরে তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় সমন্বয়কসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তবে আকস্মিক সফরের উদ্দেশ্য জানতে চাইলে তারা রাতে তেঁতুলিয়ার তেঁতুলতলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান।
-

সুন্দরগঞ্জে ডোমেরহাট ইনসাফ আলী স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ডোমেরহাট ইনসাফ আলী সরকার আর্দশ স্কুল ও মাদরাসার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট স্কুল কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র স্কুলের অধ্যক্ষ রওশন আলম সঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম সাইফুল ইসলাম মণ্ডল শাজাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের প্রভাষক গোলাম সরওয়ার মওলা, সাংবাদিক মোঃ আনিসুর রহমান আগুন, ইংরেজী শিক্ষক মোঃ মাসুদ রানা, আলমগীর হোসেন খাঁন, মোঃ আমিনুল ইসলামসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি রেলি রামজীবন ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে স্কুলটির সার্বিক কল্যাণে দোয়া কামনা করা হয়।
-

ভূঞাপুরে জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
আল আমিন শোভন
বিশেষ প্রতিনিধি :-
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে জমি দখল চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। বুধবার (৬ নবেম্বর) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকন্দীতে বাজারের পাশে ওই জমিতে থাকা ঘর ভাংচুর করে ও জমিতে থাকা পিলার উঠিয়ে ফেলে স্থানীয় ইউপি সদস্য দিলিপ ফকির ও তার বাহিনীরা।জানা যায়, ২০১৯ সালে মৃত কাসেম ফকিরের ওয়ারিশগণদের কাছ থেকে সিরাজকন্দীর পলশিয়া মৌজায় ২৩ শতাংশ জমি ক্রয় করেন মো. মোজাদ্দিদ আলম। জমির বিআরএস দাগ নাং- ২৯৪৩ ও বিআরএস খতিয়ান নং- ৩৭৯। নিজ জমিতে বসবাস করার জন্য কিছু গাছ লাগান মোজাদ্দিদ। পরে কাসেম ফকিরের বংশীয় দিলিপ ফকির দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে সেই জমির উপরে সকল গাছ কেটে ফেলেন এবং জমির মালিককে নানাভাবে হুমকি প্রদান করেন। ওই জমিতে হামলা চালিয়ে দখল নেওয়ার চেষ্টা চালালে ভুক্তভোগী মো. মোজাদ্দিদ আলম বাদী হয়ে টাঙ্গাইল দায়রা জজ আদালতে ১৪৪ ধারায় একটি ফৌজদারি মামলা করেন (সি, আর মামলা নং- ১০০/২০২১)। সে মামলার রায় তাদের পক্ষে আসে। মামলার উপর দিলিপ ফকির আপিল করেন। সেই আপিলের রায়ও ভুক্তভোগীর পক্ষে আসে। তারপরও দিলিপ ফকির জমির মালিককে নানা ভাবে হুমকি দেয়। আবারো মুজাদ্দিদ আলম একটি নিষেধাজ্ঞা মামলা করে। সে মামলা চলমান থাকাবস্থায় দীলিপ ফকির ও তার সহযোগীরা হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই জমির মালিক মোজাদ্দিদ আলম। কিন্তু দিলিপ ফকির সন্ধ্যায় তার লোকজন নিয়ে ভাঙচুর করেন।
ভুক্তভোগী মোজাদ্দিদ আলম জানান,
কাসেম ফকির মারা যাওয়ার পর তার ছেলে ও স্ত্রী কাছ থেকে ২৩ শতাংশ জমি ক্রয় করি। ক্রয় করার পরে সেখানে বসবাস করার জন্য একটি ঘর ও কিছু গাছ লাগাই। তারপর থেকে দিলিপ ফকির আমার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমার সকল কাগজপত্র ঠিক থাকায় আমি তাকে চাঁদা দিতে অস্বীকার জানাই। তারপর থেকেই সে আমাকে নানাভাবে হুমকি প্রদান করে আসছে। পরে সে একদিন আমার জমিতে থাকা সকল গাছ কেটে ফেলে এবং জমি দখলের চেষ্টা চালায়। তারপরও সে আমার জমি দখল হুমকি এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। আমি আমার জীবনের নিরাপত্তাসহ আবার জমি যেনো আমাকেএই বিষয়ে মোজাদ্দিদ ছেলে ওমর ফারুক জানায়, আমাদের সকল কাগজপত্র থাকা সত্বেও তারা আমাদের ভূমি দখলের চেষ্টা করছে। তারা আমাদেরকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। মামলার রায় নিষ্পত্তি হবে আগামী রবিবার।
ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
-

মধুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত
আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি দোয়া এবং এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা শটিবাড়ী মোড়ে অনুষ্ঠিত এ দোয়া ও দাওয়াতী সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর ও ধনবাড়ী উপজেলার সাবেক আমির, মধুপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবং টাংগাইল জেলা শাখার কর্ম পরিষদের সেক্রেটারি অধ্যক্ষ মন্তাজ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর পৌর সাংগঠনিক শাখার আমির ও টাংগাইল জেলা শাখার সুরা সদস্য, মাওলানা রিজোয়ানুল্লাহ খান, পৌর সাংগঠনিক শাখার সেক্রটারি মাওলানা আবু সাইদ, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উক্ত দাওয়াতী সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলোকদিয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল হামিদ। -

তানোরের বিল্লী বাজার বণিক সমিতির কমিটি গঠনে অনিয়ম
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের বিল্লী বাজার বণিক সমিতির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। কথিত কমিটি নিয়ে বাজারের ব্যবসায়ীদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।এঘটনায় বিল্লী বাজারের ব্যবসায়ীগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিল্লী বাজার অনিক সমিতির সদস্যগণ দিল্লী বাজার বনিক সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এদিন সভায় বনিক সমিতির নতুন কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা করা হয়। সভায় একাধিক ব্যবসায়ী সভাপতি পদে প্রার্থীর ঘোষণা দেন। একপর্যায়ে সভাপতি পদের প্রার্থী আব্দুল মালেক এবং আফসারুজ্জামান বাবু প্রস্তাব করেন যে. প্রথমে বণিক সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রনয়ণ করা হোক তারপর নির্বাচনের মাধ্যমে
বণিক সমিতি গঠন করা হোক। তাদের এই প্রস্তাব নিয়ে বাকবিতন্ডতা শুরু হয়
এক পর্যায়ে আব্দুল মালেক এবং আকসারুজ্জামান বাবু তারা তাদের প্রার্থীতার প্রস্তাব তুলে নেই এবং পরবর্তীতে চুড়ান্ত ভোটার তালিকা তৈরি করে ভোটের দিন ধার্য ও ভোটের মাধ্যমে কমিটি গঠনের প্রস্তাব দিয়ে। তারা তাদের অনুসারীদের নিয়ে সভা স্থান থেকে চলে যান।
কিন্ত্ত আবুল কাশেমের পুত্র সেকেন্দার আলী তার অনুগত ও বহিরাগত লোকজন নিয়ে ভুয়া ভোট দেখিয়ে নিজেকে সভাপতি এবং দেলোয়ার হোসেনকে সম্পাদক ঘোষণা করেন। এখবর ছড়িয়ে পড়লে বাজারের সাধারণ ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে উঠে।
লিখিত অভিযোগে আরো বলা হয়, আমরা নিম্ন স্বাক্ষরকারী দোকান মালিকগণ এই লোক দোখানো
নিয়মবহির্ভুতভাবে গঠিত কমিটি এবং
সভাপতি ও সম্পাদককে প্রত্যাখ্যান করি। এমতাবস্তায় বিষয়টি বিবেচনায় নিয়ে বিল্লী বাজার বনিক সমিতির কমিটি বাতিলপূর্বক তফসীল ঘোষণার মাধ্যমে সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সু-দৃষ্টি কামনা করছি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে জানতে চাইলে সেকেন্দার আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সভাপতি নিয়ে কোনো অভিযোগ নাই, সম্পাদক নিয়ে যে অভিযোগ ছিল, সেটা আমরা মিমাংসা করে নিয়েছি, আগামিকাল মিমাংসাপত্র জমা দেয়া হবে।# -

নড়াইল জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ২৫ জন গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট মূলে পচিশজন (নড়াইল সদর-দুই, লোহাগড়া-দুই, নড়াগাতী-এগার), নিয়মিত মামলায় গ্রেফতার ছয়জন (নড়াইল সদর), নাশকতা মামলায় গ্রেফতার দুইজন (লোহাগড়া-এক, নড়াগাতি-এক), প্রতারনা মামলায় গ্রেফতার দুইজন (নড়াইল সদর) মোট পচিশজন আসামি গ্রেফতার করে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর নড়াইল জেলা পুলিশ।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় নড়াইলবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলেছে। -

পাইকগাছায় মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে
ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
পাইকগাছায় মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে।মৃৎশিল্প এমন একটি মাধ্যম যা মাটিকে নিয়ে আসে মানুষের কাছাকাছি। মৃৎশিল্প বলতে মাটি দিয়ে তৈরী যাবতীয় ব্যবহার্য এবং শৌখিন শিল্পসামগ্রীকেই বোঝায়। শিল্প ও সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের মধ্যে মৃৎশিল্প অতি প্রাচীন। মাটির সাথে মানুষের জীবন ঘনিষ্ঠভাবে ভাবে জড়িয়ে আছে। মাটি যখন শিল্পের ছোঁয়া পায় তখন উঠে আসে ঘরে, সাজিয়ে তোলে আমাদের অন্দরমহল। সেই মাটির তৈরী সামগ্রী যখন ব্যপক প্রসার লাভ করে তখন তার নাম হয় মৃৎশিল্প। কিন্তু কালের আবর্তনে বিলীনের পথে ঐতিহ্যবাহী এই মৃৎশিল্প। তবে পূর্বপুরুষের এই পেশা এখনও ধরে রেখেছেন কেউ কেউ।খুলনার পাইকগাছায় মাটির তৈরী হাড়ি-পাতিল, থালা-বাসন, ফুলের টব, মাটির ব্যাংক, আগরদানি, মোমদানি, প্রদীপ দানি, বাচ্চাদের খেলনা সহ আরও অনেক ধরনের তৈজসপত্র দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে মাটির তৈরী এসব ব্যবহার্য সামগ্রীর চাহিদা দিন দিন কমে যাচ্ছে,সে কারণে বংশানুক্রমে পাওয়া এ পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মৃৎশিল্পীরা। আয়ের সঙ্গে ব্যয়ের অসঙ্গতি আর জীবন-মান উন্নয়নের জন্য ক্রমশ অন্য পেশার দিকে ঝুঁকে পরছেন তারা। এমনকি মাটির তৈরী তৈজসপত্রের পর্যাপ্ত চাহিদা না থাকায় নতুন করে এ পেশায় কেউ প্রবেশ করতে আগ্রহ দেখাচ্ছে না।উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, এ পেশার সঙ্গে জড়িতদের অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের। আবার কেউ কেউ জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এ পেশা ছেড়ে অন্য পেশায় জীবিকা নির্বাহের চেষ্টা করছেন।
উপজেলার বোয়ালিয়া পাল পাড়ার পাল বলেন, আমার বাপ-দাদার জাত ব্যবসা ধরে রাখার জন্য আমি ৩০ যাবৎ বছর এ পেশায় কাজ করছি। আমার পরিবারের আর কেউ এই পেশায় আসতে চাচ্ছে না। দিনে দিনে মাটির তৈরী জিনিসপত্রের চাহিদাও কমছে, বর্তমানে স্যানিটারি ল্যাট্রিনের চাক বা রিং বা কুয়ার রিং তৈরী করছি। মৃৎশিল্পী পাল বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ পেশার শিল্পীদের বাঁচিয়ে রাখতে এখনই সরকারি পৃষ্টপোষকতা প্রয়োজন। দেশের বিভিন্ন স্থানে মেলার ও প্রদর্শনীর আয়োজন করে মাটির জিনিসপত্রের প্রয়োজনীয়তা জনসাধারণের কাছে তুলে ধরা দরকার। তা না হলে মৃৎশিল্পীদের স্থান হবে শুধুই ইতিহাসের পাতায়।
এ প্রসঙ্গে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার বলেন, মৃৎশিল্পীদের ঐতিহ্যকে ধরে রাখতে যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া ও ঋনদান কর্মসূচী সহ নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এই কর্মসূচী আরও বেগবান করার চেষ্টা করবে উপজেলা প্রশাসন। তাতে মৃতশিল্পে অনেকের আগ্রহ বাড়বে বলে আমি আশা করি।প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা। -

লক্ষাধিক মানুষের জমায়েত- গোদাগাড়ীর মাহফিলে মুফতি আমির হামজা
মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে ৪ নভেম্বর ও ৫ নভেম্বর উজানপাড়া তাফসীর কমিটির উদ্যেগে এক বিশাল তাফসুরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়।
দ্বিতীয় দিন মাও. মোহম্মদ আব্দুল মুমিন বিন দুরুল হোদার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিগত আওয়ামীলীগ সরকার আমূলে বছরের পর বছর কারাভোগকারী মুফতি আমির হামজা (কুষ্টিয়া)।
হিন্দু ভায়েরা বলেন, কেন নিষিদ্ধ করা হবে? তখন হিন্দু ভাইয়েরা কোথায় ছিলেন? যখন ২০০৬ সালে অক্টোবর মাসের ২৮ তারিখে লগি বৈঠা নিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছিল, সন্ত্রাসী কর্মকান্ড নতুন ইতিহাস সৃষ্টি করেছিল, যারা করে ছিল তাদেরকে নিষিদ্ধ করা অনেক আগেই করা প্রয়োজন ছিল। কুরআন,হাদিসের আলোকে বিশ্লেষণধর্মী বয়ান করার সময় এসব কথা বলেন।
এক শয়তান এখন বিএনপির সাথে দেশের জন্য গণতন্ত্রের জন্য এক সাথে কাজ করতে চাই।
হাসান মাহমুদ ২০২৪ ইং সালের প্রথম দিকে ঘোষনা দিয়েছেন যারা লিল্লাহে তাকবির দেন তারা রাজাকার। যারা তাকবিরকে এ শব্দের সাথে ঘোষনা দেন তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। লিল্লাহে তাকবির কি জামায়াতে ইসলামীর, শিবিরের উত্তরে লাখ লাখ তৌহিদী জনতা না না ধ্বনি দেন। সবাই বলেন এটা আল্লাহর । এদেশে ১০০ জন মানুষের মধ্যে ৯৮ জন মানুষ এখন ইসলাম প্রতিষ্ঠিত হউক এটা চায়। এদেশে সাড়ে ৫৩ রছর নির্যাতন খুন গুমের শিকার হয়েছে।
তারা গুম, খুন, আয়নাঘর সৃষ্টি করেছে। শ শ মানুষকে খুন করেছে আয়নাঘরে হাজার মানুষ নির্যাতন করেছে। যা দেশের মানুষ এখন দেখছেন।তিনি কুরআন, হাসীদ দিয়ে আলোচনার সময় বলেন, দেশে এখন যদি জরিপ করা হয় প্রেসিডেন্ট হওয়ার শতভাগ যোগ্যতা কার আছে সবাই বলবেন, জামায়াতে ইসলামীর আমির ড. সফিকুর রহমানের। সব দলের নেতারা দায়িত্ব পাওয়ার পর লুটপাট শুরু করেন আর জামায়াতের নেতা হওয়ার জন্য কেউ নিজে দায়িত্ব নিয়ে চাই না সবাই যোগ্যতম লোকের উপর দায়িত্ব চাপিয়ে দেন।আল্লাহর নিকট দুয়া করেন, কুরআন হাদীস দিয়ে দেশ শাসন করলে কেমন হয় তা আল্লাহ আমরা দেখতে চাই। এটা দেখার আল্লাহ যেন তৌফিক দান করেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মহিলাদের জন্য আলাদা করে বয়ান করার কথা ছিল কিন্তু করতে না পারায় আগামীতে কোন দিন গোদাগাড়ীতে আসলে অবশ্যই ইনসাল্লাহ করবো।
উল্লেখ্য বয়নের এক পর্যায়ে মুফতি আমীর হামজার কানের ভিতর পোঁকা প্রবেশ করে এসময় কানে পানি দিয়ে পোকা বের করার চেষ্টা করা হয়। বয়ান শেষে তা বের করতে রাজশাহী ইসলামি ব্যাংক হাসপাতাল নওদাপাড়া ইএনটি বিশেষজ্ঞ ডা হারুন অর রশিদ এর চেম্বারে নিয়ে যাওয়া হয়। ডাক্তার পোঁকা সফলতার সাথে বের করতে সক্ষম হন তিনি আল্লাহর এখন সুস্থ আছেন।
উল্লেখ্য প্রথম দিন মাও. মোঃ আব্দুল্লাহ এর সভাপিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) মোঃ শরিফ উদ্দিন,
২য় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, বক্তা হিসেবে বয়ান করেন, ড. আবুল কালাম আজাদ আযহারী, ড. ত্বহা বিন জহরুল ইসলাম, মাও. মোঃ আব্দল মুমিন বিন দুরুল হোদা, মাও. হোসাইন আহম্মেদ মাহফুজ, মাও. এইচ. এম. আব্দুল আলিম, মাও. আব্দুর রশিদ প্রমূখ।মোঃ হায়দার আলী
রাজশাহী।