Blog

  • পাথরঘাটায় ইউপি সদস্যের উপরে দুর্বৃ-ত্তদের হা-মলা।

    পাথরঘাটায় ইউপি সদস্যের উপরে দুর্বৃ-ত্তদের হা-মলা।

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় আলমগীর শেখ নামক এক ইউপি সদস্যের উপরে দুর্বৃত্তরা হামলা করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে বলে আলমগীর শেখের ছেলে আমিনুল ইসলাম রণি জানিয়েছেন।

    খোজ নিয়ে জানা যায়, ভিজিএফ কার্ডধারীদের সহায়তার চাউল প্রদান করার উদ্দেশ্যে পাথরঘাটা খাদ্যগুদামে যাওয়ার পথে নতুন বাজার ব্রিজের দক্ষিণ পাড়ে একটি চা’দোকানের কাছে ১০/১২জনের একদল দুর্বৃত্ত তার ওপরে হামলা চালায়। হামলায় কিল-ঘুষি এবং মারধরের সময় আলমগীর শেখ মাটিতে লুটিয়ে পরে। স্থানীয় লোকজন ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসে।

    ঘটনায় আলম মোল্লা নামক একজনের সংপৃক্ততা রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। ।

    অমল তালুকদার
    পাথরঘাটা বরগুনা।

  • বাগআঁচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

    বাগআঁচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

    আজিজুল ইসলাম,যশোরঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনে বৃহস্পতিবার বিকালে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বিশিষ্ট ব্যবসায়ী ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি নেতা মোনায়েম হোসেনের সভাপতিত্বে ও শার্শা উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহব্বায়ক জাহাঙ্গীর হোসেন।
    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি সদস্য ও কায়াবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হোসেন।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দীন,শার্শা উপজেলা বিএনপির সদস্য ও কায়বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহারিয়ার হোসেন মুকুল,ওলিয়ার রহমান,বিএনপির নেতা রফিকুল ইসলাম সন্তুু,মিকাইল হোসেন মনা,সেচ্ছা সেবক দলের সাবেক সদস্যসচিব সেলিম হোসেন আশা,যুগ্ন আহ্বায়ক তৌহিদ হোসেন,যুবদলের যুগ্ন আহব্বায়ক সোহাগ ও কবির হোসেন,কায়বা ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক আলমগীর কবির, প্রভাষক হুমায়ন কবির,আব্দুল মান্নান সহ বিএনপি যুবদল, ছাত্রদল,কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে শার্শা উপজেলা বিএনপির সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি র‍্যালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে সকালে দিবসটি উপলক্ষে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

  • বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযানে ০৩টি জ্বালানী তেলের পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ ঘোষনা

    বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযানে ০৩টি জ্বালানী তেলের পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ ঘোষনা

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে :
    ১। মেসার্স সিরাজ এন্ড সন্স ফিলিং স্টেশন, উলিপুর, কুড়িগ্রাম এর প্রতি দশ লিটার ডিজেল পরিমাপে ৪২০ মি. লি. এবং অকটেন পরিমাপে ২২০ মি. লি. কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিট দুটি বন্ধ করা হয়। এছাড়াও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্টের মেয়াদ শেষ হওয়ায় এবং ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হওয়ায় সেগুলো দ্রুত নবায়ন করার পরামর্শ প্রদান করা হয়।
    ২। মেসার্স বিনিময় প্রাইম ফিলিং স্টেশন, মোস্তফী, লালমনিরহাটের প্রতি দশ লিটার ডিজেল পরিমাপে ২৯০ মি.লি. কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিটটি বন্ধ করা হয়।
    ৩। মেসার্স সোহরাব পেট্রোলিয়াম, নব্দীগঞ্জ, রংপুর এর প্রতি দশ লিটার অকটেন পরিমাপে ৬৭০ মি.লি. ও ডিজেল পরিমাপে ৭৫০ মি. লি. কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিট দুটি বন্ধ করা হয়।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (মেট্রোলজি) জনাব মোঃ মাছুদুল হক এর নেতৃত্বে অভিযানে আরও অংশগ্রহণ করেন জনাব সন্দীপ দাস, পরীক্ষক (মেট্রোলজি/রসায়ন)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সুজানগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    সুজানগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে এবং এসএপিপিও আলমগীর হোসেনের সঞ্চালনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ ফারুক চৌধুরী। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুজানগর উপজেলার ৮১১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্রা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এই প্রনোদনা কর্মসূচিতে ২৫০০জন কৃষকের প্রত্যেকে ২০কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার, ৫০ জন কৃষক ০২ কেজি করে ভূট্রা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার, ৩৫০০ জন কৃষক ০১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার, ১২০০ জন কৃষক ০১ কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার, ২৫০ জন কৃষক ১০ কেজি করে চিনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ০৫ কেজি করে এমওপি সার, ৪০০ জন কৃষক ০৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ০৫ কেজি করে এমওপি সার, ২০০ জন কৃষক ০৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ০৫ কেজি করে এমওপি সার এবং ১০ জন কৃষক ০২ কেজি করে অড়হড় বীজ, ০৫ কেজি ডিএপি সার ও ০৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হচ্ছে।

    সুজানগর(পাবনা) প্রতিনিধি

  • বেতাগীতে ইউএনও এর সাথে শিক্ষার্থীদের জবাবদিহিতামূলক অধিবেশন  অনুষ্ঠিত

    বেতাগীতে ইউএনও এর সাথে শিক্ষার্থীদের জবাবদিহিতামূলক অধিবেশন অনুষ্ঠিত

    বেতাগী বরগুনা প্রতিনিধি

    ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলা শাখার আয়োজনে জাগো ফাউন্ডেশনে সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১২ টায় কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ইউএনও-এর সাথে একই বিদ্যালয় এর শতাধিক শিক্ষার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    আয়োজিত সভায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ – বরগুনা জেলার সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্নার
    সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ফারুক আহমেদ।
    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা নাসরিন, এনজিও সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম, ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সহ-সভাপতি ইশরাত জাহান লিমা, সাধারণ সম্পাদক আবু জাফর, পাবলিক রিলেশন আফিসার সোহানুর রহমান সৈকত, কমিটি মেম্বার আরিফুল ইসলাম মান্না, মাঈনুল ইসলাম তন্ময়, তৌহিদ হোসেন, রাইসা সিকদার, মো. জিহাদ প্রমুখ।
    বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ,কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ৮ শ্রেণীর শিক্ষার্থী সাবরিনা শিফা, আদ্রিতা হালদার মম, নাবিলা জান্নাত, খাদিজা, ইসরাত জাহান মুক্তা, হনুফা আক্তার, হাফসা আলম, সাদিয়া আক্তার ইমা।

    এসময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে সেনিটাইজেশন, ডিবেটিং ক্লাব, লাইব্রেরী, ক্যান্টিন স্থাপন, টাস্ক ফোর্স গঠন সহ নারী শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের কঠোর হওয়ার আহ্বান জানান। এছাড়াও দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার নির্মান ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা বিবেচনায় স্কুল নিকটবর্তী দোকান সমূহের অস্বাস্থ্যকর খাদ্য তৈরির অভিযোগ তুলে ধরেন শিক্ষার্থীরা।

    উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, এই আয়োজনের মাধ্যমে আমি এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং নারী শিক্ষার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়েছি। অতি দ্রুত আমরা সকল সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এবং নারী শিক্ষার হার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এতো সুন্দর একটি আয়োজন করার জন্য ভলান্টিয়ার ফর বাংলাদেশ-বরগুনা জেলাকে ধন্যবাদ জানান।

  • রাজশাহীতে সাবেক কমিশনার-ডিআইজিসহ ২২১ জনের নামে মামলা

    রাজশাহীতে সাবেক কমিশনার-ডিআইজিসহ ২২১ জনের নামে মামলা

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার-ডিআইজিসহ ২২১ জনের নামে বিস্ফোরক আইনে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

    মঙ্গলবার (৫ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মামলাটি দায়ের করেছেন জেলার পবা উপজেলার শ্রীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মারুফ মর্তুজা।

    রাজশাহী মেট্রোপলিটন ম্যাাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সল তারেক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

    মামলায় অভিযুক্তরা হলেন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) তৎকালীন কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান, অতিরিক্ত ডিআইজি বিজয় বশাক, বোয়ালিয়া জোনের ডিসি বিভূতি ভূষণ ব্যানার্জি, আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের এডিসি উৎপল কুমার চৌধুরী, ডিবির তৎকালীন ওসি মশিয়ার রহমান, বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবির, ওসি তদন্ত আমিরুল ইসলাম, কর্ণহার থানার ওসি কমল কুমার দেব, কাটাখালীর ওসি তৌহিদুর রহমান, বোয়ালিয়া থানার এসআই কিংকর, এয়ারপোর্ট থানার এসআই আবদুর রহিম, রাজপাড়া থানার এসআই কাজল নন্দি, বোয়ালিয়া থানার এসআই ইফতেখায়ের আলম, কাটাখালী থানার কনস্টেবল ফুলবাস, বোয়ালিয়ার কনস্টেবল আশরাফুল, রাজপাড়ার এসআই মানিক, মানিক এএসআই রাজপাড়া থানা, রাজপাড়া থানার এএসআই প্রণব, কর্ণহারের এএসআই তসলিম ও এএসআই সিরাজ নাম রয়েছে। মামলায় অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
    মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে তালাইমারি মোড় থেকে মারুফ মুর্তজা প্রায় দুই হাজার ছাত্র-জনতার সঙ্গে পশ্চিমে শহরের দিকে রওনা দেন। দুপুর সোয়া ১টার দিকে বোয়ালিয়া থানা এলাকার পৌঁছালে আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নির্দেশে অন্যান্য আসামিরা গুলি ও ককটেল নিক্ষেপ করতে থাকেন। এতে করে মারুফ মুর্তজাসহ আরও অনেকে আহত হন। এ সময় দুটি গুলি তার পায়ে এসে লাগে।
    পরে উপস্থিত ছাত্র-জনতা মারুফ মুর্তজাসহ অন্যান্য আহতদের নওদাপাড়ায় অবস্থিত ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। মারুফ চিকিৎসা শেষে আসামিদের নাম সংগ্রহ করে থানায় মামলা করতে গেলে ডিউটি অফিসার আদালতে মামলার পরামর্শ দেন। মামলার বাদী অভিযুক্ত পুলিশ সদস্যদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেন।

    হায়দার আলী,
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • দামও কমতে শুরু করেছে। রাজশাহী অঞ্চলে শীতের আগাম সবজিতে চাষির মুখে হাসির ঝলক

    দামও কমতে শুরু করেছে। রাজশাহী অঞ্চলে শীতের আগাম সবজিতে চাষির মুখে হাসির ঝলক

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ
    সকাল-সন্ধ্যার কুয়াশায় রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বরেন্দ্রর মাঠে মাঠে শোভা পাচ্ছে সবুজ সবজির সমারোহ। সবজির বাম্পার ফলনে চাষিদের মুখে যেন হাসির ঝলক।

    শীতকালীন আগাম সবজি বাজারে তুলতে শুরু করেছেন তারা। মাঠে পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে চাষিদের। এবার আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা লাভবান হবে বলে আশা প্রকাশ করছেন কৃষি কর্মকর্তারা।

    রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ মৌসুমে জেলার ৯ উপজেলায় ৫ হাজার ৬৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে ৩৪ রকমের শাকসবজি। গত ২০২২-২৩ মৌসুমে ৩০ রকমের শাকসবজি চাষ হয় ৩ হাজার ৮৯০ হেক্টর জমিতে। অর্থাৎ গতবারের তুলনায় এবার ১ হাজার ৭৫০ হেক্টর বেশি জমিতে চাষ করেছেন কৃষকরা। শীতের আগাম এসব সবজির মধ্যে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, টমেটো, মূলা, পটল, করলা, ঝিঙ্গা ও বরবটি উল্লেখযোগ্য। এছাড়া পালংশাক, পুইশাক, লালশাক এবং ধনিয়াপাতাও রয়েছে এ তালিকায়।

    সূত্র জানায়, জেলায় এবার সবচেয়ে বেশি চাষ হয়েছে বেগুন। মোট ৯০৮ হেক্টর জমিতে এ সবজি আবাদ করেছেন চাষিরা। আর ফুলকপি ৩৮৭ হেক্টর, বাঁধাকপি ৩২৩ হেক্টর, শিম ২৪১ হেক্টর, মূলা ৪৩৫ হেক্টর ও টমেটো চাষ হয়েছে ৬৪ হেক্টর জমিতে। এছাড়া লালশাক ৫৩৮ হেক্টর ও পুইশাক ৩০২ হেক্টর জমিতে চাষ হয়েছে। গত ২০২২-২৩ মৌসুমেও সর্বোচ্চ ৬৬৯ হেক্টর জমিতে বেগুন চাষ হয়। ওই বছর ফুলকপি ২৭৫ হেক্টর, বাঁধাকপি ২৩৯ হেক্টর ও মূলা চাষ হয় ৩২৮ হেক্টর জমিতে।

    কৃষি অফিস থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, শীতের আগাম সবজি চাষে গতবারের মতো এবারও শীর্ষে রয়েছে পবা উপজেলা। এ বছর উপজেলাটিতে ১ হাজার ৭০০ হেক্টর জমিতে শাকসবজি চাষ হয়েছে। গত মৌসুমে চাষ হয় ১ হাজার ২১০ হেক্টর জমিতে। গোদাগাড়ী উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ১২০ হেক্টর জমিতে চাষ হয়েছে শাকসবজি।

    কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতের সময় অনেক বেশি সবজি বাজারে ওঠে। ফলে তুলনামূলক চড়া দাম পাওয়া যায়। যে কারণে আগাম সবজিতে বিশেষ নজর থাকে তাদের। আগাম সবজি বাজারে তুলতে পেরে দামও বেশি পাচ্ছেন চাষিরা। শিম, টমেটো ও বেগুনের দাম তুলনামূলক বেশি। আর ১০/১৫ পর থেকে পুরোদমে সবজি উঠতে শুরু করবে। আলুর দাম বাড়তে থাকলেও ইতোমধ্যে কমতে শুরু করেছে বেগুন, লাউ, পটল, কচুর ও শশার দাম। তবে এবার বেশ লাভবান হওয়ার আশাবাদ চাষিদের।

    জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল এলাকায় এ মৌসুমে দুলাল ফকির কয়েক প্রকার সবজি ও তিন রকম শাক চাষ করেছেন। তিনি এ প্রতিবেদককে বলেন, বাসায় খাওয়ার জন্য প্রতিবছরই সবজি চাষ করি। তবে এবার সবজির আইটেম বাড়িয়েছি। এবার আমার চাষ করা সবজির তালিকায় রয়েছে- শিম, করলা, লাউ, চাল কুমড়া, বেগুন, টমেটো, কলা, পেপে। তিনি আরও বলেন, সবজি চাষের মতই আবহাওয়া রয়েছে।

    গোদাগাড়ী পৌরসভা এলাকার কৃষক আব্দুল মাতিন বলেন, এবার টমেটো,বেগুন, কপি কয়েক ধরনের শাক চাষ করেছি। সবজির ফলন ভালো হয়েছে। ঠিকভাবে পরিচর্যা করার কারণে আমার জমিতে পোকামাকড়ের আক্রমণ হয়নি। এগুলো উত্তোলনের পর সবসময় পেঁয়াজ, রসুন, দেশি আলু আলুর দাম বেশী থাকায় জমি প্রস্তুত রেখেছি। শ্রমিক পেলে এ সপ্তাহেই এসব লাগানো শুরু করব।

    গোদাগাড়ী উপজেলার চাষি ও ব্যবসায়ী রজব আলী বলেন, শীতের এসব সবজি অসময়ে বাজারজাত করতে পারায় দাম বেশি পাওয়া যাচ্ছে। তবে এসব সবজি আকারে ছোট সাইজের এবং ওজনে কম। একই মন্তব্য করেন সবজি চাষী মোফাজ্জুল হোসেন।

    সচেতন কৃষকদের অভিযোগ, যদিও অভিযোগ রয়েছে, বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপ থেকে জমিতে পানি নিতে বেশ বিড়ম্বনায় পড়তে হয় চাষিদের। সময়মত পানি দিতে না পেরে ফসলের ক্ষতির ঘটনাও নতুন নয়। তবে ফলন ভালো হওয়ায় লক্ষমাত্রা অর্জন হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।

    এ বিষয়ে গোদাগাড়ী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার বলেন, ফলন যাতে ভালো হয় সেজন্য কৃষকদের পরামার্শ দেয়া হচ্ছে পতিত বা অব্যবহৃত জায়গায় আমরা পুষ্টি বাগান করে দিচ্ছি। এটা খুব সাড়া ফেলছে। এ প্রকল্পে বিষমুক্ত পিওর সবজি পাওয়া যাচ্ছে। পরিবারের চাহিদা মিটিয়ে বাজারজাত করা যাচ্ছে।

    উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এ উপজেলাতে সবজি চাষ হয় ভাল হয়েছে। দিনে দিনে এসব সবজি পরিবহণের ব্যবস্থা থাকায় চাষিদের দামে লোকসান হওয়ার আশঙ্কা নেই। চাষিদের মুখে হাসি ফোটাতে পারলেই আমরা খুশি। তাদের প্রণোদনা ও পরামর্শ যথাযথভাবে দেয়া হয়েছে আমাদের তরফ থেকে। চাষিরা লাভবান হবে বলে আমরা আশাবাদি। আগামীতে সবজি চাষ বৃদ্ধি পাবে বলে জানান এই কর্মকর্তা।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • ঈদগাঁও রেঞ্জে’র তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

    ঈদগাঁও রেঞ্জে’র তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

    মো.কাওসার উদ্দিন শরীফ,
    ঈদগাঁও প্রতিনিধিঃ

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দুই ইউনিয়নে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে
    নির্মাণধীন ৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

    বুধবার ৬ নভেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১২ পর্যন্ত উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজার, ঈদগাঁও ইউনিয়নের শিয়াপাড়া নামক এলাকায় এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বিট।

    বন বিভাগের সূত্রে জানা যায়,সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন এর নির্দেশনায় ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা, সঙ্গীয় স্টাফ ভিলেজার অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়। ০.১০ একর বনের জমি অবৈধ দখলদার থেকে দখল মুক্ত করা হয়।একই এলাকায় অবৈধ জবরদখলকৃত স্থানে নির্মিত পিলার এর উপর ছাদ ঢালাই এর জন্য সেন্টারিং এর প্রস্তুুতি কালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ০.১৫ একর জায়গা দখলমুক্ত করা হয়।একই দিন ঈদগাঁও ইউনিয়নের শিয়া পাড়া নামক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা কালে পূর্বপরিকল্পিত ভাবে ঘটনাস্থলে বসবাসকারী আনুমানিক ১০০/১২০ জন মানুষ অতর্কিত হামলা চালায়। উক্ত ঘটনায় বন বিভাগের ৩ জন ভিলেজার আহত হয় এবং ১ জনের অবস্থা গুরুতর হওয়ার জরুরী ভিত্তিতে আহতদের রামু উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এ চিকিংসা দেয়া হয়। ০.৫ একর জায়গা দখলমুক্ত করা হয়।

    দৈনিক কক্সবাজার সংবাদ কে এসব তথ্য নিশ্চিত করেছেন অভিযান পরিচালনা কারী ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা মোঃ মমিননুর রহমান।

    এসব বিষয় জানতে চাইলে ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন দৈনিক কক্সবাজার সংবাদ কে বলেন,অবৈধ স্থাপনা নির্মাণকারী ও হামলাকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ঝিনাইদহে বিএনপির জাতীয় বিপ্লব  ও সংহতি দিবস পালন

    ঝিনাইদহে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে ঝিনাইদহ শহরে বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‌্যালি বের হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের উজির আলী স্কুল মাঠে নেতাকর্মীরা জড়ো হয়। দুপুর নাগাদ বিশাল মাঠটি নেতাকর্মীদের উপস্থিতিতে মহাসমাবেশে পরণিত হয়। র‌্যালি বের হওয়ার আগে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ, কে এম ওয়াজেদ, জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আনোয়ারুল ইসলাম বাদশা, আলমগীর হোসেন, সাজেদুর রহমান পাপপু, যুবদল নেতা আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সোমেনুজ্জামান সমেন, মুশফিকুর রহমান মানিক ও মহিলাদল নেত্রী কামরুন্নাহার লিজি। সমাবেশে প্রধান অতিথি এ্যাড এম এ মজিদ বলেন, ৫ আগস্ট দেশের ছাত্র-জনতা অনেক তাজা প্রাণ ও রক্তের বিনিময় দেশকে সাড়ে ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে এবং দেশের সামরিকবাহিনী ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে। আমরা এমনি এক সময় ৭ নভেম্বর পালন করতে যাচ্ছি যখন জাতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর সকল মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জে. খালেদ মোশাররফ পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেছিল। তখন আমাদের দেশপ্রেমিক সিপাহী ও জনতা ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর রাজপথে নেমে খালেদ মোশাররফের ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাজত করেছিল। তিনি বলেন, জাতিকে আবার ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার জন্য নানামুখি চক্রান্ত শুরু হয়েছে। জাতি আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছে। ফ্যাসিবাদীরা পুনরায় ফিরে আসলে জাতি এক মহাসঙ্কটে নিপতিত হবে। এ অবস্থায় জাতিকে রক্ষা করার জন্য ৭ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক ছাত্র-জনতা এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশ শেষে এক বর্নাঢ্য র‌্যালী ঝিনাইদহ শহর প্রদক্ষিন করে। র‌্যালিটি শহর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এদিকে দিবসটি পালনে ঝিনাইদহের কালীগঞ্জ, শৈলকুপা, হরিণাকুন্ডু, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • রাজশাহীর তানোরের সেই স্বশিক্ষিত কৃষিবিদ নূর মোহাম্মদ এখন মালয়েশিয়ায়

    রাজশাহীর তানোরের সেই স্বশিক্ষিত কৃষিবিদ নূর মোহাম্মদ এখন মালয়েশিয়ায়

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ মালয়েশিয়ায় কৃষক-বিজ্ঞানী সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেছেন রাজশাহীর তানোর উপজেলার সেই কৃষিবিদ নূর মোহাম্মদ। গত সোমবার তিনি মালয়েশিয়ার উদ্যেশ্যো ঢাকা ত্যাগ করেন। শিক্ষাগত যোগ্যতার কোনো সনদ নেই, তবে আছে ধান নিয়ে নতুন নতুন উদ্ভাবন। সংকরায়ণ করে একের পর এক নতুন ধান উদ্ভাবন করছেন তিনি। স্বশিক্ষিত এই বিজ্ঞানীর কাজ আমলে নিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরাও। ধানগুলো জাত হিসেবে স্বীকৃতির অপেক্ষায় রয়েছে। তার নাম নূর মোহাম্মদ।

    তিনি যাচ্ছেন ‘মালয়েশিয়ায় কৃষক-বিজ্ঞানী সম্মেলনে’। সোমবার সন্ধ্যায় তিনি ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। মালয়েশিয়ার পেনাং শহরে পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (প্যানাপ) তাঁকে এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। স্থানীয় একটি হোটেলে ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর এই সম্মেলন অনুিষ্ঠত হচ্ছে। এজন্য তাঁকে ৫ নভেম্বর পেনাং শহরে পৌঁছাতে হবে এবং ১০ নভেম্বর পর্যন্ত তাকে সেখানে অবস্থান করতে হবে। আয়োজকেরা তাঁর যাতায়াত, থাকা-খাওয়াসহ সকল খরচ বহন করবে। বাংলাদেশ থেকে তিনিই একমাত্র কৃষক-বিজ্ঞানী হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নূর মোহাম্মদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামে। দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। বরেন্দ্রভূমিতে প্রায় প্রতিবছরই খরায় নষ্ট হয়ে যায় ধান। সেই ধান রক্ষা করতেই কাজে লেগে যান তিনি। নিজের মাটির ঘরটাকে বানিয়ে ফেলেন গবেষণাগার। ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হেলাল উদ্দিনের সাহচর্য পান নূর মোহাম্মদ।

    সেখানে হাতে-কলমে শেখেন অনেক কিছু। এ পর্যন্ত সংকরায়ণের পর নূর মোহাম্মদের কৌলিক সারির সংখ্যা দাঁড়িয়েছে ২০০। সর্বশেষ তিনি একটি নতুন সারি উদ্ভাবন করেছেন। তাঁর দাবি, দেশে প্রচলিত বোরো ধান বপন থেকে শুরু করে কাটা পর্যন্ত ১৪০ দিন লাগে। তাঁর উদ্ভাবিত এই ধান বোরো মৌসুমে বপন থেকে ১৩০ দিনের মধ্যে কাটা যাবে। তিনি খরাসহিষ্ণু এই ধানের সারির নাম দিয়েছিলেন এনএমকেপি-৫। এনএমকেপির অর্থ হচ্ছে ‘নূর মোহাম্মদ কৃষি পরিষেবা’। প্রথম দিকে তিনি এনএমটি অর্থাৎ নূর মোহাম্মদ তানোর নামে ধানের নামকরণ করতেন। এনএমকেপি-৫-এর বিঘাপ্রতি ফলন ২৫ মণ। এই ধানের বিশেষত্ব হচ্ছে, পাকার পরও পাতা সবুজ থাকে। গাছ মজবুত। খরাসহিষ্ণু। পোকামাকড় ও রোগবালাই অনেক কম। এটি রোপা আমন মৌসুমেও হয়। তখন জীবনকাল হয় ১১০ থেকে ১১৫ দিন। এ ধান বোরো মৌসুমে ২৫ মণ ও আমন মৌসুমে ১৮ মণ পর্যন্ত হয়। এই জাতের ধান প্রাকৃতিক দুর্যোগ শুরুর আগেই ঘরে তোলা যাবে। সাধারণত শেষের দিকে সেচের খরচ বেড়ে যায়।

    পাম্পেও পানি কম মেলে। প্রথম দিকের চেয়ে পানির পরিমাণও বেশি লাগে। ১০ দিন আগে ওঠার কারণে সেচের খরচ কম হবে। আগাম ওঠার কারণে ভালো বাজার মিলবে। চাল চিকন। ভাত খেতে ভালো। নূর মোহাম্মদ তাঁর যে পাঁচটি জাত স্বীকৃতি পাওয়ার মতো বলে মনে করেন, সেগুলো হচ্ছে এনএমকেপি-১ থেকে এনএমকেপি-৫ পর্যন্ত। তিনি দেশের প্রচলিত ধানের জাতকে উজ্জীবিত করে তার জীবনকাল কমিয়ে এনেছেন। কোনোটির ফলন বাড়িয়েছেন। খরাসহিষ্ণু জাতের উদ্ভাবন করেছেন। এ ছাড়া আমন মৌসুমের জন্যও তিনি খরাসহিষ্ণু ও স্বল্প জীবনকালের আরও দুই জাতের ধান উদ্ভাবন করেছেন। এর একটির নাম দিয়েছেন এনএমকেপি-৫ ও অপরটির নাম দিয়েছেন এনএমকেপি-১০১। বীজতলায় ফেলা থেকে শুরু করে আমন ১১০ থেকে ১১৫ দিনের মধ্যে কাটা যায়। তবে তিনি জানান, ধান গবেষণা ইনস্টিটিউটও এই জাতের আমন উদ্ভাবন করেছে, কিন্তু তাঁরটা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের। তিনি বরেন্দ্র অঞ্চলের জন্য উপযোগী করে এই ধান উদ্ভাবন করেছেন। এই ধান ১৫ থেকে ২০ দিন পর্যন্ত বৃষ্টি না পেলেও খরা মোকাবিলা করে ভালো ফলন দিতে সক্ষম। এর ফলন বিঘায় ২০ থেকে ২১ মণ। এরপর তিনি সবচেয়ে স্বল্প জীবনকালের খরাসহিষ্ণু বোরো ধান উদ্ভাবন করেছেন বলে দাবি করেছেন। এই ধানের নাম দিয়েছেন এনএমকেপি-১০৩। সুগন্ধি এ ধান আমন মৌসুমেও হয়। কৃষি উৎপাদনে সাফল্যের জন্য নূর মোহাম্মদ ২০০৫ সালে পান রাষ্ট্রপতি স্বর্ণপদক। সেরা কৃষি উদ্ভাবন ক্যাটাগরিতে তীর-প্রথম আলো কৃষি পুরস্কার ২০১৮ পেয়েছেন এই কৃষিবিজ্ঞানী

    বাজারে এখন চিকন চাল বলতে পাওয়া যায় চিনি গুঁড়া, দাদখানী, রাঁধুনীপাগল, কালজিরা, বাঁশফুল ও কাটারী ভোগ। তবে এসবের চেয়েও একটি চিকন চালের ধান উদ্ভাবন করেছেন স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ। অন্য ধানের চেয়ে এর ফলনও ভাল।

    আমন এবং বোরো -দুই মৌসুমেই চাষ করা যাবে এই ধান। নূর মোহাম্মদ তাঁর উদ্ভাবন করা জাতের নাম দিয়েছেন ‘নূর ধান’। নূরের দাবি, এটিই এখন পর্যন্ত দেশের সবচেয়ে চিকন চালের ধান। ছয় বছরের নিরলস চেষ্টায় তিনি এ জাত উদ্ভাবন করেছেন। আমন মৌসুমে তার উদ্ভাবিত এই ধানের গড় ফলন হবে বিঘাপ্রতি ১৭ মণ। আর বোরো মৌসুমে বিঘাপ্রতি ফলন হবে প্রায় ২১ মণ।

    উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুল ইসলাম বলেন, ‘নূর মোহাম্মদ ধান নিয়ে গবেষণা করেন। এর জন্য ২০০৫ সালেই তিনি রাষ্ট্রপতি কৃষিপদক পেয়েছেন। এবার তিনি যে চিকন ধানটার কথা বলছেন, সেটা জমিতে শীষ আসার আগে আমি একবার দেখেছিলাম।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।