Blog

  • বিচারককে জুতা নিক্ষে-প করায় এক নারীর দুই মাসের কারাদ-ণ্ড

    বিচারককে জুতা নিক্ষে-প করায় এক নারীর দুই মাসের কারাদ-ণ্ড

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় :

    পঞ্চগড়ে বিচারককে জুতা নিক্ষেপ করার অপরাধে মিনারা আক্তার নামের এক নারীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী (অতিরিক্ত) শাহাদুদ জামান সুমন।

     

    বিকেল তিনটায় দণ্ডাদেশ হওয়ার পর থেকে ওই নারী আসামির সাথে তার চার বছরের সন্তান আদালতের হাজতখানায় বিকেল ৫টা পর্যন্ত ছিল। আসামির কোনো আত্মীয় স্বজন না আসায়, আইনজীবীর সহকারী তাকে জোর করে নিয়ে আসেন।

    দণ্ডপ্রাপ্ত আসামি সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর মেয়ে। এর আগে, গত বছরের ১১ ডিসেম্বর আদালত অবমাননা ও হট্রোগোল করার অভিযোগ তুলে মিনারা আক্তারকে আসামি করে আদালতের কর্মচারী তাজুল ইসলাম বাদী হয়ে সিআর (নালিশি) মামলা দায়ের করে।

    জানা যায়, জমিজমা সংক্রান্ত জেরে গত বছরের ৫ ডিসেম্বর সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় মো. ইয়াকুব আলী ও তার ভাই আব্দুল জব্বার, মমিন, মকছেদ এর সাথে মারামারির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ইয়াকুব আলী। এ ঘটনায় তার মেয়ে মিনারা আক্তার বাদী হয়ে সদর থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ১১ ডিসেম্বর আদালতে আসামি পক্ষ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে, বিচারক অলরাম কার্জি ১৬ জনকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এতে বাদী সংক্ষুব্ধ হয়ে বিচারককে উদ্দেশ্য করে এজলাসে পায়ের জুতা খুলে নিক্ষেপ করেন।

  • পঞ্চগড়ে মৈত্রী টি ইন্ডাস্ট্রিজকে সাড়ে চার লাখ টাকা জরিমানা

    পঞ্চগড়ে মৈত্রী টি ইন্ডাস্ট্রিজকে সাড়ে চার লাখ টাকা জরিমানা

     মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় ;

    পঞ্চগড়ের মৈত্রী টি ইন্ডাস্ট্রিজকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ওই চা কারখানাটিতে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক।

     

    চা বোর্ড জানায়, পঞ্চগড়ের চা শিল্পের সংকট দূর করে চা শিল্প এগিয়ে নিতে জেলা প্রশাসকের উদ্যোগে গত দুই মাসে চার বার চা সংশ্লিষ্ট সকলকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে চায়ের সর্বনিম্ন দর প্রতি কেজি ১৭ টাকা নির্ধারণসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে এই সিদ্ধান্তগুলো মানা হচ্ছে কি না, তা তদারকি করার জন্য মনিটরিং টিমও গঠন করা হয়। এরপরও কিছু কারখানা মালিক নিয়মনীতি না মেনে খেয়াল খুশিমতো চা পাতা ক্রয় বিক্রয় করে আসছিলেন।

    চাষিদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পঞ্চগড় জেলা শহরের সুরিভিটা হেলিপ্যাড এলাকায় মৈত্রী টি ইন্ডাস্ট্রিজে অভিযান চালায় জেলা প্রশাসন। কারখানাটিতে চাষিদের ন্যায্যমূল্য না দেওয়া, চাষিদের চায়ের ওজন থেকে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দাম দেওয়া ও মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগের সত্যতা পায় তারা। পরে কারখানা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

  • ঈদগাঁওতে দিনদুপুরে দোকানে হামলা ও লুটপাটসহ অবৈধভাবে দখলের অভিযোগ

    ঈদগাঁওতে দিনদুপুরে দোকানে হামলা ও লুটপাটসহ অবৈধভাবে দখলের অভিযোগ

    মো.কাওসার উদ্দিন শরীফ,
    ঈদগাঁও প্রতিনিধি।।

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে রশিদ আহমদ প্রকাশ বাবুল কোম্পানি’র সন্ত্রাসী বাহিনী’র নের্তৃত্বে দিনদুপুরের ৮ টি দোকানের হামলা ও লুটপাটসহ অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে।হামলায় আহত দুই দোকানদারসহ শাহ ফকির বাজারের পাহারাদাকে কে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার ৭ নভেম্বর দুপুরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজার নামক এলাকায় এঘটনা ঘটে।

    জানা যায়, ক্রয় সূত্রে মালিকানা আরিফ কোম্পানি গং এর নামে ঈদগাঁও মৌজা বি,এস ১১৪৩৯ নং সৃজিত খতিয়ান চূড়ান্ত প্রচার আছে।উক্ত ক্ষতিয়ানের বিএস ২১৬২,২১৬৩ দাগের ১৫ শতকের জমিতে থাকা ৮ টি দোকানে সন্ত্রাসী বাহিনীর লুলোপ দৃষ্টি পড়ায় গায়ের জোরে জবর- দখল করার পায়তারা চালানো হয়েছিল।এর ধারাবাহিকতায় উপরের বর্ণিত সময়ে রশিদ আহমদ প্রকাশ বাবুল কোম্পানি’র ভাড়াটিয়া মাস্তান ও সন্ত্রাসী নিয়া অধীনের জমিতে অনধিকার প্রবেশ করিয়া মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া নিম্ন তপশীলোক জমিতে উপস্থিত হইয়া অধীনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ অধীনকে প্রাণ নাশের হুমকি প্রদান করে অজ্ঞাত ১০০-১৫০ জন হামলা ও লুটপাট করে অবৈধভাবে দখল করে। এসময় দোকানে থাকা আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে এবং তাদের হামলায় মুরগী দোকানী মেহেদী, চায়ের দোকানী আবুল কালাম ও বাজারের পাহারাদার আবুল কাসেম আহত হয়।আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাদের পরিবার। আহতদের চিকিৎসা শেষে এঘটনায় ঈদগাঁও থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলিয়ে জানিয়েছেন আরিফ কোম্পানি’গং।

    তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কারও বক্তব্য পাওয়া যায়নি। পরে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সাথে ছাপানো হবে।

    বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কৃতপক্ষে হস্থক্ষেপ কামনা করেন ভুক্তভোগী ও এলাকাবাসীরা।

  • মুন্সীগঞ্জে চু-রির ঘটনা প্রতিবাদ করায় প্রতিপক্ষের হাম-লায় নারীসহ আহ-ত-৫

    মুন্সীগঞ্জে চু-রির ঘটনা প্রতিবাদ করায় প্রতিপক্ষের হাম-লায় নারীসহ আহ-ত-৫

    লিটন মাহমুদ,

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর এলাকায় চুরির ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ ৫ জন গুরুত্বর আহত হয়েছে।

    গত সোমবার(৪ নভেম্বর) মিরকাদিম পৌর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
    স্থানীয় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
    এ ঘটনায় ওসমান গনি বাদী হয়ে মোঃ মিন্টুসহ ৫ জনকে বিবাদী করে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

    অভিযোগ সুত্রে জানা যায়, ঐ এলাকার মিন্টুসহ তার স্ত্রী মুক্তা বেগম ও আনোয়ার মিয়ার স্ত্রী আলো বেগমের আশ্রয় প্রশ্রয়ে মিন্টু মিয়ার ছেলে তন্ময় ও আলো বেগমের ছেলে আল-আমিন এলাকায় কিশোর গ্যাং তৈরী করে বিভিন্ন চুরি ও ছিনতাই কাজের সাথে জড়িত রয়েছে। চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আল-আমিন একাধিকবার জেল হাজত খেটে জামিনে আসে। গত সোমবার ওসমান গনি বাড়ীসহ এলাকার বেশ কয়েকটি বাড়ীতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার লোকজন আল আমিনকে জিজ্ঞাসাবাদ করলে সে বিভিন্ন ধরনের হুমকী ধামকি প্রদর্শন করে। ঐদিন দুপুরে ওসমান গনি ও তার ছোট ভাই ফয়সাল বাড়ী হতে বাজারের উদ্দেশ্যে বের হয়ে নগরকসবা গ্রাম এলাকায় আসলে মিন্টুগং তাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু এবং এলোপাতাড়ি কিলঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে তাদের আহত করে। এসময় মিন্টুগংয়ের হাতে থাকা সুইসগিয়ার দিয়ে পোচ মেরে ওসমান গনি ও ফয়সালকে গুরুত্বর জখম করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। মিন্টুগং পুনরায় ওসমান গনির বাড়ীঘরে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর করে এবং তার স্ত্রী, ছোট বোন ও মাকে মারধর করে আহত করে।

    এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এসআই রোকসানা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ নিহ-ত ১

    তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ নিহ-ত ১

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও গুরুত্ব আহত হয়েছে একজন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ব্রাদার্স হিমাগারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাজেদুল ইসলাম (৪৪)। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। পেশায় তিনি ধান ব্যবসায়ী।
    পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর কাজী পাড়া গ্রামের ধান ব্যবসায়ী মাজেদুল ইসলাম তারাগঞ্জে ব্যবসার কাজ শেষে রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯ টার দিকে ব্রাদার্স হিমাগারে কাছাকাছি পৌছালে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি সাদা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ধান ব্যবসায়ী মাজেদুল ইসলাম। এ সময় গুরুত্বর আহত হন মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী বদরগঞ্জের পলাশবাড়ি গ্রামের ফারুক । স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি রেখে পালিয়ে যান চালক।
    তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তারাগঞ্জ মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংর্ঘষে মোটরসাকেল চালক মারা গেছে ও আরেক আরোহী আহত হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলো উদ্ধার করা হচ্ছে।

  • যশোরে জামায়াত নেতা হ-ত্যার ঘটনায় ৫ জন গ্রে-ফতার

    যশোরে জামায়াত নেতা হ-ত্যার ঘটনায় ৫ জন গ্রে-ফতার

    আজিজুল ইসলাম, যশোরঃ যশোরে ছুরিকাঘাতে জামায়াত নেতা আমিনুল ইসলাম সজল হত্যার ঘটনায় জড়িত দুই আসামিসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ।

    এ সময় তাদের হেফাজত থেকে হত্যা এবং বিভিন্ন অপরাধে ব্যবহৃত অস্ত্র ও চাকু উদ্ধার করা হয়েছে।

    বুধবার (৬ নভেম্বর) ও বৃহস্পতিবার (৭ নভেম্বর) শহরতলীর খোলাডাঙ্গা গাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে যশোর ডিবির ইন্সপেক্টর শহিদুল ইসলাম শহিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা তদন্ত শুরু করে যশোর ডিবি পুলিশের একটি টিম।

    তদন্ত চলাকালে খোলাভাঙ্গা গাজিরহাট বাজার থেকে তদন্তে প্রাপ্ত দুই আসামী সাদমান রহমান সাকিন (১৯) ও আল-আমিন হোসেনকে (১৮) গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনায় জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করে। প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রেফতারকৃত আসামিদের পূর্বের ধারণকৃত একটি ভিডিও ফুটেজ জব্দ করে পুলিশ।

    ফুটেজটি পর্যালোচনায় দেখা যায়, মামলার এজাহারভুক্ত পলাতক আসামী লাবিব, সাকিনসহ ৪-৫ জন একটি মাদক সেবনের আসরে চাকু ও রিভলবার নিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। উক্ত ভিডিওর সূত্র ধরে সাকিন এর তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করে ভিডিওতে প্রাপ্ত কিশোর গ্যাংয়ের আরও তিন সদস্য রায়হান আহমেদ (২১), আব্দুর রহমান সাগর (২১) ও রিয়াদ হাসানকে (২১) গ্রেফতার করা হয়। আসামীরা সকলে যশোর শহরতলী ও শহরের খোলাডাঙ্গাওখড়কি এলাকার বাসিন্দা।

    গ্রেফতার করে আসামীদের স্বীকারোক্তি মোতাবেক রায়হান এর বসতবাড়ির সিড়িপথের নীচ থেকে বৃহস্পতিবার রাত দেড়টার সময় ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী লাবিব এর বাসায় অভিযান করে লাবিব শয়ন কক্ষে তল্লাশী করে হত্যা কাজে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

    ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের মধ্যে আল-আমিন ও সাকিন নিজেদেরকে জড়িয়ে জামায়াত নেতা সজলের হত্যাকান্ডের সাথে জড়িত ১৩-১৪ জনের নাম প্রকাশ করে জানায় যে, ঘটনার ১৫-২০ দিন আগে এলাকার জনৈক ফখরুল ইসলাম এর এক স্বজনকে আসামী স্বরন ও রবিন পথরোধ করে ব্যাগ তল্লাশীর ঘটনায় ফখরুল ইসলাম বিষয়টি নিহত সজলকে নিয়ে প্রতিবাদ করে। এ সময় আসামি স্বরণ, লাবিব ও রবিনকে চড়থাপ্পর মারে নিহত সজল।
    উক্ত আক্রোশে আসামি স্বরণ, লাবিব ও রবিন সজলকে হত্যার পরিকল্পনা করে সঙ্গীয় ১০-১২ জনের সহযোগিতায় গত ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে নামাজে যাওয়ার সময় পথিমধ্যে সজলকে গতিরোধ করে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে চাকু দ্বারা ২১টি আঘাত করে রক্তাক্ত জখম করে। রক্তাক্ত সজলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সজলকে মৃত ঘোষনা করে।

    এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করেছেন বলে জানান ইন্সপেক্টর শহিদুল ইসলাম শহিদ।

  • তানোরে গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূর আত্মহ-ত্যা

    তানোরে গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূর আত্মহ-ত্যা

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে দাম্পত্য কলহের জের ধরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিতে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। গত ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে তানোর ফায়ার সার্ভিস মোড়ের একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহতের নাম মুক্তা আক্তার ময়না(২৮)। সে উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
    স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুক্তা আক্তার ময়না (২৮) উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। রবিউল ইসলাম স্ত্রী ময়নাকে নিয়ে তানোর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন আমজাদ হোসেনের ফ্ল্যাট বাসার দু’তলা ভাড়া নিয়ে বসবাস করতেন। বেশকিছু দিন যাবত তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছে। এর জের ধরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ময়না বলে মনে করছে প্রতিবেশীরা। ময়নার বাবার বাড়ি একই ইউনিয়নের নারায়নপুর গ্রামে। সে নরায়নপুর গ্রামের প্রয়াত উসমান আলীর (সাবেক ইউপি সদস্য) কন্যা।
    এদিকে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে তানোর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের(রামেক) মর্গে প্রেরণ করেছেন। অন্যদিকে ঘটনার পর পরই নিহতের স্বামী-শশুর গা-ঢাকা দিয়েছেন।
    এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ফায়ারসার্ভিস কর্মীদের সহযোগিতায় লাশ উদ্ধার ও পোস্টমর্টেমের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ পোস্টমর্টেম করার পরে বোঝা যাবে ঘটনা হত্যা না আত্মহত্যা।

  • বানারীপাড়ায় সচেতনতা বিষয়ক পটগান পরিবেশন

    বানারীপাড়ায় সচেতনতা বিষয়ক পটগান পরিবেশন

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। বিদেশ গমনে সচেতনতা বিষয়ক বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এনজিও ব্র‍্যাকের উদ্যোগে ‘পটগান’ পরিবেশন করা হয়। বানারীপাড়ায় ৪ নভেম্বর থেকে এই কর্মসূচি বাস্তবায়ন চলছে।
    এ দিন উপজেলা সলিয়াবাকপুর হাই স্কুল মাঠে বিকেলে ‘পটগান’ পরিবেশন করা হয়। ব্র‍্যাক মাইগ্রেশন অ্যান্ড রিইন্ট্রিগেশন সার্পোটারের সহায়তায় এবং ইউরোপিয়ন ইউনিয়নের সহযোগিতায় প্রত্যাশা-০২ বাস্তবায়ন করছে। যারা বিদেশ গিয়ে প্রতারনার শিকার হয়েছে তাদের সহায়তা এবং যারা বিদেশ গমনে ইচ্ছুক তাদেরকে পটগানের মাধ্যমে নিয়মাবলী বর্ননা করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন প্রবাস বন্ধু ফোরামের সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান, সম্পাদক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম, বিএনপির ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল লতিফ, ইউপি সদস্য আব্দুল জলিল, মোঃ মাসুম, মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যনেজার আজিজ আহমেদ, রুপান্তর পরিচালক মিজানুর রহমান পান্না, ব্র‍্যাকের কোঅর্ডিনেটর(এমআরএসি) দেবানন্দ মন্ডল, জেলা কোঅর্ডিনেটর এমদাদুল হক, ব্র‍্যাক পিও(চাখার) মোঃ সোভন খান প্রমূখ।#

  • পুঠিয়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্দ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

    পুঠিয়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্দ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

     পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ

    পুঠিয়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্দ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বন্যাট্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম মন্ডল।

    উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রুকন্নুজ্জামান আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র আল মামুন খান,, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আমিনুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র আসাদুল ইসলাম আসাদ, সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল আলম খন্দকার লাল্টু।

    এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি এড. আব্দুস সামাদ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক একরামুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হায়াত,

    উপজেলা যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক রায়হান,  উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জনি আহম্মেদ, মেহেদী ইসলাম, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী আলম মিলন, পৌর যুবদলের সাবেক আহবায়ক নেফাউর রহমমান সুমন, সাবেক যুগ্ম- আহবায়ক মাসুদ রানা, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা বাবু, সাবেক সাধারণ সম্পাদক শামীম,সাবেকপৌর শ্রমিক দলের সদস্য সচিব সুজন ঘোষসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

    সভায় বক্তারা ৭ই নভেম্বরের তাৎপর্য ও জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা। #

    মাজেদুর রহমান ( মাজদার)
    পুঠিয়া, রাজশাহী। 

  • রাজারহাটে অভিযোগেও মিলছে না আমানতকারী ডিপিএস এর টাকা

    রাজারহাটে অভিযোগেও মিলছে না আমানতকারী ডিপিএস এর টাকা

    এনামুল হক সরকার,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:তারিখ:০৭-১১-২০২৪ইং।কুড়িগ্রামের রাজারহাটে অভিযোগ করেও মিলছে না আমানতকারীর টাকা।উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তার জন্য জমানো আমানতকারীদের গচ্ছিত লক্ষ লক্ষ টাকা আত্মসাত করতে সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক কৌশলে দু’জনই দুজনের বিরুদ্ধে তুলেছেন টাকা আত্মসাতের পাল্টা-পাল্টি অভিযোগ। ডিপিএস এর মেয়াদপূর্তির চারমাস পড়েও সমিতি থেকে সমুদায় টাকা না পেয়ে কুড়ারপাড় আদর্শ বণিক সমবায় সমিতির সভাপতি মো: বাদল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের বিরুদ্ধে টাকা আত্মসাতের লিখিত অভিযোগ করেছেন আমানতকারী জামাল উদ্দিন।কুড়ারপাড় আদর্শ বণিক সমবায় সমিতি লিমিটেড কার্যালয়টি উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের কুড়ারপাড় বাজারে অবস্থিত।

    অভিযোগকারি জামাল উদ্দিন(৬৪) বলেন,আমি আমার ছেলে রুবেল হোসেনের নামে ৫বছর মেয়াদি একটি ডিপিএস এর মেয়াদপূর্তির পড়ে বইটি সমিতির কার্যালয়ে জমা করি।ডিপিএস বইটি জমা করার চারমাস অতিক্রম হলেও সভাপতি সম্পাদক আমার ৫২ হাজার টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করে।পরে আমি রাজারহাট থানায় অভিযোগ করি,সেখানে সমাধান না হওয়ায়,বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অভিযোগ দেই এবং সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা বরাবর অভিযোগ করি।

    সমিতির আর এক সদস্য চেতনা গ্রামের বাসিন্দা রাজু আহমেদ জানান আমার পরিবারের তিন সদস্যের নামে দৈনিক ১শত টাকা করে দুটি ও মাসিক ১৫শ টাকা দুইবছর মেয়াদি ডিপিএস চালু করি।একটি বইয়ের মেয়াদপূর্ণ হয়েছে।অপরদুটি বইয়ে জমা চলমান ছিলো।তিনটি বইয়ে জমা হয়েছে ৬৬হাজার তিনশ টাকা।এখন আর কিস্তি নিতে আসেনা মাঠকর্মী।একই গ্রামের বাসিন্দা রইচ উদ্দিন বলেন এলাকার ছেলে ওই সমিতির মাঠকর্মী তাইজুল ইসলামের মারফতে একটি ৫বছর মেয়াদি ডিপিএস চালু করি,তিনবছর পুর্ণ হয়েছে।এখন মাঠকর্মী কিস্তি নিতে আসেনা,তাইজুল ইসলাম নাকি চাকুরী ছারছে।পরবর্তীতে আমি স্থানীয় মেম্বারসহ সমিতির অফিসে যোগাযোগ করে বই জমা দেই।আরেক সদস্য মজিদ মিয়া বলেন,আমি দুইবছর মেয়াদি ডিপিএস করি,আমার ১৪হাজার ৬শ টাকা জমা হয়েছে, বই জমা নিয়ে এখন টাকা ফেরত দিচ্ছেনা।কুড়ারপাড় বাজারে প্রবীণ ঔষধ বিক্রেতা ও পল্লী চিকিৎসক আব্দুল আজিজ বলেন,আমার নাতি ফরিদুল ইসলামের নামে ৫ বছর মেয়াদি দৈনিক ১শত টাকা জমার ডিপিএস করি।সেই ডিপিএস পাস বইয়ে প্রায় ২৬মাস টাকা জমা করি।হঠাৎ করে মাঠকর্মী সঞ্চয় নিতে আসা বন্ধ করে।প্রায় ৪ মাস ধরে অফিস খুলছে না।জানতে পেড়েছি যে এলাকায় ডিপিএসের মেয়াদপূর্তির সদস্য রয়েছে সেইসব এলাকায় কিস্তি নিচ্ছেনা সমিতির সাধারণ সম্পাদক মালেক।মেয়াদপূর্তির কয়টি বই জমা দিয়েছে সদস্য জানতে চাইলে কুড়ারপাড় আদর্শ বণিক সমবায় সমিতি লিমিটেড সভাপতি মো:বাদল মিয়া বলেন সেটি মালেক ভালো বলতে পারবে।আমি সভাপতি পদ থেকে ইস্তফা দেই।ওই সময় উপজেলা সমবায় অফিস থেকে প্রায় ৫ মাস পুর্বে অডিটের কাগজ চেয়েছিলো,সেটা মুল্যায়ন না করায় আমি ইস্তফা দেই।এছাড়াও আমার একটা বইয়ের মেয়াদপূর্তির পড়ে সমিতি থেকে টাকা ফেরত পাবো।সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন,জামাল কোথায়!কোথায়! অভিযোগ করার শখ করুক।অফিস বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অফিস খোলা হয়না,কালেকশন আমি করতেছি।সভাপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বলেন? তাহলে বাদল ভাইয়ের টাকাগুলা কে? দিবে।সে মাঠকর্মী মতিয়ারের কাছে যে টাকা গুলো নিয়েছে সেটি কে দিবে?।মাঠকর্মী মতিয়ার অনেক টাকা আটকায়।সেই টাকাগুলো রাতারাতি সভাপতি বাদল ও সহ-সভাপতি হুমায়ুন কবীর নিয়ে নেয়।তাদেরকে আমি বলছি তোমরায় যদি টাকা তুলি নেন তাহলে তাদের টাকা ফেরত দিবে কে?।বাদল আমার দুটি চেক আটকিয়ে রাখছে।জামাল আমার কাছে আসছিলো,আমি বলছি টাকা দিতে পারবোনা,তখন তিনি পাস বই চেয়েছেন তখন আমি বই ফেরত দেই।তবে আমরাও ঋন গৃহীতার কাছে টাকা পাব,সেগুলো মাঠে রয়েছে বলে জানান আবদুল মালেক।

    এবিষয়ে রাজারহাট উপজেলা সমবায় কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম রাসেল বলেন,আমানতকারী ক্ষতিগ্রস্থ হলে থানায় অভিযোগ করতে বলেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জেলা অফিস রেজিষ্ট্রেশন দিয়ে থাকে সেখানে কথা বলেন।#(ছবি ও কপি সংযুক্ত)

    এনামুল হক সরকার
    রাজারহাট,কুড়িগ্রাম।