Blog

  • গাইবান্ধায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

    গাইবান্ধায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধায় ৪ আগস্টে ছাত্র জনতার মিছিলে গুলির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন গুলিবিদ্ধ এক দর্জি।

    মামলা সূত্রে জানা গেছে, গত ৪/০৮/২৪ ইং তারিখে গাইবান্ধা এসপি অফিসের গেটের সামন থেকে সরকার পতন আন্দোলনের মিছিল সার্কিট হাউসের দিকে যাওয়ার প্রাক্কালে তৎকালীন প্রধানমন্ত্রী আ’লীগ সভানেত্রীর নির্দেশক্রমে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম,সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানার সরাসরি হুকুমে আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এতে মামলার বাদি সুন্দরগঞ্জ উপজেলাট কিসামত হলদিয়া গ্রামের মৃত দিল মোহাম্মদের ছেলে  মোঃ ওয়াহেদুর রহমান(৪২) এর শরীরে ৯টি গুলি লাগে। এতে বাদী মাটিতে লুটিয়ে পড়েন। পাশাপাশি বাদির সাথে থাকা রাশেদুজ্জামান আশিকসহ নাম না জানা অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মামলার সাক্ষীরা বাদিকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা গুলিবিদ্ধ প্রায় শতাধিক ছাত্র জনতার চিকিৎসা চলাকালীন সময়ে মামলার আসামি ৫ হতে ১০ নং আসামী যথাক্রমে গাইবান্ধা জেলা আলীগের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক মন্ডল,  জেলা যুবলীগ সভাপতি সর্দার সাঈদ হোসেন লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব,সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসিফ সরকার,সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক মামুনসহ ৫০ হতে ৬০জন সন্ত্রাসী হামলা করে তাদেরকে বের করে দেন। এমতাবস্থায় বাদীর ডান হাতের মধ্যে একটি গুলি থাকা অবস্থায় হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হন। পরে সদর থানাধীন হাট লক্ষ্মীপুরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে গুলি বের করেন। বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মামলা করতে দেরি হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেন। যার কারনে আজ ১১/ ১১/২৪ ইং তারিখ ২ দুপুর ২ ঘটিকার সময় গাইবান্ধা আমলি আদালতে বাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ কে আসামি করে একটি মামলা করেন। যার মামলা নং-০১।

  • সুজানগর পৌর পেঁয়াজ হাটের অ-বৈধ স্থাপনা উচ্ছেদ

    সুজানগর পৌর পেঁয়াজ হাটের অ-বৈধ স্থাপনা উচ্ছেদ

    এম এ আলিম রিপন ঃ সুজানগর পৌর পেঁয়াজ হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশের অন্যতম বৃহৎ এ পেঁয়াজ হাটটিতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল প্রভাবশালী মহল। ফলে দেশের অন্যতম এই হাটে অবৈধ স্থাপনার কারণে অনেক কৃষককে সুজানগর-পাবনা সড়কের পাশে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হতো। ফলে সড়কে অসহনীয় যানজটের সৃষ্টি হতো। সোমবার(১১ নভেম্বর) উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে প্রথম ধাপে হাটের সরকারি জমি দখল করে গড়ে তোলা কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসন পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান উপস্থিত ছিলেন। এর আগে অবৈধ স্থাপনা দোকান মালিকদের সরিয়ে নিতে বলা হয়। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাটের এই জায়গা দখল করে অবৈধভাবে ভাড়া আদায় করছিল একটি অসাধু চক্র। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান,অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে হাটের জায়গা দখল করা হয়েছিল। এ ছাড়া অস্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করার কারণে প্রতিনিয়ত এই হাটে ভোগান্তিতে পড়তে হয়েছে পেঁয়াজ ক্রয়- বিক্রয় করতে আসা মানুষদের। তাই এই অভিযান পরিচালনা করা হয়। হাটের অন্য সকল অবৈধ স্থাপনাও সরকরি নিয়মনীতির আলোকে পর্যায়ক্রমে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • রংপুর মহানগরীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

    রংপুর মহানগরীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি।

    বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর মহানগরীতে ১১.১১.২০২৪ ইং একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে প্লেইন কেক পণ্য সিএম লাইসেন্সবিহীন উৎপাদন ও বিক্রয়- বিতরণ করায় মেসার্স রঙ্গপুর বেকারী, রবার্টসনগঞ্জ, আলমনগর, মহানগর, রংপুর কে ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫,০০০/- জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জনাব তানজিনা খাতুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর। প্রসিকিউটর হিসেবে ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ নাসির উদ্দিন,পরিদর্শক (মেট্রোলজি)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় ট্রেনযোগে ট্রাভেল ব্যাগে মাদকদ্রব্য বহনকালে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ১১ নভেম্বর ২০২৪ খ্রিঃ, সকাল ১১.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায়’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোছাঃ সায়মা খাতুন (২৩), পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং-কালুপুর (ঠাকুর পালসা) এবং ২। মোছাঃ শারমীন খাতুন (৩৩), পিতা-মোঃ সাদেকুল ইসলাম, সাং-লাহুরপুর (মড়লপাড়া), উভয় থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • নেছারাবাদে টয়লেটের পাশে সবজি মার্কেট দুর্ভোগে কয়েক হাজার ক্রেতা বিক্রেতা

    নেছারাবাদে টয়লেটের পাশে সবজি মার্কেট দুর্ভোগে কয়েক হাজার ক্রেতা বিক্রেতা

    আলিফ হোসেন,

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদে এলডিপির আওতাধীন বাজার উন্নয়ন প্রকল্পের কোটি টাকার নির্মানাধীন ভেজা মার্কেটের কাজ বন্ধ করে দিলেন ইউএনও। উপজেলা জগন্নাথকাঠি বন্দর ব্যবসায়িদের জন্য নির্মানাধীন সবজি বাজার মার্কেটের কাজ বন্ধ থাকায় দুর্ভোগে দেড় শতাধিক সবজি বিক্রেতা। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেছেন, সরকারি খালের অংশ দখল করে বাজার উন্নয়ন ভেজা মার্কেট নির্মান করায় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে মার্কেটের কাজ বন্ধ থাকার কারনে সবজি ব্যবসায়িরা বাজারের যত্রতত্র গন টয়লেট, অস্বাস্থ্যকর পরিবেশ সহ যত্রতত্র বসে ব্যবসা পরিচালনা করছেন। এতে ব্যবসায়িদের পাশাপাশি দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার পথচারি ও ক্রেতা সাধারন।

    বাজারের ব্যবসায়ি ও সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ২০২৩-২৪ অর্থ বছরে এলডিপির বাজার উন্নয়ন প্রকল্পে পিরোজপুরে দশটি মার্কেট নির্মানের কাজ পায় মেসার্স কহিনুর এন্টার প্রাইজ। যাহার মধ্য উপজেলার স্বরূপকাঠি পৌর কাচা বাজার উন্নয়নের ভেজা মার্কেট ভবনের মূল্য এক কোটি দশ লাখ টাকা। গত ২০২৩ সালে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শ,ম রেজাউল করিম মার্কেটের ভিত্তি প্রস্থর উদ্ধোধন করেন। ভিত্তি প্রস্তর শেষে থেকে কাজ শুরু হয়। গত ৫ আগষ্টের পর ইউএনও মো. মনিরুজ্জামানের নির্দেশে বন্ধ হয়ে যায় বাজার উন্নয়নের ভেজা মার্কেটের কাজ। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মনিরুজ্জামানের বলেছেন, বাজারে একমাত্র খাল দখল করে ওই মার্কেট নির্মান হচ্ছিল। এ কারনে পিরোজপুর ডিসি মহোদয়ের নির্দেশে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

    সবজি বিক্রেতা মো: ইসহাক,সন্তোষ সাহা, মো: নুরুল ইসলাম বলেন, পূর্বে বাজারের পুরাতন টলঘরে বসে সবজি বেচতাম। নতুন টলঘর তৈরীর জন্য সে ঘরটা ভেঙ্গে ফেলা হয়েছে। এখন রাস্তার পাশে,টয়লেটের পাশে বসে সবজি বিক্রি করি। এতে আমাদের ও ক্রেতাদের খুবই কষ্ট হচ্ছে। নির্মানাধীন টলঘরের কাজ ইউএনও স্যারের নির্দেশে বন্ধ রয়েছে। ঘরের কাজটা সম্পূর্ন হলে আমাদের সবার খুবই উপকার হত।

    বাজার কমিটির আহবায়ক কাজী আনিসুজ্জামান বলেন, আমাদের বাজারের এলডিপির আওতাধীন পৌর বাজার উন্নয়ন ভেজা মার্কেটের কাজ বন্ধ রয়েছে। ইউএনও মহোদয় এর নির্দেশে কাজ বন্ধ থাকায় ব্যবসায়িরা রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সবজি বিক্রি করছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে ক্রেতা বিক্রেতারা সবাই। বাজারের নির্মানাধীন বন্ধ মার্কেটের কাজ সম্পূর্ন করার জন্য ইউএনও এবং ডিসি মহোদয় সির্দ্ধান্ত নেয়া দরকার।

    স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মো: শফিকুল ইসলাম ফরিদ বলেন, বাজারের নতুন টলঘর নির্মানের সময় প্রশাসন কোন বাধা দেয়নি। কাজ যখন প্রায় অর্ধেক শেষ। এই সময়ে এসে ইউএনও সাহেব, কাজ বন্ধ করে দিয়েছেন। খালের অংশ দখল করে নাকি মার্কেট উঠছে। কাজ বন্ধ থাকায় দুর্ভোগে ক্রেতা বিক্রেতা সবাই। অতি দ্রুত এর সুরহা না পেলে ব্যবসায়িরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

    কাজের ঠিকাদার মো: মোসারেফ হোসেন টাবলু বলেন, আমাদের কাজ শুরুর সময়ে ইউএনও কিছু বলেনি। এখন কাজের প্রায় পঞ্চাশ ভাগ সম্পন্ন। কাজের শেষ সময়ে এসে খাল দখল করে বাজার উন্নয়নের মার্কেট করার অভিযোগ দিয়ে ইউএনও সাহেব কাজ বন্ধ করে দিয়েছেন। তার অনুমতি পেলেই আমরা পুনরায় কাজ শুরু করব।

    নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো: মনিরুজ্জামান জানান, খালের কিছু অংশ দখল করে বাজার উন্নয়নের মার্কেট উঠছে। তাই পিরোজপুর ডিসি মহোদয়ের নির্দেশে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

  • নড়াইলে নাশকতা মামলায় ইউপির চেয়ারম্যান  সাইফুল ইসলাম সুমন গ্রে-ফতার

    নড়াইলে নাশকতা মামলায় ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন গ্রে-ফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার। নড়াইলের লোহাগড়া উপজেলায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও সেচ্ছাসেবকলীগ নেতা মো. সাইফুল ইসলাম সুমনকে (৪২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মো. সাইফুল ইসলাম সুমন উপজেলার চাচই গ্রামের মো.শরিফুল ইসলামের ছেলে ও ৬ নম্বর জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনি উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, লোহাগড়া থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান থানা পুলিশের এ কর্মকর্তা।

  • তানোরে শিক্ষকদের মতবিনিময় সভা

    তানোরে শিক্ষকদের মতবিনিময় সভা

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে ‘বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য শিক্ষার উন্নয়নে শিক্ষকবৃন্দ স্বাধীনভাবে ক্ষমতা প্রাপ্ত হবে এটা আমাদের প্রত্যাশা,এই শ্লোগান সামনে রেখে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির মতবিনিময় আয়োজন করা হয়েছে।
    জানা গেছে,গত ১১ নভেম্বর সোমবার উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির উদ্যোগে এবং উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির আহবায়ক ও তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম মন্টুর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আব্দুল বারির সঞ্চালনায় পৌরসভা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মানসম্মত শিক্ষা বিস্তারে প্রধান শিক্ষকগণের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা ও কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, মোহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, চুনিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম,মোহাম্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুল্লাহ, প্রকাশনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, বহরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, শিক্ষক আনারুল ইসলাম ও আবুল কালাম আজাদপ্রমুখ। সভায় বক্তাগণ বলেন, তারা সকল শিক্ষক-কর্মচারীদের নিয়ে সমিতি করতে চান।কিন্ত্ত একটি পক্ষ কমিটি ছিনতাই করে আহবায়ককে ছাড়াই কথিত সম্মেলন আয়োজনের মাধ্যমে পকেট কমিটি করেছে। যা শিষ্ঠাচার বর্হিভুত ও নীতিমালা পরিপন্থী। তারা আগামিতে উপজেলার সকল শিক্ষক-কর্মচারীদের নিয়ে ঐক্যবদ্ধ পরিচ্ছন্ন ও শক্তিশালী কমিটি গঠন করতে চাই। যারা সর্বদা শিক্ষক-কর্মচারীদের কল্যানে কাজ করবেন।
    প্রসঙ্গত,গত ৯ নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আইয়ুব আলীর সভাপতিত্বে ও মিজানুর রহমান পারভেজের সঞ্চালনায় উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যান পরিষদের ব্যানারে ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়।
    এদিন সম্মেলনে সর্বসম্মতিক্রমে নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীকে সভাপতি ও কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমান পারভেজকে সহসভাপতি, চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান হবিবকে সম্পাদক এবং জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।#

  • বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়ন মুন্সীগঞ্জ জেলা শাখার কমিটি গঠন সভাপতি বাদশা-সম্পাদক মোঃ ফারুক

    বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়ন মুন্সীগঞ্জ জেলা শাখার কমিটি গঠন সভাপতি বাদশা-সম্পাদক মোঃ ফারুক

    লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ঃ

    বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়ন মুন্সীগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ তাইজুল ইসলাম বাদশা ও সম্পাদক মোঃ ফারুক ইসলাম।
    সোমবার সকালে মুন্সীগঞ্জ শহরের ধলেশ্বরী নদীর তীরবর্তী বেড়িবাঁধ এলাকায় অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। এতে নৌ-যান শ্রমিক ও কর্মচারিদের নৌপথের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গিকার করে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার৷ এতে মুন্সীগঞ্জ জেলায় মোঃ তাইজুল ইসলাম বাদশাকে সভাপতি ও মোঃ ফারুক ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এসময় অন্যান্য ওদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির মুন্সীগঞ্জ শাখার সাবেক সভাপতি মোঃ ইউনুস মিয়া,সংগঠনটির নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ বাদশা মিয়া সহ নৌযান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন শ্রমিক ও নেতাকর্মীরা । পরে বেড়িবাঁধ এলাকায় লাইটারেজ জাহাজ সহ সকল শ্রমিকদের গেজেট অনুয়ায়ী বকেয়া বেতন ও এরিয়া পরিশোধ, নৌ পথের চুরি-ডাকাতি-ছিনতাই-চাঁদাবাজি-সন্ত্রাস, নৌ-শ্রমিকদের বেকারত্ব দূর করণ, চট্টগ্রামগামী লাইটারেজ জাহাজের সিরিয়ালের নামে কথিত ভলান্টিয়ার নামক চাঁদাবাজদের হাত থেকে শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

    এতে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার। এ সময়ে নবনির্বাচিত সভাপতি বাদশা বলেন, আমরা নদীতে চাঁদা বাজী করতে দিবো না যেখানে চাঁদাবাজী, শ্রমিকদের মারধর করা হবে আপনার তাৎক্ষণিক ইস্তানীয় নৌ পুলিশ ফাঁড়ী থানা পুলিশকে , কোষ্টগার্ডের সহযোগিতা নিবেন আমরা নদীতে নিরাপদ ভাবে চলাচল করতে চাই ।

  • ত্রিশালে এসিল্যান্ডের নেতৃত্বে কসমেটিকস কোম্পানিতে অভিযান, লাখ টাকা জরিমানা

    ত্রিশালে এসিল্যান্ডের নেতৃত্বে কসমেটিকস কোম্পানিতে অভিযান, লাখ টাকা জরিমানা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে’র ত্রিশালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)’র অনুমোদনহীন পিউ কসমেটিকস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে অনুমোদনহীন কসমেটিকস কোম্পানিকে একলক্ষ টাকা জরিমানা সহ অনুমোদনহীন কোম্পানী’র মালামাল জব্দ করে ডাম্পিং জোনে ধ্বংস করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর নির্দেশনায় রবিবার(১০ই নভেম্বর) দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলা’র সাখুয়া ইউনিয়নে’র নওপাড়ায় সহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান।

    সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান জানান, বিএসটিআইয়ে’র অনুমোদন ছাড়াই পিউ কসমেটিকস নামে একটি প্রতিষ্ঠান বেশ কিছুদিন ধরে টয়লেট সোপ, স্ক্রীন ক্রিম ইত্যাদি পণ্য তৈরী ও প্যাকেজিং করে আসছে। বিএসটিআই টিমে’র ফিল্ড অফিসার শাওন কুমার ধর (আবীর) বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫ (১) ধারা লংঘনে’র অভিযোগ দায়ের করে এবং অভিযোগ আমলে নিয়ে বিএসটিআই আইনের ১৫(১) ধারা লঙ্ঘনে’র জন্য একই আইনের ২৭ ধারায় এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এবং জব্দকৃত মালামাল বিধি মোতাবেক ধ্বংসের জন্য বিএসটিআইয়ে’র ফিল্ড অফিসারকে নির্দেশনা প্রদান করে। পরবর্তীতে পৌরসভা’র ডাম্পিং জোনে জনসম্মুখে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ জানান, বিএসটিআইয়ে’র অনুমোদনহীন পিউ কসমেটিকস নামে’র প্রতিষ্ঠানে পণ্য তৈরী ও প্যাকেজিং করে বাজারজাত করা হয় এমন তথ্যের ভিত্তিতে অভিযানের নির্দেশ প্রদান করা হয়। অভিযান চালিয়ে অর্থদন্ড করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনে’র এ কার্যক্রম অব্যাহত থাকবে।ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ত্রিশাল থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে। তিনি আরো জানান-ত্রিশালের সর্বসাধারণকে ভেজালমুক্ত করতে ও তাদের সুরক্ষিত রাখতে সকল সেক্টরকে ভেজালমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল মুক্ত উপজেলা প্রশাসন উপহার দিতে তথ্য দিয়ে সহযোগীতা করতে তিনি সকলের সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন।

  • মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

    মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধঃ

    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গবাড়ীতে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও উপজেলা ছাত্রদল।

    রবিবার বিকাল সাড়ে (৩ টায়) টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল এবং টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদল এর উদ্যোগে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল এর সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মল্লিক এর নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

    উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব আহমেদ ইমন দেওয়ান, বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রী কলেজ ছাত্রদল শাখার আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীর মল্লিকসহ প্রায় তিন শতাধিক ছাত্রদল কর্মী উপস্থিত হয় এ বিক্ষোভ সমাবেশ। 

    উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ সমাবেশটি থানা, ভুমি অফিস হয়ে বড়লিয়া এবং সোনারং মোড় হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

    সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব আহমেদ ইমন দেওয়ান বলেন, ফ্যাসীবাদী আওয়ামীলীগের পেতাত্মারা যাতে টঙ্গীবাড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুন্সীগঞ্জ জেলা ও টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদল অতন্দ্র প্রহর হয়ে পাহারা দিবো। এ দেশে খুনি হাসিনার ঠাই নাই, কোনো ষড়যন্ত্র বর্দাস্ত করা হবে না।