Blog

  • লালমনিরহাটে পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

    লালমনিরহাটে পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিল শেড-এ পুলিশের মাসিক কল্যাণ সভা ও বিভিন্ন পদ-মর্যাদায় গত অক্টোবর/২৪ মাসে কর্মদক্ষতার উপর ভিত্তি করে অত্র জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার ও ফোর্স’গনকে সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন জলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, কল্যান সভায় জেলা পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় প্রত্যেক সদস্যের দাবি/পরামর্শ সমুহ মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

     এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন ও ফিন্যান্স), মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস), এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল), জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, ড. মোঃ কামরুল হাসান প্রিন্স, মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল, সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

    হাসমত উল্লাহ ।।

  • যশোরে কানের দুলের জন্য শিশু হত্যা, মাদকাসক্ত নারী আটক 

    যশোরে কানের দুলের জন্য শিশু হত্যা, মাদকাসক্ত নারী আটক 

    আজিজুল ইসলামঃ  যশোরের ঝিকরগাছায় সোনার কানের দুলের জন্য সাদিয়া খাতুন (১০) নামে এক শিশুকে হত্যা করেছে মাদকাসক্ত  এক নারী। চম্পা খাতুন নামে ওই নারীকে পুলিশ আটক করেছে। 

    ঘটনাটি ঘটেছে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে। নিহত সাদিয়া ওই গ্রামের দক্ষিণপাড়ার বাবলুর রহমানের মেয়ে।

    ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে হঠাৎ করে নিখোঁজ হয় সাদিয়া। খোঁজাখুঁজি করে না পেয়ে তার পিতা থানায় অভিযোগ করেন। এসময় তারা চম্পা খাতুনের ওপর তাদের সন্দেহের কথা জানান।  একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে চম্পার পরিবারের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের হারুন অর রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার পরনের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 

    ওসি আরও জানান, চম্পা খাতুন একই গ্রামের আনিছুদ্দিন মোড়লের মেয়ে। সে প্যাথেড্রিনসহ নানা ধরনের মাদকসেবী বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। নিহত চম্পার মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • বাগআঁচড়ায় বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের সংবাদ সম্মেলন

    বাগআঁচড়ায় বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের সংবাদ সম্মেলন

    আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা থানা বিএনপি সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহব্বায়ক জাহাঙ্গীর হোসেন তার বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন

    বুধবার দুপুরে বাগআঁচড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসেনে বলেন, কিছু গণমাধ্যম, ফেইসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছেন। যা সম্পুর্ন ভিত্তিহীন, এসব সংবাদের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। কিছু স্বার্থান্বেষী মহল তাদের হীন রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করতে আমি ও আমার প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অপবাদমূলক সংবাদ পরিবেশনে করছে।

    সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন,শার্শা থানা বিএনপি’র সদস্য মিকাইল হোসেন মনা,জামাল উদ্দীন,আনোয়ার হোসেন বাবু,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি নেতা মোনায়েম হোসেন,বিএনপি নেতা রফিকুল ইসলাম সন্তু, আব্দুর রাজ্জাক শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবীর হোসেন,থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন,থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু,থানা উলামাদল নেতা আসরাফুজ্জামান,ছাত্রদল নেতা নিপু,মহিদ, রফিক,বাবলু, অহিদুল,মান্নান, জুয়েল ও লাল্টু উপস্থিত ছিলেন।

  • উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

    উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ নভেম্বর বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, ১ নং নির্বাহী সদস্য কল্যান কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব চন্দ্র হাজারী, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, সদস্য জি এম আকাশ,রফিকুল ইসলাম হিমেল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    ইউএনও মোঃ আলী সুজা বলেন, ‘আপনাদের সহযোগিতা পেলে উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দেশের পক্ষে কাজ করা আরও সহজ হবে। আমি সাধারণ মানুষ হিসেবে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা যেখানেই অনিয়ম দেখবেন সাথে সাথে আমাকে অবহিত করবেন। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন।

  • চারঘাটে সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    চারঘাটে সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উপজেলা সমাজসেবা কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন ও সচেনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপক ছিলেন, রাজশাহী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান এর সঞ্চলনায় ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক বায়েজিদ হোসেন ওয়ারেছী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, চারঘাট মডেল থানার (ওসি) আফজাল হোসেন, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

    সেমিনারে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক সামাজিক নিরাপত্তা বলয়ের বিভিন্ন ভাতা বিষয়ে আলোচনা করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • ধ-র্ষণ মামলা প্র-ত্যাহার না করায় বাদীর হাতে অস্ত্র দিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ আসামীর পরিবারের বিরুদ্ধে

    ধ-র্ষণ মামলা প্র-ত্যাহার না করায় বাদীর হাতে অস্ত্র দিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ আসামীর পরিবারের বিরুদ্ধে

    এম এ আলিম রিপন ঃ ধর্ষণ মামলা প্রত্যাহার না করায় বাদীর হাতে অস্ত্র দিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে আসামীর পরিবারের লোকজনের বিরুদ্ধে। পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামে সোমবার সন্ধ্যা ৭টা দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামের বাসিন্দা সোবাহান মল্লিক পেশায় রিক্সা চালক তার ৯ বছরের একমাত্র মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ঢাকার সাভারে স্থানীয় জহির খানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। এমতাবস্থায় গত ৩০-১২-২০২২ তারিখে ওই ভাড়া বাসায় তার সুজানগর উদয়পুর গ্রামের বাড়ির পার্শ্ববর্তী বাসিন্দা ও পূর্ব পরিচিত মোশারফ হোসেন ওরফে মন্দির মন্ডলের ছেলে মো.আলমগীর হোসেন(৩০)বেড়াতে যায়। এর মধ্যে ১/১২/২০২২ তারিখ রাত অনুমান ০৮.৩০ দিকে মেয়েটির হত দরিদ্র পিতা রিক্সা চালানোর জন্য বাসার বাহিরে চলে যায় এবং তার মা লাভলী খাতুন বাসার রান্না কাজে রান্না ঘরে থাকায় তার ৯ বছরের মেয়েকে জোরপূর্বক বসত ঘরের সামনের ফাকা রুমের ভিতরে নিয়ে মেয়েটিকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্ত আলমগীর হোসেন। পরে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে মেয়েটিকে। ধর্ষণের এ ঘটনায় মেয়েটির পিতা সোবাহান মল্লিক গত ৩-১২-২০২২ তারিখে সাভার মডেল থানায় মো.আলমগীর হোসেনকে অভিযুক্ত করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১১। এরপর মামলা দায়েরের ৩ দিনের দিনের মধ্যে একমাত্র পলাতক আসামী আলমগীর হোসেনকে র‌্যাব গ্রেফতার করে পুলিশের নিকট হস্তান্তর করলে সাভার মডেল থানা পুলিশ তাকে আদালতে প্রেরন করে। এবং জামিন না হওয়ায় প্রায় ২ বছর ধরে এখন পর্যন্ত আসামী জেল হাজতে রয়েছে। এরপর ঢাকা থেকে এসে মেয়েটির পরিবার তার নানা বাড়ী আতাইকুলার কাঁচারপুর গ্রামে বসবাস করতে শুরু করে। এমতাবস্থায় ধর্ষণ মামলার বাদী মেয়েটির পিতা সোবাহান মল্লিককে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতে থাকে অভিযুক্ত ধর্ষক আলমগীরের পরিবারের লোকজন। এরই মধ্যে অসহায় মেয়েটির পিতাকে সুজানগরের নাজিরগঞ্জের স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে চাপ প্রয়োগ করে শালিস মিমাংসার কথা বলে মেয়েটির পিতাকে আতাইকুলা থেকে ডেকে নিয়ে এসে অভিযুক্ত ধর্ষকের পিতার উদয়পুর মোড়ের মুদি দোকানে আটকে রেখে মারপিট করে হাতে একটি রিভালবার ও ২ রাউন্ড গুলিসহ ধরিয়ে দিয়ে পুলিশকে খবর দেয় বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ মেয়েটির বাবাকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে গিয়ে অস্ত্র মামলায় মঙ্গলবার পাবনা আদালতে পাঠিয়ে দেয় । ধর্ষণের শিকার মেয়েটির মা লাভলী খাতুন কান্না জড়িত কন্ঠে মঙ্গলবার জানান, তার মেয়েকে ধর্ষণের মামলার বুধবার ১৩ নভেম্বর ২০২৪ তারিখে ঢাকার আদালতে শুনানীর দিন ধার্য রয়েছে। এর মধ্যে আতাইকুলা আমার বাবার বাড়ি থেকে ধর্ষক আলমগীরের চাচা মিজান মোবাইল ফোনে আমার স্বামীকে মামলাটি আপস মিমাংসার কথা বলে সোমবার বিকাল ৩টার দিকে ডেকে নিয়ে যায়। পরে এদিন রাতে শুনি আমার স্বামীকে অস্ত্র হাতে দিয়ে ধর্ষক আলমগীরের পিতার দোকানের ভেতর থেকে পুলিশ ডেকে ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে আমার স্বামীর হাতে কে অস্ত্র দিল,এ অস্ত্র কোথা থেকে এলো এবং কারা কারা এ অস্ত্র যোগান দিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পাশাপাশি তার নির্দোষ স্বামীর মুক্তির দাবি জানান। এ বিষয়ে সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা মঙ্গলবার জানান স্থানীয় কতিপয় কয়েকজন ব্যক্তি পুলিশকে ফোন দিয়ে অস্ত্রসহ একজনকে ধরা হয়েছে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ সোবাহানকে গ্রেফতার করে নিয়ে আসে। পরে পুলিশ জানতে পারে যে দোকান থেকে অস্ত্রসহ সোবাহান মল্লিক নামক ব্যক্তিকে পুলিশ আটক করে সে দোকানের মালিক ধর্ষণের অভিযোগে বর্তমানে জেল হাজতে থাকা আলমগীরের পিতা মোশারফ হোসেন ওরফে মন্দির মন্ডলের। আর ওই ধর্ষণ মামলার বাদী সোমবার অস্ত্রসহ আটক হওয়া সোবাহান মল্লিক। এ সময় তিনি আরো বলেন অস্ত্র উদ্ধারের পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা এবং এর সাথে অন্য কারা কারা জড়িত রয়েছে সঠিক তদন্তের মাধ্যমে এর রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ শুরু করেছে। এবং যারাই জড়িত থাক তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে। এদিকে ষড়যন্ত্রের শিকার হত দরিদ্র রিক্সা চালক সোবাহান মল্লিক যেন সঠিক বিচার পান এজন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানানোর পাশাপাশি তার মুক্তির দাবী জানিয়েছেন সুজানগরবাসী।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩৬ বাংলাদেশী আটক

    মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩৬ বাংলাদেশী আটক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক দালালসহ ২৪ ঘন্টায় ৩৬ বাংলাদেশীকে আটক করেছে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি। আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ১৫ জন পুরুষ ও ৮ জন শিশু। মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুরে ১২টা পর্যন্ত মহেশপুরের মাটিলা, বাঘাডাংগা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি সুত্রে জানা গেছে, মানব পাচারের তথ্য পেয়ে সীমান্ত এলাকায় বিজিবি টহল ও অভিযান জোরদার করা হয়। অভিযানকালে ২৪ ঘন্টায় এক দালালসহ ৩৬ জনকে আটক করে বিজিবি। আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে বিজিবি জানায়। উল্লেখ্য শুধু নভেম্বর মাসেই অবৈধ ভাবে সীমান্ত পার হওয়ার সময় ১১৪ জনকে বিজিবি আটক করেছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • লঞ্চ থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর নদীতে ঝাঁপ কীর্তণখোলায় ভেসে উঠল ম-রদেহ

    লঞ্চ থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর নদীতে ঝাঁপ কীর্তণখোলায় ভেসে উঠল ম-রদেহ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশাল থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়া এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কীর্তনখোলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে বরিশাল সদর নৌ-থানার এসআই মো. আসাদুল আল গালিব জানিয়েছেন।
    দুই সন্তানের জননী ওই নারীর নাম আলো মজুমদার (৩৭)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার নরেরকাঠি গ্রামের কৃষ্ণকান্ত মজুমদারের কন্যা। তার স্বামী অনুপ রায় পটুয়াখালী জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক হিসেবে কর্মরত।
    বরিশাল সদর নৌ-থানার এসআই মো. আসাদুল আল গালিব জানান, সোমবার রাতে বরিশাল নৌ-বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি সুন্দরবন ১৬ লঞ্চ। রাতে খবর পেয়েছেন, লঞ্চ থেকে এক নারী নদীতে ঝাঁপ দিয়েছে।
    সকালে খবর পান, কীর্তনখোলা নদীর চরমোনাই ইউনিয়নের পশুর কাঠি এলাকায় এক নারীর মরদেহ ভাসমান অবস্থায় রয়েছে। তারা গিয়ে মরদেহ উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। সেখানে এসে স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন।এসআই গালিব আরও জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই নারীর ভাই মঞ্জু মজুমদার জানান, আলো মজুমদার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন।নগরের কাশিপুর পাসপোর্ট অফিসের পাশে এক ভাড়া বাসায় থাকতেন। সোমবার সকালে মোবাইলে টাকা রিচার্জ করার কথা বলে বের হন। তারপর তার কোনো সন্ধান ছিল না। এ ঘটনায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
    এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার জানিয়েছেন, মৃত আলো রানী মজুমদারের বড় বোন মঞ্জু রানী মজুমদার একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে তিনি মৃত আলো রানী মজুমদার মানসিক বিকারগ্রস্ত এবং ওইদিন সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ বলে উল্লেখ করেন।
    ডিজির সূত্র ধরে তদন্ত শুরু করে আজ মঙ্গলবার জানতে পারেন, ওই নারীর মরদেহ কীর্তনখোলা নদীতে পাওয়া গেছে। তদন্ত ছাড়া নেপথ্যের ঘটনা সম্পর্কে কেউ বলতে পারছেন না বলে জানিয়েছে পুলিশ।এদিকে গতদিন মধ্যরাতে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১৬ লঞ্চ থেকে এক নারী নদীতে ঝাঁপ দিয়েছে বলে ফেসবুকে লাইভ করেন এক যাত্রী। লঞ্চ থামিয়ে খোঁজ করেও ওই নারীকে উদ্ধার করা যায়নি।
    সুন্দরবন-১৬ লঞ্চের কেরানি মো. বাবুল বলেন, রাত ১১টার দিকে লঞ্চ বামনীচর এলাকা অতিক্রমকালে এক নারী নদীতে ঝাঁপ দেন। ডেকের যাত্রী ওই নারীকে দুই ঘণ্টা ধরে খোঁজ করা হয়। পরে না পেয়ে নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে জানিয়ে লঞ্চ ঢাকা চলে যায়।বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, ৯৯৯-এ ফোনকল করায় খবর পেয়ে মঙ্গলবার সকালে সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর মরদেহ দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। তবে প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • প্রল-য়ংকারী ঘূর্ণিঝড়ে নিহ-তদের স্মরনে দোয়া এবং পাথরঘাটায় ‘উপকূল দিবস’ পালিত

    প্রল-য়ংকারী ঘূর্ণিঝড়ে নিহ-তদের স্মরনে দোয়া এবং পাথরঘাটায় ‘উপকূল দিবস’ পালিত

    অমল তালুকদার,পাথরঘাটা(বরগুনা)থেকে: বরগুনার পাথরঘাটায় উপকূল দিবস পালিত হয়েছে। পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় একটি শোভা যাত্রা পৌর শহরের গোল চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে ৭০এর প্রাণহানিদের রুহের মাগফিরাতে দোয়া মোনাজাত করা হয। এর আগে মুক্ত মঞ্চে অবস্থিত সিডরে নিহত এবং ১৯৯৩ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সাগরে নিখোঁজ জেলেদের স্মরনে স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর সহযোগিতা ও দিকনির্দেশনায় বরগুনার পাথরঘাটায় এ দিবসটি আয়োজন করেন পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন।

    বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাবেক সভাপতি মির্জা শহীদুল ইসলাম খালেদ, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, মেহেদী শিকদার প্রমুখ। স্মৃতিচারণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন।

    বক্তারা ৭০ সনের বন্যার স্মৃতিচারণ করেন এবং এ দিনটি উপকূল দিবস হিসেবে স্মৃতির দাবি করেন। এছাড়াও পাথরঘাটাসহ উপকূলে জেলেদের নিরাপত্তা, পুনর্বাসন, নিখোঁজ জেলেদের আইনগত স্বীকৃতি দেয়ারও দাবি জানানো হয়।

    ১৯৭০ সালরে ১২নভম্বের তৎকালীন র্পূব পাকিস্তানের (র্বতমান বাংলাদশে-এর) দণিাঞ্চলে আঘাত হানে একটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় । এ পর্যন্ত রেকের্ডকৃত ঘূর্নিঝড় সমূহরে মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্নিঝড় এবং এটি সর্বকালরে সবচেয়ে ভঙ্করতম প্রাকৃতকি দূর্যোগের একটি। এ ঝড়ের কারণে প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারায়। এটি ১৯৭০-এর উত্তর ভারতীয় ঘূর্নিঝড় মৌসুমরে ৬ষ্ঠ ঘূর্নিঝড় এবং মৌসুমরে সবচেয়ে শক্তশিালী ঘূর্নিঝড় ছিল। এটি সিম্পসন স্কেলে ‘ক্যাটাগরি ৩’ মাত্রার র্ঘূণঝিড় ছিল। সেই দিনে যারা প্রাণ হারিয়েছেন; তাঁদের স্মরণ করতেই পাথরঘাটার বিভিন্ন সংগঠন আজকে এ আয়োজন করে।

    অমল তালুকদার
    পাথরঘাটা বরগুনা ।।

  • টুরিস্ট পুলিশ ও স্টেক হোল্ডারদের মধ্যে মত বিনিময় সভা মাওয়া ঘাটে অনুষ্ঠিত

    টুরিস্ট পুলিশ ও স্টেক হোল্ডারদের মধ্যে মত বিনিময় সভা মাওয়া ঘাটে অনুষ্ঠিত

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    মুন্সিগঞ্জ জেলার পর্যটন শিল্পের প্রসারে টুরিস্ট পুলিশ ও স্টেকহোল্ডারদের সাথে গতকাল মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাটের শখের হাড়ি নামক রেস্টুরেন্টের হল রুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ প্রধান ডিআইজি জনাব মোঃ আবু কালাম সিদ্দিক (অতিরিক্ত আইজিপি ভারপ্রাপ্ত)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ সাখাওয়াত হোসেন ঢাকা ডিভিশন, ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম, মুন্সিগঞ্জ জেলার সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জনাব মোঃ বদিউজ্জামান, ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, জেলা প্রশাসকের প্রতিনিধি জনাব মোঃ কাইসুর আলম এসি ল্যান্ড লৌহজং উপজেলা , মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ বাছির উদ্দিন জুয়েল ও টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জনাব মোঃ মাসুদ শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ত করেন শখের হাড়ি রেস্টুরেন্টের অধিকার টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও রেস্টুরেন্ট মালিক সমিতির প্রেসিডেন্ট জনাব মোঃ মুরাদ খান।সভায় স্টেকহোল্ডার এবং টুরিস্ট পুলিশ মাওয়া ঘাটের পর্যটন শিল্পের উন্নয়নে বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ঢাকা রিজিয়ন ট্যুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম তার বক্তব্যে মাওয়া ঘাটে এসে ইলিশ খাওয়াকে শৈল্পিক সৌন্দর্য বলে উল্লেখ করেন। পরবর্তীতে ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দীক তার বক্তব্যে বলেন, বাংলাদেশ টুরিস্ট পুলিশ পর্যটন শিল্পের উন্নয়নে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে। মুন্সিগঞ্জ জেলায় পর্যটন শিল্পের প্রসারে ও পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের কথা তিনি উল্লেখ করেন।