Blog

  • হবিগঞ্জে আধুনিক রা-ষ্ট্রব্যবস্থা শীর্ষ-ক গোল টেবিল বৈঠ-ক অনু-ষ্ঠিত

    হবিগঞ্জে আধুনিক রা-ষ্ট্রব্যবস্থা শীর্ষ-ক গোল টেবিল বৈঠ-ক অনু-ষ্ঠিত

    হবিগঞ্জ প্রতিনিধি :
    হবিগঞ্জে রাষ্ট্রসংস্কারের প্রস্তাবনা তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    আজ শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সিলেট বিভাগীয় সম্পাদক আলী হোসেনের সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলা সভাপতি এডভোকেট এম এ মোত্তালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান।
    বক্তব্য রাখেন সংগঠনের গণমাধ্যম যোগাযোগ বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা চৈতী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, ,
    অনুষ্ঠানে শারমিন সুলতানা চৈতী বক্তব্যে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরে বলেন, “একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র শ্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেওয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক-স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার।”

    বৈঠকে অংশগ্রহণ করেন জেলার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

  • তারাগঞ্জে চু-রি যাওয়া অটো উদ্ধা-র, চো-র সি-ন্ডিকেট ১ সদস্য গ্রে-প্তার

    তারাগঞ্জে চু-রি যাওয়া অটো উদ্ধা-র, চো-র সি-ন্ডিকেট ১ সদস্য গ্রে-প্তার

    খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধিঃ

    রংপুরের তারাগঞ্জ থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ অটো ছিনতাই চক্রের মুখোশ উন্মোচিত হয়েছে। গত ৩১ আগস্ট সন্ধ্যায় নতুন চৌপথী এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারীদের কবলে পড়ে অজ্ঞান হয়ে যান অটো চালক আবুল কাশেম, এবং চুরি হয়ে যায় তার চালিত অটো রিকশাটি। তথ্যপ্রযুক্তির সাহায্যে পুলিশ চক্রের সদস্য মিঠুল মিয়া (ওরফে মাসুদ)-এর বাড়ি থেকে ৫ সেপ্টেম্বর গভীর রাতে অটোটি উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে।

    জানা যায়, আবুল কাশেম অন্যের মালিকানাধীন অটো নিয়ে যাত্রী পরিবহনের কাজে বের হন। সন্ধ্যার কিছুক্ষণ পর নতুন চৌপথী থেকে যাত্রী সেজে অটোতে ওঠেন ছিনতাই চক্রের এক সদস্য। বরাতি ব্রিজের দিকে যাওয়ার পথে চালককে অজ্ঞান করে অটোটি ছিনিয়ে নেয় অপরাধী। প্রায় এক ঘণ্টা পর জ্ঞান ফিরলে আবুল কাশেম নিজেকে মহাসড়কের ধারে শুয়ে থাকতে দেখেন এবং বুঝতে পারেন যে অজ্ঞান পার্টির চোরেরা তার অটো নিয়ে পালিয়েছে। পরদিন তিনি তারাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে তারা গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈপাড়ায় অটো চোর সিন্ডিকেটের সদস্য মিঠুল মিয়ার বাড়িতে অটোটির সন্ধান পান। গঙ্গাচড়া থানা পুলিশের সহযোগিতায় তারাগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে অটোটি উদ্ধার করে এবং মিঠুলকে আটক করে।

    জিজ্ঞাসাবাদে মিঠুল স্বীকার করেন যে, চক্রের এক সদস্য তাকে ফোন করে অটো ছিনতাইয়ের খবর দেন এবং অটোটি নিতে বলেন। পরে তিনি হাজীরহাট থেকে অটোটি নিয়ে নিজের বাড়িতে লুকিয়ে রাখেন।

    তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, “আমরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছি। তথ্যপ্রযুক্তি এবং আন্তঃথানা সহযোগিতা আমাদের অভিযানকে আরও শক্তিশালী করেছে। এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রয়েছে এবং অনুরূপ আরও কয়েকটি ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছি । তদন্ত এখনও চলমান, এবং চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

  • নলছিটিতে প্রধান শিক্ষকের বিরু-দ্ধে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান না করে বরা-দ্দের অ-র্থ আ-ত্মসাতের অ-ভিযোগ

    নলছিটিতে প্রধান শিক্ষকের বিরু-দ্ধে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান না করে বরা-দ্দের অ-র্থ আ-ত্মসাতের অ-ভিযোগ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    সারাদেশের ন্যায় ঝালকাঠির নলছিটি উপজেলায় শনিবার (৬ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বরাদ্দ অনুযায়ী অনুষ্ঠান পালনের নির্দেশনা দেওয়া হয়। তবে নলছিটি উপজেলার হয়বৎপুর তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের কোনো আয়োজন করে বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। 

    ‎স্থানীয়দের অভিযোগ, মিলাদুন্নবী উপলক্ষে বিদ্যালয়ে কোনো সরকারি অনুষ্ঠান পালিত হয়নি। এতে কোমলমতি শিক্ষার্থীরা অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়েছে। এছাড়াও জুলাই-আগস্ট মাসে নিহতদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য সরকারি বরাদ্দের টাকাও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

    ‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম দাবি করেন, সকাল ৯টায় অনুষ্ঠান হয়েছে কিন্তু ছবি তোলা হয়নি। তিনি স্কুলে উপস্থিত না থাকায় অন্যান্য শিক্ষকরা মিলে অনুষ্ঠান করেছেন।‎কিন্তু সরেজমিনে গিয়ে প্রধান শিক্ষকের বক্তব্যের সত্যতা মেলেনি।

    ‎এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. কামরুজ্জামান রেজা বলেন, আজ বিদ্যালয়ে মিলাদুন্নবী অনুষ্ঠান করা বাধ্যতামূলক ছিল। ওই বিদ্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন না করা হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • নলছিটিতে স্কুল ছাত্রীর ঝু-লন্ত লা-শ উদ্ধা-র

    নলছিটিতে স্কুল ছাত্রীর ঝু-লন্ত লা-শ উদ্ধা-র

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে মণি আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। একই দিন (শুক্রবার)সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনি তাদের বসত ঘরের দোতলার পাটাতনের ওপর আড়ার সঙ্গে সাইড ব্যাগের কালো রংয়ের ফিতা দিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের সদস্যদের দাবি। সে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল বলেও দাবি তাদের। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।

    মণি ডেবরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে খুলনা গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে। 

    নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, স্কুলছাত্রী মনি তাদের বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে তার স্বজনরা দাবি করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এব্যাপারে একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।

  • পটুয়াখালীতে সাগর জলে ভাসতে থাকা অজ্ঞা-ত ব্যাক্তির লা-শ উ-দ্ধার

    পটুয়াখালীতে সাগর জলে ভাসতে থাকা অজ্ঞা-ত ব্যাক্তির লা-শ উ-দ্ধার

    রফিকুল ইসলাম,
    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ভাসমান অবস্থায় অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার সকাল ১০ টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন নদীতে মাছ শিকারি জেলেরা লাশটি ভাসমান দেখে জাতীয় জরুরী সেবা-৯৯৯ কল করে জানালে চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ি একটি দল গিয়ে উদ্ধার করে।
    প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধার হওয়া লাশটি বৈরী আবহাওয়া ট্রলার ডুবির কোন জেলে।

    চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) আসলাম জানান, “স্থানীয় জেলেরা প্রথমে লাশটি দেখতে পেয়ে জরুরি সেবা-৯৯৯ এ কল দেয়। এরপরই নির্দেশনা মোতাবেক আমরা সোনার চর সংলগ্ন সাগর মোহনায় লাশটি দুপুর ১টার দিকে খুজে পাই। মরদেহটি ৩০-৪০ বছর বয়সী একজন পুরুষের বলে ধারনা করছি। লাশ নিয়ে আমরা এখন ফাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • বাগেরহাটে ৪ টি আসন বহালের দা-বীতে ৩ দিনের হর-তাল ডাকলো বিএনপি-জামায়াতসহ স-র্বদলীয় কমিটি

    বাগেরহাটে ৪ টি আসন বহালের দা-বীতে ৩ দিনের হর-তাল ডাকলো বিএনপি-জামায়াতসহ স-র্বদলীয় কমিটি

    এস.এম. সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি।

    বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদ এবং চারটি আসন বহাল রাখার দাবিতে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি। যার মধ্যে ৮, ১০ ও ১১ সেপ্টেম্বর তিনদিনের হরতাল কর্মসূচী রয়েছে।

    শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের ধানসিঁড়ি মিলনায়তনে এক জরুরী সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

    ঘোষিত কর্মসূচী অনুযায়ী, আগামীকাল রবিবার (৭ সেপ্টেম্বর) বাগেরহাটে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। সোমবার (৮ সেপ্টেম্বর) বাগেরহাটে হরতাল ও অবরোধ, নির্বাচন কমিশন অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান। ৯ তারিখ বিক্ষোভ মিছিল এবং ১০ ও ১১ সেপ্টেম্বর আবারও হরতাল।

    এছাড়া বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, এ্যাড. ওয়াহিদুজ্জামান দীপু ও জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাড আব্দুল ওয়াদুদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যারা চারটি আসন বহাল রাখার দাবিতে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান বিএনপি নেতা এম এ সালাম।

    এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি সম্মিলিত কমিটির কো-কনভেনর এমএ সালাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাড আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলী, যুব বিভাগের প্রধান মনজুরুল হক রাহাত, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, ওয়াহিদুজ্জামান দীপু, খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, কামরুল ইসলাম, শমসের আলী মোহন, খাদেম নেয়ামুল নাছির আলাপ, হাফিজুর রহমান, ফকির তরিকুল ইসলাম ফকির তারিকুল ইসলাম, নাসির আহমেদ মালেক সহ সর্বদলীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুসে ওঠে। একের পর এক কর্মসূচি দিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটি। চারটি আসন বহল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটের নেতাকর্মীরা। তার বিপরীতে গেল ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

  • চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে মহিলা সমা-বেশ অনুষ্ঠিত

    চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে মহিলা সমা-বেশ অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে মহিলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় শলুয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

    শলুয়া ইউনিয়ন জামায়াতের আমীর জনাব মোঃ দুরুল হুদা সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মোঃ আব্দুল মতিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট-বাঘা-০৬ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চারঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, মরিয়ম খানম, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাষ্টার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ আইয়ুব আলী, উপজেলা সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুফেল রানা।

    উক্ত সমাবেশে প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ মহিলাদের ইসলামের মহান আদর্শের অনুসরণ ও প্রচারের আহ্বান জানান এবং শহীদদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।

    সম্মানিত অতিথিবৃন্দ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার প্রত্যায় ব্যাক্ত করেন। সম্মানিত প্রধান অতিথি মহিলা সমাবেশে অংশগ্রহণকারী সকলের জন্য মহানরবের নিকট কল্যান কামনা করে দোয়া করেন এবং মহিলা সমাবেশের সার্বিক সাফাল্য কামনা করেন।

    মোঃ মোজাম্মেল হক ০০৬
    চারঘাট, রাজশাহী ।

  • তও-হীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মু-ক্ত আলোচনা’ শী-র্ষক আ-লোচনা

    তও-হীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মু-ক্ত আলোচনা’ শী-র্ষক আ-লোচনা

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপরে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ এর উদ্যোগে কুমিল্লা জেলার কর্মরত সাংবাদিকের সাথে কান্দিড়পাড় গোল্ডেন স্পুনের সম্মেলন কক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সংগঠনটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান। তিনি হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। পাশাপাশি বর্তমান রাষ্ট্রের সংকট ও প্রচলিত ব্যবস্থার ত্রুটি উল্লেখ করে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তা স্পষ্ট করেন।

    গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. ওমর ফারুক। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় আমির মাহবুব আলম, কুমিল্লা অঞ্চলের সভাপতি মো. সাইফুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, চট্টগ্রাম বিভাগীয় নারী নেত্রী জোবেদা আক্তার বেবী, কুমিল্লা অঞ্চলের নারী নেত্রী আসমা আক্তার এবং জেলা নারী নেত্রী সেলিনা আক্তার ইতি প্রমুখ।

    আলোচনার শেষাংশে উপস্থিত বিভিন্ন অধ্যাপক, বুদ্ধিজীবী, ইসলামী চিন্তাবিদ, প্রবীণ রাজনীতিবিদ ও প্রথিতযশা সাংবাদিকেরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা বিষয়ে সুচিন্তিত মতামত ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।

  • কুমিল্লায় পূর্ব শ-ত্রুতার জে-র ধরে প-তিপক্ষের পুকুরে বি-ষ প্রয়োগে ৭ লাখ টাকার মাছ নি-ধন

    কুমিল্লায় পূর্ব শ-ত্রুতার জে-র ধরে প-তিপক্ষের পুকুরে বি-ষ প্রয়োগে ৭ লাখ টাকার মাছ নি-ধন

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লায় পূর্ব শত্রুতার জের ধরে পতিপক্ষের পুকুরে বিষ প্রয়োগে মাছ চাষীর প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে আদর্শ সদর উপজেলার আড়াইওরা মধ্যপাড়া এলাকায়।

    এবিষয়ে ভুক্তভোগী মাছ চাষী মো. টুটুল জানান, ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি পুকুরপাড়ে আসেন। এসে দেখেন পুকুরে প্রচুর মাছ ভেসে উঠছে এবং চারপাশে কীটনাশকের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে তিনি হতভম্ব হয়ে পড়েছেন এবং কান্নাকাটি করেন।

    তিনি কান্নারত অবস্থায় জানান, তিন বছরের জন্য সাড়ে চার লাখ টাকায় পুকুরটি লিজ নিয়েছেন তিনি। রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কারফিউসহ নানা প্রজাতির মাছ ছাড়াও মাছের পোনা ও খাবারে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় করেছেন।
    এখন পুকুরের সব মাছ মারা যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

    টুটুল মিয়া সরাসরি অভিযোগ করে বলেন, গত ২৫ আগস্ট পুকুরের পাশে নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরা কিছু লোকজন ভাঙচুর করে। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ধারণা, প্রতিহিংসার জের ধরেই একই পক্ষ এই বিষপ্রয়োগের ঘটনা ঘটিয়েছে।

    ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় শুধু একজন মাছ চাষীই নয়, পুরো এলাকার মানুষেরও ক্ষতি হচ্ছে।

    মাছ চাষী টুটুল মিয়া প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মাছ চাষি কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • র‌্যাব-১২ এর অভি-যানে ২০ কেজি গাঁ-জাসহ ১ জন মা-দক ব্যবসায়ী গ্রে-ফতার

    র‌্যাব-১২ এর অভি-যানে ২০ কেজি গাঁ-জাসহ ১ জন মা-দক ব্যবসায়ী গ্রে-ফতার

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা হতে ২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ, ভোর ০৫.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার মধ্যভদ্রঘাট সাকিনস্থ কাশেম এর মোড়ের অনুমান ৫০০ গজ পশ্চিম দিকে ঢাকা-রাজশাহীগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- চকমথুর, ইউপি- মথুরাপুর, থানা- বদলগাছি, জেলা- নওগাঁ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করিয়া আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।