Blog

  • পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের

    পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ সদরে সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম লস্কর (৪১) নামের এক করিমন চালকের মৃত্যু হয়েছে। আজ সকাল ৮ টার দিকে উপজেলার পোড়াহাটি তিন মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম হরিণাকুণ্ডু উপজেলার শ্রীফলতোলা গ্রামের সাত্তার লস্করের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমিনুল করিমন নিয়ে মাগুরার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে তিনমাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান করিমন গাড়ীতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে করিমন চালক আমিনুল মারা যান। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালরে মর্গে প্রেরণ করা হয়েছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

    স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

    কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ’ বিষয়ক এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল কুলাউড়ায় অবস্থিত তার নিজস্ব শাখা হাসপাতালে সভাটি আয়োজন করে। এতে সহায়তা করে অস্ট্রেলিয়া ভিত্তিক চক্ষুসেবা বিষয়ক উন্নয়ন সংন্থা ‘ফ্রেড হলোজ ফাউন্ডেশন’। পরামর্শ সভায় কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৫ জন স্থানীয় সংগঠক অংশগ্রহণ করেন।

    চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ নিয়ে সভায় মূল আলোচনা করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল -এর সহকারী পরিচালক নিকোলাস বিশ্বাস। তিনি বলেন; জাতিসংঘ কর্তৃক প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০১৬-২০৩০ -এর মূল থিমই হল ‘কাউকে পিছনে ফেলে নয়’। দারিদ্র বিমোচন, ক্ষুধা নিবারণ, মান সম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, অসমতা হ্রাস এবং টেকসই নগর ও জনপদ সুনিশ্চিৎ করতে চাইলে অবশ্যই প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও তাদের অভিগম্যতা সুগম করতে হবে। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে নারীদের অনুপাত পুরুষদের তুলনায় অধীক যা প্রতি ১০০ জন নারীদের মধ্যে পুরুষের সংখ্যা ৯৮ জন। সুতরাং কোন অবস্থাতেই নারীদের পিছনে রাখা বা একপাশে সরিয়ে রাখা যাবে না।

    তিনি আরো বলেন; অষ্টম পঞ্চবার্ষীক পরিকল্পনায় (২০২০-২০২৫) অন্যান্য সূচকের সাথে স্বাস্থ্য ঝূঁকি মোকাবেলায় বিশেষ নীতিমালা প্রণয়ন ও গ্রহণের কথা বলা হয়েছে। কারণ স্বাস্থ্য ঝূঁকির সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সূচকের সরাসরি সম্পর্ক রয়েছে। মানুষ সুস্থ্য না থাকলে কাজ করতে পারে না। এজন্য তার দৈনিক আয়-রোজগার কমে যায়। শুধু তাই নয়, অসুস্থ্যতার জন্য যথেষ্ঠ চিকিৎসা ব্যায় রয়েছে যা তার পুঁজি থেকে বের হয়। ফলে তার আর্থীক স্বচ্ছলতা দিন দিন কমতে থাকে এবং দারিদ্রতার দিকে ধাবিত হয়।

    নিকোলাস বিশ্বাস জোরালোভাবে বলেন; জাতীয় চক্ষুসেবা পরিকল্পনা তথা ‘ভিশন ২০২০’ (সম্প্রসারিত ২০৩০) অনুযায়ী জনগণের দ্বারপ্রান্তে চক্ষুসেবা পৌছে দেওয়া ও সেবাগ্রহীতাকে এই কার্যক্রমে অন্তর্ভূক্ত করা এই নীতির অন্যতম উদ্দেশ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষ্য অনুযায়ী সমগ্র সমাজকে কেন্দ্র করে চক্ষুসেবাকে এখন সার্বজনীন স্বাস্থ্যসেবায় অন্তর্ভূক্ত করা হয়েছে। কিন্তু এখনো আমাদের সমাজের অসংখ্য মানুষ চক্ষুসেবার আওতায় আসেনি। এরমধ্যে উল্লেখযোগ্য জনগোষ্ঠী হল এই কুলাউড়া ও শ্রীমঙ্গল সহ অত্র এলাকার চা বাগানে কর্মরত দরিদ্র শ্রমিকগণ বিশেষভাবে নারী শ্রমিকেরা চক্ষুসেবার আওতায় উল্লেখযোগ্যভাবে আসেনি। এই জনগোষ্ঠীকে চক্ষুসেবার মত একটি অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার আওতায় আনতে হলে এখানে উপস্থিত সকল সংগঠকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। আমরা কেউ কেউ এই সেবাকে আমলে নিতে চাই না। এর মানে হল; আমরা চোখের গুরুত্ব, এর যত্ন ও চক্ষুসেবাকে অবহেলা করছি।

    পরামর্শ সভায় আরো বক্তব্য রাখেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল-কুলাউড়া শাখা হাসপাতালের ডাক্তার শরিফ মোঃ শাহ্ আলম ভূঁইয়া এবং হাসপাতাল প্রশাসক জনাব রঞ্জন চক্রবর্তী। পরামর্শ সভার মূল উপস্থাপনা শেষে শুরু হয় উন্মুক্ত আলোচনা যেখানে সকল অংশগ্রহণকারী চক্ষুসেবা কার্যক্রম বেগবান করার জন্য বিশেষভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অভিগম্যতা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোকপাত করেন এবং নানামূখী পরামর্শ তুলে ধরেন। তারা বলেন; চোখ ভালোতো শরীর চলবে; নয়তো বসে বসে কাঁদবে।।

  • রায়গঞ্জে সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়

    রায়গঞ্জে সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জে নব্য যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে রায়গঞ্জ উপজেলার কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সংগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল মঙ্গলবার ( ১৯ নভেম্বর) রায়গঞ্জ উপজেলা সভাকক্ষে শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রা‌খেন, সদ্য যোগদানকৃত সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, সহকারি কমিশনার ভূমি খাদিজা খাতুন, উপজেলা সহকারি প্রকৌশলী তামান্না রহমান উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আমির হামজা রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপি সভাপতি শামছুল ইসলাম, জামায়াত আমীর গোলাম মর্তুজা প্রমুখ।
    এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, ছাত্র সমন্নয়ক শেখ রিয়াদ, ফয়সাল আহম্মেদ, শ্রাবন, ইশরাত জাহান এশা, রায়গঞ্জ প্রেসক্লাব আহব্বায়ক
    আবুল কালাম বিশ্বাস, আশরাফ আলী, সোহেল রানা, মোস্তফা নুরুল আমিন, গোলাম মুক্তাদির,সলঙ্গা রিপোর্টার ইউনিটির সভাপতি রফিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

  • তানোরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

    তানোরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক,বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীসহ সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন রাজশাহীর নবাগত জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আক্তার। জানা গেছে,১৯ নভেম্বর মঙ্গলবার সকালে তানোর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা খাতুন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা,বার্নাবাস হাসদাক,তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি)মিজানুর রহমান মিজান। তানোরের বিভিন্ন সমস্যা সম্ভবনা তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, তানোর উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মফিজ উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার,বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন, আব্দুল মালেক মন্ডল, সুলতান আহমেদ আব্দুর রশিদ, তোফাজ্জুল হোসেন তোফা,জামায়াতের আমির আলমগীর হোসেন, সম্পাদক ডিএম আক্কাস,বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবপ্রমুখ।আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম,সম্পাদক টিপু সুলতান, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু,সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন, সম্পাদক মিজানুর রহমান মিজান, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আলিফ হোসেন,সহসভাপতি আব্দুস সবুর, সম্পাদক মনিরুজ্জামান মনি,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জাকির হোসেন টুটুল,সম্পাদক সানাউল্লাহ স্বপন,সাংবাদিক ক্লাবের সভাপতি এম রায়হান আলীপ্রমুখ।এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এর আগে তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান জেলা প্রশাসক, নতুন ইউএনও এবং সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আক্তার তানোর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোহর কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন।

  • পঞ্চগড়ে রাবার ড্যাম পার্কের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন

    পঞ্চগড়ে রাবার ড্যাম পার্কের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় ;

    পঞ্চগড়ে রাবার ড্যাম পার্কের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে তালমা নদীর পার্ক চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।

     

    উদ্বোধন শেষে আলোচনা সভায় সদর উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান, হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমূখ।

  • ভারতে পালানোর সময় আওয়ামী লীগের সাবেক মেয়র বিজিবির হাতে গ্রেফতার

    ভারতে পালানোর সময় আওয়ামী লীগের সাবেক মেয়র বিজিবির হাতে গ্রেফতার

    আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজিপুরের সাবেক মেয়র আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমানকে (৬০) গ্রেফতার করেছে শিকারপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) সদস্যরা।

    মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার আসাদুর রহমান ঢাকার গাজিপুর জেলার পাগান গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫ টি মামলার এজাহারভুক্ত আসামি।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ফারজীন ফাহিম বলেন, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ঢাকার গাজিপুর জেলার ৫টি মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্ট ভিস ছাড়া ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে যশোরের শার্শা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই আসামিকে জিজ্ঞাসাবাদ কালে তার নিজ এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায় তিনি ঢাকার গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫টি মামলার এজাহারভুক্ত আসামি। তখন তাকে গ্রেফতার করা হয় এবং সমস্ত কার্যক্রম শেষে শার্শা থানায় সোপর্দ করা হয়।

    গাজিপুর সদর থানার পুলিশের কাছে শার্শা থানা কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে।

  • পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা

    পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় ;

    মাদকের ভয়াল থাবা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পঞ্চগড়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার তালমা রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ সাগর যুব কল্যাণ সংঘের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

     

    কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।

    এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।

    সভায় কামাত কাজলদিঘী ইউনিয়নের কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

  • বাবুগঞ্জে এজে ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

    বাবুগঞ্জে এজে ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

    কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুর মুল্লিক ইউনিয়ন পরিষদে ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ৯ থেকে দুপুর ১ টা পর্যন্ত এ জে ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও গ্রামীন জিসি চক্ষু হাসপাতালের পরিচালনায় সম্পুর্ন ফ্রি চিকিৎসা সেবা প্রদান সহ বিনামুল্যে ছানি অপারেশন ও রুগিদের বরিশালে নিয়ে যাওয়ার ট্রান্সপোর্টের সু- ব্যাবস্হা সহ রুগীদের বিদেশী লেন্স সংযোজন, নেত্রনালির সমস্যা, চোখের মাংশ বৃদ্ধি ও চোখের নানা বিধ সমস্যার লক্ষ্যে এজে ফাউন্ডেশন পরিচালক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান নিজ এলাকায় সাধারণ ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানে সম্পুর্ণ বিনা মুল্যে ক্যাম্পের আয়োজন করেন।

    এ সময় উপস্থিত থেকে জাহাঙ্গিরনগর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ কামরুল আহসান হিমু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এজে ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতিষ্টতা মোঃ মিজানুর রহমান মিজানের প্রতি চীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সমাজের প্রত্যেক বিত্তবানদের জনকল্যান মুলক কাজে এগিয়ে আসতে ঔদ্ধত্য আহবান জানান।

    এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগি এজে ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান মোঃ জাকির হোসেন সবুজ, সাবেক স্বেচ্ছাসেবক দলের বরিশাল বিভাগের সভাপতি ও এ, জে ফাউন্ডেশনের মহাসচিব জে এম আমিনুল ইসলাম লিপন, জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মাসুদ হাওলাদার, সাংবাদিক কেএম সোহেব জুয়েল, বিএনপির নেতা মোঃ আলঙ্গির হোসেন সরদার।

    এ ছারাও চিকিৎসা সেবা প্রদানে আসা গ্রামীন জিসি চক্ষু হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রাকিন আহমেদ খাঁন এমবিবিএস,সহ ওই হাসপাতালের চক্ষু পরিক্ষা নিরিক্ষার বিভিন্ন পর্যায়ের ডাক্তারের সহকারী গন সহ বিনা মুল্যে ডাক্তারের সেবা নিতে আসা ওই এলাকার কয়েকশত নাড়ি- পুরুষ।

    এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে, এজে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মিজানুর রহমান বলেন, মানব সেবাই বড় ধর্ম, আমি সর্বদা পরোপকারে মহান আল্লাহর রাব্বুল আলামিনের রহমাতে নিজকে নিয়োজিত রাখতে চাই। এবং বাকি দিন গুলিও যেন পরোপকার করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন এমনটি জানিয়েছেন তিনি। এ ছারাও সমাজের সকল বিত্তবানদেরকেও পরোপকারে এগিয়ে আসার জন্য ঔদ্ধত্য আহবান জানান তিনি।

    অপর দিকে তার সহদর এজে ফাউন্ডেশনের মহাসচিব ও সাবেক বরিশাল বিভাগের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপন বলেন, প্রত্যেক দায়িত্ববান লোকদের সমাজের অসহায় মানুষের প্রতি দায়িত্ব নেয়া নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে মনে করে আগরপুর ডিগ্রী কলেজে পদার্পনে শিক্ষদের সাথে মত বিনিময়ে কলেজ শিক্ষার্থীদের ক্ষেত্রে সম্পুন্ন রাজনিতি মুক্ত রাখতে সকলকে ঔদ্ধত্য আহবান জানান ছাত্র নেতা লিপন।

  • উজিরপুরে নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের স্মরণসভা অনুষ্ঠিত

    উজিরপুরে নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের স্মরণসভা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা অডিটরিয়ামে স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু। মৃত্যু বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশালের দৈনিক বিপ্লবী বাংলাদেশের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, যুগ্ম আহবায়ক এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম খান। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন মৃত্যু বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির, বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক, উপজেলা বাসদের আহবায়ক মনজুর মোর্শেদ সহ অনেকে। সভায় বক্তারা বলেন ফেসিবাদ আওয়ামীলীগ সরকারের আমলে নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলকে সামান্যতম সম্মান দেওয়া হয়নি। তাকে খেতাবে ভূষিত না করে খেতাব কেটে দেওয়া হয়েছে।প্রকৃত মুক্তি যোদ্ধাদের বাদ দিয়ে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তৈরী করা হয়েছে। মেজর এম এ জলিলকে মরনোত্তোর খেতাবে ভূষিত করে তার নামে বরিশাল বিমানবন্দর নামকরনের দাবী জানান তারা।সভা শেষে মেজর এম এ জলিল স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ করেন অতিথিবৃন্ধ।

  • ঘাটাইলে বিএনপি নেতাদের বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোপ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    ঘাটাইলে বিএনপি নেতাদের বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোপ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    ঘাটাইল প্রতিনিধি: মোঃ রায়হান মিয়া

    টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম ও উপজেলা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলাকে বহিষ্কারের প্রতিবাদে ১৯ নভেম্বর সন্ধ্যায় এক বিক্ষোপ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে ঘাটাইল কলেজ মোড় বিজয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা ছাত্রদলের  সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন, উপজেলা ছাত্রদলের  সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীন। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর। এছাড়াও বিক্ষোপ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।