Blog

  • পাইকগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে  নির্মাণ শ্রমিক আহত

    পাইকগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে নির্মাণ শ্রমিক আহত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের চায়ের কাঁপের আঘাতে শহিদুল ইসলাম মোড়ল (৪৩) নামে এক নির্মাণ শ্রমিক মাথায় রক্তাক্ত জখম হয়েছে। আহত শহিদুল’কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুমেক হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন।
    বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে বাঁকা ঘোষপাড়া পলাশের চায়ের দোকানে এ ঘটনা অনাকাঙ্খিত ঘটনা ঘটে।
    নির্মান শ্রমিক শহিদুল উপজেলার রাড়ুলী ইউপি’র বাঁকার বাগ গ্রামের মৃতঃ ছমির মোড়লের ছেলে।
    শহিদুল জানান সকালে পলাশের চায়ের দোকানে চা খাচ্ছিলাম। এ সময় রাড়ুলী গ্রামের মুরাদ ঢালীর ছেলে রেজাউল ঢালী (৪২) এর সাথে নির্মান কাজ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে রেজাউল ক্ষিপ্ত হয়ে আমার উপর মারপিট শুরু করে চায়ের কাঁপ দিয়ে মাথায় আঘাত করলে মাথা রক্তাক্ত জখম হয়।
    স্থানীয় জালাল উদ্দীন জোয়াদ্দার বলেন,শহিদুলের মাথা রক্তাক্ত জখম হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
    মারপিটের ঘটনায় রেজাউল ঢালী বলেন, আমরা দু’জনেই নিকটাত্মীয়। কিন্তু শহিদুল মোড়ল একটি মসজিদের নির্মাণ কাজ নিয়ে প্রায় সময় আমাকে অবান্তর কথা বলে আসছিল। সর্বশেষ এ নিয়ে চায়ের দোকানে পুনরায় অবান্তর কথা বলে উঠলে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আমি রাগের বশবতি হয়ে তাকে আঘাত করি।
    এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনী পদক্ষেপের প্রস্তুতি চলছিল।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদের মতবিনিময়

    পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদের মতবিনিময়

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় হরিঢালী, কপিলমুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাড়ে ১১টায় হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, দুপুর ১২ টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ,১টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, পৌর যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন সুমন,এ্যাডঃ এস্কেন্দার, সরদার তোফাজ্জেল হোসেন, সন্তোষ সরদার, আবু মুছা,সরজিত ঘোষ দেবেন, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, কার্তিক চন্দ্র সরকার,বিকাশ চন্দ্র দাস,স্বপন কুমার বিশ্বাস, মনিরুল ইসলাম, সবুজ সরদার,প্রকাশ ঘোষ,রহিমা আক্তার সন্ধ্যা,খলিলুর রহমান, রফিকুল ইসলাম, শামিমা আক্তার, সোহরাব সরদার, দেবব্রত ভদ্র, শেখ খায়ের, বি এম আকিজ উদ্দিন, হুরায়রা বাদশা, শহিদুর রহমান, ওবায়দুল্লাহ সরদার, কাসেম জোয়াদ্দার,শেখ আলামিন, শহিদুল রহমান, শেখ জুলু,মমিনুর রহমান, ইদ্রিস আলী, দীপংকর অধিকারী,কামাল হোসেন, মিলন,জাহিদ হোসেন, মারুফ, আবু হানিফ,আব্দুল মজিদ।

  • মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শংকর ঢালী, আসাদুজ্জামান, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ, কামাল হোসেন। শিক্ষক রত্নেশ্বর সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক রনজুমানারা, গীতা রাণী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, সুষ্মিতা রায়, শামিমা নাসরিন সিমা, আজমেরী সুলতানা, এসএম আমিনুর রহমান লিটু, শাহানা ইয়াছমিন, আবু সাঈদ পলাশ, অনুপম ঘোষ, নাজমুল হোসেন, শিক্ষার্থী প্রিয়ন্তী বিশ্বাস, সাইমা, আফিফ আহসান আহমেদ, সিয়াম ও সাইমা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

  • পাইকগাছায় ঘুঘু দিয়ে ঘুঘু শিকার

    পাইকগাছায় ঘুঘু দিয়ে ঘুঘু শিকার

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় ঘুঘু দিয়ে ঘুঘু শিকার করছে এক দল শিকারীরা। ঘুঘুর ডাক অধিকাংশ মানুষই পছন্দ করেন। শুধু তাই নয়, এই পাখি দেখতেও বেশ সুন্দর। অথচ এই পাখি শিকারের মতো অপরাধে করতে মানুষ নিষ্ঠুর হয়ে উঠছে। ঘুঘু দেখেছো; ঘুঘুর ফাঁদ দেখনি, এমন প্রবাদ বাক্য আমরা প্রায়ই বলতে শুনি। এবার দেখা মিললো ঘুঘু ও ঘুঘু ধরা খাচার ফাঁদ।
    মাংস খাওয়ার জন্য ঘুঘু শিকারের প্রবণতা বেশি। শরীরের শক্তিবৃদ্ধিতে বা দুর্বল পুরুষের সবল হতে ঘুঘুর মাংস খাওয়ার অদ্ভুত এক ধারণা প্রচলিত আছে এ অঞ্চলের কিছু মানুষের মধ্যে। যার কারণে পরিযায়ী পাখির বাইরে মাংস খাওয়ার জন্য ঘুঘু পাখিকেই বেশি শিকার করা হয়।
    উপকূলের পাইকগাছাসহ বিভিন্ন এলাকায় ঘুঘু দিয়ে ঘুঘু ধারা শিকারিদের তৎপরতা বেড়েছে। সম্প্রতি পাইকগাছায় উপজেলার কপিলমুনি ও গদাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে শিকারির কাছে ঘুঘু ও ঘুঘু ধরার ফাঁদ দুইয়েরই দেখা মিলেছে।
    ঘুঘু ধরার ফাঁদ ও পদ্ধতি বেশ অভিনব। বাঁশের একটি খাঁচার ভিতরে জীবন্ত ঘুঘু পাখি রেখে দেওয়া হয় খাবার। খাঁচাটি জাল ও লতাপাতা দিয়ে জড়িয়ে রাখা হয় যাতে সহজে দৃষ্টিতে গোচর না হয়। যেখানে ঘুঘু পাখির বেশী আনাগোনা বা আবাসস্থল আছে এমন বাঁশঝাড় ও উচু গাছ সংলগ্ন ধান বা সবজি ক্ষেতে পাখির আনাগোনা দেখে লম্বা বাঁশ জোড়া দিয়ে খাঁচাটি পেতে রাখা হয়। শিকারি নিরাপদ দূরত্ব থেকে পর্যবেক্ষণ করে খাঁচাটি। খাচার ভিতর বন্দী ঘুঘু পাখি ডাকাডাকি শুরু করে। সেই ডাকে আশেপাশে বিচরণ করা পাখিরা আকৃষ্ট হয়ে খাঁচার কাছে আসে খাবারের লোভে অথবা বন্দী ঘুঘুকে মুক্ত করতে কিংবা দেখতে। খাঁচার খুব কাছে গিয়ে খাঁচায় পা অথবা ঠোঁট বাড়িয়ে দিলেই জালে জড়িয়ে আটকে যায় ঘুঘু। দূর থেকে শিকারী ছুটে এসে খচার ফাদটি নামিয়ে ঘুঘুটি ধরে ফেলে।
    সম্প্রতি উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সানু ও শহিদুল গাজী, গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের করিম গাজীকে ঘুঘু ও ঘুঘু ধরার ফাঁদ নিয়ে শিকারে যেতে দেখা গেছে। কপিলমুনি ইউনিয়ানের শ্রীরামপুর গ্রামের কৃষক সানু (৬০) কে দেখা যায় শীতের ভোর বেলায় একটি খাঁচায় বন্দী ঘুঘু পাখি নিয়ে ঘুঘু ধরার জন্য যাচ্ছেন। বাঁশঝাড় ও উচুগাছের কাছে ধান ও সবজি ক্ষেতে ঘুঘু ধরার জন্য ফাঁদ পাতবেন। খাঁচাবন্দী ঘুঘু পাখি নিয়ে কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, খাঁচায় বন্দী এই ঘুঘু পাখি দিয়েই ঘুঘু পাখি ধরি। শখের বসে এভাবে পাখি ধরে রান্না করে খান সানু। পাখি শিকার করা অন্যায় জানালে তিনি বলেন, শুনেছি,পাখি পরিবেশের উপকার করে। তবে শখ করে মাঝে মাঝে পাখি ধরি। আর পাকি শিকার করবেন না বলে তিনি প্রতিশ্রুতি দেন।
    উপজেলার পরিবেশবাদী সংগঠণ বনবিবি’র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান বলেন,পাখি সহ সকল বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২, অনুযায়ী দন্ডনীয় অপরাধ। সাধারণ মানুষকে সচেতন করতে,শিকারী ও অসাধুদের সতর্ক করতে উপজেলার বিভিন্ন গাছে পাখির বাসার জন্য কাঠের তৈরি বাস্ক, মাটির পাত্র, প্রচার পত্র ও বিল বোর্ড স্থাপন করা হয়েছে। আগে এলাকায় দেখতাম প্রচুর পাখি শিকার হতো। বনবিবি’র বিভিন্ন প্রচার প্রচারণায় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। এখন পাখি শিকারের সংখ্যা কমে গেছে। তবে এখনো লুকিয়ে লুকিয়ে গ্রামের কিছু মানুষ মাঝে মাঝে ফাঁদ পেতে ঘুঘু, বক, মাছরাঙ্গা শিকার করেছে। শীতের সময় শিকারিদের তৎপরতা বৃদ্ধি পায়। তিনি আরো জানান, পাখি শিকার বন্ধে ও প্রকৃতিতে এর উপকারিতা এবং বন্য প্রাণী সংরক্ষণ আইন, এর লঙ্ঘনে যে শাস্তির বিধান আছে সে বিষয়েগুলো নিয়ে প্রচারণা এবং সচেতনতা সৃষ্টি করতে পারলে পাখি শিকার পুরোপুরি বন্ধ হবে।
    এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। পাখিরা শুধু প্রকৃতির শোভা বর্ধনই করে না,পরিবেশের ভারসাম্যও রক্ষা করে। পোকামাকড় খেয়ে এরা কৃষকের উপকার করে। উপজেলা প্রসাশন পাখি শিকার বন্ধে সবসময় তৎপর রয়েছে। পাখি শিকার করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। তিনি পাখি শিকার বন্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সচেতন এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পীরগঞ্জে ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্যবসায় ক্ষতি করার অভিযোগ

    পীরগঞ্জে ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্যবসায় ক্ষতি করার অভিযোগ

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ব্যবসার ক্ষতি করার উদ্দেশ্যে পেট্রোল পাম্পে ভেজাল তেল বিক্রি করা হচ্ছে মর্মে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে পরিজুল ইসলাম হৃদয় এক ব্যক্তির বিরুদ্ধে।
    গতকাল বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মেসার্স আর.এন ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী রাজিউল ইসলাম।
    সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, উপজেলার ভোমরাদহ ইউনিয়নের মৃত ওসমান আলীর ছেলে পরিজুল ইসলাম হৃদয় অনৈতিক সুবিধা লাভের জন্য গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে মেসার্স আর.এন ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী রাজিউল ইসলামের নামে বিভিন্ন অপপ্রচার সহ হুমকি-ধামকি দিয়ে আসছেন। হুমকি দিয়েও সুবিধা করতে না পেরে তার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন ওই ব্যক্তি। তার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে গত ১৯ নভেম্বর মেসার্স আর.এন ফিলিং স্টেশনে পানি মিশ্রিত পেট্রোল বিক্রি করা হয় মর্মে হৃদয় তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। বিষয়টি মুহুর্তেই ভাইরাল হয়। যা আদৌও সত্য নয়। হৃদয়ের ওই ফেসবুক প্রচারনার কারণে ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্থ হন পেট্রোল পাম্প মালিক। ওই তেল পাম্পের মালিক রাজিউল ইসলাম এ নিয়ে হৃদয়ের সাথে যোগাযোগ করলে তিনি উল্টো আরো ক্ষতি করার হুমকি দেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

    এ বিষয়ে অভিযুক্তকারী পরিজুল ইসলাম হৃদয়ের মতামত জানতে চাওয়া হইলে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলে, তার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

    এন এন রানা
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • নেছারাবাদে গলায় ওড়না পেচিয়ে  স্কুল শিক্ষার্থীর আত্মহ-ত্যা।

    নেছারাবাদে গলায় ওড়না পেচিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহ-ত্যা।

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    নেছারাবাদে ইশরাত জাহান জেবিন(১৫) নামে সপ্তম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ইশরাত জাহান জেবিন স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি স্কুলে পড়াশোনা করতো। বুধবার বিকালে নিজেদের বাসায় কাঠের ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে।

    নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের চার নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সে বরছাকাঠি মোঃ জহিরুল ইসলাম এর বড় মেয়ে। ওয়ার্ড মেম্বার শামীম এ খবর নিশ্চিত করেছেন। শামীম জানান, মায়ের সাথে রাগারাগি করে আত্মহত্যা করেছে জানতে পারে।

    জানাগেছে, মেয়েটি তার মায়ের সাথে মোবাইলে সিম চেইঞ্জ করা নিয়ে রাগারাগি করে। বিকালে ঘটনার সময় মা পাশের বসায় ছিলো। মোবাইলে সিম চেইঞ্জ করছে কিনা সেটা দেখার জন্য মা ঘরে এসে জেবিনকে ডাক দেয়। কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ডুকেই জেবিনকে গলায় ওড়না পেচানো অবস্থায় দেখতে পায়। মা ডাক চিৎকার দিলে স্বজনরা তাকে নামিয়ে নেছারাবাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

    ইশরাত জাহান জেবিন এর মা জানান, সকালে মোবাইলে সিম চেইঞ্জ করা নিয়ে দাদি, নাতির সাথে রাগারাগি হয় এবং আমিও একটু বকাবকি দিয়েছিলাম। জেবিন এর মা কাদো কাদো কন্ঠে আরো জানান,আমার মেয়েটা ছোট বেলা থেকেই খুব জেদি ছিলো সামান্য কিছু একটা বিষয়ে নিয়ে রাগারাগি করতো। এমন কি ওর ছোট ভাইয়ের সাথেও রাগারাগি করতো।

    ওয়ার্ড কমিশনার শামীম জানান, আমি খবর পেয়ে ওদের বাসায় গিয়েছিলাম। শুনছি তার মায়ের সাথে একটু রাগারাগি হয়েছিলো। ঘরের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। থানা থেকে পুলিশ এসেছিলো। লাশ থানায় নিয়ে গেছে।

    নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) বনি আমিন জানান, খবর পেয়ে থানা থেকে লোক পাঠিয়েছি বডি নিয়ে আশা হয়েছে “শুনেছি মেয়েটি আত্মহত্যা করেছে। সকালে ময়না তদন্তের জন্য পিরোজপুর পাঠানো হবে।

  • ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি

    ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ১০ম গ্রেডে নিয়োগের সুযোগসহ ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসুচি পালন করছেন ঝিনাইদহের ম্যাটস শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঝিনাইদহ-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচিতে ঝিনাইদহ ম্যাটসের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। কর্মসুচি শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান ও আবুবকর। এসময় শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে নানা রকম ¤েøাগান দিতে থাকেন। বক্তারা বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ তরুণ প্রজন্মের স্বপ্ন। স্বাস্থ্যখাতে যেসব অনিয়ম রয়েছে তা খতিয়ে দেখতে হবে। ম্যাটস শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রæত বিবেচনায় নিয়ে বাস্তবায়ন করতে হবে। ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, ১০ম গ্রেডে শূণ্যপদে নিয়োগ ও সরকারী/বেসরকারী পর্যায়ে নতুন পদ সৃষ্টি, ৪ বছরের একাডেমিক কোর্স বহাল, অসঙ্গতিপূর্ণ কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নসীপ, স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ গঠন এবং আন্তর্জাতিক মানদন্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • নড়াইলের কৃতি সন্তান ডা: মোস্তফা আজিজ সুমন জিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর নির্বাচিত

    নড়াইলের কৃতি সন্তান ডা: মোস্তফা আজিজ সুমন জিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর নির্বাচিত

    উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
    নড়াইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ শিল্প ব্যাংকের চেয়ারম্যান শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের সহযোদ্ধা এম এম মকবুল হোসেনের সুযোগ্য পুত্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক (বিভাগীয় প্রধান) ও অঙ্কোলজি বিভাগ (ক্যানসার বিশেষজ্ঞ) ডা: মোস্তফা আজিজ সুমন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ডিরেক্টর (প্রোগ্রাম) নির্বাচিত হয়েছেন।

    ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধু ডা: জুবাইদা রহমান। ২৩ সদস্য বিশিষ্ট কমিটিতে জিয়া পরিবারের আর এক সদস্য তারেক রহমানের মেয়ে ব্যারিষ্টার জাইমা রহমানও ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি জানান, সম্প্রতি নতুন এ কমিটি গঠন করা হয়। কমিটি ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়াইলের বিএনপি, যুবদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কমিটির সকল সদস্যকে স্বাগত জানিয়েছেন এবং নিজ নিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে নড়াইলের সাবেক এমপি এম এম মকবুল হোসেনের ছেলে ডা: মোস্তফা আজিজ সুমনকে কমিটিতে ডিরেক্টর নির্বাচিত করায় আনন্দের জোয়ার বইছে নড়াইলের বিএনপিসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে।
    নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মরিচপাশা গ্রামের মোল্লা বংশের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ক্যানসার বিশেষজ্ঞ ডা: মোস্তফা আজিজ সুমন যশোর জেলা স্কুল থেকে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন। পরে ২৪তম বিসিএস থেকে স্বাস্থ্য ক্যাডারে নিযুক্ত হন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। ডা: মোস্তফা আজিজ সুমন ইতোমধ্যে দেশ-বিদেশে ক্যানসার বিশেষজ্ঞ হিসাবে বেশ সুনাম অর্জন করেছেন।

    নড়াইল জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, এম এম মকবুল হোসেন ছিলেন নড়াইল জেলা বিএনপির বট বৃক্ষের মত। তিনি দায়িত্বে থাকা অবস্থায় নড়াইলে বিএনপি শক্তিশালী এবং সুসংগঠিত হয়েছে। মকবুল হোসেনের কথা নড়াইলের মানুষ আজীবন মনে রাখবে। ডা: মোস্তফা আজিজ সুমন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ডিরেক্টর (প্রোগ্রাম) নির্বাচিত হওয়ায় নড়াইল জেলা ছাত্রদল আনন্দিত এবং গর্বিত।

    নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফশিয়ার রহমান বলেন, নড়াইলে বিএনপির অন্যতম বর্ষীয়ান নেতা ছিলেন আমাদের অভিভাবক সমতূল্য এম এম মকবুল হোসেন। তার সুযোগ্য পুত্র ডা: মোস্তফা আজিজ সুমন একজন সৎ, বিনয়ী ও মানবিক মানুষ। নড়াইলের এই কৃতি সন্তান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর (প্রোগ্রাম) নির্বাচিত হওয়ায় আমরা সেচ্ছাসেবকদল তথা নড়াইলবাসী গর্বিত ও আনন্দিত। গুরুত্বপূর্ন এই পদে নড়াইলের সন্তানকে দায়িত্ব দেওয়ায় দেশ নায়ক তারেক রহমানকে নড়াইল জেলা সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।

    জেলা যুবদলের সাধারন সম্পাদক সায়দাত কবির রুবেল বলেন, নড়াইলে বিএনপির সাবেক সভাপতি ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য এম এম মকবুল হোসেনের যোগ্য উত্তরসূরী ডা: মোস্তফা আজিজ সুমনকে এই গুরু দায়িত্ব দেওয়ায় নড়াইল জেলা যুবদল অত্যন্ত আনন্দিত। উক্ত কমিটিতে দায়িত্ব পাওয়ায় দেশ নায়ক তারেক রহমানসহ সকল সদস্যকে আভিনন্দন জানাচ্ছি।

  • চারঘাটের সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময় 

    চারঘাটের সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময় 

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট প্রেসক্লাব কার্যালয় পরিদর্শন ও চারঘাটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী জেলা জামায়াতের নেতৃবৃন্দ। 

    বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে চারঘাট প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    চারঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনি আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মর্তুজা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নাজমুল হক, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর চারঘাট উপজেলার সেক্রেটারী আইয়ুব আলী, সহকারী সেক্রেটারী সুফেল রানা ও তরিকুল ইসলাম, চারঘাট পৌরসভা জামায়াতের আমীর নকীব উদ্দিন ও সেক্রেটারী হাফিজুল হকসহ উপজেলা জামায়াতের সকল ইউনিয়নের সভাপতি-সেক্রেটারী ও জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

    চারঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান, যুগ্ন-সম্পাদক সজীব ইসলাম, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সুজন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ও মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাসসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় জামায়াত নেতারা বিগত দিনে তাদের উপর নির্যাতন ও নিপিড়নের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মৌলিক অধিকার আদায়ে রাজনীতি করে। জামায়াতে ইসলামী সকল ধর্ম-বর্নের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের কাছে তাদের সংগঠনের কার্যক্রমের বিভিন্ন অনুষ্ঠানের বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা। 

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন জনাব বাহারুল আলম

    আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন জনাব বাহারুল আলম

    ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ হিসেবে জনাব বাহারুল আলম বিপিএম আজ বৃহস্পতিবার সকালে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী আইজিপি জনাব মোঃ ময়নুল ইসলাম এনডিসি এর স্থলাভিষিক্ত হলেন।

    সরকার গত ২০ নভেম্বর ২০২৪ তারিখে জনাব বাহারুল আলমকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে।

    জনাব বাহারুল আলম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

    জনাব বাহারুল আলম স্পেশাল ব্রাঞ্চের প্রধানসহ পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

    জনাব বাহারুল আলম ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এছাড়া তিনি ফিল্ড মিশনে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে চাকুরি থেকে অবসরে যান তিনি।

    নবনিযুক্ত আইজিপি আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।