Blog

  • বানারীপাড়ায় বাংলাদেশ জাসদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় বাংলাদেশ জাসদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    বিশেষ প্রতিনিধি।।
    বাংলাদেশ জাসদের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বানারীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে শহীদ মিনার চত্বরে উপজেলা জাসদের সভাপতি শ্যামল চন্দ্র মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদল খান সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় শ্রমিকজোটের স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাসদ।উপজেলা জাসদের সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বরিশাল জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক পার্থদেব মন্ডল, বরিশাল মহানগর জাসদের সাধারণ সম্পাদক মনতোষ শিকদার ,উপজেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সমীরন ঘরামি,সাংগঠনিক সম্পাদক , পৌর শাখার সভাপতি হিরু আহমেদ, কেন্দ্রীয় কমিটির যুবজোট নেতা মিরাজ আহমেদ, উপজেলা জাসদের প্রচার সম্পাদক জাকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক জিলান ফরাজী।

  • গাইবান্ধায় ১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

    গাইবান্ধায় ১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ ১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।

    থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেঃ সেলিম রেজার নেতৃত্বে এসআই আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ পৌরসভার উত্তর ধুমাইটারী গ্রামের তিস্তা বাজার-হতে একতা বাজারগামী পাঁকা রাস্তা সংলগ্ন স্থান থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। পাশাপাশি ২ মাদক কারবারিকেও গ্রেফতার করেন৷

    গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী আমেনা বেগম (৬৫) ও একই উপজেলার সওদাগরপাড়া গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে মানিক মিয়া (৩২)।

    সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • বিএনপির নিবেদিত প্রাণ এখন মৃত্যু শয্যায়, খোঁজ নেয়নি কোন নেতা

    বিএনপির নিবেদিত প্রাণ এখন মৃত্যু শয্যায়, খোঁজ নেয়নি কোন নেতা

    মোঃ শাহ আলম,ষ্টাফ রিপোর্টার :

    জীবনের সবটুকু সময় ব্যয় করেছেন বিএনপি’র রাজনীতির সঙ্গে। দলীয় সকল কার্যক্রমে রেখেছেন সক্রিয় ভূমিকা। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে সইতে হয়েছে হামলা এবং মামলা। আজ তিনি মৃত্যু শয্যায়। খোঁজ নেয়নি দলীয় কোন নেতা কর্মী। নাটোরের বড়াইগ্রাম উপজেলার ০১নং জোয়াড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ভবানীপুর গ্রামের আলী আকবর মিন্টু এর কথা। তিনি একসময়ের বিশিষ্ট সম্পদশালী সিদ্দিক আলী মিয়া এর ৪র্থ পুত্র। তিনি উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠা লগ্ন থেকে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ক্রীড়া সম্পাদক হিসেবে। অবদান রেখেছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। যেকোনো বিষয়ে ছুটে গেছেন অসহায় মানুষের পাশে। আজ তিনি বার্ধক্য জনিত বিভিন্ন দূরারোগ্যে সয্যা শায় , গত দুই মাস রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন থেকে বর্তমানে বাড়িতে বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রতি নিয়ত। জীবনের এই অন্তিম লগ্নে পরিবার আর প্রতিবেশী ছাড়া খোঁজ নেয়নি কোন দলীয় নেতা।
    বাবা সম্পদশালী হওয়ার সুবাদে আলী আকবর মিন্টু যৌবনে পড়াশোনার পাশাপাশি করতেন খেলাধুলা। দেশের প্রথম বিভাগ ফুটবলে দেশের সুনাম ধন্য ক্লাবসহ দেশ ও বিদেশের মাটিতে লাল সবুজের এই পতাকার সুনাম কুড়িয়েছেন। বিভাগ ও জেলা পর্যায়ে কোচ এবং রেফারিং এর দায়িত্ব পালন করছেন সুনামের সাথে। বাংলাদেশের প্রথম বিভাগ ফুটবলের সাবেক খেলোয়াড়, কোচ এবং রেফারি হওয়ায় অবসরে সরকারি ভাবে সামান্য কিছু ভাতা পেতেন, সেটাও গত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বন্ধ হয়ে যায়।
    আলী আকবর মিন্টু জীবনে কখনো অসৎ উপার্জন করেন নি, ক্ষতি করেনি কোন মানুষের। সৎ ভাবে জীবন যাপন করতে গিয়ে সংসার চলেছে টানা পড়ায়। বর্তমানে তার চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে পরিবার। তবুও কোন অনুদান বা সাহায্য চাননা তিনি, একটু সহানুভূতি না পাওয়ার বেদনা কুরে কুরে খাচ্ছে বিছানায় পড়ে মৃত্যুর প্রহর গোনা এই মানুষটিকে।
    আলী আকবর মিন্টুর একমাত্র ছেলে সোহাগ জানান, আমার বাবা সারাজীবন মানুষের উপকার করেছেন, সক্রীয় ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, গত কয়েক মাসে ২/১ জন ছাড়া আমার বাবার কেউ খোঁজ নেয়নি, এই দুঃসময়ে আমাদের পাশে কেউ নেই। বিষয়টি খুব হতাশা জনক। কান্না জড়িত কন্ঠে তিনি বাবার জন্য দোয়া প্রার্থনা করেন।
    ভবানীপুর (জিয়া নগর) এর রাজনৈতিক ব্যক্তিত্ব এনামুল হক জানান, মিন্টু ভাই বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা, ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর অসুস্থ শরীরে ৬ আগষ্ট আনন্দ মিছিলে যোগ দেয়, সারাজীবন বিএনপির সকল প্রোগ্রামে সক্রীয় ভূমিকা রেখেছেন। সে গত ৩/৪ মাস হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অথচ দলীয় কোন নেতা তার খোঁজ পর্যন্ত নেয়নি, এটা খুব দূঃখ জনক।
    ভবানীপুরের বিশিষ্ট সমাজ সেবক ও প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল মজিদ মোল্লা বলেন, আলী আকবর মিন্টু আমার সন্তানের মত, সুখে দুঃখে সব সময় পাশে থেকেছে, সৎ জীবন যাপন করেছে। আজ সে এবং তার পরিবার অসহায় হয়ে পড়েছে, আমি তার সুস্থতা কামনা করছি।
    বড়াইগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আকবর আলী বলেন, আমি নিজেও অসুস্থ, তবুও মিন্টুর খোঁজ নিয়েছি, অসুস্থতার কারণে সাক্ষাৎ করতে পারিনি, আমি তার পাশে থাকার চেষ্টা করবো।

  • শিশুকন্যাকে পাঁচশ টাকায় বিক্রি করলেন মা

    শিশুকন্যাকে পাঁচশ টাকায় বিক্রি করলেন মা

    মো:বাবুল হোসেন. পঞ্চগড় :

    পঞ্চগড়ে নয় মাসের কন্যা সন্তানকে বিক্রি করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। স্ট্যাম্প করে শিশুটিকে মাত্র পাঁচশত টাকায় কিনে নেন রুনা নামের এক নারী। এ ঘটনার পর শিশুটিকে আবার ফিরে পেতে চান মানসিক ভারসাম্যহীন নারী শরিফা খাতুন। পঞ্চগড় পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

     

    জানা যায়, সন্তান বিক্রি করা ওই নারী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট মুসলিমবাগ এলাকার নুর ইসলামের স্ত্রী।

    প্রতক্ষ্যদর্শীরা জানান, গত মঙ্গলবার নুরী নামের ওই সন্তানকে একটি হলুদ খেতে রেখে ভিক্ষা করতে যায় মা শরিফা খাতুন। এসময় শিশুটিকে একা দেখতে পেয়ে স্থানীয়রা শরিফাকে ধরে নিয়ে আসে। এসময় শরিফা শিশুটিকে দত্তক দিতে চায়। রুনা নামে এক নারী স্ট্যাম্প করে শিশুটিতে দত্তক নেয়।

    শিশুটির বড় ভাই নয়ন জানান, মাকে ভয় দেখিয়ে তারা স্ট্যাম্প করে আমার বোনকে নেয়। ঘটনার পর থেকে মা আরও বেশি পাগল হয়ে যায়। মা শুধু এখন আমার বোনকে ফিরে পেতে কান্না করছে আর ছোটাছুটি করছে। আমরা কয়েকজন আজকে আমার বোনকে আনতে যাই, তখন তারা দেবে না বলে জানায়। আর বলে তোমরা মামলা কর।

    কাজলা নামে স্থানীয় এক নারী বলেন, সকালে শরিফা এসে আমার পা জড়িয়ে ধরেছে আর বলছে আপু যেভাবেই পারো, আমার মেয়েকে এনে দাও।

    এ বিষয়ে শিশুটিকে দত্তক নেওয়া ওই নারীর সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে তার ছেলে রুহুল আমিন রানা বলেন, আমরা তো স্ট্যাম্প করে নিয়েছি, এখন আমরা কিভাবে দেবো।

    এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা বিষয়টি অবগত নই। খবর নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল পুলিশের অভিযানে ডিবি ষাট পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। সজীব বিশ্বাস (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত সজীব বিশ্বাস (২৪) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন মহাজন মালোপাড়া গ্রামের মৃত দিলীপ বিশ্বাসের ছেলে।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন ৪ নং মাউলী ইউনিয়ন এর মহাজন বেপারী পাড়া গ্রামের মোঃ ইয়াসিন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ টিটু আলি ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সজীব বিশ্বাস (২৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ষাট পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • কোরানের ছবক প্রদান

    কোরানের ছবক প্রদান

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সলঙ্গা থানা মাঠ সংলগ্ন নূরানী বিজ্ঞান মাদ্রাসায় কোরানের ছবক প্রদান ও মুয়াল্লিম প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে।বাংলাদেশ নূরানী কোরআন শিক্ষা বোর্ডের অধীনে গতকাল শুক্রবার সকাল ১০ টায় এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন মুফতি মাও: আব্দুর রউফ।এ ছাড়াও উক্ত মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ২৪ জন ছাত্র/ছাত্রীদের মাঝে কোরানের প্রথম ছবক প্রদান করা হয়।
    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মাও: ইয়াহিয়া,মাও: আখতারুল ইসলাম,মুহতামিম মাও: রফিকুল ইসলাম,এস এম ফারুক হায়দারসহ সাংবাদিক,অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

  • জিংলাতীর মাদক সম্রাট ইসলাম গ্রেফতার

    জিংলাতীর মাদক সম্রাট ইসলাম গ্রেফতার

    তরিকুল ইসলাম তরুন।।
    নিজস্ব প্রতিবেদক
    দাউদকান্দি উপজেলা জিংলাতলী গ্রামের মাদক সম্রাট (২৫)কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মাদক সম্রাট ইসলাম জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আক্তাুজ্জামান লিটনের ছেলে। বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করে।
    পুলিশ সূত্রে জানা যায়, মাদক সম্রাট ইসলাম এলাকায় আওয়ামী সরকারের আমলে ছাত্র লীগ নেতাদের প্রশয়ে এলাকায় মাদক সেবন ও ব্যবসায় করে। এ ব্যবসায় জড়িত থাকায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ আটক করে। পরে ছাত্র লীগ নেতা আপনের হস্তক্ষেপে মুচেলিকা দিয়ে ছারিয়ে নেয়। পারে জুলাই আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রলীগের পক্ষ হয় বিভিন্ন আন্দোলনে বৈষম্য আন্দোলনরত ছাত্রদের উপর হামলার অভিযোগে তাকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ।
    এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানা ওসি মোঃ জুনায়েদ চৌধুরী বলেন, দাউদকান্দি গত ২৮/০৮/২৪ইং মামলা নং ০৯ এ মামলার আসামি হিসাবে তাকে গ্রেফতার করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • ৩ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

    ৩ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় :

    হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমশীতল বাতাসের কারণে তাপমাত্রা অন্যান্য জেলার চেয়ে বরাবরই কম থাকে। টানা ৩ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিস জানিয়েছে, তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    এদিকে গত কয়েক দিন ধরে সকাল সকাল ঝলমলে রোদের দেখা মেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্যের সৃষ্টি হচ্ছে। কুয়াশার পরিমাণ কমে গিয়ে কয়েক দিন ধরে সকাল সকাল দেখা মিলছে সূর্যের। তবে রাতভর উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে এই জনপদের মানুষ।

    এর আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, বুধবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

    শীতে ব্যস্ততা বেড়েছে লেপ তোশক কারিগরদের

    স্থানীয়রা জানান, শীতের মাত্রা ধীরে ধীরে বাড়ছে উত্তরে জেলা পঞ্চগড়ে। সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হয়। উত্তরের এ জেলাটি বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বিধৌত এলাকা হওয়ায় অন্যান্য জেলার আগেই এ অঞ্চলে শীতের আগমন ঘটে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি হয়ে থাকে। তবে অক্টোবর থেকেই শুরু হয় শীতের আমেজ। শীতকে কেন্দ্র করে বাজারগুলোতে ভাপা, চিতুয়া, পৌকন পিঠা উঠতে শুরু করেছে।

    এদিকে বিরূপ আবহাওয়ার কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

    পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় হিমেল বাতাস ও হালকা কুয়াশার কারণে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। বেশ ঠান্ডা পড়েছে। বিশেষ করে এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় শীত অনুভূত বেশি হচ্ছে।

    পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, টানা ৩ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বেশ ঠান্ডা পড়েছে। বিশেষ করে এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি বেশ ঠান্ডা পড়েছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

  • কুমড়া শাকের আড়ালে গাঁজা পাচার

    কুমড়া শাকের আড়ালে গাঁজা পাচার

    কুমিল্লা থেকে, তরিকুল ইসলাম তরুন,

    অভিনব কায়দায় কুমড়া শাকের আড়ালে গাঁজা পাচারকালে ডিএনসি- কুমিল্লার হাতে ১৩ কেজি গাঁজাসহ আটক ০২ নারী।

    ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে ও উপপরিদর্শক মো: মুরাদ হোসেন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাঁজাসহ দুজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

    ২২ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজারস্থ গাড়ীচালকদের বিশ্রামাগারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা হতে ঢাকাগামী Asia Aircon নামীয় বাসে তল্লাশি করে ০৭কেজি গাঁজাসহ জাহানারা (৫০) নামীয় একজন আসামিকে আটক করা হয়। আটককৃত আসামি কুমিল্লা জেলার তিতাস উপজেলার কাশিপুর গ্রামের মৃত শরীফ আলীর মেয়ে। একই বাস তল্লাশি করে ০৬ কেজি গাঁজাসহ জুবেদা বেগম (৪৭) নামীয় একজন আসামিকে আটক করা হয়। উক্ত আসামি গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানাধীন গোবাহাড়া এলাকার মৃত ইয়াদ আলী মোল্লার মেয়ে।

    আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

  • চতুর্থ মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে কবি হিমেল বরকত’কে স্মরণ করলো মোংলাবাসী

    চতুর্থ মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে কবি হিমেল বরকত’কে স্মরণ করলো মোংলাবাসী

    বায়জিদ হোসেন মোংলা।

    অকাল প্রয়াত কবি, গবেষক, প্রাবন্ধিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকতের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২২ নভেম্বর) রুদ্র স্মৃতি সংসদ মিঠাখালী, মোংলা নাগরিক সমাজ, সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ, মিঠাখালী সিদ্দিক বাজার বণিক সমিতিসহ বিভিন্ন রাজনৈক দল ও বিভিন্ন সামাজিক এবং পেশাজীবি সংগঠনের যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে সংসদ চত্বর থেকে শোভাযাত্রা সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর হিমেলের বাড়িতে দোয়া অনুষ্ঠিত হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। বেলা ১০টায় কবি হিমেল বরকতের বাড়িতে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণানুষ্ঠানে রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক সুমেল সারাফাত’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর প্রতিষ্ঠাতা সদস্য, ওয়াটারকিপার বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠক ইবনুল সাইদ রানা, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সমন্বয়কারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কবি মামুন কবীর, মোংলা নাগরিক সমাজের সভাপতি নুর আলম শেখ, কবি হিমেলের বাল্যবন্ধু জানে আলম বাবু প্রমুখ। আলোচনা শেষে হিমেল বরকতের লেখা গান পরিবেশন করে অন্তর বাজাও শিল্পী গোষ্ঠী। সভায় বক্তারা বলেন, হিমেল বরকত ছিলেন একাধারে অধ্যাপক, খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, গীতিকার ও সাহিত্য গবেষক। তিনি তার লেখায় সমাজের সকল বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। মাত্র ৪৩ বছর বয়সেই তিনি বাংলা সাহিত্যাংগনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। হিমেল বরকতের প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো- চোখে চৌদিকে (২০০১), দশ মাতৃক দৃশ্যাবলি (২০১৪), গবেষণাধর্মী গ্রন্থ প্রান্তস্বর ব্রাত্যভাবনা (২০১৭), সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু গবেষণা গ্রন্থ (২০১৩), ছড়ায় ছড়ায় প্রকৃতির বিস্ময়, ছোট গল্প আয়না এবং পেনসিল ও রাবারের গল্প।
    প্রসঙ্গত, ড. হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই বাগেরহাট জেলার মোংলার মিঠেখালী গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হিমেল বরকত প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই। হিমেল বরকত ১৯৯৪ সালে মোংলার সেন্ট পলস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৬ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ঢাকা সিটি কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে ২০০৫ সালে হিমেল বরকতের কর্মজীবন শুরু হয়। ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৮ সালের ৫ জুন অধ্যাপক হন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এখানেই তিনি কর্মরত ছিলেন। হিমেল বরকত সম্পাদিত গ্রন্থগুলো হলো রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলী (২০০৫), কবি ত্রিদিব দস্তিদারের কবিতা সমগ্র (২০০৫), চন্দ্রাবতীর রামায়ণ ও প্রাসঙ্গিক পাঠ (২০১২), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা (২০১২), বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ (২০১৩), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মারকগ্রন্থ (২০১৫) ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রেমের কবিতা নিয়ে অনুকাব্য। এ ছাড়া অপ্রকাশিত রয়েছে হিমেলের বেশ কিছু কবিতার বই ও গান।