Blog

  • সুজানগরে শীতের পিঠা বিক্রির ধুম

    সুজানগরে শীতের পিঠা বিক্রির ধুম

    এম এ আলিম রিপনঃ ঋতু বৈচিত্রের গণনায় বর্তমানে ভোর আর সন্ধ্যায় হালকা হিম ভাব সুজানগর উপজেলার প্রকৃতির বুকে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীত মানেই মন কাড়ে শীতের হরেক রকম মুখরোচক পিঠার স্বাদ। শীত আর পিঠার যেন অন্যরকম মিতালি। উপজেলা জুড়ে হালকা শীতেই জমে উঠেছে হরেক রকম পিঠার বেচা-কেনা। সন্ধ্যা নামার সাথে সাথে হিমেল হাওয়ার প্রভাবে বেড়ে যায় শীতের তীব্রতা। শীতের শুরুতে গোধূলী বেলায় হালকা কুয়াশা নেমে আসতে না আসতেই  সুজানগর উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় শীতে পিঠা বানানো আর বেচা-কেনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পিঠা ব্যবসায়ীরা। আর সেসব দোকানে পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা। সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শুকুর জানান, পিঠা বাংলার নিজস্ব আদিম আভিজাত্যপূর্ণ ও ঐতিহ্যপূর্ণ খাদ্য। গ্রামাঞ্চলে সাধারণত নতুন ধান তোলার পর থেকেই পিঠা তৈরির আয়োজন করা হয়। শীতে ও পৌষ পার্বণে বাংলার ঘরে ঘরে পিঠা তৈরি করা হয়ে থাকে। রবিবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, সুজানগর পৌর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় চলছে ভাপা পিঠা বিক্রির ধুম। ভাপা পিঠার পাশাপাশি বিক্রি করছে চিতয় পিঠাও। বিশেষ করে   সকালে ও বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত জমে উঠে এসব পিঠা বিক্রি। পিঠা খেতে শিশু-কিশোর, চাকরিজীবী, শিক্ষার্থী সব শ্রেণি-পেশার মানুষই পিঠার দোকানে ভিড় করছে। পুরুষদের পাশাপাশি অনেক নারীও দোকানে পিঠা বিক্রি করছেন। পিঠা তৈরির বিষয় কথা হয় সুজানগর পৌর শহরের জিয়ো পয়েন্ট মোড়ে বসা সোহেলের সাথে। ৩২ বছর বয়সি এ পিঠা বিক্রেতা জানান, তার বাসা শহরের ভবানীপুর কঁাচারীপাড়া এলাকায়। শীত মৌসুমে পিঠা বিক্রয় করে থাকেন। প্রতিদিন বসেন এ স্থানে। বিক্রয় করেন ভাপা পিঠা।তিনি আরও জানান, শীত আসতেই দোকানে চাপ অনেক। ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার হয়। বিকেল থেকে রাত ১০-১১টা পর্যন্ত চলে পিঠা বানানো ও বিক্রি। বেচা-কেনা ভাল হচ্ছে। ১০ টাকা করে ভাপা পিঠা বিক্রয় করা হচ্ছে। শীতের তীব্রতা বৃদ্ধি পেলে বিক্রি আরো বেশি হবে বলে মনে করেন ওই বিক্রেতা। পিঠা খেতে আসা আব্দুল কাদের বলেন, সব ধরনের ক্রেতাদের এখানে পিঠা খেতে আসে। আবার কেউ কেউ বাড়িতে ছেলে-মেয়েদের জন্য পিঠা কিনে নিয়ে যায়। তিনি বলেন, ছোট বেলায় ভাপা পিঠার অন্যরকম স্বাদ ছিলো। সেরকম স্বাদ দোকানে পাওয়া যায় না। সেই স্বাদ মিটানোর খানিকটা চেষ্টা করি এখান থেকে পিঠা খেয়ে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগর পৌর জামায়াতের আমীর নির্বাচিত হলেন রফিকুল ইসলাম

    সুজানগর পৌর জামায়াতের আমীর নির্বাচিত হলেন রফিকুল ইসলাম

    এম এ আলিম রিপন : বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার আমীর নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম খান। ২০২৫- ২৬ কার্যকালের জন্য  পৌর আমীর  নির্বাচিত হন মেধাবী সাবেক এ ছাত্রশিবির নেতা । নবনির্বাচিত সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুজানগর উপজেলা  শাখার সভাপতি এবং পরবর্তীতে  বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার  নায়েবে আমীর  হিসেবে  দীর্ঘদিন  সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন  । নবনির্বাচিত সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান নবী রাসুলের পথ অনুসরণে ইসলাম ও সাংগঠনিক কাজ সততা এবং নিষ্ঠার সাথে পালনের জন্য  সকলের কাছে দোয়া ও  আন্তরিক সহযোগিতা কামনা করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • নড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই

    নড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই

    উজ্জ্বল রায়. জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই। ছিনতাই হওয়া আসামি বিল্লাল শেখ নড়াইল সদর উপজেলায় বিল্লাল শেখ (৫০) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে তাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। উজ্জ্বল রায়. জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাই হওয়া আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
    বিল্লাল শেখ সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। সে চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শনিবার বিকেলে সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিল। এসময় আসামি বিল্লাল শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে পুলিশ।
    পরে আসামিকে থানায় নেয়ার পথে গোবরা এলাকার নিউটনের নির্দেশে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেন আসামির ছেলে জুয়েল, ভাইয়ের ছেলে শাকিল। এসময় আসামি বিল্লালের স্বজন রাজীব মোল্যার নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোকজন হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
    আসামি বিল্লালকে ২০১৮ সালের একটি এনআইঅ্যাক্ট (অর্থ জারি) মামলায় ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে। একটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে পলাতক আসামি বিল্লালের বিরুদ্ধে।
    এ বিষয়ে অভিযুক্ত নিউউনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। কোনো অন্যায়কারী আমার লোক হতে পারে না। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
    এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসালামের সঙ্গে রোববার (২৪ নভেম্বর) সকালে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা আটকের চেষ্টা করছি।
    এ ঘটনায় মামলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা পক্রিয়াধীন রয়েছে। ঊর্ধ্বতন স্যারদের সঙ্গে কথা বলে আমরা মামলার বিষয়ে আগোব।

  • পঞ্চগড়ে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মা-ছেলে আটক

    পঞ্চগড়ে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মা-ছেলে আটক

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় :

    পঞ্চগড়ে অভিযান চালিয়ে মাদকসহ জাকিরুল ইসলাম (৩৫), তার মা জরিনা বেগম (৫৫) কে আটক করেছে যৌথবাহিনী।শনিবার রাতে সদর উপজেলার রামেরডাঙ্গা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা ওই এলাকার আমিনুল ইসলাম ছেলে ও স্ত্রী।

    পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৫০ পিছ টাপেন্ডাডল ট্যাবলেট, প্রায় তিন বস্তা পুরনো ব্যবহারিত খালি এমপুল ও সিরিঞ্জ ,এক লাখ ছয় হাজার টাকা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

    স্থানীয়রা জানান,জরিনা বেগম তার ভাই মোস্তফার কাছ থেকে পঞ্চগড় শহর থেকে মাদক নিয়ে আসে।দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে পরিবারটি। এই পরিবারটির জন্য এলাকার যুবকসহ বাইরের লোকজন খুব সহজে মাদক পেয়ে যায়।অনেকে তাদের বাড়িতে গিয়েও ইনজেকশন শরীরে পুশ করেও আসে বলে জানান তারা।

    পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

  • মোংলায় এসডিডিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মোংলায় এসডিডিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    মোংলায় প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন (SDDB) প্রকল্পের আয়োজনে সাংবাদিক, এসডিডিবি প্রকল্পের ক্লাব লিডার, প্রতিবন্ধী, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন কমিটির প্রতিনিধিদের সাথে কারিতাস খুলনা অঞ্চলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে মোংলা কলতান শিল্পী গোষ্ঠী মিলনায়তনে এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কলতান শিল্পী গোষ্ঠীর সমন্বয়ক জেমস শরৎ কর্মকার। এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জিটিভি ও ইনকিলাব প্রতিনিধি মনিরুল ইসলাম দুলু। এছাড়া বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টিভি প্রতিনিধি আবুল হাসান, মোংলা টাইমস’র চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, সংরক্ষিত ইউপি সদস্যা অর্পা মল্লিক, সহ অন্যান্যরা।
    মতবিনিময় সভায় বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ জনবসতি সমুদ্র বন্দর মোংলায় প্রতিবন্ধীদের জন্য পৃথক স্কুল ও থেরাপি সেন্টার খুবই প্রয়োজন। তাই সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দাতা সংস্থা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মানবিকভাবে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। পরে এ প্রোগ্রামটি মিতা হালদারের সঞ্চালনায় সমাপ্তি হয়।

  • চাকরি স্থায়ীকরণের দাবিতে সুন্দরগঞ্জে নকল নবীশদের আমরণ অনশন

    চাকরি স্থায়ীকরণের দাবিতে সুন্দরগঞ্জে নকল নবীশদের আমরণ অনশন

    আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নকলনবীশরা এক দফা দাবীতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।

    রবিবার সকালে উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের ৫১জন নকলনবীশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। চাকরি জাতীয়করণের এক দফাদাবী আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকলনবীশ) এসোসিয়েশনের বৈষম্য বিরোধী নকলনবীশ দাবী আদায় পরিষদ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

    এ সময় বক্তব্য রাখেন- নকলনবীশ এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমানসহ বিভিন্ন পদস্থ সদস্যগণের মধ্যে মাসুদ রানা, রূপালী বেগম, মিন্টু চন্দ্র প্রমূখ।

    এব্যাপারে উপজেলা সবা-রেজিষ্ট্রার (উপ-নিবন্ধক) অহেদুল ইসলাম বলেন, ‘নকলনবীশদের চাকরি স্থায়ী করণের আন্দোলন। আমি মনে করি তাদের এ আন্দোলন যৌক্তিক। তবে, জনদুর্ভোগ সৃষ্টি করে, জনগণের হয়রাণীমূলক আন্দোলন আমরা সমর্থন করিনা। নকলনবীশদের কাজ বালামের কপি করা এবং জাবেদা কপি করে জনগণের মাঝে সরবরাহ করা। প্রতি পৃষ্ঠা তারা যে পারিশ্রমিক পায়, প্রতি পৃষ্ঠা ৩৬ টাকা হারে পায়। তাও আবার নিয়মিত না পাওয়ার কারণে তারা মানবেতর জীবনযাপন করে।

    উল্লেখ্য- গত ২০ অক্টোবর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের ৫১৬ সাব-রেজিস্ট্রী অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ নকলনবীশ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

  • তারাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ  অভিযানে আটক ২

    তারাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে আটক ২

    খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধি.
    রংপুরের তারাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বার) বিকেল আনুমানিক ৫.১০টায় উপজেলার কুর্শা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

    তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালরনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় আটককৃতদের প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।

    সাজাপ্রাপ্তরা হলেন, রংপুর কোতয়ালী বাবুখা এলাকার মৃত. মোবারক আলীর ছেলে, মো. খলিল মিয়া(৩০) এবং মৃত. মহির উদ্দিনের ছেলে, মিঠু মিয়া(৪০) নামে ব্যক্তিদ্বয়কে মাদক সেবনরত অবস্থায় আটক করেছে।

    তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলায় যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে ও আইন শৃঙ্খলা রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।

  • ময়মনসিংহে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার কোতোয়ালি মডেল থানার এএসআই মাসুম রানা

    ময়মনসিংহে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার কোতোয়ালি মডেল থানার এএসআই মাসুম রানা

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় কর্মরত এ এসআই মাসুম রানা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন। রবিবার ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ ঘোষনা দেওয়া হয়। জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম তার হাতে এই সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট তুলে দেন।

    ২০২৪ এর অক্টোবর মাসে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার করায় অবদান রেখে মাসিক অপরাধ পর্যালোচনা অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার মধ্যে কোতোয়ালী মডেল থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মাসুম রানা কৃতিত্বের সাথে অপরাধ দমনে সফলতা অর্জন করায় এ সম্মাননা দেওয়া হয়। এছাড়াও তিনি
    মাদক বিরোদী অভিযানে ভারতীয় মদ ও মামলা নিষ্পতি এবং সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রেখে কোতোয়ালি এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

    কোতোয়ালী মডেল থানায় গত অক্টোবর মাস ২৪ সালে ,ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার করার মধ্য দিয়ে এএস আই মাসুম রানা শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে কোতোয়ালি মডেল থানায় দায়িত্ব পালন করছেন। অপরদিকে মাদক মামলায় আসামী গ্রেপ্তার, ধৃত আসামীদের নিকট থেকে মাদক উদ্ধার করেও তিনি আলোচনায় উঠেন।

    পুরস্কার পাওয়ার পর অনুভূতি জানতে চাইলে এএসআই মাসুম রানা বলেন, জনগণের টাকায় আমার চাকরি। জনগণকে সেবা দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। এ ধরনের পুরস্কারে কাজের প্রতি স্পৃহা আরও কয়েকগুণে বেড়ে যায়। আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন অভিভাবক জেলা পুলিশ সুপার স্যার,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যারসহ থানা কর্মরত সহকর্মী পুলিশ কর্মকর্তাদের। তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন।

  • জাকের পার্টি পৌরসভা ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় সাংগঠনিক সভার আয়োজন

    জাকের পার্টি পৌরসভা ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় সাংগঠনিক সভার আয়োজন

    তৈয়ব আলী পর্বত

    বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরী জাকের পার্টি সকল সহযোগী সংগঠন এবং খুলনা জেলা ও মহানগর ২৩ নভেম্বর ২০২৪ শনিবার সকাল ১০ টায় এইচ ফরাজী বাংলাদেশ রেলওয়ে মিলনায়তনে পৌরসভা, ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় সাংগঠনিক সভার আয়োজন করেন। এই সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ শামীম হায়দার মহাসচিব জাকের পার্টি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ জাকের পার্টি। স্বাগত বক্তা ছিলেন জনাব শেখ আনসার আলী সভাপতি খুলনা জেলা ও সদস্য জাতীয় স্থায়ী কমিটির জাকের পার্টি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে এম ইদ্রিস আলী বিল্টু সভাপতি খুলনা মহানগর ও সদস্য জাতীয় স্থায়ী কমিটি জাকের পার্টি।

  • পলাশবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক

    পলাশবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকা হতে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি সহ জুয়েল রানা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

    ২৩শে নভেম্বর শনিবার দিনগত রাতে ঘোড়াঘাট পৌর এলাকা হতে জুয়েল রানা (২০) গ্রেফতার করা হয়। এরপর জুয়েল রানার দেয়া তথ্য মতে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রামের জুয়েল মিয়ার বসতবাড়ী হতে বিদেশী পিস্তলটি ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল রানা (২০) দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর এলাকার মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে বলে জানা গেছে।

    এ বিষয়ে,২৪শে নভেম্বর রবিবার পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান,গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে ঘোড়াঘাট পৌর এলাকা হতে প্রথমে জুয়েল রানা’কে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতারকৃত জুয়েল রানার দেয়া তথ্য মতে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী সদস্যরা। এসময় উদয়সাগর গ্রামের বাসিন্দা ও গ্রেফতারকৃত জুয়েল রানার ভগ্নিপতি জুয়েল মিয়ার বসতবাড়ি থেকে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও আট রাউন্ড তাজা গুলিসহ উদ্ধার করা হয়। এঘটনায় গ্রেফতারকৃত জুয়েল রানা (২০)’র বিরুদ্ধে পলাশবাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।।