Blog

  • ধামইরহাটে হাতির পিঠে চড়ে রাজকীয় বি-দায় সংব-র্ধনা পেলেন প্রধান শিক্ষক খেলাল-ই-রব্বানী

    ধামইরহাটে হাতির পিঠে চড়ে রাজকীয় বি-দায় সংব-র্ধনা পেলেন প্রধান শিক্ষক খেলাল-ই-রব্বানী

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    রাজশাহী শিক্ষা বোর্ডের অন্যতম এবং নওগাঁ জেলার বার বার ১ম স্থান অধিকারী নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক এস এম খেলাল-ই-রব্বানীকে হাতির পিঠে চড়িয়ে বিদায় জানিয়েছে প্রাক্তন শিক্ষার্থীরা। একজন প্রধান শিক্ষককে এইভাবে বিদায় জানানো দৃশ্য একনজর দেখতে রাস্তার দু’পার্শ্বে হাজারো শিক্ষার্থী ও নারী পুরুষ ভিড় জমায়। ৬ সেপ্টেম্বর দুপুরে হাতির পিঠে চড়ে ৩৯ বছর শিক্ষকতা জীবনের ইতি টানেন প্রথিতযশা এই গুণী শিক্ষক। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে দাতা সদস্য আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে শনিবার জাতীয় সংগীতের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান পাঠশালাপতি এস এম খেলাল-ই-রব্বানীর বিদায় সংবর্ধনার শুভ সূচনা করা হয়। পরে প্রাক্তন শিক্ষার্থী কলেজ শিক্ষক হারুন আল রশীদ ও মুমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সম্পাদক ও মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির, দাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ আব্দুল গণি মন্ডল, প্রতিষ্ঠাতা সদস্য তাইমুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী রুহুল আমিন স্বপন, শরিফুল ইসলাম পুতুল, ওয়াসিফ আরাফাত অভি, রিফাতুল হাসান চৌধুরী সৈকত, ইফতি ইউসুফ সৌম্য, আবু সাইদ পলাশ, মানবসেবা’ সংগঠনের রাসেল মাহমুদ, শাকিল হোসেন প্রমুখ।
    এ সময় প্রধান শিক্ষক ছাড়াও সহকারি শিক্ষক খোরশেদা আক্তার, ফয়জুল ইসলাম, অসীম চন্দ্র কুন্ডু, রেজাউল করিম, অফিস সহকারি আব্দুস সাত্তারকে বিদায় সম্মাননা জানানো হয়। সবশেষে হাতির পিঠে চড়ে স্কুল গেট থেকে পুরো বাজার প্রদক্ষিণ শেষে প্রধান শিক্ষক খেলাল-ই-রব্বানীকে বাড়ীতে পৌঁছে দেন শিক্ষার্থীরা।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।

  • সেনবাগ উপজেলা ছাত্রদল আহ-বায়ক ফখরুল ইসলাম  রুবেলকে এলাকাবাসীর  সং-বর্ধনা

    সেনবাগ উপজেলা ছাত্রদল আহ-বায়ক ফখরুল ইসলাম রুবেলকে এলাকাবাসীর সং-বর্ধনা

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর সেনবাগে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পাওয়া মো: ফখরুল ইসলাম রুবেল কে তার নিজ এলাকাবাসীর পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়। ৫ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার মোহাম্মদপুরে ২ শতাধিক লোকের উপস্থিতিতে উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়
    এসময় তারা তাদের নিজ এলাকার কৃতি সন্তান উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মোহাম্মদ পুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: ফখরুল ইসলাম রুবেলকে উপজেলা ছাত্রদলের আহবায়ক(ভারপ্রাপ্ত) মনোনীত করায় তাকে পুস্পমাল্য প্রদানের মাধ্যমে তাদের ভালবাসার বহিঃপ্রকাশ ঘটান।বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী দিদারুল আলমের সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগ।এসময় বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন,
    সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল মির্জা, সেনবাগ বাজারের ব্যবসায়ী গোলাম মাওলা,ইউপি সদস্য শাহাদাত হোসেন রাজুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ফখরুল ইসলাম রুবেল বিগত সময়ে একাধিকবার কারানির্যাতনের শিকার হয়েছে এবং ২০ টি রাজনৈতিক মামলার গ্লানি এখনো বহন করে আসছেন। ত্যাগী এ ছাত্রনেতাকে উপজেলা ছাত্রদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রদান করায় এলাকাবাসী ও ফখরুল ইসলাম রুবেলের পক্ষ হতে সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক, কেন্দ্রীয় ও জেলা ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানানো হয়।

  • সেনবাগে স্বামীর লা-শ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃ-ত্যু

    সেনবাগে স্বামীর লা-শ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃ-ত্যু

    রফিকুল ইসলাম সুমন।।
    নোয়াখালী।।

    নোয়াখালী সেনবাগের কেশারপাড় ইউপির ছায়দুল হক (৫৯) হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্ত্রীসহ পরিবারের সদস্যরা স্থানীয় পল্লী চিকিসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশায় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী বিবি মরিয়ম (৫৫)

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দম্পতি একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং ৬ ছেলে ৩ মেয়ের জনক জননী ছিলেন।

    কেশারপাড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) আবু তালেব টিপু জানান, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৫টা ৪০মিনিটের দিকে তাকে উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্র ধরের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করে। মূলত চিকিৎসকের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় বিবি মরিয়ম। স্বামীর মৃত্যুর ১২ মিনিটের মাথায় কানকিরহাট হাসানপুর সড়কের নুনু কোম্পানীর মেইলের সামনে অটোরিকশায় স্ট্রোক করে মরিয়ম রাস্তায় পড়ে যান। আবার তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করে।

    ইউপি সদস্য আবু তালেব টিপু আরও জানান, শুক্রবার সকাল ৯ টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ শোকাহত।

  • সেনবাগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুকুরে মৎস অবমুক্তকরন ও বৃক্ষরোপন কর্মসুচি পা-লিত

    সেনবাগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুকুরে মৎস অবমুক্তকরন ও বৃক্ষরোপন কর্মসুচি পা-লিত

    :
    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালী ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নানের নির্দেশনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সেনবাগে পুকুরে মৎস অবমুক্ত করন ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

    সেনবাগ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে এবং সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পরিচ্ছন্ন উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম টিপুর সার্বিক তত্বাবধানে
    “গাছ লাগাবো, খাল কাটবো
    শহীদ জিয়ার আদর্শে দেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ই সেপ্টেম্বর’ শুক্রবার সকালে
    সেনবাগ থানার পুকুর ও সেনবাগ উপজেলা পরিষদ পুকুরের মৎস্য অবমুক্ত করণ ও ফলজ, বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এসময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফলজ ও পাতা বাহারি বৃক্ষ রোপণ করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মামুন মেম্বার, উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন, দিদার হোসেন সোহাগ,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন জুলেট, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন,যুবদল নেতা রবিউল হাসান তুহিন সহ অনেকেই।

  • কোটালীপাড়ায় মা-দক সহ দুই মাদ-ক বিক্রেতাকে আ-টক করে পুলিশে সো-পর্দ

    কোটালীপাড়ায় মা-দক সহ দুই মাদ-ক বিক্রেতাকে আ-টক করে পুলিশে সো-পর্দ

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    রাজিব সিকদার (২৪) ও ফরহাদ হোসেন মিয়া (২০) নামের দুই মাদক বিক্রেতাকে মাদকসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

    শুক্রবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
    আটককৃত রাজিব উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বহরা বাড়ি গ্রামের দেলোয়ার সিকদারের ছেলে ও ফরহাদ একই গ্রামের জলিল মিয়ার ছেলে।
    জানাগেছে, রাধাগঞ্জের দত্ত বাড়ি সংলগ্ন মনশা মন্দিরের সামনে বসে মাদক সেবন ও বিক্রি করছিল তারা। বিষয়টি এলাকাবাসী বুঝতে পেরে তাদের আটক করে। এসময় আটককৃত এই দুজনের কাছ থেকে ১শ ৫০ গ্রাম গাঁজা ও ২৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, এলাকাবাসীর খবর পেয়ে ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির সদস্যেরা রাজিব ও ফরহাদকে গাঁজা ও ইয়াবাসহ আটক করে কোটালীপাড়ায় থানায় নিয়ে এসেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • গোপালগঞ্জে প্রাথমিকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বি-তরণ

    গোপালগঞ্জে প্রাথমিকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বি-তরণ

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা পরিষদের সহযোগিতায় শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অঃ দাঃ) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (অঃ দাঃ) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দীন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস।

    এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, কাশিয়ানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    জানা গেছে, জেলার কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ৪৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে একটি স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, হাইলাইটার, ইরেজার, কাটার ও পেন্সিল বক্স দেওয়া হয়।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা এবং মানসম্মত শিক্ষা অর্জনের আহ্বান জানান।

    উল্লেখ্য এর আগে গত বুধবার (৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলা ও মুকসুদপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও শিক্ষা সহায়ক উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

  • নলকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

    নলকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

    সাহেদ আলী,সিরাজগঞ্জ :
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ক্লাস্টারের ২৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অধিদফতরের নির্দেশ মোতাবেক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। আজ শনিবার ১২ ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরী ঈদে মিলাদুন্নী (সা:) উপলক্ষ্যে বিদ্যালয়ে কর্মসুচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন,আখেরী নবী হযরত মুহাম্মদ (সা:) জীবনী নিয়ে আলোচনা সভা, দোয়া,মিলাদ মাহফিল, নাতে রাসুল,স্বরোচিত কবিতা পাঠ,কুইজ প্রতিযোগীতা ইত্যাদি।নলকা ক্লাস্টারের বিভিন্ন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কমিটির সদস্যবর্গ,ধর্মীয় ও চেতনাবোধ ব্যক্তিবর্গ, স্থানীয় আলেম ওলামা ও কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।দোয়া পুর্ব আলোচনা অনুষ্ঠানে বোয়ালিয়ার চর স:প্রা:বি’র প্রাক্তণ শিক্ষার্থী মুফতি, হাফেজ আবুল হাশেম বলেন,নবী করীম (সা:) যে বিশাল রহমত ও বরকতের ভান্ডার নিয়ে পৃথিবীর বুকে শুভাগমন করেছিলেন,সেটি শুধু মানব জাতির জন্য নেয়ামত নয়,বরং তা ছিল গোটা বিশ্বেে ১৮ হাজার মাখলুকাতের জন্য সর্ব শ্রেষ্ঠ নিয়ামত।তাই দোজাহানের নবী (সা:) এর শুভাগমন দিবসকে উপলক্ষ্য করে প্রতি বছর ১২ ই রবিউল আউয়াল পালনটাই শুধু নৈতিক দায়িত্ব নয়,বরং এটি ফজিলতপুর্ণ ইবাদতের কাজ।নলকা ক্লাস্টারের সুযোগ্য সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আলমাহমুদ এর দিক নির্দেশনা,পরামর্শ ও সঠিক তত্বাবধনের কারনেই ঈদে মিলাদুন্নী (সা:) উদযাপন সুষ্ঠ ও সুন্দর হয়েছে বলে সংশ্লিষ্ট শিক্ষকগণ জানান।অনুরুপ ভাবে নলকা ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয়,দাখিল-আলিম মাদ্রাসা,কলেজেও দিনটি উপলক্ষ্যে অনুরুপ কর্মসুচী উদযাপন করা হয়েছে।

  • মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শের প্রতীক- মাওলানা এমরুল

    মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শের প্রতীক- মাওলানা এমরুল

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শের প্রতীক। এটি মানুষের কথা নয় বরং বিশ্বমানবতার জন্য আদর্শ হিসেবে স্বয়ং আল্লাহ তায়ালাই তাঁকে এ দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল (সা.) এর জীবনের প্রতিটি কাজই মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নীতিও আমাদের জন্য এক অনন্য অতুলনীয় আদর্শ।

    শনিবার ( ৬সেপ্টেম্বর) সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া মডেল মাদ্রাসার আয়োজিত আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ সদর আসনের প্রার্থী, মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল ।

    মাদ্রাসা সুপার ও সহকারী শিক্ষকদের সার্বিক এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে মহানগর জামায়াতে অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগরীর সভাপতি ও মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং দাপুনিয়া ইউনিয়ন এর জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রাণী ওয়ালিউল্লাহ মুজাহিদ, দাপুনিয়া সাংগঠনিক থানার
    আমীর ডা. দেলোয়ার হোসেন সেক্রেটারি শহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    জামায়াত নেতা মাওলানা কামরুল আহসান এমরুল আরো বলেন, হযরত মুহাম্মদ (সা.)’র সুমহান আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।
    তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। তিনি তার বক্তব্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে “বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ১২ রবিউল আউয়াল তথা ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্ববাসী বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন উল্লেখ করে এ উপলক্ষ্যে তিনি ময়মনসিংহ সদর সহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন হযরত মোহাম্মদ সাঃ এর অমিত সাহস, ধৈর্য ও বিচক্ষণতা তখনকার মানুষকে যেমন বিমুগ্ধ করে, তেমনি অনাগত মানুষের জন্যও শান্তি প্রতিষ্ঠার আদর্শ ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

    আলোচনা সভা শেষে অনুষ্ঠানে বিভিন্ন গ্রুপে প্রায় শতাধিক শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। তাদের মধ্যে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

  • ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা, মিলা-দ ও দো-য়া অনুষ্ঠিত

    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা, মিলা-দ ও দো-য়া অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়নে ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হজরত মুহাম্মদ (সাঃ) এর জীবন,কর্ম ও শিক্ষা বিষয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে এই উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হামদ,নাথ,রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

    শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ের হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার রহমান স্বপ্নার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফ রববানী, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান,সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। এতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের মুয়াজ্জিন হুসেন আলী।

    সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক নিলুফার রহমান স্বপ্না বলেন, সরকার ঈদে মিলাদুন্নবীকে আনুষ্ঠানিকভাবে পালনের জন্য আমাদের পরামর্শ দিয়েছে। আমরা সরকারের পরামর্শ মোতাবেক উপজেলা শিক্ষা অফিসারের দিক নির্দেশনা মোতাবেক এই দিবস উদযাপন করছি। কোমলমতি এসব ছোট শিশুরা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে তা বাস্তবায়ন করে তাদের উজ্জ্বল ভবিষ্যত গড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বিশ্বমানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন; যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে।

    তিনি বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারি, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতিবিজড়িত ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্ববাসী বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

    হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণ বিষয়ে তিনি বলেন, রাসুল সা. এর মাঝেই আছে অনুকরণীয় আদর্শ। বৈষম্যবিরোধী আন্দোলনের যে মেসেজ, যে লক্ষ্য তা রাসুলুল্লাহ সা.ও দিয়েছেন। এই ন্যায্যতার প্রয়োজন সারা বিশ্বের সকলের। এই ন্যাযতার প্রয়োজন সকল ধর্মেরই আছে।

    পরে আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে হামদ,বাত,রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • ময়মনসিংহে অ-বৈধ বালুঘাটে এসিল্যান্ডের অভি-যান, লাখ টাকা জরি-মানা

    ময়মনসিংহে অ-বৈধ বালুঘাটে এসিল্যান্ডের অভি-যান, লাখ টাকা জরি-মানা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীতে ড্রেজার ও বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়েছে।

    শুক্রবার (৫সেপ্টেম্বর) বিকাল ৫টায় নগরীর কাচারী ঘাট এর বিপরীত পাশ্বে জেলা প্রশাসনের দিকনির্দেশনা মোতাবেক সদর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হোরায়রা।

    এসময় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের অপরাধে একজন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় এক বালু ব্যবসায়ীকে ১,০০,০০০/- ( এক লক্ষ)টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং লাইসেন্স ব্যতীত যানবাহন চালনার অপরাধে অপর একজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ৫,০০০/- পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    এসময় উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি সৈয়দা তামান্না হোরায়রা বলেন, ‘একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক বালু ব্যবসায়ীকে পাওয়া যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে লাইসেন্স ব্যতীত যানবাহন চালনার অপরাধে অপর একজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি বলেন- জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক উপজেলায় প্রশাসনের ইউএনও স্যারের সহযোগিতাতায় আমাদের এই অভিযান
    আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স বলেন, ‘অবৈধ ড্রেজার ও বাল্কহেড দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ বাধাগ্রস্ত এবং তীর ভাঙন ভাঙছে। এতে স্থানীয় পরিবেশ ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ বালু ঘাট ও অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।