Blog

  • মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

    মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

    লিটন মাহমুদ,মুন্সীগঞ্জঃ

    ৪০ সদস্য বিশিষ্ট মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা শিল্পকলা একাডেমির রিহার্সাল কক্ষে এই কমিটি ঘোষণা করা হয়।
    গত ৩১ আগস্ট সাধারণ সভায় হিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালীকে সভাপতি এবং অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠির সাবেক সভাপতি আরিফ মোড়লকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এরপর
    মঙ্গলবার রাতে আরেক সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
    কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি আনমনা প্রাঙ্গণের প্রতিষ্ঠাতা সবাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল, সহসভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল (সারেগামাপা), সাংবাদিক শেখ মো. শিমুল (সারং), এড. নাসিম আখতার সুমন (প্রভাতী খেলাঘর আসর), হোসনে আরা ঝুমুর (লেখালেখি সাহিত্য ও সাংস্কৃতিক জোট), জয়া দাস শিখা (প্রজন্ম থিয়েটার), শরীফ মাহমুদ ( অন্তরা সংগীত নিকেতন)।
    এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আজিজা খাতুন মিতা, সহ সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, হুমায়ুন কবীর ও মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. শামীম শেখ, সহ সাংগঠনিক সম্পাদক নাফিজ ইখতিয়ার তানভীর, অনুষ্ঠান সম্পাদক মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মো. মাহবুবুল আলম,দপ্তর সম্পাদক এড. মো. শাহআলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুবেল, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি আক্তার, সাহিত্য সম্পাদক আহমেদ ইউসুফ খসরু, খসনুর, সাংস্কৃতিক সম্পাদক আসমা ইসলাম দীপ্তি, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আহাদ।
    কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন ১৬ জন। উপদেষ্টা মন্ডলীর সদস্য ৬ জন। এরা হলেন এড. আর্শেদ উদ্দিন চৌধুরী, আশরাফ উল ইসলাম, অভিজিৎ দাস ববি, মাহফুজা বেগম, বাহাউদ্দীন বাহার ও গিয়াসউদ্দিন মুন্সী।

  • গাইবান্ধা জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে  ১৫,০০০ টাকা জরিমানা

    গাইবান্ধা জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে  ১৫,০০০ টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন গাইবান্ধা এর  উদ্যোগে ২৬ নভেম্বর, ২০২৪ তারিখে গাইবান্ধা জেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে গাইবান্ধা সদরের দুটি প্রতিষ্ঠানকে বিএসটিআই হতে মোড়কজাত নিবন্ধন সনদ  গ্রহণ না করে অবৈধভাবে বিক্রয় বিতরণ করার অপরাধে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮” অনুসারে জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স মিল্টন বেকারী, সদর, গাইবান্ধা  এবং  মেসার্স পল্লী ফুডস, পার্ক রোড, সদর, গাইবান্ধা। হোয়াইট ব্রেড পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় মিল্টন বেকারীকে ৫,০০০/= টাকা এবং হোয়াইট ব্রেড ও বিস্কুট পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় মেসার্স পল্লী ফুডসকে ১০,০০০/= টাকা জরিমানা করা হয়।

    উক্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন গাইবান্ধার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম।  প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন  বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন এবং পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) সন্দীপ দাস। 

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

  • রংপুর জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    রংপুর জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    প্রেস বিজ্ঞপ্তি।

    বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উদ্দ্যোগে গত ২৬.১১.২০২৪ খ্রিঃ তারিখে প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এর নেতৃত্বে রংপুর জেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আরও ছিলেন খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।

    উক্ত অভিযানে যে সকল প্রতিষ্ঠানকে দ্রুত সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন এবং গুণগত মানের পণ্য উৎপাদনের পরামর্শ প্রদান করা হয়েছে

    ১. মেসার্স রনী ব্রিকস ম্যানুফ্যাকচারার-২ (জইগ-২), বোতলা, জানকি, ধাপেরহাট, সদর, রংপুর।

    ২. মেসার্স মদিনা ব্রিকস (গঙউওঘঅ), বোতলা, জানকি, ধাপেরহাট, সদর, রংপুর।

    ৩. মেসার্স এম আর ব্রিকস (গজই), বোতলা, জানকি, ধাপেরহাট, সদর, রংপুর।

    ৪. মেসার্স ব্রাদার্স ব্রিকস কোং, নাসিরাবাদ, রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর।

    ৫. স্বাদ বেকারি, এরশাদ মোড়, রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর।

    ৬. মেসার্স মা বেকারী, এরশাদ মোড়, রাণীপুকুর, মিঠাপুকুর, রংপুর।

    ৭. মেসার্স এ এইচ বি ব্রিকস, রুপসি, খোরাগাছ, মিঠাপুকুর, রংপুর

    ৮. গ্রীন ব্রিকস, রুপসি, ফকির পাড়া, খোড়াগাছ, মিঠাপুকুর, রংপুর।

    ৯. মেসার্স এন আর ডাব্লিউ ব্রিকস, রুপসি, খোড়াগাছ, মিঠাপুকুর, রংপুর

    ১০. মেসার্স মা ব্রিকস (গগই), রুপসী, লালপুকুর, মিঠাপুকুর, রংপুর 

    ১১. ভাই ভাই বেকারি, বকুলতলা, খোড়াগাছ, মিঠাপুকুর, রংপুর 

    ১২. মেসার্স মান্নান বেকারী, পদাগঞ্জ, মিঠাপুকুর, রংপুর 

    ১৩. মা-বাবা কনস্ট্রাকশন, কুতুবপুর, বদরগঞ্জ, রংপুর 

    ১৪. মেসার্স রহিমা ব্রিকস, কুতুবপুর, বদরগঞ্জ, রংপুর 

    ১৫. মেসার্স এস এন বি ব্রিকস, কুতুবপুর, বদরগঞ্জ, রংপুর 

    ১৬. মেসার্স অরুন্নেসা ব্রিকস, কুতুবপুর, বদরগঞ্জ, রংপুর

    ১৭. মেসার্স মাস্টার এয়ার ব্রিটিশ ফিল্ড, গুটবাড়ী বাজার, ছড়ান, মিঠাপুকুর, রংপুর

    ১৮. মেসার্স এ আর বি ব্রিকস ফিল্ড (অজই), আটপুনিয়া, ছড়ান, মিঠাপুকুর, রংপুর

    ১৯. মেসার্স টিএমবি ব্রিকস, কেশবপুর, মিঠাপুকুর, রংপুর

    ২০. মেসার্স ফয়সাল ব্রিকস ফিল্ড (ঋওঋ), দুর্গাপুর, মিঠাপুকুর, রংপুর

    ২১. মেসার্স ই এস ব্রিকস ফিল্ড (ঊঝই), বাসুদেবপুর, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর

    ২২. মেসার্স আর বি ব্রিকস, ছিলিমপুর, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর

    ২৩. মেসার্স আর বি বি ব্রিকস, ভাদুরাঘাট, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর

    ২৪. মেসার্স উত্তরণ ব্রিকস, শাল্টি, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর

    ২৫. মেসার্স এম এইচ বি ব্রিকস, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর

    ২৬. মেসার্স এইচ ডি বি ব্রিকস, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর

    ২৭. ভাই ভাই ব্রিকস, দানিশনগর, পীরগঞ্জ, রংপুর 

    ২৮. মেসার্স এল আর বি ব্রিকস, চৈত্রাকল, অনন্তরাম, পীরগঞ্জ, রংপুর

    ২৯. এ এস বি ব্রিকস, কাদিরাবাদ, পীরগঞ্জ, রংপুর

    ৩০. এন টি এন ব্রিকস, কাদিরাবাদ, পীরগঞ্জ, রংপুর

    ৩১. এম ডি বি ব্রিকস, কাদিরাবাদ, পীরগঞ্জ, রংপুর

    ৩২. এ আর বি ব্রিকস, খালাশপীর, পীরগঞ্জ, রংপুর

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

  • সাফল্যে গাঁথা মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল

    সাফল্যে গাঁথা মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    গৌরব ও সাফল্যের সাথে সলঙ্গায় প্রাথমিক শিক্ষা বিস্তারে আলো ছড়াচ্ছে মোস্তফা প্রি-ক্যডেট স্কুল।অত্যাধুনিক,বিজ্ঞান ভিত্তিক ও প্রগতিশীল তথ্য সম্বলিত পাঠ্যক্রমের আলোকে পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান।
    সলঙ্গা থানা সদর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার দক্ষিনে অবস্থিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল।গাঢ়ুদহ নদীর কোল ঘেঁষে অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে ওঠা কচি কন্ঠের এই শিক্ষা প্রতিষ্ঠানটি।দীর্ঘ ১৭ বছর ধরে এলাকার অবহেলিত,শিক্ষাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো জ্বালাতে নিরলসভাবে কাজ করছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মোস্তফা জামান।এ স্কুলে প্লে-গ্রুপ হতে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়।
    শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস নেয়া হয়।প্রতিটি অধ্যায় শেষে মুল্যায়নসহ সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা গ্রহন করা হয়।এ ছাড়াও ১ম সাময়িক,২য় সাময়িক ও বার্ষিক পরীক্ষার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের মেধা যাচাই করা হয়।মেধা বিকাশের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষা সফর,বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,চিত্রাঙ্কন প্রতিযোগীতা,নামাজ শিক্ষা,সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন প্রতিযোগীতামুলক অনুষ্ঠান করা হয়।শিক্ষার্থীদের শীতকালীন ও গ্রীষ্মকালীন দৃষ্টিনন্দন ইউনিফর্ম রয়েছে।ফিঙ্গার মেশিন,প্রজেক্টর,সিসি ক্যামেরা,ইন্টারনেট টিভি,ল্যাপটপ/কম্পিউটার,এসি/ জেনারেটরসহ সহায়ক অন্যান্য সরঞ্জামাদি দ্বারা শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করা হয়।
    কয়েকজন শিক্ষার্থীর (অভিভাবক) মায়েরা জানান,অধ্যক্ষ মোস্তফা জামানের নিষ্ঠা,সততা,নিরলস পরিশ্রম,দিক নির্দেশনা ও অন্যান্য স্টাফদের সার্বিক সহযোগীতায় প্রতিষ্ঠানটিতে লেখাপড়ার মান খুবই ভালো।তারা জানান,আমাদের সন্তানেরা শুরু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বরাবরই সুশিক্ষা অর্জন করে আসছে।প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোস্তফা জামান সাংবাদিকদের বলেন,সলঙ্গা এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো জ্বালাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।কচিকাচা শিশুদের পড়াতে আমার খুবই ভালো লাগে।প্রতিষ্ঠানটির সফলতার কথা উল্লেখ করে তিনি জানান,২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাশসহ জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে।২০১১ সাল হতে ২০২২ সাল পর্যন্ত মোট ৯৫ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে।কোমলমতি শিশুদের সুস্থ্যতা,শারিরীক ও মানসিক বৃদ্ধিসহ “মোস্তফা প্রি- ক্যাডেট” স্কুলে ভর্তি নিশ্চিত করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

    জি,এম স্বপ্না,সলঙ্গা প্রতিনিধি।।

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ১০৪ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ১০৪ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় ট্রাভেল ব্যাগে মাদক পরিবহন কালে ১০৪ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ২৬ নভেম্বর ২০২৪ খ্রিঃ রাত্রি ০১.৫৫ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকার নিউ মায়ের আঁচল হোটেল এর সামনে বগুড়া হতে ঢাকাগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ট্রাভেল ব্যাগে মাদক পরিবহন কালে ১০৪ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ আব্দুল্লাহ আল মামুন (২২) (বাসের সুপারভাইজার), পিতা- মোঃ লাভলু মিয়া,

    সাং- বাগভান্ডার, থানা- ভরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

    বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

    এস মিজানুল ইসলাম,বিশেষ প্রতিনিধি।। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস- ২০২৪ গতকাল বানারীপাড়ায় সকাল- ১০টায় ” বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়” প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়। অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এনজিও পরিষদের সাধারণ সম্পাদক ও সংবাদিক এস মিজানুল ইসলাম, সভায় সভাপতিত্ব করেন আরজেএমএফ সদস্য ফিরোজা বেগম, সঞ্চালনা করেন এরিয়া কো-অর্ডিনেটর মো: মহসিন মিয়া। সভায় বক্তব্য রাখেন আরজেএমএফ সদস্য খায়রুল কবির ডাকুয়া, পরিবানু, শামসুন্নাহার ও সমাজ সেবিকা মোসা: পলি, কমিউনিটি প্যারালিগ্যাল মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে নাগরিক উদ্যােগের বিভিন্ন পর্যায়ের সদস্য ও অতিথিদের সমন্নয়ে এক বর্ণঢ্য রালী অনুষ্ঠিত হয়।#

  • জীবননগর উপজেলা হাসপাতালে রোগীদের কাছ থেকে নেয়া হয় অতিরিক্ত টাকা

    জীবননগর উপজেলা হাসপাতালে রোগীদের কাছ থেকে নেয়া হয় অতিরিক্ত টাকা

    মোঃ মুনাইম হোসেন (জীবননগর) প্রতিনিধি,

    জীবননগর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে কাটা-ছেঁড়ার সেলাইর জন্য রোগীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জরুরী বিভাগের ওয়ার্ড বয়দের  বিরুদ্ধে।

     স্থানীয় এক রুগির পা কেটে যাওয়ায় তাকে নিয়ে  হাসপাতালের ইমারজেন্সী রুমে গেলে ডিউটিরত ওয়ার্ড বয়  নিজেই কাটা পায়ে সেলাই দিয়ে ব্যান্ডিস করে। তারপর ওয়ার্ড বয় চাই  টাকা।

    তারপর খোঁজ নিয়ে জানা গেছে, জীবন নগর  হাসপাতালের ওয়ার্ড বয় ডিউটিতে থাকে তখন হাসপাতালে আসা কাটা-ছেঁড়ার সব রোগীদের কাছ থেকে জোরপূর্বক সেলাই দেওয়ার জন্য টাকা নেন। এছাড়াও অভিযোগ রয়েছে সেলাই দেওয়ার ৩দিন পর পূনরায় হাসপাতালে ব্যান্ডিস খুলে সেলাই স্থান পরিস্কার করার জন্য হাসপাতালে আসলে তখনও রোগীদের তাকে টাকা দিতে হয়।প্রত্যক্ষদর্শী  আরেক রোগীকে বলেন  সন্ধ্যার পরে এক  ভাই তার মা’কে নিয়ে হাসপাতালে আসে এরপর ওখানের ডিউটিতে থাকা একজন ওয়ার্ড বয়  সেলাই দিয়ে ব্যান্ডিস করে দেওয়ার টাকা চায়।

    যদি আমার কাছে টাকা চাইতো তাহলে আমি তাকে মজা দেখাতাম ৷

    তিনি তো কিছু করলো না। সরকারি হাসপাতাল সব কিছু ফ্রি সেখানে আবার টাকা দিতে হবে কেনো। তাদের কাজের জন্য সরকার বেতন দিচ্ছে তারপরও কেনো সাধারণ মানুষ চিকিৎসা নিতে আসলে টাকা দিতে হবে।   যদি সরকারি হাসপাতালে এসেও টাকা দিতে হয়। তাহলে আমরা যারা সাধারণ মানুষ তাদের কি অবস্থা হয়। তারা কতটা হয়রানির শিকার হয় বুঝেন এবার।

    এবিষয়ে স্থানীয় লোকজনেরা   বলেন, পা কেটে যাওয়ায় তাকে নিয়ে হাসপাতালে গেলে ডিউটিরত ওয়ার্ড বয়  পায়ে সেলাই দিয়ে ব্যান্ডিস করে দেন। এর বিনিময়ে টাকা দাবি করেন তখন তাকে সরকারি হাসপাতালে কাটা-ছেঁড়ার সেলাই দেওয়ার জন্য টাকা দিতে হয় এমন প্রশ্ন করলে তিনি বলেন এটা নিয়ম সবাই টাকা দেয়।

    তিনি আরও বলেন,  আগে যে রোগী ছিলো তার কাছ থেকেও এই ওয়ার্ড বয়  টাকা নিছেন। তিনি ডিউটিতে থাকা অবস্থায় এরকম রোগীদের থেকে টাকা নেন। 

    আবারো হাসপাতালে কোন নরমাল ডেলিভারি রোগী আসলে আয়া দের দৌরোত্ব । আয়াগুলো আগে চাই টাকা তারপরে ডেলিভারি রুমে যাই। টাকা না দিতে চাইলে আয়াগুলো রোগীদের সাথে খুব খারাপ ব্যবহার করে। হাসপাতালে বেড পেতে হলেও দেয়া লাগে অতিরিক্ত টাকা আয়া গুলোকে। আবার হাসপাতালে মেডিকেল অফিসার রুগি না দেখে মেডিকেল সহকারীদের দিয়ে রোগী দেখান। এই সুযোগ পেয়ে মেডিকেল সহকারীরা বাইরে যায় রোগী দেখতে। তখন হঠাৎ কোন রোগী আসলে রোগীরা বিভিন্ন ঝামেলা শিকার হয়।

    চুয়াডাঙ্গার সিভিল সার্জনকে দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হক।

  • পঞ্চগড়ে স্ত্রী হ-ত্যার দায়ে স্বামীর মৃ-ত্যুদণ্ড 

    পঞ্চগড়ে স্ত্রী হ-ত্যার দায়ে স্বামীর মৃ-ত্যুদণ্ড 

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় :

    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী সোলেমান আলীকে (৫৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

    মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম রেজাউল বারী এ দণ্ডাদেশ দেন।

    অভিযুক্ত সোলেমান আলী আটোয়ারী উপজেলার দক্ষিণ সুখ্যাতি এলাকার মৃত জমির উদ্দীনের ছেলে। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন তিনি।

    এর আগে, ২০১৮ সালের ১৭ মে সোলেমান আলীকে একমাত্র আসামী করে আটোয়ারী থানায় হত্যা মামলাটি দায়ের করেন সহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। পরে মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

    মামলার নথি সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ আগে সোলেমান আলীর সঙ্গে মামলার বাদী সহিদুল ইসলামের বোন জোসনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্যে কলোহ চলছিলোই। বিভিন্ন সময় সালিস বৈঠকও হয়। সর্বশেষ ঘটনার দিন ২০১৮ সালের ১৭ মে বাড়িতে কেউ না থাকার সুযোগে জোসনা বেগমকে হত্যা করে ঘরের মধ্যে মরদেহ রেখে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায় সোলেমান আলী। সে নিজের স্ত্রীকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করেছে- ওঠে এসেছে পুলিশের প্রতিবেদনে।

    পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আদম সুফি রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দিয়েছেন। এই রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন বলে মনে করছি। 

  • সিংড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    সিংড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    মোঃএমরান আলী রানা নাটোর প্রতিনিধি 

    নাটোরের সিংড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

     দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজে চত্ত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখার সভাপতি ও সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু’র সভাপতিত্বে সম্মেলনে  এসময় বক্তব্য দেন সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, বড় সাঐল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কে ফজলুল হক, লালোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব আলম, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক শফিকুল কবির, লালোর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহ মোস্তফা ওয়ালিউল্লাহ্।

    সম্মেলনে আগামী তিন বছরের জন্য সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম আনুকে পুনরায় সভাপতি ও বড় সাঐল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কে ফজলুল হককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    মোঃ এমরান আলী রানা
    নাটোর প্রতিনিধি।

  • সাংবাদিক সন্তানদের শিক্ষা বৃত্তি ও সম্মাননা দেওয়ার ঘোষনা বিএমএসএফ’র

    সাংবাদিক সন্তানদের শিক্ষা বৃত্তি ও সম্মাননা দেওয়ার ঘোষনা বিএমএসএফ’র

    রিপোর্ট : ইমাম বিমান

    দেশব্যাপী সাংবাদিক সন্তানদের শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রদানের ঘোষনা দিয়েছেন ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ। প্রথম বারের মত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর পক্ষ থেকে দেশব্যাপী সাংবাদিকদের মেধাবী সন্তানদেরকে শিক্ষাবৃত্তি ও সম্মামনা-২০২৪ প্রদান করা হবে।

    গত ২২-২৩ ডিসেম্বর বিএমএসএফ কক্সবাজার শাখার আয়োজনে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রা সহ পরিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির পক্ষে ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক আহমেদ আবু জাফর এ ঘোষনা দেন। এ সময় তিনি আরো জানান, এবছর সারা দেশে সাংবাদিকদের মধ্য থেকে ২০জন মেধাবী সাংবাদিক সন্তানদেরকে এ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এসএসসি, এইচএসসি ও উচ্চতর শ্রেনীতে ভালো ফলাফল অর্জণকারী ছেলে-মেয়েদের অভিভাবকগণ এ আবেদন করতে পারবেন। আবেদনের সাথে সকল সনদের ২কপি করে ( সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কতৃক সত্যায়িত ) অনুলিপি, শিক্ষার্থীর পাসপোর্ট আকারের ছবি-২ কপি, পিতার জাতীয় পরিচয় পত্রের অনুলিপি-২কপি সহ আগামী ১০ ডিসেম্বর-২০২৪ তারিখের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে। নির্ধারিত তারিখের পর কোন আবেদন গ্রহন করা হবে না।
    আবেদন পাঠানোর ঠিকানা: বিএমএসএফ, বাড়ি#১০৪, মসজিদ গলি, নয়াপল্টন, ঢাকা, বাংলাদেশ। [email protected] / 01712306501, (সংবাদ বিজ্ঞপ্তি)।