Blog

  • শিক্ষায় অবদান রাখায় পেল জাতীয় পুরষ্কার, শিক্ষক-শিক্ষার্থীরা দিল গণ-সংবর্ধনা

    শিক্ষায় অবদান রাখায় পেল জাতীয় পুরষ্কার, শিক্ষক-শিক্ষার্থীরা দিল গণ-সংবর্ধনা

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী,  
    শিক্ষায় বিশেষ অবদান রাখায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল সাত্তার স্কুল অ্যান্ড কলেজের দাতা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মো: রুহুল আমীনকে গণসংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বুধবার সকাল ১১টায় স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় । এতে অন্তত দেড় হাজার মানুষ অংশ নেয়।

    জানা গেছে, উপজেলা শহর হতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম চরমোন্তাজ ইউনিয়নে মাধ্যমিক পর্যায়ে প্রথম প্রতিষ্ঠান চরমোন্তাজ এ ছাত্তার মাধ্যমিক বিদ্যালয়। অঞ্চলটির দরিদ্র পরিবারের সন্তানদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহনের সুযোগ দেয়ার উদ্দেশ্যে ১৯৮৫ সালে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেন তরুন রুহুল আমীন। এরপর দীর্ঘদিন নানা বাধা পেরিয়ে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়েছে, নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক, কারিগরি শাখা এবং সবশেষ উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মূখ্য ভূমিকা পালন করেছেন বরেন্য অধ্যক্ষ। দীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে পেয়েছেন, শের-ই বাংলা গোল্ডেন এওয়ার্ড, মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড। ২০২৪ সালে নেপাল-বাংলাদেশ এক্সিলেন্স এওয়ার্ড এবং জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। 

     উপজেলা ও জাতীয় পর্যায়ে এসব নানান পুরষ্কার প্রাপ্তিতে আনন্দিত হয়ে নিজ কর্মস্থলের সহকর্মী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও জনসাধারণের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে গণসংবর্ধনা আয়োজন করে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

    প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোসা: হামিদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি মাহামুদ হাসান রাজিব, চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাতাব হোসেন, চর লক্ষীবেষ্টিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান হোসেন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুভ শিকদার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অলিউল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোশাররফ দালাল, চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ সদস্য রুনু খান, মোশারফ হোসেন, জালাল উদ্দিন, শুক্কুর হোসেন প্রমুখ।

    এছাড়াও প্রতিষ্ঠানটির সকল শিক্ষক, অভিভাবক, কর্মচারী, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণ এতে অংশগ্রহণ করেন।

  • থানচিতে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা

    থানচিতে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা

    থানচি (বান্দরবান) প্রতিনিধি।

    কোটা আন্দোলনের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে বান্দরবানের থানচিতে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০:৩০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

    বিশেষ স্মরণসভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাকিব হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুজ্জামান মুরাদ, উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মসফিকুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহীন মাহাবুব প্রমুখ।

    বিশেষ স্মরণসভায় বক্তব্য রাখেন, থানচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, আদিবাসী ছাত্র জনতার প্রধান সমন্বয়ক উথোয়াই ওয়াং মারমা, উপজেলা ইউআরসি কর্মকর্তা মোঃ সাকের উদ্দিন সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ।

    এসময় উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ছাত্র জনতার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

  • গাইবান্ধায় ৭ উপজেলা আমীর গণের ২৫-২৬ সেশনের জন্য শপথ

    গাইবান্ধায় ৭ উপজেলা আমীর গণের ২৫-২৬ সেশনের জন্য শপথ

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ২৭শে নভেম্বর বুধবার সকাল ৭টায় গাইবান্ধা জেলা কার্যালয়, দারুল আমান ট্রাস্টে ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য নির্বাচিত উপজেলা আমীরগণের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শপথ বাক্য পাঠ করান,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার।

    শপথ অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান,জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান,জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির,জেলা কর্ম পরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি নুরুন্নবী প্রধান,জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইদুর রহমানসহ জেলা নেতৃবৃন্দ।

    ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য উপজেলা আমীর হিসাবে যারা শপথ গ্রহন করেন তারা হলেন..

    ১) অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু- (সুন্দরগঞ্জ উপজেলা),২) মাওলানা নুরুল ইসলাম মন্ডল (সদর উপজেলা),৩) অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ (গাইবান্ধা শহর), ৪) আবু বকর সিদ্দিক (পলাশবাড়ী উপজেলা),৫) এরশাদুল হক ইমন (সাদুল্লাপুর উপজেলা),৬) মাওলানা ইব্রাহিম হোসেন (সাঘাটা উপজেলা), ৭) মাওলানা সিরাজুল ইসলাম (ফুলছড়ি উপজেলা)।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, এই দায়িত্ব আমানত হিসাবে গ্রহন করে ঈমানদারীর সাথে পালন করা আমাদের কর্তব্য। দেশ,জাতি সৎ ও যোগ্য মানুষ খুঁজে বেড়াচ্ছে। জামায়াত সেই মানুষ তৈরীর কাজ করে যাচ্ছে। আমাদের গণপ্রত্যাশা পুরনে ঐতিহাসিক ভুমিকা পালন করতে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।।

  • দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ বর্যপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ বর্যপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    স্টাফ রিপোর্টারঃ

    আনন্দঘন পরিবেশে দৈনিক জাতীয় ভোরের চেতনা পত্রিকার ২৬ তম পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে ময়মনসিংহের বিভাগীয় প্রেসক্লাবে মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।

    ভোরের চেতনা ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে দৈনিক জাতীয় লাল সবুজের দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক শিবলী সাদিক খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ জেলা প্রশাসকের পক্ষে অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা) আইসিটি ও মানব সম্পদ উন্নয়ন মাহফুজুল আলম মাসুম।
    উদ্ভোধক ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফকরুল আলম (বাপ্পী চৌধুরী)।পৃষ্ঠপোষক ছিলেন, আসপাডা উন্নয়ন ফান্ডেশনের নির্বাহী প্রধান ও প্রতিষ্ঠাতা লায়ন আলহাজ্ব এম.এ রশীদ।

    বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ সদর মডেল থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি মনির চৌধুরী, দৈনিক উর্মি বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সদস্য সুধাংশ বাবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়।

    এর আগে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফেজ মাওলানা মুফতি আজহারুল ইসলাম ফুলপুরী ব্যবস্থাপনায় ছিলেন, ভোরের চেতনা প্রতিকার ত্রিশাল প্রতিনিধি জাকিয়া বেগম।

    এসময় আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক বাংলা ৭১ এর বুর‍্যোচীফ নীহার রঞ্জন কুন্ডু, দৈনিক মুক্ত খবরের তসলিম সরকার, দৈনিক উর্মিবাংলা প্রতিদিনের সাংবাদিক রোকসানা আক্তার, সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ, সাংবাদিক শরৎ সেলিম, সাংবাদিক হেলেনা আক্তার প্রমুখ। কেক কাটা ও মিষ্টি খাওয়ানোর মধ্যে দিয়ে অনুষ্টান সমাপ্তি ঘোষনা করা হয়।

  • মোংলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ  উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি গঠন

    মোংলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি গঠন

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।

    মোংলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।

    বুধবার (২৭ নভেম্বর) সন্ধা সাড়ে ৭টায় পৌর অস্থায়ী কার্যালয় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বাগেরহাট জেলা সভাপতি মোঃ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রনি মোল্লার উপস্থিতিতে এ কমিটি ঘোষনা করা হয়।

    মোঃ নজরুল ইসলাম মনাকে সভাপতি ও মোঃ সবুজ হাওলাদারকে সাধারণ সম্পাদক করে মোংলা উপজেলায় ৫সদস্য বিশিষ্ট আংশিক কমিটি করা হয়। অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনজিল হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এম নিশাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিুউল গাজী টুটুল।

    মোঃ জসিম খানঁকে সভাপতি ও মোঃ সাইমুন ইসলামকে সাধারণ সম্পাদক করে মোংলা পৌর শাখায় ৫ বিশিষ্ট আংশিক করা হয়। অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিন খানঁ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ আঃ সালাম রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ খান।

    বাগেরহাট জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মোঃ ইকবাল হোসেন’র সভাপতিত্বে ও সদ্য সাবেক পৌর ছাত্রদলের সদস্য সচিব মীর সাগরের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, মোংলা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কমিশনার মোঃ এমরান হোসেন,পৌর বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাহিদ খাঁন, পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মোহন উদ্দিন,পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, যুবদল নেতা সুমন মল্লিক, বিএম ওয়াসিম আরমান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের বাগেরহাট জেলা দপ্তর সম্পাদক মোঃ মামুন শিকদার সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

  • তারাগঞ্জে ইসকনের উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী  ছাত্র-জনতার বিক্ষো-ভ

    তারাগঞ্জে ইসকনের উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষো-ভ

    খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি:

    ইসকনের উগ্রবাদী সন্ত্রাসীদের কর্তৃক শহীদ এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ কে হত্যা ও চট্টগ্রাম কোর্ট মসজিদে ভাঙচুর, মুসল্লিদের উপর
    হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তারাগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।

    গতকাল বুধবার বিকেলে তারাগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে উক্ত বিক্ষোভ মিছিল করা হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি তারাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ মাঠ হতে বের হয়ে ভেতর বাজার প্রদক্ষিণ করে নতুন চৌপতিতে বাসস্ট্যান্ডে পৌঁছে শোক সভার মধ্য দিয়ে শেষ হয়।

    এ সময় জঙ্গি, ইসকন জঙ্গি, এক দুই তিন চার, ইসকন তুই দেশ ছাড়, সারা বাংলায় খবর দে, ইসকনের কবর দে’ এমনসব স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।

    বৈষম্য বিরোধী আন্দোলনের আলামিন আকাশ ও শিহাব সারার বলেন, জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলিম সহ সকল ধর্মের ভেদাভেদ ভুলে আন্দোলন করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু পতিত সরকারের দোসরদের ষড়যন্ত্রে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে। সেই উদ্দেশ্যেই চট্টগ্রামে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেই সাথে চিন্ময় কৃষ্ণ দাসের বিচার দাবি করেন তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

  • আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষো-ভ

    আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষো-ভ

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় ;

    চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত উগ্রবাদীদের গ্রেপ্তার, বিচার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করেছে পঞ্চগড়ের আইনজীবীরা। আজ বুধবার দুপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মিছিলটি আদালত চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

     

    সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল ও যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিনুল করিম দুলাল।

    বক্তারা বলেন, ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, এটি একটি উগ্র এবং সন্ত্রাসী সংগঠন। তারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারতীয় অ্যাজেন্ডা হয়ে কাজ করছে। এই সংগঠনের সন্ত্রাসীরা চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলীফকে নির্মমভাবে খুন করেছে। আমরা খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই। একই সঙ্গে বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাই।

    এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আদম সুফি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর মেহেদী হাসান মিলন প্রমূখ।

  • আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার লস্কর ইউনিয়নের ঐতিহ্যবাহী আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বুধবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়। শিক্ষক শহিদুজ্জামান ও রাবেয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, অভিভাবক আবুল হোসেন, শিক্ষক মনজু আরা খাতুন, লায়লী আখতার, জেসমিন আখতার শিক্ষার্থী আসিফুজ্জামান, রায়হান হোসেন ও হুমায়রা জামান জেরিফা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ  প্রাণ ফিরে পেয়েছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

    বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ প্রাণ ফিরে পেয়েছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    গত দুই দিন আগে ও প্রতিষ্ঠানটির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ছিল না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায়ের পদত্যাগ ইস্যু কে কেন্দ্র করে আন্দোলনে ব্যস্ত ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। যদিও তাদের দাবিগুলো ছিল ন্যায় সঙ্গত। প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে না আসায় এবং তার অদক্ষতার কারণে শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়ার পাশাপাশি অতীত ঐতিহ্য হারাতে বসে ঐতিহ্যবাহী পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। টানা কয়েকদিনের আন্দোলন শেষে গত ২৫ নভেম্বর বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব কে স্কুল পরিচালনার দায়িত্ব অর্পণ করায় দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হয়। এর একদিন পর বুধবার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিন পর যেন প্রাণ ফিরে পেয়েছে উপজেলা সদরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠানটি। দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব বলেন সৃষ্ট সমস্যা সমাধানের পর বুধবার থেকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু করা হয়েছে। ৬ষ্ঠ এবং নবম শ্রেণির প্রায় ২৮৪ জন পরীক্ষার্থী স্বতঃস্ফূর্ত ভাবে পরীক্ষায় অংশ নিয়েছে। প্রথম দিন ৬ষ্ঠ ও অষ্টম শ্রেণির বাংলা এবং সপ্তম ও নবম শ্রেণির ইংরেজি বিষয়ের পরীক্ষা শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এমন শিক্ষার পরিবেশ ভবিষ্যতে যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে শিক্ষক সহ সবাই কে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন অভিভাবক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ। বিদ্যালয়ের সমস্যা নিরসন সহ সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সকলের সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব।

  • ঝিনাইদহে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন বর্জন  বিএনপি জামায়াত প্যানেল বিজয়ের পথে

    ঝিনাইদহে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন বর্জন বিএনপি জামায়াত প্যানেল বিজয়ের পথে

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদ নির্বাচন বর্জন করেছেন। বুধবার সকালে বারভবনে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষনা দেন। নির্বাচন বর্জনের ফলে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল নিরংকুশ ভাবে জয়ী হওয়ার পথে। আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক এ্যাড. আজিজুর রহমান অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে চাপ প্রয়োগ করছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বলেন, তাদের কোন প্রার্থী বা সমর্থক এ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার এডভোকেট খায়রুজ্জামান জানান, গত ২৫ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। তিনি তাদের দাবির বিষয়ে লিখিতভাবে বারকে জানিয়ে নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তিনি ছাড়াও দু’জন সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল মালেক ও এডভোকেট তারিকুল আলমও পদত্যাগ করেন। তথ্য নিয়ে জানা গেছে, গত ২৫ নভেম্বর আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের দায়িত্বরত নির্বাচন কমিশনারের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আবু হুরাইরা ও সদস্য সচিব সাইদুর রহমান ৩ দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি লিপি প্রদান করেন। তাতে বলা হয় এই নির্বাচনে আওয়ামী পন্থীদের অংশগ্রহণ করতে দেওয়া মানেই জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের সাথে বেইমানী করা হবে। দলটির বিচার না হওয়া পর্যন্ত কোন ভাবেই তাদের কোন নির্বাচন বা রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহন করতে দেওয়া হবে না। এদিকে বারের একটি সুত্র জানায়, ২৮ নভেম্বর আইনজীবী সমিতির ভোটগ্রহণের দিন ধার্য্য ছিল। নির্বাচনে ভোটার ছিল ৩২০ জন। নির্বাচনে বিএনপি জামায়াত ঐক্য পরিষদের সবুজ প্যানেলে ১৭ জন, আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদরে লাল প্যানেলে ১৭ জন ও সতন্ত্র সাদা প্যানেলে ৩ জন প্রতিদ্ব›িদ্বতা করছিলেন।
    আইনজীবী হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ
    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    চট্রগাম আদালতে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা আইনজীবী ফোরাম। বুধবার বিকালে ঝিনাইদহ আদালত চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এস এম মশিয়ুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট দবির হোসেন, কাজী একরামুল হক আলম, ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন। ফোরামের সিনিয়র সহ সাধারণ সম্পাদক এডভোকেট রিয়াাজুল ইসলাম রিয়াাজ, ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান লাকি, অ্যাডভোকেট আকিদুল ইসলাম ও ইসলামিক লইয়ার্স ফ্রন্টের সভাপতি এডভোকেট শফিউল আলম। সমাবেশে বক্তাগন বলেন, ইসকনের ব্যানারে ফ্যাসিবাদ আওয়ামীলীগ তরুণ এক আইনজীবীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তাদের পুরানো চরিত্র জনসম্মুখে উন্মোচন করেছে। সভায় আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে আওয়ামীলীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।