Blog

  • সুন্দরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা

    সুন্দরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও গণঅভূত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ ডিডাব্লিউ সরকারি কলেজের আয়োজনে কলেজের সম্মেলন কক্ষে অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকারের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, সিনিয়র লেকচারার আলী জাফর ইজাজ, আবু সোলায়মান সরকার সাজা, আব্দুর রউফ, সহকারি লাইব্রেরিয়ান ফখরুল ইসলাম মিলু, ৫ আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এবিএম ফাইজুন সহস্র, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হাসিবা সরকার, রেজোয়ানুল কবির প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য ও প্রযুক্তি ব্যবস্থাপনার ডিমো আব্দুল মতিন।

    এ সময় বক্তারা ২৪ শের স্বাধীনতা রক্ষায় শিক্ষার্থীসহ সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

  • সুনামগঞ্জ ১৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন

    সুনামগঞ্জ ১৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    সুনামগঞ্জে ১৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ট্রাক,ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন।
    ২৮ নভেম্বর ২০২৪ইং তারিখ রোজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৬ জন প্রার্থী। ১৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন এবং উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে মনোনয়ন পত্র দাখিলের কর্মসূচি। ৫সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন উপ পরিষদের উপস্থিতিতে চলছে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দানের কার্যক্রম। জানা যায় ২০১২সালে সংগঠনটি তালিকাভুক্ত হয় যার (রেজিঃ নং চট্র ২৬২২)
    পরে আস্তে আস্তে সংগঠনের শাখা উপশাখা গঠন হতে থাকে সারা জেলাজুড়ে। দীর্ঘ ১৩ বছর পর জেলা কমিটির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ই ডিসেম্ভর । তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান কর্মসূচির কার্যক্রম শুরু হয়। জমাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নির্বাচন উপ পরিষদের প্রধান নির্বাচন কমিশনার মোঃ নুরুল হক, তিনি জেলা বাস ,মিনিবাস মাইক্রোবাস শ্রমিক পরিবহন সংগঠনের সাধারণ সম্পাদক। এছাড়াও আরও ৪জন নির্বাচন উপ পরিষদের সদস্য উপস্থিত ছিলেন।এই নির্বাচনকে উৎসব মুখর পরিবেশে পালিত করতে সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস শ্রমিক পরিবহন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক (রেজিঃ ১৮৬৬) । সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত,অটোরিকশা, মিশুক ও ট্রেস্কিকার ড্রাইভার ইউনিয়নের সাধারণ সম্পাদক আলামিন কালা ( রেজিঃ নং চট্র ১৯২৬)। সুনামগঞ্জ জেলা অটোরিকশা অটো টেম্পু সিএনজি চালিত শ্রমিক ইউনিয়নের সভাপতি সুহেল মিয়া ( রেজিঃ নং ১৯৯৩) দায়িত্ব পালনসহ সার্বিক সহযোগিতা করে চলেছেন। দিনব্যাপী আনন্দ উৎসব পরিবেশের মাধ্যমে শতশত ড্রাইভার শ্রমিক ইউনিয়নের ভোটারদের উপস্থিতিতে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এবং প্রার্থীরা ভোটারদের সাথে কৌশল বিনিময়সহ আগামী ১৪ই ডিসেম্ভর তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট প্রার্থনা করেন। ১১টি পদে অনুষ্ঠিত হবে এই নির্বাচন আর এই পদে ২৬ জন প্রার্থী অংশ গ্রহণ করবেন। তার মধ্যে সভাপতি পদে মোঃ ফয়জুন নুর, মোঃ আব্দুস সামাদ, মিন্টু ঘোষ এবং মোঃ মাসুদ আলম । সহ সভাপতি পদে মোঃ আমির উদ্দিন ও মোঃ সেকুল মিয়া। কার্যকরী সভাপতি পদে মোহাম্মদ আলী, মোঃ আজাদ মিয়া ও শেখ কাউছার। সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হক ও মোঃ নুরুদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী আজগর ইমন, মোজাফফর মিয়া এবং বুরহান উদ্দিন। সাংগঠনিক পদে আব্দুলজান ও মকদ্দুস মিয়া। অর্থ সম্পাদক পদে মোঃ রবিউল মিয়া এবং মোঃ সাজ্জাদুর রহমান সাজাদ । দপ্তর সম্পাদক পদে মিন্টু মিয়া ও আবু বক্কর। প্রচার সম্পাদক পদে মোঃ আহাদ মিয়া এবং আতাউর রহমান। সদস্য পদে ইকবাল হোসেন, বদরুল আলম ও সুনাই মিয়া ও জাবেদ মিয়া এই ২৬ প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৪ই ডিসেম্ভর ২০২৪ইং তারিখে ভোটের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হবে।##

  • চারঘাটে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুথানে আহত ও শহীদদের স্বরণে স্মরণ সভা অনুষ্ঠিত

    চারঘাটে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুথানে আহত ও শহীদদের স্বরণে স্মরণ সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুথানে আহত ও শহিদদের স্বরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, চারঘাট মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক, বিজিবি কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, সাধারণ সম্পাদক মুরাদ পাশা, উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ, রাবি শাখা চারঘাট সমিতির সভাপতি মামুনুর রশিদ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন, শলুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লালন আলী, সরদহ ইউপি প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, দৈনিক সমকালের চারঘাটের প্রতিনিধি সনি আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জামায়াত বিএনপির ছাত্র সংগঠনের সদস্য বৃন্দ।

    সবশেষে জুলাই-আগস্টে আন্দলোনে নিহত শহিদদের আত্নার মাগফিরাত কামনা করে ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • থানচিতে ৩৮ বিজিবি বলিপাড়া জোন উদ্যোগে এলাকার জনসাধারণের নিরাপত্তার বিষয়ে সচেতন করতে গণসংযোগ সভা

    থানচিতে ৩৮ বিজিবি বলিপাড়া জোন উদ্যোগে এলাকার জনসাধারণের নিরাপত্তার বিষয়ে সচেতন করতে গণসংযোগ সভা

    বান্দরবান (থানচি)প্রতিনিধি: মথি ত্রিপুরা।

    বান্দরবানে থানচিতে ৩৮ বিজিবি ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে বিভিন্ন পেশায় গন মানুষের নিয়ে এলাকায় সার্বিক পরিস্থিতি বিষয়ে গনসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২৮ নভেম্বর ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ০১টায় বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর কমান্ডার লেঃ কর্ণেল তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি এর সভাপতিত্বে জোন সদরে এক গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়।
    এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  আছেন  নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী,থানচি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার,সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা,৩৬২ নং থানচির মৌজা হেডম্যান হ্লাফসু মার্মা,রেমাক্রী চেয়ারম্যান মুইশৈথুই মারমা,থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো।,০২নং তিন্দুক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা, ০৪ নং বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মার্মা প্রমুখ ।

    সভায় বক্তারা বলেন থানচি  ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কর্তৃক সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণ ও দুস্কৃতিকারী কার্যক্রম প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানে সহায়তা, কেএনএ এর বিরুদ্ধে বিশেষ অপারেশন পরিচালনা, সাম্প্রদায়িক সুবিধা-অসুবিধাসমূহ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ধর্ম নিয়ে কোন প্রকার বিরোধ না করা, কোন প্রকার গুজবে কান না দেয়া, অর্থকরী ফসলের আবাদ বৃদ্দি করা, ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষা প্রদান করা, জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, পাহাড়ী রাস্তায় যান চলাচলে সাবধানতা অবলম্বন, হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালনা, সড়ক দূর্ঘটনা রোধে উপজেলা প্রসাশনের মাধ্যমে মাহেন্দ্র ও চাঁন্দের গাড়ী চালকদের প্রশিক্ষণ প্রদান, বর্তমান সরকারের সংস্কারের পদ্ধতি ও পর্যটন শিল্প চালু করার বিষয়ে আলোচনা করা হয়।
    এছাড়াও বিজিবি, পুলিশ, স্থানীয় প্রশাসন, বাজার কমিটি, পরিবহন মালিক সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ০৩ দিনব্যাপী থানচি পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
    এসময় উপজেলায় বিভিন্ন রাজনীতি দলের প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া,মৌজা প্রধান হেডম্যান ও কারবারীসহ প্রায় দেড় শতাধিক জনমানুষের উপস্থিত ছিলেন।

  • আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে রামপালে সমাবেশ করেছে বিএনপি, কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি

    আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে রামপালে সমাবেশ করেছে বিএনপি, কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি

    বায়জিদ হোসেন,
    মোংলা প্রতিনিধি:
    দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে রামপাল উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় হুড়কা ইউনিয়ন বিএনপির আয়োজনে ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের ব্যবস্থাপনায় বাবুর বাড়ি জিরোপয়েন্ট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    হুড়কা ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার মুজিবর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল শেষে জিরোপয়েন্টে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী। এ সময় অন্যান্যের মধ্যে যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বাবু, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সদস্য শেখ ফিরোজ কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সরদার মাহাফুজুল হক চিক, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ইবরাহীম হোসেন বক্তৃতা রাখেন।

    বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৈরাজ্য করেছে।
    বর্তমানেও সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। নতুন করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের চেষ্টা করলে বিএনপি তা কঠোরভাবে প্রতিহত করবে। ফ্যাসিবাদী শক্তি সুপরিকল্পিতভাবে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু আমরা যারা যুদ্ধ করেছিলাম তারা কেন এখন অনৈক্য সৃষ্টি করছি? বিভিন্ন জায়গা থেকে পরস্পরবিরোধী বক্তব্য শুনলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। রাজপথের আন্দোলনের মাধ্যমে দেশকে ভিন্ন দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

  • বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হলেন বকুল

    বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হলেন বকুল

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ- ৪৯৪) এর সাধারন সম্পাদক মো. আব্দুল মোত্তাল্লিব সরকার বকুল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

    শ্রমিকনেতা আব্দুল মোত্তাল্লিব সরকার বকুল’কে সদস্য নির্বাচিত করায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ ও নব নির্বাচিত সদস্য আব্দুল মোত্তাল্লিব সরকার বকুল’কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পলাশবাড়ী উপজেলার বিভিন্ন রাজনৈতিক,সাংস্কৃতিক, সামাজিক,পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।

    আনন্দ উল্লাস প্রকাশ করে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাধিক শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকগণ দাবী করেন,বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মোত্তাল্লিব সরকার বকুল এর নেতৃত্বে ৪৯৪ এর শ্রমিকগণ আগামীতে বৈষম্যমুক্ত শ্রমিক ইউনিয়ন বাস্তবায়ন করবেন।

    বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আব্দুল মোত্তাল্লিব সরকার বকুল বলেন, আগামী দিনে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোন বৈষম্য থাকবেনা।তিনি আরো বলেন,শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকগণ সব সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।।

  • ডিএনসি- কুমিল্লা ৩.৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক

    ডিএনসি- কুমিল্লা ৩.৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক

    কুমিল্লা থেকে, মোঃ তরিকুল ইসলাম তরুন,
    ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে ও পরিদর্শক মো: শরিফুল ইসলাম এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩.৫ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।

    ২৭ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম জগমোহনপুর বাজারস্থ রাজস্থান হোটেলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০২ কেজি গাঁজাসহ মাসুদ রানা(২৪) নামীয় একজন আসামিকে আটক করা হয়। আটককৃত আসামি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে।
    টেন স্টার হোটেলে একই রেইডিং টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মামুন চৌধুরী (২০) নামীয় একজন আসামিকে ১.৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। উক্ত আসামি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপুর দক্ষিণ পাড়ার আবুল কাশেম এর ছেলে।

    আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

  • শিক্ষায় অবদান রাখায় পেল জাতীয় পুরষ্কার, শিক্ষক-শিক্ষার্থীরা দিল গণ-সংবর্ধনা

    শিক্ষায় অবদান রাখায় পেল জাতীয় পুরষ্কার, শিক্ষক-শিক্ষার্থীরা দিল গণ-সংবর্ধনা

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী,  
    শিক্ষায় বিশেষ অবদান রাখায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল সাত্তার স্কুল অ্যান্ড কলেজের দাতা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মো: রুহুল আমীনকে গণসংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বুধবার সকাল ১১টায় স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় । এতে অন্তত দেড় হাজার মানুষ অংশ নেয়।

    জানা গেছে, উপজেলা শহর হতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম চরমোন্তাজ ইউনিয়নে মাধ্যমিক পর্যায়ে প্রথম প্রতিষ্ঠান চরমোন্তাজ এ ছাত্তার মাধ্যমিক বিদ্যালয়। অঞ্চলটির দরিদ্র পরিবারের সন্তানদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহনের সুযোগ দেয়ার উদ্দেশ্যে ১৯৮৫ সালে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেন তরুন রুহুল আমীন। এরপর দীর্ঘদিন নানা বাধা পেরিয়ে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়েছে, নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক, কারিগরি শাখা এবং সবশেষ উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মূখ্য ভূমিকা পালন করেছেন বরেন্য অধ্যক্ষ। দীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে পেয়েছেন, শের-ই বাংলা গোল্ডেন এওয়ার্ড, মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড। ২০২৪ সালে নেপাল-বাংলাদেশ এক্সিলেন্স এওয়ার্ড এবং জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। 

     উপজেলা ও জাতীয় পর্যায়ে এসব নানান পুরষ্কার প্রাপ্তিতে আনন্দিত হয়ে নিজ কর্মস্থলের সহকর্মী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও জনসাধারণের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে গণসংবর্ধনা আয়োজন করে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

    প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোসা: হামিদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি মাহামুদ হাসান রাজিব, চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাতাব হোসেন, চর লক্ষীবেষ্টিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান হোসেন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুভ শিকদার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অলিউল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোশাররফ দালাল, চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ সদস্য রুনু খান, মোশারফ হোসেন, জালাল উদ্দিন, শুক্কুর হোসেন প্রমুখ।

    এছাড়াও প্রতিষ্ঠানটির সকল শিক্ষক, অভিভাবক, কর্মচারী, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণ এতে অংশগ্রহণ করেন।

  • থানচিতে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা

    থানচিতে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা

    থানচি (বান্দরবান) প্রতিনিধি।

    কোটা আন্দোলনের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে বান্দরবানের থানচিতে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০:৩০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

    বিশেষ স্মরণসভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাকিব হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুজ্জামান মুরাদ, উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মসফিকুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহীন মাহাবুব প্রমুখ।

    বিশেষ স্মরণসভায় বক্তব্য রাখেন, থানচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, আদিবাসী ছাত্র জনতার প্রধান সমন্বয়ক উথোয়াই ওয়াং মারমা, উপজেলা ইউআরসি কর্মকর্তা মোঃ সাকের উদ্দিন সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ।

    এসময় উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ছাত্র জনতার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

  • গাইবান্ধায় ৭ উপজেলা আমীর গণের ২৫-২৬ সেশনের জন্য শপথ

    গাইবান্ধায় ৭ উপজেলা আমীর গণের ২৫-২৬ সেশনের জন্য শপথ

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ২৭শে নভেম্বর বুধবার সকাল ৭টায় গাইবান্ধা জেলা কার্যালয়, দারুল আমান ট্রাস্টে ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য নির্বাচিত উপজেলা আমীরগণের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শপথ বাক্য পাঠ করান,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার।

    শপথ অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান,জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান,জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির,জেলা কর্ম পরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি নুরুন্নবী প্রধান,জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইদুর রহমানসহ জেলা নেতৃবৃন্দ।

    ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য উপজেলা আমীর হিসাবে যারা শপথ গ্রহন করেন তারা হলেন..

    ১) অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু- (সুন্দরগঞ্জ উপজেলা),২) মাওলানা নুরুল ইসলাম মন্ডল (সদর উপজেলা),৩) অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ (গাইবান্ধা শহর), ৪) আবু বকর সিদ্দিক (পলাশবাড়ী উপজেলা),৫) এরশাদুল হক ইমন (সাদুল্লাপুর উপজেলা),৬) মাওলানা ইব্রাহিম হোসেন (সাঘাটা উপজেলা), ৭) মাওলানা সিরাজুল ইসলাম (ফুলছড়ি উপজেলা)।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, এই দায়িত্ব আমানত হিসাবে গ্রহন করে ঈমানদারীর সাথে পালন করা আমাদের কর্তব্য। দেশ,জাতি সৎ ও যোগ্য মানুষ খুঁজে বেড়াচ্ছে। জামায়াত সেই মানুষ তৈরীর কাজ করে যাচ্ছে। আমাদের গণপ্রত্যাশা পুরনে ঐতিহাসিক ভুমিকা পালন করতে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।।