Blog

  • সুন্দরগঞ্জে বিয়ের দেন মোহরানা জাল জালিয়াতির অভিযোগে কাজীর বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ

    সুন্দরগঞ্জে বিয়ের দেন মোহরানা জাল জালিয়াতির অভিযোগে কাজীর বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের মোহরানা জাল জালিয়াতির অভিযোগে এক নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার জুম্মাবাদ উপজেলার ৪নং বেলকা ইউনিয়নের একতা বাজারে এলাকাবাসীর আয়োজনে সংশ্লিষ্ট ইউপি নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ আবু রায়হান (তারা) এর বিরুদ্ধে বিয়ের দেন মোহরানা ২ লক্ষ ৮০ হাজার টাকা হতে জাল জালিয়াতির মাধ্যমে ৫ লক্ষ ৮০ হাজার টাকা করার অভিযোগের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বেলকা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি 

    মামুন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক

    ফিরোজ কবির, সদস্য মাইদুল ইসলাম,আমিনুল ইসলাম প্রমূখ।

    উল্লেখ্য– বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামের এজারুল ইসলামের কন্যা নিলুফা ইয়াসমিনের সাথে একই গ্রামের দুলা মিয়ার ছেলে হাফিজুর রহমানের ২০২০ সালে ২ লক্ষ ৮০ হাজার টাকা ধার্যপূর্বক বিবাহ সম্পন্ন হলেও এখন আদালত মামলা হলে জানা যায় মোহরানা ৫ লক্ষ ৮০ হাজার কাবিননামায় ওঠানো হয়েছে।

  • মাদকমুক্ত জীবন গড়ার শপথ  ময়মনসিংহের তরুণদের

    মাদকমুক্ত জীবন গড়ার শপথ ময়মনসিংহের তরুণদের

    স্টাফ রিপোর্টারঃ উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের দেড়শত তরুণ-তরুণী।

    বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত ‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা’য় কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক ড. মো: আশরাফুর রহমানের নেতৃত্বে এ অঙ্গীকার করে।

    এর আগে আশরাফুর রহমান মাদকমুক্ত সমাজ গড়ার ওপর মনোজ্ঞ তথ্যচিত্র উপস্থাপন করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কবির হোসেন সরদার এবং স্কাউটসের ময়মনসিংহ বিভাগ রোভার নেতা প্রতিনিধি অধ্যাপক এ. কে. এম. সামসুজ্জামান সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন।

    জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে এবং শিক্ষার্থী সিলমন আহমেদ ও সাজ্জাদুল ইসলামের উপস্থাপনায় সিনিয়র তথ্য অফিসার শেখ মো: শহীদুল ইসলাম মূল নিবন্ধ এবং শিক্ষার্থী প্রতিনিধি খোকন মিয়া তারুণ্যদীপ্ত বক্তব্য উপস্থাপন করেন। সভার আয়োজক তথ্য অফিসের পরিচালক মীর আকরাম তরুণদেরকে মেধাচর্চা, নৈতিক দৃঢ়তা এবং মানুষের প্রতি সৌজন্য ও সম্মান ধারণ করে জীবন গড়ার আহবান জানান।

  • সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জিয়ার সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে- সেলিম রেজা হাবিব

    সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জিয়ার সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে- সেলিম রেজা হাবিব

    এম এ আলিম রিপনঃ পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব বলেছেন অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে এ দেশের ছাত্রজনতা। ফ্যাসিবাদ মুক্ত দেশে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জিয়ার সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ গড়তে কাজ করার পাশাপাশি পতিত স্বৈরাচার যাতে ফেরত না আসতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বৃহস্পতিবার দুপুর ৩টায় উপজেলা অডিটোরিয়ামে সুজানগর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে হটাতে আমাদের ৭০০ নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, ৪০ লাখ নেতাকর্মীকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, কাউকে কাউকে ব্যবসা-বাণিজ্য করতে দেওয়া হয়নি। বিগত প্রায় ১৭ বছর আমরাই ফ্যাসিবাদের দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। এসময়ে এসেও আমাদের ধৈর্য ধরে সততার সঙ্গে এগোতে হবে, যাতে সাম্য ও মানবিক সমাজ গঠন করতে পারি। এটিই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা। যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজপথে আছে বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাই সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। সুজানগর উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল ও পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান ফজলুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামছুর রহমান সমেজ, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, বেড়া উপজেলা বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ফকির, সুজানগর উপজেলা বিএনপি নেতা আহম্মদ আলী লাটু প্রামানিক, সিদ্দিকুর রহমান,আলম শেখ, সুজানগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু, যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান মনি, রাশেদুল ইসলাম, শফিউল আজম, জাকারিয়া তরঙ্গ, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, রতন বিশ্বাস,সাহেব মন্ডল,তাঁতীবন্দ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান,আহম্মদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল ফারুক সবুজ,ভায়না ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, হাটখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম ও সাগরকান্দি যুবদল নেতা রফিকুল ইসলাম টিপু প্রমুখ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে বিশ হাজার টাকা জরিমানা

    কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে বিশ হাজার টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং কুড়িগ্রাম জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ২৮.১১.২০২৪ ইং তারিখে সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার কলেজ রোডে অবস্থিত মেসার্স সাহা ফিলিং স্টেশন নামক প্রতিষ্ঠানে ডিজেল ডিসপেনসিং ইউনিটে সীলমোহর অবিকৃত না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২০,০০০/- জরিমানা আদায় করা হয়। এছাড়া উলিপুর রোডে অবস্থিত মেসার্স প্রিয়ম ফিলিং স্টেশনের সকল ইউনিটে পরিমাপ সঠিক পাওয়া যায় এবং সীলমোহর অবিকৃত পাওয়া যায়। এছাড়াও উপজেলার গোরস্থান সংলগ্ন ফলের দোকানে ওজন যন্ত্রসমূহ যাচাই করে সঠিক পাওয়া যায়।

    উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার জনাব মোঃ বদরুজ্জামান রিশাদ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ নাসির উদ্দিন।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে ১০৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে ১০৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ১০৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২৭ নভেম্বর ২০২৪ খ্রিঃ সন্ধ্যা ০৭.০৫ ঘটিকায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় ও র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘পাকশী রেলওয়ে জেলাধীন সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের পদ¥া এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগিতে আসন নং- ঝঃ ৮৯” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০১টি মোবাইল ফোন ও নগদ ১৬০০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ সজল ইসলাম (২০), পিতা- মোঃ ইন্তাজ আলী, সাং- মাদারপুর, পোষ্ট- মহিশালবাড়ী, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • র‌্যাব-১২ কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    র‌্যাব-১২ কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২ কর্তৃক সিরাজগঞ্জের চাঞ্চল্যকর অপহরণের পর হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। গত ইং ২৫ জুন ২০১৬ সালে সিরাজগঞ্জ জেলার পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী ভিকটিম শামিম শেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় যায়। পরে রাত ১০টা পর্যন্ত তার সঙ্গে দোকান মালিক ও পরিবারের যোগাযোগ হলেও তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরের দিন উল্লাপাড়া উপজেলার বরহর দক্ষিণপাড়া থেকে ভিকটিম শামিম শেখের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৭, তারিখ-২৭ জুন ২০১৬, ধারা-৩০২/২০১/৩৪ দন্ড বিধি ১৮৬০। পরবর্তীতে বিজ্ঞ আদালত সাজাপ্রাপ্তদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর ২নং গলির মোঃ ফরহাদ শেখের ছেলে রবিন শেখসহ আরো তিন জনকে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজা প্রদান করেন।

    ২। এরই ধারাবাহিকতায় মোঃ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২৭ নভেম্বর ২০২৪ খ্রি. রাত ০১.০৫ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি এর একটি চৌকস অভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মাহমুদপুর এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর অপহরণকরতঃ হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিন শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ৩। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ রবিন শেখ (২৬), পিতা- মোঃ ফরহাদ শেখ, সাং-মাহমুদপুর ২নং গলি, থানা- সিরাজগঞ্জ সদর, জেলা- সিরাজগঞ্জ।

    ৪। গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

  • তানোরে আটক আলুবীজ  ইঁদুর-বিড়াল খেলা ?

    তানোরে আটক আলুবীজ ইঁদুর-বিড়াল খেলা ?

    আলিফ হোসেন,

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে ব্র্যাকের আলু বীজ দিগুণ দমে কালোবাজারে বিক্রির সময়
    আটক করে বিক্ষুব্ধ কৃষকরা।কিন্ত্ত অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক
    কোনো ব্যবস্থা গ্রহণ না করায় কৃষকদের মাঝে ক্ষোভের মাত্রা আরো বেড়েছে, দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
    প্রত্যক্ষদর্শীরা জানান,গত ১৫ নভেম্বর সন্ধ্যার দিকে উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) গাগরন্দ মোড়ে
    ব্র্যাকের আলু বীজ কালোবাজারে দিগুণ দামে বিক্রির সময় বিক্ষুব্ধ কৃষকেরা প্রায় ১৫০ বস্তা আলু বীজ আটক করে রনির বাড়িতে জমা রাখেন। পরবর্তীতে এসব বীজ নায্যে মুল্য কৃষকের কাছে বিক্রির দাবিতে কৃষকের পক্ষে সোহেল বাদী হয়ে সার বীজ ব্যবসায়ী লালুকে বিবাদী করে গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এবং কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।কিন্ত্ত আটক বীজ কৃষকের কাছে নায্যে মূল্যে বিক্রি না করে উপজেলা প্রশাসন ইঁদুর-বিড়াল খেলা শুরু করেছে কৃষকদের অভিযোগ।
    এদিকে ১৫ জন কৃষকের স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়েছে,গত ১৫ নভেম্বর তানোর পৌর এলাকার কালীগঞ্জহাটের সার ব্যবসায়ী লালু সন্ধ্যার দিকে ব্র্যাকের এগ্রেড ও বিগ্রেড আলুর বীজ চকদমদমা গ্রামের রনির বাড়িতে রেখে মজুদ করেন । এসব বীজ এগ্রেড ৩ হাজার ১৬০ টাকা ও বিগ্রেড ৩ হাজার ৪০ টাকার বিপরীতে গোপণে কালোবাজারে ৭ হাজার ও ৫ হাজার টাকায় বিক্রি করছেন। এদিকে খবর পেয়ে বাদীসহ স্থানীয় কৃষকরা আলুর বীজগুলো আটক করেন। বীজ আটকের পর ব্যবসায়ী লালুসহ তার লোকজন নানা ভাবে হুমকি দিচ্ছেন কৃষকদের। বাদী সোহেলসহ কৃষকরা জানান, গত ১৫ নভেম্বর বীজগুলো আটক করা হয়। আটকের পর থেকে গোপণে এসব বীজ ভাগবাটোয়ারা করছেন প্রভাবশালীরা। বাড়তি দামে বীজ বিক্রি করলেও প্রশাসন কোন কিছুই করছে না। অবস্থা এমন কৃষকরা বীজ আটক করে উল্টো বেকায়দায় পড়েছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বীজ নিতে কৃষকরা দোকানে ভীড় করলেও পাচ্ছে না। লালু কালীগঞ্জ হাটে তার ব্যবসা প্রতিষ্ঠানে বাড়তি দামে মেমো কাটেন আর রনির বাড়ি থেকে পাচার হয়। সে কোন আলুর চাষাবাদ করবে না। কৃষকেরা আরো বলেন, সার-বীজ বিক্রির কোনো লাইসেন্স তার নাই। অথচ অবৈধ ব্যবসায়ী প্রকাশ্যে অবৈধ পন্থায় সার-বীজ বিক্রি করলেও প্রশাসন অজ্ঞাত কারণে নিরব ভুমিকা পালন করছে। রহিদুল জানান, গত সোমবার উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি সম্পর্কে বলা হলে তিনি বলেন, আমি লোক পাঠাচ্ছি। কিন্তু কোন লোক আসেনি। এবিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী লালুর সঙ্গে (০১৭৩৩-১৩৪৪৯৭) মোবাইলে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমি অফিসে আছি পরে কথা বলছি। পরে ফোন দেয়া হলে তিনি বলেন, বুধবার এসব বীজ কৃষকের কাছে বিক্রি করা হয়েছে। গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে(ইউএনও) মোবাইলে কথা বলা হলে তিনি এই প্রতিবেদকেও একই ধরনের কথা বলেন। এদিকে বীজের কোন সমাধান না হওয়ায় গত মঙ্গলবার সকালে আবারো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলামকে অবহিত করা হলে তিনি জানান আমি কৃষি অফিসারের সাথে কথা বলেছি তিনি জানান, বীজের মালিক এসব বীজ আলু নাকি রোপণ করবেন।
    এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যবসায়ী লালু নাকি প্রজেক্ট করবে এজন্য বীজ এনেছে। কৃষকরা বলছে বাড়তি দামে বিক্রি করার কারনে বীজ আটক করেছে জানতে চাইলে তিনি জানান, ১১৭ বস্তা আলুর বীজ রয়েছে, সেখান থেকে এক বস্তা বীজ বিক্রি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।#

  • উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশন এর মতবিনিময় সভা

    উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশন এর মতবিনিময় সভা

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণমাণ্য ব্যক্তিবর্গের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় পুঠিয়া রাজবাড়ী মাঠে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থেকে মতবিনিময় করেন, কমিশন প্রধান, জনপ্রশাসন সংস্কার কমিশনের আব্দুল মুয়ীদ চৌধুরী, সদস্য জনপ্রশাসন সংস্কার কমিশন ড. মোখলেস উর রহমান, সদস্য জনপ্রশাসন সংস্কার কমিশন ডা. সৈয়দা শাহীনা সোবহান, সদস্য জনপ্রশাসন সংস্কার কমিশন মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মাহাম্মদ হুমায়ন কবীর, রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার আখতার জামীল, রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিদুল হাসান, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নূও হোসেন নির্ঝর, রাজশাহী বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আরাফত আমান আজিজ, পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, রাজশাহী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেড মাহফুজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। এসময় তারা একাধিক সংস্কার বিষয়ে আলোচনা করা হয়।

    মোঃ মাজিদুর রহমান মাজদার
    পুঠিয়া, রাজশাহী।

  • শুক্রবার জিয়াস্মৃতি ক্রিকেট শুরু

    শুক্রবার জিয়াস্মৃতি ক্রিকেট শুরু

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,
    শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ইং উপলক্ষে আজ ২৮ নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় কুমিল্লা স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন। আগামী কাল ২৯ নভেম্বর সকালে ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের কাছে উপস্থাপন ও ক্রীড়ার মাধ্যমে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে বিএনপির জেলা ও মহানগর কমিটির তত্ত্বাবধানে সকল বিভাগে টি-টুয়ান্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। গত ১০ই নভেম্বর রাজশাহী বিভাগের খেলা বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে শুভ উদ্ধোধনের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয়।
    কুমিল্লা বিভাগের খেলা আগামী ২৯ই নভেম্বর রোজ শুক্রবার সকাল ১০:০০ টায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর সবুজ দল। কুমিল্লা উত্তর জেলা, চাঁদপুর জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা লাল দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করবে। দুই দলে স্থানীয় ও জাতীয় পর্যায়ের খেলোয়ার অংশ গ্রহণ করবে। কুমিল্লাবাসীকে মাঠে এসে খেলা উপভোগ করার আহবান জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থাপনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ ইউসুফ মোল্লা টিপু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবু, বিএনপি নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।

  • নীলফামারী জেলায়  ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সেপ্টেম্বর ২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

    নীলফামারী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সেপ্টেম্বর ২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    অদ্য ২৭/১১/২০২৪খ্রিঃ তারিখ রোজ বুধবার নীলফামারী পুলিশ একাডেমি সকাল ১০. ঘটিকা হতে ১১ ঘটিকা পর্যন্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ।
    নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মোহাম্মদ মোর্শেদ আলম উপস্থিত থেকে উক্ত লিখিত পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন।
    এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মনোনীত এম তানভির আহমেদ , ডিসি সচিবালয় নিরাপত্তা বিভাগ, ডিএমপি ঢাকা। এ কে এম ফজলুল হক অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল লালমনিরহাট, ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ফুলবাড়ি সার্কেল দিনাজপুর। মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (ক্রাইম রেঞ্জ), পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা মেডিকেল বোর্ডের সদস্য সজীব কুমার বর্মন মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল নীলফামারী সহ নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
    পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশ্যে পূর্বের ন্যায় আবারো দৃঢ় কন্ঠে জানান, কোনরকম আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে চাকরি পাওয়ার কোন সুযোগ নাই, চাকরি হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। এবং নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান, উল্লেখ্য যে পুলিশ লাইন্স নীলফামারী ড্রিল শেডে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ প্রার্থীর ভাইবা অনুষ্ঠিত হবে।