Blog

  • সম্প্রীতির বন্ধন সমাবেশে বক্তারা ‘পরাজিত শক্তি সম্প্রীতির বন্ধন বিনষ্ট করতে ষড়যন্ত্র করছে

    সম্প্রীতির বন্ধন সমাবেশে বক্তারা ‘পরাজিত শক্তি সম্প্রীতির বন্ধন বিনষ্ট করতে ষড়যন্ত্র করছে

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    জুলাই গণঅভূত্থানের পরাজিত শক্তি আবার ফিরে আসতে এদেশের হাজার বছরের সম্প্রীতির বন্ধন বিনষ্ট করতে ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়েছে আমাদের প্রতিবেশী আরেকটি দেশ। তাদের এই ষড়যন্ত্রের অংশ হিসাবে সম্মিলিত সনাতনী জাগরনী জোটের মূখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস কাজ করেছে। এর মধ্যে সরকার তাকে রাষ্ট্রদোহী মামলায় গ্রেফতার করেছে। আমাদের সমাজে যদি আরও চিন্ময় থাকে তাদেরকেও গ্রেফতার করতে হবে। আজ (২৯ নভেম্বর) শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তঃধর্মীয় সম্প্রীতি পরিষদ (আসপ) আয়োজিত সম্প্রীতির বন্ধন শীর্ষক মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
    প্রধান অতিথির বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জামিলুন্নেছা বলেন, ‘আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মানুষ হিসাবে এই দেশে জন্মগ্রহন করেছি। এদেশ আমাদের সবার। আমরা সবাই মিলে এই দেশকে গড়ব। কোন অপশক্তির ষড়যন্ত্রে সম্প্রতি বিনষ্ট করে দেশের অগ্রগতি থামানো যাবে না।’
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবু সায়েম সরকারে প্রতি আহ্বান রেখে বলেন, ‘যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান দেশের হাজার বছরের সম্প্রতি বিনষ্ট করতে চায় তবে তাদের কঠিন ভাবে দমন করতে হবে। প্রতিবেশী দেশের চোখ রাঙানিতে পিছপে হওয়া যাবে না।’
    বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ঠু বলেন, ‘জুলাই গণঅভূত্থানের পরাজিত শক্তিরা থেমে নেই। তাদের কাজ সব সময় ষড়যন্ত্রের সাথে বসবাস করা। তারা দেশের ২ সহস্রাধিক মানুষ খুন করেছে। শত শত মানুষ গুম করেছে। তারা আবার ফিরে আসতে দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে ষড়যন্ত্র করছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।’
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সুকুমল বড়ুয়া বলেন, ‘এই দেশে হাজার বছরের যে সম্প্রতি চলছে সেটি বিনষ্ট হবে না। এটা আমাদের দেশ আমরা এ দেশেই থাকব। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এদেশে থাকব। যারা দেশের পরাজিত শক্তি তারা পালিয়ে গেছে। এই অশুভ শক্তি এখন দেশের ধর্মীয় সম্প্রতি বিনষ্ট করতে চাচ্ছে। এটা হতে দেয়া যাবে না। আমরাই এদেশে থাকব। আওয়ামী পতিত সরকারের অপপ্রয়াস এদেশের আর টিকবে না।’
    সভাপতির বক্তব্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এ মজিদ বলেন, ‘৫২ বছরের ইতিহাসে আমাদের প্রতিবেশী দেশ কখনও আমাদের ভালো করেছে বলে মনে হয় না। যখনই দেশে স্থিতিশীলতা আসে এগিয়ে যাই তখনই ষড়যন্ত্র করে আমাদের থামিয়ে দেয়ার চেষ্টা করে। আমরা কারও প্ররোচনা আর ষড়যন্ত্রে পা দিবো না। স্বাধীনতার চেতনা আর সম্প্রীতির বন্ধনে আরও এগিয়ে যাবো। আর এই সম্প্রীতির বন্ধনে বিভেদ সৃষ্টি করতে যারা ষড়যন্ত্র করবে তাদের এই দেশে জায়গা হবে না।’
    এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ–ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু, জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় কুন্ডু, পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সমীর কুমার বসু, পূজা উদযাপন কমিটির দপ্তর সম্পাদক গোবিন্দ কুন্ডু, গিওর সরকারি কলেজের অধ্যক্ষ (অব) জীবন কুমার সাহা প্রমুখ।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • নাম বিভ্রাটে মা-দক মামলায় মাহবুবের জায়গায় মাহাবুল আদালতের কাঠগড়া

    নাম বিভ্রাটে মা-দক মামলায় মাহবুবের জায়গায় মাহাবুল আদালতের কাঠগড়া

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    নামের সঙ্গে কিঞ্চিত মিল থাকায় শুধু জেলই খাটেননি দিনমজুর মাহাবুল। মাদক মামলায় দিচ্ছেন ৬ বছর ধরে আদালতে হাজিরা। অথচ মাদক ব্যবসায়ী আসল মাহবুব হোসেন রয়েছে অধরা। পুলিশের নাকে ডগায় সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এদিকে মামলার খরচ জোগাড় করতে দিনমজুর মাহাবুল অসহায় হয়ে পড়েছেন। মিথ্যা মাদক মামলার আসামী হওয়ায় সামাজিক ও পারিবারিক ভাবেও হয়েছেন হেয়প্রতিপন্ন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামে। দিনমজুর মাহাবুল মাইলবাড়িয়া গ্রামের শাহ আলমের ছেলে। তথ্য নিয়ে জানা গেছে, জানা গেছে, ২০১৮ সালের ৯ নভেম্বর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইশ্বরচন্দ্রপুর এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বিজিবির হাতে আটক হয় মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে শুকুর আলী। এঘটনায় বিজিবির দর্শনা কোম্পানীর হাবিলদার শওকত আলী বাদী হয়ে একটি মামলা করলে পুলিশ ওই মামলায় নাটোর জেলার জয়কেষ্টপুর গ্রামের রেজাউল করিমের ছেলে আজবার আলী ও মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের আলী বক্স ওরফে পচার ছেলে মাদক ব্যবসায়ী মাহাবুব হোসেনকে পলাতক দেখিয়ে চার্জসীট প্রদান করে। এদিকে মাদক মামলার আসামি মাহাবুবের জায়গায় দিনমজুর মাহাবুলকে ধরে আদালতে চালান দেয় দামুরহুদা থানার এসআই মেজবাহুর রহমান। আসামি শনাক্তে ভুল হওয়ার ব্যাপারে থানা পুলিশ আদালতে প্রতিবেদন দিলে ১৩ দিন জেলখেটে জামিনে মুক্তি পান দিনমজুর মাহাবুল। জামিনে মুক্ত হলেও ২০১৮ সাল থেকে এ পর্যন্ত আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন মাহাবুল। নেপা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহবুর রহমান জানান, মাদক ব্যবসীয় মাহবুব ও দিনমজুর মাহাবুলের নামের সামান্য মিল থাকলেও তাদের পিতা ও মাতার নাম আলাদা। তিনি অভিযোগ করেন, গ্রেফতারের সময় দিন মজুর মাহাবুলের পরিবার ও এলাকাবাসী পুলিশকে অধিকতর তদন্ত করতে অনুরোধ জানালেও তা শোনেননি দামুড়হুদা থানার এস আই মেজবাহুর রহামান। ফেন্সিডিলসহ আটক হওয়া শুকুর আলী জামিনে মুক্তি পেয়ে জানিয়েছিলেন, তিনি একজন কামলা হিসেবে ফেন্সিডিল বহন করছিলেন। মাদকের আসল মালিক ছিলো মাইল বাড়িয়া গ্রামের মাহাবুব হোসেন। কিন্তু এ মামলায় মাহাবুল নামে যাকে পুলিশ গ্রেফতার করে তাকে তিনি চিনেন না। গ্রামবাসি আজিজুর রহমান বলেন,মাহাবুল একজন দিনমজুর। তিনি কোনদিন মাদক ব্যবসার সাথে জরিত ছিলেন না। তিনি বলেন, তাদের গ্রামের চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী হচ্ছে মাহাবুব। শুধু নামের সামান্য ভুলে একজন নিরীহ দিনমজুরকে এখনো মামলার ঘানি টানতে হচ্ছে। মাহাবুলের মা তহমিনা খাতুন বলেন, তার ছেলে নিরাপরাধ। প্রতিহিংসা ও মাদক মামলা ধামাচাপা দিতেই কেউ পুলিশকে আসল ব্যক্তিকে বাদ দিয়ে মাহাবুলকে ফাঁসিয়ে দিয়েছে। তিনি রাষ্ট্রের কাছে র‌্যায় বিচার দাবী করেন। বিষয়টি জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার এস আই মেজবাহুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে মহেশপুর থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন, তদন্তকারী কর্মকর্তার তো ভুল হওয়ার কথা না। আসামীর নাম এবং পিতার নাম মিল না পেলে তিনি তো গ্রেফতার করতে পারেন না। এ বিষয়ে ঝিনাইদহ জেলা জজ আদালতের পিপি এ্যাড এস এম মশিযূর রহমান বলেন, নামের ভুলের কারণে নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতার করা অন্যায়। এমনটি করা হলে মানুষ পুলিশ ও আদালত সম্পর্কে ভুল ম্যাসেজ পাবে। তিনি বলেন, ঝিনাইদহের আদালতে মাহাবুলের মামলাটি হলে তাকে সহায়তরা করা সহজ হতো। কিন্তু মামলাটি চুয়াডাঙ্গা আদালতে হওয়ায় তাকে আইনী সহায়তা দিতে পারছেন না।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • পাইকগাছা উপজেলা জমঈয়তে আহলে হাদীস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    পাইকগাছা উপজেলা জমঈয়তে আহলে হাদীস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলা জমঈয়তে আহলে হাদীস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার বিকালে সরল দীঘির পাড় আহলে হাদীস জামে মসজিদে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও হারুনর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা জাহাঙ্গীর আলম, এনামুল হক, হাফেজ রবিউল ইসলাম, আলহাজ্ব রহমত আলী গাজী, আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরদার, কারী নুর আহমদ, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, অলিউর রহমান, সুমন, আহম্মদ আলী গোলদার, আব্দুল করিম, আব্দুল্লাহ গাজী, ইমরান হোসেন, ফারুক সানা, বজলুর রহমান, আব্দুল মান্নান, মোশাররফ হোসেন, ফয়সাল সরদার, আসাদুল ইসলাম, মোতালেব হোসেন, আরিফুল ইসলাম রনি ও রুহুল কুদ্দুস।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • আমিরুল ইসলাম কাগজী আইডিয়াল কলেজের উদ্বোধন

    আমিরুল ইসলাম কাগজী আইডিয়াল কলেজের উদ্বোধন

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার আমিরুল ইসলাম কাগজী আইডিয়াল কলেজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার সকালে পৌর সদরের শিববাটীস্থ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রোগ্রাম ডাইরেক্টর সাংবাদিক আমিরুল ইসলাম কাগজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক অতিথি ছিলেন সাংবাদিক, অধ্যাপক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক খুরশীদ আলম, সাংবাদিক আমিরুল ইসলামের সহধর্মিণী জ্যোৎস্না আক্তার, কলেজের সভাপতি আব্দুল করিম। প্রভাষক আবু রাসেল কাগজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক রফিক লিটন, ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সবুজ, সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, প্রভাষক আবু সাঈদ ও শিক্ষক হাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই কবি আব্দুল হাই শিকদার কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন।

  • ত্রিশালে এসিল্যান্ডের নেতৃত্বে অভিযানে পাঁচ ইট ভাটাকে জরিমানা

    ত্রিশালে এসিল্যান্ডের নেতৃত্বে অভিযানে পাঁচ ইট ভাটাকে জরিমানা

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে ৫অবৈধ ইট ভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (২৭ ই নভেম্বর) পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে ত্রিশাল উপজেলা প্রশাসন ও ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় উপজেলায় অবস্থিত এসব অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় আখরাইল নামক স্থানে অবস্থিত মেসার্স দোয়েল ব্রিকস, মেসার্স হামিদ ব্রিকস , মেসার্স অনিক ব্রিকস, মেসার্স এমন জে এ ব্রিকস ব্রিকস এবং মাগুরজোরা নামক স্থানে অবস্থিত মেসার্স কোয়েল ব্রিকস নামের অবৈধ ইটভাটাগুলোকে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং ইটভাটা গুলোকে ইট প্রস্তুত ওয়াটার স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৯ অনুযায়ী মোট ১৬৫০০০০ (ষোল লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় ইটভাটা গুলোকে ভেঙে দেয়া হয়। উক্ত অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাহবুবুর রহমান। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলার সহকারি পরিচালক নাজিয়া উদ্দিন এবং পরিদর্শক মাহবুবুল ইসলাম। এছাড়া উক্ত অভিযানে ত্রিশাল থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযানে দায়িত্ব পালনকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ত্রিশালের সহকারী কমিশনার ভূমি মোঃ মাহবুবুর রহমান।

  • নলছিটিতে ইসকনের বিরুদ্ধে বিক্ষো-ভ

    নলছিটিতে ইসকনের বিরুদ্ধে বিক্ষো-ভ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতেউগ্রবাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৯ নভেম্বর) জুমআ নামাজ শেষে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় শতশত মুসল্লী ইসকন বিরোধী স্লোগান দিতে থাকেন।

    নলছিটি ইমাম কল্যান সমিতি ও সাধারণ মুসল্লীদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি নলছিটি মার্চেন্টস সরকারি মাধ্যমিক বিদ্যালয় সড়ক থেকে শুরু হয়ে শহীদ সেলিম চত্বরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে।

    এসময় তারা বলেন, ইসকন একটি উগ্রবাদী সংগঠন। বাংলাদেশে এদের ঠাই হবে না। অবিলম্বে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ইসকন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। স্বাধীন বাংলাদেশ ও মুসলিম সম্প্রদায়ের জন্য তারা হুমকি। মুসল্লীরা ভারতের দালালদের বিরুদ্ধেও স্লোগান দেন এবং হুশিয়ারি উচ্চারণ করেন।

  • পলাশবাড়ীতে উ-গ্রবাদী সংগঠন ‘ইসকন’কে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

    পলাশবাড়ীতে উ-গ্রবাদী সংগঠন ‘ইসকন’কে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ইমাম ওলামা পরিষদের আয়োজনে ২৯শে নভেম্বর শুক্রবার জুমার নামাজের পরবর্তী স্থানীয় চৌমাথা মোড় মিতালী হোটেলের সম্মুখে সনাতন ধর্মাবলম্বীদের উগ্রবাদী সংগঠন ‘ইসকন’কে নিষিদ্ধ ও এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসীর দাবিতে এবং মসজিদে হামলার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    এসময় পৌর এলাকার বিভিন্ন মসজিদ হতে মুসল্লিরা ইসকন বিরোধী স্লোগান ও বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্মিলিত ব্যানার ফেসটুন ও প্লেকার্ড নিয়ে বিক্ষোভ সমাবেশ স্থলে জড়ো হন।

    ইমাম ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা নুরুন্নবী সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,মুফতি ফরিদুল ইসলাম ফরিদ,মাওলানা শাহ আলম ফয়েজী,মুফতি এনামুল হক,হাফেজ মাওলানা মোহাম্মদ আলী,হাফেজ মাওলানা মো. তাজুল ইসলাম,হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ ও মাওলানা আবু হানিফা প্রমুখ।

    এসময় বিক্ষোভ কারীরা ‘ইসকন’ নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, সাধারণ হিন্দু আর ইসকন দু’টি আলাদা বিষয়। আমাদের সহজ সরল মনা হিন্দু ভাই-বোনদের ব্যবহার করে ইসকন বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

    ইসকন’কে ‘জঙ্গী সংগঠন’ দাবি করে তারা বলেন,’ইসকন’ একটি জঙ্গী সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।
    তাদের এই জঙ্গী কার্যক্রম আমরা চলতে দেব না। আমরা সম্প্রীতি লালন করি,হিন্দু ভাইদের ভালোবাসি। হিন্দু ভাইয়েরা ইসকনের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এ সময় অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়।।

  • চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে প্রতিবাদে থানচিতে বিক্ষোভ সমাবেশ

    চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে প্রতিবাদে থানচিতে বিক্ষোভ সমাবেশ

    থানচি (বান্দরবান) প্রতিনিধি:মথি ত্রিপুরা।

    বান্দরবানের থানচিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংস ভাবে হত্যা, মুসল্লিদের মারধর ও পবিত্র স্থান মসজিদে হামলার প্রতিবাদে উপজেলা আলেম-আলিমা, মুসল্লিবৃন্দ ও ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে বাজার প্রাঙ্গণে ইস্কনের বিরূদ্ধে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা, মুসল্লিদের মারধর ও পবিত্র স্থান মসজিদে হামলার প্রতিবাদে উপজেলা আলেম-আলিমা, মুসল্লিবৃন্দ ও ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এসময় থানচি বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন নেতৃত্বে ইস্কনের বিরূদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি হোটেল ডিসকভারি হয়ে বাস স্টেশন প্রদক্ষিন শেষে পুনরায় হোটেল ডিসকভারি প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়।

    বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, টিএন্ডটি পাড়া জামে মসজিদে খতিব জোবায়ের, থানচি বাজার জামে মসজিদে ইমাম ও খতিব আনিসুল্লাহ মোবারক, থানচি মুসলিম যুব ও ছাত্র পরিষদের সভাপতি হারুনুর রশিদ টিপু, টিএন্ডটি পাড়া মাদ্রাসা শিক্ষক আবু রায়হান আলিফ, নাসির উদ্দিন ও মোয়াজ্জেম প্রমুখ।

    এছাড়া থানচি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও থানচি আলেম-আলিমা, মুসল্লিবৃন্দ এবং ছাত্র জনতারসহ তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন।

  • সুন্দরগঞ্জে বিয়ের দেন মোহরানা জাল জালিয়াতির অভিযোগে কাজীর বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ

    সুন্দরগঞ্জে বিয়ের দেন মোহরানা জাল জালিয়াতির অভিযোগে কাজীর বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের মোহরানা জাল জালিয়াতির অভিযোগে এক নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার জুম্মাবাদ উপজেলার ৪নং বেলকা ইউনিয়নের একতা বাজারে এলাকাবাসীর আয়োজনে সংশ্লিষ্ট ইউপি নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ আবু রায়হান (তারা) এর বিরুদ্ধে বিয়ের দেন মোহরানা ২ লক্ষ ৮০ হাজার টাকা হতে জাল জালিয়াতির মাধ্যমে ৫ লক্ষ ৮০ হাজার টাকা করার অভিযোগের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বেলকা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি 

    মামুন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক

    ফিরোজ কবির, সদস্য মাইদুল ইসলাম,আমিনুল ইসলাম প্রমূখ।

    উল্লেখ্য– বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামের এজারুল ইসলামের কন্যা নিলুফা ইয়াসমিনের সাথে একই গ্রামের দুলা মিয়ার ছেলে হাফিজুর রহমানের ২০২০ সালে ২ লক্ষ ৮০ হাজার টাকা ধার্যপূর্বক বিবাহ সম্পন্ন হলেও এখন আদালত মামলা হলে জানা যায় মোহরানা ৫ লক্ষ ৮০ হাজার কাবিননামায় ওঠানো হয়েছে।

  • মাদকমুক্ত জীবন গড়ার শপথ  ময়মনসিংহের তরুণদের

    মাদকমুক্ত জীবন গড়ার শপথ ময়মনসিংহের তরুণদের

    স্টাফ রিপোর্টারঃ উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের দেড়শত তরুণ-তরুণী।

    বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত ‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা’য় কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক ড. মো: আশরাফুর রহমানের নেতৃত্বে এ অঙ্গীকার করে।

    এর আগে আশরাফুর রহমান মাদকমুক্ত সমাজ গড়ার ওপর মনোজ্ঞ তথ্যচিত্র উপস্থাপন করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কবির হোসেন সরদার এবং স্কাউটসের ময়মনসিংহ বিভাগ রোভার নেতা প্রতিনিধি অধ্যাপক এ. কে. এম. সামসুজ্জামান সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন।

    জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে এবং শিক্ষার্থী সিলমন আহমেদ ও সাজ্জাদুল ইসলামের উপস্থাপনায় সিনিয়র তথ্য অফিসার শেখ মো: শহীদুল ইসলাম মূল নিবন্ধ এবং শিক্ষার্থী প্রতিনিধি খোকন মিয়া তারুণ্যদীপ্ত বক্তব্য উপস্থাপন করেন। সভার আয়োজক তথ্য অফিসের পরিচালক মীর আকরাম তরুণদেরকে মেধাচর্চা, নৈতিক দৃঢ়তা এবং মানুষের প্রতি সৌজন্য ও সম্মান ধারণ করে জীবন গড়ার আহবান জানান।