Blog

  • পঞ্চগড়ে রোদেও ১০ ডিগ্রি তাপমাত্রা

    পঞ্চগড়ে রোদেও ১০ ডিগ্রি তাপমাত্রা

    মোহাম্মদ বাবুল হোসেন. পঞ্চগড় :

    পঞ্চগড়ে তাপমাত্রার পারদ কমে আসলেও দেখা মিলেছে ঝলমলে রোদের। হিমালয় পর্বতমালার কাছাকাছি হওয়ায় প্রতিবছরই পঞ্চগড়ে শীতের তীব্রতা বেশি থাকে। মৌসুম জুড়ে প্রায় দিনই তাপমাত্রার পারদ থাকে দেশের সর্বনিম্ন।

     

    রোববার ভোর ৬ টায় এ জেলায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

    ঝলমলে রোদ থাকার ফলে জনজীবনে তেমন প্রভাবে পড়েনি। দুর্ভোগ তৈরি হয়নি শ্রমজীবীদের। তবে গত কিছুদিন ধরেই সন্ধ্যার পর হিমেল বাতাসে কাবু করছে এখানকার মানুষকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়ে।

    পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারি কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, গত কয়েকদিন ধরে ক্রমাগত তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল ভোর ৬ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর ৬টায় তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

  • বরগুনার পাথরঘাটায়  স্কুলছাত্রীর ঝুলন্ত ম-রদেহ উদ্ধার

    বরগুনার পাথরঘাটায়  স্কুলছাত্রীর ঝুলন্ত ম-রদেহ উদ্ধার

     

    অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) থেকে: 

    পরিবার বলছে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল ওই স্কুলছাত্রী। তবে শিক্ষক এবং সহপাঠীরা বলছে সে সুস্থ ও স্বাভাবিক ছিল।

      উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিকদার বাড়িতে ১ ডিসেম্বর  রবিবার  রাতের কোনো এক সময় ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যায়। সে ওই বাড়ির টমটম চালক জসীমের মেয়ে। শিক্ষার্থী লিমা পাথরঘাটা কেএম মডেল  সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির স্কুলছাত্রী ছিল বলে জানা গেছে।  শনিবার সে পরীক্ষা দিয়েছে এবং রবিবার তার আরও একটি পরীক্ষা ছিল। 

    খবর পেয়ে পাথরঘাটা থানাপুলিশ  ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে। 

    এদিকে শিক্ষার্থী লিমার পরিবার থেকে বলা হয় সে নিজ ঘরের দোতলায় এবং ঘরের চালার মাডামের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে। পাশাপাশি তাদের মেয়ে কিছুটা মানুসিক ভারসাম্যহীন কিংবা বদমেজাজি ছিল। একারনে রাতের কোনো একসময় আত্মহত্যা করেছে। এদিকে লিমার স্কুল শিক্ষক মোঃ মুরাদুল হক বলেন,লিমা সম্পূর্ণ সুস্থ একজন শিক্ষার্থী ছিল। সে কখনো স্কুল ফাঁকি দেয়নি। এছাড়াও সে  মানষিক ভারসাম্যহীন ছিল কি না? এমন প্রশ্নের জবাবে শিক্ষক মুরাদুল হক সাফ জানিয়ে দেন এরকম কোনো ঘটনা-ই নেই।  সে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক ভাবেই স্কুলে আসত এবং ক্লাস করত। গতকাল সে পরীক্ষা দিয়েছে এবং আজও তার পরীক্ষা দেয়ার কথা ছিল।

    পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন,আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  মর্গে পাঠিয়েছি। মেয়েটি একটু মানুষিক সম্যা এবং  বদমেজাজি ছিল বলে পরিবার দাবী করছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে#

    অমল তালুকদার 
    পাথরঘাটা, বরগুনা। 

  • জেলা পুলিশ নীলফামারীর কিট প্যারেড অনুষ্ঠিত

    জেলা পুলিশ নীলফামারীর কিট প্যারেড অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    ১লা ডিসেম্বর রোজ রোববার সকাল ১০ ঘটিকায় জেলা পুলিশ, নীলফামারীর আয়োজনে পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স এর সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও উপস্থিত সকালের কিট সামগ্রী পরিদর্শন করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম,।
    পুলিশ সুপার জেলা পুলিশের সকল সদস্যকে উত্তম পোষাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
    এছাড়াও যে সকল পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন।
    এসময় উপস্থিত ছিলেন দিলশাদ আলী, আর.আই, পুলিশ লাইন্স, নীলফামারী, আরও-১ রিজার্ভ অফিস, নীলফামারী সহ অন্যান্য অফিসার ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিন্না ইয়ংমেন্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    বিন্না ইয়ংমেন্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    বিন্না ইয়ংমেন্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। আজ, ৩০ নভেম্বর শনিবার বিন্না ইয়ংমেন্স ক্লাবের মাঠ প্রাঙ্গণে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঐ সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, জননেতা জনাব ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহাবুবুল আলম, শহিদুল ইসলাম বাহাদুর, এনামুল হক রতন, মিজানুর রহমান রানা এবং আজাহারুল ইসলাম টুটুল। তারা ক্লাবের বিগত দিনে ক্লাবের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

    ক্লাব সদস্যদের পক্ষে বক্তব্য প্রদান করেন রিয়াদুল ইসলাম রিদুল, সাইফুল ইসলাম সহ আরও অনেকে। তাদের বক্তব্যে ক্লাবের অতীত ঐতিহ্য, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা সুন্দরভাবে তুলে ধরা হয়।

    এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সোহেল মৃধা, মশিউর, মিজান, সোহেব এবং নেছারাবাদ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব। এছাড়াও থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উক্ত সভায় অংশগ্রহণ করেন।

    সভায় বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের জমিদাতা ওয়াজেদ আলী মিয়া। সভায় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় ক্লাবের প্রতিষ্ঠাতা ব্যক্তিত্বদের। বিশেষ করে আলহাজ্ব মরহুম জয়নাল আবেদীন, মরহুম রহমআলী বেপারী, মরহুম হাজী হাবিবুর রহমান বেপারী, মরহুম সাইয়াদুর রহমান, এবং মোসারফ মাস্টার সহ সকল প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

    উল্লেখ্য বিন্না ইয়ংমেন্স ক্লাব ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয় যার রেজিস্ট্রেশন নম্বর: ২৪৫৯/৬৪ এবং ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে একটি সুসংগঠিত প্রতিষ্ঠান হিসেবে সমাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতে সমাজ উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বক্তারা।

  • মুন্সীগঞ্জে মরহুম গোলাম মোস্তফা ওরফে (মেঘু মোল্লা)র ৩০ তম মৃত্যুবার্ষিকীতে ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    মুন্সীগঞ্জে মরহুম গোলাম মোস্তফা ওরফে (মেঘু মোল্লা)র ৩০ তম মৃত্যুবার্ষিকীতে ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    লিটন মাহমুদ বিশেষ প্রতিনিধি ,মুন্সীগঞ্জ

    মুন্সীগঞ্জ মরহুম গোলাম মোস্তফা ওরফে (মেঘু মোল্লা)র ৩০ তম মৃত্যুবার্ষিকীতে ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত ।
    ২৯ শে নভেম্বর শুক্রবার বেলা ২ ঘটিকায় মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম গোলাম মোস্তফা ওরফে (মেঘু মোল্লা)র ৩০ তম মৃত্যুবার্ষিকীতে ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেন।

    দোয়া ও মিলাদ মাহফিলে মিলাদে
    মেঘু মোল্লা স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মোল্লা মোঃ শাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শিলই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি সাইদ বেপারী
    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলই ইউনিয়নের কৃতি সন্তান মাষ্টার ওভারসিজের প্রোপাইটার বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাকির হোসেন জমাদার ।

    আরো উপস্থিত ছিলেন বি এনপির নেতা নুর ইসলাম ফকির,শিলই ইউনিয়ের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনির বেপারী, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার,হাসেম ভূইয়াঁ,মনির ঢালী,মেম্বার নুরুল হক মোল্লা ও অন্যান্য নেতৃবৃন্দ।

  • সিংড়ায় শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ

    সিংড়ায় শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ

    মোঃএমরান আলী রানা নাটোর প্রতিনিধি

    বাংলাদেশ শিক্ষক সমিতি নাটোরের সিংড়া উপজেলা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বেলা ১১টায় সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

    নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ও সাধারণ সম্পাদক ফজলুল হকসহ ৭১ সদস্যকে শপথ পাঠ করান বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আফছার আলী।

    শপথ অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন কমিটির নির্বাহী সদস্য মো. আব্দুল মতিন।

    উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বাংলাদেশ শিক্ষক সমিতি সিংড়া উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।

    মো. এমরান আলী রানা 
    নাটোর প্রতিনিধি।।

  • বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে তৃণমূলের ভাবনা করনীয় শীর্ষক সাংগঠনিক মতবিনিময় সভা সম্পন্ন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে তৃণমূলের ভাবনা করনীয় শীর্ষক সাংগঠনিক মতবিনিময় সভা সম্পন্ন

    শহিদুল ইসলাম,

    বিশেষ প্রতিনিধিঃ

    দীর্ঘ বছর পর আগামীর জাতীয় নির্বাচন ও তৃণমূলের ভাবনা করনীয় শীর্ষক সাংগঠনিক মতবিনিময় সভা ৩০নভেম্বর শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি মিলনায়তনে ৩৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত,
    তৃণমূলে বিএনপির ভাবনা ও আগামীর সু-প্রত্যাশায় জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের মানুষের কাছে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কাঠামো সুচারুভাবে সাজিয়ে গড়তে নেতা কর্মীদের স্বক্রিয় ভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
    দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন নগর বিএনপি নেতা মোঃ নুরুজ্জামান, মোঃ মাহাবুব এলাহী, থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী, যুগ্ম সম্পাদক মোঃ আলী, সহ- সভাপতি মোঃ শাহজাহান, মোঃ শরীফ, মোঃ আইয়ুব খান,মোঃ রিয়াজ উদ্দিন, মিজানুর রহমান পারুল, মোঃ নওশাদ হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইফতেখার চৌধুরী, যুবদলের মোঃ হোসনি মোবারক রিয়াদ, মোঃ সোহেল, মোঃ রাশেদুজ্জামান রাসেল, সাইফুর রহমান রনি, মোঃ জাসেদ, মোঃ সাদ্দাম হোসেন,স্বেচ্ছাসেবক দলের মোঃ ইউসুফ সুমন,মোঃ সাবাহ,এস এম শাহানুর, ছাত্রদলের মোঃ আকিব জাভেদ, রায়হান সাদ্দাম রানা, সাজ্জাদ কবির রুমী, কৃষকদলের মোঃ সাহেদ আলী সহ শ্রমিক দল, তাঁতীদল , মৎস্যজীবী দল ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভাপতির বক্তব্যে আশরাফ উদ্দিন বলেন, বিএনপি আগামীতে কেন্দ্র ও মহানগর নেতৃবৃন্দর সমন্বয়ে সর্বস্তরের গণমানুষের সাথে সমন্বয় করে তৃনমুল থেকে দল কে সাজিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশিত পথে দেশ পরিচালনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

  • পলাশবাড়ীতে বিএনপি নেতা বকুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    পলাশবাড়ীতে বিএনপি নেতা বকুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ( রেজিষ্ট্রেশন নং রাজ-৪৯৪) এর সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল এর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম অপপ্রচারের বিরুদ্ধে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    শ্রমিক ও বিএনপি নেতা ও আব্দুল মোত্তালিব সরকার বকুল তার বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে শনিবার ৩০শে নভেম্বর রাতে পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

    জনাকীর্ণ সংবাদ সম্মেলনে শ্রমিক ও বিএনপি নেতা বকুল তার লিখিত বক্তব্যে বলেন,একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ব্যক্তিগত, রাজনৈতিক ও ব্যবসায়ীক ক্যারিয়ারে ঈশ্বান্বিত হয়ে আমাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে নানাভাবে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এই ঘৃণিত ও নিন্দনীয় অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি এ অপপ্রচার ও মদদদাতাকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের জানান।

    এসময় সম্মেলনে উপস্থিত, গাইবান্ধা জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ বিএনপি,যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।।

  • খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-সাজ্জাদ

    খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-সাজ্জাদ

    এম এ আলিম রিপন ঃ পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হালিম সাজ্জাদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নতুন বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিগত প্রায় ১৭ বছর দেশের গণতন্ত্র ধ্বংস করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। বিএনপিসহ বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছে। যারা গণতন্ত্রের কথা বলেছেন, তাদের গলা টিপে ধরেছে স্বৈরাচার ও তার দোসররা। দেশে গণহত্যা চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতা হত্যা করেছে। শনিবার সুজানগর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজ দলের মধ্যে কোনো প্রকার বিভাজন সৃষ্টি করা যাবে না। শেখ হাসিনা গণহত্যা চালিয়ে, দেশ লুটপাট করে পালিয়ে গেলেও তার দোসররা এখনও রয়ে গেছে, দেশের প্রতিটি পাড়া মহল্লায় তারা এখনও ষড়যন্ত্র করছে। সুযোগ বুঝে দেশকে আবারও তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে। এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ‘ষড়যন্ত্র বন্ধ হয় নাই। ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীর শক্তি নাই, আমাদের বিএনপিকে পরাজিত করতে পারে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার বলেছেন, এই সরকার (অন্তর্বর্তী সরকার) এর কাছে প্রত্যাশা তারা দ্রুত নির্বাচনের আয়োজন করবে। আমরা ষড়যন্ত্র দেখতে চাই না। আমরা চাই না, এই সময় কোনো দুষ্কৃতকারী চক্র আবার বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসুক। আব্দুল হালিম সাজ্জাদ সমাবেশে উপস্থিত সকলেল উদ্দেশে বলেন, পাবনা-২ আসনে এমপি আসে, এমপি যায়। কিন্তু এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে এবং আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের সেবা করে যাব ইনশআল্লাহ । স্থানীয় এন এ কলেজ মাঠে সুজানগর উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আরশেদ আলী সরদারের সভাপতিত্বে ও সুজানগর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিক বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, কেন্দ্রীয় কৃষকদল নেতা শরিফুল ইসলাম শাওন,উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মজিবর খাঁন, বিএনপি নেতা আব্দুল বাতেন ও রুহুল খান, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কেরামত আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম, যুবনেতা আব্দুল্লাহ আল মামুন, নবী মোল্লা, সাবেক ছাত্রনেতা রবিউল আওয়াল টিপু, ছাত্রদল নেতা আলম মন্ডল, মামুন ইসলাম, এন এ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল, ছাত্রনেতা তারেক হোসেন ও মনিরুজ্জামান মনা প্রমুখ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • মহেশপুর সীমান্তে ৪ মাসে বিজিবির অভিযানে সাবেক মন্ত্রী ও এমপিসহ ৯৩৩ জন গ্রফতার

    মহেশপুর সীমান্তে ৪ মাসে বিজিবির অভিযানে সাবেক মন্ত্রী ও এমপিসহ ৯৩৩ জন গ্রফতার

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় চার মাসে ২৮ জন ভারতীয় নাগরিকসহ ৯৩৩ জন আটক হয়েছে। আটককৃদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি, ছাত্রলীগ ক্যাডার, পুলিশ সদস্য, জেল পলাতক আসামী, বিদ্রোহী আনসার সদস্যসহ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতাকর্মীরা রয়েছেন। শনিবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পরে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে একাধিক ব্যক্তি। সীমান্তে বিজিবি সদস্যদের কঠোর নজরদারির কারণে বেশির ভাগ ব্যাক্তি আটক হয়েছেন। সুত্র জানায়, ৫ আগস্টের পর মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হন সাবেক আওয়ামী পানিসম্পদ মন্ত্রী সাধন চন্দ্র চন্দ ও স্থানীয় তিনজন আওয়ামী লীগ, ছাত্রলীগ ক্যাডার ও সচিবালয়ে বিদ্রোহে জড়িত এক পলাতক আনসার সদস্য আটক হয় মহেশপুর সীমান্ত বিজিবির হাতে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি এক পুলিশ সদস্যসহ ২৮ জন ভারতীয় নাগরিক আটক হয়েছে বিজিবির হাতে। এদিকে গত ২৪ ঘন্টায় মহেশপুর সীমান্ত এলাকার মাটিলা, খোসালপুর, পলিয়ানপুর, বাঘাডাংগা, শ্যামকুড় এবং লড়াইঘাট সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৪৭ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ এবং ১৬ জন শিশু রয়েছে। এদের সবাই অবৈধ ভাবে বিনা পাসপোর্টে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি সূত্র জানিয়েছে।।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।