Blog

  • উজিরপুরে চাঞ্চল্যকর জোরা খুনের মামলার স্বাক্ষীর বিরুদ্ধে আসামী পক্ষের মামলা, -প্রতিবাদে মানববন্ধন

    উজিরপুরে চাঞ্চল্যকর জোরা খুনের মামলার স্বাক্ষীর বিরুদ্ধে আসামী পক্ষের মামলা, -প্রতিবাদে মানববন্ধন

    জুনায়েদ খান সিয়াম,

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় জোরা খুনের মামলার স্বাক্ষীর বিরুদ্ধে আসামীর পক্ষের মিথ্যা মামলা দায়ের। খুনিদের হত্যা মামলা থেকে রেহাই পেতেই একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার প্রতিবাদে আলোচিত জোড়াখুন মামলার অন্যতম আসামি, সন্ত্রাসী ও মামলাবাজ মিজানুর রহমান  মিয়ার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

     ২ ডিসেম্বর সকাল ১০ টায় সাতলা ইউনিয়ন পরিষদের সামনে প্রধান সড়কে ভুক্তভোগী মোস্তফা মিয়ার নের্তৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

    মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ভুক্তভোগী খলিলুর রহমান মিয়া,সালাম বিশ্বাস, আব্দুস সালাম মিয়া,বনি আমিন বালী,আব্দুল আজিজ বিশ্বাস,নুরুল হাওলাদার,দেলোয়ার বিশ্বাসসহ ৫ শতাধিক এলাকাবাসী।

    এসময় বিক্ষুব্ধরা ষড়যন্ত্র মূলক ধর্ষণ মামলাসহ সকল মিথ্যা মামলা অচিরেই প্রত্যাহারসহ অভিযুক্ত মামলাবাজ মিজানুর রহমান মিয়াকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন। 

    ভুক্তভোগীরা জানান,কিছু দিন পূর্বে মামলাবাজ মিজানুর রহমান মিয়ার কূ-পরামর্শে তার ভাই মনিরুজ্জামান মিয়া নিজের মাথা নিজেই কেটে তার বোন মমতাজ খানম মুক্তাকে বাদী করে মাছের ঘের কমিটির ১৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। 

    সে ঘটনায় ২১ নভেম্বর এলাকাবাসী বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এরপর ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমান তার ভাই মনিরুজ্জামানের স্ত্রী মুক্তা আক্তার মিতুকে দিয়ে ফের নাটক সাজিয়ে ২৭ নভেম্বর বরিশাল আদালতে মোঃ ফায়জুল হক বালী ফারাহীন,জাকির হাওলাদার, সান্টু হাওলাদার, হাফিজুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নম্বর-৪৪৩/২০২৪ ইং।

    এ বিষয়ে মামলার বাদী মুক্তা আক্তার মিতু জানান, আমরা থানায় যোগাযোগ করলে মামলা না নেওয়ায় কোর্টে গিয়ে মামলা দায়ের করি।  এ ব্যপারে মিজানুর রহমান বিষয়টি এড়িয়ে যায়।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাথে কেহ যোগাযোগ করলে এ বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করে থাকি। কিন্তু সাতলার বিষয়টি আমাদের জানা নেই তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

  • মোরেলগঞ্জে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ায় বিএনপির আনন্দ মিছিল

    মোরেলগঞ্জে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ায় বিএনপির আনন্দ মিছিল

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি।।

    বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলাসহ বিভিন্ন মামলা থেকে খালাস দেওয়ায় উপজেলা ও পৌর বিএনপি সোমবার বিকেল ৪টার দিকে এ কর্মসূচি পালন করে। উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল ও পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম মিছিলে নেতৃত্ব দেন।

    মিছিল শেষে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন সামাদ, আসাদুজ্জামান মিলন, মুক্তা খানম মাহমুদা, সাবিনা ইয়াসমিন টুলু, জিয়াউল হাসান টুটুল, মজনু মোল্লা, মাসুদ খান চুন্নু ও মশিউর রহমান জুয়েল।

  • পাথরঘাটায় পানিতে ডুবে শিশুর মৃ-ত্যু

    পাথরঘাটায় পানিতে ডুবে শিশুর মৃ-ত্যু

    পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি:পাথরঘাটার
    চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়ায় ২ডিসেম্বর সোমবার ওমর আলী নামক ৪ বছরের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে।

    ধারনা করা হচ্ছে খেলতে গিয়ে দুপুরের কোনো এক সময় বাড়ির পুকুরে পরে যায় শিশুটি।পরে তার মা মাহমুদা বেগম তাকে ওই পুকুরে ভাসতে দেখে চিৎকার দিয়ে আশেপাশের লোকজন জানান। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক শিশু ওমর আলীকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন । শিশুটির বাবা শাহজাহান হাওলাদার বর্তমানে বঙ্গোপসাগরে ট্রলারে মাছ ধরতে গেছে। সে এখনও জানে না তার আদরের শিশুপুত্রটি আর বেঁচে নেই। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে #

    অমল তালুকদার
    পাথরঘাটা বরগুনা।

  • গত সাড়ে ১৫ বছর এ জাতি জিম্মি দশায় ছিল- জামায়াত আমির

    গত সাড়ে ১৫ বছর এ জাতি জিম্মি দশায় ছিল- জামায়াত আমির

    আরিফুর রহমান মাদারীপুর:
    গত সাড়ে ১৫ বছর এ জাতি জিম্মি দশায় ছিল মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, মানুষের ইজ্জত নষ্ট হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে,দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে, কারা করেছে? আমার দেশের কৃষক শ্রমিক তারা করেছে?করেছেন যারা উঁচু তলায় থাকেন তারা। যারা করেছেন তাদের মানুষ শাসক বানায়নি তারা নিজে নিজেই শাসক হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার(২ নভেম্বর) রাত ৭ টায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্টান্ডে এক পথসভায় তিনি মন্তব্য করেন।

    জামায়াতে আমির আরো বলেন, ইসলামের দৃষ্টিতে যদি দেশ গড়তে পারি তাহলে আর এদেশে কেউ ঘুষ খেতে সাহস করবে না, দুর্নীতি করবে না, মা বোনদের ইজ্জত নষ্ট করবে না এবং মানুষের মধ্যে কোন বৈষম্য থাকবে না, বিচারকের আসনে বসে কেউ ঘুষ খাবে না, মানুষ ন্যায় বিচার পাবে, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে সেই সমাজে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর যেই সমাজের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকে অথবা মানুষ অন্যায়কে নীরবে হজম করে সেই সমাজ থেকে আল্লাহ তা’আলা তাঁর রহমত উঠাই নেয়।

    তিনি আরো বলেন, আমি আর ডামি মিলে যে সংসদ হয়েছিল ইলেকশনের সময় যারা ক্যান্ডিডেট হয় তাদের সম্পদের বিবরণ দিতে হয় ১৪ সালে যে সম্পদ ছিল ২০১৮ সালে দেখা গেল সেই সম্পদের ২০ গুণ বেড়ে গেছে আয়ের উৎস হিসেবে দেখানো হলো মাছের চাষ। খোঁজ নিয়ে দেখা গেল কোথায় একটি পুকুরও নেই তার মাছের।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলেসুর রহমান, সাবেক জেলা আমির আবদুস সোবাহান, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, সদর উপজেলা আমির মাওলানা হুমায়ুন কবির, সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, পৌর আমির মাওলানা আলমগীর হোসেন, পৌর নায়েবে আমির আঃ রহিম মোল্লা, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, জেলা ছাত্র শিবির সভাপতি সাইফ হাসানসহ অনেকেই।

    আরিফুর রহমান মাদারীপুর।

  • সেনাবাহিনী প্রধান কর্তৃক সংবর্ধনা ও পদক প্রদান

    সেনাবাহিনী প্রধান কর্তৃক সংবর্ধনা ও পদক প্রদান

    সংবাদ বিজ্ঞপ্তি।।

    ঢাকা, ০১ ডিসেম্বর ২০২৪ (রবিবার): সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আজ (০১ ডিসেম্বর ২০২৪) ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’ এ মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এ সময় খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সাথে কুশলাদি বিনিময় করেন। এছাড়াও, উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ২০২৩-২০২৪ অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ০৫ জন সেনাবাহিনী পদক (এসবিপি), ০৫ জন অসামান্য সেবা পদক (ওএসপি) ও ১৮ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি) প্রাপ্ত সর্বমোট ২৮ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন।

    অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদক প্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকান্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। উল্লেখ্য, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

    অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনাসদস্যগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • শিক্ষক কনিকা মৃখার্জীর বিরুদ্ধে বিক্ষোভ তোপের মুখে পদ-ত্যাগ

    শিক্ষক কনিকা মৃখার্জীর বিরুদ্ধে বিক্ষোভ তোপের মুখে পদ-ত্যাগ

    কে এমসোহেব জুয়েল ঃ গৌরনদীর সরিকলে পদত্যাগের দাবিতে বিক্ষোভের ঘটনায় অবশেষে তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কনিকা মুখার্জি।

    ঘটনাটি ঘটেছে ১ ডিসেম্বর রবিবার সকাল ৯ ঘটিাকায় গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কনিকা মুখার্জির বেলায়।

    একাধিক সুত্র জানায় সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (শহীদ আবু সাইদকে) সন্ত্রাসী বলায় তাকে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশে বাধা প্রদান করেন। এ ঘটনায় দীর্ঘদিন কনিকা মুখার্জি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। আজ ১ ডিসেম্বর রবিবার সকাল অনুমান ৯.০০ ঘটিকার কনিকা মুখার্জি বিদ্যালয়ে উপস্থিত হলে বিদ্যালয়ের অনুমান ২০০/৩০০ ছাত্র ছাত্রীরা উত্তেজিত হয়ে মিছিল মিটিংয়েড় শুরু করেন।

    এ ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক ভাবে সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফোরকান তার সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। ক্রমেই ছাত্র/ছাত্রীরা কনিকা মুখার্জির বিরুদ্ধে মারমুখী আচরণ শুরু করেন।

    সরিকল তদন্ত কেন্দ্রে পুলিশ ছাত্র ছাত্রীদের নিয়ন্ত্রণ করতে না পেরে গৌরনদী থানার অফিসার ইনচার্জকে মোঃ ইইনুসকে অবহিত করেন। এ সংবাদে তাৎক্ষণিকভাবে গৌরনদী থানার ,অফিসার ইনচার্জ মোঃ ইউনুস গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃ রাজিব হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত ছাত্র/ছাত্রী ও ছাত্র প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনার মাধ‍্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    পরবর্তীতে কনিকা মুখার্জি সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদ হতে পদত্যাগ পত্র উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেনের নিকট দাখিল করেন।

    বিদ‍্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হলে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, শিক্ষিকা কনিকা মুখার্জিকে মহিলা পুলিশের সহায়তায় তার স্বামী সুকন্ঠ মুখার্জির হেফাজতে দিয়ে দেন।

  • এই সরকারকে আ,লীগের গড়া সিন্ডিকেট ভাঙতে হবে – উজিরপুরে জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুল ইসলাম

    এই সরকারকে আ,লীগের গড়া সিন্ডিকেট ভাঙতে হবে – উজিরপুরে জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুল ইসলাম

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ এই সরকারকে আওয়ামীলীগের সিন্ডিকেট ভাঙতে হবে। আজ পর্যন্ত ফ্যাসিস্টবাদ আওয়ামী লীগ কর্তৃক সিন্ডিকেট ভাঙতে পারে নাই। তিনি আরো বলেন এ সরকার সিন্ডিকেট ভাঙ্গার উদ্যোগ নিলে জনগণ আপনাদের সাথে থাকবে। জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে দেশ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজী, ধর্ষণ চিরতরে দেশ থেকে বিদায় নিবে। আমরা স্যালুট জানাই সেই সকল যুবকদের যারা জনগণকে একত্রিত করে আওয়ামী লীগক সরকারকে দেশ থেকে বিদায় করেছে। আমরা আগামীতে এই গর্বিত যুবকদের হাতে দেশটাকে বুঝিয়ে দিতে চাই।

    বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমীর ডাঃ মোঃ শফিকুর রহমানের পথসভায় পথসভায় এ কথা বলেন। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদী বাস স্ট্যান্ডে নেতাকর্মীদের বিশাল ঢল নামে। ১ ডিসেম্বর রবিবার রাত সাড়ে ৮.৪৫ মিনিটের সময় বরিশাল যাওয়ার পথে ইচলাদী বাসষ্ট্যান্ডে উজিরপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে, সেক্রেটারী মোঃ খোকন সরদারের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাঃ মোঃ শফিকুর রহমান, বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ মুবারক হোসেন, বরিশাল জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল জেলা নায়েবে আমীর মাষ্টার আঃ মান্নান, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা কাওসার হোসাইন,বাবুগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, উজিরপুর পৌরসভা জামায়াত ইসলামীর আমির মোঃ আল-আমিন সরদার, উপজেলা ছাত্র শিবির সভাপতি গোলাম কিবরিয়া টিপু, উপজেলা কর্মপরিষদ সদস্য, শুরা সদস্য ও ইউনিয়ন আমীর সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মোংলা বন্দরের প্রভাবশালী সিবিএ’র সাবেক নেতা’র শৃংখলা পরিপন্থির বিষয়ে ব্যবস্থা ১ মাসেও কার্যকরী হয়নি

    মোংলা বন্দরের প্রভাবশালী সিবিএ’র সাবেক নেতা’র শৃংখলা পরিপন্থির বিষয়ে ব্যবস্থা ১ মাসেও কার্যকরী হয়নি

    বায়জিদ হোসেন।।
    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।
    মোংলা বন্দরের দোর্দন্ড প্রভাবশালী সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কর্তৃপক্ষের জুনিয়র অফিসার মোঃ ফিরোজের দুর্নীতি, অনিয়ম স্বেচ্ছাচারিতা ও চাকুরি শৃংখলা পরিপন্থি কর্মকান্ড দিনকে দিনই বেড়েই চলছে বলে অভিযোগ উঠেছে। চাকরিতে যোগদান করার কয়েক বছরের ব্যবধানে তিনি সিবিএর প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ, বদলী, অবসরে যাওয়া ব্যক্তিদের ফাইলসহ বিভিন্ন কাজের তদ্বিরের নামে দু’হাতে কামিয়েছেন মোটা অংকের টাকা। ১৯৯৪সালে সামান্য এলডিএ কাম টাইপিস্ট পদে চাকরিতে যোগদান করে ৩০বছরের ব্যবধানে তিনি এখন নামে বেনামে কোটি কোটি টাকার মালিক। নিজ ভায়রার নামে হিরণ পয়েন্টসহ বিভিন্ন নৌপথে বন্দর কর্তৃপক্ষের ড্রেজিংয়ের নামে কারচুপির মাধ্যমে আয় করেছেন কোটি কোটি টাকা। তৈরী করেছেন নিজ ও স্বজনদের নামে একাধিক আলিশান বাড়ি ও কিনেছেন গাড়ি। ব্যক্তিগত এ গাড়িতে আবার মোংলা বন্দর কর্তৃপক্ষের লোগো লাগিয়ে অফিসসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি কওর খাটাচ্ছেন নানা প্রভাব। ক্ষমতার মোহে প্রথমে করেছেন বিএনপি। এরপর বিএনপি থেকে ক্ষমতায় লোভে যোগ দিয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগে। আওয়ামী লীগ পতনের পর তিনি এখন আবার কর্মচারী থেকে কর্মকর্তায় পদোন্নতি পেয়েও বিএনপিতে যোগদানের চেষ্টা করে পুনরায় সিবিএ নেতা হওয়ার জন্য জোর স্বপ্ন দেখছেন। যদিও বিএনপি তাকে পুরোপুরিভাবে তাদের দলে এখনও পর্যন্ত ভিড়ায়নি। এর আগে বহুবার এ নিয়ে সরকারের বিভিন্ন মহলে নানা অভিযোগ দেওয়া হলেও তাতে তার কিছুতেই কিছু হয়নি। সবই রয়েছে বহাল তবিয়তে।বন্দরের একাধিক নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য জানিয়েছে। অবশ্য এ ব্যাপারে মোঃ ফিরোজ তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা ও চাকুরি শৃংখলা পরিপন্থি কর্মকান্ডে নিজের জড়িতের কথা অস্বীকার করে দাবি করেছেন, তিনি বৈধভাবে ধন সম্পদ বানিয়েছেন। প্রতিপক্ষরা তার বিরুদ্ধে এ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
    বন্দর কর্তৃপক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র, গোয়েন্দা প্রতিবেদন ও ভূক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান করে জানা গেছে, ১৯৯৪সালে মোঃ ফিরোজ চাকরিতে যোগদান করার পরের বছর সিবিএতে কার্যকরী সদস্য নির্বাচিত হন। এরপর ধাপে ধাপে তিনি সহ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অতিরিক্ত সম্পাদক থেকে সর্বশেষ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর মাঝে নির্বাচনে অবশ্য তিনি কয়েকবার হেরেও যান। সর্বশেষ তিনি ২০১৯সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ২০২১সালের নির্বাচনে একই পদে হেরে যান। এখন আবার নতুন নির্বাচনের ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হওয়ায় তিনি অংশ নিয়েছেন।
    মজার ব্যাপার হচ্ছে, এরই মধ্যে মোঃ ফিরোজের জুনিয়র অফিসার হিসেবে পদোন্নতি হয়। এ পদোন্নতি পেয়ে কর্মকর্তা হলেও তিনি শ্রমিক কর্মচারীদের নির্বাচনে তার প্রার্থী হওয়ার খায়েশ ছাড়েননি। আর এ নিয়ে বন্দরের সাধারণ শ্রমিক কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ইস্যুতে বন্দরে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে। সৃষ্ট হয় মামলা আর পাল্টা মামলা। এ মামলা জটিলতায় এখন পর্যন্ত নির্বাচন বন্ধ রয়েছে।
    এদিকে সিবিএ নির্বাচনের অসন্তোষকে পুঁজি করে সিবিএর এই সাবেক নেতা ও বর্তমান জুনিয়র অফিসার মোঃ ফিরোজ গত ৭অক্টোবর সকাল সাড়ে ১০টায় দলবল নিয়ে জোর করে সিবিএ অফিসে অবৈধভাবে একটি সভা করে বর্তমান নেতৃবৃন্দকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অফিসের কম্পিউটার রুমে তালা মারাসহ মূল্যবান নথি ও প্রয়োজনীয় কাগজ পত্র সরিয়ে ফেলে। এক পর্যায়ে তার নেতৃত্বে সিবিএ ভবন দখলের চেষ্টা চালানো হয়। পওে বন্দরের নিরাপত্তা কর্মী ও আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপে সে সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
    পরবর্তিতে জুনিয়র অফিসার ফিরোজকে এ বিষয়গুলো নিয়ে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে গত ১৫অক্টোবর মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ নুরুজ্জামান ৭কার্য দিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করেন। পাশাপাশি পুরো বিষয়গুলো নৌ পরিবহন মন্ত্রনালয়কে অবহিত করেন। পরবর্তিতে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে গত ৩নভেম্বর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে উপসচিব এইচ এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে মোঃ ফিরোজের বিরুদ্ধে বেআইনীভাবে সিবিএ অফিস দখল করে তালা দেওয়াসহ চাকুরী শৃংখলা পরিপন্থি কর্মকান্ড বিঘ্ন সৃষ্টি করায় বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পরে ৬নভেম্বর নৌ পরিবহন মন্ত্রণালয়ের এ আদেশ মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছায়।
    এদিকে মজার ব্যাপার, নৌ পরিবহন মন্ত্রণালয়ের এ নির্দেশনা জারীর প্রায় মাসের কাছাকাছি হতে চললেও এখন পর্যন্ত তা আদেশ কার্যকরী করা হয়নি। এ নিয়ে বিভিন্ন মহলে নানা রহস্য ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, জুনিয়র অফিসার ফিরোজ মন্ত্রণালয়ের এ নির্দেশ যেন বাস্তবায়িত না হয় সে জন্য বন্দরের শীর্ষ মহলে নানা দেনদরবার ও তদ্বির চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, তিনি এর আগেও বহু অভিযোগে বিভাগীয় মামলা খেলেও তা প্রভাব আর তদ্বিরের মাধ্যমে সংশ্লিষ্টদের ম্যানেজ করে নিস্পত্তি করে ফেলেছেন। যে অভিযোগেরই তদন্ত আসুক না কেন তিনি তা কৌশলে ম্যানেজ করে নিজেকে পার করে নেয়। এবারও তিনি একই প্রক্রিয়া চালাচ্ছেন যেভাবে হোক নৌ মন্ত্রণালয়ের এ নির্দেশনা ধামাচাপা দিয়ে নিজেকে রেহাই দেওয়ার।
    জুনিয়র অফিসার মোঃ ফিরোজ এ ব্যাপারে বলেন, তিনি গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী এডহক কমিটি গঠন করে সিবিএ ভবনে সভা করেছেন। তবে সেখানে কোন বিশৃংখলা পরিবেশ সৃষ্টি করেননি। প্রতিপক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।
    এ ব্যাপারে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ নুরুজ্জামানের দৃষ্টি আবর্ষণ করা হলে তিনি মোঃ ফিরোজের বিষয়ে নৌ মন্ত্রণালয়ের নির্দেশনা প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কাজ করছে। বিধি অনুযায়ী এ সংক্রান্ত অফিসিয়াল প্রক্রিয়া চলছে।
    মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহীন রহমান বলেন, এ সংক্রান্ত ফাইলটি তার দপ্তরে রয়েছে। খুব দ্রুত সময়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • জীবননগরে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃ-ত্যু

    জীবননগরে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃ-ত্যু

    মোঃ মুনাইম হোসেন (জীবননগর) প্রতিনিধি :

    জীবননগরে বাসার ছাদ থেকে পড়ে বিউটি বেগম (৪২) নামের এক গৃহবধূ মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এর আগে গত সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে পৌর শহরের বাজার পাড়ার নিজ বাসায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জীবননগর বাজারের ব্যবসায়ী হাসানুজ্জামান হাসানের স্ত্রী। মৃত্যুকালে স্বামী, নাভিদ (২২) ও নাহিব (৭) নামের দুই
    পুত্র সন্তান রেখে গেছেন।

    নিহতের স্বামী হাসান জানান, গত সোমবার সকাল ৮টার দিকে সবাই যে যার কাজ করছিলাম, তখন বিউটি ছাদে গিয়েছিল কুমড়ো পাড়ার জন্য। কিছুক্ষণ পর নিচে
    জোরে একটি শব্দ শুনতে পায়।

    কিসের শব্দ হলো সেটা দেখার উদ্দেশ্য তখন সবাই বাইরে গিয়ে দেখি আমার স্ত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন তাকে দ্রæত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হয়। কিন্তু মাথায় মারাত্মকভাবে জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসক যশোরের রেফার্ড করেন, পরে সেখানেও অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা
    মেডিকেল কলেজে পাঠান করেন।

    এরপর গত বৃহস্পতিবার রাতে তার মাথায় অপারেশন হলে শুক্রবার বিকাল সাড়ে চার দিকে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে শনিবার (৩০ নভেম্বর) রাত তিনটার দিকে মরদেহ নিজ বাড়ীতে নিয়ে আসা হয় এবং সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

  • পঞ্চগড়ে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক রেলমন্ত্রী সুজনকে

    পঞ্চগড়ে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক রেলমন্ত্রী সুজনকে

     

    মোহাম্মদ বাবুল হোসেন. পঞ্চগড় :

    পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া এক যুবককে হত্যার পর মরদেহ গুমের অভিযোগে সাবেক রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুজ্জামান এ আদেশ দেন।

     

    মরদেহ গুমের অভিযোগে গত ১০ নভেম্বর সাবেক রেলপথ মন্ত্রী সুজনসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত করে পঞ্চগড় সদর থানায় মামলাটি করে আলামিনের বাবা মনু।

    মামলার অন্য আসামিদের মধ্যে আছেন- পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা ও মজাহারুল হক প্রধান, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান ও সাধারণ সম্পাদক সাদমান সাকিব প্লাবন পাটোয়ারী, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক ও সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর উজ্জল প্রমুখ।

    শুনানির আগে তাকে পঞ্চগড় জেলা কারাগার থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

    এর আগে গত ১৬ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।