Blog

  • আশুলিয়ার নবীনগর ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ফুটপাত দ-খলে হকার ও প্র-ভাবশালীরা: প্রশাসন নিরব ভূমিকায়

    আশুলিয়ার নবীনগর ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ফুটপাত দ-খলে হকার ও প্র-ভাবশালীরা: প্রশাসন নিরব ভূমিকায়

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার নবীনগর ও বাইপাইল- আবদুল্লাহপুর সড়কের দুইপাশের ফুটপাত দীর্ঘদিন ধরে হকার ও প্রভাবশালী মহলের দখলে রয়েছে। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনে চলাচলকারী সাধারণ মানুষ।

    সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল হাইওয়ে এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের গুরুত্বপূর্ণ অংশ, এমনকি ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের জায়গাও অবৈধভাবে দখল করে দোকানপাট বসানো হয়েছে। ফুটপাত তো বটেই, কোথাও কোথাও মূল সড়কের অংশ দখল করে চলছে রমরমা বাণিজ্য।

    স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র এসব অবৈধ দোকান বসিয়ে প্রতিদিন হকারদের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের রহস্যজনক নীরবতার কারণেই এই অবৈধ দখল ও চাঁদাবাজি দিন দিন বেড়েই চলেছে।

    গত এক সপ্তাহ ধরে এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, সরকারি মহাসড়ক ও হাইওয়ের দুইপাশে যত্রতত্র দোকান বসানোর ফলে যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ফুটপাত দখল থাকায় পথচারীরা বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

    এ বিষয়ে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। স্থানীয় সচেতন মহল দ্রুত অবৈধ দখল উচ্ছেদ ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মা-রধর ও এ-সিড নিক্ষেপের সত্যতা পায়নি সিআইডি

    অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মা-রধর ও এ-সিড নিক্ষেপের সত্যতা পায়নি সিআইডি

    হেলাল শেখঃ অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মারধর ও এসিড নিক্ষেপের সত্যতা পায়নি সিআইডি।

    অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মারধর ও এসিড নিক্ষেপের অভিযোগে করা মামলায় তদন্তে সত্যতা পাওয়া যায়নি। তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে প্রতিবেদন জমা দিয়ে এ তথ্য জানিয়েছেন। গত ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক সুলতান মাহমুদ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে এ প্রতিবেদন দাখিল করা হয়।

    এর আগে, গত ৮ জুলাই মারধর ও এসিড নিক্ষেপের অভিযোগে ডিপজলের ভক্ত মোছা. রাশিদা আক্তার বাদী হয়ে একটি মামলা করেন। আদালত মামলার আবেদন গ্রহণ করে সিআইডি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রাশিদা আক্তার ডিপজলের অন্ধ ভক্ত কিন্তু বিভিন্ন সময় ডিপজলের সঙ্গে দেখা করতে এফডিসিতে গিয়ে দাঁড়িয়ে থাকতেন রাশিদা। এরই ধারাবাহিকতায় গত বছরের ২ জুন বাদী গাবতলী গরুর হাটে ডিপজল আছে ভেবে তার সঙ্গে দেখা করতে যায়।

    তখন গাবতলীতে কোরবানির পশুর হাট চলছিলো। বাদী পশুর হাটের হাসিল ঘরের ভেতরে ডিপজল আছেন ভেবে সেখানে প্রবেশ করার চেষ্টা করেন। তখন হাসিল ঘরের ম্যানেজারসহ অন্যান্য কর্মরত লোকজন ডিপজল সেখানে নেই মর্মে জানিয়ে তাকে হাসিল ঘরে প্রবেশে বাধা দেন। রাশিদা চিৎকার চেঁচামেচি শুরু করলে উৎসুক জনতা এসে ভিড় করতে থাকে।
    হাটের লোকজন তাকে চলে যেতে অনুরোধ করেন। তবে রাশিদা উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে উৎসুক জনতা তাকে মানসিক রোগী ভেবে সেখানে আটক করার চেষ্টা করে। একপর্যায়ে তিনি নিজের কাছে থাকা একটি বোতলে রক্ষিত তরল কেমিক্যাল জাতীয় পদার্থ নিজের গায়ে ঢেলে দিয়ে আগুন লাগানোর চেষ্টা করেন। অতঃপর দেশের বিভিন্ন জেলা হতে আগত পশু ব্যবসায়ী ও উৎসুক জনতা বাদীর কাছে থাকা ম্যাচ বাক্স/গ্যাস লাইট ছিনিয়ে নেয়। লোকজন হাটে ডিপজল বা তার কোন লোক নেই মর্মে বুঝিয়ে শুনিয়ে তাকে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন।

    একপর্যায়ে তিনি শান্ত হয়ে গাইবতলী পশুর হাট থেকে বের হয়ে যায়। ওই প্রতিবেদনে বলা হয়, ওইদিন রাত ৯টার দিকে বাদী তার যাত্রাবাড়ীস্থ বাসায় ফিরে কাউকে কিছু না বলে শুয়ে পড়েন। রাত ২টার সময় চিৎকার চেঁচামেচি শুরু করেন। চিৎকার চেঁচামেচি শুনে তার স্বামী আব্দুল মজিদ ঘুম থেকে উঠে দেখেন, বাদীর সারা শরীরে ফোসকা পড়ে গেছে। পরের দিন দুপুর ৩টার দিকে আব্দুল মজিদ, প্রতিবেশী রুবি এবং মুক্তা আক্তার বাদীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগ থেকে পরদিন তাকে বার্ন ইউনিটে রেফার করা হয়। সেখানে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় হাসপাতালের ওয়ার্ডে বাংলা সিনেমার একটি গানের সঙ্গে তাল মিলিয়ে টিকটক ভিডিও প্রস্তুত করে তা ইন্টারনেটে আপলোড করেন। পরে বার্ন ইউনিটে চিকিৎসা শেষে ১১ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। সূত্র জানায় পুরো ঘটনাটি রহস্যজনক। এ বিষয়ে আরও তদন্ত করে সঠিক ঘটনা জনগণের সামনে তুলে ধরা হবে। পর্ব ১।

  • আশুলিয়ায় তিতাস গ্যাসের প্রায় ৭ শতাধিক অবৈধ সংযোগ বি-চ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ

    আশুলিয়ায় তিতাস গ্যাসের প্রায় ৭ শতাধিক অবৈধ সংযোগ বি-চ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অভিযান চালিয়ে প্রায় ৭শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫ইং) সকাল থেকে তিতাস গ্যাসের আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনের নেতৃত্বে আশুলিয়ার গুমাইল স্কুল রোড এলাকায় প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানকালে নিম্নমানের পাইপ, রাইজার ও অবৈধ চুলা জব্দ করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগের কারণে গ্যাসের অপচয় ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তাই এসব অবৈধ সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

    এসময় অভিযানে উপস্থিত ছিলেন আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলীসহ তিতাস গ্যাসের কারিগরি টিমের সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আশুলিয়া থানা পুলিশের সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

    আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাসের অভিযান চলমান থাকবে, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। সূত্র জানায় একই এলাকায় ৮-১০ বার অভিযান পরিচালনা করা হলেও সকালে অভিযান রাতেই আবারও সংযোগ দেয় দালালরা। একটি অভিযানে সরকারের প্রায় দুই লাখ টাকা খরচ হয় কিন্তু দুই বছর ধরে উল্লেখ্য তেমন কোনো মামলা রেকর্ড হয়নি।

  • পুঠিয়া-দুর্গাপুরের বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে মনোনয়ন পত্র উ-ত্তোলন

    পুঠিয়া-দুর্গাপুরের বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে মনোনয়ন পত্র উ-ত্তোলন

    পুঠিয়া (রাজশাহী)  প্রতিনিধিঃ রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে মনোনয়ন পত্র উত্তোন করা হয়। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার লিয়াকত সলামান এর কার্যালয়ে উপস্থিত হয়ে অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে  মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায় আবু হায়াত। বিএনপির মনোনিত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম রাজনৈতিক বিশেষ কাজে ঢাকায় অবস্থান করায় তিনি এ মনোনয়ন পত্র উত্তোলনের সময় উপস্থিত থাকতে পারেননি বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। মনোনয়ন পত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদ, পুঠিয়া পৌরসভার সভাপতি বজুলুর রহমান, পুঠিয়া পৌরসভার সাবেক সভাপতি মমতাজুল আলম লাল্টু, পুঠিয়া পৌরসভার সাধারণ সম্পাদক হাসিুবল ইসলাম, পুঠিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার, বানেশ^র ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাকদক জুলফিকার রহমান ভুট্রু, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জোবায়ের হাসান, দুর্গাপুর বিএনপির আহবায়ক এস,এম, হাসানুজ্জামান লাল্টু, যুগ্ন আহবায়ক রেজাউল হক ও প্রার্থী নির্বাচনী সমন্বয়ক অধ্যাপক আতিকুর রহমান প্রমুখ। এছাড়াও মনোয়ন পত্র উত্তোলনের সময় পুঠিয়া-দুর্গাপুর উপজেলা ও পৌর এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

    মাজেদুর রহমান (মাজদার) 

    পুঠিয়া, রাজশাহী।

  • গজঘণ্টা ইউনিয়ন পরিষদ চত্বরে  হাইপ্রেসার ও ডায়াবেটিস ক্যাম্প অনু-ষ্ঠিত

    গজঘণ্টা ইউনিয়ন পরিষদ চত্বরে হাইপ্রেসার ও ডায়াবেটিস ক্যাম্প অনু-ষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। –

    গঙ্গাচড়া উপজেলা গজঘণ্টা ইউনিয়ন পরিষদ সংলগ্ন গজঘণ্টা স্কুল ও কলেজ মাঠে  ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes  Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় ১৭ ডিসেম্বর ২০২৫, রোজ বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 
    ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব বকুল মিয়া, গজঘণ্টা স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, গজঘণ্টা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক জনাব, ইলিয়াস আলী, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন , স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
    সকাল ৯টা থেকে সন্ধ্যা ০৬ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩৭ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা হয় তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনশেষে ৪৮০ জন রোগী ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।  ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন ডা. ওয়াছিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের  প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন,  সহকারী প্রকল্প ব্যাবস্থাপক আসাদুজ্জামান হিরন, ক্যাম্প সমন্বয়কারী জাহিদ হাসান সাকিব।
    অত্র ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের মেডিকেল টিমটি উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রদান করেন। সেবা গ্রহীতাগণ মহৎ এ উদ্যোগকে প্রশংসা করেন এবং নিয়মিত  এ ধরনের আয়োজন এর প্রত্যাশা ব্যক্ত করেন।

  • ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের পৃথক দুটি অ-ভিযানে ১টি ষ্টিলবডি ভারতীয় ৩১টি গরু ও বিপুল পরিমান পণ্যসহ ২জন আ-টক ‎

    ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের পৃথক দুটি অ-ভিযানে ১টি ষ্টিলবডি ভারতীয় ৩১টি গরু ও বিপুল পরিমান পণ্যসহ ২জন আ-টক ‎

    ‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
    ‎সুনামগঞ্জ সদর থানা নবাগত অফিসার ইনচার্জ মোঃ  রতন শেখ (পিপিএম)”এর নেতৃত্বে  পুলিশের অভিযানে ৩১টি ভারতীয় গরু একটি ষ্টিল বডি নৌকাসহ ২জনকে আটক করা হয়েছে। বুধবার  বিকেলে  ৫ টার দিকে সুনামগঞ্জের সদর থানাধীন সুরমা নদী দিয়ে ভারতীয় গরু পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ পিপিএম”এর নেতৃত্বে পুলিশের অভিযানে  সুনামগঞ্জের দোয়ারাবাজারের ভারতীয় সীমান্ত দিয়ে আসা অবৈধ গরুর চালানের ৩১টি ভারতীয় গরু এবং বহনকারী একটি ষ্টিল বডি নৌকাসহ ২জনকে আটক করা হয়েছে। জানা যায় দেশের ভেতরে নিয়ে আসার পর চোরাকারবারীরা এই অবৈধ ৩১টি গরুর চালান নৌকাযোগে সুরমা নদী দিয়ে সুনামগঞ্জ হয়ে জামালগঞ্জের জয়নগর বাজার দিয়ে যাওয়ার পথে এই চোরাই গরুসহ নৌকাটি আটক করেছে সদর থানা পুলিশের একটি দল। পরে সন্ধা ৭ টায় সুনামগঞ্জ লঞ্চঘাট পুলিশ ফাড়িঁতে নিয়ে আসা হয়। সুনামগঞ্জ সদর থানার ওসি তদন্ত মোঃ আরিফ উল্লাহ, এসআই মাহমুদুল হাসান, এএসআই মোঃ খাদেমুল ইসলাম (খাদেম)”সহ পুলিশ সদস্যরা এই অভিযানে অংশ গ্রহন করেন।
    ‎তবে এই চোরাই গরুগুলোর সাথে জড়িত সন্দেহে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার নরসিংহপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের ছেরাগ আলীর ছেলে আনছার আলী(৩০) ও তার সহোদর আরেক চোরাকারবারী আশিক মিয়া(২০)কে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
    ‎সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ (পিপিএম) আটককৃত ইঞ্জিন চালিত নৌকাসহ ৩১ টি গরুর মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা হবে বলে জানান। এসময় ভারতীয় চোরাইকৃত ৩১টি গরুকে সাথে সাথে চিতহ্নি করার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের অবগত করে তাদের সমন্বয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি এবং উদ্ধারকৃত গরুগুলি বিজ্ঞ আদালতের মাধ্যমে নিলাম এর ব্যবস্থার জন্য আবেদন করা হচ্ছে বলেও জানান ওসি মোঃ রতন শেখ (পিপিএম)।ওপর দিকে একই দিনে সদর থানার ওসি মোঃ রতন শেখ,(পিপিএম)”র নির্দেশনায় আরও একটি অভিযানে  পুলিশের এসআই অভিজিত ভৌমিক এবং এএসআই জুলহাস মিয়ার নেতৃত্বে পুলিশের অভিযানে সদর থানাধীন  ১নং রঙ্গারচর ইউনিয়নের বল্লভপুর গ্রাম সংলঘ্ন  ইট বাট্রার পাশে ধান ক্ষেত হইতে পরিতেক্ত অবস্থায় বিপুল পরিমান ভারতীয় পণ্য  ২ হাজার ৩০০পিছ ভারতীয় কাশমেরী শাল চাদর, ১শত ৩১পিছ ইন্ডিয়ান শেরওয়ানি, ১০টি ওয়ানপিছ মেয়েদের ইন্ডিয়ান জামাসহ বিপুল পরিমান ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।  যার মুল্য ৪৮ লক্ষ ২১ হাজার ৫শত টাকা। সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দিয়ে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত চোরচক্রগুলো ভারত থেকে অবৈধভাবে গরু,মাদক ও কসমেটিক্রসহ বিভিন্ন ধরনের পণ্য দেশের ভেতরে নিয়ে আসে প্রতি নিয়ত? আর এসব তথ্য জানার পর অবৈধ চোরাকারবারিদের বিরুদ্ধে  পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃত মালামালসহ জরিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান সদর থানার ওসি মোঃ রতন শেখ (পিপিএম) । ##

  • বিজয় দিবস উপলক্ষে বাসাবোতে শিশুদের নিয়ে আনন্দঘন উদযাপন

    বিজয় দিবস উপলক্ষে বাসাবোতে শিশুদের নিয়ে আনন্দঘন উদযাপন

    খাইরুল ইসলাম মুন্না।।

    মহান বিজয় দিবস উপলক্ষে ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন (এফএফএফ)-সহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বাসাবোতে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও আনন্দঘন কমিউনিটি উদযাপন। নর্থ বাসাবো কমিউনিটি সেন্টারের সামনে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজয়ের আনন্দ ও চেতনাকে নতুন মাত্রা দেয়।

    শিশুদের হাসি, কৌতূহল আর রঙিন কল্পনার মেলবন্ধনে উৎসবটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশুদের মাঝে ফুটে ওঠে বিজয়ের প্রকৃত সৌন্দর্য ও দেশপ্রেমের আবেশ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশনের গ্লোবাল অ্যাডভাইজর শরীফ মোহাম্মদ সাদাত, প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ীতা বিশ্বাস ত্রয়ী এবং অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সম্প্রীতি ও সৌহার্দ্যের এশান খান আহাদ। এছাড়াও সংগঠনের সদস্য নিশাত ও নয়িম-এর সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও গতিশীল করে তোলে।

    ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশনের সভাপতি মাহির দাইয়ান বলেন,
    “আজকের এই আয়োজন শুধু খেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি ছোট হলেও গুরুত্বপূর্ণ উদ্যোগ।”

    প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন,
    “এই শিশুরাই আগামীর বাংলাদেশ। বিজয়ের চেতনা তাদের হাত ধরেই ভবিষ্যতের পথে এগিয়ে যাবে।”

    গ্লোবাল অ্যাডভাইজর শরীফ মোহাম্মদ সাদাত বলেন,
    “শিশুরা যখন এত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে, তখন বোঝা যায় নতুন প্রজন্ম কতটা শক্তিশালী এবং সমাজ উন্নয়নে তাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।”

    প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ীতা বিশ্বাস ত্রয়ী বলেন,
    “আমরা আশা করি, আজকের এই আনন্দঘন মুহূর্তগুলো শিশুদের মনে চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে এবং ভবিষ্যতে তাদের আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।”

    এই আয়োজন সফল করতে সহযোগিতা করে বাসাবো ইয়ুথ সোসাইটি, বাসাবো ইয়ুথ ক্লাব, লোকাল স্কাউটস, উই ফর আস, সম্প্রীতি ও সৌহার্দ্য এবং নির্ঝরিণী একাডেমিসহ বিভিন্ন স্থানীয় সংগঠন। ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন আয়োজনে যুক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

    অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই সুন্দর আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

  • মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের মনোনয়ন ফরম উ-ত্তোলন

    মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের মনোনয়ন ফরম উ-ত্তোলন

    মোঃমিজানুুর রহমান,কালকিনি- ডাসার (মাদারীপুর)প্রতিনিধি /
    আজ বৃহস্পতিবার মাদারীপুর-৩ (কালকিনি ও ডাসার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী মাওলানা এস এম আজিজুল হক আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। নির্ধারিত সময়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
    এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মাহাদী হাসান সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি পৌরসভা শাখার সভাপতি ও সাবেক মেয়র প্রার্থী লুৎফর রহমান মুন্সী, মাদারীপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মহিউদ্দিন হাওলাদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি নাইম ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান রুম্মানসহ অন্যান্য নেতাকর্মীরা।
    মনোনয়ন ফরম উত্তোলনের মাধ্যমে মাদারীপুর-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানান নেতাকর্মীরা।
    মনোনয়ন ফরম উত্তোলন শেষে মাওলানা আজিজুল হক বলেন, জনগণের ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

  • মোরেলগঞ্জে আন্তর্জাতিক অ-ধিবাসী দিবস ২০২৫  র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে আন্তর্জাতিক অ-ধিবাসী দিবস ২০২৫ র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি :

    “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গর্ব স্বদেশ”—এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক অধিবাসী দিবস–২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

    আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত র‌্যালিটি মোরেলগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

    র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবউল্লাহ। আলোচনা সভায় অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর (ইলেকট্রনিক্স) শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কায়কোবাদ আকুঞ্জি, বিআরডিবি কর্মকর্তা দিলালি মণ্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার সিফাইনুর এবং মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. শহিদুল ইসলাম।

    সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের অবদান অনস্বীকার্য। প্রতিবছর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার অভাব, প্রতারণা, অবৈধ পথে গমন এবং শ্রমিক অধিকার লঙ্ঘনের মতো নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে অনেক কর্মীকে।

    বক্তারা আরও বলেন, বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করে তুলতে পারলে তারা বিদেশে ভালো কর্মসংস্থান পাবে এবং দেশের সম্মান ও অর্থনৈতিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

    আলোচনা সভায় প্রবাসী কল্যাণ, অভিবাসন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং প্রতারণা রোধে স্থানীয় পর্যায়ে তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষাংশে দিবসটির তাৎপর্য তুলে ধরে সবাইকে দক্ষ ও নিরাপদ অভিবাসনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

  • মানুষ এখন গ্লোবাল সিটিজেনে পরিণত হয়েছে- ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক

    মানুষ এখন গ্লোবাল সিটিজেনে পরিণত হয়েছে- ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ আয়োজনে টিটিসি চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি শেষে ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান। তিনি বলেন, মানুষ এখন গ্লোবাল সিটিজেনে পরিণত হয়েছে। সে হিসেবে দেশ ও বিশ্বের প্রতি ব্যক্তির দায়বদ্ধতা রয়েছে। প্রবাসযাত্রার আগে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। ভাষাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে চলেছে বিশ্ব। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে যুবসমাজও আর্থিকভাবে অধিক লাভবান হতে পারবে। দক্ষকর্মী গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

    প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যাবলী এবং প্রবাসী উন্নয়নে সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. মাহফুজ-উল-আদিব। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি চেক ও প্রবাসী কল্যাণে অবদান রাখা নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    টিটিসির অধ্যক্ষ, প্রকৌশলী মো. মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরোয়ার্দী হোসেন। এছাড়া টিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রবাসী শ্রমিকদের কাজের স্বীকৃতি ও তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়। আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষ্যে টিটিসি চত্বরে প্রবাসী মেলা/জবফেয়ারের আয়োজন করা হয়। মেলায় উৎসুক জনগোষ্ঠীর মিলনমেলা পরিলক্ষিত হয়।